![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
ভাবনা ঘোরে ভর দুপুরে
ভালবাসতে যদি চুপি সারে
শেষ বার ভেবে আবার
বিকেল সাজে আকাশ জুড়ে
হয়ত ছায়ায় নয়ত আলোয়
একলা একাই রাঙগিয়ে নিত।
ভাবনা ঘোরে ভর দুপুরে
ভালবাসতে যদি চুপি সারে
বাধন হারা বৃষ্টি তোমায়
ভিজিয়ে দিত সংগোপনে
হয়ত চাওয়ায় নয়ত পাওয়ায়
প্রদীপ ছাড়া সেই আলো তোমার
সন্ধ্যা পথের জোনাক হত ।
©somewhere in net ltd.