![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
আলো এসে ঘুরে গেছে শেওলা ধরা আঙিনায়,
সকাল টাও জেগে আছে ধুলি পরা জানালায় ।
এলোমেলো ভুলে ভরা অচেনা এক সন্ধ্যায়,
ভয় নিয়ে ভালবাসা আরোও দূরে সরে যায় ।
বালি শেষে তীরে এসে একা হয়ে পরে রয় ,
আকাশ টাও মেঘ নিয়ে বৃষ্টির কথা কয় ।
©somewhere in net ltd.