![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
ছেড়েছিলে তাই, ছুটেছি সবুজ পানে
পেয়েছি শিশির,
হারিয়ে নুপুর -বিষণ্ণ দুপুরে।
ছেড়েছিলে তাই, বুঝেছি কোন টানে
ভাসিয়েছি পাল,
ছুঁয়ে থাকা -পরন্ত বিকেলে।
ছেড়েছিলে তাই, শুনেছি ইচ্ছে গান
দেখেছি জোনাক,
পড়েছি রাতের সব কথা।
ছেড়েছিলে তাই, ভালবাসা মিছিল নামে
দিয়েছে সাড়া,
করেছে আড়াল তোমার মনের।
©somewhere in net ltd.