![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
এসব কিছু হয় না,
যা আছে তা সয় না।
বায়না আছে আয়না চুরির,
অবাক মন সায় দেয় না,
সায় দেয় না, সায় দেয় না
যার অনেক নিয়েও হয় না
তার দুঃখের সীমা রয় না
মন হারায়ে ভুলের মাঝে
সুখের দেখা পায় না
দেখা পায় না, দেখা পায় না
এমন কিছু হয় না
যার নিয়ম মানা যায় না
সে মানুষ নামে রয় না
যার কথায় কাজে মিল হয় না
মিল হয় না, মিল হয় না
যে ন'য়ে আকার দেয় না
তার চাওয়ায় পাওয়া হয় না
উল্টো দিকের ভালবাসায়
মন ছুটে তার যায় না
ছুটে যায় না, ছুটে যায় না
©somewhere in net ltd.