![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
বক্ষিলা আর অধর দেবীর মন্দিরের গল্প
বক্ষিলা দেবীর মন্দিরে কপাট নেই কিন্তু ঘণ্টী আছে।
যেখানে বুনো মাকড়া চতুর্ভুজের ঘর একেঁছে
ঠিক তার পাশেই দেয়াল ঘেসে প্রতি ভোরে
অসংখ্য হাসনাহেনা ফোঁটে আর ঝরে পড়ে
আর পোড়া মাটির ক্ষয়ে যাওয়া সিড়িবেয়ে
স্বপ্ন সুখে সন্ন্যাসী রক্ত জবা নিয়ে ঢুকে পড়ে
বিপরীত দৃশ্যে বিমুখ পূজারীর ঢালায় দগদগে লাল কয়লা জ্বলে।
অধর দেবীর মন্দিরেরও কপাট নেই কিন্তু হাতে ত্রিশূল আর চোখে বজ্র খেলা করে যার ভয়ে
সন্ন্যাসী মন কয়লা ফেলে অর্ঘ্য তোলে।
তবুও উঠোন জুড়ে রক্ত জবা ফোঁটে আর ঝরে পড়ে সেই আদিম মন মন্দিরের পূজারীর খোঁজে। তখন বক্ষিলা আর অধর দেবী শুধুই মাটির মূর্তি মাএ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
পল্লব সালেকিন বলেছেন: ভুলের জন্য ক্ষমা করবেন... আর সব থেকে ভালো হয় সঠিকটা যদি দয়া করে লিখে দেন।।। আমি ঠিক করে নিচ্ছি।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন। কিছু বানান ভুল আছে।