![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলিমাকে কথা দিয়েছি ওর নীলটুকু নিব,
সাগরকে কথা দিয়েছি ওর জলটুকু ছোঁব,
নির্জনতাকে স্বপ্ন দেখিয়েছি, বলেছি,
ওর অব্যক্ত ভাষা গুলোকে প্রাণ দিব,
মেঘকে বলেছি, ওর কান্নাগুলোর মূল্য দিব।
কথা দিয়েছি চাঁদকেও, বলেছি,
ওর চন্দ্রিমায় স্বপ্ন আঁকব, আর সারারাত ভিজব।
নিশীথ আমার দিকে চেয়ে আছে,উদ্ভাসের আশায়।
প্রত্যুষও চেয়ে আছে সুন্দর কিছু প্রহরের ইপ্সায়,
পাপ গুলো বাঁচতে চায়, পবিত্র ভালবাসায়।
যদি কথা রাখতে না পারি ? মাঝে মাঝে ভয় হয়,
নিজের দেয়া কথা গুলোতো আর আপ্তবাক্য নয় !
তোমরা কি কিছু কৃপা করতে পার না ?
সবাইকে কাঁদিয়েই যাচ্ছি নিজের অজান্তেই,
সময় চলে যায় , ভাবি আর কত ?
অবুঝ সময় বলে যায় ইশারায়- “তুমি রিক্ত”।।।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর ভাবনা ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
জুনজুন বলেছেন: প্রত্যুষও চেয়ে আছে সুন্দর কিছু প্রহরের ইপ্সায়,
পাপ গুলো বাঁচতে চায়, পবিত্র ভালবাসায়।
ভাল লাগল