নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কাল জীবনে রঙীন তুলির ছোঁয়া

পঙ্কজ দত্ত

ধূসর ক্যানভাসে একটু তুলির আঁচড়

পঙ্কজ দত্ত › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১


অস্ত রবির আলোকচ্ছটায়,
তোমায় দেখবো বলে -
আজো খুলে বসি বাতায়ন।

দখিনা বাতাস আমায় শুধায়,
যার তরে করেছো পণ-
ক্ষনিকের চাওনিতে;-
সে কি তোমায় ভাবছে আপন?

খানিক হেসে আমি উঠে যাই,
বাতাসের সাথে গা মিশিয়ে তারে শুধাই;-
জেনে রেখো একটি কথা সত্য,
যাকে আমি ভাবি শয়নে-স্বপনে,
সেও আমায় ভাবে নিত্য।

পথের ধুলোরা হেসে উঠে বলে,
পড়ে আছো আজো তাহার ছলনায়;
তাহার কথাই ভেবে চলেছো;-
বেঁচে আছো কি তবে তাহার করুনায়?

আমি শুধাই ধুলারে,
ছলনা জানেনা ওই দুটি চোখ,
যেখানে নেই করুনা;-
আমাকেও সে ভাবছে বসে-
এটাই সত্যি ধারণা।

দূর দিগন্তে চেয়ে আজও একা বসে,
প্রহর গুনি অপেক্ষার,
এতোদিনেও সে বলে না এসে,
আমায় করে নাও তোমার?

বাতাস-ধুলার প্রশ্নজালে,
জর্জরিত ভালবাসার আঁকুতি-
বাস্তবতার নির্মমতায়;-
প্রশ্নজালে বিদ্ধ জীবন;
ফিরে পায় তার নিজের গতি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

নুর আমিন লেবু বলেছেন: বাহ্ বেশ সুন্দর কবিতা।।।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮

পঙ্কজ দত্ত বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর মনমুগ্ধকর কবিতা । পছন্দ হয়েছে আমার । কবিকে ধন্যবাদ শতবার।।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮

পঙ্কজ দত্ত বলেছেন: আপনার ধন্যবাদ স্বীকার করে নিলাম। :)

মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

৩| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ

৪| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

বিজন রয় বলেছেন: প্রকৃতির মিশেলে চমৎকার কবিতা।
++++

১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৯

পঙ্কজ দত্ত বলেছেন: একটী ক্ষুদ্র চেষ্টা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.