![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোর ছোট্ট ঘরে রাতের বেলা
চাঁদ হয়ে নেমে এসো,
অমাবস্যার অন্ধকারে;
জোনাক হয়ে পাশে থেকো।
ছায়া হয়ে থেকো সাথে-
যখন চলবো একলা পথে,
নির্জনতার বুক চিড়ে;
ঝিঁঝি হয়ে ডেকে উঠো।
রাত হয়ে এসো নেমে,
হইহল্লা থামবে তখন!
ফুল হয়ে ফুটো তুমি-
সূর্যের ঘুম ভাঙ্গবে যখন।
জোৎস্না রাতে একলা ছাদে
সময় কাটে তারা গোনায়।
মন খারাপের সময় গুলো
ভাসাই তখন জোছনা ভেলায়।
নিকশ কালো মেঘলা দিনে-
কাব্য হয়ে ধরা দিও,
মোর,
নিঃসঙ্গতার প্রহর গুলো;
মন জমিনে এঁকে নিও।
অতীতের সব দুঃখ ভুলে-
হাতটি ধরে পাশে বসো,
মোর ছোট্ট ঘরে রাতের বেলা;
চাঁদ হয়ে নেমে এসো।
©somewhere in net ltd.