নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আরো কিছু সোভিয়েত্‌স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪



১।খরগোশ গেছে পতিতালয়ে।

-সিংহীকে চাই।

-সে এখন ব্যস্ত

-তাহলে বাঘিনীকে দিন।

-সেও ব্যস্ত

-ঠিক আছে,যে ফ্রী আছে,তাকেই দিন।

মুরগী জুটলো তার ভাগ্যে।তাকে নিয়ে ঘরে ঢুকলো সে।নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খরগোশের বেরুনোর কোন চিহ্ন নেই।কড়া নারা হল তার দরজায়।ভেতর থেকে অভিযোগের সুরে সে বলল,

-এমন একজনকেই দিলেন,তার কাপড় খুলতেই পেরিয়ে গেল এক ঘন্টা।

২।উটপাখির ডিম যোগাড় করে নিয়ে এসে সব মুরগীকে মটিং এ ডাকল মোরগ।সবাই এলে সে বক্তব্য শুরু করল,

-শ্রদ্ধেয় মহিলাগণ,আমি আপনাদের কাজের সমালোচনা করতে চাইনা।শুধু বলতে চাই,নিজের চোখে দেখে নিন,বিদেশের মুরগীগুলো কেমন ডিম পাড়ে।

৩।সোভিয়েত রেডিওটে ঘোষণা,

-মস্কোয় এখন সময় বেলা তিনটে,সভের্দলোভস্কে চারটা,তোমস্কে পাঁচটা,ইরকুটস্কে ছটা,লেনিনগ্রাদে এগারাটা.....

শুনতে শুনতে সখেদে মন্তব্য করলেন এক বৃদ্ধ,

-যে দেশে এত অব্যবস্থা,এত অরাজকতা,সে দেশের উন্নতি হবে কি করে?

৪।-হ্যালো,এটা কেজিবি?

-না কেজিবি ধ্বংস হয়ে গেছে।

আবার ফোন।

-হ্যালো,এটা কেজিবি?

-আপনি কি ঠসা নাকি মিঞা?কবার বলতে হবে যে কেজিবি ধ্বংস হয়ে গেছে?

-আহা,অতো চটছেন কেন?আমার হয়তবা খুব ভাল লাগছে কথাটা শুনতে!

৫।জাতীয় উৎসবের শোভাযাত্রায় ব্যানার নিয়ে বেড়িয়েছে রাবিনোভিচ(জনৈক সোভিয়েত)।তাতে লেখা,আনন্দময় শৈশবের জন্যে কমরেড স্তালিনকে ধন্যবাদ।তা দেখে এক নেতা জ্বলে উঠলেন তেলে-বেগুনে:

-আপনি কি ফাজলামো করছেন?আপনি যখন শিশু ছিলেন তখন স্তালিনের জন্মই হয়নি।

-সে জন্যেইতো ধন্যবাদ দিচ্ছি।

৬।কমিউনিস্ট পার্টির সদস্য গ্রহণের ইন্টারভিউ।

-তোমার মাতা কে?

-সোভিয়েত ইউনিয়ন।

-তোমার পিতা কে?

-সোভিয়েত ইউনিয়ন।

-তোমার স্বপ্ন কি?

-অচিরেই এতিম হয়ে যাওয়া।

৭।দুজন কয়েদির কথোপকথন।

-আপনাকে ক"বছরের জেল দিয়েছে?

-কুড়ি বছরের।

-কেন?

-এমনি।কোন কারন ছাড়াই।

-মিথ্যে কথা।কারণ ছাড়া হয় দশ বছরের জেল।

৮।হুবহু স্তালিনের মতো দেখতে এক লোককে গ্রেফতার করা হয়েছে।

-ওকে গুলি করে মারো-স্তালিনের নির্দেশ।

-নাকি গোঁফ ছেটে দেবো?

-হ্যাঁ,সেটাও করতে পারো।

৯।স্ত্রীর সাথে ট্রামে করে যাচ্ছে রাবিনোভিচ।হঠাৎ গভীর দীর্ঘশ্বাস ফেলল সে।

সবাই ঘুরে তাকাল তার দিকে।ভীত স্ত্রী বললো তাকে কানে কানে:

-কতোবার বলেছি তোমাকে,লোকজনের সামনে রাজনীতি বিষয়ে টুঁ শব্দটি করবেনা!

১০।বেশ জোরেসোরেই বলল রাবিনোভিচ,

-শালার অভিশপ্ত জীবন!

কেজিবির লোক এসে ধরল তাকে,

-আমার সাথে যেতে হবে আপনাকে।

-আমি তো খারাপ কিছু বলিনি।বলছিলাম পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর কথা।

-চাপাবাজী রাখুন।অভিশপ্ত জীবন কোথায়,তা ভাল করেই জানি আমরা।চলুন আমার সাথে।

১১।আফ্রিকান এবং সোভিয়েত দুই বালকের পত্রমিতালী।আফ্রিকান বালক লিখল,

"আমি পড়ি ক্লাস থ্রীতে।এখানে খুব গরম,তাই খাকি গায়ে চলাফেরা করি।আমরা খাই কলা,আনারস,কমলা।তোমাকে দুটো ডাকটিকেট পাঠাচ্ছি।"

সোভিয়েত বালক জবাবে লিখল,

"ডাকটিকেটের জন্যে ধন্যবাদ।আমাদের এখানে খুব ঠান্ডা,তাই গরম কাপড় পড়তে হয়।বাবা বলেছে আমরা যদি কলা,আনারস, আর কমলা খেতে শুরু করি,তাহলে আমাদেরও খালি গায়ে ঘুরতে হবে।"

১২।ঘরে ফিরে এসে বউকে পরপুরুষের সাথে শুয়ে থাকতে দেখলে কোন দেশের পুরুষের কি প্রতিক্রিয়া হয়-

ইংরেজ:

-লেডী,অবিলম্বে আমার বাসা ত্যাগ করো।

ফরাসী:

-অসময়ে এসে তোমাদের বিরক্ত করলাম।দুঃখিত মঁসিয়ে।

রুশ:

-হারামজাদী!ঐ মোড়ের দোকানে মাখন বিক্রী হচ্ছে,আর তুই এখানে শুয়ে মজা মারছিস?!

১৩।মিনি স্কার্ট কি?

-ছোট স্কার্ট।

-মিনি কম্পিউটার কি?

-ছোট কম্পিউটার।

-সবচেয়ে বড় বিশৃঙ্খলার নাম টাহলে মিনিস্ট্রি কেন?

১৪।ছেলে বাবাকে প্রশ্ন করছে,

-বাবা,মোরগ ডাকে কেন?

-কেউ মিথ্যা কথা বললেই মোরগ ডেকে ওঠে।

-কিন্তু ভোর চারটেয়,সবাই যখন ঘুমে,তখন মোর কেন ডাকে?

-ঐ সময় সংবাদপত্র ছাপা হয়,তাই।

১৫।মোরগ আর হাঁসকে জেলে ঢোকানো হয়েছে।হাঁস জিগ্গেস করলো মোরগকে,

-আমাদের পালক ছেঁটে দেবে নাকি?

-জানিনা,ঐ ইঁদুরটাকে জিগ্গেস করে দেখ।

-আচ্ছা,ইঁদুর ভায়া,আমাদের পালক কি ছেঁটে দেবে?

-আমি ইঁদুর নই,শজারু।



সবশেষে...........আমার ফেভারিটটা,



১৬।শিল্পীর আঁকা ছবি,পোল্যান্ডে লেনিন।ছবিতে দেখা যাচ্ছে শুধু দু'জোড়া পা।এক দর্শকের প্রশ্ন,

-পাগুলো কার?

-লেনিনের স্ত্রী নাদিয়া ক্রুপ্‌স্কায়া,এবং লেনিনের ব্যক্তিগত উপদেষ্টা ফেলিক্স দ্‌জেরঝিনস্কি'র।

-কিন্তু ছবির নাম তো পোল্যান্ডে লেনিন,লেনিন কোথায়?

-লেনিন তো পোল্যান্ডে।



#সবগুলো কৌতুক মাসুদ মাহমুদের সোভিয়েত্‌স্কি কৌতুকভ বইটি থেকে নেয়া।

মন্তব্য ১৪১ টি রেটিং +৮১/-৮

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

রাকিব খান বলেছেন: Nice

১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।

২| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

আখসানুল বলেছেন: +, মজাক পাইছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮

হাসান মাহবুব বলেছেন: :)

৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩

ব্রাইট বলেছেন: তা বেশ!

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।

৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫

ইমির বলেছেন: অতি দীর্ঘ ব্লগ।

২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

হাসান মাহবুব বলেছেন: ওহ তাই! ;(

৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫

দুরের পাখি বলেছেন: হাহহাহাহ । সবগুলা জোওওওওওওওওশ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৯

হাসান মাহবুব বলেছেন: তা বেশ!

৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

মাহমুদ৬৯ বলেছেন: জুকস গুলা জুস হইচে;)

২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

হাসান মাহবুব বলেছেন: :)

৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪০

এস মাহবুব বলেছেন: মজাদার +++

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: :)

৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৬

ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ফাটাফাটি

১৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।

৯| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৪

সাফায়েত বলেছেন: চমতকার+++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১০| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮

শেরজা তপন বলেছেন: জোস্- হেভী লাগল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১০

হাসান মাহবুব বলেছেন: আমার খুব প্রিয় এই জোকগুলি।

১১| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২

মাহমুদুল হক ফয়েজ বলেছেন: কৌতুকগুলো সিআইএ'র হেঁসেলে পুঁজিবাদের ওভেনে তৈরী হাওয়াই মিঠাই

২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: শুধুমাত্র কৌতুক রচনার কারনে অনেককে জেলে যেতে হয়েছিল সেইসময়।কৌতুকগুলো একান্তই রাশান।

১২| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

সাদা কাগজ বলেছেন: ফাটাফাটি

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১১

হাসান মাহবুব বলেছেন: :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:০০

ক-খ-গ বলেছেন: কঠিন হৈছে। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: হ!

১৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮

অর্ণব০০৭ বলেছেন: jotil.....

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ঠিক।

১৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪১

মনির হাসান বলেছেন: হা হা হা ... জটিলভ হইছেস্কি ...

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১১

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকিউয়েস্কি!

১৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫

ওয়ার হিরো বলেছেন: হাহাহাহাহা

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭

পারভেজ রবিন বলেছেন: আমি একটা দেই,
স্ট্যালিনের আমলে এক লোক রোজ রাশিয়ার প্রধান পত্রিকা 'দৈনিক প্রভদা' কিনেন। পত্রিকা কিনে প্রথম পাতা দেখে পত্রিকা স্টলের পাশের ডাস্টবিনে ছুড়ে ফেলেন। রোজ এমনটি দেখে পত্রিকা বিক্রেতা তাকে জিজ্ঞেস করলেন, 'আপনি প্রতিদিন প্রথম পাতাটি দেখে পত্রিকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন কেন? কি খবর খুজেন আপনি?'
উত্তর, "একটি মৃত্যূ সংবাদ।'
"মৃত্যূ সংবাদ তো ভেতরের পাতায় থাকে।"
"আমি যে মৃত্যূ সংবাদটি খুজছি সেটি প্রথম পাতায়ই থাকবে।"

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: এটাও চমৎকার।আমি এটা রাখতে চেয়েছিলাম।যাক,না রেখে ভালই হয়েছে পাঠকরা একটা বোনাস পেল!

১৮| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:০১

মইন বলেছেন: ভালো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।

১৯| ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

সাদা কাগজ বলেছেন: ভাইয়া ....................

০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭

হাসান মাহবুব বলেছেন: কি?

২০| ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: মজার

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: খুবই মজার!

২১| ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৯

তুষার আহাসান বলেছেন: +++++++++
প্রি য়-তে নি লাম

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

২২| ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগছে

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: আমারও।

২৩| ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

শান্তির দেবদূত বলেছেন: বাহঃ ..... মজার তো ..... প্রায় সবগুলোই নতুন ........ বেশ মজা পাইলাম

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: :)

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২

নাজিম উদদীন বলেছেন: ব্যাপক মজা পেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: পাওয়ারই কথা!

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫

ঘনাদা বলেছেন: হাহাহা কঠিন মজা!

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: যা ভাগ।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

মার্ক জুবাবের বলেছেন: হাসান মাহবুব- চমৎকার হয়েছে।

শুধু একটা ছোট সংশোধন- প্রথম গল্পে ওটা শজারু হবে, মুরগী নয়।

একই বইয়ের আর একটা জোকস শূনেন-- পতিতালয় থেকে ফিরে উতফুল্ল খরগোশ তার অভিজ্ঞতা বর্ণনা করছে-- ওঃ আজ আমার ভাগে পড়েছিল জিরাফ, ফাটাফাটি অভিজ্ঞতা, দারুন ফিলিংস, শুধু চুমু খাওয়ার জন্যই আমাকে দৌড়াতে হয়েছিল আধা কিলোমিটার...

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মার্ক জুবায়ের।আমি তো বই থেকে হুবহু তুলে দিয়েছি,ওখানে মুরগী'ই ছিলো।যাই হোক,একটা হলেই হলো!

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১

মোহাম্মদ আরজু বলেছেন: এইগুলান সমাজতন্ত্রের বিরুদ্ধে পশ্চিমা প্রচারনা। তেব্র নিন্দা ঝানাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: হ!

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

মার্ক জুবাবের বলেছেন: ওকে হাসান মাহবুব, যদি বই থেকে হুবহু তুলে দিয়ে থাকেন- সেক্ষেত্রে আপনিই সঠিক, মে বি আমার স্মৃতি বিট্রে করছে...

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: সেটাই। /:)

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২

রিজভী বলেছেন: ভালো লাগলো।

+

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

৩০| ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪০

রেজওয়ান শুভ বলেছেন: আরো চরম লাগসে ;)

২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: রাশানরা ফাটাফাটি জোকস বানায় :)

৩১| ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

ফ্রুডো বলেছেন: রুশকিয়ে শুতকি

২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:০১

হাসান মাহবুব বলেছেন: হ! :)

৩২| ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:২০

মুক্ত বয়ান বলেছেন: ব্যাপক হইছে তো রে ভাই। :) :)

[অ:ট: আপনে আমার লিংক দিন নাই.. দু:খ পাইলাম। :(]

২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকু।
লিংক এর ব্যাপার্টা বুঝলাম্না। আপনিও তো আমারে লিংকে রাখেন্নাই দেক্লাম :(

৩৩| ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮

মুক্ত বয়ান বলেছেন: লাগাইছিলাম.. মাগার, আপলোড হয়নাই!!
এখন হইছে। :)

২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:৫১

হাসান মাহবুব বলেছেন: তয়লে আমিও লাগাই :) :) :)

৩৪| ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৪

রিয়াজ উল বলেছেন: জোস হইছে.......

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: হ কৌতুকগুলা আসলেই বেশি জোস্!

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৯

ভেবে ভেবে বলি বলেছেন: চৌক্ষের পানিগুলা কি তাইলে পানিতে গ্যালো! :(( (কি মজা... হামা বলদ! হামা বলদ! হামা বলদ! হাততালি দেয়ার ইমো...) :D :D :D

হুনেন মিয়া, প্রোফাইল নিয়া এম্নে খ্যালাধুলা কর্তে নাই। গান আর ফিলিম নিয়া আপ্নের এথো ষাধণা, আর কিছু হৌক না হৌক, ঐ দুইডা তো ঠিকঠাক দিবার পারেন, নাকি? ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪

হাসান মাহবুব বলেছেন: চৌখের পানি দিয়া অহন শরবত বানায় খাও :D

আমি এক্টু গান গায়া লই এই ফাঁকে... হাম্বা.............

খোমাখাতার পোরফাইলডা আসলে পিয়াল ভাইয়ের পোরোফাইল দেইখা অনুপ্রানিত হয়া করা :D

৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

ভেবে ভেবে বলি বলেছেন: আচ্ছা, এই 'সোভিয়েত্‌স্কি কৌতুকভ' জিনিসটাকে রাশান ভাষায় 'রুসকিয়ে শুতকি' বলে না?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: সোভিয়েত্‌স্কি কৌতুকভ আসলে বাংলা আর রুশ মেশানো একটা জগাখিঁচুড়ি শব্দ। রুশকিয়ে শুতকি হল পিওর রাশান।

৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

আহমেদ রাকিব বলেছেন: সবগুলা জোস। খুব ভাল্লাগছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ :)

৩৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২

কুতুব্ বলেছেন: আমি অরিজিনাল বইটাই পড়ছিলাম, প্রায় দশ বছর আগে। এখনো কপি আছে .......

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: আমি বইটা হারায় ফেলসি :(

৩৯| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

কুতুব্ বলেছেন: শাহবাগ আজিজ মার্কেটে খোজ নেন। নীচতলায়। দোকানের নাম যতদূর মনে পড়ে জনান্তিক। সব সময় স্টক থাকে না, মাঝে মাঝে পাওয়া যায়।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: Thnaks. koj nibo. obossho khujlw bashatei pawa zete pare.haha.

৪০| ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৮

এস বাসার বলেছেন: কাপড় খুলতেই একঘন্টা =p~ =p~ =p~

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩২

হাসান মাহবুব বলেছেন: হাহা :D

৪১| ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৪

সুবিদ্ বলেছেন: আমি কিন্তু এখনোও শেষেরটা বুঝিনাই :P .......না না ভুল বললাম,;) অনেক আগে একবার বুঝছিলাম কিন্তু আবার ভুইলা গেছি:D

১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: শেষটা অনেক জটিল। আমিও কি বুঝছিলাম মনে করতে পার্তেসিনা :(

৪২| ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৫

মুরুববী বলেছেন: রাশিয়ান জোকস গুলান সেইরকম হয়। ব্যাপক মজাক পাইছি। থ্যাংকাস :) +

১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: সোভিয়েত্‌স্কি কৌতুকভ বইটা যে কতবার পর্সি :)

৪৩| ১৭ ই মে, ২০১০ সকাল ১১:৪২

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: +++

১৭ ই মে, ২০১০ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সেইরকম সব কৌতুক নাকি বল ফ্রেন্ডো?

৪৪| ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:০১

শিরীষ বলেছেন: ভীষন মজারভ এবং বিধ্বংসী হাসিতভ

১৭ ই মে, ২০১০ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: বইটা কিনে ফ্যালো যদি পাও। কিং অফ গুড টাইমস!

৪৫| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:০৪

রাজসোহান বলেছেন: হিট হঔয়ার আপ্রাণ প্রচেষ্টায় নিবেদিত হামা ভাইয়ের ঐতিহাসিক পোস্টে শুভ ঠেলা :-<

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:২০

হাসান মাহবুব বলেছেন: :D এইডা ভালো কাম কর্স। আহেন ভাই লয়া যান। ৪১ জন নিসে এই পর্যন্ত। B-)

৪৬| ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪০

আদনান০৫০৫ বলেছেন: ৪।-হ্যালো,এটা কেজিবি?
-না কেজিবি ধ্বংস হয়ে গেছে।
আবার ফোন।
-হ্যালো,এটা কেজিবি?
-আপনি কি ঠসা নাকি মিঞা?কবার বলতে হবে যে কেজিবি ধ্বংস হয়ে গেছে?
-আহা,অতো চটছেন কেন?আমার হয়তবা খুব ভাল লাগছে কথাটা শুনতে!


৫।জাতীয় উৎসবের শোভাযাত্রায় ব্যানার নিয়ে বেড়িয়েছে রাবিনোভিচ(জনৈক সোভিয়েত)।তাতে লেখা,আনন্দময় শৈশবের জন্যে কমরেড স্তালিনকে ধন্যবাদ।তা দেখে এক নেতা জ্বলে উঠলেন তেলে-বেগুনে:
-আপনি কি ফাজলামো করছেন?আপনি যখন শিশু ছিলেন তখন স্তালিনের জন্মই হয়নি।
-সে জন্যেইতো ধন্যবাদ দিচ্ছি।


৯।স্ত্রীর সাথে ট্রামে করে যাচ্ছে রাবিনোভিচ।হঠাৎ গভীর দীর্ঘশ্বাস ফেলল সে।
সবাই ঘুরে তাকাল তার দিকে।ভীত স্ত্রী বললো তাকে কানে কানে:
-কতোবার বলেছি তোমাকে,লোকজনের সামনে রাজনীতি বিষয়ে টুঁ শব্দটি করবেনা!


হাহাহাহা... হাসতে হাসতে জান বাইরোই গেলো।

১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: সোভিয়েত্‌স্কি কৌতুকভ

৪৭| ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩০

এক্স বলেছেন: চ্রম হইসে... একটা মডিফাইড কৌতুক বলি ইন্সপায়ারড বাই সোভিয়েত প্যাকেজড ইন বাংলাদেশ.

বাংলাদেশের নাগরিক হওয়ার ইন্টারভিউতে একজন ভেতো বাঙ্গালীকে প্রশ্ন করা হচ্ছে,
তোমার পিতার নাম কি?
শেখ মুজিব
তোমার মাতার নাম কি?
শেখ হাসিনা
তোমার ইচ্ছা কি?
ডাবল এতিম হওয়া.

২৪ শে আগস্ট, ২০১০ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: হ! যা কৈলেন। শেখ মুজিব পিতা আর শেখ হাসিনা মাতা? মাতা ঠিকাছে তো? শেখ হাসিনা শেখ মুজিবের কি হয়? তো, হিজবুতিদের লেটেস্ট প্ল্যান কি এইটাই নাকি?

৪৮| ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৩

এক্স বলেছেন: আপনাকে বুঝতে হবে. ছেলের পিতা ও মাতা যেমনে এক সোভিয়েত ইউনিয়নই হয় ঠিক তেমনেই এটাও হয়.

আর ওই সোভিয়েত যেমনে এতিম হতে চায় ভেতো বাঙ্গালীও একই কারনে এতিম হতে চায়. তবে ফলাফল ওই একই. ৫৭ জন আর্মি অফিসারের রক্ত এখনও হাসিনার হাতে লেগে রয়েছে. কাজেই এতিম হওয়ার যথেষ্ঠ সম্ভবনা রয়েছে. তবে এটা হলে আবার আমরা ফিরে যাব সেই মার্কিন ভারত পাওয়ার স্ট্রাগলে, পূর্বের পাওয়ার স্ট্রাগল যেহেতু ফল দেয়নি কাজেই এবারও ফল দেবে না.

তাহরীরের লেটেস্ট প্লান বলি. মদিনায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য রাসূল সা এর কাউকে হত্যা করতে হয়নি. বুদ্ধিবৃত্তিক রাজনীতিতে হত্যাকান্ডের প্রয়োজন পড়ে না. তবে হ্যা গনতন্ত্র কমিউনিজম স্বৈরতন্ত্রতে দরকার পড়ে. রাসূল সা যেভাবে মদিনায় অধিষ্ঠিত হওয়ার প্লান করেছিলেন তাহরীরও সেই একই প্লান করছে.

৪৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৫

কাউসার রুশো বলেছেন: সবচেয়ে বড় বিশৃঙ্খলার নাম টাহলে মিনিস্ট্রি কেন?
=p~ =p~ =p~ =p~ =p~


শেষেরটাও জোশ

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: :#) :#) :#) শেষের্টা আমার পার্সোনাল ফেভারিট!

৫০| ০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৬

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ঠিকাছে। আবারো ঠেলা। B-)

০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: থেংকু! :#)

৫১| ০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ১০০ তম কমেন্ট !!! B-)

০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকিউয়েস্কি!

৫২| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৬

কাঠের খাঁচা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪২

হাসান মাহবুব বলেছেন: আরেহ! এই পোস্ট ৪৯ জন প্রিয়তে লৈছে! হাফ সেঞ্চুরির জন্যে আমারে অগ্রীম অভিনন্দন!

৫৩| ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

রিমি (স. ম.) বলেছেন: মজাক পাইলাম। হিহিহি!

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: হাহাহা

৫৪| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৬

হোদল রাজা বলেছেন: সবগুলানই আলাদা মিজাজে! তার চেয়ে আলাদা আপনার লেটেস ফটোখান, হামা বস! =p~ =p~ =p~

হাফ সেন চুরি...

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: হাহা! থ্যাংকস!

৫৫| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মজ্জাই মজ্জা।ব্যাপক মজা পাইলাম।+++++

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: :#)

৫৬| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

আসফাকুল আমিন বলেছেন: সেইই পুরানো পিক ...... আমি প্রথম সামু আসার পর এই পিকটা দেক্সিলাম । অনেক দিন এই পিক ছিল । পুরাই উড়াধুরা ।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: আবার কয়! this old man is coooooool!

৫৭| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১৬

আহাদিল বলেছেন: =p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: একমত।

৫৮| ২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:১৫

মিরাজ is বলেছেন: =p~ =p~ =p~ হা হা হা হা মজার.........লেলিন পোলান্ডে.........

২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: হ এইডা আমার নিজেরও পার্সোনাল ফেভারিট!

৫৯| ০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩

সুবিদ্ বলেছেন: লেলিন এখন পোল্যান্ডে--আবার বোঝার চেষ্টা করলাম, আফসোস পারলাম না!;)

আচ্ছা, উটপাখির কি ডিম হয় নাকি?? B:-)

০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০

হাসান মাহবুব বলেছেন: হাহা! টেরাই করতে থাকো। উটপাখি ডিম দিবেনা তো কি সিজারিয়ান করে বাচ্চা বের করবে নাকি? /:)

৬০| ২৮ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: মজা পেলাম।:)

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

হাসান মাহবুব বলেছেন: না পেলে আমি রাগ করতাম!

৬১| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: আপনার রাগরে আমি কেয়ার করিনা। হুহ... B:-/

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: আমার রাগরে কেয়ার করতে হবেনা আমারে কেয়ার কৈরেন হেহে!

৬২| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৪

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: =p~ =p~ =p~ =p~

অন্যরকম কৌতুক। খুব খুব ভালোলাগলো। ধন্যবাদ আপনাকে। :)

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১২

হাসান মাহবুব বলেছেন: :#) আমারও খুব প্রিয় কোতুকগুলা

৬৩| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
শেষেরটা বেশি জোসসস

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

হাসান মাহবুব বলেছেন: ইয়েস! আমার পার্সোনাল ফেভারিট।

৬৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২০

বুড়া মকবুল বলেছেন: ঘুরে গেলাম হামা :) । অনেকের ঠেলা খেয়েই তাইলে আজকের হামা :P । বুঝলাম হামা কত অজানারে :-B

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: হাহা! ব্লগে যখন প্রথম আসি তখন সিরিয়াসলি লেখালেখি করব ভাবি নাই।

৬৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২১

এবার তোরা মানুষ হ বলেছেন: সুবিদ্ বলেছেন: লেলিন এখন পোল্যান্ডে--আবার বোঝার চেষ্টা করলাম, আফসোস পারলাম না!;)

আচ্ছা, উটপাখির কি ডিম হয় নাকি?? B:-)
ভাইজান এইডা কি বোনাস দিলেন ??????

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০

হাসান মাহবুব বলেছেন: কোন্টা বোনাস? B:-)

৬৬| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:২১

বিরোধী দল বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৬৭| ১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৪০

হিবিজিবি বলেছেন: ২টি বাংলাদেশীয় কৌতুক...ফেইসবুক থেকে নেয়া-


১।
সংসদে এক সরকারি এম.পি তার বক্তৃতার সময় এক গল্প বলল - “এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়.......।

১ম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারলনা...।

২য় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেওপুরোপুরি ভর্তি করতে পারলনা...।

৩য় ছেলে ৫টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।“

এম.পি আরও বলতে লাগলো যে “আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই দেশের, এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে.........।”

পিছন থেকে বিরোধী দলের এক এমপির আওয়াজ আসলো “সেটা তো ঠিক আছে, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো?”



২।

এক লোক রাস্তায় দাঁড়িয়ে গলা উঁচিয়ে চিত্কাোর করে বলছে ""প্রাইম মিনিস্টার একটা কুত্তা ""
কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেলো । পুলিশ কষে একটা চড় মেরে বললো, " থানায় চল শালা, প্রাইম মিনিস্টারকে গালাগালি করছ কতবড় সাহস!”
লোকটা উত্তর দিল- আমি তো জাপানের প্রাইম মিনিস্টারকে গালাগালি করতে ছিলাম!
পুলিশ তাকে ২টা থাপ্পড় দিয়ে বললো, “ আমাকে বেকুক পাইছোস? আমি ভালোমতোই জানি কোন প্রাইম মিনিস্টার কুত্তা!


১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা পর্সি সেদিন। দ্বিতীয়টার একটা রুশ ভার্শন আছে :#)

৬৮| ১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৩

ডানাহীন বলেছেন: শেষেরটাই সেরা .. অশ্লীলতা নাই ।

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: শেষেরটাই সেরা। একমত।

৬৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

সিদ্ধার্থ. বলেছেন: অনেক ভালো লাগলো ।
এইবার একটা মার্কিন জোকস শুনাই ।
এক ভদ্রলোক এবং তার স্ত্রী ভ্রমনে বেড়িয়েছেন ,গাড়ি করে ।রাত হয়ে আসলো ।
তাই তারা একটি হোটেল দেখে গাড়ি থামালেন ।সারারাত থেকে পরদিন সকালে চেক আউট করতে গেলেন ।চেক আউট করতে গিয়ে ভদ্রলোকের তো মাথার চুল খাড়া ।বিল এসেছে ১০,০০০ ডলার ।
ভদ্রলোক-এত বিল কেন ?
হোটেলের ম্যানেজার -আপনি কি জানেন আমাদের হোটেলে যে সুইমিং পুল তা আছে তা অলেম্পিক এর সুইমিং পুল থেকেও বড় ।
ভদ্রলোক-আমি তো ইউস করি নাই ।
হোটেলের ম্যানেজার-ইউস করেন নাই তো কি হয়েছে !!ইউস করতে তো পারতেন ।
ভদ্রলোক-শুধু সুইমিং পুল এর জন্য এত বিল ?
হোটেলের ম্যানেজার-আপনি কি জানেন আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট টা আছে তা দুনিয়ার সব থেকে বড় ।
ভদ্রলোক-আমি তো কিছু খাই নাই ।
হোটেলের ম্যানেজার-খান নাই তো কি হয়েছে !!খাইতে তো পারতেন ।

ভদ্রলোক মহা মুসকিলে পড়লেন ।কিছুক্ষণ পর ভদ্রলোক নিজের স্ত্রী কে গাড়িতে বসিয়ে রেখে আবার ফিরে আসলেন ।এইবার পকেট থেকে ১,০০০ ডলার হোটেলের ম্যানেজার কে দিলেন ।
হোটেলের ম্যানেজার-কম দিলেন কেন ?
ভদ্রলোক-কাল রাতে আপনাদের হোটেলে একজন সুন্দরী মহিলা যিনি কিনা আমার স্ত্রী ছিলেন ।অনার প্রতি নাইট রেট ৯০০০ ডলার ।
হোটেলের ম্যানেজার-আমি তো অনার সাথে কিছু করি নাই ।
ভদ্রলোক-করেন নাই তো কি হয়েছে !!করতে তো পারতেন ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

হাসান মাহবুব বলেছেন: হাহা! জোস।

৭০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

মহামহোপাধ্যায় বলেছেন: এগুলো আর বেশি জোশ !! B-) B-)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: B-)

৭১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রাজসোহান বলেছেন: ঠেলা :P

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

হাসান মাহবুব বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.