নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে দূর্বল নয়।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৭


৩৬ জুলাই মানবতার জননী ও তাহাজ্জুতি হাসিনার নির্মম আত্নহত্যা ভারত কোনভাবেই মানতে পারছিলোনা। ভারত এতোটাই হতবিহব্বল হয়ে পড়েছিল যে যাকে বলে একেবারে আক্কেলগুড়ুম অর্থাৎ হাসিনার হঠাৎ কল্পনাতীত পতনের আকস্মিকতায় ভারতের বুদ্ধি-বিবেচনা বা কাণ্ডজ্ঞান সাময়িকভাবে লোপ পায় বা হারিয়ে যাওয়ার কারণে হতবুদ্ধি হয়ে যায়। ফলশ্রুতিতে ভারত বাংলাদেশেকে প্রথম যে আঘাত হানে তা হলো ভিসা বন্ধ করা। ভারত ভেবেছিল বাংলাদেশীদের ভিসা বন্ধ করলে বিনা চিকিৎসায় মারা যাবে। বাণিজ্য কমিয়ে দেয় বা কড়াকড়ি করে ভারত ভেবেছিল বাংলাদেশীরা না খেয়ে মারা যাবে। এই ব্লগেও কয়েকটি গোবৎস্য আমাদের হুমকি দিতো আমাদেরকে বিনা খাবারে বিনা চিকৎিসায় মারবে অথবা মরতে হবে।

ভারতের যেই চিন্তা সেই কাজ বাণিজ্য ও ভিসা কড়াকড়ি করলো কিন্তু তা হয়ে গেলো বুমেরাং উল্টো তাদের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এখন ভিসাও বাড়াতে চায় এবং হাসিনাকে নিয়েও আলোচনা করতে প্রতিক্ষায় বলে জানিয়েছে ভারত।

একটি সংবাদপত্র লিখেছে ভিসা ইস্যুতে বাংলাদেশিদের সুখবর দিল ভারত প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের সুসংবাদ নয় এটা তাদের সুসংবাদ কেননা বাংলাদেশ ছাড়া তাদের তাদের সীমান্ত রাজ্যগুলো এখন পথে বসার সামিল। বলতে গেলে বলা যায় এটা বাংলাদেশের দুঃসংবাদ; কারণ ভারত ছাড়া যে বাংলাদেশ চলতে পারে আমরা সেই জায়গা থেকে আবারো ছিটকে পড়তে যাচ্ছি।

অবশেষে ড. ইউনূসের কারণে ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে দূর্বল নয়; ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারে।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৬

লুধুয়া বলেছেন: পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও গোবৎস্য দাদা ওপার থেকে হুমকি দেওয়া হতো সেটা আপনি জানতেন না? হাতুরে দাক্তোর কুনহানকার?

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



পশ্চিম বুঝেছে যে, আওয়ামী লীগের অনুপস্হিতিতে বাংলাদেশে জংগীদের হাতে চলে গেছে; ওরাই ব্যবস্হা নিবে; ১ বছরের মাঝে আপনার পাগলামী কমে আসবে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি জানেন ৩৬ জুলাইয়ের পর বাংলাদেশে আর কোন জঙ্গী নাটক হাসিনার প্রযোজনায় মঞ্চস্থ হয়নি। হঠাৎ করে সব জঙ্গী কোথায় উধাও হয়ে গেলো? উত্তর দিবেন।


এবার সময় হলে একটা পোস্ট দিবো হাসিনার প্রযোজনায় জঙ্গী নাটকের ওপর।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হঠাৎ করে সব জঙ্গী কোথায় উধাও হয়ে গেলো? উত্তর দিবেন।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হঠাৎ করে সব জঙ্গী কোথায় উধাও হয়ে গেলো? আপনার মূল্যবান মতামতের আশা করছি।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হালার পুতেরা এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। হাসিনার সময় সে কথা মনে ছিলোনা শালাদের?

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদারা তখন অন্তর্ভুক্তিমূলক শব্দটি জানতোনা তাই বলেনি B-)

৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:



হাসিনা ৪৪ বছর রাজনীতি করে গেছে, তার প্রয়োজন ফুরায়ে গেছে; আপনারা ১ বছর জংগীবাদ চালায়েছেন, আপনাদের সময় শেষ, টের পাবেন শীঘ্রই।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার রাজনীতির লক্ষছিলো ভারতের ফেভারে কাজ করা আর শেখ গংদেরকে বিলিয়নিয়ার বানানো দুটোতেই সে সফল।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২১

জেনারেশন একাত্তর বলেছেন:



জংগীরা আছে, আপনি আছেন; তাই, আওয়ামী লীগের সাথে কথা বলছে আমেরিকান দুতাবাস। শিবিরের জল্লাদেরা টের পাচ্ছে, মনে হয়

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হঠাৎ পাহাড়ে অস্ত্র কারখানা আবিস্কার, হঠাৎ জঙ্গলে অস্ত্রে গুদাম আবিস্কার, হঠাৎ কোন হোটেলে জঙ্গীদের মিটিং, হঠাৎ কোন এপার্টমেন্টে জঙ্গীদের আস্তানা এগুলো কেন ৩৬ জুলাইয়ের পর হাওয়া হয়ে গেলো? হাসিনার প্রযোজনা বন্ধ তাই?

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই উত্তরগুলো দিবেন আশ করি।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩১

শেরজা তপন বলেছেন: আমি নিশ্চিত কিছু লীগার, ব্যবসায়ী, চোরাচালানকারী আর ভাদা ছাড়া ভারতে উন্মুক্ত ভিসা ব্যবস্থা চালু করলেও আর বিশেষ কেউ যাবে না। ভারত কি ভুল করেছে তা ধীরে ধীরে টের পাবে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুুত্তার লেজ ধীরে ধীরে ধীরে সোজ হচ্ছে; ভারতে যাওয়া মানে আত্নঘাতী সিদ্ধান্ত। লীগার, চেতনা ব্যবসায়ী, ভাদা ছাড়া কেই যাবেনা বলেই আমার বিশ্বাস।

৭| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৫

লুধুয়া বলেছেন: আপনাদের মতো 1971 পাকি আর্মিদের বিচিরা যেভাবে বাংলাদেশ কে জামাতিদের আফগানিস্থান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। শীঘ্র ই স্বাধীনতা কামী লোকেরা আপনাদের কাঠাল গাছে ঝুলিয়ে বিচিতে করা বেতের বারি আর লবণ লাগিয়ে দেবে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাতুড়ে দাক্তোর দাদা রেগে গেলে উচ্চরক্তচাপ হবে সেটা জানেন অন্যকিছু না জানলেও তাই রেগে যাবেন না। পাকিরা তো মাস কয়েক আগেই আপনাদের বিচিতে কিভাবে বেতের বারি দিলো সেই ঘাঁ এতো তাড়াতাড়ি ভুলে গেলেন? লবণ একটু বেশি লাগিয়েছে তাই না?

৮| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বলেন কি দাদার তখন অন্তর্ভুক্তিমূলক শব্দটি জানতোনা!?

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদারা তখন ভুগে গিয়েছিল।

৯| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জেনারেশন একাত্তর, হাসিনার প্রযোজিত নাটকের কথা মনে করতে পারছেনা। ভুলে গেলো এতো তাড়াতাড়ি?

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুড়ো মানুষ তাই ভুলে গেছে।

১০| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৯

মাথা পাগলা বলেছেন:

https://www.dhakapost.com/exclusive/400177

ইউনুস ম্যাজিক!

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো খুশি তাই না?

আম্লিগের কুত্তাগুলো যেভাবে ভিসা ছাড়াই দাদাদের বীচির নীচে আশ্রয় নিয়েছে তাই সবাই সন্দেহ করছে।

১১| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৯

লুধুয়া বলেছেন: পাকি বীচি এতো লাফাই কেনো

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাতুড়ে দাক্তোর দাদা গরু খাও তাইলে বুঝবে বীচি লাফায় কেন?

১২| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৬

লুধুয়া বলেছেন: পাকি বীচি পাকি বীচি

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাতুড়ে দাক্তোর দাদা খুব ব্যথা লাগছে বুঝি? অনেক বড় তাই না?

১৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭

অরণি বলেছেন: বাংলাদেশকে সোনার ডিম হিসেবে হারানোই ভারত হাড়েহাড়ে টের পাচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধীরে ধীরে কুত্তার লেজ সোজা হচ্ছে।

১৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৮

মাথা পাগলা বলেছেন: আগে ভারতে ৫০০ টন ইলিশ যেতো এখন যায় ১২০০ টন। ভারত থেকে আমদানী বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। হাসিনার সময় বলা হতো ভারতের সাথে হাসিনা বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে। ইউসুফ সরকার কোন চুক্তি বাতিল করতে পারেনি, উল্টা ভারত চুক্তি বাতিল করেছে আর বাংলাদেশ তার অ্যাগেইন্সটে কোন চুক্তি বাতিল করতে পারেনি। নূন্যতম লেবারেজও নেই।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে পাগলা আন্তর্জাতিক চুক্তি বাতিল করা যায়না বাতিলের ক্লজ যুক্ত করতে হয় হাসিনার চুক্তিতে ভারত বাতিল করতে পারবে কিন্তু বাংলাদেশ বাতিল করতে পারবেনা সেই ক্লজ যুক্ত করা আছে তার পরও বাতিল করা যায় কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করলে বাংলাদেশ হেরে যাবে ক্ষতিপূরণ দিতে হবে গোবরে ভরা মাথা পাগলা সেটা জানা আছে?

১৫| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৫

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আরে পাগলা আন্তর্জাতিক চুক্তি বাতিল করা যায়না বাতিলের ক্লজ যুক্ত করতে হয় হাসিনার চুক্তিতে ভারত বাতিল করতে পারবে কিন্তু বাংলাদেশ বাতিল করতে পারবেনা সেই ক্লজ যুক্ত করা আছে তার পরও বাতিল করা যায় কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করলে বাংলাদেশ হেরে যাবে ক্ষতিপূরণ দিতে হবে গোবরে ভরা মাথা পাগলা সেটা জানা আছে?


ভবিষ্যতে কোন কোন চুক্তি বাতিল করা হবে, কোন কিছু জানেন নাকি? দুই একটা যদি বলতেন। হা হা!

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতের যেটাতে সুবিধা সেটাই থাকবে বাকিটা থাকবেনা। এই যেমন ধরুন ভারত কলকাতা থেকে ত্রিপুরা রেল লাইন করার কথা ছিল সেটা বাতিল করেছে কারন ভারত বুঝতে পেরেছে এই লাইন করলেও ভারতের ট্রেন কলকাতা থেকে ত্রিপুরায় যেতে দেবেনা বাংলাদেশ তাই সেটা বাতিল। পাগলা বোঝা গেছে? হা হা হা ....,..... :D

১৬| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০

মাথা পাগলা বলেছেন: আপনার সঙ্গে একমত হলে প্রশংসা, আর একমত না হলে অপমান - এটাই কি আপনার নীতি?

কথায় আছে - কুকুরের বিচি বড় হয়ে গেলে নিজেকে হাতি ভাবতে থাকে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে পাগলা রাগ করতে নেই উচ্চরক্তচাপ হবে যেটা শরীরে জন্য ভালো না।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাগলা লুধুয়া-র মতো বীচি নিয়ে টানাটানি কেন? B-)

১৭| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন: হঠাৎ পাহাড়ে অস্ত্র কারখানা আবিস্কার, হঠাৎ জঙ্গলে অস্ত্রে গুদাম আবিস্কার, হঠাৎ কোন হোটেলে জঙ্গীদের মিটিং, হঠাৎ কোন এপার্টমেন্টে জঙ্গীদের আস্তানা এগুলো কেন ৩৬ জুলাইয়ের পর হাওয়া হয়ে গেলো? হাসিনার প্রযোজনা বন্ধ তাই?

-এবার যে "বিপ্লব" হয়েছে ও "২য় স্বাধীনতা" এসেছে, এটাতে ব্যভৃত হয়েছে শিবির, হিজবুত ও লস্কর। এগুলোর ট্রেনিং হয়েছে পার্বত্য চট্টগ্রামে।

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক অনেকক্ষণ ফন্দিফিকির করে উত্তর একটা বের করেছেন। ধর্ষক আম্লিগ বাদে সবাই জঙ্গী তাই না?

১৮| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




ভারত সরকার হাসিনাকে নিয়ে বিপদে পড়বে।

হাসিনা রাশিয়াপন্থী একজন মানুষ।

ভারত বিপদে পড়লে হাসিনাকে বের করে দিবে।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত কুটনিবুড়িকে দিয়ে আমাদের বিপদে ফেলার চেষ্টা করবে যতদিন বুড়ি বেঁচে থাকবে ততদিন।

১৯| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:


লেখক বলেছেন: যাক অনেকক্ষণ ফন্দিফিকির করে উত্তর একটা বের করেছেন। ধর্ষক আম্লিগ বাদে সবাই জঙ্গী তাই না?

-বাংলাদেশের প্রায়ই দলেই ইসলামিক জংগী আছে; পশ্চিম জানে একামত্র আওয়ামী লীগ পরিস্কার। ইহার ফলাফল দেখতে পাবেন। আমেরিকান দুতাবাসের কাজকর্মের দিকে খেয়াল রাখেন।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একামাত্র আওয়ামী লীগ পরিস্কার সেটা তো দেখতেই পাচ্ছি। ধর্ষণ, খুন, ঘুম, হত্যা, আয়নাঘর, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, অন্যের সম্পত্তি দখল, ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার কোনটি আম্লিগ করেনি বলেন তো? আম্লিগ মানেই হলো ধর্ষণ, খুন, ঘুম, হত্যা, আয়নাঘর, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, অন্যের সম্পত্তি দখল, ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার ।

২০| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




আওয়ামী লিগে সন্ত্রাসীর সংখ্যা বেশি। ব্লগে দেখতে পারছেন এর প্রমাণ।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে তো দেখতেই পাচ্ছি।

২১| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



@সত্যপথিক,

আপনি ১ দিন বলেন হিজবুতে আছে, অন্যদিন বলেন শিবিরে আছেন; যাকগে, উভয়টাই ইসলামিক জংগীদের দল।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার দৃষ্টিতে আম্লিগ বাদে সবাই জংগী।

২২| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা আসলে ব্লগ গরম হয়ে যায়। তবে কমেন্ট করছে ৪/৫ জন। আপনি আবার ডাবল রিপ্লে দিচ্ছেন। ওম শান্তি!

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুইজনকে ডাবল ট্রিপল রিপ্লে দিতে হচ্ছে।

২৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: ভাইজান ইন্ডিয়া তো বুঝল, আপনারা বুঝতেছেন তো?

ইন্ডিয়া তো হাজার বছর ধরে বুঝতেছে, আর্য আমল বুঝেছে, পাল আমলে বুঝেছে, মোগল আমালে বুঝেছে, বৃটিশ আমলে বুঝেছে, পাকিস্তান আমালে বুঝেছে, তারপর থেকে এখন পর্যন্ত বুঝলো।

বাংলাদেশ নিয়ে কি খেলাটা শুরু হয়েছে সেটা বুঝছেন তো?
সেসব একটু লিখুন।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুর দাদা আপনি এগুলো বাদ দেন; আপনার কবিতা জোশ লাগে, কবিতা লেখেন।


আসলেই কিন্তু বাংলাদেশ নিয়ে ভিন্নরকম খেলা শুরু হতে যাচ্ছে।

২৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ভারত আবার কোন ছাড়? বাংলাদেশের কাছে চীন, আমেরিকা, রাশিয়া এদেরই কোন খানা নেই।

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা আমেরিকাকে গোনায় ধরতোনা, চীনকেও না তার ফল এখন পাচ্ছে। না হলে এতোদিন বিনাভোটে ক্ষমতায় থাকতে পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.