নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সেই ফুলের দল-মহীনের ঘোড়াগুলি

১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩১

রাবেয়া কি রুখসানা,ঠিক তো মনে পড়েনা

অস্থির এ ভাবনা,শুধু করে আনাগোনা।

ফেলে আসা দিন তার মিছে মনে হয়

নামে কিবা আসে যায়..

সোহাগে আদরে জানি দিয়েছিল কেউ এই নাম।

আব্বা না আপা নাকি,কারো মনে পড়ে তাকি

তোমরা তা জানো নাকি,সময় দিয়েছে ফাঁকি।

অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে..

বুকে ভরসা নিয়ে..

সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম।

"জানি সে কোথায়,এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায় পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল।"

সেই মেয়েটির মত আরেকটি মেয়ে সেতো সন্ধ্যাপ্রদীপ দিতো

যতনে গান শোনাতো।

হালকা পায়ে বেড়াত বেনী দুলিয়ে

কে যে নিলো ভুলিয়ে..

খেলার সাথীরা তার খুঁজতে আসেনা আর রোজ।

লক্ষী নামের মেয়ে আজও তার পথ চেয়ে

ফেলে আসা তার গাঁয়ে,মা কাঁদে মুখ লুকিয়ে

সন্ধ্যেবেলায় শাঁখ বাজেনাতো আর..

এতে আছে কি বলার।

আজো কেউ জানেনাতো কোথায় সে হয়েছে নিখোঁজ....

"জানি সে কোথায়,এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল

প্রতি সন্ধ্যায় পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল।"

লক্ষী রুখসানআরা,আরও যত ঘরছাড়া

ত্রস্ত দিশেহারা,তখনই জাদুকরেরা

নিমিষে বানিয়ে দেয় বাগানের ফুল

ঠিক নির্ভুল।

এভাবে মেয়েরা সব একে একে ফুল হয়ে যায়..

নতুন বাগানে এসে,নিজেকে না ভালবেসে

ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে

পদ্ম,গোলাপ,জুঁই,চম্পা চামেলী

টগর, শেফালী।

পোড়ার মুখিরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায়.....



ডাউনলোড

মন্তব্য ৩২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভাল লাগা একটা লিরিক আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হল।

১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

২| ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৬

আমি ও আমরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। গানটা আমার খুব প্রীয় গানের একটি।

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: জেনে ভাল লাগল।ধন্যবাদ আপনাকে।হ্যাপি ব্লগিং।

৩| ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৩

আলী আরাফাত শান্ত বলেছেন: খুবই ভালো গান দিছেন!
নগদে প্লাস!

১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৩

হাসান মাহবুব বলেছেন: নগদে পাওয়ায় বড়ই প্রীত হইলাম।কেউ কেউ চেক দিয়া যায়,পরে আর ক্যাশ করা যায়না!

৪| ১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: কেউ পরতেসেনা কেন এত সুন্দর লিরিকটা!!!!!

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ঠেলা দিয়া দেখি কেউ পড়ে কিনা!

৫| ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২

আহসান হাবিব শিমুল বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটা গান।

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: আমারও।

৬| ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯

আশরাফ মাহমুদ বলেছেন: লিংক আছে?

২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: আরে আশরাফ ভাই!এতদিনে অভিমান ভেঙে ফিরলেন!স্যরি ভাইয়া লিংক নাই আমার কাছে। :(

৭| ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩০

তনুজা বলেছেন: অসম্ভব প্রিয় গান। thanks thanks

২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: আমারও অসম্ভব প্রিয় গান।থ্যাংকস!

৮| ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

মনির হাসান বলেছেন: হাসাইন্যারে ... ব্লগটারে তো একাই গরম কইরা ফালাইতেছ দেখি ... হেব্বি মজা লাগে তাই না ... ফেসবুক"রে তালাক দিছ ?

বহুদিন দেখা হয় না ... মিটিংয়ে আসো না ক্যান ... ?

২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬

হাসান মাহবুব বলেছেন: মজা মানে..চরম!!ফেসবুকে দিনে দুই-একবার বইসা শুধু নোটিফিকেশন দেখি।গত মিটিংএ আসিনাই খেলার জন্যে,এরপরের মিটিং থেকে আসব ইনশাল্লাহ(অবশ্য সেদিনও খেলা আছে :) )

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৬

ভেবে ভেবে বলি বলেছেন: কাল Rotation পদ্ধতি চালিয়ে খুব সুবিধে হয়েছে দেখি! আমি একটার পর একটা পুরনো পোস্টে কমেন্ট দিয়ে যাচ্ছি আর এই সুযোগে অন্য ব্লগাররাও সেগুলোতে একবার করে ঢুঁ মারছে আর কমেন্ট করছে... খুব মজা লেগেছে, তাই না? খুব লোভ কমেন্টের আর প্লাসের? এত লোভ কেন? কেন কেন কেন??? X((

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৬

হাসান মাহবুব বলেছেন: না ইয়ে মানে.......আমিতো ওভাবে ভেবে দেখিনি ব্যাপারটা! আমি তো স্রেফ আড্ডাই দিতে চেয়েছিলাম। অন্যেরা কমেন্ট করে গেলে আমি কি করব :|

১০| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১০

মে ঘ দূ ত বলেছেন: হাসছি :)

প্রথম মন্তব্য এবং তার উত্তরটা পড়ে :)

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! তখন জেনারেল ছিলামতো, তাই নিজেই নিজেকে ঠেলা দিতাম। গানটা শুনেছেনতো? খুব সুন্দর।

১১| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৭

মে ঘ দূ ত বলেছেন: হয়তো শুনেছি। মহীনের গানগুলো আমার ভালোই লাগে।

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: হয়তো বললে হবেনা। শোনা না থাকলে এখনই শোনেন। ডাউনলোড করেন এখনই

১২| ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮

মে ঘ দূ ত বলেছেন: :)

এখন ঠিকঠিক শুনছি।

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: "জানি সে কোথায়,এই শহের কোনো বাগানে সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায় পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল।"

আহা.. কি লাইন!

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২

সায়েম মুন বলেছেন: পিরিয় গান। বহুত হুনছি :-B

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৯

হাসান মাহবুব বলেছেন: শেক হ্যান্ডস!

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৯

মিরাজ is বলেছেন: ডাউনলোড করতে দিলাম...... দেখি কেমন লাগে...... আমরা মনে হয় এই ব্যান্ডের পরবর্তী উত্তরসুরি তাই শোনা হয় নাই তেমন একটা......

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:১৭

হাসান মাহবুব বলেছেন: এটা অনেক আগের ব্যান্ড। সেই ৭০ এর দশকের। লিজেন্ড! মিস কৈরেন্না। শোনা শুরু করেন।

১৫| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: আমার খুবই প্রিয় গান এটা।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪২

ডানাহীন বলেছেন: লিরিকটা আসলেই সুন্দর ।

১৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫০

হাসান মাহবুব বলেছেন: হু। সুরটাও। সব মিলিয়ে খুব টাচি একটা গান। খুব কম গানই আমাকে এভাবে স্পর্শ করতে পেরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.