![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামেই বলেছি এটা একটা সম্পূর্ন সত্য ঘটনা। তাই অবিশ্বাসীরা ভ্রু কুঁচকে তাকালে আমার কিছুই করার নেই। ঘটনার ভয়াল বিবরণে সত্যিকারের নামগুলো প্রকাশ করা অস্বস্তিকর ঠেকছে আমার কাছে। তাই বন্ধুদের সবার নিকনেম ব্যবহার করব।
ঘটনাটা আমার ভার্সিটি লাইফের। ২০০১ এ, তখন ফার্স্ট ইয়ারে পড়ি। হলে সিট পাইনি, বাইরে মেসে থাকি। আমাদের মেসটা ছিলো একটু দূরে। ডাকাতিয়া বিলের কাছাকাছি। গভীর রাতে আমরা চা সিগারেট (তখনও ধরিনি এটা) খেয়ে নিঝুম নির্জন বিলের ধারে বসে গান গাইতাম, বেশ কাটছিলো জীবন। এর মাঝে এক বৃহস্পতিবার রাতে আমাদের সিআর পয়মাল এসে জানালো যে, ওদের মেসে মেকানিক্যালের একটা ছেলে -মোসাদ, নাকি জ্বীন দেখাতে পারে। আমি তো শুনে হেসেই উড়ি্যে দিই আর কি! কিন্তু আমার রুমমেটদের কাউকে কাউকে বেশ সিরিয়াস মনে হল। বিশেষ করে টম কে। কারও অবিশ্বাস কারো সংশয় আর কারো উদগ্র ইচ্ছা, সব মিলে যা দাঁড়ালো, তা হল জ্বীন দেখার উদগ্র কৌতূহল।
যেতে যেতে কথা হচ্ছিলো পয়মালের সাথে। ও তখন সদ্য তাবলীগের এক চিল্লা কমপ্লিট করে ফিরেছে।মুখে চাপদাঁড়ি, জোব্বাজুব্বা পরে ঘুরে বেড়ায়। মাথায় পাগড়ীর মত কি যেন একটা পরে, আর কিছুক্ষণ পর পর বাঁজখাই কন্ঠে আমাদের চমকে দিয়ে "আল্লাহু আকবর" বা অন্যান্য প্রশংসাসূচক বাণী উচ্চারণ করে যথেষ্ঠ পরিতৃপ্তি লাভ করে। নির্জন, অন্ধকার পথে ওর মুখে জ্বীন দেখার কাহিনী শুনতে শুনতে অবিশ্বাসী আমারো গা ছমছম করে ওঠে।
"উপদেষ্টা" যথারীতি এই বিষয়ে তার জ্ঞান জাহির করতে থাকে
মাদি'টা অন্যান্যদিনের চেয়ে অনেক চুপচাপ।
আঁতেল টাইপের "সোনামনি" ভ্রু কুঁচকে কিসের হিসেব মেলানোয় যেন ব্যস্ত।
"বরযাত্রী" অবশ্য বরাবরের মতই টেনশনবিহীন।
সবচেয়ে ছটফট করছিলো "টম"। ওর নাকি জ্বীনকে কি যেন জিজ্ঞাসা করার আছে।
আর আমি কৌতুহলে ছটফট করছিলাম।
(সবার আসল নাম প্রকাশ করতে না পারার জন্যে আবারও দুঃখ প্রকাশ করছি। ঘটনাটা ঠিক যা হবার কথা ছিলো তা হয়নি, এখনো মনে পড়লে.....থাক পরেই বলি)
ওদের মেসে যাওয়ার পরে দেখা হল ব্যাম্বিনো, সুন্দরী সবার সাথে। ওদেরকে খুঁচিয়ে আসল ঘটনা বের করার চেষ্টা করলাম। সুন্দরী বেশি কথা বলতে চাইলোনা ও ব্যাপারে। ব্যাম্বিনো মহা আগ্রহের সাথে বয়ান করে চলল ওর অভিজ্ঞতা। আজকেও জ্বীন নামানো হব শুনে ওর মাঝে কৌতুহল এবং আতঙ্কের মিশ্রণ। সেদিন অল্পের জন্যে ভয়াবহ কিছু ঘটেনি, আজকে যে কিছু হবেনা তার নিশ্চয়তা কি? শঙ্কিত দেখালো ওকে।
একটু পরে মোসাদের সাথে দেখা হল। একে আগে দেখিনি, এই নাকি জ্বীন দেখাবে। ও আমাদের সবাইকে একটা ঘরের মধ্যে নিয়ে গেলো। জলদগম্ভীর কন্ঠে জানালো যে একটু পরেই জ্বীন আসবে।
আমরা যেন নীরবতা পালন করি।
কোনরকম বেয়াদবি না করি।
শরীর যেন সম্পূর্নভাবে পবিত্র থাকে। সবাইকে অযু করে আসার নির্দেশ দিলো।
টম ভাঙা ভাঙা কন্ঠে ঢোক গিলে কোনমতে জিজ্ঞাসা করল যে জ্বীনকে দুটো প্রশ্ন করা যাবে কিনা। মোসাদ জানালো, একটি প্রশ্ন করা যেতে পারে, এবং প্রশ্নটি অবশ্যই এমন হতে হবে যেন উনি রেগে না যান। এখন কিসে "উনি" রাগ করেন আর না করেন ভেবে তো আমরা প্রমাদ গুনলাম।
মোসাদ জানালো জ্বীন আসার সময় কোনরকম আলো থাকা চলবেনা। স্বাভাবিক। এরকমই শুনে এসেছি সবসময়। কিন্তু যখন মেইন সুইচ নিভিয়ে পুরো ঘর অন্ধকার করে দেয়া হলো, বুকের ভেতর ছ্যাৎ করে উঠলো। খোদা জানেন,কি অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্যে। আগে যদি ঘুনাক্ষরেও জানতাম যে এমন অভিজ্ঞতা হবে তাহলে কি আর ওখানে থাকতাম!
লাইট নিভিয়ে দেয়া হলো।
আমরা সবাই দল বেঁধে অযু করে আসলাম, ঘুটঘুটে অন্ধকারের ভেতর।
এখন জ্বীন দেখার অপেক্ষা। বুকের ভেতর হাতুড়িপেটা হচ্ছে। মোসাদ বিড়বিড় করে কি যেন বলছে। ওর স্বর ধীরে ধীরে ওপরে উঠছে। টম আমাকে খামচে ধরে আছে। আমার গলা শুকিয়ে কাঠ। ঠিক সেইসময়...
ঠিক সেইসময় কোন বেকুব যেন বাতি জ্বালিয়ে দিলো। আর প্রচন্ড একটা অট্টহাসির শব্দ। পাশে বসে থাকা টমের দিকে তাকিয়ে চমকে উঠলাম। একি, সবার এই দশা হলো কেন!!
সবার মুখে লাল রং! হারামজাদাগুলো বাথরুমের বালটির পানিতে কড়া লাল রং মিশিয়ে রেখেছিলো, অযু করার সময় যেটা আমাদের মুখে লেগে মোটামুটি জ্বীন বা ভুত,যাই হোক কিছু একটার সুকৃতি দিয়েছে!
পয়মাল,ব্যাম্বিনো,সুন্দরী আর মোসাদের হাসতে হাসতে ফুসফুস ক্ষয়ে যাবার দশা! কোনমতে কেউ একজন বলল, "দেখ শালা, নিজেদের দিকে তাকিয়ে দেখ! একদম জ্বীনের বাদশা সেজে আছে একেকজন!"
আমাদের বলার কিছুই ছিলোনা! সবাই বেশ মজা পেলেও টম খানিকটা আপসেট হয়েছিলো ওর মহামূল্যবান প্রশ্নগুলো জ্বীনকে করতে না পারায়!
পরিশিষ্ট: তবে আমরাও ছাড়িনি! এ ঘটনা বিহারী,গিদর এদের মেসে প্রচার করে দিয়েছিলাম, এবং ওরা মোসাদ গংকে জ্বীন দেখানোর মজা টের পাইয়ে দিয়েছিলো! অযু করার সময় গিদরগোষ্ঠি বালটি থেকে পানি ঢেলে ওদের মেঝে, বিছানা চাদর সব একাকার করে ফেলেছিলো! পাপ ছাড়েনা বাপকে!
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: হেহেহে! আমারে দেইখা জ্বীন ভুত সব পালাইবো!
২| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০১
আসফাকুল আমিন বলেছেন: জ্বীন দেকবার মনছ্যাঞ
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
হাসান মাহবুব বলেছেন: চল কুনো সত্যিকারের কামেল লুকের সন্ধান করি!
৩| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০২
টোনা বলেছেন: ভালো অভিজ্ঞতা ...
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৩
হাসান মাহবুব বলেছেন: ট্রাই করে দেখো!
৪| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৪
মেহবুবা বলেছেন: খুব ভয় পেলাম , জ্বীনের কথা পড়ে ।
এত ভয় আর পেয়েছি কিনা মনে নেই ।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৪
হাসান মাহবুব বলেছেন: জ্বী আপু, খুবই ভয়ের ব্যাপার
৫| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৪
শয়তান হন্তারক বলেছেন: একটানা পড়ে যাচ্ছিলাম। অসাধারণ ! এরকম আরো কিছুর অপেক্ষায় রইলাম।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! এরকম ঘটনা আসলে আর বেশি নেই! লিখলে বানিয়ে লিখতে হবে!
৬| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬
সাদা কালো এবং ধূসর বলেছেন:
নিকগুলোও সব দারুন!
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: উহু...হাসা চলবেনা! নিকগুলার কাহিনী বলবানি একদিন না হয়।
৭| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
পুরাতন বলেছেন:
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: এরকম করে তাকান ক্যান!
৮| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৩
মেঘ দূত বলেছেন: গুল
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯
হাসান মাহবুব বলেছেন: না।
৯| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫
নাজমুল আহমেদ বলেছেন:
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২০
হাসান মাহবুব বলেছেন: কথা রাখলাম! খুশী তো?
১০| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫
তামিম ইরফান বলেছেন: দুইবার আসছে কেন জ্বীনের কারবার নাকি!!!
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২১
হাসান মাহবুব বলেছেন: কোহকাফ নগরী থেকে একটা জ্বীন আসছিলো। পড়া পানি দিয়া খেদাইসি।
১১| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫
অরণ্যচারী বলেছেন: হা হা হা...
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২২
হাসান মাহবুব বলেছেন: চুপ চুপ চুপ!! সবাই বুঝে ফেলবে!
১২| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮
অরণ্যচারী বলেছেন: আমারো জ্বিন দেখতে মঞ্চায়... আফসুস
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩
হাসান মাহবুব বলেছেন: আমারো আবার দেখতে মঞ্চায়। আফসুস লাগে
১৩| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯
হিমালয়৭৭৭ বলেছেন: ১ই পোস্ট মনে হয় দুইবার হয়ে গেছে।।। কাহিনীটা মজার.....জ্বিন দেখতে আমারো মন চাইতেছে।।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৫
হাসান মাহবুব বলেছেন: ঠিক কর্সি ওটা। ঐ সময় তো আর ক্যামেরা মোবাইল ছিলোনা, তাহলে ছবি দিতে পারতাম!
১৪| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯
তামিম ইরফান বলেছেন: মা ফুরফুরা বেগমের কাছে যান জয়দেবপুরে।উনার নাকি ২টা পোষ জ্বীন আছে
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: ইয়ে....পরী কোথায় পাওয়া যাবে সেটাও যদি বলতেন..... :#>
১৫| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: হায় রে জ্বীন !
জ্বীন আইসা থাকলেও এই বদ জিনের পোলাপান দেইখা পলাইসে নিশ্চয়ই ।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১
হাসান মাহবুব বলেছেন: হ, উড়ন্ত ঘোড়ার পিঠে উইঠা জীন না লাগায়াই জ্বীন পলাইসে
১৬| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪০
শান্তির দেবদূত বলেছেন: এভাবে দেশী মুরগীর লোভে দেখাইয়া নিয়া আইসা শুধু আলু দিয়া খাওয়ানোর জন্য তেব্র পরতিবাদ জানাইলাম
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৯
হাসান মাহবুব বলেছেন: হেহে! ভন্ড পীরের মত ভন্ড পোস্টদাতা
১৭| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১
ম্যাক্স পেইন বলেছেন: হিহি
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫০
হাসান মাহবুব বলেছেন: আইচ্চা পিস্তল দিয়া কি জ্বীনরে গুল্লি মারা যায়?
১৮| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৩
সামছা আকিদা জাহান বলেছেন: ধ্যাৎ পুরা ডাইল বাগার দিয়ে খাওয়াইলেন। হাসতে হাসতে আমি শেষ। দারুন লিখেছেন্ রে ভাই। অসাধারন।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ! আপনার পোস্টগুলোও খুব ভালো লাগে। আপনের সাহস অনেক সাপের ফডু তুলেন! আমি এই একটা জিনিস চরম ভয় পাই!
১৯| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭
ফেরারী পাখি বলেছেন: শূন্য আরণ্যক বলেছেন: হায় রে জ্বীন !
জ্বীন আইসা থাকলেও এই বদ জিনের পোলাপান দেইখা পলাইসে নিশ্চয়ই ।
আমি কিছু বলি নাই।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: কিছু একটা কন, নাইলে আবার জ্বীন আয়া পর্তে পারে
২০| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭
ফারহান দাউদ বলেছেন: হ! এমনেই জ্বিন দেখতে হয়।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: অথবা দেখাইতে হয়!
২১| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫১
অপরিচিত_আবির বলেছেন: আরে আজকালকার পোলাপাইন আমাদের আপনাদের মতো পোংঠা হৈলে জ্বীন নিজে আইসাই দুবেলা সালাম ঠুকে যাবে।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৫
হাসান মাহবুব বলেছেন: জ্বীনের সে সুমতি হৈলে তো ভালৈ!
২২| ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪
তামিম ইরফান বলেছেন: বসুন্ধরাসিটিতে অনেক পরী দেখা যায় শুনছি
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপ্নাকে মূল্যবান তথ্য জানানোর জন্যে।
২৩| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০২
শয়তান বলেছেন: প্রতিবাদ কমেন্ট
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
হাসান মাহবুব বলেছেন: ক্যান? কি আশায় ছিলেন? জ্বীন আইলে ওডিরে ধৈরা শয়তান বানায় ফেল্বেন?
২৪| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০২
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমিও একবার জ্বীন চালান দিছিলাম বস্। সেই গল্প কখনো ইচ্ছা করলে করুম।
অট. তুমি খুলনায় মাস্টারি করো?
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১১
হাসান মাহবুব বলেছেন: হ, ঐ কাহানি জাতি শুনতে চায়। খালি কবিতা লেখলে চল্ব? ফানপোস্ট ও ছাড়ো দুয়েকটা।
আমারে কি মাস্টার মাস্টার লাগে! আমি মাস্টারি করলে তো কুয়েট এতদিনে এম.আই.টি রে ছাড়ায় যাইতো। আমার জিপিএ কত শুনবা? না থাক! শরমের ব্যাপার!
২৫| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
শ্রাবনের ফুল বলেছেন: হুম...
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: ব্যাপক গম্ভীর কমেন্ট!
২৬| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২
শয়তান বলেছেন: না ।
এই ব্লগে কেবল জ্বীনের গাল গপ্পই শুনলাম খালি । আফসোস সত্যিকারের জ্বীন কেউই দেখাইতারলো না । জ্বীন দেখার বভ হাউশ ছিল জীবনে ।
আফসোস ।
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
হাসান মাহবুব বলেছেন: গুলাবি বল্ল (১৪ নং কমেন্ট) একজনের কাছে নাকি সন্ধান আছে। লন একদিন যাই গিয়া, দেহি কাহানি কি!
২৭| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
শাওন৩৫০৪ বলেছেন: হাহা, আপনেও আমার চেয়ে ছোটো....ইশ, আমি এত বুইড়া, কষ্ট পাইলাম....
আর আপনার এই কাহিনীটা আমার মা আমার খালাত, ফুপাত..সবরকম ভাইবোনদের ফাঁপোড় খাওয়াইছে, শুধু অযুর পানির বদলে ঘরেই পড়া পানিতে কাজল গুলাইয়া....
অনেকদিন চাক্ষুষ করছি....
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
হাসান মাহবুব বলেছেন: হায় হায়! আমি এতদিন পার্ট লৈয়া তুমি তুমি কৈরা বলসি, এখন কি হবে! অভ্যাস পাল্টাইতে পার্মুনা তো। হাছাই আমি ছোডো নাকি?
২৮| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
শূন্য আরণ্যক বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: এভাবে দেশী মুরগীর লোভে দেখাইয়া নিয়া আইসা শুধু আলু দিয়া খাওয়ানোর জন্য তেব্র পরতিবাদ জানাইলাম
ঝাজা @ শান্তির দেবদূত ।
~~~~~~~~~~~~~~~~~~~
জ্বীনতো নিজেই উড়তে পারে । ওর আবার অর্ডার দেয়া উড়ন্ত ঘোড়ার দরকার কি ?
নাকি ওর চতুরমাত্রিক প্রানীর মতো মাত্রা ভেদ করে চলে ?
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: জ্বীন উড়তে পারে এর কোনো প্রমাণ আছে? কেম্নে যে কি করে একটা সত্যিকারের দেক্লে বুঝতাম। তয় মনে হয় পারেনা। আইচ্ছা, আম্রা পোলারা পরী নিয়া এত কোবতে লিখি মাগার মাইয়ারা জ্বীন নিয়া ল্যাহেনা ক্যান?
২৯| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
শাওন৩৫০৪ বলেছেন: হ, আমি ইন্টার ১৯৯৯.....তয় আপনে-তুমু-তুই কোনো ব্যাপার না..তুমি ডাকলেও খুশী থাকুম...আমিও টাইম মত তুইতে নাইমা আসুম নে, নাকি??
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওহ...মাত্র এক বছরের ডিফারেন্স! শূন্য তো আমার চে তিন বছরের বড়, তাও তুই কৈরা কই! ব্যাপার্স না! যেইডা খুশী সেইডা ডাকো, তয় আগের মতন আর পার্ট নিতার্মুনা এইডাই আফসুস!
৩০| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
শূন্য আরণ্যক বলেছেন: আইচ্ছা, আম্রা পোলারা পরী নিয়া এত কোবতে লিখি মাগার মাইয়ারা জ্বীন নিয়া ল্যাহেনা ক্যান?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছেলেরা আসলে পতংগের মতো তাই পরীদের আগুনে ঝাপ দিতে চায় ।
মেয়েরা তো নিজেরাই আগুন -- তাই আগুনের তৈরী জ্বীনে ইন্টারেষ্টিং কিছু খুজে পায় না । খেক খেক খেক !
এরচে মাটির মানুষরে আগুনের পোড়ানোর মজায়ই আলাদা!!
(শিং তোলা লেজ ঝোলা মেয়ে শয়তানের ইমো হবে )
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
হাসান মাহবুব বলেছেন: ওরে....কঠিন থিওরি। ব্লগে কথোপকথনের মাধ্যমে কত কিছু জানা যায়
৩১| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
আকাশ অম্বর বলেছেন:
এই ব্লগেই থাক্তে পারে অসংখ্য জ্বীন
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
হাসান মাহবুব বলেছেন: হু....খুব খিয়াল কৈরা
৩২| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:০০
অমাবশ্যার চাঁদ বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: এভাবে দেশী মুরগীর লোভে দেখাইয়া নিয়া আইসা শুধু আলু দিয়া খাওয়ানোর জন্য তেব্র পরতিবাদ জানাইলাম
৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৮
হাসান মাহবুব বলেছেন: বার্ড ফ্লু হয় টয় নাকি এই ভয়ে দেইনাই
৩৩| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৭
লড়াকু বলেছেন: অমাবশ্যার চাঁদ বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: এভাবে দেশী মুরগীর লোভে দেখাইয়া নিয়া আইসা শুধু আলু দিয়া খাওয়ানোর জন্য তেব্র পরতিবাদ জানাইলাম
লবণছাড়া সেদ্ধ আলু না হইয়া পুস্টটা ফ্রেঞ্চ ফ্রাই হইতে পারত যদি শুধু জ্বিনের বিবরণ ছাড়া পরীদের বিবরণও থাকত। (লুল্কমেন্ট)
৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৪
হাসান মাহবুব বলেছেন: এইটা একটা ভালো বুদ্ধি দিসেন। এরপরে পরী নিয়া একটা বানায়া কিছু লিখা ১৮+ ট্যাগ লাগায় দিমু..দেখা যাক ক্যামন কুড়মুড়া হয়!
৩৪| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৩
লড়াকু বলেছেন: ভুলে এই পোস্ট পর্যবেক্ষণ থেকে বাদ দিছি তাই একটা ফাউ কমেন্ট।
৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: অহো! আপ্নার অশেষ কৃপা
৩৫| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৯:২২
সব্যসাচী প্রসূন বলেছেন: জম্পেস... ভাইডি বড্ড স্মৃতিকাতর কইরা দিলেন... ভার্সিটির কথা মনে পইড়া গেল গা...
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২২
হাসান মাহবুব বলেছেন: ভার্সিটির স্মৃতি নিয়া পোস্ট দেও। অনেকদিন তব্দা মাইরা আছো, এইবার একটু গা ঝাড়া দাও ভাইডি!
৩৬| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৯
জ্বিনের বাদশা বলেছেন: সর্বনাশ!! কি ভয়ংকর কাহিনি!!!
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৭
হাসান মাহবুব বলেছেন: আপনাকে দেখে ভয় লাগছে আমার কোন পোস্টে তো আসেননা, এই পোস্টে ঠিকই এসে উপস্থিত! ভুল ত্রুটি হৈলে ক্ষমাপ্রার্থী
৩৭| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১০
চানমেয়া বলেছেন: এমনে বুকা বানান?
আমি ভাবি কি না কি!
মিয়া!
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: আরে আপনেরা আর কি বুকা হৈসেন, আসল বুকা তো হৈসিলাম আম্রা
৩৮| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৭
আকাশ_পাগলা বলেছেন: হমমমমমমম, আমি ভাবছিলাম কী না কী !!
কী দিন আইল।
মেইল ত আর দিলেন না। কী হইল ??
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: মেইল দিতে আইলসামি লাগে । এর চেয়ে তুমি আমারে দেও [email protected]
৩৯| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
নাজমুল আহমেদ বলেছেন: সবাই কয় দুনিয়াতে ভুত/জ্বীন নাই তাইলে আমি যা দেখছি তা কি ভুল??
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: এ্যাঁ? কি দেক্সেন?
৪০| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
অনন্ত দিগন্ত বলেছেন: হা হা হা .... মজার তো ... এই কাহিনী আমিও একবার করেছি ... এইখানে দেখেন -->> বেয়াঈন আমার আয়না দেখে চমকে উঠলো
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: দেখে আসলাম। আশ্চর্য মিল দুটো ঘটনায়
৪১| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৩
অন্যরকম বলেছেন: হা হা হা ....... +
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:২০
হাসান মাহবুব বলেছেন: খরগোশ মজা পাইসে
৪২| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:২৯
সুরঞ্জনা বলেছেন: দেহায় মুরগি, খাওয়ায় ডাইল। ভালো, ভালো,
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: আপনি জ্বীনের বাদশা দেখতে চান? সোজা উপরে ৩৬ নং কমেন্টে চৈলা যান। উনি এসে হাজির
৪৩| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩০
সোহানা মাহবুব বলেছেন: হা হা হা হা হাহাহা হা হা
পপপপপপপপপপপপপপপ
গেগে গে গে গেগে
মন ভাল হয়ে গেল।
চমৎকার।
+++
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:০১
হাসান মাহবুব বলেছেন: আমার জীবনের অন্যতম মজার ঘটনা। বন্ধুরা এক হলে এখনও ঐ প্রসঙ্গ অবধারিতভাবে উঠবেই
৪৪| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩
সুরঞ্জনা বলেছেন: সোহানা, আপনার মন ভাল হয়েছে জেনে ভালো লাগ ল।
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:০১
হাসান মাহবুব বলেছেন: আপনার মেজাজ ঠিক হয়েছে তো?
৪৫| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭
নিবিড় অভ্র বলেছেন: খিক!!!!
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:০২
হাসান মাহবুব বলেছেন: খিকজ!
৪৬| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭
মমমম১২ বলেছেন: ভয় ভয়ে পড়া শুরু করছিলাম
ভয় পাওয়ার জন্য রেডি থাকলে ভয় না পাইলে ভাল লাগে না,এইটা আজকে বুঝলাম।
লেখা মজার হইছে।
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:০৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলোনা, আবার মজাও লাগলো..আপনে কি বুঝাইতে চান!
৪৭| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:১৬
মমমম১২ বলেছেন: বলতে চাইছি আলুর তরকারী ভাল হইছে কিন্তু মুরগী খাইতে চাইছিলাম।
এবার বুঝছেন ?
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: আপনেকে মুরগী দেইনাই কারণ আপ্নার বার্ড ফ্লুয়ের ভয় এইজন্যে তয়যা চাইসিলেন, তা কিন্তু আছে! ৩৬ নং কমেন্ট!
৪৮| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:২৩
অপ্রিয় সত্য বলেছেন:
বন্ধু- আলী বাবা চল্লিশ চোর,
চিচিং বন্ধ কিন্তু
খোলার মন্ত্র জানা ছিলোনা ,
দেরী হওয়ায় ভুল বুঝোনা।
আর জ্বিনে'র ব্যাপার !
তাই মন্তব্যে সাহস হলোনা,
ভালো থেকো এই শুভ কামনা।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:৩২
হাসান মাহবুব বলেছেন: ইয়া হাবিবি! জাঝাকুল্লাহ খায়রন।
৪৯| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৬
আল্লাহ রাখা বলেছেন: আমি চমকের আশা করছিলাম, ভাল লাগলো।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৬
হাসান মাহবুব বলেছেন: আশা করি চমক দিতে পেরেছি! সুপ্রভাত।
৫০| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০১
অন্যরকম বলেছেন: হুমম..... চমকটা ভালই হইছে!!!!!!
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: তোমারে এক কেজি গাজর কিনা দিমুনি পরে।
৫১| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০৬
সৌরভ১৩ বলেছেন: বেশ অভজ্ঞতা... তয় আমিও ধরা খাইছি অনেকের মতই... মানে ভাবছিলাম আসলেই কিছু দেখছিলেন মনে হয়...
আমার ভূত বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করছিলাম এই লেখাটায়
Click This Link
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২০
হাসান মাহবুব বলেছেন: হাহাহা ধন্যবাদ! যাচ্ছি আপনার লেখাটা পড়তে।
৫২| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:১১
শিরিন বলেছেন: জ্বীন কিছু কিছু লোকের সাথে থাকেন, তবে তাঁরা প্রচার বিমুখ। যারা প্রচার করে ব্যবসা করেন সবাই ভুয়া
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২০
হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু লোকের ঠিকানা দিলে কৃতার্থ হৈতাম।
৫৩| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২৫
অন্যরকম বলেছেন: জ্বীন দেখি নাই তবে গত বছর এক আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। অনেককে বলার পরও ব্যাখ্যা পাচ্ছিলাম না। পোস্টামু কিনা চিন্তা করতেছি। ব্লগের কিছু লোকজনের তো আবার চুলকানি বেশী। একটু আশ্চর্য কিছু দেখলেই ফিকশন মনে করে!
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯
হাসান মাহবুব বলেছেন: আরে খরগোশ দেহি ডরায়। পোস্টায় দেও। দেহি কেডা কি কয়, আম্রা আচিনা!
৫৪| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:৩২
শিরিন বলেছেন: তাঁদের ঠিকানা সহজলভ্য নয়। বিষয়টা গোপন রাখতে সচেষ্ট তাঁরা
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: আহারে! আফসুস খাইলাম একটা জ্বীন পাইলে ধৈরা থাবরানি দিতে পার্তাম।
৫৫| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: হেহেহে। জীন অভিযান চালাইয়া যান।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
হাসান মাহবুব বলেছেন: হ..রিমঝিম না একদম মুষুলধারে চালায় যামু!
৫৬| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: হাহাচেপগে.....
ওহ পেট ব্যাথা করতাছে..
এবার ছাইড়া দেন..
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২০
হাসান মাহবুব বলেছেন:
৫৭| ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০
শাওন৩৫০৪ বলেছেন: তাদ্ জ্বীন...তোবাদ জ্বীন.....হাযির....হুকুম মালিকা হামিরা...চিমা মাস্তাকে হুলহুল...
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১
হাসান মাহবুব বলেছেন: সন্ধ্যার সময় এসব কি কতা কউ! (বুকে ফুঁ দিলাম)
৫৮| ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২
নাজনীন খলিল বলেছেন:
হুমমম!
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২২
হাসান মাহবুব বলেছেন: পুলাপানের কান্ড দেক্সেন্নি আপু!
৫৯| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
অদ্রোহ বলেছেন: কবার মাঝরাত্তিরে পানি খাওয়ার জন্য উঠেছিলাম।হঠাৎ দেখি,সামনের বারান্দায় সাদা কী যেন দুলছে।আমার তো ভয়ে রীতিমত দাঁতকপাটি।ওইদিন আর ঘুম এলোনা।পরদিন সকালে উঠে দেখি ওটা ছিল ওইদিনই ধুতে দেওয়া সাদা পর্দা !!।
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
হাসান মাহবুব বলেছেন: আফসুস, জীবনে একটা ভয়ানক সাদা পর্দাও দেখতার্লাম্না
৬০| ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:৩৮
পাথুরে বলেছেন: হাহাহাহাহা
জব্বর ...
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৮
হাসান মাহবুব বলেছেন:
৬১| ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:১৮
রুমমা বলেছেন: ভাইয়া আমিও কিনতু জ্বীনের সাথে দেখা করেছি জানেন?
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:২১
হাসান মাহবুব বলেছেন: এ্যাঁ! কবে? কাহিনী কি এখানে বলবা নাকি পোস্ট দিবা?
৬২| ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৭
নকীবুল বারী বলেছেন: হেহ হেহ হেহ
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:২০
হাসান মাহবুব বলেছেন: খিকজ!
৬৩| ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
নীল-দর্পণ বলেছেন: হাহ হাহ হা.... দৃশ্যটা যদি দেখতে পেতাম.....
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: সেই সময়ে ক্যামেরা মোবাইল ছিলোনা, আফসুস!
৬৪| ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২২
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই এমনে পাব্লিকরে মদন বানানি কেবল আপনার পক্ষেই সম্ভব।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! কিন্তু সেইসময় আমরাই বেশি মদন হৈসিলাম
৬৫| ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: আমি ভাবলাম সত্যিকারের জ্বীন...এরকম ডজ্ দিলেন?
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: সত্যিকারের জ্বীন দেখতে চান? ৩৬ নং কমেন্টে চলে যান!
৬৬| ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
সহেলী বলেছেন: মজা পেলাম ! লিখুন আরো ।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ
৬৭| ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৭
মুক্ত বয়ান বলেছেন: হুদাই সময় লস্ট!!!
আমনের মেইডসের মতন আরো কয়েকটা পুস্টু দেন। আহারে.. সেই পুস্টু..
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: কি কৈলা! হুদাই সময় নষ্ট!! মেইডসের পোস্ট চাও, না? এরপর থিকা সব দুর্বোধ্য কোবতে লিখুম, যা আমিও বুঝুমনা
৬৮| ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অপিনন্দনপার্ক
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: থেংকু
৬৯| ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:২৩
রুমমা বলেছেন: ding dng ki koro?
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: ডিং!বাসায় ফিরলাম কিছুক্ষণ আগে ,ডং!
৭০| ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৯
রুমমা বলেছেন: চা পান করছেন?
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪১
হাসান মাহবুব বলেছেন: চা খাইনা।
৭১| ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: মারিছে ইসরাইলের মোসাদরে এমুন ঠ্যাঙ্গানী! ভালাই! ঢিল মাইরা এটম বোমা খাইছে আর কি!
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: হেহেহে! খাইছে মানে, এক্কেরে গুষ্ঠি শুদ্ধা খাইসে!
৭২| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:২৪
টোনা বলেছেন: ভাই কই ?? বিজি নাকি ??
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: ঘুমায় গেসিলাম।
৭৩| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪১
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: Click This Link
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: ক্লিকড!
৭৪| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৫৪
শাওন৩৫০৪ বলেছেন: বুলবুল আহমেদ পান্না অপিনন্দনপার্ক দিলো ক্যান??
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ইয়ে, মানে......৫০,০০০ তম হিট উপলক্ষ্যে
৭৫| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:০১
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। আহারে মেসে থাকি নাই ইহজীবনে, থাকলে এরকম করা যেত।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: বিড়াট মিস
৭৬| ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমি ভাবলাম সত্যি সত্যি।
আমি যখন হলে থাকতাম....এইরকম কত গল্প শুনতাম।
দলবেঁধে সব একটা রুমে বসা হতো........
কত সব গল্প.......
তবে হলের সেইসব দিনে কেনো যেনো ভয় ছমছম লাগতো সেইসব গল্প শুনলে।
ভালো লাগলো মজার কাহিনী....
শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:২০
হাসান মাহবুব বলেছেন: নস্টালজিক করে দিলেন! অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্যে
৭৭| ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:২২
লড়াকু বলেছেন: অপিনন্দনপার্ক
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:৩১
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! সবই আপনাগো দুআ
৭৮| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৯
শাওন৩৫০৪ বলেছেন: ও, তাইলে অভিনন্দন....
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৩
হাসান মাহবুব বলেছেন: ধইন্যা!
৭৯| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬
শাওন৩৫০৪ বলেছেন: খেলা তো শুরু কইরা দিছে...
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:২০
হাসান মাহবুব বলেছেন: মজা পাইতাছি এইবার!
৮০| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৬
হাসজারু বলেছেন: ............।
মারাত্মক হরর কমেডি.............।
শূন্য আরণ্যক বলেছেন, জিনরা চতুরমাত্রিক প্রানীর মতো মাত্রা ভেদ করে চলে................।
জিন নিয়ে সাই-ফাই চাই.......।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: হরর কমেডি, দারুন নাম দিয়েছেন তো!! শূন্য আরন্যককে জ্বীন নিয়ে সাই-ফাই লেখার আহবান করা গেলো!
৮১| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৪০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কি কাহিনীরে ভাই। আমি হাসতে হাসতে শেষ। আপনেরা আসলেই দেশের ভবিষ্যত।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: দেশের ভবিষ্যত নিয়া তো চিন্তায় পৈড়া গেলাম আপ্নার কথা শুইনা
৮২| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৪৪
টোনা বলেছেন: আমার নামে পোস্ট উৎসর্গ হইসে .. আমি আনন্দে হারায়া যাইতেছি .. আমারে কেউ ধরে না ক্যান
Click This Link
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালোইতো! আমারে কেউ উৎসর্গ করেনা কেন?আমার কি হবে!!
৮৩| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:৫৪
শত রুপা বলেছেন: হুম
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন: শতরুপা একটু হতাশ
৮৪| ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৮:৫১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এরাম কাহিনী আমার মামণি আর খালামণি একবার করেছিলেন তাদের কাজিনদের সাথে। শুনে হাসতে হাসতে শেষ। তাদের বেলাতে ছিল পরীর নাচ দেখানো। আর মুখে মেখে দিয়েছিলেন পাতিলের তলার কালি!!
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন:
৮৫| ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২০
সুবিদ্ বলেছেন: আরে এইডা কবে লিখলা??? অনেকদিন পরে গায়ে কাঁটা দিলো গো ঐ রাইতের কথা মনে কইরা......
যাই হউক আমার স্মৃতিশক্তি লোপ পাইলো নাকি??? আমার তো মনেই নাই 'উপদেষ্টা' আদৌ কোন জ্ঞান জাহির করছিল কিনা ঐ টাইমে......আর 'মাদি' তো ছিলই না ঘটনাস্থলে........
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: জ্ঞান নিশ্চয়ই জাহির করসিলা, এইডা না কৈরা তুমি পারোইনা! মাদি ছিলোনা নাকি!! না থাকাটা উচিত হয়নাই, তাই ঢুকায়া দিলাম
৮৬| ০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৬
ভাঙ্গন বলেছেন: এই পুস্টে একবার মনেয় কমেন্ট করছিলাম।
আইয়া খুঁজলাম পাইনাকা?
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬
হাসান মাহবুব বলেছেন: না, করেননাই। হয়তো করতে যায়া ভুইলা গেসিলেন
৮৭| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৬
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই কালকে আপনি 'লিফটের ম্যানার' পোস্টে এইটা কি কমেন্ট দিসেন? পড়ে তো আমি লজ্জায় লাল হয়ে....................
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: হেহেহে! কেউ ম্যানার শিখাইতে আইলে মেজাজ বিলা হয়
৮৮| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৭
অন্ধ আগন্তুক বলেছেন: হা হা হা হা হা হা..................জ্বীন বাবাজি লজ্জায় লাল হইইয়া গেসিলো লাল কতকগুলান দুষ্ট আত্মা দেইখা,এর লেইগা আসে নাই.........নাইলে ঠিকই আসতো!!!!!!
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: আফসুস! ক্যান যে লাল রঙ লাগাইলাম। আই এ্যাম স্যরি মিস্টার জ্বীন ইফ আই মেক ইউ স্কেয়ার্ড!
৮৯| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১২
রুমমা বলেছেন: ding ki koro?
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১২
হাসান মাহবুব বলেছেন: কারেন্ট চলে গেসিলো। এখন আবার ব্লগে বসলাম। ধুমায়া ব্লগিং করার(মানে কমেন্টবাজি) প্রস্তুতি নিচ্ছি ding dong ding dong!
৯০| ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৬
সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন: যাই হোক ।আপনি একটা আবহ তৈরী করতে পেরেছেন।আর এটাই সাহিত্য।লিখে যান
০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে। ভালো থাকুন।
৯১| ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৩
রাতফুল বলেছেন: হি হি। মজার ঘটনা।
একবার আমার এক বান্ধবীর জন্মদিনে আমরা সব বান্ধবীরা মিলে রঙ নিয়ে মজা করেছিলাম। একজন রঙওয়ালা পানি খেয়ে ফেলেছিল।
০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৭
হাসান মাহবুব বলেছেন: এই পোস্ট দেয়ার পর দেখলাম যে অনেকেরই এই ধরনের অভিজ্ঞতা রয়েছে
৯২| ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫২
রাতফুল বলেছেন: সবারই বোধহয় থাকে। শৈশব তো সবারই থাকে, তাই না!
০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৮
হাসান মাহবুব বলেছেন: হু...শৈশব! শৈশবের সুখস্মৃতি না থাকলে বাঁচাটা কঠিন। আমার এই ঘটনাটা অবশ্য শৈশবের না..তবে শৈশব যথেষ্ঠ রঙীন ছিলো আমারো.....দীর্ঘশ্বাস!
৯৩| ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০৫
রুমমা বলেছেন: ২০০১ এ তো আমিও ফাস্ট ইয়ারে পড়ি..কি অবস্থা।
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
হাসান মাহবুব বলেছেন: কলেজ, নাকি ভার্সিটি?
৯৪| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭
জলপাই দেশি বলেছেন: আপনার বর্ণনাভঙ্গী সুন্দর। গদ্যটা ভালোই রপ্ত করেছেন। ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। কবিতা নিয়ে আপনার ডেডিকেশন খুব ভালো লাগে। বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা।
৯৫| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১
রুমমা বলেছেন: আপনি কোনটা?
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: আমি ২০০০ এইচএসসি ব্যাচ। ২০০১ এ ভার্সিটি ফার্স্ট ইয়ার। তুমি?
৯৬| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৩
নুশেরা বলেছেন: এমনিতেই শকের ভয়ে এই ব্লগে আসি কম। তবে এইরকম দুয়েকটা মাঝেমধ্যে এলে মন্দ হয়না
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: একটা শকিং পোস্ট দিসি তাতেই এত বড় অপবাদ আমার ঐ টাইপ পোস্ট বেশি, নাকি রম্য, লিরিক বেশি আপনিই বলেন? আফসুস
যাক তাও অবশেষে পড়লেন! থেংকু আপু
৯৭| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: রুম্মা আপা তো ব্যাচটা জানতে পেলেন... আমি কি একটু ডিপার্টমেন্ট টা জানতে পারি?
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৫
হাসান মাহবুব বলেছেন: EEE আপনিও কি কুয়েটের নাকি?
৯৮| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৯
ভেবে ভেবে বলি বলেছেন: না... আমি রুয়েট CE, আপনার এক বছরের জুনিয়র। বুয়েট ছাড়া আর সবাইকে (রুয়েট-কুয়েট-চুয়েট) ভাই-ভাই মনে হয় তো... তাই জিজ্ঞেস করলাম।
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৩
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা!! কুয়েটের আরো একজন আছেন এখানে, খুব ভালো লেখেন, সিএসই ৯৮- শান্তির দেবদূত। কালকেই জানতে পারলাম ব্যাপারটা। ভীষন ভালো লাগলো
৯৯| ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৯
কঁাকন বলেছেন: খিক খিক খিক
০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: হাস্তাসেন!আপ্নার্কি ভয় ডর বৈলা কিছু নাই
১০০| ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৪
নৌশীন বলেছেন:
"হাসান মাহবুব"
"চীর সবুজ" !
মনে পড়ছে খুব ,
মন্তব্য না করেই ,
প্লাস দিয়ে
থাকলাম চুপ।!
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৭
হাসান মাহবুব বলেছেন: আরে..! পিচ্চিমনি আমার ব্লগে এসেছে! ক্যাডবেরি।
১০১| ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬
রুমমা বলেছেন: ওহ তাইলে তো আমি তোর বড়..।(আপনি থেকে তুই হাহাহা)আমি ৯৯ এ এইচ এস সি।
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: এই পোস্ট দিয়া দুইজনরে আমার চেয়ে বড় পাইলাম যাগো আগে আমি পার্ট নিয়া তুমি কৈরা বলতাম, আর হেরা আমারে আপনি কৈতো। আফসুস!!
১০২| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩
মুক্ত বয়ান বলেছেন: ভেবে ভেবে.. আপায় এতদিন ভাইবা এইটা কি কইলেন!!!
সবাই ভাই-ভাই.. আর আমরা কি দোষ করলাম!!!
ওনার আগামী পাঁচটা পোস্টে মাইলাস!!!!
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: হেহে! উনার আরো পাঁচটা পোস্ট আইতে আইতে আমরা ব্লগের জগতে আর নাও থাক্তে পারি। উনি যে শম্বুকগতিতে পোস্ট দ্যান.....!
১০৩| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
মুক্ত বয়ান বলেছেন: তাইলে এখনই গিয়া একটা দিয়া আসতেছি!!!
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: ওরে না রে না....... ওরে আমি ভালা ফাই
১০৪| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৩
নৌশীন বলেছেন:
"হাসান মাহবুব"
দুরু দুরু কাঁপে বুক!
কেন?
জ্বীনে'র "ক্যাটবেরি" খেয়ে ,
যদি যাই মরে!!!
তাহলে যে
যাবো কবরে?
চিতা'য় জ্বলে?
গঙ্গা'র জলে!
সূট-বুট পড়ে?
বস্কে ভরে?
ভট ভট উদ্ভূট
মন'টা যে
"লাল কার্ড"+
"পেনাল্টি" প্রশ্ন করে!
লাইন-লেন্থ ছেড়ে,
"গুগলী" বল মারে!
যদি মাথায় পড়ে!!!
বাঁচানো যাবেনা যে,
পরে পরে পরে.....
এক্কেবারে কবরে!
তারপর পরপারে!
আসলে ভয় পাচ্ছি
জ্বীন'টারে!!!!!
বন্ধু সত্যিই
ভালোবাসি রে....................................................................................
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: আরে....ভয়ের কিছু নাই। ক্যাডবেরি তো জ্বীন দেয়নাই, আমি দিয়েছি। খেয়ে ফেলো!
১০৫| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
আহসান জামান বলেছেন: হা হা হা ... ভয় কাটিয়ে নিলাম।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ আহসান ভাই!
১০৬| ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
রুমমা বলেছেন: তাইলে কি তুই বলার পারমিশন পাইছি হাসান ভাই?
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: তুই ক্যান, তার নীচে কিছু থাক্লে সেইটাও বল্তে পারো
১০৭| ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৬
ভেবে ভেবে বলি বলেছেন: "ওরে না রে না....... ওরে আমি ভালা ফাই".......
যাহ, এভাবে বলতে হয় না। আমার লজ্জা করে না বুঝি !
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: আপনার এই লাজুকতার জন্যেইতো আপনাকে ভালা পাই! :#>
১০৮| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৭
অপ্রিয় সত্য বলেছেন:
চোঁখে দেখে-মনে ভাবে
তবু কিছু লিখি না'রে
বাধ্য ছেলের মতো
ফিরে যাই ঘরে।!
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২০
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! পরে কথা হবে। এখন ঘুমাবো। গুডনাইট।
১০৯| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৬
'লেনিন' বলেছেন: অ... এই কাহিনী? এটাতো অনেকের কাছেই শুনলাম। আসলে এই ট্রিটমেন্টটাই ভালো হা হা হা
১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন:
১১০| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৪
অক্ষর বলেছেন: কি খবর ভাই, আছেন কেমন? অনেকদিন পর
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পরে তো আপনে। কই ছিলেন? আমিতো ব্লগে রেগুলার, আপনার ওখানে প্রায়ই যাই, নতুন কবিতার প্রত্যাশায়। আপনার আবার কখন ভাব আসবে এই প্রত্যাশা করে আছি!!
১১১| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩
অক্ষর বলেছেন: আমিও তাই কৈছি, যে আমি অনেকদিন পর। নেট লাইঞ্ছিলো না, তাই আইতে পাই নাই
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
হাসান মাহবুব বলেছেন: নেট লাইনের আইপি সহ ব্যান চাই।
১১২| ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
যাক, সত্যিকারের জ্বীন যে দেখেন নাই তাতেই খুশী ।
দেখলেইতো বিশ্বাস করতে হতো যে ঘটনা সত্য
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: সত্যিকারের দেখলেও মনে হয় আমি বিশ্বাস করতামনা!
১১৩| ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
েভােরর স্বপ্ন বলেছেন: পেচাল তো ভালোই পাড়োস!!!!! এদ্দিনতো ব্লগালামনা খোজও নিস না!!!! যত শালার!!!!!!!!!!!!!!!!!!!!
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: হুজুর, তোমার নামডা লিংক কৈরা রাখতাসি। কুল ডাউন!!
১১৪| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
প্রিয়তমেষু বলেছেন: Click This Link
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১
হাসান মাহবুব বলেছেন: ঐ পোস্টের ২৭ নং কমেন্টটা আমার। রিপ্লাই দেখে খুব ভালো লাগলো
১১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩১
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: agei poircilam ...bangla lekon jaina knuuuuuuuuuuuuu?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: তুই বাংলা লেখা ভুলে গেছিস রে বাভুল! তীব্র দিক্কার।
১১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: হেহে চাপ্পুতে লিখলে এহনো আমার লগে অনেকে পারেনা ।ইমু দিতে ভুইলা গেছি এটা ঠিক
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪১
হাসান মাহবুব বলেছেন:
১১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: গেলামগারে ঘুমাইতে হইপনি
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: অকে....টাটা। মাঝেমধ্যে ঘুরতে আসিসরে বাভুল।
১১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১০
স্বপ্নকথক বলেছেন: আমাগোরে কালিগোলা মাখাইছিলো।
কইছিলো জ্বিনের পরা তেল।মুখে মাখলে বালা মুসিবত সব দূর হইবো।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
হাসান মাহবুব বলেছেন:
১১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
যুধিষ্ঠির বলেছেন: এই ফান আমার ফুপ্পি আর ফুপ্পা আমাদের সাথে করেছিলেন... ঈদের আগের রাতে অনেক মজা হয়েছিল
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেকেরই দেখি এ ধরনের অভিজ্ঞতা আছে
১২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
যুধিষ্ঠির বলেছেন: আমি ত জটিল ডরাইসিলাম!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: আমারো ডর খাইতে ইচ্ছা করে। কতদিন জ্বীন ভুতের ভয় পাইনা
১২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অন্যরকম টান লেখার! পড়ে মজা পেলাম!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৪
হাসান মাহবুব বলেছেন: কেউ পুরাতন লেখা পড়লে বেশ সারপ্রাইজিং একটা অনুভূতি হয়। ধন্যবাদ আপনাকে!
১২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
ছায়ার আলো বলেছেন: হা হা দারুন!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ ছায়ার আলো
১২৩| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯
ঋফায রহমান বলেছেন: পুরাতন লেখা পড়লে যদি অনুভূতি হয় তাহলে আমাকে কি বলবেন?
আমি কিন্তু অনেক পরে পড়লাম।
লেখাটার মন্তব্য:
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬
হাসান মাহবুব বলেছেন: কেউ পুরাতন লেখা পড়লে বেশ সারপ্রাইজিং একটা অনুভূতি হয়।
আমার আরো পুরাতন লেখাগুলো পড়, আরো বেশি সারপ্রাইজড হব।
মন্তব্যের জবাবে
১২৪| ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৬
চাঁদ আমার পকেটে বলেছেন: ছোট বেলায় আমার দূর সম্পর্কের এক ফুফু একই ভাবে আমাদের ভূত দেখিয়েছিলেন। আপনার পোষ্টটি পড়ে গ্রামের সেই কাহিনী মনে পড়ে গেল। শুধু তফাত এই যে আপনারা মেখেছিলেন লাল রঙ আর আমরা পাতিলের তলার কালো কালি।
পোষ্টে প্লাস।
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০
হাসান মাহবুব বলেছেন: অনেকেরই দেখি এ ধরনের অভিজ্ঞতা আছে
১২৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮
কাক ভুষুন্ডি বলেছেন: আতমখে পাও পাখনা................
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: আতমখে পাও পাখনা কি? লটপটি হয়া গ্যাছে?
১২৬| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
ভাবের অভাব বলেছেন: আমারও একটা জ্বিনের গল্প লিখতে ইচ্ছা করছে।
আপনি ২০০১ ফার্স্ট ইয়ার, মানে ৯৮ কি এস এস সি? আমার ৯৮। আমি ২০০১ এ একটা ইয়ার লস দিয়েছিলাম, কোথাও চান্স হয়েছিলো না ।
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: সেরকম কোন ঘটনা থাকলে লিখে ফেলেন! হ্যাঁ, আমি ৯৮ এস এস সি
১২৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: খিক খিক খিক! হি হি হি হি হি
১২৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: থিওরি তো পড়লেন, এইবার প্র্যাক্টিকাল করেন
১২৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:২২
রাজসোহান বলেছেন: আমনে এমনে ভয় দেখাইবেন এইডা আগেই বুঝছি
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেকেই বোঝেনাই
১৩০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
সায়েম মুন বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯
হাসান মাহবুব বলেছেন: পুলাপানের কারবারই আলাদা
১৩১| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:১৬
রেজোওয়ানা বলেছেন: ওরে বাবা কি ভয়ংকর ভুতের কাহিনী
১৪ ই মে, ২০১০ ভোর ৫:৩১
হাসান মাহবুব বলেছেন: দূর্বলচিত্তদের পড়া বারণ লিখে দেয়া উচিত ছিলো
১৩২| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:৩৬
চাঁপাবাজ বলেছেন: চিটার একটা...........
কি পরতে আইষা কি পরলাম......
৩০ শে জুন, ২০১০ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: সত্যি সত্যি জ্বীন দেখাইলে তো ভয়ে ফিট খাইতা। তোমার তো খালি চাপার জোর
১৩৩| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২২
সুবিদ্ বলেছেন: অনেকদিন পরে আবার পড়া হইলো.......
একটা সত্যি কথা কই........পুরা ঘটনাটা প্রথমে আমার কাছে ধোঁকাবাজি মার্কা মনে হইছিল.......কিন্তু শালা পয়মালের ঐসময়ের বেশটা যে চরম ধান্দাবাজের তা তো আর জানা আছিলো না.......করমুনা করবমুনা কইরাও তাই বিশ্বাস কইরা ফালাইছিলাম.......
এইজন্য মোসাদ না, পুরা ঘটনার জন্য পয়মালের ভূমিকাটাই আমার কাছে বেশি গুরুত্ত্বপূর্ণ মনে হয়
০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: হু! ঠিক।
১৩৪| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৩১
কালীদাস বলেছেন: তাই তো বলি, হাসান ভাই আবার জ্বীন দেখে কেমনে?
০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:০০
হাসান মাহবুব বলেছেন: বড় হাউশ ছিলো জ্বীন দেখার। পূরণ হৈলোনা আফসুস!
১৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২২
মাহমুদহাসান বলেছেন: আমারো বড় হাউশ জ্বিন দ্যাহার।
হামা ভাই, এই পু্স্টে এট্টু যান, একজন জ্বিন দেইখ্যা বিরাট দরবেশ হৈছে। আমরাও যদি এট্টু দেখতারি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩১
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! ব্যাপক বিনোদন। আমি দেখসি ঐ পোস্ট। মজা লৈসি, কমেন্ট করা হয়নাই
১৩৬| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:০২
মিরাজ is বলেছেন: হা হা মজা পেলাম.........
আমারো জ্বীন দেখার সুপ্ত একটা ইচ্ছা আছে
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫২
হাসান মাহবুব বলেছেন: আমার সুপ্ত না একদম প্রস্ফুটিত প্রবল ইচ্ছা আছে। কিন্তু পাই কই?
১৩৭| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৬
মিরাজ is বলেছেন: শেওড়া গাছ দেইখা ঝুলে থাইকেন সারারাত......অবশ্য আপনারে কেউ জ্বীন সন্দেহে পিটাইলে আমারে কিছু কইতে পারবেন না
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:১৩
হাসান মাহবুব বলেছেন: আমারে অবশ্য জ্বীন ভাবতেই পারে একবার আড়ঙ এ গেসিলাম ঠায় দাঁড়ায় পোষাক দেখতেসিলাম। একটা লোক আইসা আমারে টাচ কর্ল। তার্পর কয় যে ওহ স্যরি আমি ভাবসিলাম আপনে ঐ পোষাক পড়া ডামিগুলার একটা। কাজিনদের সামনে সে এক বিব্রতকর অভিজ্ঞতা
১৩৮| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:১৭
মিরাজ is বলেছেন:
মাদাম তুসোর যাদুঘর তাইলে তো আপনারে ডাকতেছে.........
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৯
হাসান মাহবুব বলেছেন: খাড়ান আরেক্টু বিখ্যাত হয়া লই
১৩৯| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৫
শিমুল আহমেদ বলেছেন: বিরাট কষ্ট পাইলাম ভাবছিলাম হাচা হাচাই জ্বীনের গল্প শুনুম
আমার নানা বাড়ির এলাকার এক হুজুর নাকি জ্বীন দেখাইতে পারে ভাবতাছি যামু একবার উনার কাছে জ্বীন দেখতে। আমারও একটা কোশ্চেন আছিল জ্বীনের কাছে ।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৩৫
হাসান মাহবুব বলেছেন:
১৪০| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৩১
রুদ্রপ্রতাপ বলেছেন: আমার চাচায় করতো এই কাম, আমি আছিলাম হেল্পার।
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: প্রতারক!
১৪১| ০৮ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:২৮
ফাহমিদা ইসলাম মিনি বলেছেন: শিরোনাম দেখে ভাবতেসিলাম এই মাঝরাতে পড়মু নাকি......একবার আইসা ফেরত গেলাম ....শেষে কমেন্ট পড়লাম এরপর মূল লেখা পড়লাম....অনেক খাটনি হইলো।কিন্তু মজা পেলুম ....
০৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৪
হাসান মাহবুব বলেছেন: কমেন্ট পৈড়া মূল লেখা পর্সেন! আপ্নি এত ভীতু। তাইলে তো আপনাকে মাঝেমধ্যে ভয় দেখায়া আসতে হবে (বিকট অট্টহাসি)
১৪২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৯
আহাদিল বলেছেন: খিক্স!
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: !ক্সখি
১৪৩| ১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০১
রেজোওয়ানা বলেছেন: পাজীই ই ই ই ই ই ই, হতচ্ছাড়া
১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৪
হাসান মাহবুব বলেছেন:
কিমুন ডজ খাইলেন!
১৪৪| ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৮
রেজওয়ান তানিম বলেছেন: প্রদীপ হালদারের সাথে যোগাযোগ করন যাইতে পারে হাসান ভাই ।
১৬ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন: হাহা! তারে দেহিনা ম্যালাদিন।
১৪৫| ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৩
অ্যামেব্লগ বলেছেন: পুলাপাইনের জন্য জিন দেখারও উপায় নাই
১৬ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন: থাক্লে তো দেখবেন!
১৪৬| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:১২
দূর্যোধন বলেছেন: ফাইজলামীর একটা সীমা থাকে,তার উপর আবার এইটারে আপনের সর্বকালের ভয়ংকর ভূতের কাহিনী কইছেন রেজোওয়ানা আপুরে !!
পাব্লিক!!
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৪০
হাসান মাহবুব বলেছেন:
১৪৭| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৮
শব্দ-সওয়ারী বলেছেন: বদলার কাহিনীতেই বেশী মজা পাইসি। জ্বীন নিয়া আমার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করিঃ
গ্রামের বাড়ীতে এক শ্মশানের পাশে দিয়ে যাওয়ার সময় আমার এক খালা আমারে গপ্পো শোনান, ওইখানে নাকি মধ্যরাতে জ্বীন আসে, এসে মড়া মানুষের নাভী চিবিয়ে খায়!!!
বললাম, "বেচারা জ্বীন! একবার দেখা পাইলে জামান হোটেলের বিরানী খাওয়াই দিব, মড়া নাভীর টেস্ট ভুলি যাবে!"
০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: খিকজ! লা জবাব!
১৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:১০
শব্দ-সওয়ারী বলেছেন: আচ্ছা, আপনের দুইটা পোস্টেই পকপক কইরা গেলাম, আমারে চিন্তার্সেন?
০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৩
হাসান মাহবুব বলেছেন: না চেনার কী আছে?
১৪৯| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪
নেক্সাস বলেছেন: কাহিনী পড়ে হাসলাম।
হামা ভাই জ্বীন একবার আমিও দেকেহছিলাম ( সত্যি ঘটনা)
তবে আমি সিউরনা সেটা আসল জ্বীন না মনের জ্বীন।
০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯
হাসান মাহবুব বলেছেন: হাহা! আপনার ঘটনাটা লিখে পোস্ট করে ফেলেন। দেখি কিরম জ্বীন
১৫০| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩
নেক্সাস বলেছেন: ঘটনা আছে। কিন্তু শব্দ ভান্ডার তো আপনার মত সমৃদ্ধ না। তাই লিখাটা অনেক জটিল।তারপরেও চেষ্টা করবো।
ধন্যবাদ হামা ভাই
০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: জটিল করে লেখার কী দরকার। সহজ লেখা মানুষ ভালো পায় বেশি।
শুভলেখালেখি!
১৫১| ১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
ইলুসন বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
হাসান মাহবুব বলেছেন: নিজেরে কন!
১৫২| ১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
৪২০ বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০০
হাসান মাহবুব বলেছেন:
১৫৩| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১২
ডানাহীন বলেছেন: আপনার মত মানুষের ধারেকাছে জ্বীন ঘেঁষবে না এইটা আগেই বুঝছিলাম !
২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
হাসান মাহবুব বলেছেন: বড়ই হতাশ হৈসিলাম
১৫৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৬:২০
এম হুসাইন বলেছেন: এই কাহিনী টা অন্য কোথাও পড়েছি, অনেক আগে, তবে নিশ্চিত ব্যাটা আপনারটা কপি করেছে...
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
হাসান মাহবুব বলেছেন: যে কপি করছে তার ওপর লানত পড়ুক!
১৫৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
এম হুসাইন বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
হাসান মাহবুব বলেছেন:
১৫৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:১১
আহলান বলেছেন: হতাশ হলুম .
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
হাসান মাহবুব বলেছেন: আমিও হতাশ হয়েছিলুম!
১৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা..................... আমিতো হাসতে হাসতে ফিট। ওরকম বদ পোলাপান আপনার সাথে আছে এবং ঘোল খাইয়েছে..................
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬
হাসান মাহবুব বলেছেন: আমরা সবাই এখন পুলা-মাইয়ার বাপ। আমগো পুলাপাইন কী হইবো
১৫৮| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ২:৪২
Rakib Bin Maruf বলেছেন: ভয়ে কি বায়ুত্যাগ করে দিয়েছিলেন নাকি? তাহলে তো অনু ভেঙে যাবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০১
রুমমা বলেছেন: এই অবস্থা!আমি ভাবলাম আসল জ্বীন।আগেই বোঝা উচিৎ ছিলো কে লিখছে..।