![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*
আমার ম্লানমুখ দেখে তোমাদের সহানুভূতি এবং কোমল চোখের যে রসায়ন তৈরী হয় তা ভিখিরীর মত লুটেপুটে নেই আমি, চেটেপুটে খাই। ন্যাড়া মাথা, শুস্ক ঠোঁট, কর্কশ চামড়া- আমি কুৎসিত হয়ে গেছি দেখতে। আমার কাছে দেবশিশুদের পাঠিও না, ওরা অভিশপ্ত হয়ে যাবে, বিদায়চুম্বন দিও না, তোমরা আক্রান্ত হবে, হাত বাড়িও না...ওহ ঔষধ দিচ্ছো? আচ্ছা, এগুলো খেলে কি আমি আবার সুন্দর হয়ে যাবো আগের মত? আমি সুস্থ হতে চাই না, নরকযন্ত্রণা ভোগ করব তবুও সুন্দর হব। আর একটিবারের জন্যে। মৃত্যু তো অবশ্যম্ভাবী। পরিপাকতন্ত্রের ষড়যন্ত্রে একবেলা ভালো খেলে পরের বেলা উগড়ে দিই যেন আস্ত পাকস্থলিটা সহ।
"আমি সুন্দর হব সুন্দর হব একটু একটু করে
নেবো এই পৃথিবীর যত সুন্দর দুটো হাত জড় করে"
শায়ানের গান। আমার খুব পছন্দের। শায়ান অবশ্য দেখতে সুন্দর না। তোমরা এখন আবার তার এই গানের লিরিকের সৌন্দর্য বিষয়ক দার্শনিক তত্ত্ব কপচাতে এসো না। মনের সৌন্দর্য দিয়ে কী হবে? আমার বুকে যে লেবুফুলের সুবাস পেতো, তীব্র রিরংসা নিয়ে তাকিয়ে থাকতো প্রতিদ্বন্দ্বীদের দিকে, সে তো এখন তোমাদের মত গড়পড়তা সহানুভূতিক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমার দিকে। কেমো দেবার পর থেকে চেহারাটা যা যাচ্ছেতাই হয়েছে না!
এইসব...
পাকস্থলি, রেচনতন্ত্র, জননাঙ্গ, নিতম্বের পাঁচড়া, উরুর ঘা সবাই মিলে আমাকে খুব যন্ত্রণা দেয়। ভাগ্যি, ভেতরের ওসব ঘা-পাঁচড়া তোমরা দেখতে পাও না। আমার সহ্যক্ষমতা প্রবল। আমার দেহের ভেতরে-বাহিরে ফ্যাসিস্ট কর্কটরাজ্যের আগ্রাসনের সাথে যুঝে চলেছি তোমাদের ভালোবাসা আর চিকিৎসাশাস্ত্রের নৈবেদ্য সাথে করে। ক্ষয়ে যাচ্ছি, সয়ে যাচ্ছি, সরে যাচ্ছি...
সরে যাচ্ছি তোমাদের কাছ থেকে। ঔষধ, ইনজেকশন, কেমো, স্ক্যান, রিপোর্ট, ডাক্তারদের মিটিং, টিএসসি প্রাঙ্গনে আমার জন্যে নাকি কনসার্টও হয়েছে। কনসার্টে তারা আমার এক বছর আগের সুন্দর একটা ছবি দিয়েছিলো। একসময় আমিও সুন্দর ছিলাম! ভাবতেই অবাক লাগে।
-সিস্টার, আমি কি পারবো...
কাশির দমকে কথা আঁটকে যায়। সহানুভূতিশীল নার্স আমার কাঁধে হাত বোলাতে বোলাতে সুস্থ হবার আশাবাদ ব্যক্ত করতে থাকে, অভয় যোগায়। কথা শুনতে শুনতে, আশীর্বাদ এবং সহানুভূতি হা-ভাতের মত গিলতে গিয়ে যখন একদলা রক্তাভ শক্ত শ্লেষ্মা মেঝেতে ফেলি, তখন আরেকটা দলা উঠে আসার প্রাক্কালে আমার সুন্দর হবার সম্ভ্যাব্যতা সম্পর্কিত প্রশ্নটি ঢেকে রাখি গোপনে লেবুপাতার রুমালে...
শেষ কবে চুমুর দেয়ালিকা এঁকেছিলে আমার মুখে, নাকে, ঠোঁটে? তুমি খুব দক্ষ চুম্বনচিত্রকর ছিলে, আর আমি ছিলাম সতেজতায় উদ্ভাসিত ক্যানভাস। এখন আর কোথায় আঁকাআঁকি করবে বল! তোমার অনিচ্ছুক ঠোঁটতুলি আমার খসখসে ত্বকে এসে স্নিগ্ধতা আর তীব্রতার যুগল ধারাপাত ভুলে যায়। আমি কী ভীষণ কুৎসিত হয়ে গেছি! জানি তারপরেও আমাকে ভালোবাসো, ভালোবাসবে আরো কিছুদিন, হয়তোবা যতদিন বেঁচে আছি তার চেয়েও বেশি দিন... কী এসে যায় তাতে! হ্যাঁ, আমরা সবাই হয়তো স্বার্থপর খুব আপেক্ষিকভাবে চিন্তা করলে। আমি সুন্দর হতে চাইছি শুধু তোমার জন্যে? না রে না! আয়নায় যখন নিজের ডাইনীমূর্তি দেখি, শিউরে উঠি। দিনের পর দিন সৌন্দর্যস্মৃতির ভুতুড়ে কঙ্কাল আর বর্তমানের কদর্য অবয়বকে একসাথে বসে ঠাট্টা-তামাশা আর গুলতানি করতে আমিই তো দেখি, তুমি দেখো না, তোমরা দেখো না। এদের বদ রসিকতা বরদাস্ত করতে হয় বাধ্য হয়ে, এমন কী এরা আমাতে উপগতও হয়। আমার ঘা, ঘামাচি, ঘামে মুখমেহন করে। এই দুটো অমানবিক আর কামুক চরিত্রকে একটিবারের জন্যে শিক্ষা দিতে হলেও আমাকে সুন্দর হতে হবে। কেউ আবার ভুল করে মনের সৌন্দর্যের গালভারি উপঢৌকন নিয়ে এসো না! ছুড়ে ফেলে দেবো, বিচ্ছিরি খিস্তি করব...ওরা আসছে...ওরা আসছে...
*
-হ্যালো বিউটি কুইন! আরে আজ তোমাকে যা সেক্সি লাগছে না! খাসা মেয়ে তুমি।
সৌন্দর্যস্মৃতির কঙ্কালটা আড়ম্বর করেই আসে বাতি নিভিয়ে দিলে। তোমরা কেউ দেখতে পাও না। আমি গুনগুনিয়ে গাই
"সুন্দর হব, সুন্দর হব একটু একটু করে..."
-রাতের বেলাটা স্মৃতি রোমন্থনের জন্যে বেশ ভালো সময়, কী বলিস? আহা! যেবার তুই কলেজের ব্যাচমেটদের সালতামামিতে "ন্যাচারাল বিউটি" খেতাব পেলি কেমন লেগেছিলো রে?
"নেবো এই পৃথিবীর যত সুন্দর দুটো হাত জড় করে..."
গেয়ে চলি আমি।
-তোর গানের গলাটাও জোস্ ছিলো। এখন তো হাই স্কেলে গাইতে গেলে ব্রঙকাইটিস রোগীর মত কাশবি। ছি ছি!
-তুমি আমার সাথে এমন কর কেন?
-কেমন করি সোনা? আমার কাছে তো তুমি এখনও সুন্দর আছো। আমি ছাড়া তোমাকে কে ওরকম আদর করবে বল? দেখি, পাজামাটা খোল তো, উরুর ঘা, পাঁচড়াগুলোতে আদর করে দিই।
তার লকলকে ধারালো জিভ আমার উরুসন্ধিতে বিবমিষা জাগায়। একটু পর তার দোস্ত এসে যোগ দেবে এতে। আমার বর্তমান কুৎসিত অবয়ব খোলস ছেড়ে বের হয়ে আমাকে জাপটে ধরবে। অর্গি চলবে অর্গি চলবে অর্গি চলবে সারারাত।
-আরেকটু কোকেইন নিবা? এক স্নিফ? হু?
আমি নিরুত্তর চেয়ে থাকি চলতি রাত আর স্মৃতির কালোর থাবায় কন্ঠরূদ্ধ হয়ে। এখন ওরাই কথা বলবে, জানি আমি। এমনটাই হয়ে আসছে প্রতিরাতে, তোমরা জানো না।
-আমাদের বিউটি কুইন ঢাকা শহরে বসে কোকেইন নিতো চিন্তা কর! ভালো কানেকশন ছিলো। বয়ফ্রেন্ডটাও ছিলো সেরকম।
বয়ফ্রেন্ড! চুমুচিত্রকর! যে আমাকে লেবুপাতার রুমাল দেবে বলেছিলো, আর...
-কো কো কোকেইন! ক্যান ক্যান ক্যান্সার!
-সে বলেছিলো কোকেইন ইজ আ গ্ল্যামারাস ড্রাগ।
-ভুল তো কিছু বলে নি! লুক এ্যাট হার। আইন্ট শি গ্ল্যামারাস?
-আমাদের কাছে তো অবশ্যই! খিক খিক খিক। তবে বাকিদের ব্যাপার বলতে পারবো না।
-পারবি ঠিকই। ঢং করিস কেন? দ্যাখ না, সুন্দর হবার জন্যে কেমন পাগল হয়ে উঠেছে?
ওদের কথোপকথন চলতে থাকে। সাথে টিটকারি এবং অর্গি। প্রতিরাত ধর্ষণ। হাহাহা আমার মত কুৎসিতকে দেখেও কারো যৌনস্পৃহা জাগ্রত হতে পারে?
-ইউ নো হোয়াট? ইউ আর আ ফাকিং নার্সিসিস্ট জাঙ্কি শিট!
-তোমার জন্যে একটা গান গাইবো বিউটি কুইন! তোমাদের গ্রুভি পার্টিতে খুব জোরে বাজাইতা বলত কোনটা? আরে এই মুহূর্তে এরিক ক্ল্যাপটন ছাড়া আর কে বেশি প্রাসঙ্গিক হতে পারে?
"If you wanna hang out
You've gotta take her out
Cocaine
If you wanna get down
Down on the ground
Cocaine
She don't lie
She don't lie
She don't lie
COCAINE"
কোকেইন, গ্রুভ পার্টি, এ্যালকোহল, মারিজুয়ানা, এক্সট্যাসি, ওল্ড স্কুল রক থেকে ব্ল্যাক মেটাল। কোনটা আমাকে খেলো? আমি কী অনুতপ্ত? জীবনটাকে এরকম খেলো করে ফেলেছি বলে? না! আমি সবসময় সুন্দর হয়ে বাঁচতে চেয়েছিলাম। সুন্দরের সঙজ্ঞা নিয়ে অবশ্য বিতর্ক হতে পারে। আমার কাছে সুন্দর মানে ছিলো বাহ্যিক চাকচিক্য, মিউজিক, ড্রাগস এবং নিরামিষ-অবশ্যই না! তার সাথে মিশতে গিয়ে আমি জেনেছিলাম, এগুলো গ্ল্যামারাস। এখন! এখন এই ধর্ষণকবলিত অবস্থায়ও উঠে দাঁড়িয়ে থাপড়াবো, যদি কোন আঁতেল এসে বলে আমার রোগসমূহের পেছনে অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভূমিকা কীরকম ছিলো। আমি সেটা উপভোগ করেছি। টাইম মেশিনে করে নিয়ে গেলে আবারও কোকেইন নেবো, সারারাত নাচবো সবার সাথে, ঘুমুবো একজনের সাথেই। তার সিফিলিস আছে বলে সন্দেহ করে প্রতিরোধক ব্যবহার করব না, কজ আই ফাকিং লাভ দ্যাট মিট ইনজেকশন!
খেয়াল করি নি কখন আমি দাঁড়িয়ে পড়েছি এই দূর্বল শরীর নিয়ে। খেয়াল করি নি কখন আমি কঙ্কাল এবং খোলসের আলিঙ্গন ভেদ করে চিৎকার শুরু করেছি। যখন সম্বিত ফিরে পেলাম দেখি,ধর্ষকামী দুজন বিমর্ষ মুখে বসে আছে। দেখে আমারই মায়া লাগলো। কন্ঠে কোমলতা এনে বললাম,
"যাও, আর এসো না। লাভ নেই"
তারা সম্মতি জানিয়ে আমার ভেতর সেঁধিয়ে গেলো। ভোর হচ্ছে তখন।
তারা আর আসে নি কখনও
*
আবারও একটা ক্লান্তিকর দিন আসে বেতোরোগী হাঁফ ধরা বুড়োর পিঠে করে। বুড়োদের আমি ঘৃণা করি। উমম... ঠিক তা না। বুড়ো হতে ঘৃণা করি। বুড়োদের কাছ থেকে সহানুভূতি পেয়ে চলেছি প্রতিনিয়ত। নানা-নানু,দাদা-দাদী... আচ্ছা এসব সহানুভূতির যোগজীকরণ করলে কি আমি সুন্দর হতে পারবো? আমি আমার গোপন হ্যান্ডব্যাগে জমাচ্ছি এসব। ইদানিং রাতের বেলা নতুন একজন আসে আমার কাছে, সে দিয়েছে। তার পরিচয় কখনও স্পষ্ট করে বলে না। তবে আমার ধারণা, যেই দুই ব্যাটাকে ভাগিয়েছি তারাই একীভূত হয়ে ছদ্মবেশে আসে। সে অনেক ভালো ভালো কথা বলে। সুন্দর স্মৃতি, দূরন্ত শৈশব, সবুজ ঘাস, এবং...লেবুপাতার রুমাল।
-তুমি আসলে কে বলত?
-তোমার হ্যান্ডব্যাগটা দাও তো। দেখি কতটুকু জমিয়েছো।
-কী?
-সহানুভূতি, ভালোবাসা, চুমু, স্নেহ, আদর...
-এসব দিয়ে কি আমি সুন্দর হতে পারবো? আমি সুন্দর হব...
-...একটু একটু করে...
-সত্যি এটা সম্ভব?
-সম্ভব কী না জানি না, কিন্তু সবাই তাই চায়।
-সবাই আমাকে সুস্থ দেখতে চায়, সুন্দর না।
-সুস্থ না হলে সুন্দর হবে কেমন করে?
-সুস্থ হলে হাজার বিধিনিষেধ, আমি পারবো না। আই নো মাই ডেস্টিনি। গান শোনো, সেক্স পিস্তলের।
"I've lived a life that's full
And each and every highway
And that, much more than this
I did it my way
Regrets I've had a few
But then again, too few to mention
I did what I had to do
I saw it through without exemption
I've planned each charted course
Each careful step along the highway
And more, much more than this
I did it my way..."
বুঝলা কিছু? বোঝো নাই। তোমার চেয়ে ঐ দুইজন ভালো বুঝতো বরং। নাও, এখন কিছু ডায়লগ দাও! জীবন সম্পর্কে মোটিভেশন, পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য, শিক্ষকের মর্যাদা, প্রেমিক নবাবজাদা হাহাহাহাহাহাহা!
সে চুপ করে থাকে। আমি রেগে যাই।
- কী হল? চুপ করে আছো কেন? বল!
-না।
-কেন না? কিছু বল! বল! বল! বল! বল!
-না।
-ডোন্ট ইউ পিপল কেয়ার এবাউট মি? আ লিটল?
-হ্যান্ডব্যাগটা রাখো। আমি এখন যাই। দেখা হবে আবার।
সে চলে যাওয়ার পরে হ্যান্ডব্যাগটা খুলি আমি। এক আশ্চর্য মাদকতাময় গন্ধে সুরভিত হয়ে ওঠে ঘর। কোকেইনের মত তীব্র না। স্নিগ্ধ। কোমল। ঘরোয়া। চেনে চেনা। গন্ধগুলো আমি চিনতে পারি সব! বাবার পুরোনো ট্রাঙ্কের জঙধরা নেশাতুর গন্ধ। রান্নাঘর থেকে বেরুলে মা'র শরীর থেকে ডিম-সাবান-পেঁয়াজের এক অদ্ভুত মোহময় গন্ধ বেরুতো, সেটা। নানুর পানদানী, সাজুগুজু খালামনির জর্জেটফুলের গন্ধ, প্রিয় পুরুষের লেবুপাতা গন্ধ...আমাকে আমোদিত করে। আমাকে আচ্ছন্ন করে। আমি কাতর স্বরে বলতে থাকি, আমাকে ভালোবাসা দাও, স্নেহ দাও,আদর দাও...
"হাত বাড়াও, টেনে নাও
এখনি এখনি এখনি..."
আর এসবের সংস্পর্শে কি আমি সুন্দর হয়ে উঠবো আবার? আরো আরো আরো কিছুর প্রত্যাশায় হ্যান্ডব্যাগটা খুলি।
একটা আয়না। দুমুখো। একপাশে আমার প্রিয়জনদের দেখতে পাই। হাসিমুখ। ভরাচোখ। আশ্বাস। নির্ভরতা। ভালোবাসা।
আরেকপাশে আমার কদাকার মুখ। খুব কি কদাকার? চুলগুলো একটু বেড়ে উঠেছে না? ত্বকের রুক্ষতা কিছুটা বিলীন হয়েছে না? ওষ্ঠ এবং অধরে চুম্বনচিত্র আঁকতে আসবে তো লেবুপাতার রুমাল নিয়ে নরকের রাজপুত্র! জানালার শার্সি খুলে দিলে বৃষ্টি এবং বাতাসের রুপকথারা আমায় তাদের একজন করে নেবে? আমি সুন্দর হচ্ছি! একটু একটু করে!
-তুমি সুস্থ হচ্ছ।
সেইজন। আবার এসেছে। যে আমাকে হ্যান্ডব্যাগটি উপহার দিয়েছিলো।
-আমি সুস্থ হতে চাই না! ইট উইল অল বি দ্যা সেইম!
-আমরা চাই।
-তোমরা চাও?
-তুমি চাও না যে আমরা চাই?
তার এহেন কৌশলী প্রশ্নে আমি অপ্রতিভ হই ক্ষণিকের জন্যে।
-হ্যাঁ চাই।
-তাহলে?
-তাহলে কী?
-হ্যান্ডব্যাগটা রাখবে নাকি নিয়ে যাবো?
-থাক!
-আমি কী আবার আসবো?
-এসো...
*
ব্যাগটার চেইন আঁটকে গেছে, কী মুশকিল! অনেক কসরৎ করে তবেই খোলা যায়। আমার ঘরের দরজাটাও অদ্ভুত আচরণ করছে। যেন নিজের ইচ্ছেমত চলে! কখনও খিল এঁটে বসে থাকে, প্রিয় আগন্তুক চাইলেও আসতে পারে না। কখনও হাট করে খোলা থাকে, স্মৃতির কঙ্কাল আর কদর্যতার খোলসদেহ হুড়মুড়িয়ে ঢুকে পড়ে।
আমি কখনও সুঘ্রাণক্রেতা। কখনও আয়নামহলের রাজকন্যা, কখনও বাঁদী! কখনও আশান্বিত। কখনও ধর্ষিত। কখনও বিজয়ী।
আসলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাবো নাকি জীবনকে ভালোবাসবো, সুস্থ হব নাকি সুন্দর হব এইসব প্রশ্নে দ্বিধাগ্রস্থ। অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
কেউ কেউ থাকে এরকম...
০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৪৮
হাসান মাহবুব বলেছেন: পোস্টটি ০ জনের ভাল লেগেছে
যাই হোক, পড়ার জন্যে ধন্যবাদ পাপ্পু ভাই।
২| ০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৪৪
ক্লাউনবয়৮৭ বলেছেন: সাংসদীয় লুল১৮+
০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৪৯
হাসান মাহবুব বলেছেন: আফনে দেহি আসলেই ক্লাউন। কিয়ের মধ্যে কি! যত্তসব
৩| ০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৫১
েভােরর স্বপ্ন বলেছেন: সময় নিয়ে পরে পড়ব... এত সকালে গল্প পড়তে ইচ্ছা করে না।
০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৫৩
হাসান মাহবুব বলেছেন: ওকে। টেক ইয়োর টাইম!
৪| ০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৫১
েভােরর স্বপ্ন বলেছেন: আমি ১ম প্লাস দিলাম
০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস। কেমন লাগলো জানাবি কিন্তু।
৫| ০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৫৬
ফারা তন্বী বলেছেন: লগ ইন হতে চাইনি , ভাবছিলাম সকালে কমেন্ট দিব। কিনতু এমন লেখা পড়ে সাথে সাথে কমেন্ট না দিলে আনজাস্ট হয়ে যায়। মনে হচ্ছে বহুদিন পর সত্যি সত্যি কিছু একটা পড়লাম!
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:০১
হাসান মাহবুব বলেছেন: লেখাটার শুরু থেকেই তুমি ছিলা। তাই তোমার কমেন্টের জন্যে অপেক্ষা ছিলো।
শুভসকাল। ভালো কাটুক সারাদিন!
৬| ০৩ রা জুন, ২০১২ সকাল ৭:১০
ফারিয়া বলেছেন: লাইফ ইস আ ডিসিশন, পিপল মেকস ইট দেয়ার ওউন।
দ্যা ওয়ে টু সি, নাইস!
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:১৯
হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু মানুষ থাকে ঘোরগ্রস্থ। আমি নিজেও হয়তো তেমন! পড়ার জন্যে অনেক ধন্যবাদ ফারিয়া।
৭| ০৩ রা জুন, ২০১২ সকাল ৭:১১
কালীদাস বলেছেন: আরেকবার পড়তে হবে কমেন্ট করার আগে
গুডমর্নিং
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:২০
হাসান মাহবুব বলেছেন: গুডমর্নিং ব্রো!
৮| ০৩ রা জুন, ২০১২ সকাল ৭:১৯
সামী ..... বলেছেন: ভালো লাগলো লিখাটা। +++
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:২১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সামী। স্বাগতম আমার ব্লগে।
৯| ০৩ রা জুন, ২০১২ সকাল ৭:৩৭
েসাহাগ২৫কগগ বলেছেন: দারুন ভাল লাগলো।++++
সব কিছুই আছে যা।আবার ও ধন্যবাদ।
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:৪৯
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সোহাগ।
শুভসকাল।
১০| ০৩ রা জুন, ২০১২ সকাল ৭:৫২
এস এ মেহেদী বলেছেন: আপনার লেখা সবসময়ই ভালো লাগে তবে লগইন থাকা হয় না বলে মন্তব্য করা হয় না।
শুভ কামনা আপনার জন্য।
০৩ রা জুন, ২০১২ সকাল ৭:৫৬
হাসান মাহবুব বলেছেন: আমার লেখা নিয়মিত পড়ে থাকেন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।
১১| ০৩ রা জুন, ২০১২ সকাল ৮:১৯
অন্তি বলেছেন: মন্তব্য করার সময় এটা ভাবতে ভাল লাগছে যে গল্পটা আমি বুঝতে পারছি। আর কোন লেখা বুঝে তারপর মন্তব্য করতে পারার মজাটাই আলাদা।
তবে গল্পটা পড়তে গিয়ে বারবার আমার হুমায়ন আহমেদের ক্যান্সারে আক্রান্ত মুখটা মনে পরে যাচ্ছিল।
খুব সুন্দর করে যন্ত্রনাগুলো ফুটে উঠেছে।
০৩ রা জুন, ২০১২ সকাল ৮:৩২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্তি।
আপনার জন্যে একটা গান
এই গানটা গল্পটি লেখার পেছনে ইন্সপারেশন হিসেবে কাজ করেছে।
১২| ০৩ রা জুন, ২০১২ সকাল ৯:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকালে লগ ইন করেই ,,,,,,,,,,,,,,,,,হাসান ভাইএর লেখা,,,,,,,,,,,ওহ্ !!!! এক ভাল লাগা লেখাটা পরেই,,,,,,,,,,,,,,,,,,,
''আমি কখনও সুঘ্রাণক্রেতা। কখনও আয়নামহলের রাজকন্যা, কখনও বাঁদী! কখনও আশান্বিত। কখনও ধর্ষিত। কখনও বিজয়ী।
আসলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাবো নাকি জীবনকে ভালোবাসবো, সুস্থ হব নাকি সুন্দর হব এইসব প্রশ্নে দ্বিধাগ্রস্থ। অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
কেউ কেউ থাকে এরকম...''
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:০৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন!
১৩| ০৩ রা জুন, ২০১২ সকাল ৯:১৬
মাইক্রোসফট বলেছেন: এত সুন্দর লিখেন কিভাবে?
আমিতো পারিনা
আমিও কিন্তু সুন্দর হতে চাই
রুপে এবং গুণে
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:০৫
হাসান মাহবুব বলেছেন: আপনার আশা পূর্ণ হবে নিশ্চয়ই।
শুভকামনা।
১৪| ০৩ রা জুন, ২০১২ সকাল ৯:১৬
আমি তানভীর বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়ার সুযোগ পাইছি। ৯ নাম্বার পিলাচ
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস তানভীর!
১৫| ০৩ রা জুন, ২০১২ সকাল ৯:২২
দুই দুয়ারী বলেছেন: যাক, অবশেষে ভাবি কম্পুটারে বসতে দিল...
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:০৭
হাসান মাহবুব বলেছেন: কী কন! আমিই তো বেশিরভাগ সময় বইসা থাকি
১৬| ০৩ রা জুন, ২০১২ সকাল ৯:৪২
গাজী খায়রুল হাসান বলেছেন: আপনার লেখা পরলেই মনে হয় কোনো বিদেশি বইয়ের বাংলা অনুবাদ পরছি কিংবা বলতে পারেন বাংলা ভাষায় বিদেশি কোনো লেখকের বই পরছি।
আপনি যে অন্য় জাতের লেখক তা নতুন করে বলার অপেখ্খা রাখে না।
ভালো থাকবেন।
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:০৮
হাসান মাহবুব বলেছেন: অনুবাদ প্রভাবের কথাটা আগেও কয়েকজন বলেছে। হ্যাঁ, কিছু কিছু লেখায় এরকম লাগতে পারে।
অনেক ধন্যবাদ পড়ার জন্যে।
১৭| ০৩ রা জুন, ২০১২ সকাল ১০:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: গল্প ছিল বরাবরের মত! তবে ডায়লগের বাক্যেরা ছোট হবার জন্য চট করে ভেতরে ঢুকছিলো। ভাল লাগা।
আচ্ছা লেবুপাতার ঘ্রানের সাথে কর্কট জীবনের সম্পর্ক? ঘ্রানের সাথে জীবনের কি সম্পর্ক বলেন?
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:১১
হাসান মাহবুব বলেছেন: লেবুপাতা। কিরকম কোমল একটা জিনিস না? তার গন্ধ বুকভরে নেয়া যায়। লেবুপাতা এখানে শাশ্বত জীবনের প্রতীক, যেখানে ভালোবাসা, স্নেহ, মমতারা হাত ধরাধরি করে থাকে।
পড়ার জন্যে ধন্যবাদ মাফ্লো!
১৮| ০৩ রা জুন, ২০১২ সকাল ১০:৫৭
ব্রতচারী মেয়ে বলেছেন:
"সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল,
এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল"
গল্পটা পড়ে কেমন যেন ভয় ভয় লাগছে।
পৃথিবীর সব সৌন্দর্যই কেন ফিকে হয়ে আসে, কেন মরে যায়...সব কিছু কেন ভেঙ্গে পড়ে?
লেখনী সুন্দর!
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:১১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ব্রতচারী মেয়ে। আমার ব্লগে স্বাগতম আপনাকে।
তয় ভয় পাইলেন কেন বুঝলাম না!
১৯| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
ঘুম ভেংগেই লগ ইন হতে হলো।
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:১২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস দূর্জয়।
শুভসকাল।
২০| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২২
সায়েম মুন বলেছেন:
আসলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাবো নাকি জীবনকে ভালোবাসবো, সুস্থ হব নাকি সুন্দর হব এইসব প্রশ্নে দ্বিধাগ্রস্থ। অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
---একজন মৃত্যুপথযাত্রীর ভাবনাগুলো এরকম এলোমেলো হওয়ার কথা। আমরা যখন প্রচন্ড রকমের অসুস্থ হই আমাদেরও এরকম হয়। ভাল লাগলো গল্পটা।
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: একেতো মৃত্যুপথযাত্রী, তার ওপর ঘোরগ্রস্থ মানুষ। এলোমেলো না হয়া উপায় কী!
থ্যাংকস!
২১| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২৩
ফয়সাল হুদা বলেছেন: নেশাতুর কল্পনার কর্কট জীবনে লেবুপাতার ঘ্রাণ নেওয়ার চেস্টা !!!
অসম্ভব ভাল লাগা ।
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল হুদা।
ভালো থাকবেন।
২২| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২৮
সরলতা বলেছেন: অসাধারণ!
"আমাকে সবাই দেখছে যেমন আমি কি আসলে তাই?
আমি তো আমার মুখোমুখি হতে দারুণ লজ্জা পাই!" সায়ানের আরেকটা গান। আমার খুব প্রিয়!
জীবনটা অনেক সুন্দর! আমার কাছে লেবুপাতা।
কারো কারো কাছে অবশ্য কর্কট!
স্কুল জীবনের এক বন্ধুর কথা মনে পড়ল। আমাদের সাথেই পড়ত। ম্যাট্রিকের পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আমরা পাশাপাশি বাসায় থাকতাম। হাই সোসাইটির জীবনে অভ্যস্ত বন্ধুটি মেতে থাকত পার্টি আর ছেলেবন্ধুদের নিয়ে। আমরা ভ্রু কুঁচকাতাম ওর চালচালন দেখে। ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে সে একদিন আমাদের বাসায় আসল। আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। বলেছিল, তার এই অসহ্য জীবন থেকে সে বের হয়ে আসতে পারছেনা। চেষ্টা করছে, তবুও পারেনা! কি সান্তনা দিব বুঝিনি সেদিন। কিন্তু এটুকু বুঝেছিলাম, প্রত্যেকটা মানুষ-ই জোবনের কোন একটা পর্যায়ে লেবুপাতার ঘ্রাণ খুঁজে, কর্কট জীবন না!"
ভাল থাকবেন হামা ভাই! আজ সাহস করে কমেন্ট করেই ফেললাম। গল্পটা পড়ে কেন জানি খুব শান্তি লাগছে।
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৩২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সরলতা! আচ্ছা আমার এখানে কমেন্ট করতে এত দ্বিধা কেন! যা মনে আসে বলবেন। যা ফিল করবেন বলবেন।
আপনার উদাহরণটার সাথে উপসংহার "প্রত্যেকটা মানুষ-ই জীবনের কোন একটা পর্যায়ে লেবুপাতার ঘ্রাণ খুঁজে, কর্কট জীবন না!" খুব যুৎসই হয়েছে।
ভালো লাগলো আপনার পাঠ। গল্প পড়ে শান্তি লাগছে জেনে খুশি হলাম।
শুভশান্তিদুপুর!
২৩| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৩০
নাফিজ মুনতাসির বলেছেন: ভয় পাইলাম............গল্প আস্তে আস্তে যে চূড়ান্ত পরিণতির দিকে ইংগিত করছিলো সেটাকে আসলেই খুব ভয় পাই.......এই ব্যাপারটি নিয়ে অনেক কম ভাবতে চাই
গানটা শুনি নাই............শুনে দেখি কেমন লাগে..........
দারুণ গল্পে++++++++++++
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৩৫
হাসান মাহবুব বলেছেন: গল্পের মেয়েটারে আমার খুব ভালো লাগসে। মমতা দিয়ে তৈরি কর্সি।
গানটা শুইনা দেখেন। এটা গাইতে গেলে আমি এত আবেগী হয়ে যাই, যে আদ্রতায় গলা বুজে আসে। সোজা বাংলায় কান্দন আহে!
২৪| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৪৮
সহ্চর বলেছেন:
আসলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাবো নাকি জীবনকে ভালোবাসবো, সুস্থ হব নাকি সুন্দর হব এইসব প্রশ্নে দ্বিধাগ্রস্থ। অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
ঘোরের ঘেরাটোপে আমরা প্রায়ই থাকি।অসুস্থ হওয়া লাগেনা এর জন্য।কখন যে এ অবস্থায় চলে যাই নিজেই জানি না
গল্পে +
০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৫৮
হাসান মাহবুব বলেছেন: আমাদেরটা হৈলো সাময়িক। কিন্তু কেউ কেউ বাই বর্ন ঘোরগ্রস্থ থাকে। জীবনকে খুব সহজেই তুচ্ছ করতে পারে!
থ্যাংকস সহচর!
২৫| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫১
ব্রেথ অব ফেট বলেছেন: ঘোরে রইলাম! প্লাস!
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
২৬| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৩
ব্রেথ অব ফেট বলেছেন: বাই দ্যা ওয়ে.. আজকের ছবিটাও কি দালির?!
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: সম্ভবত। স্টাইলটা দেখে তাই তো মনে হচ্ছে।
২৭| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৪
রাতুল_শাহ বলেছেন: সারাদিন কানে হেডফোন লাগিয়ে রাখলেও পচ্ছন্দের গানগুলো ছাড়া নতুন কোন গান শুনা হয় না।
শায়ানের গান শুনিনি। একটু লিংক দিতে পারবেন?
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: Click This Link
২৮| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৫
নস্টালজিক বলেছেন: অনেক কসরৎ করে তবেই খোলা যায়। আমার ঘরের দরজাটাও অদ্ভুত আচরণ করছে। যেন নিজের ইচ্ছেমত চলে! কখনও খিল এঁটে বসে থাকে, প্রিয় আগন্তুক চাইলেও আসতে পারে না। কখনও হাট করে খোলা থাকে, স্মৃতির কঙ্কাল আর কদর্যতার খোলসদেহ হুড়মুড়িয়ে ঢুকে পড়ে।
দ্বন্দের ঘেরাটোপে শব্দ সহজ সুন্দর হইসে।ভালো লাগছিলো পড়তে। পড়া শেষ করেও ভালো লাগলো!
-ভুল তো কিছু বলে নি! লুক এ্যাট হার। আইন্ট শি গ্ল্যামারাস?
-আমাদের কাছে তো অবশ্যই! খিক খিক খিক। তবে বাকিদের ব্যাপার বলতে পারবো না।
লেখার টোনের সাথে খিক খিক যায়না, আমার কাছে তাই মনে হলো!
সুপার্ব!
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০৩
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! লেখার ঐ অংশটা একটু র আর শয়তানি ক্যারেকটার দ্বারা পূর্ণ ছিলো। আমার কাছে খিক খিক হাসিটাকে পারফেক্ট শয়তানি হাসি মনে হৈসে তাই দিসি।
২৯| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৭
নস্টালজিক বলেছেন: বাই দ্য ওয়ে, গল্পের নামটা চমৎকার!
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: অবশেষে আমার কোন গল্পের নাম তোমার পছন্দ হৈলো!
৩০| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০৫
মুনসী১৬১২ বলেছেন: ডাস্টবিন সকাল ঘর্মাক্ত দুপুর ক্লান্ত জ্যাম বিকেল লোডশেডিং সন্ধ্যা তবুও মন জোনাক খোঁজে ইটের ঝোপে....
সবাই লেবু পাতা খোঁজে
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর বলেছেন। ভালো লাগলো।
শুভদুপুর!
৩১| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১:৩০
বাদ দেন বলেছেন:
Requiem for a Dream মুভিটার কথা মনে পইড়া গেল,
গল্প দারুন স্পীডি হইছি ++++++++++++++++
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! তোমার সমালোচনা কাজে লাগসে।
৩২| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১:৩২
এম চৌধুরী বলেছেন: "লেবুপাতার ঘ্রাণ অথবা কর্কট জীবন"
সিমস গ্রেইট!
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: থেংকু!
৩৩| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৩৫
মিটুলঅনুসন্ধানি বলেছেন: মনের কথা লিখে দিলেন...
০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: মনের কথাগুলো এভাবে মিলে গেলো, বাহ!
৩৪| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:৪৫
হিবিজিবি বলেছেন: ঘোরের মধ্যে পড়ে গেলাম......সুন্দর না সুস্থ, কোনটা!! ঘোর কাটুক......
গল্পের নামটা বুঝতে এইবার আর ঘোরের মধ্যে পড়তে হয়নি
০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:৫১
হাসান মাহবুব বলেছেন: ঘোর কাটবে... না থাকবে... আমি নিজেও কনফিউজড!
শুভবিকাল!
৩৫| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:৪৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সায়ান কিডা? :-&
Trainspotting মুভিটার কথা মনে পড়লো! এমন অবস্থায় আত্মহত্যাই সুন্দর!
০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: সায়ান রে চেনো না! Click This Link
আত্মহত্যা খুব গ্ল্যামারাস হয়ে ওঠে কখনও কখনও।
৩৬| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৫:৫৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কেমন জানি হতাশা আর হাহাকার জাগানিয়া গল্প ।
+
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৩
হাসান মাহবুব বলেছেন: হতাশা আর হাহাকারের মধ্যেও অনেকে আনন্দ খুঁজে পায়!
শুভসন্ধ্যা!
৩৭| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৮
চতুষ্কোণ বলেছেন: মার্ক কৈরা গেলাম
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:২০
হাসান মাহবুব বলেছেন: ওকে। কথা হবে।
৩৮| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১১
আইআইচকিবরিয়া বলেছেন: আপনার লেখার সুনাম অনেক শুনেছি। খুব একটা পরার সৌভাগ্য হয়ে ওঠেনি। আজ খুব একটা সময় এখন হাতে নেই প্রিয়তে রেখে দিলাম, পরে পড়ব বলে।
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কিবরিয়া। আশা করি আপনার প্রত্যাশা পূরণ হবে।
৩৯| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৩
শায়মা বলেছেন: সবাই সুন্দর থাকুক! ভালো থাকুক!
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দরের সংজ্ঞা, ভালো থাকার সংজ্ঞা আপেক্ষিক কিছু ক্ষেত্রে। কেউ কেউ বিনাশের মধ্যেই আনন্দ এবং সৌন্দর্য খুঁজে পায়!
৪০| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
শহিদুল ইসলাম বলেছেন: লেবুপাতার সুঘ্রাণ ময় জীবন আর ভালো লাগে না ,
তারচেয়ে বরং হয়ে পৃথিবী বিখ্যাত কোন কোকেন সম্রাট অথবা
ইয়াবার ঝুলি গলায় বেঁধে রাত্রি বেলা ঘুরবো কোন বেশ্যার খোঁজে
কিছু মানব থাকে যারা জীবনটাকে কঠিন ভাবে দেখে না , ভেসে যাও অথবা ভাসিয়ে দাও আমাকে , এই নীতিতে বিশ্বাস করে ।
কিন্ত ভেসে যাওয়াই কি জীবনের সার্থকতা ? জানি না ......
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
হাসান মাহবুব বলেছেন: আরে...আপনাকেই তো খুঁজছে এই গল্প! জলদি একটা চরিত্র হয়ে যান
৪১| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
শহিদুল ইসলাম বলেছেন: ও আচ্ছা , গল্প নিয়ে কিছু বলা হলো না !
ভালো না বলে বলি সুন্দর হয়েছে । কিন্ত ভালো অথবা সুন্দরের পার্থক্য কী ? জানি না । হয়তো দুইটাই এক , অথবা আলাদা ।
দ্বিধা চিরকাল থেকে যাবে মানুষের হৃদয়ে , জয় দ্বিধার
০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো অথবা সুন্দর সমার্থক অথবা বিপরীতার্থক দু'ই হতে পারে। হাহা!
শুভসন্ধ্যা!
৪২| ০৩ রা জুন, ২০১২ রাত ৮:০৮
ব্রেথ অব ফেট বলেছেন: হা হা! লাঠি দিয়ে ধরে রাখা... সেজন্যই মনে হয়েছে!
০৩ রা জুন, ২০১২ রাত ৮:১৪
হাসান মাহবুব বলেছেন: হু, তাই হবে।
৪৩| ০৩ রা জুন, ২০১২ রাত ৯:৪৮
কালীদাস বলেছেন: পড়লাম আবার। গল্পটা খুব ফ্রাস্টেশনের মনে হচ্ছে কেন জানি এখন
সায়ানের গান খুব কম লোকেই শুনে!! কারণ কি, জানেন?
০৩ রা জুন, ২০১২ রাত ১০:০২
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তবে ফ্রাস্টেশনের সর্বোচ্চ শিখরে উঠে মেয়েটা হয়তো জীবনকে অন্য দৃষ্টিতে দেখতে শিখেছিলো। যেখানে বিনাশের আনন্দ বিরাজমান।
সায়ান আমার খুবই প্রিয় শিল্পী। ওর গানের প্রসার কম, কারণ প্রচার কম। সে কমার্শিয়াল না। আত্মার তৃপ্তির জন্যে গান করে। সাদাচোখে এইটাই মনে হয়।
৪৪| ০৩ রা জুন, ২০১২ রাত ১০:৫২
ইমরাজ কবির মুন বলেছেন: ভয়ংকর m/ ভাইয়া|
০৪ ঠা জুন, ২০১২ রাত ২:২০
হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি মুন!
৪৫| ০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৮
সোমহেপি বলেছেন: আমি আপাতত খুশী যে অনেক সসাধনার পর ব্লগে ঢুকতে পারছি।
০৪ ঠা জুন, ২০১২ রাত ২:২৩
হাসান মাহবুব বলেছেন: বলসিলাম না নো টেনশন! এরকম হয় মাঝেমধ্যে। তবে ব্যাপারটা বিরক্তিকর।
৪৬| ০৩ রা জুন, ২০১২ রাত ১১:১১
টুকিঝা বলেছেন: অনেক অনেক দিন পর হামানিজমে পেলো আমাকে! অনেক অনেক দিন পর মনে হল আপনারই লেখা পড়লাম!
ত্রিশ তম ভাল লাগা, এবং অবশ্যই প্রিয়তে।
০৪ ঠা জুন, ২০১২ রাত ২:২৪
হাসান মাহবুব বলেছেন: আমার ঘোরগ্রস্থতা টুকির মাঝেও সঞ্চালিত হয়েছে জেনে খুব ভালো লাগলো।
শুভরাত টুকি!
৪৭| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৪০
সমানুপাতিক বলেছেন: narcissism...
ভাল লাগলো।
০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সমানুপাতিক। স্বাগতম আমার ব্লগে।
৪৮| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৪৮
রবিন মিলফোর্ড বলেছেন: প্রিয়তে রাখলাম আপাতত । কালকে আবার পড়ব ।
ভাল লাগল হামা ভাই ।
+++++++
০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৫২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রবিন।
শুভরাত্রি।
৪৯| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:০১
ধীমান অনাদি বলেছেন: সুন্দর। আবার ফর্মে
০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।
৫০| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৪২
নোমান নমি বলেছেন: ঠিক সময়টা এমন। এই মহুর্তে আমি বোধহয় সামান্যই আপনার গল্প। আসলে কনফিউশন।
আরেকটা ঘোর দিলেন।
০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: আমি এই গল্পটা লেখার আগে কয়েকদিন ঘোরের মাঝে ছিলাম। লেখার পরেও যে ঘোরমুক্তি ঘটসে তা না। একটা ফ্রেশ ঘুম দরকার। দুই রাত ঘুমাই না
৫১| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৬:৪৪
নিমা বলেছেন: ভয়ংকর অনুভূতি
এতোটা গভীরে কি করে যাওয়া সম্ভব...........
০৪ ঠা জুন, ২০১২ সকাল ৭:০০
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ নিমান্টি! সম্ভব
৫২| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ২:৪৭
আরমিন বলেছেন: অন্তি বলেছেন: গল্পটা পড়তে গিয়ে বারবার আমার হুমায়ন আহমেদের ক্যান্সারে আক্রান্ত মুখটা মনে পরে যাচ্ছিল।
আমারও একই অবস্থা!
এবার কিন্তু আমি গল্পটা অনুভব করতে পেরেছি!
৩৭তম ভালোলাগা!
০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন। শুভকামনা আপনার জন্যে।
৫৩| ০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন: ঘোরময় সুন্দর!! ৩৮তম ভালোলাগা।
০৪ ঠা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
শুভসন্ধ্যা।
৫৪| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:১৫
ভিয়েনাস বলেছেন: ঘোরগ্রস্ত আর অসুস্থ মানুষ সবসময় সুন্দর কে হাতরে বেড়ায়। নিজের অভিগগতায় জেনেছি মানুষ যখন খুব অসুস্থতায় মৃত্যুর দারে দাঁড়িয়ে থাকে তখন চোখ বন্ধ করে শুধু সুন্দরকেই খোঁজে।
আমার নিজেরো হাতের মধ্যে লেবুপাতা রাখতে অনেক ভালো লাগে।
গল্পে +
০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:০৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগাগুলো বেঁচে থাকুক।
তবে সুন্দর বলতে এই মেয়েটা হয়তো অন্যকোন অনুভূতি বোঝে।
শুভেচ্ছা ভিয়েনাস।
৫৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:১৯
আহমেদ চঞ্চল বলেছেন: জটিল হইছে, ভাইজান।।।।।।।।।
০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:০৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আহমেদ চঞ্চল।
৫৬| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:৩৪
ধুর!! বলেছেন: অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
কেউ কেউ থাকে এরকম...
কেউ কেউ নাকি সবাই!!!
ভালো লেগেছে গল্পটা।
০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:১০
হাসান মাহবুব বলেছেন: ঘোরের ঘেরাটোপে কি সবাই বন্দী থাকে? যারা থাকে তাদের স্বাভাবিক পৃথিবী, জীবন, ভালো থাকা মন্দ থাকা সবকিছুই অন্যরকম। কম মানুষই থাকে এমন।
৫৭| ০৫ ই জুন, ২০১২ সকাল ৯:২২
মিনাক্ষী বলেছেন: আপনার লেখাগুলো জটিল জটিল মনে হয় আমার কাছে। সবাই এতো সহজে বুঝে যায়, আমি কেন বুঝিনা? জটিল হলেও পড়ে ভালো লাগলো
০৫ ই জুন, ২০১২ সকাল ৯:২৬
হাসান মাহবুব বলেছেন: পড়তে ভালো লাগাটাই বড় কথা! ভালো লেগেছে জেনে আনন্দিত। ভালো থাকবেন।
৫৮| ০৫ ই জুন, ২০১২ সকাল ১০:৩৯
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
হা হা "সমুদ্র কন্যা'" আপু আপনাকে বকা দেয় না --- এইভাবে লিখেন?
এই গানটা টা শুনে দেখতে পারেন--- কিছুটা আপনার গল্পের সাথে যায় কিনা ।
http://www.youtube.com/watch?v=k3M-gnA6qA0
অবশ্য আপনার গল্প গুলো আমি পুরোপুরি ধরতে পারিনা ঠিক মতো ।
০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:১২
হাসান মাহবুব বলেছেন: হাহা! বকা দিবে কেন? সে তো আমাকে শুরু থেকেই এভাবে দেখে এসেছে।
গানটা দেখলাম। কিছুটা মিল খুঁজে নেয়া যায় বটে!
গল্প নিয়ে আলোচনা করতে চাইলে স্বাগতম সবসময়।
শুভসন্ধ্যা।
৫৯| ০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:০৬
~মাইনাচ~ বলেছেন: একটা চেয়ার দেন, সাথে চনা মুড়ি দিতে বলেন ভাবিকে। :!> মেলা ঝামেলায় আছি, একটু আরাম করে বসে খেতে খেতেই পড়ি
০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৮
হাসান মাহবুব বলেছেন: সাথে টমেটোকুচি থাকবে না? এই জিনিসটা আমি ব্যাফুক ভালা পাই।
৬০| ০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৪২
মাসুদুল হক বলেছেন: কর্কট জীবন, লেবুপাতার ঘ্রান ম্লান হয়ে আসে রোজ
+
০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর বলেছেন।
শুভসন্ধ্যা!
৬১| ০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০১
ধুর!! বলেছেন: আমি ঐ অর্থে বলি নাই। আপনি ঘোরগ্রস্ততা সৃষ্টির জন্য একটা মুহুর্ত সৃষ্টি করেছেন। আমি বলতে চেয়েছি প্রতিটা মানুষেরি কিছু সময় আসে যখন তারা ঘোরগ্রস্ত হয়। তবে আপনার গল্পে সৃষ্ট মেইন চরিত্র সবসময়েই ঘোরগ্রস্ত(প্রথমে খেয়াল করিনি, প্রশ্নের উত্তর দিতে যেয়ে বুঝতে পার্লাম), এরকম মানুষ আসলেই কেউ কেউ। সবাই না।
০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৫
হাসান মাহবুব বলেছেন: আমি তোমার কথা বুঝছিলাম, তাই দ্বিমতপূর্ণ রিপ্লাই, এবং তোমার পুনঃপাঠ, নতুন বোধ।
ঘোরের জয় হোক!
৬২| ০৫ ই জুন, ২০১২ রাত ১০:১৯
রাহি বলেছেন: ভাল লাগা রইল।
০৫ ই জুন, ২০১২ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাহি।
৬৩| ০৬ ই জুন, ২০১২ সকাল ১০:৫২
ফয়সাল রকি বলেছেন: আপাতত প্রিয়তে... +++
০৬ ই জুন, ২০১২ সকাল ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: আপাতত মানে কি, না পড়েই?
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্যে।
৬৪| ০৬ ই জুন, ২০১২ সকাল ১১:২২
ফয়সাল রকি বলেছেন: না না ব্যাপারটা তা নয়... আপনার লেখা প্রায়ই আমার মাথার উপর দিয়ে যায় কাজেই ...
০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩২
হাসান মাহবুব বলেছেন: লেখা নিয়ে যেকোনরকম আলোচনায় স্বাগতম। আপনি যেহেতু প্লাস দিয়েছেন এবং প্রিয়তে নিয়েছেন, আপনারও কিছু বলার আছে। বিন্দুমাত্র কুন্ঠাবোধ না করে বলে ফেলুন।
৬৫| ০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৩৪
আরিফ রুবেল বলেছেন: হাছা কইলাম, কিচ্ছু বুঝি নাই
০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনি ছহি পাঠক না!
৬৬| ০৬ ই জুন, ২০১২ দুপুর ২:১৮
দূর্যোধন বলেছেন: আপনি সেক্স পিস্তল নিয়া ফ্যাসিনেশানে আছেন তা বুঝতে পারতাছি।ওয়েল।ফ্যাসিনেশান।
লেবুপাতাটার গন্ধ রিফ্রেশিং সবসময়ই,এছাড়া কর্কটরোগের চিকিৎসায় যেই রোগী বমি করে সারাদিন-তার বিবমিষা ভাব কাটাইতে এই ফ্লেভারট কাজে লাগে।আপনি কি খালি রিফ্রেশিং চিন্তা কইরাই লেবুপাতারে টানছেন,নাকি আমি যেটা বললাম সেটাও?
একবারই পইড়া মন্তব্য করতাছি,ভুল হইতে পারে।কোকেন টোকেন খাইতো বইলা ক্যান্সার হইছে-এই চিন্তা কি তার মাথায় কেউ ঢুকানের চেষ্টা করতাছে নাকি?
প্লাস!
০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৮
হাসান মাহবুব বলেছেন: কোকেইন- নো আইডিয়া
সেক্স পিস্তল- ইয়াহ ফ্যাসিনেটেডেড ইয়াহ!
লেবুপাতা- জাস্ট রূপক অর্থে নেয়া। গল্পের প্রাঞ্জলতার স্বার্থে! কোকেইন খাইলে ক্যান্সার হয় কী না আমি হারাম জানি না! তয় রেকলেস কারো কিছু এই ধরণের জীবনযাপন করার পরেও প্রাণশক্তির কিছু অবশিষ্ট থাকে কী না তাই দেখতে চাইসি!
৬৭| ০৬ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৬
রিমঝিম বর্ষা বলেছেন:
দুইদিন ধইরা এই গল্প নিয়া ঘুরতেছি। এখনও পড়তে পারলামনা।
আজকে জানলাম পোলাপাইনরে কিনা এতদিন ভাইয়া ভাইয়া করতেছি। আপসুস।
০৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৯
হাসান মাহবুব বলেছেন: তাহলে নতুন সম্বোধনে আখ্যায়িত করুন। নো প্রোবলেমো!
৬৮| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
জুন বলেছেন: কর্কট রোগ নামটা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। আমার মা এ রোগে অনেক কষ্ট পেয়ে মারা গেছেন।
গল্পটা মর্মস্পর্শী হাসান।
+
০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং সমবেদনা।
৬৯| ০৬ ই জুন, ২০১২ রাত ৮:২৩
আহমাদ জাদীদ বলেছেন: আপনার পোস্ট পড়ার আগে একটু মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হয়, তাই একটু দেরি হয়ে যায়......
ভালোলাগা জানিয়ে গেলাম......
০৬ ই জুন, ২০১২ রাত ১০:৫৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জাদীদ!
৭০| ০৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৮
সোমহেপি বলেছেন: খিক খিক আসলে হাহাহা'র বদলে হইছে।এফবির চেটের ঢঙে।তবে যা ই বলেন এটা আমার কাছেও গ্রহণযোগ্য মনে হচ্ছে না।কি জানি আমি আবার একটু কনজার্বের্টিব ।
কোমল জীবনের আহবান ।
০৬ ই জুন, ২০১২ রাত ১০:৫৯
হাসান মাহবুব বলেছেন: খিক খিক, বা হাহাহা সেটা কোন বড় ব্যাপার না এই গল্পের ক্ষেত্রে। তবে আরো আপত্তি আসলে ভাইবা দেখুম!
কোমল জীবনের আহবান সবার কাছেই আসে। কেউ কেউ তা অবলীলায় ছুড়ে ফেলতে পারে।
৭১| ০৭ ই জুন, ২০১২ সকাল ১১:২০
রিমঝিম বর্ষা বলেছেন:
বাই বর্ন ঘোরগ্রস্থ...
লেবুপাতা পেলেই নাকের কাছে নিয়ে বড় করে শ্বাস টেনে নিই; যেন শুদ্ধ করে দেবে আমার পাকস্থলি, রেচনতন্ত্র.... আমার জীবন!
০৭ ই জুন, ২০১২ বিকাল ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: আমার এই মুহূর্তে খুব দরকার কিছু লেবুপাতা...
৭২| ০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
চিন্তা ভাবনা করে শেয়াল বলেছেন: ++++++++++++++++++++++++++++++
০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৭৩| ০৮ ই জুন, ২০১২ সকাল ১১:৫৩
বৃষ্টিধারা বলেছেন: এত কমেন্ট দিয়া করেন কি ?
০৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: রিপ্লাই দেই।
৭৪| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৩
মাহমুদা সোনিয়া বলেছেন: দেরী করে ফেললাম দেখি। সবাই তো সব কিছু বলে ফেলল!!
সিম্পলি গুড, হামা ডিয়ার।
০৯ ই জুন, ২০১২ রাত ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকু সোনিয়া! দেরীতে হলেও তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
৭৫| ০৮ ই জুন, ২০১২ রাত ১০:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: পড়তে পড়তে প্যারানয়েড হয়ে গেলাম!
আপাতত শোকেচে রাখছি, আবারো পড়বো।
+++++
০৯ ই জুন, ২০১২ রাত ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! অনেকদিন পর আমার ব্লগে এলেন। নিয়মিত হলে ভালো লাগবে।
শুভরাত্রি।
৭৬| ০৮ ই জুন, ২০১২ রাত ১১:৩৯
নাজনীন১ বলেছেন: আমি ভাবি ভার্চুয়াল জীবনে একজন আরেকজনকে কিভাবে যে এতো দেখে! সবই শব্দের খেলা! কারা যে ঘোরগ্রস্থ এটা নিয়েও মাঝে মাঝে টেনশানে পড়ে যাই!
০৯ ই জুন, ২০১২ রাত ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: এত টেনশন করার কী দরকার! ঘোরগ্রস্থরা থাকুক নিজেদের জগতে নিজেদের মত করে!
আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে গল্পের প্রাসঙ্গিকতা খুঁজে পেলাম না।
আপনি তো সাধারণত আমার লেখা পড়েন না। আজকে পরলেন, ভালো লাগলো।
ভালো থাকবেন।
৭৭| ০৯ ই জুন, ২০১২ সকাল ১১:৪৭
সালমাহ্যাপী বলেছেন: ভাইয়া আপনার গল্প পড়তে পড়তে একদিম গল্পের ভেতরে চলে গিয়েছিলাম।কেমন একটা অনুভূতি হচ্ছিল সত্যি সত্যি।
অনেক ভালো লাগা।
ওহ আরেক টা কথা এই প্রথম আপনার কোন লেখা একবার পড়েই মাথায় ঢুকেছে।অন্য লেখাগুলা দু বা তন বার পড়তেই হয়।
আবারো অনেক অনেক ভালো লাগা।আর প্রিয়তে
০৯ ই জুন, ২০১২ সকাল ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সালমা। লেখাটি আপনাকে স্পর্শ করেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকবেন। শুভদুপুর।
৭৮| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:০২
লেজকাটা বান্দর বলেছেন: আপনার লেখা এরকম গুরুপাচ্য কেন? সহজ ভাষায় কি কিছু লেখা যায় না?
আপনার লেখার মাথামুণ্ডু আমি কিছুই বুঝি নাই। কি কাহিনী বলতে চাইসেন তাও না। তবে ভিতরে ভিতরে কিছু অশ্লীল শব্দ ঢুকিয়ে দিয়েছেন সেটা লক্ষ্য করেছি।
আপনার গল্পটা কি নিয়ে সেটা এক কথায় দয়া করে নিচে লিখে দিন। দেখি আপনি যা বুঝাতে চেয়েছেন তার সাথে গল্পের মিল কতটুকু এবং ঐ অশ্লীল শব্দগুলো ব্যবহার করবার আসলেই দরকার ছিল কি না।
০৯ ই জুন, ২০১২ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: "অশ্লীল" শব্দগুলো গল্পের প্রয়োজনেই এসেছে। এক কথায় গল্পের সারমর্ম বলে দেয়া সম্ভব না। ভিতরে ভিতরে অশ্লীল শব্দ ঢুকাইসি এটা যেহেতু খেয়াল কর্সেন আরো কয়েকবার পর্লে অন্যকিছুও উদ্ধার করতে পারবেন আশা করি।
৭৯| ০৯ ই জুন, ২০১২ রাত ৮:০৯
স্বর্ণমৃগ বলেছেন: হামা ভাই, প্রায় ৪মাস হল ব্লগ থেকে দূরে আছি।
বর্তমানে কোডিং শেখা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে! তাই আপাতত ফেবু ছাড়া ব্লগে তেমন আসা হয়না। মাঝে মাঝে ফেবুতে কোন পোস্ট শেয়ার দেখলে মন্তব্য দিতে আসি এই যা!
ভাল থাকবেন।
১০ ই জুন, ২০১২ ভোর ৫:১৩
হাসান মাহবুব বলেছেন: সময়টা কাজে লাগুক। ভবিষ্যতের সুন্দর জীবনের জন্যে রসদ যোগাক।
শুভকামনা রইলো। আপনিও ভালো থাকবেন।
৮০| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:১৯
রেজওয়ান তানিম বলেছেন: আরেকটি হামা স্ট্রোক।
এত কাব্যময় গল্প আর কেউ লেখে কিনা জানি না
প্রিয়তে গেল প্রিয় ভাইয়া।
আমি তো এখন মৃতপ্রায়
আমার সাধনায় লেগেছে জন্মান্তরের ঘুন
তুমি চলতে থাক, তোমার মত!
১০ ই জুন, ২০১২ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তানিম। কবিদের কাছ থেকে কাব্যময়তার প্রশংসা শুনলে সত্যি ভালো লাগে। তোমার লাইন তিনটা অনেক সুন্দর।
শুভদুপুর!
৮১| ১০ ই জুন, ২০১২ বিকাল ৪:০৬
রুথলেস রাস্টস বলেছেন: গড গিফটেড লেখনী, আমরা পারিনা
১০ ই জুন, ২০১২ বিকাল ৫:০৫
হাসান মাহবুব বলেছেন: আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
৮২| ১০ ই জুন, ২০১২ রাত ১০:৪৯
রেজওয়ান তানিম বলেছেন: আমি কিন্তু লাইন তিনটা সত্যটা উদ্দেশ্য করেই লিখেছি ভাইয়া
১১ ই জুন, ২০১২ রাত ২:১৭
হাসান মাহবুব বলেছেন: লাইন তিনটা গল্পের সাথে অনেক প্রাসঙ্গিক। সেজন্য বেশি ভালো লাগসে।
৮৩| ১১ ই জুন, ২০১২ সকাল ৮:৩৯
আবদুর রহমান (রোমাস) বলেছেন: হামা ভাই ৫২তম ভাল লাগা জানালুম.....।
১১ ই জুন, ২০১২ সকাল ৮:৪৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকু রোমাস। শুভসকাল।
৮৪| ১১ ই জুন, ২০১২ দুপুর ১২:১৫
নাসরীন খান বলেছেন: অসাধারণ লেখা।শুভ কামনা অ.....নেক।
১১ ই জুন, ২০১২ দুপুর ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নাসূ।
৮৫| ১১ ই জুন, ২০১২ দুপুর ১:০৬
গোলাপি রাজকন্যা বলেছেন: এলএসডি, কোকেন আর ঘোরগ্রস্ত জীবন।
এলএসডি খাইলে নাকি যীশুকে দেখা যায়!
গল্পের মেয়েটার জন্য অনেক মায়া লাগসে আমার, অনেক
ভীষন মমতা দিয়ে একেছেন।
১১ ই জুন, ২০১২ দুপুর ১:১৩
হাসান মাহবুব বলেছেন: আসলেই মেয়েটার জন্যে অনেক মমতা জমা ছিলো আমার।
শুভদুপুর!
৮৬| ১২ ই জুন, ২০১২ রাত ৩:১৩
টুকুনতারা বলেছেন: অদ্ভুত তো আপনার লেখনী ।
১২ ই জুন, ২০১২ রাত ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ টুকুনতারা। আপনার নিকটা কিউট।
৮৭| ১২ ই জুন, ২০১২ সকাল ১১:৩১
মোঃ কবির হোসেন বলেছেন: জনাব হাসান মাহবুব ভাই আমি নতুন ব্লগার। আমার কাছে মনে হয়-আপনার লেখার গভীরতা অনেক। প্রত্যেকটা চরিত্রের ভেতরের অতি সুক্ষ্ম বেদনা, হতাশা, সুখ আরো কত কি এক আশ্চর্য ভালোলাগা দিয়ে প্রকাশ করেন-অসাধারন। তবে মাঝে মাঝে জটিল শব্দ ব্যবহারের কারনে বুঝতে সময় লাগে। আপনার মঙ্গল কামনা করছি।
১২ ই জুন, ২০১২ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবির হোসেন। আপনার নিবিড় পাঠ ভালো লাগলো। ভালো থাকবেন। স্বাগতম আমার ব্লগে
৮৮| ১২ ই জুন, ২০১২ দুপুর ১২:০৩
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বারুদের গন্ধ খুজতেসি হামা ভাই, লেবু পাতা না। আছে নাকি আপনার কাছে?
১২ ই জুন, ২০১২ দুপুর ১২:২১
হাসান মাহবুব বলেছেন: আছে। প্রকৃতপক্ষে, আমি নিজেই সেটা খুঁজে ফিরছি। পেয়ে যেবো হয়তো কোন একসময়। কিন্তু কখন, তা জানি না। তবে আছে...
৮৯| ১২ ই জুন, ২০১২ দুপুর ১২:০৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বাই দা ওয়ে ভাবি/আপু লেখেন্না ক্যান আর?
উনার দরবারে লেখাবিরতির/ব্লগবিরতির বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ পৌছায়া দিয়েন
১২ ই জুন, ২০১২ দুপুর ১২:২২
হাসান মাহবুব বলেছেন: এই আফসোস তো আমারও, তারও!
৯০| ১২ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৯
রেজোওয়ানা বলেছেন:
আমি ইদানিং কিছুই লিখতে পারছি না, ইভেন সুন্দর করে যে মন্তব্য করবো, তাও না!
+
১২ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৪
হাসান মাহবুব বলেছেন: এরকম সময় আমারও আসে, কী যে অস্থির লাগে তখন!
ব্যাপারনা আপু, কেটে যাবে এ দশা।
শুভবিকাল।
৯১| ১৫ ই জুন, ২০১২ রাত ১২:০৮
আরজু পনি বলেছেন:
রেজো্ওয়ানার সাথে সহমত
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:০৩
হাসান মাহবুব বলেছেন: রিপ্লাইয়েও ঐ!
৯২| ১৫ ই জুন, ২০১২ রাত ১২:১১
আরজু পনি বলেছেন:
আমার কিন্তু সময় ভালোই কাটছে শুধু সামুতে মনোযোগ দিতে পাচ্ছি না
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:০৩
হাসান মাহবুব বলেছেন: এত অল্প সময়ের মধ্যেই বীতশ্রদ্ধ হয়ে গেলেন!
৯৩| ১৭ ই জুন, ২০১২ সকাল ১১:৫৭
~মাইনাচ~ বলেছেন:
"আমি সুন্দর হব সুন্দর হব একটু একটু করে
নেবো এই পৃথিবীর যত সুন্দর দুটো হাত জড় করে"
আমিও
গল্পের সাথে সাথে ১৩৩ এ ঝিমঝিম আপুর কমেন্ট পড়ে মজা পাইলাম
চনাচুর দেয়নাই বইলা লেইট করছি
১৭ ই জুন, ২০১২ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন: আপ্নিও কি নতুন সম্বোধনে ডাকবেন? নো প্রবলেমো!
৯৪| ১৭ ই জুন, ২০১২ দুপুর ১:১৬
শহিদুল ইসলাম বলেছেন: নতুন গল্প কই ?
১৭ ই জুন, ২০১২ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: আমি জানি না
৯৫| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৮
সানিয়া রহমান বলেছেন: আপনার গল্প ভালোলাগলো।
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সানিয়া রহমান।
৯৬| ১৮ ই জুন, ২০১২ রাত ১:০২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো হামা ব্রো ++++++
১৮ ই জুন, ২০১২ সকাল ১০:২৬
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস চয়ন।
৯৭| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৯
সাঈদ০০৭ বলেছেন: ++++
১৮ ই জুন, ২০১২ রাত ৯:২৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হাস্যমুখী সাঈদ!
৯৮| ১৯ শে জুন, ২০১২ দুপুর ২:১৫
©অশনি সংকেত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আজকে থেকে মন্তব্য দিতে পাচ্ছি
১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ব্লগ ভ্রমণ শুভ হোক।
৯৯| ২০ শে জুন, ২০১২ রাত ১২:৪১
আরজু পনি বলেছেন:
সামুর উপর বীতশ্রদ্ধ হইনি। আসলে অনেক কিছুই বুঝতে সমস্যা হচ্ছে
২০ শে জুন, ২০১২ ভোর ৬:৫৯
হাসান মাহবুব বলেছেন: আপনার কথা বুঝতে আমার সমস্যা হচ্ছে
১০০| ২০ শে জুন, ২০১২ দুপুর ২:২৮
অদম্য১২৩৪ বলেছেন: দুর্দান্ত একটি লেখা ।
২০ শে জুন, ২০১২ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অদম্য। স্বাগতম আমার ব্লগে।
১০১| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: একটুখানি লেবুপাতার গন্ধ চাই, সবাই চায় আসলে।
গল্পের মেয়েটার প্রতি আমারো মায়া লাগছে হামা ভাই। এইটার একটা ছেলে ভার্শন বানিয়ে আরেকটা গল্প দাও। সেইখানে মুখ্য থাকবে ঘোর থেকে বেরিয়ে আসার ব্যাপারটা।
মন্তব্য ১৩১ ঃ কোকেইনের সাথে ক্যান্সারের সম্পর্ক নেই। মানে সরাসরি কোন ব্যাপার নাই।
অটঃ আবার নিয়মিত হচ্ছি তোমার গল্পে ভাইয়া।
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: ঘোর থেকে বেরিয়ে এসে এটার পর্ব লেখার পরিকল্পনা আপাতত নাই তন্ময়। মেয়েটা ঘোরের জালে বন্দী হবার পরেও, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর পরেও একটা অন্য পৃথিবীতে বসবাস করুক, তার নিজের মত করে। একই সাথে আমি নিষ্ঠুরতা এবং মায়ার দৃষ্টিতে দেখছি তাকে।
শুভদুপুর ব্রো!
১০২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৯
সকাল রয় বলেছেন:
আলাদা রকমের গল্প যেখানে শুধুই কথা আর কথা সীমিত কাহিনী নিয়ে কথার কথালি
২১ শে জুন, ২০১২ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ সকাল।
১০৩| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৯
উম্মে মারিয়াম বলেছেন: Kothar madhuri gethe gechen eker por ek....
Boraborer motoi oshadharon....
amar last post-ta amar priyo lekhok-ke niyei...
২১ শে জুন, ২০১২ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মারইয়াম।
আপনার শেষ লেখাটা পড়া হয়নি এখনও। প্রিয় লেখকটা কে?
১০৪| ২১ শে জুন, ২০১২ রাত ১১:০৭
আরিশ ময়ুখ বলেছেন: হামা ভাই, একদিন সরকারি কোনো মেডিকেলের এডমিশন নাইট কাটিয়ে দেখবেন? অজস্র গল্প, অজস্র জীবন আমাদের লেখা গল্পের কাছে ক্ষুদ্র হয়ে যায়।
অনেকদিন পর গল্প পড়লাম। কতদিন পর, কতগুলো গল্পের পর। তারচেয়ে বড় কথা, গল্প হামা ভাই এর গল্পের মতো, জীবনের গল্প
২৩ শে জুন, ২০১২ সকাল ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: অনেক জায়গায় যাওয়া বাকি। অনেক কিছু দেখা, অনেক কিছুর অভিজ্ঞতা নেয়া বাকি। লিখতে পারছি না ইদানিং। কোনকিছুই মাথায় আসছে না।
অনেকদিন পর তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো রিশাদ। ভালো থেকো।
১০৫| ২২ শে জুন, ২০১২ রাত ১২:১১
কাউন্সেলর বলেছেন: লেবু পাতার ঘ্রাণে অস্থির জীবনে, অসুখে সেরে যাক সব কষ্ট, গ্লানি । নস্টালজিক হয়ে গেলাম। একটা লেবু গাছ, অন্তত একটাপাতা চাই।
বেশ চলমান গল্প, হামা। অনেক ভালো।
২৩ শে জুন, ২০১২ সকাল ১১:২৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার প্রফাইলের ছবিটার মত।
১০৬| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
নীলঞ্জন বলেছেন: বরাবরের মতোই অসাধারণ ঢঙে লেখা পদ্য স্টাইলে চিঠি লেখা গদ্য। চমৎকার। +++++
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন।
শুভবিকেল।
১০৭| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:২৩
দূর্যোধন বলেছেন: ধুর!
বিকট!
দিন যাচ্ছে কেমন?
২৩ শে জুন, ২০১২ রাত ১০:০১
হাসান মাহবুব বলেছেন: প্রশ্নের মধ্যেই উত্তর আছে
১০৮| ২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৪
আলম িসিিদ্দকী বলেছেন:
হাসান ভাই কেমন আছেন?
অনেকদিন পর আপনার লেখা পড়তে এসে বরাবরের মতো ভালো লাগা নিয়ে ফিরে গেলাম।
ভালো থাকুন সবসময়।
২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:০০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলম ভাই। অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ব্লগে নিয়মিত দেখতে চাই।
শুভবিকেল।
১০৯| ২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:০৪
ডেভিড বলেছেন: লেবু পাতার সাথে কর্কটের সম্পর্ক নেই হয়তো, কিন্তু লেবু পাতা যে তীব্র সিট্রাসের সহযোগী সে হিসেবে কর্কটকে পাশে পেতেই পারে
আমি কখনও সুঘ্রাণক্রেতা। কখনও আয়নামহলের রাজকন্যা, কখনও বাঁদী! কখনও আশান্বিত। কখনও ধর্ষিত। কখনও বিজয়ী। আসলেই ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কেউই সঠিক সিদ্ধান্তে অটল থাকতে পারেনা।
গল্পে ভাললাগা
২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্যেও ভালো লাগা ডেভিড। এমন নিবিড় পাঠ উৎসাহিত করে।
শুভবিকেল।
১১০| ২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:২৫
জল ছাপ বলেছেন: অদ্ভুত ঘোরলাগা একটা লেখা। কিছু বলার জন্য বারবার এসেও বলতে পারি না, ফিরে যাই।
কেউ কেউ থাকে এরকম..............
২৪ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
হাসান মাহবুব বলেছেন: কেউ কেউ থাকুক এরকম...
শুভকামনা জলছাপ।
১১১| ২৫ শে জুন, ২০১২ রাত ১২:১৭
অর্পণ! বলেছেন: শায়ানের গান শুনছিলাম আজকে। আমি সুন্দর হবো...একটু একটু করে...
তখন আপনার পোস্টের কথা মনে পড়লো। ইচ্ছে করেই ব্লগে লগ ইন হয়ে প্রথমেই আসিনি। ভাবছিলাম শেষে এসে বলে যাবো।
আমি সাধারণত ঈমো ছাড়া মন্তব্য দিইনা। কিন্তু আপনার পোস্টগুলোতে ঈমো দিতে কেমন অস্বস্তি লাগে!
আমাদের জন্যে এভাবেই লিখে যান।
২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:০৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অর্পণ। লিখে যাবার চেষ্টা করব।
১১২| ২৫ শে জুন, ২০১২ রাত ৩:৫৪
যাযাবর৮১ বলেছেন: ''আমি কখনও সুঘ্রাণক্রেতা। কখনও আয়নামহলের রাজকন্যা, কখনও বাঁদী! কখনও আশান্বিত। কখনও ধর্ষিত। কখনও বিজয়ী।
আসলে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাবো নাকি জীবনকে ভালোবাসবো, সুস্থ হব নাকি সুন্দর হব এইসব প্রশ্নে দ্বিধাগ্রস্থ। অবশ্য ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
কেউ কেউ থাকে এরকম...''
জটিল হইছে, ভাইজান
২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১৩| ২৫ শে জুন, ২০১২ রাত ১১:০৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: খুব ভাল লিখেছেন ভাই। কমেন্ট না করে পারলাম না!
২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম।
১১৪| ২৬ শে জুন, ২০১২ রাত ১২:২৯
ইসরা০০৭ বলেছেন: অদ্ভুত ঘোরলাগা একটা লেখা পড়লাম হাসান। প্রথমে মনে করেছিলাম লম্বা দেখে চলে যাব বাট পারলাম না।
ভালো থেকো।
২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইসরা। শুভদুপুর।
১১৫| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:২৬
রুবাইয়্যাত বলেছেন: কমেন্ট কি লিখবো একদম ভুলে গেছি! নিচে নেমে অনেকক্ষন কমেন্ট বক্সটা খোঁজাখুজি করে লগ আউট মারতে গিয়ে দেখি বক্সটা ছাদে!!!! সব একদম হুড়মুড় বদলায়া গেছে।
মন্তব্য কি দিবো মনে পড়ছে না! তবে গল্পটা ভালো লাগছে।
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: তুমি ব্লগের নতুন ভার্শনটা ইউজ কর্তেসো দেইখা ভেজালে পর্স। গল্প ভালো লাগসে জেনে ভালো লাগলো।
শুভরাত।
১১৬| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:০৩
চতুষ্কোণ বলেছেন: ক্ষয়ে যাচ্ছি, সয়ে যাচ্ছি, সরে যাচ্ছি..
সরে যাচ্ছি শব্দটা কেমন ধাক্কা দেয়। খুব ছোট্ট একটা কথা কিন্তু বিশাল ব্যাপকতা নিয়ে আমাদের সামনে দাঁড়ায়! পৃথিবী সত্যিই হয়তো এমন কিছু মানুষ থাকে। বুজতে পারে না অথবা চায় না। সবুজ ভালবাসা নাকি মোহনীয় উর্ণাজাল?
লেখনীটা বেশ লাগলো। উপভোগ্য!
(লেখাটা গতকালই পড়েছিলাম। কমেন্ট পোস্ট হয় নি। সার্ভারে সমস্যা ছি মনেয়।)
০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: ইদানিং এই ব্যাপারগুলো বেশি ভাবাচ্ছে। এই গল্পের মেয়েটার মত হতে ইচ্ছা করে আমার।
থ্যাংকস চতুষ!
১১৭| ০৮ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৩
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: সৌন্দর্য্য শুধুই দৃষ্টিপাতে নয়, সে চেয়ে থাকে মনের চোখে ++++++++
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে!
শুভরাত্রি।
১১৮| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ময়ুখের সাথে একমত, একটা ট্রাই নিটে পারেন হামা ভাই
০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
হাসান মাহবুব বলেছেন: লেখালেখির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন খুবই ভাইটাল একটা ফ্যাক্টর। তবে আমি তো অতটা ডেভোটেড লেখক না, যে শুধুমাত্র লেখার রসদ সংগ্রহ করার জন্যে প্রতিকূল পরিবেশে রাত কাটাব! অলস এই আমি!
১১৯| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়া শুরু করিলাম.......
১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা! শুভপাঠ।
১২০| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:৪০
স্বদেশ হাসনাইন বলেছেন:
পরাধীনতার অভাব স্বাধীনতা বলে হয়।
পরাধীনতার চূড়ান্ত হয়ে খুদ কুড়ো পেলে কুক্কুটের মত ভাল আছি বলে মানুষেরা।
ঘরের আবদ্ধ পর্দায় বাউলের একতারা ছাপানো।
চাপা ব্যথায়
দ্বিধায় সেল্ফ আইডেন্টিটি লুকিয়ে গিরিগিটি
মৌলিক বিন্দু থেকে নড়ে চড়ে রঙ পাল্টানো খোলা বিজ্ঞাপন তাড়া করে ফিরতে ফিরতে, সেই বাড়িতে বসে আছে গুগল-বিড়াল-বাড়ি-খোঁজা-সার্থকতায়!
যা বুঝি তাতে দ্বিধাটুকুই ঘুরে আসে,
আমিও দ্বিধায় শহীদ কাদরীর চকলেট ট্রুপারের ব্যাঙ্গে
জর্জেটফুলের গন্ধ, বাসি পিস্তলের গুলি আর কি?
আমি-তুমি পারমুটেশন
১৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনার এসব মন্তব্যের জবাবে কী লিখবো ভেবে অপ্রতিভ হয়ে যাই!
অনেক ভালো থাকুন। শুভকামনা।
১২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অদ্ভুত! এই গল্প পড়ার সময় কয়েকবার উঠতে হইসে! বাট ঘোর কাটে নাই একটুও। দ্বিধাই সুন্দর!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: লেবুপাতার ঘ্রাণ খুঁজি... কর্কট জীবনের দংশন অগ্রাহ্য করা যায়না জানি।
১২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
ডানাহীন বলেছেন: না চাইতেও গল্পের মেয়েটার মাঝে নিজেরও টুকরো টুকরো অস্তিত্ব অনুভব করতে শুরু করেছিলাম .. যন্ত্রণাদায়ক বিভ্রান্তিকর ঝড়ের সমাপ্তির জন্য অস্থিরতার আরেক ঝড় ..
ঘোরের ঘেরাটোপে বসবাসকারী কে'ই বা পারে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে!
কেউ কেউ থাকে এরকম...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: আমার মাঝেমধ্যে খুব ইচ্ছে করে এরকম রেকলেস কিন্তু সুন্দর জীবনযাপন করতে। যতদিন বাঁচবো মৃত্যুকে জীবনের ওপর চোখ রাঙাতে দিব না, মৃত্যুর আসার তাড়া থাকবে, কিন্তু সে এসে ইতস্তত করবে। কিন্তু আমি ঐরকম হতে পারবো না কখনও।
১২৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: গল্পটা পড়ে বিষাদগ্রস্ত হলাম।
মানুষ কতটা ফ্রাস্টেটেড থাকলে একটা ঝুঁকিপূর্ণ জীবন পদ্ধতির দিকে এগিয়ে যেতে পারে যেখানে সে জানে তার মৃত্যু অবধারিত আছে !
আর নার্সিজমের ছোঁয়াও যদি থাকে সে মানুষ কখনো কখনো তার অস্তিত্ব বিষয়ক সন্দেহের মধ্য দিয়েও যায়। আর তখনই তার হারানো জৌলুস খুঁজে না পেয়ে ব্যথিত হয়, কাঁদে, পরাজয় জেনেও যে অক্ষম ক্রোধ তাকে কষ্ট দেয় সেখান থেকেও সে ক্ষনেই বেঁচে আসতে চায় আবার হারাতেও চায় !
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
হাসান মাহবুব বলেছেন: আমি এর মাঝামাঝি পড়ে গেলাম। কেনু কেনু কেনু!
১২৪| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শিরোনামটা দেখেই আকর্ষিত হলাম! এটাকেও সুন্দরের আকর্ষন বলতে পারেন!
গল্পটা যদিও বিষাদগ্রস্ত করেছে কিন্তু ভাল্লাগসে খুব।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
হাসান মাহবুব বলেছেন: এই গল্পটা অনেকদিন মাথার মধ্যে ছিলো। ঐ সময়টা ছিলো একদম অন্যরকম...
১২৫| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: মাঝামাঝি পড়ে গেলেন মানে বুঝতে পারলাম না ! আপনার গল্প আর আপনার গল্প পড়ে আমার যে বোধ সেখানে কোন কনফ্লিক্ট আছে নাকি ?
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪২
হাসান মাহবুব বলেছেন: না, গল্প পাঠে কোন সমস্যা নাই। আমার ব্যক্তিগত একটা কথা কৈসিলাম। আমি একটা আত্মবিধ্বংসী রেকলেস জীবনের প্রতি খুব নেশাতুর হয়ে উঠি প্রায়ই। কিন্তু ঐ মেয়েটার মত জীবনের ওপর মোহহীন হতে পারি না। আয়েশের লোভ, ধ্বংসের আকাঙ্খা এই দুইটা আমারে নিয়া খেলতাসে।
১২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৫
প্রত্যাবর্তন@ বলেছেন: বিভ্রান্ত জীবনের এক টুকরো দর্পণ ।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্যে।
শুভরাত্রি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১২ ভোর ৬:৪২
কবি ও কাব্য বলেছেন: প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম । ভালো থাকবেন ।