নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সাদা কালো রক্তের মানুষ

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০



সেদিনের কথা আমি কখনও ভুলবো না। চাইলেও ভোলা সম্ভব না, এবং আমি কখনও চাইবোও না। শুধু আমি না, আমার সাথে যারা ছিলো, আমার ঘনিষ্ঠতম বন্ধুদ্বয়-পলাশ এবং আসিফ- তারাও ভুলতে চাইবে না নিশ্চিত। এমন গর্বের একটি ব্যাপার, যাতে মিশে রয়েছে আমাদের সাহসিকতা, পুঞ্জীভুত ক্ষোভ এবং সুদৃঢ় নৈতিক অবস্থান, যাতে রয়েছে প্রতিবন্ধক ভাঙার প্রলয় উল্লাস, সেই ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ মনে থাকবে, এটাই স্বাভাবিক। ঘটনাটির মাঝে নৃশংসতা মিশে রয়েছে,প্রচুর পরিমাণে সহিংসতা আছে। হয়তোবা এতকিছুর দরকার ছিলো না, কিন্তু চোখের সামনে দুজন বিকৃতমনা অনাচারীকে বাগাড়ম্বর করতে দেখে আমাদের সদাজাগ্রত নির্লিপ্ততা উপযাচক হয়ে জাগিয়ে দেয় অন্তরালে ঘুমিয়ে থাকা বিবেক এবং রাগকে। বিবেক, নৈতিকতা, রাগ, ক্ষোভ এবং প্রতিবাদের সমন্বয়ে আমরা তেজস্বী হয়ে উঠি। আমরা হিংসাপ্রবণ এবং নিষ্ঠুর আচরণ করতে থাকি অপরাধী ব্যক্তিটির ওপরে। সযত্নে আগলে রাখি আক্রান্ত ভিকটিমকে। "আইন নিজের হাতে" তুলে নেবার জন্যে অবশ্য আমাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছিলো। তার জন্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ করব না কখনও। পলাশ আর আসিফ ও করবে না।

-কী রে, তোদের কি আফসোস হয় হিরোইজম দেখাতে গিয়ে চৌদ্দশিকের ভেতর চৌদ্দমাস থাকার জন্যে?

-কী বলিস! ওটা হিরোইজম দেখানোর প্রবণতা ছিলো? ওই সময় আমার মাথায় আদিম-বুনো রাগ ছাড়া কিচ্ছু ছিলো না। কার সামনে কী করছি, কে দেখছে কাকে দেখাচ্ছি এসবের কোন বালাই ছিলো না।

-তুই তো ভালো করেই জানিস এসব, খামোখা আমাদের রাগানোর জন্যে বক্রোক্তি করছিস তাই না?

আসিফের উত্তেজিত কথাবার্তার সাথে বুদ্ধিদীপ্ত বাক্য যোগ করে যথাযথ উপসংহার টানে পলাশ।

-হাহা! তা ঠিকই ধরেছিস। শুয়োরের বাচ্চাদের গায়ে মানুষের মত লাল টকটকা রক্ত থাকে জানতাম না। সেই রক্তাভ স্মৃতি আমাকে বেঁচে থাকতে অনুপ্রেরণা যোগায় এখনও...



সেদিন ছিলো রবিবার। ৬ই জানুয়ারি, ২০১৩ সাল। ২২শে পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ। আমার পরনে ছিলো একটা সাদা রঙের হুডওলা জ্যাকেট আর নিল জিন্স। পলাশ আর আসিফ সোয়েটার পরেছিলো। যথাক্রমে লাল এবং নীল-হলুদ স্ট্রাইপের। সেদিন সান্ধ্যকালীন আড্ডা এবং চা চক্রের পর করার কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে হাঁটছিলাম শহরের রাস্তায় উদ্দেশ্যবিহীন। কুয়াশায় ঘেরা জবুথবু শহরের পথে হাঁটতে হাঁটতে আমাদের মন বিষণ্ণ হয়েছিলো। আমরা আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে। কিছুক্ষণ আলোচনা করার পর আবিস্কার করি যে এই ব্যাপারে যথেষ্ট প্রজ্ঞা, দূরদর্শীতা এবং ইতিহাস জ্ঞানের ঘাটতির কারণে দেশের মানোন্নয়নে আমরা খুব বেশি দূর অগ্রসর হতে পারবো না। নিজেদের এই ব্যর্থতা এবং অক্ষমতা উপলদ্ধি করতে পেরে আমরা বিষণ্ণতর হই। প্রসঙ্গ পরিবর্তন করে যখন দেশের সাম্প্রতিক অপরাধপ্রবণতার কথা টেনে আনি, এবং ক্রমবর্ধমান খুন এবং ধর্ষণের ব্যাপারে আমাদের উদ্বিগ্নতা একজোট হয়ে একটি মীমাংসায় উপনীত হবার চেষ্টা করি, ব্যাপারটা বেশ স্বাচ্ছন্দ্যে এগুতে থাকে। কারণ দেশে সংঘটিত সাম্প্রতিক অপরাধকর্মের হালনাগাদ পরিসংখ্যান আমাদের আয়ত্তে ছিলো। দেশজুড়ে অনাচার, অযাচিত রক্তপাত এবং যৌনসহিংসতার অসংখ্য উদাহরণ প্রয়োগের মাধ্যমে আমরা এই দেশের নৈতিকতার মানদন্ডের ভঙ্গুরতা সম্পর্কে নিশ্চিত হই, এবং এ সম্পর্কে হতাশা ব্যক্ত করি। রাত বাড়তে থাকলে আমাদের অসহিষ্ণুতা বৃদ্ধি পায়, এবং কোন এক পাপাচারীকে ধরে শাস্তি দেবার স্পৃহাটা প্রবল থেকে প্রবলতর হতে থাকে। আমাদের মধ্যে কেউ একজন, সুন্দর এবং শক্তিশালী শব্দের নিখুঁত ব্যবহারে একটি জ্বালাময়ী ভাষণ দেয়, দেশে সংঘটিত অপরাধের বিপরীতে আমাদের কাপুরুষোচিত নীরবতার পরিপ্রেক্ষিতে। কেউ একজনটা হল আসিফ।নীল-হলুদ স্ট্রাইপের সোয়েটার পরিহিত আসিফ। সেদিনের কথা ভুলিনি কিছুই। তার ভাষণ আমাদের ভীষণভাবে উজ্জীবিত করে তোলে। রাষ্টযন্ত্রের উদাসীনতা, জং ধরে পড়ে থাকা সেকেলে আইন, আর আমাদের নিস্পৃহতার সম্মিলনে গড়ে ওঠে এক মহৎ চেতনার। শীতরাত্রির হিমকাঁটা আমাদের পথচলায় অন্তরায় হতে পারিনি। আমরা উষ্ণ এবং সাহসী হয়ে উঠি। হাঁটতে হাঁটতে চলে যাই শহরের অপরাধপ্রবণ নির্জন এক স্থানে, অন্য কোন রাত হলে সে জায়গায় সেই সময়ে তিনজন জোয়ান পুরুষও একসাথে হাঁটতে দ্বিধা করত, কিন্তু রাতটা ছিলো অন্যরকম...



অস্বাভাবিক রকম নির্জনতা আর চারিদিকে ঝোপ-ঝাড়, অর্ধনির্মিত দালানকোঠায় বস্ত্রখন্ড এবং ছোপ ছোপ রক্তের উপস্থিতি জানিয়ে দেয়, রাত হলে এখানকার দেয়ালগুলোতে রচিত হতে থাকে পৈশাচিক বিনোদনের অনেক অপ্রকাশিত অধ্যায়। এসব দেখে আমরা ভয় পাই না, উপরন্তু আমাদের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা দৃঢ়তর হয়। কোন বিকৃত রুচির অপরাধী, ধর্ষক, বা খুনী কে পেলে জানে মেরে ফেলবো। রাত তখন নয়টা একচল্লিশ। আমাদের প্রস্থানপর্ব ঘনিয়ে আসছে, ঠিক তখনই শুনতে পেলাম সেই চিৎকার। পনের/ষোল বছর বয়সী একটা মেয়ের কাতর কাকুতি-মিনতি, এবং কান্না। দুজন লোকের খিস্তি এবং অট্টহাসি শোনা যাচ্ছিলো। শুওরের বাচ্চাদের রাত্তিরের মৌজ শুরু হয়েছে একদম যথাসময়ে! দূরত্ব এবং স্থান আন্দাজ করে পলাশ সবার আগে দৌড় শুরু করল অনুমেয় গন্তব্যের দিকে। হাতে তুলে নিলো রাস্তায় পড়ে থাকা একটা বাঁকানো, ধারালো রড। আমরাও তাকে অনুসরণ করলাম। ত্রিশ সেকেন্ডের মধ্যে যথাস্থানে পৌঁছে গেলাম। ঠিক পচানব্বই কদম দৌড়েছিলাম। আমার সব মনে আছে সেদিনের কথা। যা মনে রাখা অসম্ভব, তাও। এমন দিন যে আর কখনও আসেনি আমাদের জীবনে। হলদেটে দাঁতের টাক মাথা এক শুয়োরের বাচ্চা, আর খাবলানো বিদঘুটে চুলের এক জারজ সন্তান সবুজ পোষাক পরিহিতা মেয়েটিকে শুইয়ে ফেলে বেদম হাসছিলো। তারা মাতাল ছিলো। আমাদের দেখে তাদের দলের কেউ ভেবেছিলো। মৌজমাস্তিতে বিঘ্ন ঘটায় তারা বিরক্ত চোখে তাকিয়ে গালি দিয়ে ওঠে,

-কী রে হাউয়ার পুলারা, তরা এইখানে আইছোস ক্যান? আইজকা আমগো ডিউটি। যা ভাগ খানকির পোলারা। তোগো মায়েরে...

এমনিতেই আমরা ভীষণ ফুঁসছিলাম রাগে। হন্টনকালীন আলোচনা এবং প্রতিজ্ঞা, চোখের সামনে সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের সুযোগ, সেই সাথে মুফতে পাওয়া কিছু গালি, আর কী লাগে! আমরা ঝাঁপিয়ে পড়লাম নরপশুগুলোর ওপর। খুব বেশি কিছু করতে হয়নি। এমনিতেই তারা ছিলো দুর্বল শরীরের, তার ওপর মদের প্রভাবে রিফ্লেক্স কাজ করছিলো না ঠিকমত। রডের কয়েকটা বাড়িতেই তাদের অচেতন অবস্থা নিশ্চিত হয়। সচেতন হলে যেন পুনরায় তারা এহেন অপকর্ম করতে না পারে তা নিশ্চিত করতে আমরা তাদের অন্ডকোষে যত্নের সাথে গুঁতো দিয়ে ভেঙে দেই। সেসময় তারা বেধড়ক চিৎকার শুরু করলে তাদেরই পকেট থেকে ক্ষুর বের করে আলতো করে গলায় বুলিয়ে দেই। কণ্ঠনালী ছিড়ে গিয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুর অপেক্ষা করতে থাকে তারা। তাদের কন্ঠনিঃসৃত ঘরঘর শব্দ আমাদের কাছে স্বর্গীয় সঙ্গীতের মত মধুর মনে হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তের রঙ এত টকটকে লাল হতে পারে আমি জানতাম না। আমরা হত্যার তান্ডবলীলায় মত্ত হয়ে ভুলে যাইনি আরো কর্তব্য বাকি রয়েছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকা মেয়েটিকে সাহস যোগাতে হবে, পৌঁছে দিতে হবে নিরাপদ গন্তব্যে এবার...



তো যা বলছিলাম, আইন নিজের হাতে তুলে নেবার অপরাধে আমাদের চৌদ্দমাস জেলে থাকতে হয়। হয়তো আরো অনেকদিন থাকতে হত, কিন্তু দেশজুড়ে আমাদের পক্ষে আন্দোলন গড়ে তোলে সচেতন এবং প্রতিবাদী নাগরিকেরা।পত্রিকার পাতায় বড় বড় সম্পাদকীয় ছাপা হয়। বিবিধ দ্রষ্টব্য স্থাপনার সামনে আমাদের মুক্তির দাবীতে মানব বন্ধন জাগ্রত মানুষেরা। জনদাবীর মুখে আমরা দ্রুত বেকসুর খালাস পেয়ে যাই।



জাতির চোখে আমরা হিরো হয়ে গিয়েছিলাম, এবং তা নিয়ে পরবর্তীতে আত্মতৃপ্তির ঢেকুর তোলার অবকাশ ছিলো, কিন্তু সত্যি কথা বলতে কী, অন্তত আমার কাছে, মেয়েটিকে রক্ষা করা এবং অপরাধীকে যথাযথ শাস্তি দেয়াটাই মূল সন্তুষ্টির ব্যাপার ছিলো। জাতি আমাদের কদর করছে এটাও তৃপ্তিদায়ক, তবে আমাদের সেদিনের অভিযানের সফলতার চেয়ে বেশি না। এখনও তরতাজা আছে সেই স্মৃতি। যেন মিনিট পাঁচেক আগেই ঘটে গেল! স্পষ্ট মনে আছে সব! এই রোমন্থন বড়ই সুখকর...



আমরা তিনজন ছিলাম। আমার পরনে পায়জামা পাঞ্জাবী। আসিফ পরে ছিলো লুঙ্গি-গেঞ্জি, আর পলাশ আজিজ মার্কেটের ১৬০ টাকা দামের টি শার্ট। ভুল বকছি নাকি? তারিখটা কত ছিলো যেন? জানুয়ারি মাস না? এই পলাশ... আছিস? ধুরো শালা কেউ'ই নেই, কখন সটকে পড়েছে কোন ধান্দায় কে জানে! আমার মনে পড়ে, মনে পড়ে নির্জন রাত, অপরাধপ্রবণ স্থান, প্রবল আঘাত...এইতো মিলে যাচ্ছে সব...তারপর বেগুনী রঙের রক্ত, আর দুটো বিষধর সাপ, না ভুল বললাম, একটা সাপ আর একটা ক্যাঙ্গারু। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। আমি ১৯৫ কদম দৌড়ে গিয়ে বেলচা দিয়ে মাটি খুড়ে বের করেছিলাম দুই দুর্বৃত্তকে। তারপর তাদেরকে বেদম পিটিয়েছিলাম। আমি একাই ছিলাম বোধ হয়। আসিফ আর পলাশ সটকে পড়েছিলো এখনকার মতই। পুলিসের কাছে আমাকে দীর্ঘ জবানবন্দী দিতে হয়েছিলো স্পষ্ট মনে আছে। কীভাবে ভুলি সেদিনের কথা? পুলিসটা আমাকে ফাঁসির আদেশ দিয়েছিলো। ধুর ছাই, কী সব আবোল তাবোল বলছি! পুলিস ফাঁসি দিতে যাবে কেন? তার কি সেই ক্ষমতা আছে?



ভুল হচ্ছে কোথাও। একটু আগের ঘটনা, আমি ভুলে যাব কেন? একটু আগের? নাকি দেড় বছর আগের? মাথা ঠান্ডা করে ভাবি আবার। হ্যাঁ, এইতো... এইতো মনে পড়ছে সব। সাদাকালো পোষাক পড়ে ছিলাম আমরা সবাই। অপরাধী এক হাজার মানুষরূপী পশুকে পিটিয়েছিলাম। তারা সবাই ছিলো নগ্ন। তাদের শরীর থেকে সাদা কালো রক্ত বেরুচ্ছিলো, আর আমাদের লাল রক্তগুলো সর্বোচ্চ স্ফুটনাঙ্কে উন্নীত হয়ে দগ্ধ হবার যন্ত্রণা দিচ্ছিলো অঢেল...আমি দৌড়ুতে চেয়েছিলাম পঞ্চান্ন হাজার পাঁচশ আটানব্বই বর্গমাইল। কিন্তু বারবার হুমড়ি খেয়ে পড়ছিলাম। আমার দম ফুরিয়ে আসছিলো। আসিফ আর পলাশ এসব দেখে নাখোশ হয়ে আমাকে সাবধান করে দেয়ার পরেও আমি কর্ণপাত না করলে তারা পুলিসের ইউনিফর্ম পরে আমাকে গ্রেপ্তার করতে ছুটছিলো...



না......



আমি জেগে উঠবো না। জেগে উঠলেই সব ভণ্ডুল হয়ে যাবে। বিগত অতীতের লাল অক্ষরে লেখা গৌরবগাথা, দ্রোহের মিনার সাদাকালো চক আর স্লেট হয়ে লুটিয়ে পড়বে মেঝেতে। কেউ কুড়িয়ে নেবে না। কেউ নেই ক্লাশরুমে, প্রার্থনালয়ে, মিছিলে। সবাই টেলিভিশন দেখছে আর পত্রিকা পড়ছে। আর কিছু লোক চায়ের দোকানে। বাকিরা সব দরাজ দর্জি, সাদাকালো পোষাক বানিয়ে দিচ্ছে ফ্রি। তাদের ভাষ্যমতে এই পোষাকের স্বচ্ছতা আমাদের দেহের অভ্যন্তরের হালকা লাল রঙের রক্তকে প্রকটভাবে প্রকাশিত করবে। রক্তিম অক্ষমতার সান্ত্বনার পূর্ণ নিশ্চয়তা দেয় তারা। আমাকে ঝাঁকিয়োনা প্লিজ, আমি নিজের নপুংশকতা দেখে ভীত, লজ্জিত, কুন্ঠিত। আমায় ঘুমুতে দাও, আর একটু ঘুমোই? আর এক বছর? বেশি হয়ে গেল? পাঁচ মিনিট?



চারিদিকে ভীষণ শোরগোল হচ্ছে। শোরগোল করছে প্রতিবাদী মানুষ। হুমকি দিচ্ছে দুস্কৃতিকারীরা। চোখ না খুলে আর পারা যাবে না। ঠিক আছে, আমি আর কিছুক্ষনের মধ্যেই চোখ মেলবো, আমার দুটো শর্ত পূরণ করতে পারলে, ওকে?



১/ একজন পেইন্টারকে এনে দিতে হবে, যে সাদাকালো মানুষদের লালে রাঙিয়ে দিতে পারবে।

২/আমার সমাধিস্থ স্বপ্নকে কবর থেকে উঠিয়ে অন্য কারো কাছে হস্তান্তর করতে হবে।



এই শর্তগুলোতে রাজি? লোক কোথায়? লিখে নিতে হবে না? আমার আবার ভীষণ ভুলে যাবার রোগ। পরে মনে থাকবে না কিছুই...

মন্তব্য ২২০ টি রেটিং +৫৩/-০

মন্তব্য (২২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:

ফাস্টু কি হইতে পারছি...?

এইবার যাই পড়িগা...........

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

হাসান মাহবুব বলেছেন: কি জানি! পড়েন। জানায়েন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

হারু মিয়া বলেছেন: বরাবরের মতই দারুণ !

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

সোনালী ডানার চিল বলেছেন: 1st প্লাস from me
খুব সুন্দর, রাস্তায় বসিয়া পড়ছি
শুভো রাত্রি hassn bahi

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভরাত্রি।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

লোনলিফাইটার বলেছেন: ৪ নাম্বার + আমার ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ প্লাসের হালি পূরণ করে দেবার জন্যে!

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার একটা লেখা সমসাময়িক বিষয়ের একটা চিত্র...

তবে চিত্রে য সাহসী আমি, আসিফ আর পলাশকে দেখানো হয়েছে তারা কি আছে এই মর্ত্যলোকে?

আর ৯৫কদম হেটেছিলাম... এইটুকো না থাকলেও গল্পের কোথাও কোন ছেদ পরেনা... বরং নির্মেদ হয়...


ওহ একটা কথা হামার এই গল্পে মনে হয় সবচে কম সংলাপ দেয়া হয়েছে...?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ৯৫ কদম... উল্লেখ করেছি, কারন ব্যাপারটা এমন ডেখাতে চেয়েছি...

একটা তীব্র স্বপ্ন ভেঙে যাবার পরে, কিছুক্ষণ সবকিছুই স্পষ্ট মনে থাকে। তারপর ধীরে ধীরে ওলটপালোট হয়ে যায়।

সেই তিনজন আমাদের সবার ভেতরেই আছে, ফুঁসছে। একটা বিস্ফোরণ আশা করা যেতেই পারে!

শুভরাত!

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

এই সব দিন রাত্রি বলেছেন: কথা গুলো শেলের মত মনে হল! এই ঘুম ভাঙার নয় মাহবুব ভাই,অনেক আগেই আমাদের সবার মৃত্যু হয়েছে!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: মৃতদেরও ইচ্ছে করে আবার বেঁচে উঠতে,জেগে উঠতে, করতেই পারে তাই না!

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
কেন ৯৫ কদম উল্লেখ করেছে সেটা আমিও বুঝেছি... পরের বাক্যেই আছে সেটা...

আমি ভাবছিলাম... অন্য কোন গৌণ বিষিয় মনে রেখেও এটা করা যেতো...

কিন্তু গল্পের সিচুয়েশনের সাথে কদম গুণাটা বেখাপ্পা মনে হচ্ছিল তাই বলছিলাম...

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: গল্পটা এডিট করলাম কিছুটা। পরবর্তী অংশগুলোতে এই ব্যাপারটার গুলিয়ে যাওয়া উল্লেখ করেছি স্বপ্নের তীব্রতাটা কীভাবে ম্রিয়মাণ হয়ে আসে তা বোঝানোর জন্যে।

আপনার খুঁটিয়ে পড়া ভালো লাগে সুপান্থ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

এই সব দিন রাত্রি বলেছেন: দেয়ালে পিঠ ঠেকার অপক্ষায় থাকি আমরা; শেষ কবে আমরা একসাথে বের হয়ে ছিলাম রাজপথে? শাহবাগের মোড়ে দুপুর বেলায় এক্সিডেন্ট করে দু ঘণ্টা পড়ে থেকে রক্তক্ষরণে জীবন দেয়া মানুষের দেশের কাছ থেকে বেশি আশা হয়ে যাবে! এক বিদেশীর কাছে ঘটনা বলতে গিয়ে আঁটকে গিয়েছিলাম লজ্জায়, সময়টা পালটে মধ্যরাত বলতে হয়েছিল! মিথ্যে তৃপ্তি নিয়ে বেঁচে আছি! মধ্যরাতে দু ঘণ্টা রাস্তায় পড়ে থাকতেই পারে রক্তাক্ত একজন মানুষ!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

হাসান মাহবুব বলেছেন: ১৯৯৫ সালে আমি দিনাজপুরে ছিলাম। ইয়াসমিনের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়েছিলো উত্তরবঙ্গের শান্ত মফস্বঃল। কোন রাজনৈতিক দলের প্ররোচণায় না, সাধারণ মানুষের স্বতস্ফূর্ত আন্দোলন ছিলো সেটা। প্রাণ দিয়েছিলো ৭ জন মানুষ। সব আজ শুধুই অতীত আর সাদাকালো অক্ষর মাত্র!

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: গল্প ভালো লাগলো ।

+++++++ প্লাস।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট। ভালো থাকবেন।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

আশিক মাসুম বলেছেন: +++++



হাতে ধার আছে :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আশিক। শুভরাত।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

আদনান০৫০৫ বলেছেন: আমার বই পড়ার অভ্যাস ছিলো খুবই কম, তাই গল্প পড়ে সেটা বিচার-বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার তৈরী হয়নি।

যাই হোক, এই গল্পটাতে আমি ধরে নিছিলাম একটা টার্ণ হতে পারে- ধর্ষণ থেকে একটা মেয়েকে রক্ষাকারীদের নিজেরাই পরে আরেক ক্ষেত্রে ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া টাইপ টার্ণ মনে মনে কল্পনা করছিলাম, কিন্তু আপনি অন্য টার্ণ দিলেন। আর এখানেই আপনের স্পেশালিটি - নেভার সো ইজি টু গেজ।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

হাসান মাহবুব বলেছেন: এই গল্পটার পেছনের কাহিনী হৈলো, একটা স্বপ্ন। আমি এমন একটা স্বপ্ন দেখসিলাম, যেটাতে আমরা তিন বন্ধু মিলে একজন ধর্ষককে খুন করি। ঘুম ভাঙার পর অন্যরকম একটা জোশ অনুভব করতেসিলাম। স্বপ্নটার সমস্ত ডিটেইলস চোখের সামনে ভাসতেসিলো। খুবই বিস্তৃত স্বপ্ন ছিলো সেটা। ঘন্টাদুয়েক পর যখন আবার ঘুম ভাঙলো, অনুভূতিটাও ফেড আউট হতে লাগলো, স্বপ্নের লজিক, ক্রোনোলজি এইসবও ওলটপালোট হৈতে থাকলো। একসময় স্বপ্নটা আর স্পেশাল কিছু থাকলো না। এই ভাবনা থেকেই গল্পটা লেখা।

থ্যাংকস আদনান। শুভসকাল।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

অন্তি বলেছেন: পড়তে পড়তে আমার কেবলি মনে হচ্ছিল আমি গর্ভধারিনর সুদীপ, আনন্দ আর কল্যানকে ২০১৩ তে এসে দেখলাম। খুব ভাল লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

হাসান মাহবুব বলেছেন: গর্ভধারিণী বইটা এখনও পড়া হল না। থ্যাংকস অন্তি।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো - শেষের দিকটা বেশি দারুণ

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভসকাল।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

নক্ষত্রচারী বলেছেন: সাদাকালো পোশাক পরে ১৯৫ কদম দৌড়ে আসা । তারপর নরপশুদের বিবর্ণ রক্তের ছোপ; ঘৃণ্য বীভৎসতার শিহরণ বাধ্য করে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ডে দৌড়ে পালিয়ে যেতে; পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইল দূরে !!

ঠিক বলেছি তো ? নিউম্যারিকাল টার্ম গুলো ধরতে পারি নাই বোধ হয় ।

শুভকামনা রইল হাসান ভাই :)

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: নিউম্যারিক্যাল টার্মগুলো বলা হয়েছে স্বপ্ন পরবর্তী বিহবল এবং কনফিউজড অবস্থা বোঝানোর জন্যে। স্বপ্নে কত কিছুই দেখি, উদ্দীপ্ত হই, তারপর ভুলে যাই, গুলিয়ে ফেলি। না চাইলেও। ৫৫,০০০ টা অবশ্য রূপকার্থে ব্যবহার করেছি।

পাঠে গভীরতা খুঁজে পেলাম। শুভেচ্ছা রাফি।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: We are not alive, not anymore. We died a long time ago. :(

স্বপ্নও দেখি না এখন আর কোন। :(

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: মৃতদের ভোজনৎসব। আপনি আমন্ত্রিত!

শুভেচ্ছা।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

আরিফ রুবেল বলেছেন: ভাই অনেকদিন পর আপনার লেখা পড়লাম। গল্পটা ভালো লেগেছে।

ধর্ষনের ঘটনা আমাদের দৃষ্টিগোঁচর হলে আমরা সাময়িক হাউ-কাউ করি, প্রতিবাদ-প্রতিরোধ করার চেষ্টা করি। একটা সময় এসে আবার সব শান্ত হয়ে যায়। এরকমটাই হয়ে এসেছে বার বার। আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজ ব্যবস্থা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক পরাধীনতা, ধর্মাশ্রিত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গী সবকিছুই সমাজে ধর্ষক উৎপাদনের প্রক্রিয়া জারি রাখতে সহায়তা করে এসেছে। এখন এগুলোতে সরাসরি আঘাত না করে এই আদিমতম অপরাধ বন্ধ করা সম্ভব হবে বলে মনে হয় না।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ রুবেল, এখনই সময়।

অনেক ধন্যবাদ পাঠ এবং বিস্তারিত মন্তব্যের জন্যে।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

ইলুসন বলেছেন: সমাজের অসঙ্গতিগুলো ফুটিয়ে তোলার জন্য আপনার লেখাগুলো আমার অনেক ভাল লাগে। এটা সেইরকমই একটি লেখা।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ইলুশন। শুভদুপুর।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

সানড্যান্স বলেছেন: কি লিখবো?লেখা কি স্পেলবাউন্ড হয়?অথবা ভাল লেখা কে বলা যায়?স্পেলবাউন্ডিং লেখা?

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: আপনার মুগ্ধতা জেনে উদ্বেলিত হলাম। যদিও যতটা ভালো বলছেন তার যোগ্য আমি না...

শুভদুপুর।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: হামা ভাই, আমরা শুধু স্বপ্নই দেখি। আমরা স্বপ্ন দেখি সুন্দর দেশের, সুন্দর সমাজের। কিন্তু ঘুম ভেঙ্গে গেলেই সব কিছু যেমন ছিল তেমনই থাকেনা। আমরা কখনও পারিনা সত্যিকারের এই গল্পের নায়ক, আসিফ ও পলাশ হয়ে উঠতে। কিন্তু ওই নরুপশুগুলো কিন্তু স্বপ্নে যেমন বাস্তবে ঠিক তেমনই থাকে। সমস্যাটা কোথায় জানেন?

সমস্যা হল ওই নরপশুগুলো সংখ্যায় খুব কম হলেও তাদের একটা গুন হল তারা কিন্তু একতাবদ্ধ! কিন্তু সমাজের ভাল মানুষগুলো সংখ্যায় তাদের চেয়ে সহস্রগুন বেশি হওয়া সত্ত্বেও তাদের সাথে পারছে না। কারন আমাদের মাঝে একতা নেই। আমরা ততদিন পর্যন্ত কিছুই করতে পারব না যতদিন না আমরা আসিফ পলাশ ও নায়কের মত একতা বদ্ধ হতে পারছি।

গল্পে ভীষণ ভাল লাগা রইল। শুভদুপুর।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: এই গল্পটাও একটা স্বপ্ন অবলম্বনেই রচিত। এমন ভায়োলেন্সপূর্ণ প্রতিশোধের স্বপ্ন আমি দেখেছিলাম। দেখার সময় খুব ভালো লাগছিলো। ঘুম ভাঙার পরেও সেই অনুভূতিটা ছিলো। কিন্তু... ধীরে ধীরে সেটা মিইয়ে গেলো...

শুভদুপুর নাজিম।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ফারাহ দিবা জামান বলেছেন: এই শর্তগুলোতে রাজি? লোক কোথায়? লিখে নিতে হবে না? আমার আবার ভীষণ ভুলে যাবার রোগ। পরে মনে থাকবে না কিছুই...============

আত্মদহন পরিচিত লাগলো।
কলমের যন্ত্রণা আছে।
মাঝে মাঝে নিজেরেই গলা টিপে ধরে।

কিছুই করতে পারি না।
শুধু না পারার ঢোক গিলি।

গল্প সাবলীল লেগেছে হাসান ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: এসবই আমাদের পরিচিত এবং কম্প্রোমাইজড আবদ্ধতা এবং দহন।

ধন্যবাদ ফারাহ। শুভদুপুর।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

মাক্স বলেছেন: অপেক্ষা করতে করতে আর প্রোফাইলে ঢু মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেসিলাম। যাক অবশেষে সবকিছুর অবসান।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: কিসের অপেক্ষা, লেখার? কেমন লাগলো জানায়েন।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

মাক্স বলেছেন: অবশ্যই লেখার অপেক্ষা।
লেখা অনেক অনেক ভালো হইছে। তবে আমার মনে হইছে এইবার আপনি অনেক সহজ করে লিখে ফেলসেন।
এইবারের গল্পটা বুঝতে আগেরগুলারমত প্রোব্লেম হয় নাই।
প্লাসতো দিবই এইটাকি আলাদা করে বলার কোন দরকার আছে?
শুভকাভনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: আমার লেখার জন্যে অপেক্ষা করেন জেনে ভালো লাগলো। আমি নিজেও অনেকদিন ধরে লেখার অপেক্ষা করছিলাম। সময়, সুযোগ মিলতেসিলো না।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ভিয়েনাস বলেছেন: সময় উপোযোগী পোস্ট। আমাদের সবার ভেতরেই হয়তো আসিফ পলাশের মতো ফুঁসে উঠার প্রত্যয় বা স্বপ্ন কাজ করে কিন্তু একতাবদ্ধতার অভাবে হয়ে উঠেনা। তাই সুখকর এমন একটা স্বপ্নে চোখ বন্ধ করে থাকার ভান করি।

পোস্টে ভালো লাগা হামা ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস! শুভদুপুর।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যদি আমি, আসিফ, পলাশদের মতো সাবাই সত্যিই জাগতো, তবে কতো না ভালো হতো।

তারপর নরপশুদের বিবর্ণ রক্তের ছোপ; ঘৃণ্য বীভৎসতার শিহরণ বাধ্য করে পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ডে দৌড়ে পালিয়ে যেতে; পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইল দূরে !!

হা-মা ৫৫৫৯৮ বর্গমাইল টার্মটা পুরো গল্পটাকেই চমৎকারভাবে আলোকিত করেছে। চমৎকার লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলাউদ্দীন। তবে আপনি যে অংশটুকু উদ্ধৃত করেছেন ওটা তো আমার লেখা না :| নক্ষত্রচারীর পাঠ প্রতিক্রিয়া :||

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

জেমস বন্ড বলেছেন: চমৎকার :) :)

প্লাস +++++++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জেমস বন্ড! নতুন মিশন শুভ হোক B-)

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু আগে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠলে এমনিতেই মাথা একটু কম কাজ করে! তাই গল্পে যখন --"তাদের শরীর থেকে সাদা কালো রক্ত বেরুচ্ছিলো, আর আমাদের লাল রক্তগুলো সর্বোচ্চ স্ফুটনাঙ্কে উন্নীত হয়ে দগ্ধ হবার যন্ত্রণা দিচ্ছিলো অঢেল...আমি দৌড়ুতে চেয়েছিলাম পঞ্চান্ন হাজার পাঁচশ আটানব্বই বর্গমাইল। কিন্তু বারবার হুমড়ি খেয়ে পড়ছিলাম। আমার দম ফুরিয়ে আসছিলো। আসিফ আর পলাশ এসব দেখে নাখোশ হয়ে আমাকে সাবধান করে দেয়ার পরেও আমি কর্ণপাত না করলে তারা পুলিসের ইউনিফর্ম পরে আমাকে গ্রেপ্তার করতে ছুটছিলো..." গল্প শেষ করার পর ক্যোট করা অংশটুকু কপি করে আনতে আলসেমী কাজ করছিলো! তাই নক্ষত্রচারীর কমেন্ট থেকে মেরে দিলাম!
আর আপনিও ধইরা ফালাইলেন! /:)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

হাসান মাহবুব বলেছেন: আমি ধরমু না তো কে ধরবে? রাত জাইগা গপ্প কেডা লেখসে, হু? :-B

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার এই গল্পটা কঠিন মনে হয়নি , গল্পটাকে বুঝতে পারলাম ।
ভাল লাগল ++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা জেনে প্রীত হলাম।

শুভবিকেল।

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন !!!
ভালোলাগা রইল খুবই।

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা।

শুভসন্ধ্যা।

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

শহুরে আগন্তুক বলেছেন: অন্যরকম । এই শব্দটাই মাথায় আসলো ।

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!নিয়মিত ঘুরে যাবার আমন্ত্রণ রইলো।

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নোমান নমি বলেছেন: ৯৫ কদমের ব্যাপারটা আমার উল্টো নিখুত মনে হয়েছে, স্বপ্নের হিসাব মনে হয়েছে। দারুন ,দারুন।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: ঐটা হঠাৎ কৈরা মাথায় ঢুকায় দিসি। পরিকল্পনায় ছিলো না। যাক, ভালোই হিসে তাইলে!

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নোমান নমি বলেছেন: কপি করার আলসেমিতে আলাউদ্দিন ভাইয়ের কমেন্টসটা আমার করা হল না। B-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: কপি করতেও আইলসামি! :-/

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মামুন হতভাগা বলেছেন: ভালো লাগলো

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মামুন!

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

নেক্সাস বলেছেন: দুর মিয়া ভাই ফাষ্ট হইতে পারলামনা।

যাইহোক ফাষ্ট হওয়া ব্যাপার না।

এত সুন্দর একটা গল্প পড়তে পারলাম এতেই আনন্দ।

আমাদের ভিতরে বিবেক আছে। কিন্তু সেটা ঘুমিয়ে আছে এক অদ্ভুত জগৎ ঘুমে। আমাদের ঘুমন্ত বিবেক সব দেখতে পায়, বুঝতে পারে কিন্তু প্রয়োজনে কিছুই করতে পারেনা। স্বপ্ন দেখার মেটাফরিকে ঘুমন্ত বিবেক নিয়ে লিখা গল্প নাড়িয়ে গেল হাসান ভাই। জানিনা আমাদের বিবেক কবে জেগে উঠে বাস্তবে সকল অনচারের দূর্গে আঘাত হানবে ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

হাসান মাহবুব বলেছেন: নিবিড় পাঠ এবং মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ নেক্সাস।

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

মুনতা বলেছেন:
সেই তিনজন আমাদের সবার ভেতরেই আছে, ফুঁসছে। একটা বিস্ফোরণ আশা করা যেতেই পারে!

দারুণ।
+++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুনতা!

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হাসান ভাইয়া।
শুভ ঠান্ডা ||

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মুন। শুভরাত!

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: গল্পটা আমার ভীষন ভাল লেগেছে, কেমন ভাল সেটা লিখে প্রকাশ করতে পারছি না কেন জানি! তবে খুব ভাল.......

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: গল্পটা প্রথম প্রকাশের পর বেশ খানিকটা এডিট করেছিলাম দ্রুতই। সেটার বেশ দরকার ছিলো বোঝা যাচ্ছে।

অনেক ধন্যবাদ আপু। শুভরাত।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসাধারন হয়েছে হামা ভাই। শেষের দিকটা অনেক অনেক ভালো লেগেছে।
++++++++++++++++++++++++++++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: শেষের অংশটাই বেশি গুরুত্বপূর্ণ ছিলো। ওটা নিয়ে সংশয় কাজ করছিলো। আপনার কথায় খানিকটা আস্বস্ত হলাম।

শুভরাত্রি।

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বরাবরের মত ক্লাসিক

২৪ নং ভালো লাগা

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মত ক্লাসিক! B:-) :| :-/

২৪ তম প্লাসের জন্যে ধন্যবাদ। শুভরাত্রি।

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অন্যরকম !

দ্বিতীয় প্যারায় বর্ণনামূলক না হয়ে ডায়লগ থ্রোতে ইনফোগুলো আসলে মনে হয় আমি বেশি ভালো পাইতাম !

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: লেখাটা শেষ করার পর খেয়াল করলাম যে এইটায় সংলাপ আসলেই কম হয়ে গেছে। তবে আমার ওভাবে লিখতে বেশ লাগছিলো। থাউক গা এরমই!

শুভরাত।

৪১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

চুক্কা বাঙ্গী বলেছেন: অদ্ভুত লাগলো। আপনার গল্পের শিরোনামগুলা অন্যরকম। খুব ভালো লাগলো ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

হাসান মাহবুব বলেছেন: শিরোনামটা নিয়ে এই প্রথম কেউ বলল! থ্যাংকস। ভালো থাকবেন।

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার একটা লেখা সমসাময়িক বিষয়ের একটা চিত্র+++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভদুপুর।

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

স্বাধীনতার বার্তা বলেছেন: ঢুকেছিলাম পোস্টের সাথে ছবিটা দেখে।

ঢুকে পোস্টটাও পড়ে ফেললাম। সমসাময়িক ঘটনা নিয়ে লেখা। প্রথবে বুঝতে পারছিলাম না এটা কি গল্প নাকি প্রবন্ধ টাইপ লেখা।
পড়তে খুবই ভালো লাগল। :)

যাই হোক, ছবিটা Goodbye Mr. Despair নামক এনিমেশন থেকে নেয়া হয়েছে। :)

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: প্রবন্ধের মত লাগলে সেটা আমার লেখনীর ব্যর্থতা। আমি গল্পই লিখতে চেয়েছিলাম। ছবিটার উৎস সম্পর্কে জানা ছিলো না।

ধন্যবাদ পাঠের জন্যে।

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগলো হাসান ভাই। গল্পের নামটি বেশ লাগলো।
অনেক শুভ কামনা রইল।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

নেংটি ইদুর বলেছেন: আপনার সব গল্পের নামগুলোই দারুন। এটারও।
ভাল লাগল। বেরুনোর আগে পেলাচ দিয়ে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: আরে রিমন নাকি!

৪৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গল্পে আসিফ, পলাশে নিজেকে গুলিয়ে ফেলার মত অবস্থা হচ্ছিল।
যেন ওই অবস্থায় আমি - ক্রুদ্ধ, পাপ ধুয়ে দেবার নেশায় মশগুল।
গল্প শেষে এই অনাচারের যুগে নিজের ক্ষুদ্রতাই মনে আসছে।
চেয়ে চেয়ে দেখা কিংবা পত্রিকা রেডিও শোনা ছাড়া কিছুই যেন আমার কাজ না!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

হাসান মাহবুব বলেছেন: হু সেটাই দুঃখজনক সত্যি। আসিফ, পলাশ, আমি, আপনি ক্ষেত্রবিশেষে একইরকম। গুলিয়ে ফেললেও সমস্যা নেই।

শুভদুপুর দূর্জয়।

৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

অপু তানভীর বলেছেন: শুনেন হাসান ভাই, এই টাইপের গল্প কেন লিখেন ? পড়লে কেবল মন খারাপ হয় ! আপনার যত গুলা গল্প পড়েছি সব গুলা পড়েই কেবল মন খারাপ হয়েছে !!
:( :(

লেখায় প্লাস নেন ! আর মন খারাপের জন্যও নেন আর একটা প্লাস !! :):):)

আমার মত একটা লাটুপুটু প্রেমের গল্প লিখেন টও জলদি !! রিকু রইলো ! জলদি !! :D :D

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

হাসান মাহবুব বলেছেন: সবাই কে দিয়ে কি আর সবকিছু হয়! মানুষের মন ভালো করার মত কিছু যে আমি লিখতে পারি না :(

আপনার কলম উচ্ছল এবং প্রাণবন্ত থাকুক। শুভেচ্ছা।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

মেলবোর্ন বলেছেন: আমাদের মধ্যে কেউ একজন, সুন্দর এবং শক্তিশালী শব্দের নিখুঁত ব্যবহারে একটি জ্বালাময়ী ভাষণ দেয়, দেশে সংঘটিত অপরাধের বিপরীতে আমাদের কাপুরুষোচিত নীরবতার প্রেক্ষিতে। -

এই ভাষন আর সেই সাথে আমাদের স্বত্তার জাগ্রত করার জন্য কোন কান্ডারি আসিবেনা নিজেকেই কান্ডারি ভাবিয়া যদি কাজটা করতে পারতাম কিন্তু তা হবার নয় কাপুরুষের মত এসি অফিসে বসে ব্লগে ঝড় তুলি সুশীল হই তাতেই বেজায় আনন্দ, মাঠে নেমে চোদ্দশীকের ভয় আমার তারাবার শক্তি নাহি রয়। হয়তোবা হবে কোন দিন যখন নিজের কোন আপনজন এমন কস্ট পাবে তখন আমি না হয় জাগবো আর তোমরা ঘুমাবে যতদিন না তোমাদের আপনজনের পালা আসে।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: তিক্ত এবং কটূ সত্য। হজম করা কষ্টকর সত্যিই!

শুভদুপুর মেলবোর্ন।

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভদুপুর।

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

নেংটি ইদুর বলেছেন: জ্বী হ্যা ভাইয়া B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: B-)

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

অচিন.... বলেছেন: দারুন হয়েছে গল্পটা, একটা বিস্ফোরন আশা করা যেতেই পারে +

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অচিন। শুভদুপুর।

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

অচিন.... বলেছেন: আচ্ছা হামা ভাই, ধুর আর বিকট দিয়া কি বুঝাইছেন?

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: বিতৃষ্ণা জীবনে আমার... (আইয়ুব বাচ্চুর গান)

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

শেরজা তপন বলেছেন: পড়লাম বেশ মন দিয়ে-তবে ব্যাস্ততা ছিল ভিতরে।নিশ্চতভাবে ভাল লেগেছে..

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: ব্যস্ততার মধ্যেও সময় দেবার জন্যে অনেক ধন্যবাদ!

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

rudlefuz বলেছেন: এই গল্পটা আমার লেখার কথা ছিল :(

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: I know the feel bro B-)

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার স্বপ্ন অনেক আগেই বাস্তবায়ন করেছিলাম । ঘটনাটা বলি ?

সেদিন আমরাও ছিলাম ৩জন । সিলেট টাউনে বন্দরে একটা বইয়ের দোকানে বই দেখছিলাম । হঠাত্‍ দোকানের বাহিরে চোখ যেতেই দেখি এক লোক হন হন করে হেটে যাচ্ছে একটা মেয়ে কে ধাক্কা দিয়ে চলে যাচ্চিল তখন তার মুখে একটা পৈশাচিক নিকৃষ্ট হাসি দেখে আমার রক্ত গরম হয়ে গিয়েছিল লোকটাকে ফলো করার জন্য দোকানের বাহিরে এলাম তার গতি বিধী দেখতে আমাকে আরো উষকিয়ে দিল আরো একটা মেয়েকে সেইম পজিশনে ধাক্কা দিল এবার যথেষ্ট দুরে চলে গেছে । আমার সাথের ২জন কে বল্লাম বৈ পরে কিনব । চল আমার সাথে । ঐ পিশাচের পিছ লাগলাম । বন্দর থেকে জিন্দাবাজার ২০০মিটার রাস্তা হেটে হেটে তার পিছু নিয়ে একি ঘটনার কয়েকবার ঘটতে দেখে এবার আমরা তিনজনই অগ্নি মুর্তি, এই হারামিরে ছাইজ দিতে হবে । আমাদের গতি বাড়িয়ে দিয়ে তার কাছা কাছি চলে এসেছি । এবার মাঠে নামলাম আমি । বে কায়দায় এমন ধাক্কা দিলাম যে লোকটা থুতনিতে হাত দিয়ে দাড়িয়ে গেল আমিও পিছন ফিরে তাকালাম আমার দৃষ্টি ছিল পর্যাপ্ত ত্রাশ সৃষ্টির জন্য যথেষ্ট । সিলেটি ভাষায় বলছিলাম "আর একটা মেয়ের গায়ে যদি আমার সামনে ধাক্কা দিবি তো তার পরে কি হবে সময় বৈলা দিবে"

আপনার স্বপ্ন অনেক আগে থেকেই আমার হাতে আছে এখন অন্য আরো কেউ নিক । আমরা আঈন হাতে তুলে নেব প্রকাশ্যে যত দিন কঠর আইন প্রনয়ন এবং বাস্তবায়ন না হয় ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: স্যালুট!

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

সায়েম মুন বলেছেন: সহজ গল্পের সুন্দর উপস্থাপনা। অনেক ভাল লেগেছে। বিষয়গুলো স্বপ্ন না হয়ে এক রকম বাস্তব হউক না। পিটায় খ্যাদায় দেই সব ধর্ষণ এবং দেশের অনিষ্টকারীদের।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: ধর্ষণকারীদের সামনাসামনি পাইলে জনগণ ঠিকই তার প্রাপ্য বুঝায়া দিবে। কিন্তু এসব তো প্রকাশ্যে হয় না।

ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভবিকেল!

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ডানাহীন বলেছেন: এখনো যারা মানুষ আছে তারা নিজেদের স্বপ্নই হারিয়ে ফেলছে .. অন্যের স্বপ্নের ভার তারা কতক্ষন বয়ে নিতে পারবে । জীবন পরিনত হয়েছে ফাঁদে .. চাই বা না চাই সেই ফাঁদ গলেই আমাদের বেরুতে হবে ।

লেখাটিও বরাবরের মত মুগ্ধতার আরেকটি ফাঁদ ..

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: স্বপ্ন সাদাকালো, লেখার কাগজ এবং অক্ষর ও সাদাকালো। কী অদ্ভুত মিল, না!

শুভবিকেল ডানাহীন।

৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

নীলফরিং বলেছেন:


ভালোলাগার চিহ্ন জমা দিলাম অবলীলায়।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

হাসান মাহবুব বলেছেন: আনন্দের সাথে গ্রহণ করলাম। শুভেচ্ছা।

৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোমহেপি বলেছেন: হামা ভাই সাইড ইফেক্ট গল্প বলে মনে হইলো।আপনার সচরাচর লেখা থেকে ভিন্ন ঢং।আমার এসব ভেবে গল্প আসে না।আমার ইচ্ছে করে একটা পার্টি গঠন করি।যারা সমাজের চোখে খুব ভদ্র।ভাল মানুষ।রাতের অন্ধাকারে তারা ভয়ানক খুনি।তারা খুন করে ভয়াবহ অপরাধী,অপরাজণীতিক,ভয়ানক ঘুষখোর,কিছু,ডাক্তার ইত্যাদি ইত্যাদি.....
তাদের কাজ হবে সারাদেশে এসব মেসেজ প‌ৌছে দেয়া যে এবার তোরা অফ যা না গেলে 'পরিণতির জন্য তৈরি হ'

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

হাসান মাহবুব বলেছেন: সাইড এফেক্ট গল্প না সেই অর্থে। মানুষকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেও না। আমি ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখসিলাম, সেখান থেকে মনে হইসে এই থিম নিয়া একটা গল্প লেখা যায়। তবে এটা ঠিক যে, পারিপার্শ্বিক অবস্থা মনের ভেতর একটা প্রভাব তো ফেলেই। আর স্বপ্নে মানুষ তারই প্রতিফলন দেখতে পায়।

৬০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ.... অপ্রাসঙ্গিকতার জন্য ক্ষমা করবেন....

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা, রিপোর্ট করব।

৬১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

রাজসোহান বলেছেন: বিস্ফোরিত গল্প! প্লাস প্লাস :-B

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: তুমি ব্লগে ব্যাক করলা নাকি? :-B আমাদের একটা কন্টেস্ট ছিল ঐটা আবার চালু করি আহো!

৬২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

অচিন্ত্য বলেছেন: +++++++++++++
ক্যাথারসিস !
আমি যা বলতে চাই তা ১১ নম্বর মন্তব্যে আদনান০৫০৫ বলেই দিয়েছেন। সত্যিই আপনার মনোজাগতিক খেলায় কখনোই আপনার আগে আগে হাঁটা সম্ভব হয় না। কারণ পথটা একমাত্র আপনারই চেনা। কারণ ওটা আপনার নিজস্ব পথ। হ্যাঁ, ১২ নম্বর মন্তব্যে অন্তি ঠিকই বলেছেন। সম্ভব হলে ‘গর্ভধারিণী’ বইটা পড়ে নিলে ভাল লাগবে আশা করি।

একটি বিষয়ে একটু জানতে ইচ্ছে করছে। শুরতেই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটি কি তৈরি করা ? কীভাবে করা ? আর হ্যাঁ, আপনাকে একটি ইমেইল পাঠিয়েছি।
৭ নম্বর মন্তব্যে সুপান্থ সুরাহী বলেছেন: গল্পের সিচুয়েশনের সাথে কদম গুণাটা বেখাপ্পা মনে হচ্ছিল। ইন ফ্যাক্ট এই বিষয়টা কিছুটা আমারও মনে হয়েছে। তবে মন্তব্যটির প্রত্যুত্তরে আপনার ব্যাখ্যাটাও দারুণ হয়েছে।

১৪ নম্বর মন্তব্যে নক্ষত্রচারী নিউম্যারিক্যাল টার্মের কথা তুলেছেন। ২৫ নম্বরে আলাউদ্দিন আহমেদ সরকারও পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইল রূপকটির কথা উল্লেখ করেছেন। সত্যিই অনন্য রূপক হয়েছে।

দু’একজনের মন্তব্য পড়ে মনে হচ্ছে, এবং প্রায়ই মনে হয়, আপনার লেখা অনেকের কাছে ‘কঠিন’ এবং এই বিষয়টি তারা উপভোগও করেন। শব্দজাল বুননে আপনার যে দিকটি আমাকে সবচেয়ে মুগ্ধ করে তাকে ‘কঠিনতা’র অপবাদ দিতে মন সরে না; কারণ তা আরেকটি বড় অপবাদ ‘দুর্বোধ্যতা’র পূর্বাবস্থা। অপবাদ বলছি এজন্য যে আপনার লেখায় আমি তার সন্ধান পাই না। আপনার শৈলীকে আমি বলি বিকল্পধর্মী। আর বিষয় বৈচিত্র্যে আপনাকে বলতে চাই – unpredictable

ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

হাসান মাহবুব বলেছেন: আমার গল্পের প্রতি আপনার আগ্রহ, যত্ন এবং বিশ্লেষণ প্রতিনিয়ত কৃতজ্ঞ করছে। অনেক ধন্যবাদ অচিন্ত্য!

গর্ভধারিণী পড়া হয়নি। অবশ্যই পড়ব। ছবিটা গুগল সার্চ করে পেয়েছি। ৪৩ নং কমেন্ট থেকে জানলাম ওটা Goodbye Mr. Despair নামক এ্যানিমেশন মুভির।

ই-মেইল পড়লাম। আবারও অনেক ধন্যবাদ জানাই। তবে ওসব কথা আপনি মন্তব্যের ঘরেও বলতে পারেন নির্দ্বিধায়।

শুভকামনা রইলো।

৬৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

নীলপথিক বলেছেন: বহু আগের কথা। একজনকে পাপের শাস্তি দিয়েছিলাম। শুধুমাত্র একটাই ঘুষি। হঠাৎ ফট করে একটা বিদঘুটে শব্দ হলো। নাকের হাড় ভাঙ্গার শব্দ। একদলা রক্ত এসে তার মুখ ভিজিয়ে দিয়ে গেলো। ভয় পেয়েছিলাম, মরেই গেলো না তো? (নাকে ঘুষি খেলে যে মানুষ মরে না সেটা বোঝার মতন বয়স তখনও হয়নি) পাগলের মতন দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। কিশোর বয়সের কথা সেটা। এখন এত সাহস নেই আর। তবে তৃপ্তি আছে ষোল আনা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: পাপীরা এভাবেই তাদের প্রাপ্য বুঝে পাক। শুভকামনা।

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

শামীম আরা সনি বলেছেন: এমনিই কি বলি যে মেলানকলির জগতে আপনি সেরা?

৩২ নং যোগচিহ্ন :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সনি। শুভদুপুর।

৬৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

রাজসোহান বলেছেন: ইদানিং একা একা লাগতেছেতো তাই পুরোনো প্রেমিকার কাছে ফিরে আসা :P

আসেন চালু করি কন্টেস্ট ;)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: আমি তো ম্যালা আগায় গেচি গা, তাই ঠেকায় ঠেকায় খেলুম। তুমি স্লগিং শুরু কর B-)

৬৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রাজসোহান বলেছেন: সাড়ে ১১হাজার আগায় আছেন, এইটাতো মিশন ইম্পসিবল হইয়া গেলো :((

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: কাইন্দো না, আপাতত রাশেদরে টার্গেট কর। তারে ধরার পর দেখবা যে আমি হাতের নাগালে চইলা আসছি!

৬৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

ডেজা-ভু বলেছেন: শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: ঝড়ের মত একটা গান। উড়ায় নিয়া যায় পুরা। আইজকাই শুনুম বাসায় যায়া। অনেকদিন শোনা হয় না!

৬৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

অদৃশ্য বলেছেন:




হাসান ভাই....

গল্পটি আমার কাছে চমৎকার লেগেছে। দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেলো.... তবে গল্পের শেষের দিকে স্মৃতিহীনতার অংশটুকু কিছুটা কম বর্ননায় এলেও গল্পের সৌন্দর্য একটুও কমতো না....

আমি মনে মনে লিখাটির ঐ তিনটি চরিত্রের যে কোন একটিতে বা তিনটিতেই নিজেকে ভাবছি... সুখানুভব করছি...

শুভকামনা....

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্যে। শেষটায় কিছু বাহুল্য মনে হয়েছে? আমি তো আরো এডিট করেছিলাম গল্পের মূল ভাবটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে ভেবে। তবে, এই যে নানা রকম পাঠ এবং মন্তব্য এর থেকে লেখকেরই উপকার হয় এবং সে আরো ভাববার অবকাশ পায়। তাই এমন মন্তব্য সবসময়ই কাঙ্খিত।

শুভবিকেল।

৬৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

এসএমফারুক৮৮ বলেছেন: সত্যিই আমি একদিন এক বখাটেরে সাইজ করছিলাম । ভাল লিখেছেন, ভাল লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো করসেন। অনেক ধন্যবাদ পড়ার জন্যে।

৭০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++++ অসাধারণ লিখেছেন ভ্রাতা ।

স্কুলে থাকতে আমাদের একটা গ্রুপ ছিল , একটা প্লান ছিল । ছোট বয়সে সহজভাবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম ‘’ যখন আমাদের যথেষ্ট টাকা পয়সা এবং ক্ষমতা হবে , এই ধরনের যে সকল জানোয়াররা যারা গতানুগতিক ধারায় শাস্তি পাবে না , তাদেরকে আমাদের একটা অ্যাসাসাইন গ্রুপ থাকবে , তারা সরাসরি যে শাস্তি পাবে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে । আর এই ধরনের জানোয়ারদের খুন করে ফেলব । কোন কথা নাই । আর একটা মেসেজ দেওয়া হবে সাথে যে এই ধরনের জানোয়ারদের মত যারা করবে তাদের পরিনতি এরকমই হবে । আমি নিশ্চিত এরকম কয়েকটি উদাহারন কয়েকবার প্রতিষ্ঠা করা হলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে । আইন নিজের হাতে তুলে নিবেন না , এইসব সুইজারল্যান্ড মার্কা বানী আমাদের দেশে নিতান্তই অকার্যকর ।‘’
আমি জানি ঐ বয়সের এই প্লান হাস্যকর মনে হলেও , এখন কেন যেন মাঝে মাঝে মনে হয় , খুব একটা ভুল প্লান ছিল না ।

ভালো থাকবেন ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ। পৃথিবীতে অনাচার অনেক বেড়ে গেছে। হয়তোবা এমন এক্সট্রিম কিছুই পারে একটা পরিবর্তন আনতে!

শুভকামনা।

৭১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

অচিন্ত্য বলেছেন: হায় হায়, মূল শব্দটাই তো বাদ পড়ে গেল। আমার মন্তব্যের (১১২) শেষ শব্দটি ছিল- আনপ্রেডিক্ট্যাবল্‌

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: শুভসকাল অচিন্ত্য!

৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অনীনদিতা বলেছেন: খুব বেশি দরকার ছিল আপনার এই লেখাটার।
খুব ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অনিন্দিতা। ভালো থাকবেন।

৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইনকগনিটো বলেছেন: গল্প দিয়ে প্রতিবাদ করার মতো এতো অসাধারন জিনিস আর হয়না।


লেখাটা খুব খুব খুব ভাল্লাগছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ব্রো!

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: অনাচার আর নৃশংসতার মাঝে মুখ বুজে কোন রকম বেঁচে থাকতে থাকতে আমরা ভূলে যাই প্রতিবাদের ভাষা । বিবেক-বুদ্ধি ঝিমুতে ঝিমুতে নেতিয়ে পড়ে কচ্ছপের খোলসে । বিবেক, নৈতিকতা, রাগ, ক্ষোভ আর প্রতিবাদের সমন্বয়ে আমরা তাই আর তেজস্বী হয়ে উঠিনা । আর এই সুযোগে পিচাশ রুপে ধেয়ে আসে নরপশুদের থাবা ।


নির্লিপ্ত নির্জীব স্রোত বেয়ে ভেসে চলা জীবনে চাই উল্টো সাঁতার । ঘুরে দাঁড়ানোর এক দুর্দান্ত গল্প । পিচাশের বিরুদ্ধে পৈচাশিক উল্লাস ।

৩৯ তম ভালো লাগা । শুভ কামনা প্রিয় গল্পকার হামা ভাই । :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি মামুন ভ্রাতা। ভালো থাকবেন।

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

antaramitu বলেছেন: দারুন গল্প.......

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্তরা মিতু। স্বাগতম আমার ব্লগে।

৭৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

antaramitu বলেছেন: আপনাকেও ধন্যবাদ.........

"যখন আমাদের যথেষ্ট টাকা পয়সা এবং ক্ষমতা হবে , এই ধরনের যে সকল জানোয়াররা যারা গতানুগতিক ধারায় শাস্তি পাবে না , তাদেরকে আমাদের একটা অ্যাসাসাইন গ্রুপ থাকবে , তারা সরাসরি যে শাস্তি পাবে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে । আর এই ধরনের জানোয়ারদের খুন করে ফেলব । কোন কথা নাই । আর একটা মেসেজ দেওয়া হবে সাথে যে এই ধরনের জানোয়ারদের মত যারা করবে তাদের পরিনতি এরকমই হবে । আমি নিশ্চিত এরকম কয়েকটি উদাহারন কয়েকবার প্রতিষ্ঠা করা হলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে । আইন নিজের হাতে তুলে নিবেন না , এইসব সুইজারল্যান্ড মার্কা বানী আমাদের দেশে নিতান্তই অকার্যকর"

আমি এখনো, এই বয়সেও এই পরিকল্পনার বাস্তবায়নের বিকল্প দেখি না....... এই দেশে আইনের প্রয়োগ, সামাজিক আন্দোলন- এইসব গালভরা কথার এক বিন্দু ফল এই জনমে পাওয়া সম্ভব না না না...

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: কথার যৌক্তিকতা অস্বীকারের উপায় নেই...

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

নীলঞ্জন বলেছেন: নতুন করে আর তো কিছু বলার নাই হামা ভাই। বরাবরের মতোই মুগ্ধ।++++++++++

শুভ কামনা একরাশ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন। শুভরাত্রি।

৭৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

নস্টালজিক বলেছেন: দূর্দান্ত! সুপার্ব!

তোমার এই লেখাটা ভালো লাগসে খুব! দৃশ্যকল্পগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম! একটা থমথমে আবহ! একটা রাত আর্তনাদ!...

ফিনিশিং-টা শুধু ভালো লাগে নাই আমার! মনে হইসে একটু যেনো তাড়াহুড়ো বা হঠাৎ শেষ করে দিলা!

মুগ্ধপাঠ!

বই এর আলমিরা-তে রাখলাম!


শুভেচ্ছা নিরন্তর!

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস বাডি। ফিনিশিংটা নিয়া ঝামেলায় আছি। বাড়াইতে গেলে অনেক বেশি কিছু মাথায় চৈলা আসতাসে আবার কমাইতে গেলে বেশি সংক্ষিপ্ত মনে হচ্ছে। দেখি আর অল্পবিস্তর যোগ করা যায় কী না।

শুভরাত্রি!

৭৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

প‌্যাপিলন বলেছেন: ঠিক এরকমটি আমাদের অনেকেরই নিউরণে অনুরণিত হয়, মাঝে মাঝে কিছু বেহিসেবী যুবকরা ঠিকই ফেটে পড়ে, পরবর্তীতে তাদের বিষ্ফোরণটা ভুল প্রমাণিত করে কিছু লোভী নেতৃত্ব, তারপর আবার বিষ্ফোরনে আত্নাহুতির উতসব একান্ত বাধ্যগতর মতো যুবকদের হাতছনি দেয়........টু বি কন্টিনিউড

দারুণ গল্পে ভাললাগা

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবং চমৎকার মন্তব্যের জন্যে। ভালো থাকবেন।

৮০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শিরোনাম দেখেই ধাক্কা, দা ভেরি ফার্স্ট ওয়ান। পরবর্তীতে আরো কয়েক পশলা।

প্রেডিক্ট করেছিলাম রিভার্স আলেক্সের মত ঘটনা ঘটবে... হয় নি, সেইখানেই আপনার চমতকারিত্বে মুগ্ধ হলাম।

সমসাময়িক এবং দুর্দান্ত স্বাপ্নিক। পঞ্চান্ন হাজার পাঁচশ আটানব্বই বর্গমাইল এর মাজেজা বুঝলাম, কিন্তু ১৯৫ কি মীন করে ??? নাকি শুধুই একটা সংখ্যা ????

সুখপাঠ। শুভকামনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

৯৫ কদম... উল্লেখ করেছি, কারন ব্যাপারটা এমনভাবে দেখাতে চেয়েছি...

একটা তীব্র স্বপ্ন ভেঙে যাবার পরে, কিছুক্ষণ সবকিছুই স্পষ্ট মনে থাকে। তারপর ধীরে ধীরে ওলটপালোট হয়ে যায়। ৯৫ হয়ে যায় ১৯৫ অথবা অন্য কোন সংখ্যা। বিশেষ অর্থবোধক কোন সংখ্যার কথা তখন মনে আসে নাই। তাইলে সেটাই দিতাম।

শুভসন্ধ্যা!

৮১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

গোলাপি রাজকন্যা বলেছেন: সাদা কালো রক্তের মানুষ গল্পটা পড়তে ভাল লাগছিল।

শেষটা নিয়ে কেন কনফিউশনে আছেন? বেশ হয়েছে তো!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: কনফিউশন কিছুটা কাটলো!

ধন্যবাদ এবং শুভরাত্রি।

৮২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিংটা পুরাপুরি ধরতে পারলাম না

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: এই গল্পটার পেছনের কাহিনী হৈলো, একটা স্বপ্ন। আমি এমন একটা স্বপ্ন দেখসিলাম, যেটাতে আমরা তিন বন্ধু মিলে একজন ধর্ষককে খুন করি। ঘুম ভাঙার পর অন্যরকম একটা জোশ অনুভব করতেসিলাম। স্বপ্নটার সমস্ত ডিটেইলস চোখের সামনে ভাসতেসিলো। খুবই বিস্তৃত স্বপ্ন ছিলো সেটা। ঘন্টাদুয়েক পর যখন আবার ঘুম ভাঙলো, অনুভূতিটাও ফেড আউট হতে লাগলো, স্বপ্নের লজিক, ক্রোনোলজি এইসবও ওলটপালোট হৈতে থাকলো। একসময় স্বপ্নটা আর স্পেশাল কিছু থাকলো না। এই ভাবনা থেকেই গল্পটা লেখা।

ধন্যবাদ শুভরাত্রি।

৮৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: স্বপ্ন রাতের অন্ধকার ছেড়ে দিনের আলোতে আসুক আমাদের সমাজে। স্বপ্নকে দিনের আলোতে আসতেই হবে, নাহলে আমরাযে অন্ধকার থেকে গভীরতর অন্ধকারে তলিয়ে যাব....

থিমটা আসলেই সময়োপযোগী............

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! শুভরাত্রি।

৮৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভাল লাগছে গল্প। স্বপ্ন এবং বাস্তবতার উপকরণে।
ধর্ষকদের গায়ে মানুশের মতো লাল টকটকে রক্ত থাকলেও তারা ধর্ষকই।
সুপ্রভাত

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অপর্ণা। ভালো কাটুক দিন।

৮৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

দুরন্ত সাহসী বলেছেন: Apnar lekha gulo khub kothin hoy but eta bujte perechi gotokal pore. :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্যে। শুভদুপুর।

৮৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: রাত বাড়তে থাকলে আমাদের অসহিষ্ণুতা বৃদ্ধি পায়, এবং কোন এক পাপাচারীকে ধরে শাস্তি দেবার স্পৃহাটা প্রবল থেকে প্রবলতর হতে থাকে।


পড়লাম আর স্ন্যাপ শর্ট একটার পর একটা....ভালো লাগছে মানে ১০০% হাসান ভ

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তুহিন। শুভবিকেল।

৮৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

স্তব্ধতা' বলেছেন: আপনার লেখা সাধারণত দম নিয়ে পড়ি, এটা দম না ছাইড়াই পড়লাম। সুপার্ব।++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মেইট! শুভ স্নিগ্ধ সকাল।

৮৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: আজ আবার গল্পটা পড়তে এসেছিলাম। সেদিন অর্ধেকটা পড়ার পর কেমন যেন ভয় আমাকে আচ্ছন্ন করেছিলো। পুরোটা শেষ করেতে পারিনি। আর শেষ করার পর আজ আর কিছু বলার নেই।
আপনার হাত ভরে থাক লেখায়।

শুভকামনা সবসময়।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভরাত মাফ্লো। আপনার শুভকামনা যেন সত্যি হয়।

৮৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

সকাল রয় বলেছেন:
দারুন দারুন !!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রায়সাহেব!

৯০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

সালমাহ্যাপী বলেছেন: এই গল্পটা অন্যান্য সব গল্প থেকে ভিন্ন এবং সহজ কঠিন ভাবে উপস্থাপন করা হয়েছে।

অসম্ভব ভালো লাগা ভাইয়া।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সালমা। শুভরাত্রি।

৯১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

আমিনুর রহমান বলেছেন: ভীষণ ভালো লাগা রইল আপনার প্রতিবাদী গল্পে।
আরো লিখুন।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব লিখে যাবার।

শুভদুপুর।

৯২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

সোহাগ সকাল বলেছেন: (y)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: :putnam:

৯৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

রাজসোহান বলেছেন: সম্ভব না :(

আগে মুভি দেখতাম না খালি ব্লগিং করতাম।

আগে চাকরি করতাম না খালি ব্লগিং করতাম।

আগে প্রেম করতাম না খালি ব্লগিং করতাম।

আগে এদিক ওদিক যেতাম না খালি ব্লগিং করতাম।

আগে এটা সেটা করতাম না খালি ব্লগিং করতাম।

এখন সব করি খালি ব্লগিং করতে পারি না।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: :(

৯৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

লেখোয়াড় বলেছেন:
রেজোওয়ানা বলেছেন: গল্পটা আমার ভীষন ভাল লেগেছে, কেমন ভাল সেটা লিখে প্রকাশ করতে পারছি না কেন জানি! তবে খুব ভাল.......

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অন্যরকম !
দ্বিতীয় প্যারায় বর্ণনামূলক না হয়ে ডায়লগ থ্রোতে ইনফোগুলো আসলে মনে হয় আমি বেশি ভালো পাইতাম !

................ এই দুজন যা বলেছেন আমি যদি ওরকম বা এর কাছিকাছি কিছু বলি, তবুও আপনি আমাকে উপহাস করে তাড়িয়ে দিবেন, বলবেন ভাগ আমার এখান থেইকা।

হাসান মাহবুব আপনি অনেক বড় ব্লগার।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

হাসান মাহবুব বলেছেন: আপনার সাথে এমন অভদ্র আচরণ করব কেন ভাবলেন? অতীতে কোন এক সময় আপনার মহাবিরক্তিকর কোন আচরণের কারনে হয়তো তেমন কিছু বলেছিলাম। আপনি একসময় খুব ইরিটেটিং ব্লগিং করেছেন। যাই হোক, দুঃখ প্রকাশ করছি, খুশি হব যদি ওসব মনে না রেখে নিয়মিত আমার ব্লগে এসে আপনার পাঠ প্রতিক্রিয়া জানান।

শুভসন্ধ্যা।

৯৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আহসান। শুভভোর।

৯৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

কয়েস সামী বলেছেন: হায় হায়! এই চমৎকার গল্পখানা খুইজা পাইতে আমার এতোদিন লাগিল!! আমি আরো ওয়েইট করতাসি হামা ভাইয়ের নতুন গল্পের জন্য!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: যাক পাইসেন অবশেষে! নতুন গল্পের থিম আছে মাথায়, লেখার সময় পাচ্ছিনা।

শুভরাত্রি।

৯৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

শহিদুল ইসলাম বলেছেন: অনেকদিন পর ব্লগে এলাম

এবং এত চমৎকার একটা গল্প পড়লাম !

এই গল্প সম্পর্কে কিছুই বলার নাই

শুরু থেকে শেষ পর্যন্ত টানটান

চমৎকার !

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শহিদুল। শুভদুপুর।

৯৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ লেখাটার জন্যে।
ভালো থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!

৯৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার, অসাধারণ।

আমি বাক-রুদ্ধ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুবিন। শুভদুপুর।

১০০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মা গল্প তুখার হইসে। মাম্মা আমি ভোটে দারাইতেসি। তুমি আমার দলে আছো কইলাম।তুমি কোন পদ নিবা? সবার পদ ঠিক করতাসি। পদ দেয়া ঠিক হইলে প্রেস ক্লাবের সামনে সবাই মিলা রাজনীতিরে পাদ দিয়া নতুন দলের আগমন গুশোনা করুম।

মাম্মা আমগো দলের নাম হইবো মাম্মা পার্টি। আর স্লোগান হইবো মাম্মা আমি গ গ জ্ঞানী আপ্নে? :-B

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: তুমার মতলব ভালা না মাম্মা। তুমি কঠিন চিজ! তুমার প্রস্তাব ভাইবা দেখুম্নে! /:)

১০১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

কালীদাস বলেছেন: হ, খালি ভাইবাই গেলাম জনমভর। খুনটা আইজ পর্যন্ত করা হল না :(

আছেন কেমন?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: আছি ভালোই। শুভখুন!

১০২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: মানুষ হত্যা করতে পারব না! হয়ত ওরা মানুষ না। পশুও না। শুধু শুধু বেচারা পশুদের লজ্জা দেই আমরা। ওরা ভ্যামপায়ার? তাইলে ওদের মারতেই হবে। নাহলে মরতে হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

হাসান মাহবুব বলেছেন: মানুষ আর পশু আলাদা করা দুস্কর হয়ে উঠেছে এখন। শুভরাত্রি শোয়েব।

১০৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: শুভরাত্রি ভাইয়া। আপনার পোষ্টে প্রথম কমেন্ট করলাম যদিও আপনার লেখা অনেক আগে থেকেই পড়ি। নিক ছিলনা। একটা সময় সস্তা বিনোদনে ফেডআপ হয়ে ব্লগ পড়া বাদ দিয়েছিলাম। তখনও শুধু আপনার লেখা পড়ার জন্য সামুতে আসতাম। একটা রেকুয়েষ্ট কখনও আপনার লেখার স্টাইল এবং বিষয় বদলাবেন না। অন্য বিষয়ে লেখার পাবলিকের অভাব নাই। আপনার লেখা শুধু একটা পোষ্টের চেয়ে অনেক অনেক বেশি কিছু। কথা গুলো অনেক আগেই বলতে চেয়েছি পারি নি। মন্তব্য বড় করার জন্য ক্ষমা চাচ্ছি।

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। আমি নিজেও আমার স্বকীয়তা বিসর্জন দিতে চাইনা। কোনভাবেই। আজকে একটা গল্প দিলাম এইমাত্র। কেমন লাগলো জানাবেন।

শুভভোর।

১০৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

গোয়েবলস বলেছেন: এত ভাল করে মানুষ নিজের কথা গুলি কিভাবে প্রকাশ করে এখনো বুঝে উঠতে পারিনি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম। শুভ প্রত্যাবর্তন।

১০৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

গোয়েবলস বলেছেন: ধণ্যবাদ। চেষ্টা করছি

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম। ভালো লাগবে আপনাকে আগের মত সক্রিয় দেখলে।

১০৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

ফারিয়া বলেছেন: খুন করে লাভ নেই, তবে ধীরে ধীরে হত্যা হতে দেয়া যেতে পারে। গল্পটার ভাষা খুব ভালো লেগেছে। আর কনসেপ্টটাতো চেনাই!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ ফারিয়া।

শুভসকাল।

১০৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

প্রিন্সেস ফিওনা বলেছেন: ভালো লাগা রইল ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ প্রিন্সেস! শুভসকাল।

১০৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:

এই পোস্ট মিস হয়ে গেছে....মার্ক করে গেলাম ....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ওকে। শুভরাত্রি।

১০৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২

আরজু পনি বলেছেন:

পড়ে মনটা কি একটু খারাপ হলো?!

তবু্ওতো আমরা এখনো স্বপ্ন দেখতে পারি। তবু্ও এখনো আমরা হায়েনা হয়ে যাইনি।

আমরা এখনো মানবিক আছি...


পড়ার পর কেমন যেন একটা দীর্ঘ...দীর্ঘশ্বাস বেরিয়ে এলো!
প্রকাশটাতে বেশ নেশা লাগলো।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পনি আপা।

শুভসকাল।

১১০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

বৃষ্টিধারা বলেছেন: সকাল থেকে কয়েক বার পড়লাম ।

মন খারাপ ছিলো খুব । :(

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: এই গল্প করে মন ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.