নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

রিভার্সি/ওথেলো

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭



তারা দুইজন। সময় কাটানোর জন্যে, অথবা বলা যায় পেশাগত দায়িত্ব পালনের জন্যে সারাদিন রিভার্সি খেলে। বুদ্ধিমত্তা এবং গাণিতিক গণনার কৌশলের কুশলী প্রয়োগে কে কার থেকে এগিয়ে বলা মুশকিল। তবে জয়-পরাজয় যাই আসুক তারা সহজভাবেই নেয়। তারা দুইজন, পাশাপাশি রয়েছে দীর্ঘদিন ধরে। সেটা কতদিন, জিজ্ঞেস করলে তাদের ক্ষুরধার গাণিতিক জ্ঞানও বিব্রত হবে। তাদের কর্মপন্থা এবং দর্শন সম্পূর্ণই ভিন্ন। এতটাই ভিন্ন, যা তাদের এতদিনকার সহাবস্থানকে প্রশ্নের সম্মুখীন না করে পারে না। কারও জিজ্ঞাসার জবাব তারা দেয় না, হয়তোবা পৌঁছেও না তাদের কাছে। যদি পৌঁছাতো, একটা গতানুগতিক উত্তরই পাওয়া যেত হয়তোবা,

"আমাদের কর্মপদ্ধতি এবং দর্শন সম্পূর্ণ ভিন্ন হলেও একে অপরের কাজকে শ্রদ্ধা করি। যার যা কাজ তা সূচারুভাবে পালন করাটাই তো সুবিবেচনার পরিচায়ক, তাই না?"

আর যদি প্রশ্নের ধরণ পাল্টে একটু জটিলতার দিকে যায়, যা তাদের মধ্যে সাংঘর্ষিক কোন অবস্থা তৈরি করতে পারে, যেমন, "আপনারা কি পরস্পরকে প্রতিদ্বন্দ্বীর দৃষ্টিতে দেখেন? বিপরীত ধারার কাজ বলে আপনাদের একজনের সাফল্য অন্যজনের ব্যর্থতার সমানুপাতিক হবার কথা। সেক্ষেত্রে..."



সেক্ষেত্রে তারা না শোনার ভান করে রিভার্সি বোর্ডে বসে যাবে সাদা কালো গুটিগুলো নিয়ে। প্রকৃতপক্ষে, এই খেলাটাই তাদের কাজ!



রিভার্সি অথবা ওথেলো



রিভার্সি (ওথেলো নামেও পরিচিত) একটি বোর্ড গেম। এতে ৬৪ টি বর্গাকৃতির ঘর থাকে। দু পক্ষের মধ্যে খেলা হয় সাদা এবং কালো গুটি দিয়ে। খেলার শুরুতে দুটি সাদা এবং দুটি কালো গুটি বোর্ডের মাঝখানে সন্নিহিত থাকে। এরপর চাল দেয়া শুরু হয়। কাজ একটাই, তা হল, স্যান্ডউইচ বানানো! পাশাপাশি, কোনাকুনি, বা ওপর নীচে সাদা চাইবে সব কালোগুলিকে সাদা বানিয়ে ফেলতে এবং ভাইস ভার্সা!

উদাহরণ, ধরি সাদা হল ক এবং কালো হল খ। একদম শুরুতে বোর্ডের পজিশন থাকবে এমন,



ক ক

খ খ

এখন, প্রথম চাল যদি ক এর হয়, সে এমন অবস্থানে চাল দেবে যেন শুরুতে একটি ক এবং শেষে আরেকটি ক থাকে, মাঝখানের সবগুলো খ। এতে কী হবে? মাঝখানের খ গুলো ক হয়ে যাবে। অর্থাৎ কালোগুলি সাদা হবে। বেদনাগুলি আনন্দ হবে। কষ্টগুলি সুখ হবে!



এভাবে,

ক ক

খ ক



আনন্দ করুন! ৪ টি ক আর একটি মাত্র খ! অধিক আনন্দ, অল্প বেদনা। কিন্তু আনন্দ কি কখন চিরস্থায়ী হতে পারে! সুখের মত ক্ষণস্থায়ী বস্তু আর কী আছে? তাই কালো এখন এগিয়ে আসবে সাদাকে গ্রাস করতে। শুরুতে কালো, শেষে কালো, মধ্যবর্তী আলোগুলো বিলীন।



যেমন, কালোর চাল এখন এরকম হতে পারে,



ক ক

খ খ খ





ক এবং খ সমান। আনন্দ বেদনার সাম্যাবস্থা সবসময়ই কাঙ্খিত। কিন্তু আপনারা জানেন, খেলা এখনও শেষ হয়নি। মোট ৬৪ পয়েন্টের খেলা। একেক বোর্ডে একেক পক্ষ শক্তিশালী। কিন্তু অজস্র বোর্ডে খেলে চলেছে দুজনই! সেই কতদিন থেকে! প্রতিদিন নিযুত-কোটি বোর্ড খেলা হয় বলেই হয়তোবা তারা দুজন জয় পরাজয়ের ব্যাপারে এত নির্বিকার। আর এই জয় পরাজয় মোটেও তাদের ব্যক্তিগত না। তাদের খেলার ফলাফলের যথাযথ উদযাপনের জন্যে মানুষেরা সবসময়ই প্রস্তুত, অথবা অপ্রস্তুত অবস্থায়ও উদযাপনে বাধ্য!



একটি নির্দিষ্ট বোর্ডের কিছু খেলার ফলাফল

বোর্ড-১ সুমিতের তৃতীয় জন্মদিন/

কেক, মোমবাতি, উপহার, শুভাশীষ, সব মিলিয়ে আনন্দ/ সাদা জয়ী বিশাল ব্যবধানে। সবাই চলে যাবার উপক্রম করলে সুমিতের মন খারাপ হলে পরে বেদনা/ কালো কিছু পয়েন্ট করতে সক্ষম হয়েছিলো বটে, তবে তা নগণ্য, প্রকাশযোগ্য না!



বোর্ড-২ সুমিতের স্কুলে যাবার দিন/

নতুন স্কুলব্যাগ, নতুন জুতো, ঝলমলে স্কুল, সবুজ ঘাসের গালিচা, স্নেহময়ী শিক্ষিকা, সবমিলিয়ে আনন্দ বা সাদা গুটি এগিয়েছিলো বিস্তর। তবে কালো গুটি হিসেবে মা'র কথা মনে করে কান্নারা এলে খেলাটা বেশ জমে ওঠে। তবে ছুটির ঘন্টা এবং মা সাদা গুটি হিসেবে শেষ মুহূর্তে চলে এলে খেলাটা একপেশেই হয়ে যায়।



বোর্ড-৩ সপরিবারে প্রথম সমুদ্র যাত্রা/

এই খেলার ফলাফল বলাটা বাহুল্য হবে হয়তো ! এখানে পরিবারের সকলের সান্নিধ্যের উষ্ণতা, সমুদ্রের চঞ্চলতা সঞ্চালনকারী ঢেউ আর মন্দ্ররাগের গর্জন মিলে প্রবল প্রতাপে সাদা সাজিয়ে চলছিলো বোর্ডে। তবে রিভার্সি খেলার ধরণটা বড় অদ্ভুত। অনেকসময় দেখা যায়, ৫১-৩ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায়ও সব গুটি প্রতিপক্ষের পেটে বিসর্জন দিতে হয়। প্রতিপক্ষ স্যান্ডউইচ বানিয়ে গোগ্রাসে খায় আয়েস করে। শেষ পর্যন্ত ৫১-৩ থেকে স্কোর হয়ে যায়, ২-৬২! সুমিত যদি সমুদ্রের লুকিয়ে থাকা চোরাবালিতে ডুবে যেত তাহলে স্কোরটা এমনই হত। বাবা আর মা দুই নির্বোধ সাদাগুটি হয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী একটা অপমানজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতেন। ভাগ্যিস সেরকম কিছু হয়নি! ওদের সাথে আসা কাজের মেয়েটাও অবশ্য ডুবে যেতে পারতো চোরাবালিতে। তবে সে প্রসঙ্গ এখানে অপ্রসাঙ্গিক। তার অবস্থান হত অন্য কোন বোর্ডে। এই খেলায় মাত্র দুটি রঙের গুটি থাকবার নিয়ম আছে। সাদা আর কালো। আনন্দ আর বেদনা। সুখ আর কষ্ট। বিব্রতবোধ বা বিরক্তি নির্ণায়ক কোন গুটি এখানে নেই।



বোর্ড-৪ প্রত্যাখ্যাত হৃদয়ের বেদনা/

বেশ আয়োজন করেই এবং আত্মবিশ্বাস নিয়েই সুমিত তার সহপাঠিনী নিশুর প্রতি প্রেম নিবেদন করেছিল। আনন্দ এবং বেদনার গুটির যে বিভক্তিকর স্থূল সংযোজন আমরা পূর্বের বোর্ডগুলিতে দেখেছিলাম, যেমন আনন্দ/সুখ/সাদা নিয়ামক বস্তু- নতুন স্কুলব্যাগ, নতুন জুতো, ঝলমলে স্কুল, সবুজ ঘাসের গালিচা, স্নেহময়ী শিক্ষিকা, কেক, মোমবাতি, উপহার, শুভাশীষ এমন রকমারিতা এই বোর্ডে আসেনি। এখানে সাদা গুটি-ভালোবাসা। কালো গুটি- প্রত্যাখ্যান। অনেকদিন গুটি চালাচালির পরে শেষতক স্কোর সমান সমান হয়ে যায়। ৩২-৩২। বালকের কাছে এই সাম্যতার সান্ত্বনা অবশ্য প্রবঞ্চক পরাজয়ের সমতুল্যই ছিলো!





প্রাচীন দুই খেলুড়ের মধ্যে কথোপকথন

সাদা- জানিস, এই খেলাটা না খেললে পরে জানতামই না যে আমার এতগুলো রূপ আছে। খালিচোখে আমাকে যা দেখা যায় আদতে আমি শুধুই তা না!

কালো- আমিও। আচ্ছা তোর মনে আছে, একদম প্রথম জীবনে তোকে কি নামে ডাকা হত, বা কোন পরিচয়ে তুই সাচ্ছন্দ্য বোধ করতি?

সাদা-উমম... সুখ, আনন্দ। এই তো! সুখ+আনন্দ=সাদা। এগুলোকে ভাঙলে তেমন কিছু পাওয়া যেত ? ক্ষুধা, ঘুম, যৌনতার স্বাদ। ব্যাস! আর এখন...সাদা=সুখ+আনন্দ=আইফোন+এক্সট্যাসি+ভ্যালেন্টাইন কার্ড+রিলাক্সিন+গ্যাস্ট্রিকের ট্যাবলেট+ভালো মানের সার+ ভালো মানের পানির পাম্প+ইট-সুড়কির সুন্দর মিশ্রণ+সিনিপ্লেক্সে থ্রিডি মুভি+ ক্রিকেট খেলার টিকেট ইত্যাদি! বলে শেষ করা যাবে না।

কালো-হু। তেমনিভাবে আমার ক্ষেত্রে বেদনা আর দুঃখের সমার্থক শব্দও এখন তুই যেগুলি বললি সেগুলোকে ইনভার্স করলে যা যা হয় আর কী! হাহা!

সাদা- অবশ্য অতকিছু আমাদের জেনে হবেই বা কী! আমরা খেলে যাবো। কখনও জিতবো আমি, কখনও তুই! কিন্তু আসলে কি আমরা জিতি বা হারি? জেতে বা হারে তো অন্যরা। সুখী বা আনন্দিত, দুঃখী বা বেদনাতুর হয় তো অন্যরা। কেন খামোখা খেলছি, খেলেই যাচ্ছি বলতো!

কালো- ব্যাপারটাকে এভাবে দেখতে পারিস, আমাদের মৌলিক পরিচয়ে মানুষের অনুভূতি অনুরণিত হচ্ছে। তারা জীবনকে অভিশম্পাত করছে আমার কারণে, ধন্যবাদ জানাচ্ছে তোর কারণে। আমাদের ছাড়া তাদের উপায় কী!

সাদা- কিন্তু তারাই যদি না থাকতো, আমরা কোথায় থাকতাম? তাদের জন্যে আমরা, নাকি আমাদের জন্যে তারা?

কালো- অবশ্যই তাদের জন্যে আমরা। আর আমরা যে তাদের পরিচালিত করছি তা তো না! বরং তাদের কর্মকান্ডের জন্যেই গেমের চাল পরিবর্তিত হচ্ছে। এই যে এতগুলো গেম এত হাজার হাজার কোটি কোটি গেম খেলছি প্রতি মুহূর্তে, তুই কখনও খুব হিসেব করে খেলিস? আমি খেলি? না। র‌্যান্ডমলি চাল দিয়ে যাই। বোর্ড গুটিতে ভরে গেলে একটা স্কোরকার্ড আসে। সেটাতে কখনও তুই জিতিস, কখনও আমি। তাদের কার্যকালাপের একটা প্রতিলিপি থেকে যাচ্ছে বোর্ডে,আমরা সযতনে সাজিয়ে রাখছি, এইতো!



খেলার ফাঁকে ফাঁকে দীর্ঘ কথোপকথনের মাঝে তারা এই সিদ্ধান্তে আসে যে, প্রতিটি মানুষের আনন্দ-বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ, যত খেলোই হোক না কেন, অতি বৃহৎ খেলার বোর্ডে সবই সংরক্ষিত হয়ে যায়। তবে এই অতি বৃহৎ খেলার বোর্ড কার তৈরি এবং এতে আরো কোন বোর্ডের সংযোগ আছে কী না তা তারা নিশ্চিতভাবে বলতে পারে না।



রিভার্সি/ওথেলো খেলায় আধিপত্য বিস্তারের জন্যে কিছু টিপস:

*গুটিগুলো সবসময় বোর্ডের ধারে রাখার চেষ্টা করতে হবে।





*বর্গাকৃতির বোর্ডে একদম কোণায় যে চারটি প্রান্ত আছে, সেগুলো দখল করা সবচে জরুরী। তাহলে ঐ গুটিগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে এবং অন্যপক্ষ স্যান্ডউইচ বানিয়ে সাবাড় করতে পারবে না। কারণ একদম প্রান্তসীমায় জাঁকিয়ে বসলে ওপর-নীচ-ডান-বাম সবখান থেকে আক্রমণ অকেজো হয়ে যায়।





সুতরাং,



সুখের দখল করতে চাইলে একাকীই থাকতে হবে! চারিপাশ থেকে কেউ যেন কোন বিঘ্ন ঘটাতে না পারে। আপাতদৃষ্টিতে সুখী বা জয়ী ব্যক্তি হয়তোবা এমন নিঃসঙ্গ, অথবা এ্যাবসল্যুট সুখ বলে কিছু নেই! আছে জয়, উল্লাস, আনন্দ। কিন্তু সুখ? পরম সুখ এমনই মৌলিক এবং দুর্লভ একটি জিনিস যা অন্য কোন কিছুর সান্নিধ্যে এলে, সংস্পর্শ বেশিক্ষণ পেলে নষ্ট হয়ে যায়, ঠিক থাকেনা।





এবং নির্দিষ্ট সেই বোর্ডের বিশেষ একটি খেলার বিশদ ধারা বিবরণ



সুমিতের বয়স এখন ৪৫। তার সন্তানাদি নেই। বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর সে একাই থেকেছে। সুখ, দুঃখ, আনন্দ, বেদনার অনুভূতিগুলো ক্রমশ ক্লিশে হয়ে যাচ্ছে। তেমন একটা দিন, আগের রাতে উচ্চ রক্তচাপের ঔষধ খেতে ভুলে গিয়েছিলো সে। সারাদিন অস্বস্তিবোধের পর বিকেল বেলা মাথা ঝিমঝিম ভাবটা প্রবল হল। ঘাড়ের ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।



ওদিকে তখন, বোর্ডে গুটি সাজানো হয়েছে।



সাদা (ঔষধ) সাদা (ডাক্তার)

কালো (অতি উচ্চরক্তচাপ) কালো (মৃত্যুভয়)



-নে চাল দে।

-দিলাম।



-হ্যালো! কে বনি? শরীরটা খুব খারাপ লাগছেরে।

-কেন সুমিত? কী হয়েছে?

-মাথাটা চক্কর দিচ্ছে। বুক ধড়ফড় করছে। ঘাড়ে অসম্ভব ব্যথা।

-ও কিছু না। প্রেসারের ঔষধ খেয়ে একটা শাওয়ার নিয়ে ঘুম দে। সব ঠিক হয়ে যাবে।

বনির চেম্বারে সম্প্রতি কমবয়সী একজন মেয়ে আসছে নিয়মিত। তার ছাত্রী। চিকিৎসাশাস্ত্র বিষয়ক জরুরী আলোচনার জন্যে তারা কিছুক্ষণ কেবিনের দরজা বন্ধ করে রাখতেই পারে! ফোন বন্ধ রাখাটাও জরুরী এক্ষেত্রে। বনি ফোন বন্ধ করে দিল।





কালোর চাল প্রথমে,

কালো (অবহেলা)

সাদা (ঔষধ) কালো (অবহেলা)

কালো (অতি উচ্চরক্তচাপ) কালো (মৃত্যুভয়)





সুমিত ঘামছে প্রচন্ড। আর বোধ হয় দাঁড়িয়ে থাকতে পারবে না। অতি পরিচিত ওয়ার্ডরোবের ভেতর ওষুধগুলো সাজানো রয়েছে। এই অতি নির্ভরতার বস্তুগুলি সে অন্ধকারে হাতড়েই খুঁজে পেত এতদিন। কিন্তু আজকে বিশ্বাসঘাতক জমিন টলটলায়মান। কিছুতেই তাকে পৌঁছুতে দিচ্ছে না। অবশেষে সে অনেক কসরৎ করে ট্যাবলেটের প্যাকেটটা মুঠোস্থ করে পানি ছাড়াই গিলে ফেলল।



সাদার চাল,



কালো (অবহেলা)

সাদা (ঔষধ) সাদা (ঔষধ) সাদা (ঔষধ)

কালো (উচ্চরক্তচাপ) কালো (মৃত্যুভয়)



ট্যাবলেট খাবার পর কিছুটা ভালো বোধ করল সুমিত। তবে অবসন্নতা আর বিপন্নতা ছাপিয়ে তার ওপর চেপে বসল বহুকাল স্বজনবিবর্জিত থাকার অভিমান। নিজেকে অচ্ছ্যুত মনে হতে লাগলো তার।



কালোর চাল,



কালো (অবহেলা)

সাদা (ঔষধ) সাদা (ঔষধ) কালো (অচ্ছ্যুতভাব)

কালো (রক্তচাপ) কালো (ভয়) কালো (অবহেলা)



ঔষধের প্রভাবে অনেকটাই ভালো বোধ করছে সে এখন। একটা শাওয়ার নিয়ে ঘুমুতে গেলে শরীরটা পুরোপুরি ঝরঝরে লাগবে। জলের কাছে নিজেকে সঁপে দিয়ে সকল অপবোধকে দূর করতে চাইছে সে। জলের চেয়ে প্রশান্তিময় আর কী আছে!



সাদার চাল,



কালো (অবহেলা)

সাদা (ঔষধ) সাদা (ঔষধ) কালো (অচ্ছ্যুতভাব)

সাদা (স্নান) কালো (ভয়) কালো (অবহেলা)

সাদা (স্নান)



একটুখানি তন্দ্রামত এসেছে, একটু ঘুমঘুমভাব। অবসাদ, অভিমান এবং আতঙ্ককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের অভিপ্রায়, একটু শান্তি, না হলেও কিছুটা স্বস্তিতো তার দরকার! দুঃস্বপ্নের আগ্রাসনে ঘুমের আশ্রয়ে লুকোনো স্বস্তি ভয় পেয়ে পালিয়ে যায়। ঘুমের মধ্যে আবারও তার ভয় ভয় লাগে। দমবন্ধ লাগে।



কালোর চাল,



কালো (অবহেলা)

কালো (দুঃস্বপ্ন) সাদা (ঔষধ) কালো (অচ্ছ্যুতভাব)

কালো (দুঃস্বপ্ন) কালো (ভয়) কালো (অবহেলা)

কালো (দুঃস্বপ্ন)

কালো (দুঃস্বপ্ন)



বিছানার পাশে এক বোতল পানি সবসময়ই রাখে সে। লালাগ্রন্থির রোগে আক্রান্ত হবার ফলে মাঝেমধ্যেই ভীষণ শুকিয়ে যায় গলা। আর দুঃস্বপ্নের আগ্রাসন, এমনটা তো নিয়মিত ব্যাপার! সেই সময়টায় তৃষ্ণা পায় খুব। তার রুটিনবাঁধা দুঃস্বপ্ন হল মৃত্যুর ডাক, কেউ একজন যেন গলায় শেকল বেঁধে পেচাতে থাকে আর হাসে নীরবে। বেশিরভাগ সময় সেইজন তার সাবেক প্রিয় কেউ'ই হয়! আজকে যেমন ছিল তার প্রিয় বন্ধু, বনি। দুঃস্বপ্নটা ভেঙে যাবার পরে ঢোকঢোক করে বোতল থেকে পানি গেলে সে।



সাদার চাল,



কালো (অবহেলা)

কালো (দুঃস্বপ্ন) সাদা (ঔষধ) কালো (অচ্ছ্যুতভাব)

কালো (দুঃস্বপ্ন) সাদা (জল) কালো (অবহেলা)

কালো (দুঃস্বপ্ন) সাদা (জল)

কালো (দুঃস্বপ্ন)





সর্বশেষ স্কোর, কালো-৭ সাদা ৩



আরো চুয়ান্ন রাউন্ডের খেলা বাকি। তবে আজ রাতের জন্যে সাদা এবং কালোর পক্ষের খেলোয়াড়েরা মূলত এই। অবহেলা, ঔষধ, ডাক্তার, জলস্নান, দুঃস্বপ্ন, জলপান, আতঙ্ক, অচ্ছ্যুতভাব। নতুন কিছু আর আসবে না। অন্তত আজ রাতে না। সাদাগুলো কালো হবে। কালোগুলো সাদা। হয়তোবা রাতের চাদরেই অনুভূতিগুলো সভয়ে গুঁটিসুটি মেরে থাকবে, অথবা ভোরের স্নিগ্ধ আলোয় হেসে উঠবে। তবে এসব কিছুই পরিচালিত হবে এই গুটিকয়েক সাদা-কালো নির্ণায়ক দ্বারাই। বয়সের সাথে সাথে রিভার্সি/ওথেলো গেমের নিয়ম পাল্টায় না, সাদা কালো গুটিও পাল্টায় না, শুধু সাদা কালো গুটির অনুষঙ্গগুলো বাড়তে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে, সময়ের চৌখুপীতে অবসাদজীবন কাটাতে গিয়ে ভাড়া বাকি পড়লে অনুভূতি এবং অনুষঙ্গগুলো বেচে দিয়ে বেঁচে থাকা শিখতে হয়। আর তখন এসব সীমিত অনুভব দিয়ে সাদা আর কালো গুটিগুলোকে আনন্দ আর বেদনার পরিবর্তে জীবন আর মৃত্যুর প্রতিনিধিত্ব করতে হয়। খেলাটা খুব একটু জমে না। কেউ কেয়ার ও করেনা এর ফলাফল নিয়ে।



*

খেলুড়ে দুজন বাকি ৫৪ রাউন্ড শেষে সযত্নে স্কোর তুলে রাখে মহাকালের পাতায়। আনন্দ-বেদনার চেয়ে জীবন-মৃত্যু অধিকতর গাঢ় অনুভব/অনুষঙ্গ হওয়াতে খেলা শেষ করে তারা হয়তোবা কিছুটা আত্মপ্রসাদ অনুভব করে।



মন্তব্য ১৬৮ টি রেটিং +৪৮/-০

মন্তব্য (১৬৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

অন্ধ আগন্তুক বলেছেন: পুত্তুম পিলাচ ! :!>

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: আহা!

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

বৃতি বলেছেন: অন্যরকম ভাল লাগলো ।সাদা কালো গুটির খেলা, জীবনের খেলা ।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বৃতি। শুভরাত।

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী দারুন কপাল লইয়া আজকের দিন শুরু করলাম! আজ দেখি সবপ্রিয় ব্লগাররা পোষ্ট দিতাসে! দাগ দিলাম, এখন পড়া শুরু করি।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

হাসান মাহবুব বলেছেন: শুভদাগ! আজকে ব্লগ দেখা হয়নাই। দুপুর পর্যন্ত ঘুমাইসি আর বিকেল থেকে গল্প লেখা নিয়ে ব্যস্ত ছিলাম। দেখি কী কী লেখা আইসে!

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: এই সমস্ত ইউনিক আইডিয়া পান কই আপনি? অসামান্য রকমের ভালো লিখেন আপনি, প্রশংসা নামের বৃষ্টি যদি বাজারে কিন্তেই পারতাম তাইলে আজকে আপনারে ওইটা দিয়া গোসল করাই দিতাম।




ভালো থাকুন প্রিয় লেখক।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: এইটা আমার একটা প্রিয় গেম। সেই ২০০৪ থেকে খেলি। এখনও। খেলতে খেলতেই আইডিয়াটা আসলো! এই লিংকে খেইলা দেখতে পারেন,
Click This Link

অনেক ধন্যবাদ!

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সাদা - কালো; সুখ - দুঃখ! জীবন! আমি!
গেম!!!
অনেক ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! গেমটা খেলে দেখতে পারেন, তাহলে গল্পের সাথে রিলেট করতে সুবিধা হবে!
Click This Link

এইটা অবশ্য বেশি ইজি ভার্শন। আমি খেলি এমএসন লাইভ গেমিং জোনে আর হয়েল বোর্ড গেমস ২০০১ এ।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অদ্ভুত! একটা বোর্ড ওতে জীবনের সকল নাকচাবি!

হা-মা ভাই, অসাধারণ। তবে এই একবার পড়ায় কিচ্ছু হবে না। আরো অনেকবার পড়তে হবে।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

হাসান মাহবুব বলেছেন: আরো অনেকবার পড়তে হবে, খেলতেও হবে হাহা! আপনার সঙ্গে খেলব একদিন।

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কয়েকবার পড়লাম! এককথায় অসাধারণ লাগলো!! +++++++

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! পরশু আমি সিনেপ্লেক্সে যাব ইচ্ছা রাখি। হাহা!

শুভরাত।

৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

অন্ধ আগন্তুক বলেছেন: আগে খেলে নিচ্ছি , পরে পড়বো !

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: যে লিংকটা দিসি ওটা বেশি সোজা। জিতবা খালি।

৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

এম হুসাইন বলেছেন: ৭ম ভাললাগা ভাই।


+++++++++++

বরাবরের মতই, চমৎকার।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

দূরের মানুষ বলেছেন: নাইস একটা খেলা শিখলাম! ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

হাসান মাহবুব বলেছেন: খেলাটা আসলেই দারুণ!

১১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

শান্তা273 বলেছেন: অসম্ভব ভালো লেগেছে।
এক কথায় অসাধারন!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা! লেখাটা মাথায় ঘুরছিলো প্রায় তিনমাস যাবৎ!

শুভরাত।

১২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২

ভিয়েনাস বলেছেন: পোস্ট পড়ার আগেই খেলা শুরু করে দিয়েছিলাম...

আরেকবার পড়া লাগবে :D

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: শুভ পড়াখেলা! শুভরাত্রি।

১৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

ভুল উচ্ছাস বলেছেন: থেঙ্ক ইউ হাসান ভাই, অনেক মজা পাচ্ছি। :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি গেমিং!

১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

অ্যানোনিমাস বলেছেন: ভালও লাগা রইলো ভাই :) ++++++

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস চয়ন। তোমাকে নিয়মিত দেখে ভালো লাগছে।

১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি দুইবার খেল্লাম। তাও কালো লইয়া! কারণ কালোই আল্টিমেট গোল! একবার হারলাম, আরেকবার কইলো সাদা মুভ করতে পারতাসে না! তারমানে কী দাঁড়াইলো?

সুখ জিতে গেছে! হা হা হা!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমি সবসময় সাদা নিয়ে খেলি, এবং সবসময় জিতি। খেলতে খেলতে পাকা হয়া যাইবেন তখন জিততে পারবেন।

সুখের দখল আগ্রাসী হোক!

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
কঠিন মনে হচ্ছে !! :|

যে খেলায় মাথা খাটাইতে হয় সেই খেলা খেলতে ইচ্ছা হয় না :#>

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: কিছুটা কঠিন। মাথা খাটাইতে হয় অবশ্য, তবে কিছু বেসিক নিয়ম আছে। ঐসব ফলো করলে ভালো করা যায়। খেলতে খেলতে রপ্ত করে ফেলবা।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

মাক্স বলেছেন: লিখাটা পড় গেইমের দিকে মনোযোগ যাওয়ার কথা ছিল। কিন্তু আমার মাথায় কেবল কালো গুটি ঘুরে ফিরে এসে বাড়ি দিচ্ছে!

লেখার প্রসংশা করার কোন মানে হয় না। আজকে পরীক্ষাও দিতে মুঞ্চাইতাসে না!

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: পরীক্ষা দেবার কোন মানে হয় না!

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫১

এই সব দিন রাত্রি বলেছেন: কালো (ঈর্ষা)
সাদা (মস্তিস্কে নাড়া) সাদা (ভাবনা) কালো (অক্ষমতা)
সাদা (শ্রদ্ধা) কালো (বিষণ্ণতা) কালো (আরো বিষণ্ণতা)
সাদা (অসম্ভব ভালো লাগা)
কালো ছাপিয়ে সাদাকে নিয়ে অনুষঙ্গের উদযাপন,এইটাই তাইলে সুখী জীবন?

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: সুখের দখল করতে চাইলে একাকীই থাকতে হবে! চারিপাশ থেকে কেউ যেন কোন বিঘ্ন ঘটাতে না পারে। আপাতদৃষ্টিতে সুখী বা জয়ী ব্যক্তি হয়তোবা এমন নিঃসঙ্গ, অথবা এ্যাবসল্যুট সুখ বলে কিছু নেই! আছে জয়, উল্লাস, আনন্দ। কিন্তু সুখ? পরম সুখ এমনই মৌলিক এবং দুর্লভ একটি জিনিস যা অন্য কোন কিছুর সান্নিধ্যে এলে, সংস্পর্শ বেশিক্ষণ পেলে নষ্ট হয়ে যায়, ঠিক থাকেনা।

পরম সুখ একটা ইউটোপিয়ান বিভ্রান্তি মাত্র!

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

নেক্সাস বলেছেন: দারুন..

খেলতে গেলে মথা ধরে...

আবারো খেলবো

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নেক্সাস। শুভসকাল।

২০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

অনীনদিতা বলেছেন: সুন্দর খেলা:)
সুন্দর লেখা:)

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অনিন্দিতা। পড়ুন, খেলুন!

২১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার, খেলায় খেলায় জীবনের কঠিন সত্য তুলে ধরা, অসাধারন।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মুবিন!

২২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

মামুন হতভাগা বলেছেন: বিষয় হল,দুই বার পড়লাম।কিন্তু ঠিক মাথায় ঢুকাতে পারিনি গেমটা।এটা আমার ব্যার্থতা। :!>
তবে এই যে আলাদা কিছু লেখেন,এই জন্য অনেক অনেক ধন্যবাদও প্লাস :)

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে গল্পটার সাথে রিলেট করতে হলে গেমটা বোঝাও দরকার। ৪ নং কমেন্টের রিপ্লাইয়ে লিংক দেয়া আছে। খেলেন। খেইলা মজা পাইলে আরেকবার পইড়েন!

শুভদুপুর!

২৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

লক্ষ্মীপেঁচা বলেছেন:
আপনার লেখা মানেই নড়েচড়ে বসা । পূর্ণ মনোযোগ ।
লেখায় অসম্ভব ভালোলাগা । প্রিয়তে নিলাম ।
ভালো থাকুন ।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো আছেন আশা করি।

অনেক ধন্যবাদ। শুভদুপুর।

২৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

শের শায়রী বলেছেন: পড়লাম। ব্রো আগে খেলাটা বুজি তারপর শিখি। তারপর আপনার সাথে হালকা টক্কর দেব।

লেখার প্রশংসা করব না। আপনি খুব ভাল ভাবেই জানেন আপনার যোগ্যতা কত খানি।

তারপর ও কিছু বলতে হয় নিজের তৃপ্তির খাতিরে। একটা শব্দ। অসাধারন।

ভাল থাকুন ব্রো। আপনার আর একজন গুন মুগ্ধ।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনার সাথে একদিন খেলতে বসার জন্যে হাত নিশপিশ করছে! নিশ্চয়ই খুব দ্রুতই শিখে নেবেন।

ভালো থাকুন। শুভদুপুর।

২৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
মিডটার্মের শেষ পরীক্ষা দিয়ে এসে ঠান্ডা মাথায় পড়লাম।
থাম্বস আপ ||

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মুন! পরীক্ষা ভালো হয়েছে আশা করি।

২৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

েরজা বাবু বলেছেন: খারাপ নয়

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ েরজা! 8-|

২৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: জীবনটাই খেলা, খেলাটাই জীবন।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: জীবনটাকে খেলা হিসেবে নিয়ে ভালো খেলুড়ে হতে পারলে বেশ হত! আর খেলাধুলা খুব বেশি জীবন্ত আমাদের এই নীরস যাপনে!

শুভদুপুর তন্ময়!

২৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

না পারভীন বলেছেন:

+++
সাদা ( হামা ভাই এর নতুন লেখা )
কালো ( সুমিতের কি হবে )
সাদা ( ভাল লেগেছে )
সাদা ( সব লেখাই অন্য রকম )

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: হাহা! অন্যরকম মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ পারভীন আপা!

২৯| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মৃন্ময় বলেছেন: প্রিয়তে নিলাম,পরে পডব এখন অফিসের কাজ করি কেমন...।?
পোস্টে প্লাস....+

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: মনে কৈরে পৈড়েন কিন্তু কেমন?

শুভরাত্রি।

৩০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: ম্যালা কঠিন খেলা। তবে দেখতে অনেক ভাল লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: আমি হৈলাম এই খেলায় নরমদের জন্যে যম, শক্তদের ভক্ত! মানে যারা বিগিনার লেভেলের তাদেরকে হারায়া উড়ায় দেই আর যারা এক্সপার্ট তাদের কাছে :| :| :|

৩১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

আরজু পনি বলেছেন:

কি জানি বাপু, গল্পটা থেকে আমি কেন যেন রাজনীতির গন্ধ পেলাম! :|

হাসানের লেখায় কোন না কোন একটা মেসেজ থাকে...কিছুদুর পড়ার পরই মনে হয়, লেখাটায় আর কিছু যেন বলা হচ্ছে ...



আজকে মনে হচ্ছে পোস্ট দেয়ার পর পরই পড়তে পারলাম :D

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: কী জানি আপু, আমি কিন্তু অত কিছু ভেবে লিখিনি। তবে আপনার পাঠবোধের বৈচিত্রের প্রশংসা করতেই হয়।

ভালো থাকুন।

৩২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

আশিক মাসুম বলেছেন: জাস্ট অসাধারন।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে। শুভরাত্রি।

৩৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

টুকিঝা বলেছেন: অনেক ভাল লাগলো। অনেক দিন পর আপনার লেখা পড়লাম! সেই আগের রেশ! একটা খেলা দিয়ে এভাবে জীবনকে উপস্থাপন সম্ভবত আপনিই করতে পারেন! মাথায় এরকম কনসেপ্ট আসে কি করে! দারুন।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ টুকি। ভালো লাগলো অনেকদিন পর তোমাকে দেখে। ব্লগে নিয়মিত হও আবার। তোমার তীব্র লেখাগুলো মিস করি।

৩৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

মামুন রশিদ বলেছেন: একটা খেলার সাথে জীবনকে দারুনভাবে রিলেটেড করেছেন । লেখা নিয়ে কোন কথা নেই, লেখা সব সময়ই ভালো লাগে । তবে এই লেখাটা মস্তিষ্কে অনুরন তৈরি করেছে, থাকবে এবং বাজবে হয়তো অনেকদিন ।


ভালোলাগা ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ মামুন ভাই। শুভরাত্রি।

৩৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

নস্টালজিক বলেছেন: ইন্তেরেস্তিং-ও!

প্লট-টা খুব ইন্তেরেস্তিং-ও!

গল্প-টা আরেকবার পড়ে আর একটা কমেন্ট করবো!








দিমকেক এর দোকান ডিবা না?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: তা তো দিমুই। ব্লো দেখলাম আবার। কোকেইন!

৩৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার গল্প খুব ভাল লাগে, আপনি দারুণ লিখেন, আপনার লিখনশৈলী অদ্ভুত সুন্দর - ইত্যাদি কথা বলতে ইচ্ছা করে। কিন্তু ইতোমধ্যে অনেকে বলে ফেলেছেন, আর এমন কথা প্রতি পোস্টেই আসে। এই পিঠ-চাপড়ানোটা, কমন।
(যদিও ডিজার্ভড!)

তাই ভাবলাম একটু নিন্দা করি।

আপনি বড়সড় একটা উপন্যাস লেখেন না কেন? সাইড প্রোজেক্ট হিসেবে নেন। কদিন পর পর পত্রিকায় বেরোনোর মত পার্ট করে করে লিখবেন। (এবং কোয়েশ্চেনঃ সামুতে কেউ কি এখনো কোন উপন্যাস লিখেছেন?)

দ্বিতীয়তঃ, এত ভাল লেখেন যেহেতু, নানা বিষয়ে (ইনক্লুডিঙ রাজনীতি)আপনার নিয়মিত লেখা চাই। মনে রাখবেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সুপারম্যান না হলেও কথাটা আপনার ক্ষেত্রে সত্য।

আর তৃতীয়তঃ, মিয়া কি খাইয়া লেখেন? প্রথমবারেই মাথার উপর দিয়া যাইতে চায়,লাফায়ে ধরতে হয়। আর ইউ এ কমপ্লেন বয়? কিপ ইট আপ, অর্থাৎ কিনা, খাড়া করিয়া রাখহ।

(বিশেষ কারণে ফুরতিলা মেজাজে আছি তো, তাই এই পাম্পড আপ কমেন্ট। ভয় পাইবেন না। মি ইওর বিগ পাখা :) )

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: প্রথম অভিযোগের জবাবে, বড় লেখার জন্যে নিজেকে এখনও প্রস্তুত করতে পারি নাই। অথবা বলা যায়, সেই ধৈর্য্য নাই। আরেকটু হাতমকশ করে নেই, ইচ্ছা আছে উপন্যাস লেখার। তবে এখনই না। ব্লগে অনেকেই লিখছে।

রেসপনসিবিলিটি নিতে চাইনা! আর সেসব লেখার জন্যে যোগ্য ব্যক্তিরা আছেন। যার যার কাজ সে সে করুক! তবে রাজনীতির ব্যাপার স্যাপার মাঝেমধ্যেই গল্পে ঢুকায়া দেই!


আপনার খোশমেজাজের আন্তরিক মন্তব্য ভালা পাইলাম।

শুভরাত্রি!

৩৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অসাম !! ইউনিক আইডিয়া !!

অনুভুতির রিভার্সি ভালো লাগল। ++++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রেজা। শুভরাত্রি।

৩৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মেসেজটা মনে হয় ধরতে পারছি।
আবার মনে হয় না :)

তবে এই টাইপ গল্প আর কখনো পড়িনি।
অভিনব ব্যাপার।।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস দূর্জয়। নতুন ধরণের কিছু লিখতে এবং পাঠক তা গ্রহণ করেছে জানলে আনন্দ হয়। খেলার সাথে জীবনকে মিলিয়ে আরেকটা গল্প লিখেছিলাম। ক্রীড়া, ক্রীড়াবিদ অথবা ক্রীড়নকেরা

শুভসকাল।

৩৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫

আবিদ ফয়সাল বলেছেন: খেলুড়ে দুজন বাকি ৫৪ রাউন্ড শেষে সযত্নে স্কোর তুলে রাখে মহাকালের পাতায়। আনন্দ-বেদনার চেয়ে জীবন-মৃত্যু অধিকতর গাঢ় অনুভব/অনুষঙ্গ হওয়াতে খেলা শেষ করে তারা হয়তোবা কিছুটা আত্মপ্রসাদ অনুভব করে।



হৃদয় ছুঁয়ে গেল !!!

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: শুনে প্রীত হলাম আবিদ। ধন্যবাদ!

৪০| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯

অচিন্ত্য বলেছেন: বেশ !

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য!

৪১| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

সিদ্ধার্থ. বলেছেন: এটা তো মাস্টার পিস হয়ে গেছে ।এক্ষ্পেরিমেন্ট এর চূড়ান্ত ।দুবার পড়লাম ।আপনার লেখা গুলো পড়ে কয়েকটা কমন জিনিস লক্ষ্য করলাম -
আপনি প্রচুর এক্ষ্পেরিমেন্ট করেন নিজের গল্প গুলো নিয়ে ।কিন্তু স্টাইল টা একই রাখেন ।
মেটাফোরে আপনি সিদ্ধহস্ত ।আপনার গল্প গুলোর মাঝে একটা আলো আধারী ভাব থাকে ।এই বৃত্তের বাইরে আপনি বেশী পা দেন না ।
আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আপনি গল্পে ক্লাইম্যাক্স রাখেন না ।উত্তেজনা থাকে প্রথম থেকে ।কিন্তু শেষে গিয়ে চমকপ্রদ কিছু হয় না ।দেশলাই কাঠি আর সিগারেটের গল্প টার মতো ।এটা কি তীব্র বাস্তব বোধ থেকে ?
আর একটা ব্যাপার ,শেষের প্যারায় আপনি পুরো গল্প টার সারমর্ম তুলে দেন ।যেটা এই গল্প টা তেও আছে ।আপনার গল্পগুলো যেগুলো দ্বিমাত্রিক কিম্বা ত্রিমাত্রিক বিশ্লেষণ করা যায় ,তাতে সারমর্ম থাকলে পাঠকের স্বাধীনতা কতটা থাকে ?


আপনার লেখার "অপদার্থতাকে" "মাহাত্ম্য" ভাববার যথেষ্ট কারণ আছে ।আপনার লেখার স্ট্যান্ডার্ড বলে দেয় আপনি "ভবিষ্যতের লেখক "।আর এটা অতুক্তি নয় ।


১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

হাসান মাহবুব বলেছেন: আপনি তো আমার গল্প লেখার স্টাইলের দারুণ ব্যবচ্ছেদ করে ফেলেছেন! সেই সিগারেট-ম্যাচের গল্পটা তো অনেক আগের লেখা, ওটাও পড়েছেন! এক্সপেরিমেন্ট আগে বেশি করতাম। সবসময়ই করতে চাই, তবে ভাবনাগুলো মর্জি করে এলে তখনই সুযোগ হয়! যেমন এই গল্পটা রিভার্সি খেলতে খেলতে মাথায় এসেছিলো। ঐ গল্পটা ওরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম বলেই লিখতে পেরেছিলাম! আশেপাশের ঘটে যাওয়া ঘটনা, চিন্তা, ভাবনা, শব্দ, সুর যা কিছু নাড়া দেয় মনে ওসবকিছুকে নিয়েই সাধারণত গল্প লিখি মেটাফর সংযোগে।

আমার গল্পে শেষে সারমর্ম দেয়ার ব্যাপারটা মনে হয় নতুন এসেছে। খেয়ালই করিনি কখন এসে গেলো। আসলে আমি ঠিক সারমর্ম বলার জন্যে ওভাবে ফিনিশিং দেইনা। এসে যায় কলমের টানে। তবে আপনার পরামর্শটা মাথায় থাকবে।

অনেক ধন্যবাদ এমন একটা মন্তব্যের জন্যে। শুভদুপুর।

৪২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: উরি বাবা...
জীবন নিয়ে তো ভালই খেলে গেলেন । :D :D

আসলে জীবনটা রিভার্সি'র মতই । আপনি জেনেশুনে খেলছেন , আর আমরা না জেনেই প্রতিনিয়ত খেলে যাচ্ছি ।

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: ঠিকই বলেছেন মন্ত্রী সাহেব!

শুভদুপুর।

৪৩| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
জীবনখেলা বৈচিত্রময়!!
আরও একবার পড়তে হবে।

খুব ভালোলাগা হাসান ভাই :)

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

শুভসন্ধ্যা!

৪৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এককালে বেশ খেলেছি... কিন্তু এইখান থেকেও যে এইরকম একটা প্লট বের করে চমৎকার গল্প বের করা সম্ভব মাথায় আসে নাই কখনো। এখনো তব্দা খেয়ে বসে আছি। :|

সুমিতের জীবনের সাথে রিলেট করাটা খুবই সুন্দর হইসে বলা বাহুল্য, তবে টিপস অংশটা গল্প থেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হচ্ছে। এক, হুট করে কিছুটা উপদেশ টাইপ কথা, দুই, স্মুথ একটা গল্পের মাঝে হঠাত পাঠকের সহায়িকা ছবি।

যাই হোক, গল্পের চমতকারিত্বে আরেকবার মুগ্ধতা :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস বাডি। আসলে গল্পটা ভালোভাবে বুঝতে হলে খেলাটাও বোঝা দরকার। এই কারণে নিয়ম, টিপস এবং খেলার স্ক্রিনশটগুলো বিশদভাবে দেয়া। টিপস অংশে জীবন, সুখ এবং নিঃসঙ্গতা সম্পর্কিত স্বগতোক্তি টাইপ কথাবার্তা গুলো কিন্তু শেষ গেমের, সুমিতের নিঃসঙ্গ, অসুখী জীবনের সাথে অন্বয়িত। মানে চেষ্টা করেছি সেভাবে সংযোগ করার!

শুভরাত্রি!

৪৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুরাটাই আলাদা এবং অন্যরকম এবং জটিল!

দারুণ লাগলো

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভরাত্রি।

৪৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩

আমি তুমি আমরা বলেছেন: অন্যরকম ভাল লাগলো ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। অন্যরকম স্বাদ দিতে পেরে আমিও আনন্দিত। শুভরাত্রি।

৪৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

প‌্যাপিলন বলেছেন: মাথায় কি ঢুকাইয়া দিলেন :| গতকাল থেইকা (অফলাইনে পড়াছিলাম) দৈনিক সুখ দু:খকে সাদা কালো গুটির মধ্যে ফেলে রিভার্সি খেলতাছি..
অসাধারণ গল্প

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: হয়েল বোর্ড গেমস ২০০১ আমার নিঃসঙ্গতার সঙ্গী ছিলো। রিভার্সি সবচেয়ে ফেভারিট। এখন ভাবতেসি রামি স্কয়ারসেকে গল্পে রূপান্তর করা যায় কী না! হাহা। নাহ অনেক হৈসে আর না!

৪৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আসলে এইভাবে যে লেখা যায় বা এই প্লটে লেখার চিন্তা মাথায় আসার ব্যাপারটাই দূর্দান্ত। আপনার লেখা, শব্দ চয়ন এবং বিশেষ করে মেটাফর গুলো বুঝার চেষ্টা করাটা একটা সুন্দর অভিজ্ঞতা।

তবে প্রথম দিকে কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল। খেলাটি সম্পর্কে ধারনা পাবার পর বেশি ইন্টারেস্টিং লেগেছে। ইনসাইড ম্যাসেজ একটা খুবই চমৎকার ব্যাপার।

ভালো লাগল ভাই।

অঃটঃ ফেবুর প্রোফাইল পিক তো সেই মাপের দিসেন। ;)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

হাসান মাহবুব বলেছেন: হাহা! ফেসবুক প্রো পিকটা আসলেই সেই মাপের হৈসে! এইটা সহজে পাল্টামু না! অনেক ধন্যবাদ! শুভরাত্রি!

৪৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

খেলারাম খেলে যায়
আর আমি থাকি বিষণ্ণ বেদনায়

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা কান্ডারী!

৫০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

অদৃশ্য বলেছেন:




হাসান ভাই

পড়লাম... ভাবতেছি...



শুভকামনা...

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

হাসান মাহবুব বলেছেন: পড়ুন। ভাবুন। শুভরাত!

৫১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

সোমহেপি বলেছেন: বুঝতে পারছি ।

খেলাটা খেলতে পারলে আরো ভাল লাগত ।

কোনখানের দড়ি যে কোন কামে লাগে বলাই মুস্কিল। :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

হাসান মাহবুব বলেছেন: খেলাটা খেলো এইখানে Click This Link

৫২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অন্য রকম একটা পোস্ট। যদিও আপনার সব লেখা গুলোই খুব সুন্দর তবু এই ভিন্ন স্বাদের লেখাটার জন্য অন্য রকম কিছু ভালো লাগা রেখে গেলাম।
ভালো থাকবেন।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি!

৫৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

রেজোওয়ানা বলেছেন: প্রতিটি মানুষের আনন্দ-বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ, যত খেলোই হোক না কেন, অতি বৃহৎ খেলার বোর্ডে সবই সংরক্ষিত হয়ে যায়। তবে এই অতি বৃহৎ খেলার বোর্ড কার তৈরি এবং এতে আরো কোন বোর্ডের সংযোগ আছে কী না তা তারা নিশ্চিতভাবে বলতে পারে না।........লাভ দিস লাইনস!

গল্পটা একটা ধ্রুপদী শিল্পকর্ম হয়েছে!!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম আপু। জন্মদিন ভালো কেটেছে আশা করি!

৫৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

ইখতামিন বলেছেন:
অনেক অনেক অনেক ভালো লাগলো.
জীবনটাই বোধ হয় একটা ওথেলো গেম

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন। শুভদুপুর।

৫৫| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বোকামন বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নেই ।

খেলাটি খেলতে ইচ্ছা পোষন করছি ......

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। নেটে সার্চ দিলে খেলার অনেক সাইট পাবেন। সিডিও কিনতে পারেন হয়েল বোর্ড গেমস এর। অনেক গেম এর সাথে এটাও থাকবে।

আপাতত এখানে খেলেন, Click This Link

৫৬| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মৃত্যুঞ্জয় বলেছেন: আসেন খেলি :D :D :D

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

হাসান মাহবুব বলেছেন: খেলতে পারলে ভালাই হৈতো। খেলার পার্টনার পাইনা।

৫৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: গল্পটাতে চোখ বুলিয়ে গেছি দু দিন আগেই। তখন পড়িনি, কারন বুঝেছিলাম হাতে সময় নিয়ে বুঝে বুঝে গল্পটা পড়তে হবে, নইলে ধরতে পারব না। নিজের একটা গল্প লেখার জন্য একটু ব্যস্ত ছিলাম তখন।

এখন বসলাম গল্পটা পড়তে। শুরু করার পর বুঝলাম, বঝা যতটা কঠিন হবে ভেবেছিলাম, ততটা কঠিন আসলে না!

অনেক ছোট থাকতে টিভি গেমসে এই গেইমটা খেলেছি। সব ঘর নিজের গুটি দিয়ে পুরন করার পর যখন দেখতাম আগায় আর গোঁড়ায় প্রতিপক্ষের গুটি থাকার কারনে সব গুটি প্রতিপক্ষের রং হয়ে গেছে, তখন যে মেজাজটা কি খারাপ লাগত!

গল্পে দারুনভাবে গেইমটার প্রয়োগ দেখে ভাল লাগল। কিন্তু জীবনটাকে ওথেলো গেইমের ছক ধরে নিয়ে যতই মোক্ষম চাল দেই না কেন, একটা সময় হেরে যেতেই হয়! বদল হয় খেলোয়াড় কিন্তু থেকে যায় ছকটা, থেকে যায় ছকের গুটিগুলো।

শুভরাত্রি হামা ভাই। আমি একটা গল্প পোস্ট করলাম এইমাত্র। পাঠের আমন্ত্রন রইল।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: বিস্তারিত মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ নাজিম। আপনার গল্প পড়তে যাচ্ছি। ইউটিউবে হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছি। "প্রিয় পদরেখা"। ওটা শেষ করে যাবো।

৫৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

মৃত্যুঞ্জয় বলেছেন: আমিও পারিনা খেলতে খেলতে শিখব :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: হু। কিছু কৌশল আছে। ঐগুলা রপ্ত করতে পারলে ভালো করবেন।

শুভঘুম।

৫৯| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

অগ্নি দগ্ধ বলেছেন: অনেকদিন পর আপনার কোন লেখা পরলাম। আপনার অনেকগুলি গল্প পড়া হয়নাই।
আপনার এই গল্পটা এখন আমার বোর্ড এ একটা সাদা গুটি যোগ করল। :)

ভাল থাকবেন।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্যে।

শুভরাত্রি। জীবন শুভ্রতার স্পর্শ পাক।

৬০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৬

বাংলার হাসান বলেছেন: অন্য রকম একটা পোস্ট।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে। শুভসকাল।

৬১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

ডানাহীন বলেছেন: সাদা ( অকল্পনীয় কাঠামো )
কালো ( প্রায় বোধগম্য )
সাদা ( গল্প দিয়ে খেলাকে বা খেলা দিয়ে গল্পকে আবিস্কার )

মানুষের জন্ম, রিপুর অভিলাষ, ক্রিয়া, পরিনতি, মৃত্যুকে যদি একটি খেলার আদলে উপভোগের সুযোগ করে দেয়া যায় .. কেমন হত সেই খেলা ? অনলাইন গেমস খেলার সময় প্রায়ই এমন খেলার স্বপ্ন দেখতাম, আবারও মনে করিয়ে দিলেন ।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: আজকে অনলাইনে একজনের সাথে রিভার্সি খেললাম। ড্র হইল। ৩২-৩২। তবে রিভার্সি খেলায় ড্র খুব রেয়ার জিনিস। সাম্যাবস্থা। জীবনের খেলায়ও তাই।

শুভদুপুর ডানাহীন!

৬২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রাহি বলেছেন: :||

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম ব্যাক!

৬৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

সোহাগ সকাল বলেছেন: হামা ভাই। গল্প খুব ভাল্লাগছে।



কেমন আছেন?

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! ভালো আছি।

শুভরাত্রি।

৬৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জটিল (দারুণ) খেলা এবং তারচেও জটিল (চমৎকার) বর্ণনা। বোর্ড গেমগুলো কেন ভাল লাগে না ভাই?

হয়ত একারণে যে, এসব গেম ছেলেবেলায় যাকে শিখিয়েছি, সেই আমাকে পরপর হারানো শুরু করেছে... ই ই ই

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: বোর্ড গেম সময় কাটানোর জন্যে খুবই ভালো। তবে... আই নো দ্যা ফিলিং ব্রো!

ধন্যবাদ। শুভভোর।

৬৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

ইনকগনিটো বলেছেন: এত্তো কঠিন! X( অনেক সময় নিয়া পড়তে হয়।


ইউনিভার্স ইজ অ্যান ওথেলো বোর্ড। এন্ড অ্যা লাইফ ইজ এ গেম। সামওয়ান ইজ প্লেয়িং আনকাউন্টেবল গেমস।


আমি একটু যোগ করি- ইট মে হ্যাপেন, দ্যাট অল অফ দ্যা গেমস আর ইন্টারলিঙ্কড। অর মে বি নট! উই ডোন্ট নো। উই আর জাস্ট দ্যা রেজাল্টস। নট ইভেন দ্যা বলস।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: তোমার মন্তব্যও তো বিরাট কঠিন! :|

৬৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

ইনকগনিটো বলেছেন: বাই দ্যা ওয়ে, ইট ওয়াজ গ্রেট! :)

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: থেংকু! শুভবিকাল।

৬৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: ৪১ তম +++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৬৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধ্রুপদী লেখা হামা ভাই , এর বাইরে আর কিছু বলার নাই

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। এসব শুনতে কেমুন কেমুন লাগে!

শুভসকাল।

৬৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

পুলক ঢালী বলেছেন: আপনার গল্পে মন্তব্য করতে সাহস হয়না । দুই তিনবার পড়লাম অদ্ভুত ব্যাপার খেলাটা মুখ্যনয় বোর্ডের ভিতর দিয়ে পুরো জীবনের গল্পটাই মূখ্য মনে হল । আসলে মূখ্য কে যিনি খেলছেন - নাকি যাদেরকে নিয়ে খেলা হচ্ছে ? ভীষন ক্ষুরধার উপস্থাপনা অনেক অনেক ধন্যবাদ ।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

হাসান মাহবুব বলেছেন: সাহস না করে আমাকে এত সুন্দর মন্তব্য থেকে বঞ্চিত করবেন কেন বলেন তো!

অনেক ধন্যবাদ। শুভসকাল।

৭০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

ফয়সাল হুদা বলেছেন:
লিখাটা আগে পড়েছিলাম।অনেকদিন পরে এসে ভালো করে পড়লাম

খেলার মাঝে জীবনের সরল উপস্হাপন।
চমৎকার দূরঃদৃষ্টি আপনার।
++

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ফয়সাল।

শুভদুপুর।

৭১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইট রাইখা গেলাম; এইটা পড়ছি; এক্সাম শেষ হোক আবার আসুম।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: খালি এক্সাম আর এক্সাম! /:)

৭২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

নীলপথিক বলেছেন: এই যে এতগুলো গেম এত হাজার হাজার কোটি কোটি গেম খেলছি প্রতি মুহূর্তে, তুই কখনও খুব হিসেব করে খেলিস? আমি খেলি? না। র‌্যান্ডমলি চাল দিয়ে যাই। বোর্ড গুটিতে ভরে গেলে একটা স্কোরকার্ড আসে। সেটাতে কখনও তুই জিতিস, কখনও আমি।

মানুষের জীবনটাও অনেকটা এমনই মনে হয়। প্রথমে জন্ম (সাদা) মাঝখানে অনেকগুলো সাদা/কালো। র‌্যান্ডম-লি খেলে যাই আমরা। বোর্ডটাও এক সময় গুটিতে ভরে যায়, একসময় স্কোরকার্ড আসে। শেষটা সাদা কিংবা কালো আসে। কখনও মঙ্গলের জয় হয়, কখনও বা অমঙ্গলের।

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

হাসান মাহবুব বলেছেন: নিমগ্ন পাঠের জন্যে ধন্যবাদ নীলপথিক। শুভেচ্ছা নেবেন।

শুভসন্ধ্যা।

৭৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

কালীদাস বলেছেন: ব্যাপক খাটনি পোস্ট দিছেন, এই থিমের লেখা বাংলা ভাষায় আগে দেখছি বইলা মনে পড়ে না।
বোর্ড গেমের উপরে হরর টাইপের মুভি দেখছেন কখনও?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

হাসান মাহবুব বলেছেন: শহিদুল জহিরের একটা গল্প আছে, কিছুটা এমন। তবে এতটা ইন্টারএ্যাকটিভ না।

দেখি নাই। মনে হচ্ছে কিছু সাজেস্ট করবেন। শুট!

৭৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১

কালীদাস বলেছেন: প্রায় ৮/৯ বছর আগে একটা দেখছিলাম, নাম আমার নিজেরও মনে নাই; আমি নিজেই সাজেশনের আশায় বলছিলাম আসলে :D কয়েকটা ছোটগল্পের অনুবাদ পড়ছিলাম, তাও মেলাবছর হয়, এখন নাম মেন নাই :(

কয়েকদিন আগে ইসটুডেনটরা কইল, মনোপলি গেমের নামি বাংলাদেশি ভার্সন আছে, ডলারের জায়গায় টাকা, প্লেনের জায়গায় রিকশা। আমি দেখি দিনদুনিয়ার কোন খবরই রাখি না।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

হাসান মাহবুব বলেছেন: মনোপলির বাংলা ভার্শন খেলেন নাই! ঐটাতো খুবই জনপ্রিয় ছিলো। "ধনী হবার মজার খেলা"। এখন অবশ্য তেমন আর দেখি না এটা।

৭৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া খুব সরি যে এতদিন পরে পোস্টটা পড়তে আসলাম। পোস্ট আগেই চোখে পড়েছিল কিন্তু গেট আপ দেখে মনে হচ্ছিল এটা খুব সময় নিয়ে আর ঠান্ডা মাথায় পড়তে হবে। আজ পড়লাম। চমৎকার লাগলো। আসলে আপনার গল্প প্রতিবার নতুন করে ভাবতে শেখায়। চিন্তার জগতে নতুন দ্বার খুলে দেয়। এভাবে কখনও ভেবে দেখিনি যে আমাদের সুখ দুঃখ গুলো এরকম একটা রিভার্সি খেলার ফল হতে পারে। কিন্তু উপকরনগুলো আমারদের চারপাশেই বিদ্যমান। এটাই বোধহয় একজন সার্থক লেখকের বৈশিষ্ট্য। পোস্টে প্লাস বলাই বাহুল্য :)


ভাইয়া এটা আমার সহস্রতম মন্তব্য। ভালো থাকবেন।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: আমার এই অদ্ভুত ভাবনাগুলোকে আপনারা গুরুত্বের সাথে নেন, এটা আমার জন্যে খুব আনন্দদায়ক।

সহস্রতম মন্তব্য আমাকে করায় খুব খুশি হলাম।

ভালো থাকবেন সবসময়। হ্যাপি ব্লগিং।

৭৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

জাফরিন বলেছেন: ভাইয়া, খুব কঠিন কিছু মনে হচ্ছে। পড়তে সাহস পাচ্ছি না....

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: আমার মনে হয়, অতটা কঠিন লাগবে না। আমার এর থেকে কঠিন গল্প আপনি পড়েছেন। পড়ে ফেলেন! অভয় দিচ্ছি।

৭৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

জাফরিন বলেছেন: আচ্ছা। :)
আসলে অংক ভয় পা্ইতো... :#)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

হাসান মাহবুব বলেছেন: এখানে অংক তেমন নাই। কিছু কৌশল আর হিসাব আছে অবশ্য!

৭৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পড়া শুরু করলাম হাসান ভাই...... নেট কানেকশনে একটু সমস্যা যেকোন সময় কেটে যায় ....... ভালো হবেতো জানিই, তাই আগে ভাগে মন্তব্য দিলাম.

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভদুপুর।

৭৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, কয়েকদিন খেললাম। এর মধ্যে ৩৩-৩১ এ জিতেছি একবার :)

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: এরকম কন্টেস্ট হলে খুব মজা লাগে। তবে ৩৩-৩১ এ হারার অনুভূতিটা খুবই বেদনাময়!

৮০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার জন্য সম্পুর্ন নতুন এবং অপিরিচিত একটি খেলা। খুবই জটিল মনে হলো। জীবনের জটিলতার মত। জটিলতার বাইরে থেকে দেখলে একরূপ, আর জটিলতার মাঝে প্রবেশ করলে ভিন্ন।

খেলার ভেতরে প্রবেশ করেই শিখতে হবে, সিরিয়াসলী বলছি............

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: গেমটা জটিল কিছুটা। যে বানাইসে তার মাথার প্রশংসা করতেই হয়। তেমনি আমাদের জীবনের, সৃষ্টির, অনুভূতির ডিজাইনারও...

৮১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:

অনন্য ও অসাধারণ +++
জীবনের খেলা ।

শুভ নববর্ষ হাসান ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! নতুন বছরের জন্যে শুভকামনা রইল।

৮২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

আদনান০৫০৫ বলেছেন: অবজার্ভিং লাইফ থ্রু এ বোর্ড গেইম ...

এই গল্পটা আমি ২-৩বার পড়েছি - কিছু কিছু জায়গায় গিয়ে মনে হয়েছিলো কি ব্যাপার - বুঝতেছিনা কেন... কিছুটা ধৈর্য্যচ্যুতির কারণে বুঝিনাই আসলে - অল মাই ফল্ট...

তবে আজকে ওভারল খুব ভালো মুড নিয়ে পড়তে বসে বুঝলাম - দিজ ইজ ওয়ান হেল অফ এ মাস্টারপিস বাই হামা ভাই।

স্যালুট।

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: অবশেষে গল্পটায় তোমার মনোযোগ দেয়ার জন্যে অনেক ধন্যবাদ আদনান! এটা আমার বেশ কিছুদিনের ভাবনার ফসল।

৮৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১

ইলুসন বলেছেন: আপনার সব গল্পই পড়া হয়, এখন মোবাইল দিয়ে পড়ি তো তাই মন্তব্য করা হয় না। পরে ভুলে যাই। এই গল্পটা অনেক মনোযোগ দিয়ে পড়তে হইছিল। প্রথমবার তো অর্ধেক পড়ে উঠে গেছিলাম। পরে আরেকদিন পুরাটা পড়ছি। সুন্দর উপস্থাপনা। একটা খেলাকে নিয়ে যে এমন একটা ছোটগল্প লিখা যায় তা এই লেখার মর্যাদা আরো বাড়িয়ে দিচ্ছে।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। নিয়মিত উপস্থিতির আহবান রইল।

শুভবিকেল।

৮৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৬

আমি সুফিয়ান বলেছেন: প্রথমে কিছুক্ষন তোঁ ধরতেই পারি নাই, এন্টেনার উপর দিয়ে যাচ্ছিল, খেলাটার চেয়ে পোষ্ট টা বুঝতেই সময় বেশি লাগল :)

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: খেলাটা খেলে থাকলে অবশ্য সুবিধে হত। পড়ার জন্যে অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.