নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বী স্যার, ঠিকাছে, মেনে নিয়েছি এই রায়
কিছু হুজুগে উটকো দেশপ্রেমিকের মৌসুমী আবেগের প্রতিবাদ যাক বৃথায়!
ফেলানী নাম্নী দরিদ্র, শীর্ণবালিকাটিকে মেরে তারকাঁটায় ঝুলাতে
সীমান্তরাক্ষী জওয়ানের পুরুষত্ব প্রকাশের এই সুযোগ আপনারা করে দিয়েছেন ,মহান!
তবে
দুর্ঘটনা তো হতেই পারে তো, পারে না?
অমীয় ঘোষ নামক নির্দোষ ব্যক্তিটির ঝুম নেশা চেপে গেলে ছাড়বেনা, ছাড়েনি।
কেনই বা ছাড়বে!
জীবনের দাম লিপিবদ্ধ করার নথিতে হিসেবের বাকি আছে আরো কত কী!
ফেলানি কাঁটাতারে, সেলানি কারাগারে হত্যার লিস্টে আরো কত বাকি!
খুন হোক, ধর্ষন হোক গাছতলা বা কাঁটাতারে ঝুলিয়ে শেষকৃত্যের মহান আয়োজন তো করবেনই দাদারা!
এমন কী আদালতে সালিশ বসানোর মতো মহানুভবতাও
করতে দ্বিধা করেন নি।
কাঁটাতারে ঝুলিয়ে দিন, বৃক্ষে ঝুলিয়ে দিন, বেয়নেটে বিক্ষত করুন, সহায়তা লাগলে জানাবেন, আমরা তো ভৃত্য!
আমৃত্যু!
বিনিময়ে একটা ফৌজদারি মামলা দিলে পরেই আমরা খুশি!
অবশ্য তার যে খুব দরকারও আছে তা না! জানি তো এসবই আই ওয়াশ।
চোখ দুটো এখনও ভালোভাবে ধুইয়ে নিতে আই ওয়াশের বিকল্প নেই
আরো কিছু হত্যা, আরো কিছু প্রহসন
ঘোলাচোখে দেখাটা ভালো মনোরঞ্জোন
চক্ষু যদিও ঢাকা, ফর্মালিটিস নেই ফাঁকা
প্লিজ দেখে নিয়েন ফেসবুকে আমার নিউজ ফিড
জ্বালাময়ী স্ট্যাটাসে দেখে ভড়কাবেন না দাদা, আমরা নেহেয়েতই কিড!
কিড হয়ে খেলবো দুধভাত, জওয়ানেরা চালিয়ে যান ম্যাসাকার!
আমরা হারাবো, আমরা ভুলে যাবো দুর্জয় বাঙালির চেতনা
আমাদের মন্ত্রনালয়ের ভাঁড়েরা জামাইষষ্ঠীতে ইলিশ পাঠাবে
ট্রানজিট আর পানি বন্টনের খেলায় দুধভাত হবে।
আর ফেলানীর কাঁটাবিদ্ধ লাশ তাদের কানের দুল হিসেবে শোভাবর্ধন করবে।
শিশুপ্রজাতন্ত্রী বাংলাদেশ!
তবে দাদা জানেন কী ,শিশুরাও বড় হয়
শিশুদের আবেগে নেই কোন ভণিতা
কে কবে দুধভাতে বিষ মেশাবে, সুস্বাদু রইবে না আর
ডিনারে অতিভোজনে হজমে গড়বড় হলে পাবেন না নিস্তার!
ফেলানীর ভাইয়েরা মেটে কৃষক থেকে হন্তারক হতে পারে
বাইচান্স কেউ মারা গেলে মামলা করে দিয়েন
তারপর বিচারকের বিভীষিকা, এইবার ন্যায়বিচার না হয়ে যাবে কোথায়!
হিংস্র শৃগালের জন্যে নো মার্সি।
সীমান্ত বন্ধ করে খুনচোখে খুলে রাখবো শার্সি।
কাঁটাতার, পয়েন্ট রেঞ্জ শ্যুট এত সহজে ভুলে যাওয়া যায় নাকি!
ফেলানীর কাঁটাতার, রক্ত রঙবাহার খুব ভালো স্যুভনির নয়
ভদ্রতাবশত আমরাও একদিন মুছে ফেলবো সংশয়
মরে যেও,মেরে যেও, নো ম্যানস ল্যান্ডে হুটোপুটি করো
রক্তস্বাদের ঝাঁঝালো পানীয় শেষতক আমরাই পাবো।
এরপর তোমাদের পরাজিত ব্যাটেলিয়ানের কাজটা সহজ, তবে পরিশ্রমী।
৪২ বছরের রক্ত পরিষ্কার করে গোসল করে হরে কৃষ্ণ বলে পুজো অর্চনা করবি
আমাদের সতর্ক চোখ তখন হিসেব নিকেশে ব্যস্ত থাকবে...
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
টু থাম্বস আপ ||
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মুন!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
শিরোনাম-প্র্তিহিংসার>প্রতিহিংসার *
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: ওক্কে! ঠিক কৈরা নিবাম।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ----প্রিয় বিজিবি সেনা এমন কমান্ড এলে ভুলোনা মানতে এই আজ্ঞা।
মরে যেও মেরে যেও জলস্তম্ভে হুটোপুটি করো
পানিটা শেষতক আমরাই পাবো।
এরপর তোমাদের পরাজিত ব্যাটেলিয়ানের কাজটা সহজ, তবে পরিশ্রমী।
৪২ বছরের রক্ত পরিষ্কার করে গোসল করে হরে কৃষ্ণ বলে পুজো অর্চনা করবি
আমাদের সতর্ক চোখ তখন হিসেব নিকেশে ব্যস্ত থাকবে...
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
+++++++++++++
রৌমারী পাদুয়া মনে করিয়ে দেয়
আমরা বীরের জাতি..
আদেশের অভাবে জং ধরে গেছৈ বীরদের অস্ত্রে
আদেশের ঘরে মন্ত্রনাদাতাতে যে মীরজাফরের রক্ত
উলোট পালট সব হিসাব!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
হাসান মাহবুব বলেছেন: ঘুরে দাঁড়াতে হবে। আমরা পারি।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেলানি শব্দ দেখলেই কাটাতারের ছবি চোখে ভেসে উঠে।
লেখা ভালা লাগছে!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: প্লাস
জি বাংলা , স্টার পেলাস মুক্ত টিভি চ্যানেল চাই ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সিফাত। আমিও তাই চাই।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: এই রায়ে আমরা সবাই রক্তাক্ত, রক্তাক্ত পুরো বাংলাদেশ ।
কতটা ঘৃনা, কতটা প্রতিহিংসার আগুন হৃদয়ে ধারণ করলে হামা ভাই নিজের ঐতিহ্য ভেঙ্গে মেইন নিকে প্রতিবাদ আর প্রতিশোধের কবিতা লিখে, বুঝতে পারছি ।
সত্যিই এটা কবিতা নয়, এটা প্রতিহিংসার গল্প । শোধবোধ তুলে নেয়ার অদম্য ইচ্ছার গল্প । কোমড় সোজা করে দাঁড়ানোর গল্প ।
ভাললাগা++++++++++++++++++++++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
হাসান মাহবুব বলেছেন: আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। লজ্জিত হয়েছিলাম। কিছু বলার পাচ্ছিলাম না। অপরাধবোধে ভুগছিলাম। কবিতাটা না এসে পারানি...
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেরসিক পেলাসে বোতাম
প্রিয় পোষ্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: থ্যংকস আ লট!
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
সামুর মুসা বলেছেন:
বিজিবির প্রতি আমার আর প্রিয় শব্দটা ব্যবহার করতে মন চায় না।
কেন যেন মনে হয় ওরা আর সেই আগের বাঘ নেই বেড়াল হয়ে গেছে...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: তাই তো দেখা যাচ্ছে!
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
খাটাস বলেছেন: পুরো কবিতা বুঝি নি, না বুঝে যদি ও প্লাস দেয়া ঠিক না।
তবে যত টুকু বুঝেছি তার জন্নেই হাজার প্লাস।
দাদাদের চোখে কখনই পড়ে না। তবে একদিন না একদিন পড়বে , তখন দাদারা চোখ তুলে তাকানোর সাহস পাবে না। সেই দিনের অপেক্ষায়।
শুভ কামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
হাসান মাহবুব বলেছেন: আমিও সেইদিনের অপেক্ষায়। শুভকামনা।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
লেজকাটা বান্দর বলেছেন: হামা ভাই কি জেনার চেঞ্জ করছেন নাকি? লেখার সাথে সম্পূর্ণ সহমত। আজ অনেকদিন পর সামুতে ঢুকে প্রথমেই আপনার পোস্ট পড়লাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: নাহ! জাস্ট ফর চেঞ্জ। আবার গল্পতেই ফিরে যাবো।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
মাহমুদ০০৭ বলেছেন: কি বলব !
আমাদের মেরুদণ্ডী প্রানি হতে হবে ।
কবিতার প্রতিটা শব্দ বুকের ভিতর আলোড়ন তুলল । এ ত আমাদের কথাই ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
হাসান মাহবুব বলেছেন: কথাগুলি যে কবে কাজে পরিণত হবে!
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
নাইট রিডার বলেছেন: আজ কি হল সবার? হামা ভাই কবিতা লিখলেন, ওই দিকে আরজু পনি ও নাকি তার ব্লগ জীবনের প্রথম কবিতা লিখেছেন?
আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য সামান্য যে ঋণ তার সুদটা গত ৪২ বছরে অনেক অনেক বেশী হয়ে গেছে। সেই সাহায্যের কথা মনে রেখে ভারতকে ছাড় দেয়ার আর কোন মানে হয় না।
এই মুহুর্ত থেকে সকল ভারতীয় পন্য বর্জন করুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: কবিতা একসময় ভালোই লিখতাম। সে অনেকদিন আগের কথা। ভারতীয় পণ্য ইউজ করো না। বর্জন বাই ডিফল্ট!
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই এই বিষয়ে একটা লেখা দেয়ার জন্য। সত্যি বলতে ঘৃনা প্রকাশ ছাড়া আর কি বা করতে পারি। খুব চেয়েছিলাম, আমাদের দেশের তরফ থেকে শক্ত প্রতিবাদ পাঠানো হোক, কিন্তু দুঃখের বিষয় আমরা হয়ত পারি নাই। তাই নিজের অন্তর থেকে ভারতের এই অন্যায় আচরনের প্রতি ঘৃনা ভরা থু থু দিচ্ছি।
ইস! যদি শুধু আমাদের বিজিবিকে খানিকটা ক্ষমতা দেয়া হত, এই সব বালছাল বিএসএফ কাইন্দা পলাইয়া যাইত। শালাদের রৌমারী সীমান্তের ঘটনা মনে হয় এখনও মনে নাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: আমার সীমিত স্বার্থের মাঝে যা করার করলাম। স্বস্তি পাচ্ছিলাম না। বড়ই লজ্জাস্কর এই নতজানুতা।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
হৃদয় রিয়াজ বলেছেন: এটুকু বিশ্বাস আছে বলেই আজও হতাশাবাদীদের কাতারে দাঁড়াতে পাড়ি না। ভাল লিখেছেন। ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ রিয়াজ।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: এমন রায়ে বাংলাদেশ থেকে প্রতিবাদ পাঠানো উচিত ছিল। আমরা পারিনি। শুধু ঘৃণা ওদের জন্য।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: ঘৃণা ওদের জন্যে। কিন্তু ওরাতো বেশরম!
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
রাজসোহান বলেছেন: মি লাইক ইট হাসান ভাই
আপনার কাছ থেকে এরকম লেখাই প্রত্যাশা করি মাঝে মাঝে, সেই যে একবার হাসিনা নিয়ে লিখেছিলেন তারপর এরকম লিখলেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
হাসান মাহবুব বলেছেন: মাঝে মাঝে চেইতা যাই। সমস্যা হৈলো আমরা খুব সহজে জাগি না!
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই বিষয়টি নিয়ে লেখার জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
গোর্কি বলেছেন:
-পাকীপনা ও ভারতীয় দালালীপনা চলছে জমজমাট!
-আমি নিজেই অনেক দেশের পণ্য ব্যবহার করি না। যুক্তরাষ্ট্র (মুক্তিযুদ্ধে গণহত্যা), তুরস্ক (আর্মেনীয় গণহত্যা), পাকী পণ্য তো কোনো দিনই নয়, ভারত (প্রভুত্বের জুলুম) ইত্যাদি।
-বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীরা একেবারেই নিষ্কর্মা। খুনের বদলে খুন করলেই তো গোলমাল মিটে যায়। তাহলে ভারতের প্রহসন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০
হাসান মাহবুব বলেছেন: গোলমাল অত সহজে মিটবেনা হয়তো, তবে পাল্টা আঘাত জরুরী হয়ে দাঁড়িয়েছে এখন।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
সুপান্থ সুরাহী বলেছেন:
বিজিবি-তে হামার মত কয়েকটা জোয়ান চাই!
আমার মত কয়েকটা গোয়ার চাই!
তারপর!
তারপর!!
স্টেইনলেস স্টিলের মত মেরুদণ্ডওয়ালা একটা সরকার চাই...
তারপর!!!
এ্যাকশন টু কিলিং বিএসএফ জাস্ট ফর টু ডেইজ!
খেল খতম!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১
হাসান মাহবুব বলেছেন: এমন যদি হতো!
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
দুঃস্বপ্০০৭ বলেছেন: কাঁটাতার, পয়েন্ট রেঞ্জ শ্যুট এত সহজে ভুলে যাওয়া যায় নাকি!
ফেলানীর কাঁটাতার, রক্ত রঙবাহার খুব ভালো স্যুভনির নয়
ভদ্রতাবশত আমরাও একদিন তোমাদের দেখাবো ভয়
তখন রাইফেলের গুলিতে পানিপান হুতাষণ সবকিছুই হবে অবজ্ঞা
প্রিয় বিজিবি সেনা এমন কমান্ড এলে ভুলোনা মানতে এই আজ্ঞা।
মরে যেও মেরে যেও জলস্তম্ভে হুটোপুটি করো
পানিটা শেষতক আমরাই পাবো।
এরপর তোমাদের পরাজিত ব্যাটেলিয়ানের কাজটা সহজ, তবে পরিশ্রমী।
৪২ বছরের রক্ত পরিষ্কার করে গোসল করে হরে কৃষ্ণ বলে পুজো অর্চনা করবি
আমাদের সতর্ক চোখ তখন হিসেব নিকেশে ব্যস্ত থাকবে...
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..." +++
বস সত্যি অসাধারন ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা দুঃস্বপ্ন।
২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর!!
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
মধ্যরাতের মুগ্ধতা.......
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধতা থেকে ক্রোধের উদগীরণ হোক। শুভেচ্ছা।
২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩
এম মশিউর বলেছেন: ফেলানী, তোর জীবনের জীবনের দামে চুপ মেরে থাকে দেশের সম্ভ্রম,
আমিও ওদের মত নির্লজ্জ জনগণ।
আমায় ক্ষমা করিস ফেলানী,
১৬ কোটি জনগণ তোকে বাঁচাতে পারি নি।।
প্রতিহিংসার গল্পে সামান্য স্বীকারোক্তি।।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: ফেলানী ক্ষমা করবে না।
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
সায়েম মুন বলেছেন: শাণিত কবিতা! কবিতায় বিস্ফোরিত আবেগ ফুটে উঠেছে। বিএসএফের এই প্রহসনের বিচার দিয়ে কি হলো বুঝলাম না। মাঝখান থেকে কয়েকটা দিন টিভি স্ক্রিন আর পত্রিকার পাতা গরম হলো।
এই নতজানু পররাস্ট্রনীতি দিয়ে কখনো ফেলানী হত্যার বিচার হবে না। আরও ফেলানী সেলানীরা পাখির মত মরবে...
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
হাসান মাহবুব বলেছেন: নাউ টাইম টু কামব্যাক!
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো লাগছে হাসান ভাই। কিন্তু কবিতার পেছনে আপনার, আমাদের যে মনোবেদনা সেটা ভাবলে ভালো লাগে না সত্যিই। আমরা অধিকার বঞ্চিত তো দেশেও, প্রতিবেশী দেশ বা এর বাইরেও। আফসোস !
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
হাসান মাহবুব বলেছেন: কবিতা দিয়ে কী বা হয়!
২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
রাশেদ অনি বলেছেন: আফসোস ছাড়া কি বা করার আছে। ভাল লিখেছেন ভাইয়া।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
হাসান মাহবুব বলেছেন: আরো অনেক কিছু করার আছে। কিন্তু আমরা পারছি কই!
২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
অদৃশ্য বলেছেন:
মন থেকে সে রক্তের দাগ কোনদিনও মুছে যাবেনা...
আহত সিংহ সবসময়ই আক্রমনাত্বক... সীমান্তে যারা মরছে তারা বাঙালী... আমরা একই হৃদপিন্ডের স্পর্শে থাকি... তাই আমরা আহত হই... আক্রমনাত্বকও...
কবিতা দ্রোহ দুর্দান্তভাবে দৃশ্যমান হলো... পুরো কবিতাটিই মনের মাঝে ওটপোড়া ছাপ রেখে গেলো...
হাসান ভাইয়ের জন্য
শুভকামনা...
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা অদৃশ্য!
২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
শাহিন বলেছেন: লেখনি আজ প্রতিবাদের ভাষা । শুভেচ্ছা
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
ফেলানীর অভিশাপ ও মুছতে পারিনি , পারেনি !
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
হাসান মাহবুব বলেছেন: প্রতিশোধ নিতেই হবে!
৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমিও মানুষ, আমিও মানুষ,
তোমার আমার মধ্যে-,
কে গেঁথে দিল এই কাঁটাতার সীমান্ত?
আমার হাতে কলমের মত করে,
যদি একটা বন্দুক থাকতো,
পৃথিবীর কাঁটাতারগুলোকে সব,
কুকুরের মত গুলি করে মারতাম,
পিলারগুলো ঝুলিয়ে দিতাম বিনাবিচারে,
তারপর গুলি করতাম সব বন্দুককে,
যাতে করে তোর মত কোনো ফেলানী,
কোনোদিন কখনও,-
দ্বিপদী এক হায়েনার লক্ষ্যভেদের ট্রফি হয়ে,
ঝুলে না থাকিস নির্বীর্য কাপুরুষ সভ্যতার তারে।
আপনার আগ্নেয় ক্ষোভের কথা, প্রতিহিংসার পদ্য পড়লাম। আপনার কবিতা পড়ার ইচ্ছে ছিল, কিন্তু এই যন্ত্রণার কথা পড়তে হবে, কাম্য ছিল না! কিছু নিঃসহায় উদ্গীরণে কবিতাই অস্ত্র!
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
আপনার ভালোবাসার একটা কবিতাও পড়তে চাই!
ফেলানীর রায়?
কার কী আসে যায়!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালোবাসার কবিতা একসময় লিখতাম। এখন আর লেখা হয় না।
কবিতাটায় হেভি এডিট করসি। তবে লাভ হৈসে বলে মনে হয় না!
৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
মাহতাব সমুদ্র বলেছেন: ফেলানি শব্দ দেখলেই কাটাতারের ছবি চোখে ভেসে উঠে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
হাসান মাহবুব বলেছেন: এই কাঁটাতারে বিদ্ধ আমরা সবাই
৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
শান্তির দেবদূত বলেছেন: যতবার ফেলানির কাটাতারে ঝুলানো ছবিটা দেখি ততবার চোখ ভিজে উঠে, দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠে, প্রচন্ড ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠে। কি আর বলব, আমাদের সরকারের কি বিন্দু মাত্র ভালবাসা নেই দেশের মানুষের প্রতি, একটি প্রতিবাদ ও কি পাঠাতে পারে না দিল্লিতে! তাহলে কিসের জন্য শুধু বড়বড় বুলি!
কবিতায় আগুনের আঁচটা টের পেলাম, শিশুপ্রজাতন্ত্রের শিশুরা একদিন বড় হবে, ফেলানির ভাই আমরা, কাউকেই ছাড়ব না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: একদিন...একদিন সময় আসবেই! বাঙালি জেগে উঠতে জানে।
৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
লিন্কিন পার্ক বলেছেন:
ইন্ডিয়ানরা কোনদিনও আমাদের কোমর সোজা করে দাঁড়াতে দিবে না। ইন্ডিয়ার বলয় থেকে বের হওয়া আপাতদৃষ্টিতে অসম্ভব দেখতাছি
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
হাসান মাহবুব বলেছেন: বেশি তড়পালে তার প্রাপ্য পেতেই হবে। আর বাংলাদেশও চিরদিন এরকম ল্যাদাম্যাদা থাকবে না।
৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফেলানী ক্ষমা করবে না। ভারতকে যেমন করবে না সেদিনের বাংলাদেশকেও করবে না। আজকের বাংলাদেশকেও না! ফেলানী তো হারিয়ে গেছে, আর কেউ যাতে তার পরিনতি বরণ না করে সে জন্য আমি কি করছি!!!!???? পন্য বর্জন? ভারতকে না বাংলাদেশ সরকারের উপরেই সবার এক হয়ে চাপ প্রয়োগ করা উচিৎ ছিল যারে কূটনৈতিক তৎপরতা দ্রুত ও কার্যকরীভাবে শুরু হয়! ট্রানজিট বন্ধের এক দফা নিয়ে নামতে হতো! কিন্তু কোথায় কি? আমরা এখনও অনলাইনেই পড়েছি, থাকবোও এখানে, ইমোশোনাল লেখা লিখবো, লাইক পাবো, কমেন্টস গুণবো। শেষ!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: স্যাড বাট ট্রু!
৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: এখনকার পরিমার্জন কিন্তু অনেক ভালো লাগলো আমার! শুরুটা চমৎকার হয়েছে, আগে এখানে একটু কেমন লাগছিল! তবে এই সব লেখায় আবেগের স্রোতে কবিতার নন্দনতত্ত্ব ভাইসা যায়! আমার তো হয়ই!
শুভকামনা হামা ভাই! মাঝে মাঝে টুকটাক কবিতা চলুক!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, পরিমার্জন আমারও ভালো লেগেছে। কিন্তু তাতে ফেলানীর কী!
৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মানবিক, রাজনৈতিক, কুটনৈতিক সবদিক থেকেই বাংলাদেশ কেন ইচ্ছা করেই হেরে যাচ্ছে!! ফেলানীরা ফিরে আসবে না! কিন্তু আমরা কি করছি যেন আরো ফেলানী সৃষ্টি না হয়? আমরা হেরে যাচ্ছি! স্যাডলি স্পোকেন ট্রুথ!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
হাসান মাহবুব বলেছেন: আমরা ইন্ডিয়ান গরুর রান চাবাচ্ছি, কারিনা-সানি লিওন ড্রেসের জন্যে লাইন দিচ্ছি!
৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
ভিয়েনাস বলেছেন: এমন রায় ঘৃনাভরে প্রত্যাখান করেছি যদিও তাতে কারো কিছু যায় আসেনা.....
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: ঘৃণার আগুনে সব বিনাশ করে দিতে ইচ্ছে করে...
৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯
সাসুম বলেছেন: একদিন...একদিন সময় আসবেই! বাঙালি জেগে উঠতে জানে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: আমিও তাই বিশ্বাস করি।
৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
আমি তুমি আমরা বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: একদিন সময় আসবেই! বাঙালি জেগে উঠতে জানে।
৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: তবে দাদা জানো কী ,শিশুরাও বড় হয়
শিশুদের আবেগে নেই কোন ভণিতা
আমরাও বড় হবো দুধভাতে বিষ মেশাব..
একদিন ঠিক বড় হয়ে যাবো । কবিতাতে নয় , বড় হওয়ার প্রতিজ্ঞাতে ভালো লাগা !
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা আদনান।
৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
হাসান মাহবুব বলেছেন: আরো বেশ খানিকটা এডিট করলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
হাসান মাহবুব বলেছেন: কিছুতেই সন্তুষ্ট হতে পারছি না লিখে।
৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫
টুম্পা মনি বলেছেন: গ্রেট বিগ হামা!
অসাধারণ!
আমার কাছে কবিতার বিষয় বস্তু, ভাব্বাচ্য, অন্তর্নিহিত কথা, উপমা, লেখনীর স্টাইল সব কিছুই অসাধারণ মনে হইসে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
হাসান মাহবুব বলেছেন: আশ্বস্ত হলাম। কতদিন পর লেখা হলো কবিতা!
৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: ভারতের মতো দেশ যার প্রতিবেশী, আর বাংলাদেশের মতো যে দেশের নেতারা মেরুদন্ডহীন----সেই দেশের মানুষের ভাগ্য এমনই হবে!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: নেতারাই যত নষ্টের মূল!
৪৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কি আর বলব, কিছুই বলার নাই
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: শুভরাত!
৪৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মরে যেও,মেরে যেও, নো ম্যানস ল্যান্ডে হুটোপুটি করো
রক্তস্বাদের ঝাঁঝালো পানীয় শেষতক আমরাই পাবো।
এরপর তোমাদের পরাজিত ব্যাটেলিয়ানের কাজটা সহজ, তবে পরিশ্রমী।
৪২ বছরের রক্ত পরিষ্কার করে গোসল করে হরে কৃষ্ণ বলে পুজো অর্চনা করবি
আমাদের সতর্ক চোখ তখন হিসেব নিকেশে ব্যস্ত থাকবে..
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
হাসান মাহবুব বলেছেন: আশাবাদ!
৪৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
তাসজিদ বলেছেন: সবথেকে বড় কালপ্রিট আমরা। আমরা ফেলানি ফেলানি বলে চিৎকার করবো, আবার রাতে গিয়ে হিন্দি মুভি দেখবো।
আমরা সরকারকে গালি দিব কিন্তু নিজেরা নন্নুতম sacrifice করতেও রাজি না।
যতদিন আমরা সচেতন না হব ততদিন এ শোষণ বন্ধ হবে না
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: সরকার আর জনগণ মিলে গড়েছে খুনীদের সাথে সমঝোতাস্মারক!
৪৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
অচিন্ত্য বলেছেন: শক্তি-ক্ষমতা-ডোমিনেশন
যার যতটুকু আছে সব সময় প্রয়োগের জন্য মুখিয়ে আছে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: আর আমরা অপেক্ষা করে আছি কাঁটাতারে ঝুলন্ত লাশের জন্যে।
৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একজন ফেলানীর ঝুলন্ত লাশ যেন বিশ্ব বিবেক এর ঝুলন্ত অবস্থাকে নির্দেশ করে। প্রহসনের আদালত এর স্বীকৃতি দেয়, আরো ফেলানীর রক্ত দেখার সম্ভাবনা চুড়ান্ত করে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
হাসান মাহবুব বলেছেন: আমরা প্রস্তুত!!
৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
সাদরিল বলেছেন: শিশুপ্রজাতন্ত্রী বাংলাদেশ! উপমাটা দারুন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: অথবা নিদারুণ!
৫১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
নুসরাতসুলতানা বলেছেন: গুগল ম্যাপে ফেলানী রোড় আর আপনার এ' কবিতা --- চমৎকার এক অনুভূতি।আজই কবিতাটা পড়লাম - অসাধারন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা নুসরাত।
৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: অসাধারন একটা লেখা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ মনিরা। শুভদুপুর।
৫৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অসাধারণ লিখেছেন।
যদিও মর্মান্তিক ঘটনা নিয়ে কোন সুন্দর লেখা আমার কাছে ইমোশনাল মাস্টারবেশন লাগে, মনে হয় আমি ব্যথা ফিল করার চেয়ে লেখাকে আরেকটু ঝলমলে শব্দ, আরেকটা দারুন লাইন লিখার চিন্তা কাজ করে।
কেমন কেন স্বার্থপর, স্বার্থপর লাগে। ব্যক্তিগত মতামত।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
হাসান মাহবুব বলেছেন: এসব লেখায় সুন্দর বা অসাধারণ না বলাই ভালো। আর ইমোশনাল মাস্টারবেশনের চেয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল কথাটাই বোধহয় যুৎসই।
৫৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাস্টারবেশন কথা বলার একটা কারণ আছে, রানা প্লাজার ঘটনার সময় একজনের স্ট্যাটাস পড়ে মনে হলো, কাদতে কাদতে মরে যাচ্ছে, কিন্তু টিকার কি বিরাট খারাপ জিনিস, টিকারে দেখলাম সে আর তার বিএফ এক ওয়ালপোস্টে প্রেম করতেছে।
এরপর খেয়াল করে দেখলাম, তার কাজই মানুষের জন্য কাদতে কাদতে স্ট্যাটাস, এইসবে সে অর্গাজমের সুখ পায়।
পারফেক্ট ইমোশনাল মাস্টারবেশন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
হাসান মাহবুব বলেছেন: মনে পড়সে। তোমার স্ট্যাটাসটা দেখসিলাম। "টিকার খুব খারাপ জিনিস"
৫৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
প্যাপিলন বলেছেন: ফলাফল শুন্য, তবু আস্ফালনের স্পৃহা এখনও মরে যায়নি বলেই জেগে ওঠার আশায় থাকি...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: আশায় থাকি...
৫৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
সমকালীন ইস্যু নিয়ে লেখা । ভালো লাগলো ।
শুভেচ্ছা রইলো ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
হাসান মাহবুব বলেছেন: ফেলানীরা একসময় ইস্যু থাকে না আর, থাকে না কোন কালের আলোচনাতেও...
৫৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩১
শ্যামল জাহির বলেছেন: কাঁটাতারে ঝুলিয়ে দিন, বৃক্ষে ঝুলিয়ে দিন, বেয়নেটে বিক্ষত করুন, সহায়তা লাগলে জানাবেন, আমরা তো ভৃত্য!
আমৃত্যু!
৪২ বছরের রক্ত পরিষ্কার করে গোসল করে হরে কৃষ্ণ বলে পুজো অর্চনা করবি
আমাদের সতর্ক চোখ তখন হিসেব নিকেশে ব্যস্ত থাকবে...
"রক্তের দাগ এখনও সীমান্তে মুছে যায় নি..."
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ!
৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
নস্টালজিক বলেছেন: শিশুপ্রজাতন্ত্রী বাংলাদেশ!
জেম!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। অতি দুঃখের সাথে স্বীকার করতে হচ্ছে আমরা তাই।
৫৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
কয়েস সামী বলেছেন: দেরীতে পড়া হল বলে দুঃখিত। কবিতা ভাল না লাগা পাঠকেরা যখন কবিতার প্রশংসা করে তখন বুঝে নিতে হবে কবিতা তার নিজ ডেফিনেশনকেও ছাড়িয়ে গেছে! অনন্য সাধারন!
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি।
৬০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
শাহেদ খান বলেছেন: ইমোশনাল ব্ল্যাকমেইল কি না জানি না, তবে আজ কেউ লিখে রাখছে বলেই কাল কেউ জানবে। সংবাদ মাধ্যমের চেয়ে সাহিত্য অনেক জোরালো। দেড়শ' বছর আগের পত্রিকার খবর কেউ জানে না, তবে দেড়শ' বছর আগের কবিতা'গুলো টিকে আছে।
লিখে যাওয়ায় অনেক ভাল লাগা, হাসান ভাই।
শিশুপ্রজাতন্ত্রী বাংলাদেশ! -- মারাত্মক !
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা শাহেদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
লেখোয়াড় বলেছেন:
পুত্তুম পিলাস।