নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ফুটনোটস

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪


সাধারণত ফুটনোটস, পাদটীকা বা নির্ঘন্টগুলো কোন লেখার শেষে দেয়া থাকে। কিন্তু এখন যে গল্পটি আমি লিখতে যাচ্ছি, তার ফুটনোটস গুলো আগেই দিয়ে দেবো। তারপর দেখা যাক গল্পটি কতদূর এগোয়।

ভোট- একটি গণতান্ত্রিক অধিকার, যার দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয় (কাল্পনিক)।
গরু-ছাগল- গৃহপালিত পশু। যারা রাস্তায় নামলে ড্রাইভার যদি তাদের পাশ কাটিয়ে যেতে পারে, তবে তা ড্রাইভারি করার স্বীকৃতি বলে গণ্য হয়।
লঞ্চ- একটি যাত্রীবাহী জলজ পরিবহন। এখানে বিশেষ বিশেষ পার্বণে মৃত্যুর পরীক্ষায় উত্তীর্ণ হতে হাজারে হাজার যাত্রী ওঠে।
ঋণখেলাপী- কোটিপতিদের একটি স্ট্যাটাস। ব্যাংক থেকে টাকা নিয়ে শোধ না করে তারা নিজেদেরকে অভিজাত শ্রেণীভূক্ত মনে করেন।
বিশ্ববিদ্যালয়- সরকারী দলীয় ক্যাডারদের বাসস্থান। মাঝেমধ্যে তারা পড়াশোনা করে থাকেন। (এই অংশটি কাল্পনিক)।
ক্রসফায়ার- আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা পরিচালিত রিয়্যাল লাইফ এ্যাকশন ফিল্ম। যেখানে তারাই সবসময় বিজয়ী হয়।
শেহা- বংশানুক্রমে প্রাপ্ত অঢেল ক্ষমতার অধিকারী বহু ডিগ্রিখচিত রাষ্ট্রনায়ক (কাল্পনিক)
বেজি - স্বামী সূত্রে পাওয়া অঢেল ক্ষমতার অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিভিন্ন দলিল, নথিতে তার জন্মদিনের সংখ্যা পাওয়া গেছে পাঁচটি। (কাল্পনিক)
হেফাজতে ইসলাম - ধর্মকে আত্মীকরণ করে আফগানিস্তানকে আদর্শ রাষ্ট্র হিসেবে ধরে নিয়ে প্রতিরাতে চরম পুলকে স্বপ্নদোষ হওয়া একটি চরমপন্থী সংগঠন।
কট্টর নাস্তিক-ভুল সময়ে ভুল জায়গায় জন্মগ্রহণ করা ফেইম সিকার এ্যাসাইলাম প্রার্থী ভীতসন্ত্রস্ত কলম সৈনিক।
মডারেট মুসলমান - ইসলাম ধর্ম পালনকারী তীব্র অনুভূতিশীল ব্যক্তি। যারা প্রতিপক্ষের কল্লা ফেলে দিলে মুখে কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে আমিও, যদি, তবে ইত্যাদি শব্দ প্রয়োগ করে মনে মনে পৈশাচিক বুনো উল্লাসে মেতে ওঠেন।
রাজাকার - যুদ্ধের সময় বেঈমানী করা বরাহ ছানা বিশেষ। যাদেরকে দেশের বেশিরভাগ মানুষ ঘৃণা করলেও রাজনৈতিক ধারা-প্রবাহের মধ্যে বিচক্ষণতা দেখিয়ে বিভিন্ন দলের লেজ হয়ে পুরো দেহটিকে নাড়ানোর চেষ্টা করছে।
সমকামী- প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করা পায়ুপথযাত্রী।
হিজাব- নিজেকে আরো আকর্ষণীয় করে তোলা এবং একই সাথে ধর্মীয় নিয়ম মেনে চলার উদ্দেশ্যে তৈরি এক ধরণের পোষাক, তরুণীদের জন্যে।
কর্পোরেট সংস্থা- ধীরে ধীরে ভগবানের চেয়েও শক্তিধর হয়ে ওঠা, বিশেষ দিনে জনগণের অনুভূতিগুলো নিয়ে ছিনিমিনি খেলা বিশেষ সংস্থা।
গলায় দড়ি - শুভ্র চুল এবং গোঁফের অধিকারী বয়োজৈষ্ঠ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির রোমান্টিক ভাবালুতা।
শাহবাগ- অনির্মিত থেকে যাওয়া স্বপ্নের হাইওয়ে।
রাজন- মোবাইল ক্যামেরা দিয়ে নির্মিত জনপ্রিয় স্নাফ মুভির ভিকটিম।
সেলফি - নার্সিসিস্ট, মানুষদের দ্বারা আবিষ্কৃত জনপ্রিয় এবং বোকাটে,উজবুকি (ক্ষেত্রবিশেষে) মোবাইল ফোন/ক্যামেরা এ্যাপ্লিকেশন।
চাপাতি - নাস্তিক নিধনে লিপ্ত জিহাদীদের প্রিয় অস্ত্র। কথিত "বড় হুজুর" দ্বারা পরিচালিত কওমি ছাত্ররা এর ব্যবহারকারী। সরকারী অনুমোদনপ্রাপ্ত।
বড় হুজুর - একটি রহস্যময় চরিত্র। সে যে কোথায় আছে, কোন দলে আছে, তা সাধারণ মানুষ জানে না, তার পাঠানো দুইজন গ্রেফতার হবার পরেও রয়ে যাচ্ছে অজানা।
বাক স্বাধীনতা - সরকার কর্তৃক রচিত একটি হাসির কৌতুক।
৫৭ ধারা-

এখানে এসে আমার কলম থেমে গেলো। নিবে কোন একটা সমস্যা হয়েছে। চুইয়ে চুইয়ে কালি পড়ছে। ভিজে যাচ্ছে আমার এতক্ষণ ধরে লেখা নির্ঘন্ট! এত কালি ছিলো কলমটায়! আমার নতুন লেখাটায় তো বটেই পুরোনো অনেক লেখাও ভেসে যাচ্ছে, এই সর্বগ্রাসী কালোয়। আমি কলমটাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেই। সবকিছু আবার নতুন করে লিখতে হবে। এবার আমি পাঁচ টাকার বলপেন রেখে পঞ্চাশ টাকার স্টেডলার কলম দিয়ে লেখা শুরু করি। কী কী যেন ছিলো নির্ঘন্টটায়? শেষেরটা মনে পড়ছে ,সাতান্ন ধারা। লেখা শুরু করা যাক তবে,

৫৭ ধারা- মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ ও এর দণ্ড সম্পর্কে বলা হয়েছে- '(এক) কোনো ব্যক্তি যদি ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ। (দুই) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।'

বেশ তো! এর আগে এমন ভজঘট পাকিয়ে গেল কেন তখন? পরবর্তী অধ্যায়ে যাই,

শেহা- বাঙলার লৌহমানবী। ধানকন্যা, গমকন্যা, সাগরকন্যা ইত্যাদি সম্মানসূচক পদবীতে ভূষিত।
বেজি- আপাতত গোলাপী ম্যাম, পরবর্তী সময়ে তাকে আপোষহীন নেত্রী বলার জোর সম্ভাবনা আছে।
বড় হুজুর- প্রকৃত জিহাদী।
ঋণখেলাপী- লোনের টাকা প্রদান করতে গড়িমসি করে সমজা স্ট্যাটাস বাড়ানো কিউট কোটিপতি।
বাক স্বাধীনতা- যা ইচ্ছে বলে গিলে কুলকুচি করে ফেলে দেয়া অথবা লিখে কুচিকুচি করে ছিড়ে ফেলে দেয়ার আনুগত্যময় আচরণ।
কর্পোরেট সংস্থা- জনগণের প্রভুতূল্য, টিনএজারদের বন্ধু-বান্ধব আর 'মাস্তি' ছাড়া জীবন বৃথা এই মহান মন্ত্রে দীক্ষিত করে তোলা বিশেষ গোষ্ঠী।

যাক, তখন পাতাটা নষ্ট হলেও এবার বেশ ভালোই লিখতে পারছি। নির্ঘন্ট লেখা প্রায় শেষ। খুব শিঘ্রই আমি মূল গল্পটা লেখা শুরু করবো। ততক্ষণে আমি কিছু ফুল-লতা-পাতা খেয়ে আসি। আপনি অবাক হচ্ছেন এই ভেবে যে, এসব কারো খাদ্য হতে পারে নাকি? কী যে বলেন আপনারা! আমি বেশি করে ডিম-মাংস-মাছ খেয়ে অহেতুক শক্তি সঞ্চয় করে ওসব রাষ্ট্রদ্রোহী এবং ভোগ্যবস্তুদের বিরুদ্ধে দুকলম লিখে জেলের ভাত খাই আর কী!

আচ্ছা আবার শুরু করি,
চাপাতি - নাস্তিক কাটার জন্যে সরকারের উদাসীন সম্মতিতে...

দেখেছেন! আবার কী সব ভুলভাল লিখছি। সম্ভবত রাত জাগার ফল। আমি দুঃখিত। এতখানি নির্ঘন্ট লিখেও মূল গল্পতে যেতে পারলাম না! আজ আর হবে না। ঘুমুতে যাবো। তবে ঘুমোনোও এক জ্বালা। মহল্লার চারিদিকে জাতির পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানগুলোর শব্দে কান ফেটে যাচ্ছে। আমি নিজের অজান্তেই বলে ফেলি, ধুর! পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে চারিদিকে সন্তর্পণে তাকাই। নাহ, কেউ দেখে ফেলেনি, কেউ শোনে নি।। আমি বিছানায় গিয়ে বালিশটা কানের ওপরে দিয়ে ঘুমোনোর চেষ্টা করি।

ঘুম! ঘুমের মধ্যে একটা গিরগিটিকে স্বপ্নে দেখি। কেমন করে যেন সে দেহের রঙ পাল্টায়!

কুৎসিত। বড়ই কুৎসিত!

মন্তব্য ১০৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৫

মুরাদ-ইচছামানুষ বলেছেন: দারুণ সব সংজ্ঞা দিয়েছেন !

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ/

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫

প্রামানিক বলেছেন: অন্যরকম পোষ্ট। ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১২

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর ফুটনোটস । "হিজাব- নিজেকে আরো আকর্ষণীয় করে তোলা এবং একই সাথে ধর্মীয় নিয়ম মেনে চলার উদ্দেশ্যে তৈরি এক ধরণের পোষাক, তরুণীদের জন্যে।" এইটা বেশি ভাল লেগেছে। ২০০ ভাগ একমত আপনার সাথে। আমার পাশেই একটা মেয়ে থাকে। তার মনে হয় ১০০ রকমের রঙ বেরঙের হিজাব। আমরা একটা অনুষ্ঠানে গেলাম ওয়াশ রুমে সে আমাকে বলল তার পাতলা শাড়িটা ঠিক করে দিতে, মানে টান টান করে টাইট করে দিতে। কি আর করব, আমিও দিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তন্দ্রা।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ হামা ভাই| সংজ্ঞা গুলো পারফেক্ট| খুব ভালো লেগেছে

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা নেবেন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

শামছুল ইসলাম বলেছেন: ব্যতিক্রম ধর্মী পোষ্ট।
ভাল লেগেছে!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্প না তো পাঠ্যবই ই এটা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: তাই নাকি? :-B

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

লাবনী আক্তার বলেছেন: ৫৭ ধারা-

এখানে এসে আমার কলম থেমে গেলো। নিবে কোন একটা সমস্যা হয়েছে। চুইয়ে চুইয়ে কালি পড়ছে। ভিজে যাচ্ছে আমার এতক্ষণ ধরে লেখা নির্ঘন্ট! এত কালি ছিলো কলমটায়! আমার নতুন লেখাটায় তো বটেই পুরোনো অনেক লেখাও ভেসে যাচ্ছে, এই সর্বগ্রাসী কালোয়। আমি কলমটাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেই।


দারুন বলেছেন ভাইয়া।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লাবনী।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: বেগম জিয়া = বেজি

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: এটা নিতান্তই একটা কাল্পনিক চরিত্র। তবে পাঠক কীভাবে ভাবছে তার ওপর আমি কোন খোদকারি করতে পারবো না #:-S

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

এস কাজী বলেছেন: আইরনিকাল স্যাট্যায়ার। খুব ভাল লেগেছে। আপনার লেখা সে আবার ভাল হবে না? নো ওয়ে!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: :`>

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

এহসান সাবির বলেছেন: জটিল সংজ্ঞা সব....।

দারুন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: থিংকু ব্রো।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অরুদ্ধ সকাল বলেছেন: অভিনব ভাবনা সেই সাথে আবার নতুন করে পড়ে নিলাম ফুটনোট

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: জটিল গল্প!!!

৫৪ বার পড়লেও বোঝা যাবে না!!!

৫৭ বার পড়লে কিছুটা বোঝা যেতে পারে!!!

শুভকামনা অনিঃশেষ প্রিয় কথাসাহিত্যিক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: চতুর মন্তব্য! শুভেচ্ছা সবসময়।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

জেন রসি বলেছেন: ফুটনোটস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানাইতেছি!!!!

চমৎকার হইছে হামা ভাই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: চমৎকার। আইডিয়াটা ভালো লাগল। ;)

সংজ্ঞা বা ফুটনোটগুলো দারুণ হয়েছে। নির্ঘন্ট লেখায় নির্ভেজাল ভালো লাগা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা সুমন।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

সোমহেপি বলেছেন: হা হা .....
ক্রিয়েটিভ ............

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: থিংকু।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২

পাজল্‌ড ডক বলেছেন: পরিস্থিতি কি আসলেই এতো খারপ নাকি!!! B:-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: খুব একটু ভালোও না!

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

কাবিল বলেছেন: হামা- যে সব সময় অন্য রকম কিছু লেখা-লেখি করে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কাবিল।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা অসাধারণ ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভভোর।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

কালীদাস বলেছেন: হাহাপগে =p~ =p~ =p~ =p~ জটিল হৈছে!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: কী যে বলেন! সহজ তরল একটা লেখা :``>>

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রাইভেট ভার্সিটির (এ পর্যন্ত আসতেই কম্পিউটার নোটিশ দিল) তাই চার্জে দিয়ে ভাবছি।। নাহ্ আর কিছু লেখা যাবে না।। কেন???
চাপাতি - নাস্তিক কাটার জন্যে সরকারের উদাসীন সম্মতিতে...।। =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: চাপাতি বাদ দিয়ে চা পান করুক সবাই।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

আমি মিন্টু বলেছেন: আপনার লেখায় সেইরকম ফুটনোটগুলো ফুঁটেছে । :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভভোর।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: সবগুলি তীর ঠিক জায়গামত। কিন্ত ব্যথা পাবে কিনা সন্দেহ আছে। ওদের এখন আর ব্যথা লাগে না, পায়ূ গিরি এখন লোহার চাদরে মোড়া।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

হাসান মাহবুব বলেছেন: ওয়েল সেইড ব্রো/

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: দুটো ফুটনোট ছাড়া বাকিগুলোর সাথে একমত। পোস্টে ভাল লাগা রইল :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: কোন দুটো বলেই ফেলুন না!

শুভেচ্ছা।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




আসলেই আপনার ঘুম পেয়েছে । নইলে ....... নিবে কোন একটা সমস্যা হয়েছে। চুইয়ে চুইয়ে কালি পড়ছে। ভিজে যাচ্ছে আমার এতক্ষণ ধরে লেখা নির্ঘন্ট! -----------------কলমটাকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেই। সবকিছু আবার নতুন করে লিখতে হবে। এবার আমি পাঁচ টাকার বলপেন রেখে পঞ্চাশ টাকার স্টেডলার কলম দিয়ে লেখা শুরু করি-------

পাঁচ টাকার বলপেন দিয়ে চুইয়ে চুইয়ে কালি পড়ে কি ভাবে ভিজিয়ে দেয় লেখা ?
এবার এটাকে ব্যাখ্যা করতে আর একটি ফুটনোটস দিতে হয় যে !

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! আসলে অনেকদিনের অনভ্যাস তো, তাই ভুল হয়ে গেছে। তবে, থাকুক না একটা সেরকম স্পেশাল বলপেন!

শুভেচ্ছা।

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পুরাই কোপয! (মাস্তি ওয়ালাদের ভাষায় বললাম!)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভভোর।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: শিক্ষামূলক গল্প।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: তাই? B:-/ :-B

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

রাবেয়া রব্বানি বলেছেন: চমৎকার লেখা
তার চেয়ে চমৎকার সাহস

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাবেয়া। সবাই একসাথে হলে ভয় কি বলেন!

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

মাহমুদ০০৭ বলেছেন: বলার ধরণে বরাবরের মত অভিনবত্ব , চমক । অনেকদিন ধরেই এ ব্যাপারে আপনি লিডিং পজিশনে । সবচেয়ে বড় ব্যাপার সাহস দেখিয়েছেন । সেলুট ।

পাঠক হিসেবে গল্পে অতৃপ্তি আছে । বিস্তারণ আশা করেছিলাম । গল্পটা জমিয়ে হঠাৎ শেষ করে দিলেন এমন মনে হচ্ছে । যদিও এমন টা থিমের সাথে যাচ্ছে বা আপনি মিলিয়ে শেষ করেছেন । তবে সাব্জেক্ট অনুসারে আরো ভালভাবে আলো ফেলা যেত ।

শুভকামনা রইল প্রিয় হাসান ভাই ।


১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ। হ্যাঁ, গল্পটা আরো বড় হতে পারতো নিশ্চয়ই। শুভকামনা।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

দর্পণ বলেছেন: ফুটনোটগুলি দেখলাম আস্তা এক গল্প হয়ে গেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: হু। ধন্যবাদ।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: এইগুলারে ফুটনোট না বইলা সমসাময়িক বাস্তবতাও বলা যায়। বাক স্বাধীনতা আর ৫৭ ধারা সাংঘর্ষিক। তবে আমার মতে এই দেশে ৫৭ ধারার দরকার আছে। আমাদের সহনশীল করতে এই ধারার বিকল্প নাই। যদিও এর নিরপেক্ষ এবং উপযুক্ত প্রয়োগ কখনোই সম্ভব না। আবার এইটা বাদ দিলে এককটা মার্কামারা মুখ সামলাইতে পারবেনা কেউ। আর এইভাবেই আমরা লুপে পইরা যাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: ফুটনোটগুলো তো ফুটনোট না, আসলে এগুলোই গল্প। ৫৭ ধারার জাঁতাকলে পড়ে হয়তো এভাবেই আমাদের গল্পচর্চা চালিয়ে যেতে হবে।

শুভবিকেল।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

ফা হিম বলেছেন: বাক স্বাধীনতা- যা ইচ্ছে বলে গিলে কুলকুচি করে ফেলে দেয়া অথবা লিখে কুচিকুচি করে ছিড়ে ফেলে দেয়ার আনুগত্যময় আচরণ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ :-B

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: হামাবেবি একটু পর পর আমার ব্লগে কি দেখতে আসো??? :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: একটা মজার জিনিস খেয়াল করতেসি। আপনার করা মন্তব্য এবং প্রাপ্ত মন্তব্য প্রায় সমান। কখন দুইটা এক হয়ে যায় সেটার অপেক্ষায় থাকি। সেটা হলে খুব ইউনিক একটা ব্যাপার হবে না? এই মুহূর্তের আপডেট,

মন্তব্য করেছি: ৪১৭৬৫টি
মন্তব্য পেয়েছি: ৪১৭৪৯টি

সে এক জটিল কন্টেস্ট! :-B

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: ওহ সে তো আমি চাইলে ৫ মিনিটস এর মাঝে দেখাতে পারি। দেখবে??? :)

দেন জাস্ট ওয়েট ৫ মিনিটস!!!:)

বয়স তো আর কম হলোনা এবং ব্লগেও কম না!!!:)

আফটার অল ইটস মাই ফান প্লেস!!!!!!!!!:) :) :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

হাসান মাহবুব বলেছেন: মন্তব্য করেছি: ৪১৭৬৮টি
মন্তব্য পেয়েছি: ৪১৭৭৫টি

আরো কাছাকাছি হয়ে গেছে। কিপিটাপ! :#)

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: একটু ডিফারেন্সই দেখালাম আর কি !!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

হাসান মাহবুব বলেছেন: :| B-) B-))

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: মজার ফুটনোট ।+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ :-B

৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঘুম! ঘুমের মধ্যে একটা গিরগিটিকে স্বপ্নে দেখি। কেমন করে যেন সে দেহের রঙ পাল্টায়! আবার টাস্কি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: কোন সাদৃশ্য পাওয়া যায়?

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রোদেলা বলেছেন: বাক স্বাধীনতা - সরকার কর্তৃক রচিত একটি হাসির কৌতুক।
৫৭ ধারা-
এটা পরের প্রজন্মের ব্যকরন,প্রিয়তে রাখলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

আলোরিকা বলেছেন: ইদানিং শুধু ভাবি , ভাবি আর ভাবি ......অনেক ভাবনার সাথে মিলে গেল , অনেক ভাবনার খরাক পেলাম !! |-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভাবনার খোরাক দিতে পেরে আনন্দিত।

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

আলোরিকা বলেছেন: খরাক < খোরাক :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অয় অয় :-B

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

ডি মুন বলেছেন:
ব্যতিক্রমী ফুটনোট তবে বর্তমান প্রেক্ষাপটে যথার্থ ।

++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা মুন।

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুরাই জটিল সব সংজ্ঞা !!!!!! সেলফির সংজ্ঞায় বেশি মজা পাইছি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ঈপ্সিতা।

৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

নস্টালজিক বলেছেন: ৫৭ ধারায় এসে কলমের মত আমিও খানিক থমকালাম, চমকালাম। তারপর আবার পড়তে শুরু করলাম।

আইডিয়াটা খুব ইউনিক। লেখাও।

শুভেচ্ছা নিরন্তর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ব্রো।

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

সাজিদ উল হক আবির বলেছেন: বৈচিত্র্যময় এবং প্রাসঙ্গিক। ভালো নিরীক্ষাধর্মী গল্প।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাজিদ। শুভেচ্ছা।

৪৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

রুদ্র জাহেদ বলেছেন: গল্পনাতো। অভিধান।মস্তিষ্ককে চাঙা করার জন্য দারুণ উপযোগী শব্দভাণ্ডার। গল্প ছাড়াই অসাধারন

০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

তাহসিনুল ইসলাম বলেছেন: জটিল ------ সাধু ! সাধু ! :)

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪

মশিকুর বলেছেন:

আপনিতো দেখি ফুটনোটস দিয়া অনেকের হাড়ি ফুটা কইরা দিলেন :)

৫৭ বুঝতে হলে বয়স অন্তত ৫৭ হইতে হবে :(

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: যাহা ৫৭ তাহাই ৬৯ তাহাই ৪২০। সবাই ৫৭ এর অন্তর্ভুক্ত। বাদ যাবে না কোন শিশু-বালক-বৃদ্ধ।

৪৭| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

মশিকুর বলেছেন:
কিন্তু অনেক নিন্দুকেরা বলে, '৫৭ নাকি ৭৫ এর প্রেতাত্মা' কেম্নে কি?


:-*

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: খাইছে! এটা খেয়াল করি নাই। নাহ, "নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো" উক্তিটি এখানে প্রযোজ্য হবে না।

৪৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন: লেখা ভাল লাগছে। স্টাইলেও ভিন্নতা।
দ্বিমত করছি দু'টো পয়েন্টে।
হেফাজতের কোন অপরিণামদর্শী নেতা হয়তো জোশের অতিসয্যে আফগানটাফগান বলতে পপরে। ছোটবেলায় আমিও বলতাম। এখন বলাটা অপরাধ মনে করি। তবে হেফাজতের বাড়াবাড়ি আছে। সেটা দেশের জন্য সমস্যা না। এদেশের আলেমগণ যতটা বলেন ততটি প্র্যাকটিক্যাল তারা কখনই নন। হেফাজতকে টেনে নামিয়েছে মাঠে দু'টো পক্ষ। কারা সেটা অনুমাণ করে নিন।

কওমি মাদরাসায় আমি ষোল বছর পড়েছি। বহু মাদরাসায় পড়েছি। এখনও আমি বিভিন্ন মাদরাসায় যাই। ছাত্রদের সামনে নানা বিষয়ে মতবিনিময় করি। তাদের মধ্যে জিহাদের চেতনা আছে। ইসলামী শাসনের স্বপ্ন আছে। তবে আদর্শ আর আত্মোন্নয়নের মাধ্যমে সেটা অর্জনের কথা ওরা বলে। বাংলাদেশে অস্ত্রবাজী করার পক্ষে ওরা কখনই বলে না। কয়েকবছর আগে একজন উর্ধ্বতন গোয়েন্দা অফিসার আমাকে বলেছিলেন, তার হাতে ধৃত এবং আসা কেসে তিনি কওমী ছাত্রদের জঙ্গি সংশ্লিষ্টতা পাননি। যারা নিজেদের পরিচয়ে কওমির কথা বলে তারাও খুব কম সময় কওমিতে দিয়েছে। অথবা বিভিন্ন কারণে কওমি থেকে বহিষ্কৃত।

আশা করব কওমি মাদরাসা বিষয়ে আপনার অনুসন্ধান বাড়াবেন। কওমী পড়ুয়া ছেলেদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। তবে কিছু ছেলে আছে অবুঝ। এরা কথায় পটু। বাস্তবে কিচ্ছু না।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: আসলে লেখাটা যখন লিখি, তখন ওয়াশিকুর বাবু সদ্য খুন হয়েছিলেন। সেই ঘটনায় দুইজন মাদ্রাসার ছাত্রকে ধরা হয়েছিলো। তারা বলেছিলো বড় হুজুরের কথামত এই কাজ করেছে। সেই বড় হুজুর কে? সেটা আর কখনো জানা যায় নি। তাই মাদ্রাসার ছাত্রদের একদম কোন সংশ্লিষ্টতা নেই এটা বলা যায় না। অবশ্য এটাও ঠিক যে আমার সাথে মাদ্রাসা পড়ুয়া কোন ছেলের পরিচয় নেই। এই আপনাকে পেলাম। আপনি খুব গুরুত্ব্বপূর্ণ কথা বলেছেন। তাদের মধ্যে জিহাদের চেতনা আছে, ইসলামী শাসনের স্বপ্ন আছে। এও বলেছেন, ছোটকালে আপ্নিও বাংলাকে আফগান বানানোর স্বপ্ন দেখতেন। এখন আর বলেন না সে কথা। কিন্তু কয়জন আপনার মত মৌলিক চিন্তাধারায় দীক্ষিত আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন। এই যে তাদের জিহাদী চেতনা, ইসলামি শাসনের স্বপ্ন, বাংলাকে আফগান বানানোর স্বপ্ন, এগুলোকে ট্রিগারড করতে খুব বেশি পন্থার প্রয়োজন আছে কি না জানি না। হয়তো বা তাদের সম্পর্কে অজ্ঞানতাই একটা ভীতির জন্ম দিয়েছে। এই ভীতি দূর করতে তাদের আদতে কোন চেষ্টা আছে কি? তারা ব্লগ পড়ে? পাঠ্যপুস্তক ব্যতিরেকে অন্যান্য বই পড়ে? লেখালেখি করে? যতদিন না তারা মধ্যবিত্ত বাঙ্গালির সেন্টিমেন্ট ভাঙতে সচেষ্ট না হবে ততদিন পর্যন্ত তাদের সম্পর্কে ধারণা খুব একটু পরিবর্তিত হবে না।

৪৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

সুপান্থ সুরাহী বলেছেন: অসংখ্য ছেলে আসছে মূলধারার ক্রিয়েটিভ রাইটিংয়ে। ব্লগেও আছে অনেক। জানেন, সেদিন ষষ্ঠশ্রেণি পড়ুয়া আমার এক নিকটাত্মীয় আমাকে প্রশ্ন করেছে, কাকা, এই যে বিশ্বব্যাপী জিহাদ, খিলাফত, তালেবান, কায়েদা ইত্যাদি আমাকে কী সুবিধা দিয়েছে? কে এর বেনিফিসিয়ারি। আমি তো থ! ছেলেটা হাফেজ হয়ে মাদ্রসায় ভর্তি হয়েছে। সে আমাকে বলে, চারিত্রিক সৌন্দর্য ছাড়া অধুনা পৃথিবীতে আদর্শ নিয়ে টিকা যাবে না। পৃথিবীর সাম্রাজ্যবাদকেো ঠেকাতে হবে জ্ঞান আর প্রযুক্তি দিয়ে।

এমন উপলব্ধির প্রচুর শিক্ষার্থী আছে। কওমীতে। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক সিস্টেম ওদেরকে বিকশিত হতে দিচ্ছে না। বিকশিত যাদের দেখি তারা দীর্ঘ সংগ্রামে মূল ধারায় চলে আসায় তাদের কওমী পরিচয়টা ঢাকা পরে যায়।

ইচ্ছে আছে এসব নিয়ে একটা বিস্তারিত নিবন্ধ লিখার।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: লিখে ফেলেন। লেখাটা খুব দরকার। শুভেচ্ছা।

৫০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা বাগধারা বাগবিধিতে তো বিপ্লব ঘটায়া ফেললেন! কিংবা এক কথায় প্রকাশের ডিজিটাল ভার্সনে অপ্রতিদ্বন্ধী!

অসাধারন! কলমে কালি লেখা কাল করার পরও ৫৭কে পেরিয়ে আমাদের দারুন এক গল্প! থুরি ফুটনোট... দেয়ায় ধন্যবাদ।

অনুভব করে সবাই - প্রকাশ করতে পারে কেউ কেউ :)

+++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম ব্যতিক্রমি লেখাও ঘন ঘন চাই আপনার কাছ থেকে। ব্রাভো।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: গল্প লিখতে ইচ্ছা করে না এখন আর #:-S

৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: অন্যরকম লেখা।
++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বিজন রয়। শুভেচ্ছা রইলো।

৫৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

তার আর পর নেই… বলেছেন: পনের সালের লেখা

প্রথম দিকটা একটু বোরিং কিন্তু শেষের দিকটায় এসে থমকাতে হয়া ।রাজনীতি, মানুষ আর মানুষের বোধ … খুব ভাল্লাগছে! +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.