নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

মরণমুখো

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১


আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে
ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছে সুশৃঙ্খল সুশীলেরা-
কামান গোলার বদলে ফুল আর রঙের রসদ নিয়ে
সাঁজোয়া বাহিনী সাজাচ্ছে আমার বিগত বৎসরের রঙচটা সালতামামি
বাড়ির পাশে নিয়মিত টহল দেয়া তেজী কুকুরটা
আচমকা এই মহড়ার মধ্যে পদপিষ্ট হয়ে মুমূর্ষু চোখে অবিশ্বাসে তাকিয়ে আমার দিকে।
আমায় ক্ষমা কর সারমেয় এবং সম্মোহিতাগণ
আমায় ক্ষমা কর রাশান তরল এবং সুচিত্রিত মায়ারেখা
আমায় ক্ষমা কর কালো সঙ্গীত রচয়িতা এবং নৈরাজ্যবাদীরা
আমায় ক্ষমা কর বাদামী চক্ষু মেয়ে, ঝড়সঙকূল রাতের অনিদ্রিতা
পলায়নের সমস্ত পথ রুদ্ধ হয়ে আসছে
কুশলী কচুপাতায় অশ্রূর টলমলায়নতা
পতনোন্মুখ মৃত্যুল্লাসে ঝাঁপিয়ে পড়ার মুহুর্তে
বৃত্তাকার ক্রীড়াভূমির নিরাপদ মধ্যবিন্দুতে
আবিস্কার করি আমার ক্লীব রূপ
আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই
ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী
আমার শিরা ধরে ঝুলে থাকেনা প্রিয়তমা মৃত্যু
স্টেথোস্কোপ ধরে শীর্ণ মুখে বসে থাকে যমদূত
চারিপাশে তারলিক জীবনের জলোচ্ছাসে
স্টেইনলেস মৃত্যুর স্বপ্ন হাবুডুবু খায় আর ভাসে
কে তিরপল উঠিয়ে জীবনের পিলসুজ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে
আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ...

মন্তব্য ১৮০ টি রেটিং +৪২/-০

মন্তব্য (১৮০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
দু’বার পড়লাম। ভিতরে ঢুকতে আরও বার কয়েক চেষ্টা করতে হবে। আপাত, হুমায়ন আজাদের গন্ধ পাচ্ছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: এটা বছর চারেক আগের লেখা। চতুর্মাত্রিক ব্লগে। অভিশংসক নিক থেকে। তখন ঠিক কী মনে কৈরা লিখসিলাম সেইটা আমারও ভালোভাবে মনে নাই ;)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: ভাষা অত্যন্ত কঠিন!!! আমার মত কবিতা কম বুঝাদের জন্য পড়তে দাঁত ভাঙ্গতে পারে। কয়েকবার পড়ার পর - কবিতাটাকে মারাত্নক লাগছে। + + +

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্যে।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো ভাই :)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: সবাইকে তুমি করে বলা কি পশ্চিম বঙ্গীয় রিতি, নাকি আপনি অত্যন্ত বৃদ্ধ?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

মিশু মিলন বলেছেন: বাহ্! চমৎকার লিখেছেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মিশু মিলন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী
আমার শিরা ধরে ঝুলে থাকেনা প্রিয়তমা মৃত্যু
স্টেথোস্কোপ ধরে শীর্ণ মুখে বসে থাকে যমদূত


শব্দ ব্যবহারে বেশ মুন্সীয়ানা আছে। অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: A+ কবিতা।
ভাল লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

উল্টা দূরবীন বলেছেন: আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই


টানা দুইবার পড়লাম। দুইবারই মুগ্ধহলাম এই দু'লাইনে। অসাধারণ লিখেছেন ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: ইনসপায়ার্ড। ধন্যবাদ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: ওরে ভাই, এত্ত কঠিন করে লিখলে বুঝি কেমনে-----------!!
শুভেচ্ছা রেখে গেলাম!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: পাল্টা শুভেচ্ছা!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: পরিস্থিতিটা আসলে কি বুঝবার চেষ্টা করছিলাম, ঠিক বুঝি নাই। কিন্তু পড়তে ভালোলাগছিলো। বক্তব্যে দারুনভাবে একটা নিরুপায় ভাব আছে আর লাইনগুলো আলাদা আলাদাভাবে দারুন।

++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: সেকথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। কিন্তু থাক! আইলসামী বেঁচে থাকুক, পাঠকেরা আরো ভাবুক, দশজন যদি দশ রকম ভাবে, সেটাই কবিতার সার্থকতা। কবিতার এই বহুমাত্রিক পাঠ আশা করা যায় নতুন দুয়ার খুলে দেবে।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

এস আই কে বেঙ্গল বলেছেন: ভালই লিখেছেন .... তবে সহজ ভাষায় কাব্যচর্চার অনুরোধ রইলো হাসান ভাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারলিক জীবন , স্টেইনলেস মৃত্যু , রূপকগুলি একদম অভিনব ! অসাধারণ !
নিঃসন্দেহে একটি উচ্চ সাহিত্যমান সমৃদ্ধ কবিতা ।
খুব ভাল লাগলো ! খুব !!
তিরপল সম্ভবত ত্রিফল /ক্যানভাস বিশেষ । সাধারণত রোদ বৃষ্টি প্রতিরোধে ব্যবহৃত হয় ।

যাক ! বাদামী চক্ষু মেয়ে ইন শীত বালিকা আউট !


ইয়ে , রাশান তরল কি ভদকা ? :P
আহ ! টক টক স্বাদটা এখনো মুখে লেগে আছে । ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: ভদকা কি টক হয় নাকি? আমার কাছে তো তিতা তিতা লাগে ;) শুভরাত।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অসম্ভব ভালো।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: আপনার আন্তরিক মন্তব্য প্রতিনিয়ত উৎসাহ যোগায়। অশেষ ধন্যবাদ।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারণ ভালো লাগল ভাইজান আপনার লেখাটি ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ভারসাম্য বলেছেন: মরিচাহীন জীবন হয়তো সম্ভব নয়, কিন্তু মরিচা মুক্ত করা মৃত্যু সম্ভব। সম্ভব পুরো জীবনটাকেই মরিচাময় করে দেয়া মৃত্যুও। কিন্তু মরিচা যুক্তকারী বা মুক্তকারী আত্মহত্যার সব পথই রুদ্ধ ... /:)

++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: মাথা খারাপ করা কমেন্ট! থিংকু।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: আমার কাছে মনে হয়েছে একটি জীবনের রূপ যা বাইর থেকে খুব সুন্দর করে সাজছে । কিন্তু সে জীবনের আড়ালে থাকা ব্যাক্তি ভুগছে তীব্র যন্ত্রণায় । যে যন্ত্রণা সে প্রকাশ করতে পারে না । তাই সে আত্মহত্যা করতে চাচ্ছে । আর তার বাহ্যিক আবরণ নানাবিধ রঙে তার কাছে উপস্থাপিত হওয়ার অনবরত চেষ্টা করে যাচ্ছে ।



০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। নিবিড় পাঠ কবি। ভালো থাকবেন।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: বলতে পার পশ্চিমবঙ্গের রীতি :D তবে তোমাদেরকে খুব আপন মনে করি :)একটা রাজনীতির কারণে দু পাড়ে বেড়া দেওয়া হয়েছে ,তবে বাঙালীর যদি একটা দেশ থাকে তা হল বাংলাদেশ আর বয়সের কথা বলছো চল্লিশ পেরিয়েছি তবে বুড়ো হয়নি :D:D:D

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসাা জেনে ভালো লাগলো। পশ্চিমের বাঙালিদেরকে আমার শুভকামনা জানাবেন।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিক আছে :):D তোমরাও আমার শুভেচ্ছা নিবে :):)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

অগ্নি সারথি বলেছেন: অসাধারন!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার শিরা ধরে ঝুলে থাকেনা প্রিয়তমা মৃত্যু
স্টেথোস্কোপ ধরে শীর্ণ মুখে বসে থাকে যমদূত
চারিপাশে তারলিক জীবনের জলোচ্ছাসে
স্টেইনলেস মৃত্যুর স্বপ্ন হাবুডুবু খায় আর ভাসে
কে তিরপল উঠিয়ে জীবনের পিলসুজ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে
আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ...

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: কবিতা আবৃতি করতে বেশ ভালো লেগেছে , তবে ভীষণ জটিল কবিতা .

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: পাঠের জন্যে ধন্যবাদ। শুভরাত্রি।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৪

মাসূদ রানা বলেছেন: তা কবির ক্লীবত্বের অবসান কি হয়েছে ? না হয়ে থাকলে আমার কাছে অসুধ আছে ;)
কবিতা সুন্দর লেগেছে। ধন্যবাদ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: হু।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১০

সোহানী বলেছেন: আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে .......

নো চিন্তা ডু ফুর্তি...


ভয়ংকর কোন খুনের গল্প আনেননি তার জন্য ++++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: দিলেন তো মনে করায়া। পরের পোস্টেই বিভৎস কিছু লেখুম B-)

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন:
ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী...ক দিয়ে বাক্য । বাহ

আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই
...এর একটা মানে হতে পারে "ফানা" হয়ে যাওয়া ।
সৃষ্টিকর্তার প্রতি বিলীন হয়ে যাওয়া ।

পড়তে পড়তে এর কোরিওগ্রাফ কেমন হতে পারে ভাবছিলাম ।
বুঝলাম কতটুকু জানিনা তবে পড়তে ভালো লাগছিল ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পনি আপা। ভালো থাকবেন।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

রিকি বলেছেন: হামা ভাই এখনও বুঝতে চেষ্টা করছি.......

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমিও!

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

নেক্সাস বলেছেন: স্টেইনলেস মৃত্যু

রুপক গুলো অসাধরণ

কবিতা আমার ভাল লেগেছে।
সংগাহীন যাপিত জীবনের অস্থিরতা
সম্মোহন না অক্ষমতা
জীবনা না মৃত্যু এসব মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে জীবনের যে প্রবাহ তারই রুপক এখানে উঠে এসেছে।

ভাল থাকবেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর মন্তব্য। শুভেচ্ছা।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

সানজিদা হোসেন বলেছেন: ভাইয়া , কবিতা বড়ই সৈান্দর্য হইছে। খালি অর্থ বুঝলাম না আফসুস । এই জন্যই বলে অর্থই অনর্থের মূল ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

হাসান মাহবুব বলেছেন: খাঁটি কথা :-B

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: উপায়হীনের আর্তি!
ভালো কবিতা। বানান ভুল আছে কয়টা

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আরেকবার রিভাইজ দেবোনে।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
মেহজাবীন বলসে এত্তগুলা ভাল্লাগসে! ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: মেহজাবিনের কাব্য অনুরাগ জেনে আমি বিমোহিত!

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

আবু শাকিল বলেছেন: কঠিন ভাষায় চমৎকার কবিতা।
প্রতিটি লাইন চিৎকার করছে।
তবে কবিতার সব টুকু বোঝতে পারিনি :)
ধন্যবাদ হামা ভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে।

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

ফা হিম বলেছেন: I don't think you trust
In my self-righteous suicide
I cry when angels deserve to die

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর তো লাইনগুলা!

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

আনু মোল্লাহ বলেছেন: অত্যন্ত চমৎকার কবিতা।
আমার কাছে ভাল লেগেছে অনেক বেশি।
শুভেচ্ছা নিবেন প্রিয় হাসান ভাই :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অাত্মহত্যা তো খুব ভালো । দুনিয়াবি সকল ঝামেলা থেকে মুক্তি । সমস্ত পথ রুদ্ধ হয়ে গেলে তো ব্যাপক সমস্যা!

(অামার সতেরশোতম মন্তব্যটা অাপনাকেই করলাম, প্রিয় হাসান মাহবুব ভাই!)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

লেখোয়াড়. বলেছেন:
হামা....................
আপনার চিন্তাশীল লেখার মধ্যে এই কবিতাটি অগ্রভাগেই থাকবে।
শুধু.............. ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী...... এই লাইনটি বেমানান লাগছে।

চিন্তার অন্যায্য চক্রে ঢুকিয়ে দিলেন, এখন ঘুরপাক খেতে খেতে বিদায় হলাম!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

হাসান মাহবুব বলেছেন: হু, লাইনটা বেলাইন হয়ে গেছে কিছুটা! থাকুক তবুও। শুভেচ্ছা।

৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সাহসী সন্তান বলেছেন: আমার কাছে মনে হতো এতদিন যাবত ব্লগে একমাত্র কথাকথির কবিতা গুলোই কঠিন হয়! কিন্তু আজ আপনি তো ভাই কথাকথিরেও ফেল মাইরা দিলেন........??


কবিতা বোঝার চেষ্টা চলছে.......!! তবে প্লাস দিতে ভুল করিনি কিন্তু?


শুভ কামনা জানবেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

হাসান মাহবুব বলেছেন: হে হে! আমিও পারি B-)

পাল্টা শুভকামনা!

৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



আমি এক পরাজিত মানুষের কথা বলছি -
পৃথিবীর ফুল-অফুল, সুরূপ-কুরূপ যার গেছে নির্বাসনে
সুশীল মৃত্যু যার শিয়রে কারনীক নির্লিপ্ততায় বসে আছে ঠায় ।
আমি সেই পরাজিত মানুষের কথা বলছি -
অশীল মৃত্যুও যাকে গেছে ছেড়ে
সুচিত্রিত মায়ারেখা ক্ষমাও করেনি যারে,
জীবনের পিলসুজ শুধু নেভে আর জ্বলে
এমন পরাজয় যে মানুষ গেছে কবিতায় বলে
আমি সেই পরাজিত মানুষের কথা বলছি ।


০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: বাহ! জী এস ভাই, খুব ভালো লাগলো আপনার পাঠ প্রতিক্রিয়া। ধন্যবাদ।

৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখছেন নিয়মিত । ভাল লাগছে ব্যাপারটি ।আপনার গল্প চর্চার কি হলো ??

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: আপাতত বন্ধ। কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগলো কবি।

৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তবে আপনার কাব্য চর্চা ভাল হচ্ছে ।সুন্দর +

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনুপ্রাণিত হলাম।

৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

দর্পণ বলেছেন: টানা পোড়েন, দোলাচল। দারুন কবিতা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা দর্পন।

৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

লালপরী বলেছেন: রিকি বলেছেন: হামা ভাই এখনও বুঝতে চেষ্টা করছি..... আমিও :(

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: বাদ দেন এসব। কী না কী লিখসি! :|

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

অভ্রনীল হৃদয় বলেছেন: প্রথমে পড়ার পর খুব একটা বুঝলাম না। এরপর আরো একবার পড়লাম। কিছু কিছু বুঝেছি। তবুও কিছু কিছু বোঝা বাকিই রয়ে গেলো। সে যাইহোক, লেখায় একটু কঠিনতার ভাব থাকলেও যতোটুকু বুঝতে পেরেছি ততোটুকুই বেশ ভালো লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: কবিতাটিকে সময় দেয়ার জন্যে অশেষ ধন্যবাদ।

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

লিও কোড়াইয়া বলেছেন: এতো সুন্দর করে কবিতা কীভাবে লিখেন ভাই, আমারে ক্লাস দিয়েন। আমারও অনেক কবিতা লিখতে ইচ্ছে করে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: আপনাকে কী শেখাবো,আমি নিজেই তো শিখে উঠতে পারলাম না :(

৪৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

পার্থ তালুকদার বলেছেন: শব্দ নিয়ে খেলা......
আপনাকে দিয়ে হবে ভাই।
শুভকামনা থাকলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভরাত্রি।

৪৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

তুষার কাব্য বলেছেন: আমায় ক্ষমা কর ....
চমৎকার লাগলো হামা ভাই ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা তুষার কাব্য ভ্রাতা।

৪৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

লিও কোড়াইয়া বলেছেন: কী যে বলেন ভাই, ব্লগে এসে সব ট্যালেন্ট দেখতে পাচ্ছি। আপনাদের সাথে চলতে চলতে আশা করি একদিন কবিতা লেখাও শিখে যাবো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনি নিজেও কম না। আপনার রম্যগুলো অসাধারণ হয়। নিয়মিত লেখুন, কমেন্ট করুন, অনেক দূর যেতে পারবেন।

৪৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: জীবনের অস্থিরতা কবিতায় ফুঁটে উঠেছে.... (তবে একটু কঠিন!)

কাল ঘুরে গিয়েছিলাম, কঠিন বলে পড়িনি। আজ পড়লাম।

শুভ রাত্রি।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: শুভেরাত্রি সুমন।

৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: পরাজিত মানুষের কবি ! কবিতার ভাবনা/উপমা সবকিছু মিলে ভয়ংকর সুন্দর ! কবিকে ++++++....এবং ধন্যবাদ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।

৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

লিও কোড়াইয়া বলেছেন: ধন্যবাদ ভাই। কথা কথা হবে ব্লগিং এ। দেখি কতদূর যেতে পারি। পাশে থেকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি সহচর।

৪৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মূলভাবটা বোধগম্য করতে ব্যর্থ আমার মস্তিষ্ক।
তবে সবটুকু মিলিয়ে অম্লীয় সুন্দর।
ধন্যবাদ এবং শুভরাত্রী।।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: কবিও কি কবিতার সবটুকু বুঝতে পারে? কবিতার চেয়ে রহস্যময় আর কী আছে!
শুভরাত্রি।

৫০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭

অভি নন্দলাল বলেছেন: অল্প অল্প বুঝলাম, ভাল লাগছে ।

আত্মহত্যার পথ যদি কখনও খুলে যায় আপনার কাছ থেকেও জীবনান্দের 'লাশকাটা ঘর'এর মত একটা কবিতা পাওনা রইল ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আমার কাছ থেকে কবিতা আর বেশি আসা না করাই ভালো। সবাইকে দিয়ে কি আর সবকিছু হয়!

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১

নিমগ্ন বলেছেন: +++++++ ভালৈ লাগলো!

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নিমগ্ন।

৫২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪

রোকসানা লেইস বলেছেন: বাহ বেশ লাগল

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রোকসানা।

৫৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: স্যালুট বস!! পারেন আপনি।
উপরের কবিদের মন্তব্যে আমি আশা করেছিলাম একটা কিছু বেরিয়েই আসবে। আমাকে বলতে হবে না। কিন্তু এখন লাজশরমের মাথা খেয়ে বলতেই হচ্ছে। আর কবিতার শেষে একটু এক্সটেন্ড করলাম।
আমার এ ক্ষুদ্রজ্ঞানসম্পন্ন মষ্তিষ্কে কবিতার সরলীকরণ বাক্য যেটা করলাম সেটা হলোঃ
সাংসারিক জীবনের আবর্তের একটি ধাপে স্বাধীনতার চ্যুতি আবিষ্কার করা।

আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে
ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছে সুশৃঙ্খল সুশীলেরা-
কামান গোলার বদলে ফুল আর রঙের রসদ নিয়ে
সাঁজোয়া বাহিনী সাজাচ্ছে আমার বিগত বৎসরের রঙচটা সালতামামি
বাড়ির পাশে নিয়মিত টহল দেয়া তেজী কুকুরটা
আচমকা এই মহড়ার মধ্যে পদপিষ্ট হয়ে মুমূর্ষু চোখে অবিশ্বাসে তাকিয়ে আমার দিকে।
আমায় ক্ষমা কর সারমেয় এবং সম্মোহিতাগণ
আমায় ক্ষমা কর রাশান তরল এবং সুচিত্রিত মায়ারেখা
আমায় ক্ষমা কর কালো সঙ্গীত রচয়িতা এবং নৈরাজ্যবাদীরা
আমায় ক্ষমা কর বাদামী চক্ষু মেয়ে, ঝড়সঙকূল রাতের অনিদ্রিতা
পলায়নের সমস্ত পথ রুদ্ধ হয়ে আসছে
কুশলী কচুপাতায় অশ্রূর টলমলায়নতা
পতনোন্মুখ মৃত্যুল্লাসে ঝাঁপিয়ে পড়ার মুহুর্তে
বৃত্তাকার ক্রীড়াভূমির নিরাপদ মধ্যবিন্দুতে
আবিস্কার করি আমার ক্লীব রূপ
আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই
ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী
আমার শিরা ধরে ঝুলে থাকেনা প্রিয়তমা মৃত্যু
স্টেথোস্কোপ ধরে শীর্ণ মুখে বসে থাকে যমদূত
চারিপাশে তারলিক জীবনের জলোচ্ছাসে
স্টেইনলেস মৃত্যুর স্বপ্ন হাবুডুবু খায় আর ভাসে
কে তিরপল উঠিয়ে জীবনের পিলসুজ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে
আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ..


পথচলার এক বাঁকে তাঁদের পিছু নিয়ে
স্বত্ব খুইয়ে ফেলেছি, এখন কর্পদকহীন নিঃস্ব, সব হারিয়ে
শটবটনি রোগের প্রদাহে আমি মরণাপন্ন;
জানি কঠিন সে মৃত্যু আসন্ন!!
আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টে। শুভেচ্ছা রইলো।

৫৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: অসাধারণ--------------

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

গোর্কি বলেছেন:
আত্মবিসর্জনের মাধ্যমে আত্মা অমরতা লাভ করুক। এই শুভকামনা সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৫৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লেখা আপনার। অনেক অনেক ভাল লাগা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৫৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

স্পর্শিয়া বলেছেন: স্থবিরতা এবং অস্থিরতায় কবিতা। খুব ভালো লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্পর্শিয়া। ভালো থাকবেন।

৫৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: মাংসপুরাণ, ম্যাসকারেডে, মরণমুখো..... 'ম' এর জয়জয়াকার....

তো ৬৫০০০তম মন্তব্য কাকে দিলেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: লিটল হামাকে B-)

৫৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

ইমিনা বলেছেন: আত্মহত্যা মহা পাপ,
তাই ভালোই হয়েছে আত্মহত্যার পথ রুদ্ধ হয়ে।।

অনেক ভালো লেখেছেন হামা ভাইয়া :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ইমিনা। আপনাকে দেখে ভালো লাগলো। অনেকদিন পর!

৬০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: কবিতা ভালোইছে। আচ্ছা আপনি কি গল্পের নতুন কোন এক্সেরিমেন্ট নিয়ে কাজ করছেন? কবিতা চর্চার এই ধারাবাহিকতা দেখে আমার তাই মনে হচ্ছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: না রে ভাই। গল্প লিখতে সময় পাচ্ছি না। এই কবিতাটা প্রায় সাড়ে চার বছর আগের লেখা।

৬১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই
ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী"

দারুন উপমা। কবিতাটিও অসাধারন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৬২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক অনেক ভাল লাগা এবং আপনার জন্য এক রাশ শুভ কামনা ।আর ব্লগার সোহানির কথায় আবার উল্টো পুল্টো
কলম চালান শুরু করবেন না প্লিজ ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: হাহা! ওকে। শুভেচ্ছা রইলো।

৬৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

কিরমানী লিটন বলেছেন: নির্মল ভালোলাগার বিশুদ্ধ স্বাদের কবিতা-অসাধারন .।
শুভকামনা অনেক প্রিয় হাসান মাহবুব ভাইকে ...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৬৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটা সাধারণ হয়েছে হামা ভাই| দুইতিনবার পড়তে হয়েছে অর্থ পেতে|
আপনি গল্প লিখছেন না কেন? কত দিন গল্প লিখেন না!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: লেখালেখির প্রতি খানিকটা অনীহা এসে গেছে। কবিতাটা সাড়ে চার বছর আগে লেখা। বিভিন্ন কারণে মন-মেজাজ ভালো না। দেখা যাক কবে রিকভার করতে পারি! ধন্যবাদ সাথে থাকার জন্যে।

৬৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: " রাশান তরল" জিনিসটা কি হামা ভাই =p~

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: পানির মতই দেখতে কিছু একটা ;)

৬৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

কিরমানী লিটন বলেছেন: চারিপাশে তারলিক জীবনের জলোচ্ছাসে
স্টেইনলেস মৃত্যুর স্বপ্ন হাবুডুবু খায় আর ভাসে
কে তিরপল উঠিয়ে জীবনের পিলসুজ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে
আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ...
অসাধারণ...

তিরপল<ত্রিপল।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৬৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

নিয়ার বলেছেন: বাস্তব জীবনের সাথে দ্বন্দ্বময় উপমা দিয়ে এক বিমূর্ত কবিতার আয়োজন। আত্মহত্যার ইচ্ছা মানেও আত্ম- স্বাধীনতা। আসলেই অনেক কিছুই অনেক কারনে রুদ্ধ হয়ে যাচ্ছে। কবিতা ভালো লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৬৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কবিতা !
কেমন আছেন হামা ভাই ? আবার নিয়মিত কবিতা লেখা শুরু করে দেন না !

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো আছি। তবে লেখার মধ্যে নেই অনেক দিন। এটা অনেক পুরোনো কবিতা। লিখতে পারলে ভালো লাগে, সে কবিতা, লিরিক বা গল্প যাই হোক না কেনো। শুভেচ্ছা।

৬৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিকি বলেছেন: হামা ভাই এখনও বুঝতে চেষ্টা করছি.......

লেখক বলেছেন: আমিও!


বোকা মানুষ বলতে চায়????

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

হাসান মাহবুব বলেছেন: হাহা! ওকে। শুভেচ্ছা রইলো।

৭০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা পাঠে দারুণ ভালো লাগা।বেশ টানাপোড়ন! সবটুকুর পাঠোদ্ধার করতে পারিনি আমি।ভালো থাকুন প্রিয় লেখক-ব্লগার

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৭১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

সাজিল বলেছেন: ভাল লাগল।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভ বিকেল।

৭২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

তুষার আহাসান বলেছেন: "ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী"
অতুলনীয়।

আবৃত্তির উপযোগী অসাধারণ লেখায় সানন্দে +

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৭৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন। স্টেইনলেস মৃত্যু! কবিতায় আবিষ্ট হয়ে গেলাম। শুভ কামনা ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৭৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

বীনা বলেছেন: ................ ব্লগে আপনার সহ অনেকের লেখা অনেক দিন পড়া হয়না............. অনেকদিন পর এসে সব কেমন জানি লাগছে.......
সব নতুন নতুন ব্লগার...........!!

আপনাকে ধন্যবাদ আমাকে দেখেই আমার ওখানে মন্তব্য করার জন্য।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: গ্ল্যাড টু সি ইউ এগেইন! আশা করি এবার আর হারিয়ে যাবেন না। শুভেচ্ছা।

৭৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: "বৃত্তাকার ক্রীড়াভূমির নিরাপদ মধ্যবিন্দুতে
আবিস্কার করি আমার ক্লীব রূপ
আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই"

প্রচন্ড দ্বিধান্বিত কোনো সিদ্ধান্তহীন সমাধানের বহিঃপ্রকাশ বোধ হয় কবিতাখানি!
ভালো লাগা রেখে গেলাম,
আমন্ত্রিত হয়ে গেলাম!

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভসন্ধ্যা।

৭৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: এই কবিতায় তো আমি মন্তব্য করেছিলাম দেখতেছিনা কেন?

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

হাসান মাহবুব বলেছেন: ৫ নং মন্তব্যটি আপনার। পূর্বের ৫০টি মন্তব্য লোড করুন।

৭৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

কাজী মেহেদী হাসান। বলেছেন: আমায় ক্ষমা কর রাশান তরল এবং সুচিত্রিত মায়ারেখা চমৎকার কিছু লাইনের কবিতা। আপনি বেশ লিখেন

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৭৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সেইরকম একটা কবিতা। ভালো লাগছে আপনার গল্পের থেকে এই নতুন ডাইভার্সন। তবু কবিতার মাঝে হঠাৎ হঠাৎ সাইকো গল্পের লেখক উঁকি দিয়ে যায়। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা তনিমা।

৭৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

তানজির খান বলেছেন: হাসান ভাই, আমরা ফেইসবুকে এড হতে পারি। আপনার সাথে এড হতে পারলে ভাল লাগবে। শুভ কামনা রইল

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, নিশ্চয়ই। শুভকামনা।

৮০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

ডি মুন বলেছেন: চারিদিকে জীবনের এত আয়োজন
আত্মহত্যা করার পথ রুদ্ধ তো হবেই।

শুভকামনা হাসান ভাই

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুন। শুভকামনা রইলো।

৮১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আবু শাকিল বলেছেন: হামা ভাই
ব্লগ বাড়িতে এসে হতাশ হইলাম ।এপিক পোষ্ট পাইলাম না।
আমি ঘুমাইতে গেলাম গা ।
শুভ রাত্রী ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: ওহো! আচ্ছা কাইলকা দেইখেন। গুডনাইট।

৮২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লেগেছে অনেক। পড়তে পড়তে একটা বিদ্রোহভাব আসে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: থেংকু! এই শীতে এটাইতো দরকার B-)

৮৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

সুপান্থ সুরাহী বলেছেন: কলমটা নাচতে নাচতে হঠা---ৎ একটা হাসান মাহবুব হয়ে গেলল :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ জিনিস! অনেক ধন্যবাদ !:#P

৮৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: একজন দুঃখবিলাসি ক্রমশ সুখি হয়ে যাচ্ছে, সেই দুঃখে (কিংবা সুখে) লেখা কবিতা?

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। দুঃখের ছাতাটা মাথা থেকে সরে গেলে অশ্লীল সুখেরা জাপটে ধরে। সুখের অত বায়নক্কা মেটাতে গিয়ে বিপন্ন অনুভব-সব পথ রুদ্ধ হয়ে আসা...
ধন্যবাদ প্রোফেসর।

৮৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ভ্রমরের ডানা বলেছেন: ইয়েস। এইরকম কিছু আরো চাই হামা ভাই। অসামান্য একটা থিম। খুব ভাল লেগেছে পুরো কবিতাখানি।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

হাসান মাহবুব বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

৮৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই আমি আরেক বার ভালো লাগা রেখে গেলাম। কবিতায় অনেক অনেক.........................

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুহিন!

৮৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

পথে-ঘাটে বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে আমি কবিতা ভাল বুঝি না। নৈরাজ্যবাদ শব্দটা পত্র-পত্রিকায় নেগেটিভ অর্থে দেখেছি। আমিও সে ভাবেই জানতাম। আপনি কি অর্থে ব্যবহার করেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

হাসান মাহবুব বলেছেন: নৈরাজ্যবাদ-এ্যানার্কিজম। এটাও এক ধরণের রাজনৈতিক মতবাদ। সোশিওলিজমের কাছাকাছি। অবশ্য শুধুমাত্র তত্বেই এটা সীমাবদ্ধ। পৃথিবীতে কোন এনার্কিস্ট রাষ্ট্র নাই।

৮৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মৃত্যুর থেকে জীবন কঠিন,,,,,,,

কবিতা ভাল বুঝি না,
যতটুকু বুঝেছি ওটুকু নিয়েই পড়ে থাকা যায়।

ভাল থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৮৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

রাজসোহান বলেছেন: গল্পলেখকরা কবিতা লিখলে সেখানেও গল্পের একটা ভাব থেকে যায়, যেটা আবার অনেক কবির কাছে ভালো লাগেনা। তাদের দাবী কবিতা হবে কবিতা যেন পড়ে আরাম পাওয়া যায়। আমি এই আরাম পাওয়া বলতে কি বোঝায় সেটা বুঝি, কিন্তু এরকম কবিতাও আমার কাছে ভালো লাগে। যে শব্দগুলো গল্পের জন্য বরাদ্দ বলে ধরা হয় সেগুলো কবিতায় আনলে কিন্তু পড়তে ভালো লাগে।

আপনার কবিতাগুলোতে এই বিষয়গুলো নিয়মিতই আসে, আর অনেক নতুন শব্দ পাওয়া যায়। শব্দগুলো নিয়ে ভাবা যায়। এই কবিতায় এতোবার সুইসাইড করতে চেয়েছেন কিন্তু চারপাশ এবং সংসার জীবনের এতো কমপ্লিকেটেড বিষয়গুলোর জন্য সেটাও করতে পারতেছেন না!

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: এটা অনেক আগের লেখা। চতুর্মাত্রিকে অভিশংসক নিক দিয়া লেখসিলাম। তখন হাংরিয়ালিস্টদের কবিতা পৈড়া একটা ভাব উঠছিলো। কলম ধরলেই কবিতা বের হয় এই অবস্থা। এখন আর সেই অবস্থা নাই। ভালো হয়া গেছি। হাহাহা।

৯০| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

রাজসোহান বলেছেন: সবাই ভালো হয়া গেছে, আমি ছাড়া /:)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা লেখালেখির নতুন পর্যায়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.