নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যার ইন ব্লগ এবং আমি! বড় শক্ত এ বাঁধন। আমার অস্তিত্বের সাথে মিশে যাওয়া কত স্মৃতি! রাত জেগে আড্ডা, ছাগু তাড়ানো, যুক্তি-তর্ক-গপ্পো, বন্ধুত্ব, ভালোবাসা, রোমান্স! মতাদর্শের বিরোধে বন্ধু হয়ে যায় শত্রু, চেতনার স্ফুলিঙ্গে আলোকিত হয়ে তুচ্ছ ব্যক্তিগত বিরোধ ঘুচিয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু হয়ে যায় বন্ধু! কত স্মৃতি, কত হাসি গান! লেখালেখি, বই প্রকাশ, বইমেলার লিটল ম্যাগ চত্বরে আড্ডা। আজ এত বছর পরে ব্লগ রিভিউ লিখতে গিয়ে দিশেহারা হবার যোগাড় কোথা থেকে শুরু করবো! স্মৃতির বুদবুদে আচ্ছন্ন হয়ে যাওয়া মস্তিষ্কের নিউরনে বহুমাত্রিক অনুভূতির আড়ম্বর। অনেক কিছু ভুলে গিয়েছি, অনেক কিছু আবছা মনে আছে, সবকিছু নিয়ে লিখতে গেলে আস্ত একটা বই হয়ে যাবে। এই পোস্টে চেষ্টা করবো ব্লগের হারিয়ে যাওয়া দিনগুলির উত্থান-পতনের কাহিনী লিপিবদ্ধ করতে যার অনেক কিছুই নতুন ব্লগাররা জানে না। সাথে প্রাসঙ্গিক বিধায় থাকবে কিছু ব্যক্তিগত কাসুন্দি, কিছু স্বীকারোক্তি।
ব্লগের কথা প্রথম শুনি রানা ভাইয়ার কাছ থেকে (ব্লগার নস্টালজিক)। সে তখন সচলায়তনে অতিথি লেখক হিসেবে দুয়েকটা পোস্ট দিয়েছে অভ্র নামক বিস্ময়কর সুন্দর সোনার কলম দিয়ে। বাংলা লেখার এই অসাধারণ সফটওয়্যার আমার মনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করলো। তখন আমার সময় কাটতো মূলত We hate pakistan নামক একটা ফেসবুক গ্রুপে। সেখানে অনেক ফাকিস্তানী তরুণ আসতো আমাদের 'ভুল' শোধরানোর জন্যে। তাদের সাথে তর্কাতর্কি করেই দিন গুজরান হতো। এটাকে একটা পবিত্র দায়িত্ব মনে করে আমরা নাওয়া খাওয়া ভুলে সেখানে পড়ে থাকতাম। ঐ গ্রুপে ছিলেন ব্লগার মনির হাসান, নায়েফ আহমেদ চৌধুরি। মনির ভাই সামহো্য়্যারে লিখতেন। তার শেয়ার দেয়া একটা কবিতা পড়ে বাংলা লেখার প্রতি তীব্র আকর্ষণ জন্মে। এর আগে বাংলা লিখতাম Bangla word নামক একটা অত্যন্ত ঝামেলাপূর্ণ সফটওয়্যার দিয়ে। ফেসবুকে ফাকিস্তানী তাড়াবার সাথে সাথে ইচ্ছে জন্মে আরো বৃহৎ পরিসরে এই কাজটি করার। ব্লগে আমার আগমনের মূল উদ্দেশ্য ছিলো এটাই। কখনও ভাবি নাই ব্লগে সাহিত্যচর্চা করা হবে। অভ্র অবশ্য তখন শেখা হয় নি। সামুর ফোনেটিক কিবোর্ডটাই যুৎসই মনে হতো আমার কাছে। । কয়েকটা ব্লগ ঘুরে অবশেষে সামুতেই গেড়ে বসার পরিকল্পনা করলাম। প্রথম পোস্টটা অবশ্য ছিলো একটি পলিটিক্যাল স্যাটায়ার পদ্য। তখন মেঘাচ্ছন্ন নামক একজন ব্লগার ছিলো, সে প্রতিটি নতুন ব্লগারের প্রথম পোস্টে গিয়ে মন্তব্য করতো, "স্বাগতম.....আপনাকে, আমাদের এই ব্লগ পরিবারে.......।" পরে জানতে পেরেছি সে বছর কুড়ির একটা বাচ্চা মেয়ে। ব্লগ নিয়ে তার দারুণ ফ্যাসিনেশন ছিলো। এখন কোথায় হারিয়ে গেছে কে জানে! তো ব্লগে কমেন্ট এক্সেস পেতে দুই সপ্তাহের মত ওয়াচে থাকতে হলো। এই সময়টায় ব্লগ পড়ার নেশায় পেয়ে বসলো। অনেক পড়াশোনা করে ব্লগের হাল হকিকত বুঝে নিলাম। তখন ব্লগিং করতেন আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, ডটু রাসেল, নাফিস ইফতেখার, মনজুরুল হক, ক-খ-গ, তামিম ইরফান, কাঁকন, বিষাক্ত মানুষ, মানুষ, আহমেদ মোস্তফা কামাল,আইরিন সুলতানার মত বাঘা বাঘা ব্লগার এবং লেখকেরা। ছিলেন আলিফ দেওয়ান কাগু; নিজস্ব ভাষারীতিতে প্রচুর পরিমাণ রস এবং উইটের সংযোগে ছাগু , সুশীল এবং ছাগবান্ধবদের তুলোধুনা করতেন তিনি। অনেকে বলে এটা নাকি আরিফ জেবতিকের মাল্টি ছিলো, অবশ্য এটার সত্যাসত্য সম্বন্ধে কোন প্রমাণ ছিলো না। ছিলো ছাগুচিফ আখ্যা পাওয়া টেকমোল্লা, জামাতী সংশ্রব দুষ্ট ত্রিভূজ। তারো আগে ছিলো রাজাকার কামারুজ্জামানের পুত্র ওয়ালি, ওয়ামি। আস্তমেয়ের পো্স্টে ওয়ালি মুক্তিযোদ্ধাপন্থী ব্লগারদের বেসবল ব্যাট দিয়ে পেটানোর আহবান জানায়। এমনই দম্ভ ছিলো তাদের! ছিলো সন্ধ্যাবাতি, ফারজানা মাহবুবা, শর্মি, শাওন, উম্মু আব্দুল্লাহ, ধাঁনসিড়ির মত জামাতপন্থীরা। সময়ের পরিক্রমায় সত্য বিজয়ী হয়, আর নিষিদ্ধ হয় তাদের একে একে প্রায় সবাই। ছিলেন সুশীলের ভেক ধরে থাকা ছাগবান্ধব ব্রাত্য রাইসু এবং মাহবুব মোর্শেদ। ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবুয়া। ব্লগের ইতিহাসে যার একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। তার কথায় পরে আসছি।
আমি যখন কমেন্ট এক্সেস পাই, তখন ব্লগে ছিলো এক ঝঞ্ঝাসংক্ষুদ্ধ পরিবেশ। অমি রহমান পিয়াল যৌবনযাত্রা নামক পর্ন ওয়েবসাইটের ব্যানারে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত মুভমেন্ট করার ঘোষণা দেন। এ নিয়ে ব্লগাররা দুইভাগ হয়ে যায়। আমি ছিলাম পিয়াল ভাইয়ের অবস্থানের বিরুদ্ধে। সেই সময় আরিফ জেবতিক একটি পোস্ট দেন তার পক্ষে, যা শুরু হয়েছিলো এভাবে "প্রবল আর্থিক স্ট্রাগলের সময়ও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় , চাকুরির অনিশ্চয়তার মাঝে দাড়িয়েও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় , নিজের সন্তানের জন্মের আনন্দ মুহুর্তেও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় । এই বিচার বিচার করতে করতে লোকটার মাথা প্রায় নষ্ট হয়ে গেছে।" এই পোস্টে মন্তব্য করার মাধ্যমেই শুরু হয় আমার ব্লগ পরিক্রমা। প্রথম মন্তব্যটি থেকেই আমার ব্লগ চলা হয়ে ওঠে দুর্যোগপূর্ণ। অমি রহমান পিয়াল এবং তার পক্ষের ব্লগারদের তরফ থেকে তীব্র আক্রমণের শিকার হই। পিয়াল ভাই আমাকে অনেকদিন যাবৎ "সন্দেহজনক" ব্লগার লিস্টে রেখেছিলেন। অর্থাৎ, তার ব্লগে কমেন্ট করতে গেলে সেটা মডারেটেড হয়ে তারপর প্রকাশ পাবে। তিনি সমস্ত ছাগু নিককে তার ব্লগে ব্লক করে রাখতেন। আমাকে ব্লক করেন নি তাও ভালো, তবে ছাগু না ভাবলেও ছাগবান্ধব যে ভেবেছিলেন এই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে পরবর্তীতে তার ভুল ভেঙেছিলো। শূণ্য আরণ্যকের একটি গান বিষয়ক আড্ডা পোস্টে সারারাত ধরে ধুমিয়ে আড্ডা দিয়েছিলাম আমরা। শূন্য আরণ্যক আমার প্রথম ব্লগবন্ধু। তাকে নিয়ে বলছি পরে। পিয়াল ভাইয়ের সাথে সম্পর্কটা বেশ আলো পায় এরপর। আমরা যখন সিপিজি (ছাগু পোন্দানি গ্রুপ, এটার কথাও বলছি পরে) গঠন করি, তিনি সেখানে আমাদের বেশ সাহায্য করেছিলেন। নিক শেয়ারিংও করেছিলাম আমরা। তবে দুর্ভাগ্যজনক এই, যে সম্পর্ক পুনঃরাস্থপিত হবার পরেও তা বেশিদিন টেকে নি। ফেসবুকে তিনি আমাকে ব্লক করে রেখেছেন। কেন তা জানি না আজও। এখন আমি জানি ব্লগের সম্পর্কগুলো এমনই হয়। শত্রু হয় বন্ধু, বন্ধু হয় শত্রু। কেন কী কারণে তার যে সবসময় খুব স্পষ্ট কোন কারণ থাকতে হবে এমনও না। হয়তো বা কেউ আপনাকে কানপড়া দিলো যে হাসান মাহবুব তার একটি মাল্টিনিক দিয়ে আপনাকে যা-তা বলেছে, আপনিও তা বিশ্বাস করে সম্পর্কছেদ করলেন, অথবা অন্য কোন আইডি দিয়ে আমাকে আক্রমণ করলেন। ব্লগের বহুল চর্চিত অভ্যাস এটি।
আরো একটু পেছনে চলে যাই; সামুব্লগের প্রসঙ্গে লিখবো আর এ টিমের কথা থাকবে না তা কী করে হয়! এ টিম একটা প্রবল স্পর্ধার নাম। বাংলা ব্লগের অন্ধকারাচ্ছন্ন যুগে আলোক দীশারি ছিলো এ টিমের সদস্যরা। তাদের মূল মন্ত্র ছিলো "যেখানে রাজাকার সেখানেই গদাম"। এ টিমের সদস্যরা রাজাকারবান্ধব বরাহদের সাথে বসবাসের ফতোয়া অস্বীকার করেছিলো। সকল রকম সুশীলতার নিকুচি করে ছাগুদেরকে দৌড়ের ওপর রাখাই তাদের মূল লক্ষ্য ছিলো। সংঘবদ্ধ একটি দলের দায়িত্ব বিভাজিত ছিলো বিভিন্ন দিকে। ছাগু পোস্টের ব্যাকআপ এবং স্ক্রিনশট নিয়ে লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছিলো তারা। ছিলো অসংখ্য মাল্টি নিক। ছাগুদের বিরুদ্ধে তাদের ভাষায় কোন নমনীয়তা ছিলো না। ছাগুদের প্রতি যিরো টলারেন্স নীতিতে উদ্বুদ্ধ হয়ে গালিয়ে তাদের ভূত চাড়তো তারা। এটিমের সদস্য হোসেইনের ব্লগ থেকে, "সংক্ষেপে কিছু কই । এ-টিমের সকল সদস্যের পরষ্পরের সাথে যোগাযোগের জন্য চ্যাটের ব্যবস্থা আছে । যেকোন ইস্যুতে সকলের মতামত দেবার সমান ক্ষমতা , সকলের ভেটো পাওয়ার । তারপরেও অনেকের অনেক দায়িত্ব নির্দিষ্ঠ । যেমন কয়েকজন আছেন হ্যান্ড রাইটিং এক্সপার্ট । এই দায়িত্বে যারা আছে তাগো ক্ষমতার আসলেই তুলনা নাই । এর যেকোন পুরানপাপীর নতুন নিক খুইজা বাইরা কইরা ফালাইতে পারে । ( থেরাপিস্টের তিনটা কমেন্ট পড়ার পরেই এদের একজন আমারে কইল যে এইটা সারোয়ার চৌধুরীর নিক । আমি প্রথম বিশ্বাস করি নাই । কিন্তু এরা বাক্যের গঠন , আরো কী কী জানি দেখাইয়া আমারে আবার একই কথা কইল । কিন্তু আমি মনে কর্লাম , সারোয়ার চৌধুরীর মতো একজন কাব্যানুরাগী এইটা করবে না । পরে যখন থেরাপিস্টের ম্যালফাংশন হইল , তখন দেখি ঘটনা সত্য । ) এর কখনো কারো নয়া নিক খুইজা বাইর করতে গিয়া আজতারি ভুল করছে বইলা আমি দেখি নাই ।
তারপর কেউ আছে আর্কাইভের দায়িত্বে , তারা অনেক মজার মজার কমেন্ট আর পোস্টের স্ক্রিনশট জমাইয়া রাখে ।
কেউ কেউ টেকনিক্যাল বিষয়গুলা দেখে । এ-টিমের কেউ যদি আইপি শুদ্ধা ব্যান খায় তাহলে সেই শহীদকে তারা নতুন নিক নিতে সাহায্য করে । তাছাড়া কম সময়ে করা যায় এরকম অনেক টেকনিক্যাল বিষয় এদের জানা আছে । এদের উপরে সামহোয়্যারের ডেভেলপররা গোস্বা থাকে সবসময় ।
কেউ কেউ যুক্তি আর প্যালরোডিতে একনাম্বার । তারা মাঝে মাঝে প্যা রোডি আর রম্য রচনা লিইখা ছাগুদের ডলা দেয় ।
এইভাবে মিলেমিশে কাজ করার কারনে এ-টিম রাজাকারদের চাইতে অনেক ধাপ আগাইয়া থাকে সবসময় ।"
এর ফলে হয়তো বা গাছ-ফুল-লতা-পাতা জাতীয় নিরীহ পোস্টকারী ব্লগাররা বিপদে পড়ে গিয়েছিলো, তবে তাদের অনেকেই নীরবে এটিমকে সমর্থন করে গেছেন। আর আজকের সামুতে এই যে আমরা একটা লেখালেখির সুন্দর পরিবেশ পেয়েছি, তার জন্যেও তাদের অবদান অপরিসীম। এ-টিমের জন্ম হয়েছিলো ১৯ মে ২০০৭। আমি ব্লগে আসার পরে এ-টিমকে সেভাবে পাই নি। তবে পরবর্তীতে আমাদের গঠিত সিপিজি গ্রুপের সদস্যরা এ-টিমকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলো। এ-টিম নিয়ে আলোচনা শেষ করছি আইজুদ্দিনের লিজেন্ডারি একটা কমেন্ট দিয়ে;
"আমি গুন্ডা, আমি রবিনহুড। আমাকে ব্যান করা হয়েছে দেড় শত বার, ব্যান হবো হাজার বার, তবু আমি গুন্ডামি করবো। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। আপনারা সুশীল থাকেন, ব্লগের একই পাতায় শুকুরের বিষ্টার সাথে আপনাদের জ্ঞান গর্ভ আলোচনা, সাহিত্য, আমি সেই বিষ্টা পরিষ্কার করব। আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।"
অনেক তো ভারী ভারী কথা হলো। এবার আসুন কিছু বিনোদনের সন্ধান করি। সামুতে যখন আসি তখন ব্লগ ভরা ছিলো নানারকম বিচিত্র চরিত্র। বিনোদনের অভাব কখনই ছিলো না। এখন যার প্রবল অভাব অনুভব করি।
প্রথমেই শুরু করা যাক বিশিষ্ট হরর লেখক নাফে মোহাম্মদ এনামকে দিয়ে। ভূতের গল্প লেখার নাম করে ব্লগে বিচিত্র রকম কুখ্যাতি পেয়েছিলো সে। তার অধিকাংশ গল্পেই থাকতো একটা কমন লাইন "আতঙ্কে হাত-পা জমে গেলো"। রসিক ব্লগারগণ লুফে নিয়েছিলো এই লাইনটিকে। কোথাও কোন স্বাভাবিক অবস্থার ব্যত্যয় দেখলেই যথাযথ ইমো সহকারে বলতো "আতঙ্কে হাত পা..."! এই নাফে মোহাম্মদ এনাম তার লেখাকে এক্সপোজ করার জন্যে দুটি নারী ব্লগার সৃষ্টি করেছিলো। তাদের অভিনয় ছিলো হিন্দি সিরিয়ালের ফোর্থক্লাশ অভিনয়ের চেয়েও জঘন্য! একটু খেয়াল করলেই ধরতে পারতো যে কেউ। আলিফ দেওয়ান কাগু তার নাম দিয়েছিলো গাছভুদাই। ২০০৯ এর জানুয়ারির দিকে ব্লগাররা তাদের যাবতীয় প্রতিভা ব্যয় করেছিলো এই হররলেখকের পোস্টের প্যারোডি করে। আহা! সে বড়ই আনন্দমুখর সময় ছিলো!
আলেকজান্ডার ডেনড্রাইটের কথা কি এখনকার ব্লগাররা জানেন? তখন ব্লগে বড় ভালো একটা বাটন ছিলো। মাইনাস বাটন। কোন পোস্ট ভালো না লাগলে ব্লগাররা মাইনাস রেটিং দিতে পারতেন। আলেকজান্ডার ডেনড্রাইটের একটি পোস্ট (জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? ) মাইনাসের রেকর্ড করেছিলো। সম্ভবত হাজার খানেকের মত ছিলো মাইনাস। পোস্টটি সে ড্রাফটে নেয়ার ফলে এই সংখ্যা আর বৃদ্ধি করা যায় নি। নতুন সমস্ত ব্লগারকে পুরোনো ব্লগাররা পোস্টের লিংক দিয়ে বলতো সেখানে একটা মাইনাস দিয়ে আসতে। ঐতিহাসিক সেই পোস্ট সামুর পাতা থেকে হারিয়ে গিয়েছে, তবে বিচক্ষণ ব্লগারেরা এর ব্যাকআপ নিতে ভোলেন নি।
এখান থেকে পড়ে নিন সেই পোস্ট
বানান আফা ওরফে পিংকি- হঠাৎ করে একদিন কোত্থেকে যেন হাজির হলো অতি সুবোধ এক বালিকা। ব্লগারদের নামের মধ্যে সে নানারকম অসঙ্গতি খুঁজে পেলো। এবং সিদ্ধান্ত নিলো "খুঁতগ্রস্ত" সব নামের ব্যবচ্ছেদ করে সেই নাম পাল্টিয়ে কি রাখলে ভালো হবে তার নির্দেশনা দিবে। বড়ই মজার পোস্ট ছিলো সেটি। কিন্তু একদিন কী যেন হলো, সে সুবোধ সুশীল রূপ থেকে বেরিয়ে এসে বিনা কারণে ব্লগারদের গালাগালি করা শুরু করলো। ফলশ্রূতিতে তিনি "সুলেমানি ব্যান" (যে ব্যানের দ্বারা ব্লগারের সমস্ত লেখা মুছে ফেলা হয়) খান। এই ব্লগেরও ব্যাকআপ নিয়ে রাখা হয়েছে। পড়ে নিন এখান থেকে।
মহাকবি মেহদী - রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিদ্যায় পাশ করা মেহদী ছিলেন একজন কবি, মৌলিক কৌতুক রচয়িতা এবং গদ্যকার। যেদিন তার আবেগ উঠতো, তুমুলবেগে কবিতা প্রকাশ করে ব্লগের সবাইকে তটস্থ করে রাখতেন। তার আবেগের প্রকাশ এমনই উদ্ভট রকমের ছন্নছাড়া এবং বোকামির ধোঁয়াশায় পূর্ণ ছিলো, যে সে বোকা সাজা একজন ঝানু রিভার্স প্লেয়ার, নাকি সত্যিই মানসিকভাবে ট্রাবলড একজন লোক সেটা ব্লগের অমিমাংসিত একটি রহস্য হয়ে থাকবে চিরকাল। তার কিছু কবিতার নমুনা-
ধরুন মোবাইল
ধরুন না এই মোবাইল,
টিপে দিন কী করা লাগে যে?
খেলব গেম আমি যে।
এই চাচ্চু ধরুন না মোবাইল
বলব আমি এক কবিতা,
করে নিন রেকর্ডিং,
আমি পারি ওর চেয়েও।
ভাল চাচ্চু চাচ্চু।
ওরা সব ঘিরে আজ বসেছে,
মোবাইল আজ সব, সবে পেয়েছে
পেঁক পেঁক
পেঁক, পেঁক, পেঁক
আমরা সবে চলি,
সারি দিয়ে চলি।
পেঁক, পেঁক, পেঁক
চলি একে বেঁকে
চলি মোরা পুকুরে,
হেঁটে, হেঁটে, হেঁটে
পেঁক, পেঁক, পেঁক
খেলি আমরা সাঁতারে,
পেঁক, পেঁক, পেঁক
ডুব দিয়ে মাছ ধরি,
কেঁক, কেঁক, কেঁক
ছাড়ি আমরা সোনার ডিম।
পেঁক, পেঁক, পেঁক
তুলি ঝিনুক শামুক আর,
কেঁক, কেঁক, কেঁক
মৌলিক কৌতুক- ১.
দুই রুগী এক রিকশায় করে যাচ্ছে
একজন বলল - ঐ দেখ মেহেদী আসলে মনোচিকিৎসক না মানসিক রুগী
আর একজন বলল - কই ওখানে তো মেহেদীকে দেখছিনা
তার মানে তুই অলীক প্রত্যক্ষন করছিস।
২.
জানিস আমি মনে করি সে মানসিক রুগী
-কই আমাদের তো তা মনে হচ্ছেনা
-কিন্তু আমার কেমন জানি সন্দেহ হচ্ছে।
ভালো মানুষের কদর এই ব্লগে নাই! তাই মডুরা অশ্লীলতার অভিযোগে এই অদম্য কাব্য প্রতিভাকে বান মারে!
তার ব্লগ ব্যান খাওয়ার পর নতুন ব্লগ
অনেকেই বলে এটা কৌশিকের নিক। তবে পিয়াল ভাইয়ের দাবী এটা রিয়্যাল নিক। তার একটা সাক্ষাৎকারও নিয়েছিলেন নাকি টেলিফোনে।
এই সেই সাক্ষাৎকার
চিকনমিয়া এবং তার মাইনাস - মজার মানুষ ছিলেন এই চিকনমিয়া। তার কাজ ছিলো সব পোস্টে গিয়ে মাইনাস দিয়ে আসা। ভালো লাগলেও মাইনাস, না লাগলেও মাইনাস। অবশ্য তার এই মাইনাস ছিলো শুধুই মুখে মুখে। ভালো পোস্টে তিনি আদতে কখনও মাইনাস দিতেন না। অল্প সময়েই তিনি ব্লগারদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তার সহজ সরল ব্লগিং পলিসি, এবং আন্তরিকতার কারণে। বিশিষ্ট লেখক আহমেদ মোস্তফা কামাল তার একটি প্রবন্ধে ব্লগিংয়ে মিথস্ক্রিয়ার নমুনা হিসেবে চিকন মিয়ার মাইনাসকে উদ্ধৃত করেন। চিকনমিয়াকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো এটা কার নিক হতে পারে। একসময় একটি নিক ম্যালফাংশনের মাধ্যমে প্রমাণিত হয় যে টেকি ব্লগার সাইফুরের নিক এটি।
প্রিন্স(নাভানার সিভিল ইঞ্জিনিয়ার)- ব্লগের আরেকটি লিজেন্ডারি চরিত্র। এই নিকের সৃষ্টিই হয়েছিলো বোধহয় সেধে সবার কাছ থেকে ভর্ৎসনা খেতে! নিজের সম্পর্কে বিশাল উচ্চ ধারণা ছিলো তার। তিনি নাভানায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, ভালো স্যালারি পান, এ নিয়ে তার গর্বের সীমা ছিলো না। তার ব্লগে আগমন ছিলো একটি বিশেষ উদ্দেশ্যমণ্ডিত। তিনি বিয়ে করতে চান। আর পাত্রী যাচাই বাছাইয়ের জন্যে বেছে নিয়েছিলেন এই ব্লগকেই! মেয়েদের পোস্টে গিয়ে তিনি ভুলভাল ইংরেজিতে বলতেন, "+++++ Are you still married? i am unmarried". কোন কোন মেয়ে এতে হেসে গড়িয়ে পড়তো, আবার কেউ কেউ ক্ষেপে গিয়ে গালি দিতো, দুর্ব্যবহার করতো। কিন্তু মেয়েদের তরফ থেকে যতই দুর্ব্যবহার করা হোক না কেন, সে কমেন্ট করেই যেতো বেহায়ার মতো। অল্প দিনের মধ্যেই ব্লগে তার লুলামির জন্যে কুখ্যাত হয়ে ওঠে, আবার কেউ কেউ তাকে ব্যাপক পছন্দ করতো বিনোদনের ভাঁড়ার হিসেবে। তার একরোখা মনোভাব, সমস্ত প্রতিকুলতার বিরূদ্ধে একা বুক চিতিয়ে লড়ে যাওয়া কিছু শুভানুধ্যায়ীও সৃষ্টি করেছিলো। তার পরিণতিও হয়েছিলো নির্মম। মডুরা তাকেও সুলেমানি ব্যান মারে একটি পোস্টে গালাগালির জন্যে।
কে এই বেহায়া প্রিন্স? কীভাবে তার উৎপত্তি? কেন তার এমন পরিণতি? এসবকিছুরই জবাব লেখা আছে ব্লগের খোলা প্রান্তরে। নতুন ব্লগারদের কাছে হোমওয়ার্ক হিসেবে দেয়া হলো তা! তাকে নিয়ে দুটি পোস্ট- এক
দুই
জারীর এবং জাঝা শব্দের উৎপত্তি- ব্লগে আসার পর প্রায়ই দেখতাম পুরোনো ব্লগাররা কোন পোস্ট ভালো লাগলে বলছেন "আপনাকে উত্তম জাঝা প্রদান করা হলো। এই জাঝা শব্দটির মানে কী তাদেরকে অনেকবার জিজ্ঞাসা করেও জানতে পারি নি। অবশেষে জয় হলো অনুসন্ধিৎসু মনের। ব্লগার জারীর এর লেখা এই কবিতায় পেয়ে গেলাম শব্দটির মানে। কালের পরিক্রমায় এক সময়কার অতি জনপ্রিয় এই শব্দটি হারিয়ে যেতে বসেছে। আবার শুরু করলে কেমন হয়?
অনেক তো বিনোদিত হলেন। এবার ফিরে যাওয়া যাক ব্লগ রাজনীতির অতি গুরুত্বপূর্ণ কিছু ক্যাচালে। একসময় সামু মানেই ছিলো ক্যাচাল। মডারেটর আর ব্লগারদের মধ্যে ছিলো যোজন যোজন দূরত্ব। সেই সময়টায় মডারেশন ছিলো দুর্বল এবং প্রশ্নসাপেক্ষ। ছিলো স্বজনপ্রীতির অভিযোগ। কিছুদিন পরপরেই কাউকে ব্যান করা নিয়ে ক্যাচাল ঘোঁট পাকিয়ে উঠতো। ছিলো "রেসিডেন্ট ভাঁড়" নামে একটি হারিয়ে যাওয়া ব্লগার প্রকরণ। রেসিডেন্ট ভাঁড় বলা হতো কিছু প্রভাবশালী ব্লগারকে, হাজার অপরাধ করেও যাদের তেমন কোন শাস্তি হতো না। বড়জোর জেনারেল করা হতো। পুরো ব্যাপারটাই ছিলো ধোঁয়াশাচ্ছন্ন এক অন্ধকার কূহেলিকার মতো। ধারণা করা হতো কৌশিক, সবাক এবং ফিউশন ফাইভ ছিলো রেসিডেন্ট ভাঁড়! প্রথম দিকে আমিও এমন ভাবনার মুখাপেক্ষী হতাম। তাদেরকে শত্রু ভেবে বিভিন্ন সময় আক্রমণ করেছি, শিকার হয়েছি পাল্টা আক্রমণের। কখনও এড়িয়ে গেছি। তবে পরবর্তীতে তাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। যাই হোক, ফিরে যাওয়া যাক কিছু ক্যাচালকালীন সময়ে।
ব্লগার বাবুয়া কাণ্ড- বাবুয়া ছিলেন একজন ধনী ব্লগার। তার সার কারখানা ছিলো। নানারকম বিষয় নিয়ে ব্লগে লিখে থাকতেন। ভ্রমণ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ ইত্যাদি। তবে কিছু ব্লগার তার অহমপূর্ণ আচরণে সন্তুষ্ট ছিলেন না। বিভিন্ন বিষয় নিয়ে এক শ্রেণীর ব্লগারদের সাথে তার খিটমিট লেগেই ছিলো। ব্লগাররা মওকা খুঁজছিলেন তার ওপর ঝাঁপিয়ে পড়ার। খুব বেশি অপেক্ষা করতে হয় নি। ২০০৯ এর ফেব্রুয়ারিতে বইমেলায় এক ঘটনার পর থেকে তাকে ব্যান করার দাবীতে উত্তাল হয়ে ওঠে ব্লগ। ঘটনা কী, বইমেলায় এক দেখা হওয়া এক নারীর সম্পর্কে তিনি অত্যন্ত অশোভন উক্তি করেছিলেন। অবশ্য বলা হয়ে থাকে উক্ত নারীই নাকি তাকে প্রথমে বাজে কমেন্ট করেন। তবে এই দাবী ধোপে টেকেনি। ব্লগাররা একের পর এক প্রতিবাদী পোস্ট দিয়ে ব্যান হতে থাকলেন। তখন আরিফ জেবতিকের নেতৃত্বে এক বিশেষ রকম প্রতিবাদ চাঙ্গা হয়ে ওঠে। তারা ১০০% "নিরাপদ" পোস্ট দিতে থাকেন। যেমন, রাতে কী খেয়েছেন, কী কী তরকারি ছিলো, ঘুম থেকে উঠেছেন কখন, গোসল করেছেন কি না, মুরগীর খোপ ছেড়েছেন কি না ইত্যাদি। আর নিরাপদ কমেন্ট হিসেবে বেছে নেয়া হলো "উঁ"। এই কমেন্ট করলে ব্যান হবার কোন সম্ভাবনা নেই। ইতিমধ্যে আন্দোলনরত ব্লগাররা বাবুয়ার ব্লগে গিয়ে থুথু ফেলার ছবি পোস্ট করতে থাকলেন। অবশেষে ব্যান করা হয় বাবুয়াকে। তবে এর জন্যে অনেক ব্লগার তার আইডি হারান। সবচেয়ে বেশি আলোচিত ছিলো এ-টিমের সদস্য হাসিবের ব্যান। বাবুয়াকে তো ব্যান করা হলো, কিন্তু হাসিবের বেলায় কী হবে? অনেক ব্লগার তাদের প্রোফাইলে "আনব্যান হাসিব" লেখা টাঙিয়ে রাখলেন। কিন্তু হাসিবের ব্যান আর তুলে নেয়া হলো না। বাবুয়া পরে আবার ফেরেন জুলভার্ন নিকে। এবার আর পূর্বে করা ভুলের পুনরাবৃত্তি করলেন না। তারপরেও সেই সময়ের প্রতিবাদী ব্লগারেরা সুযোগ পেয়ে তার অতীত নিয়ে খোঁচাতে ছাড়েন নি।
বাবুয়া কাণ্ডের সময়ে ব্লগে এক অচলাবস্থা দেখা দেয়। অনেকেই পোস্ট বিরতি শুরু করেন। সেই সময়ে তনুজার পুরোনো পোস্টে আড্ডা জমে উঠতে থাকে। সেটাই যেন ছিলো আমাদের ওপেন সিক্রেট বেজ! তনুজা এবং শূন্য আরণ্যকের সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আমার। ধীরে ধীরে ব্লগের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। তখন আমার হাতে অঢেল সময়। বেকার বসে আছি বাসায়। অপেক্ষা করে থাকতাম কখন তনুজা অথবা শূন্য আরণ্যক পোস্ট দিবে। আমাদের তিনজনের যে কোন একজন পোস্ট দিলেই বাকিরা মিলে শুরু করতাম টক-মিহি-মধু আলাপ-সালাপ। কিন্তু তখন কি আর জানতাম শূন্য আরণ্যক ওরফে ইমতিয়াজ মির্জার সাথে মতের মিল না হওয়ায় আমরা চিরশত্রুতে পরিনত হবো!
ভেবুর মোহভঙ্গ এবং আরো একটি ব্লগ আন্দোলন ততদিনে আমার ব্লগার ভেবে ভেবে বলির সাথে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছে। ২০০৯ এর সেপ্টেম্বরের এক রোজার দিনে ছবির হাটে ব্লগারদের একটা গেট টুগেদার এবং ইফতার পার্টির আয়োজন করা হয়। ভেবু (এই নামেই সে পরবর্তীতে পরিচিতি পায়) আমাকে খুব করে ধরলো ওখানে যেতেই হবে! শেষে ওর অনুরোধ রক্ষার্থে গেলাম সেখানে। অনেকের সাথেই দেখা হলো। একরামুল হক শামীম, বৃত্তবন্দি, পারভেজ ভাই, দুর্ভাষী আরো অনেকেই ছিলো সেখানে। ভেবুও চলে এলো যথাসময়ে। ওর সাথে এটাই প্রথম দেখা ছিলো আমার। নানা কথার ফাঁকে সে আমাকে খুব উচ্ছসিত হয়ে বললো,
-জানেন আজকে কে আসবে?
-কে?
-'অমুক'দা।
'অমুক'এর আসাতে এত এক্সাইটেড হবার কী ছিলো আমি খুঁজে পেলাম না। বরং উদ্বিগ্ন হলাম আরো। উক্ত ব্লগার বিশিষ্ট লুল হিসেবে ব্লগে পরিচিত। তিনি আসার পর আমাদের সাথে হাই/হ্যালো করে ভেবুর সাথে গপ্প করা শুরু করলেন। ছবি তুলতে লাগলেন একের পর এক। আমি আর বৃত্তবন্দি (রায়েহাত শুভ) দেখে হাসি। বললাম যে, "দাদা, আমাদেরও ছবি তোলেন!"। কিন্তু কে শোনে কার কথা! যাবার সময় ভেবুর ফোন নাম্বারও নিয়ে গেলেন।
এরপর থেকে শুরু হলো হ্যারাজমেন্ট। ভদ্রলোক সময়ে অসময়ে ভেবুকে ফোন করে, মেসেজ দিয়ে তিতিবিরক্ত করে তুললেন। সেই সাথে ব্লগে ফ্লার্ট করা তো ছিলোই! একদিন তার এক কমেন্ট পেয়ে ভেবুর ধৈর্য্যের সীমা ভেঙে গেলো। কমেন্টটি ছিলো এই,
" তোমার ছবিটা সুন্দর হৈছে। দেইখা দেইখা ভাবতেছি। ভাইবা ভাইবা কিছু বলতে পারতেছিনা। "
ভেবু প্রচণ্ড ক্ষেপে আমাকে ফোন করলো, এর কী জবাব দেয়া যায়। আলোচনা শেষে সে প্রতি মন্তব্যে লিখলো" চাচা, বয়স তো অনেক হইছে, লুলামি করা বাদ দেন। আল্লাবিল্লার নাম লন। বুইড়া ভাম কুনহানকার!" কমেন্টটা হুবহু মনে নেই। মুছে ফেলা হয়েছিলো। তো এই বিস্ফোরক প্রতিমন্তব্যের পর ব্লগে বিশাল একটা টেনশন শুরু হলো। লাজুক দেখতে হাসিখুশী, নির্বিরোধী ভেবু লাইমলাইটে চলে আসলো। অনেক বন্ধু পেলো, অনেকের শত্রুতাও অর্জন করলো। পরবর্তীতে ব্লগের একটি প্রতিবাদী চরিত্র হিসেবে তাকে দেখা গেছে।
সেই মন্তব্যের মাস দুয়েক পরের ঘটনা। ভেবুর দেয়া একটি নির্দোষ ফানপোস্টে কামাল হাওলাদার নামক একটি নিক থেকে খুবই বাজে একটা কমেন্ট করা হলো। অনেকেই রিপোর্ট করলো, কিন্তু মন্তব্যটি মুছতে অনেক দেরি করে ফেললো মডারেটররা। এর ফাঁকে শূন্য আরণ্যক এসে উক্ত নিকের পেছনের ব্যক্তিকে "অমুক" ব্লগার হিসেবে সন্দেহ করলো। আর যায় কোথা! এই কমেন্টের সূত্র ধরে ব্যান করা হলো তাকে। ব্যান করা হলো নির্ভয় নির্ঝরকে। অত্যন্ত ঘনিষ্ট এই দুই ব্লগারের ব্যানে ফুঁসে উঠলাম আমরা। নাওয়া-খাওয়া-চাকরি-বাকরি শিকেয় তুলে শামিল হলাম প্রতিবাদে। একের পর এক পোস্ট আসতে থাকলো। কোনোটা পক্ষে, কোনোটা বিপক্ষের। মডারেটর এবং কথিত "রেসিডেন্ট ভাড়"দের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। ভেবুকে ব্যান করা হলো চিরতরে। শূন্য আরণ্যক লগইন ব্যান। লগআউট করছিলো না সে। জানে একবার লগআউট করলে আর ফেরত আসা যাবে না। অনলাইনে থাকা ব্লগারদের লিস্টে তার নামটা দেখে আর্দ্র হতো আমাদের মন। অবশেষে এক সপ্তাহ পর সে লগআউট করলো। সেসময় আমিও লগইন ব্যান হয়েছিলাম। তবে এই ব্যান বেশিদিন থাকে নি। চিরতরে নিক হারানো ভেবু ফিরে আসলো "মেঘ বলেছে যাবো যাবো" নিক নিয়ে। বৃত্তবন্দী ওরফে কাকভুষুণ্ডি এলো দ্রীঘাংচু নামে। রোহান এলো ফাগল নিক নিয়ে।
ওদিকে এই ডামাডোলের মধ্যে অন্য একটি ইস্যুতে ব্যান হলো বিষাক্ত মানব। পরবর্তীতে বিষাক্ত মানব ওরফে বিমা, মানুষ, কাঁকন, শওকত হোসেন মাসুম ভাই, নুশেরা আপা, মুক্ত বয়ান; সবাই মিলে যোগ দিলো নতুন ব্লগ "আমরা বন্ধু"তে। আর শূন্য আরণ্যক, ছন্নছাড়ার পেন্সিল, আকাশ অম্বর, সাদা কালো ধূসর মিলে চলে এলো "চতুর্মাত্রিক" ব্লগে।
জিশান শাহ ইকরাম এবং তার সিন্ডিকেট- ইনাকে আমি ভালো বলেই জানতাম। ব্লগ অন্তপ্রাণ মানুষ ছিলেন তিনি। তবে তার একটা জিনিস অনেকেই পছন্দ করতো না, তা হলো তিনি ব্লগে সবার সঙ্গে খাতির জমিয়ে চলতেন। অনলাইনে তো বটেই, অফলাইনেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় এক ব্লগার। ব্লগের বাইরে অনেক ঘটনা ঘটতে শুরু হয় তার প্রভাবে। অভিযোগ ওঠে নারী ব্লগারদের হ্যারাজ করার। অনেকেই বিরক্ত হতে থাকে ব্লগে একে অপরের পিঠ চুলকানি, হাহা হিহি পিকনিক, ইত্যাদি কর্মকাণ্ডে। একজন নারী ব্লগার অভিযোগ তোলেন তিনি রাতের বেলা ব্লগে কী করেন এ নিয়ে তার কাছে জবাবদিহি করতে হয়েছে। অভিযোগ ওঠে আরো দুই নারী ব্লগারের ওপর অশ্লীল আক্রমণে তার সিন্ডিকেটের ভূমিকা নিয়ে। অবশেষে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ব্লগার দুর্যোধন। সেই পোস্টটি স্টিকি হয়। শুরু হয় এক কদর্য কাদা ছোড়াছুড়ির লড়াই। পোস্টের কন্টেন্ট ওভারলুক করে ব্লগারেরা নানা উপ-অব-অধি কন্টেন্ট নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। কোথা থেকে কোথায় যে কমেন্ট যাচ্ছে, কে কোনদিক দিয়ে কোন নিক থেকে কার প্রতি ঝাল ঝারছেন সেটা নির্ণয় করা অসম্ভব হয়ে ওঠে! অবশেষে জিশান শাহ ইকরামকে ব্যান করার পর পরিস্থিতি শান্ত হয়ে ওঠে, এবং এখনও তা বজায় রয়েছে বলা যায়। ২০১২ সালের এপ্রিল মাসের সেই পোস্টটি সকল ব্লগারের জন্যে অবশ্যপাঠ্য হয়ে আছে মূলত সেই কমেন্টগুলির কারণে।
সেই পোস্টের লিংক
ক্যাচাল পর্বের এখানেই সমাপ্তি টানছি। ব্লগ এখন যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে বলা যায়। এর জন্যে ব্লগার এবং মডারেটর উভয় পক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ।
সিপিজি গঠন, ব্লগে শীর্ষস্থান এবং পতন -এ-টিমের কার্যক্রম ততদিনে ফুরিয়ে গেছে। ছাগুবিরোধী ব্লগারগণ লড়াই চালিয়ে গেছেন নিজেদের মত করে। তবে তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিলো। এটি দূর করতে ২০১০ এর এক শীতের রাতে আমি, স্বপ্নকথক, রাজসোহান, কাঠের খাঁচা, ধ্রুবতারা, পাপতাড়ুয়া,, নাহোল এবং হোসেইন মিলে ঠিক করি আমরা একটি ছাগুবিরোধী গ্রুপ গড়ে তুলবো। পরবর্তীতে আবিষ্কৃত হয় যে হোসেইনের জামাতি কানেকশন আছে। বড় অবাক হয়েছিলাম জেনে। তাকে বহিষ্কার করা হয়। গোপন মিটিংয়ে দলের নাম নির্ধারিত হয় সিপিজি (ছাগু পোন্দানি গ্রুপ)। ছাগু পোস্ট পেলে সবাই মিলে তুলোধুনো করা ছাড়াও রিপোর্ট করতাম যত্ন সহকারে। রিপোর্টে কী লিখতে হবে এটা নিয়ে আমরা বেশ কিছু রিপোর্ট টেমপ্লেট তৈরি করেছিলাম। ফলও ভালো পাচ্ছিলাম। সাধারণ ছাগুদের ব্লগছাড়া করতে খুব একটু ধকল পোহাতে হয় নি। সমস্যা ছিলো কিছু চতুর ছাগবান্ধবদের নিয়ে। যেমন লালসালু, বৃষ্টি ভেজা সকাল, তায়েফ আহমেদ ইত্যাদি। এরা কিছু স্থুল ফানপোস্টের মাধ্যমে ব্লগে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো (তায়েফ আহমেদ বাদে,সে অন্য কেস)। তো এদের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত লিংক এবং স্ক্রিনশট সমন্বয়ে পোস্ট করতে থাকলাম আমরা। ব্লগাররা প্রথমে খুব কনফিউজড ছিলো, তবে পরে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। এটাই ছিলো সিপিজির মূল সাফল্য।
ততদিনে ব্লগে বেশ হিট হয়ে গেছি। পোস্ট করলেই ৩০০+ কমেন্ট, শতাধিক প্লাস, হাজারবার পঠিত...নিজেকে মনে হতো ভার্চুয়াল জগতের এক রাজা! মুখের কোন লাগাম ছিলো না। এরকম একদিন সিপিজি থেকে পোস্ট এলো কোন এক ছাগুর কীর্তি নিয়ে। সেই পোস্টে ছাগূ ব্লগার ফাহিম আহমেদের ছাগানুভূতি আহত হয়। তাকে গালাগালি করে আমি বলি, "তুই কিভাবে ব্লগে থাকবি সেটা দেখে নিবো"। এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিলো ছাগবান্ধব স্পেলবাইন্ডার। সেটা নিয়ে পোস্ট দিলো। অনেকেই আমার ব্যান দাবী করলো সেই পোস্টে। এর কয়দিন আগে করেছিলাম আরেক অকাজ। গুরুভাই নামক এক ব্লগারকে মাত্রাছাড়া গালাগালি করি বিভিন্ন নিক থেকে। ফলশ্রূতিতে আমাকে কমেন্ট ব্যান করা হয়। প্রায় ছয় মাস ব্যান ছিলাম। এর মধ্যে আমি প্রতিজ্ঞা করি, মাল্টিনিক দিয়ে গালাগালি আর না। কিছু করতে হলে নিজ নিক থেকেই করবো। সেই প্রতিজ্ঞা এখনো বহাল রাখতে পেরেছি।
বন্ধু যখন শত্রু ২০০৯ এর দিকে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ডিজিটাল দুষ্টু ছেলের সাথে। নির্দোষ ফানপোস্ট দিতো সে। আমিও তার সাথে নানারকম মজা করতাম। আমরা আড্ডা দিতাম চাপাবাজী ডট কম নামক একটি বাংলায় চ্যাটিং করার ওয়েব পোর্টালে। ধীরে ধীরে তার অন্য একটি চেহারা আবিষ্কৃত হতে থাকে। সে ছিলো কঠিনরকম আওয়ামী লীগ বিদ্বেষী ব্লগার। তাতে সমস্যা নেই, সমস্যা ছিলো তার ছাগুঘেঁষা মনোবৃত্তি এবং ভাদা ট্যাগ দেওয়াতে। পরবর্তীতে তার শখানেক নিকের সাথে পরিচয় হয়েছে আমার। নিশাচর, লালবাতি, ব্লগ ধামাকা...আরো কত নিক! নিকের মায়া করতো না সে। ভালো চ্যানেল ছিলো, চাইলেই পেয়ে যেতো।তবে তার ব্লগিং পলিসি শুধু ব্লগে সীমাবদ্ধ ছিলো না। ২০১৩ সালে যখন আমার দেশ পত্রিকায় সামু ব্লগের নাস্তিকদের গালাগালির স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করা হয় এবং শাহবাগ আন্দোলনের জাগরণকে অন্যদিকে বাঁক নেয়ানোর চেষ্টা করা হয়, এর মূল হোতা ছিলো সেই বন্ধু ব্লগার। যার আসল নাম আহমেদ আরিফ।
সবশেষে কিছু স্বীকারোক্তি - গালাগালি করার কু অভ্যাসের কথা আগেই বলেছি। সেই সাথে নতুন নতুন ব্লগে এসে কিছু ইরিটেটিং কাজ করেছিলাম। সবাইকে নিজের পোস্টের লিংক দেয়া, নিজের পোস্টে অন্য নিক থেকে প্লাস দেয়া, ফেসবুকে বন্ধু ব্লগারদের প্লাস দিতে এবং প্রিয়তে নিতে বলা... বড়ই লজ্জাষ্কর সব ব্যাপার স্যাপার! তখন ভালোবাসাময় ন্যাকা ন্যাকা পোস্ট দেখলে মেজাজ চড়ে যেতো। কত ভালো ভালো পোস্টে অযথাই মাইনাস দিয়ে এসেছি নীরবে! ব্লগে লুলামি না করলেও মহিলা ব্লগারদের সাথে ফেসবুকে লুলামি করেছি।
সেই সময় পার করে এসে আজ মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে এসেছি। ব্লগ নিয়ে সেই পাগলামী নেই এখন আর, তবে ভালোবাসারও কমতি নেই। এতদিন যখন কোথাও যাইনি, আর কোথাও যাবোো না এত সহজে। এই ব্লগ মিশে আছে আমার অনুভবে, চেতনায়, ভালোবাসায়।
সবাইকে অনেক শুভেচ্ছা। শুভ হোক সবার ব্লগে পথ চলা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০
হাসান মাহবুব বলেছেন: এক মিনিটের মধ্যেই পড়া শেষ?
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬
রক্তিম দিগন্ত বলেছেন: হামা বস! আসতাছি খাড়ান!! আপ্নের পোষ্টে + দিয়া আপাতত ভাগিলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
হাসান মাহবুব বলেছেন: ওক্কে!
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
শামীম আরেফীন বলেছেন: দীর্ঘ অভিজ্ঞতা। হ্যাপি ব্লগিং
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: শুভ হোক আপনার পথচলা।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন!!
শত বাধা বিপত্তি পেরিয়ে আপনি আজ পরিচিত ব্লগার। সবথেকে বড় কথা “অনেক নতুন ব্লগারের অনুপ্রেরণা”।
অনেক অনেক ভালো থাকবেন, সবসময়
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য পোস্ট প্রিয় লেখক-ব্লগার।আগে সম্পূর্ণ লেখাটা পড়ি
+++
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: মোস্ট ওয়েলকাম! (অনন্ত জলিলের তরফ থেকে )
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক কিছু জানলাম, ব্লগ সম্পর্কে, বিভিন্ন ব্লগার সম্পর্কে।
তবে সেই ইঞ্জিনিয়ারের ভুলভাল ইংরেজিতে হাসি পেয়েছে।
ব্লগের ক্যাচাল কখনোই ভাল লাগেনা। এই যে বললেন বন্ধু হয় শত্রু, এটা অনেক ব্লগেই দেখেছি। তাই এসব সযত্নে এড়িয়ে চলি।
কারো লেখা ভাল লাগলে পড়ি আর নাহলে ধারেকাছেও যাইনা।
ব্লগিং এ সাত বছর পূর্ন করার জন্য অনেক অনেক অভিনন্দন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
নতুন বলেছেন: হ্যাপি ব্লগিং হাসান ভাই
ব্লগিং এখন একটা নেশার মতন হয়েছে... না লিখলেও দিনে কয়েকবার দেখি নতুন কি লেখা এলো...
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: এ মায়া ছাড়া বড় কঠিন!
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
নোমান নমি বলেছেন: প্রিয় হামা ভাই, আপনি একবার আমার কোনো একটা রম্যতে প্রশংসাসূচক কমেন্ট করেছিলেন। হার্ডডিস্কটা ক্রাশ খাবার আগে সেটার স্ক্রিনশট সেভ করা ছিলো। আপনার গল্প পড়ে কত রাত হা হুতাশ করছি হিসাব নেই। আপনার পুরানো রম্য পড়ে প্রায় ভাবি রম্যটা শেষ পর্যন্ত লিখেন নি ভালো করেছেন। দুইবেলা দুই মুঠো লাইক নিয়ে বেচে থাকি। আপনার মুক্তগদ্য, কবিতা, লিরিক নিয়ে কিছু বললাম না।
আপনাকে কিছু বলার নাই হামা ভাই। ভালো থাকবেন সবসময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন: এই রে,এই মাঝরাতে এমন আবেগী করে তুললে কোথায় যাই? মাইনাস তোমার কমেন্টে (চিকনমিয়ার মাইনাস)।ইদানিং ভাবনার সংকটে জর্জরিত মাথা। শেষবেলার চোরাটান কি এসেই গেলো? এমন সময়ে তোমার এই কমেন্ট বিস্ময় মাখা ভরসা উপহার দিলো।
ভালো থেকো লেখায়, উচ্ছাসে, সৃজনে।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
অপু তানভীর বলেছেন: মহাকবি মাইকেল মেহেদীর কথা মনে করিয়ে দিয়ে নস্টালজিক করিয়া দিলেন !!
চোখের সামনেই আসলেই কত কিছু চলে গেল । তবে আরও কিছু কথা বাদ পড়ে গেছে । আরও একটা সিন্ডিক্যাটের কথা বলেন নাই ।
খুজে বের করেন কোনটার কথা বলতেছি
আরও একশ সাত বছর সামুতে থাকুন এই কামনায়
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: আরো কত কী যে বাকি র্য়ে গেলো! এই নিয়া একটা বই লেখুম ভাবতেছি।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১
লিন্কিন পার্ক বলেছেন: অনেক দিন পর লগইন করলাম , এনিওয়ে শুভেচ্ছা । তবে ব্লগের উন্মাদনা সেই ছিল , ক্যাচাল দিনে আমার ঈদ লাগত । খালি মজা দেখতাম লোল মিস করি দিনগুলা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: এটা এক অসাধারণ গিল্টি প্লেজার! আসো আবার শুরু করি। তোমার মাল্টি থিকা আমারে এাটাককৈরা পোস্ট দেও
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২
আবু আবদুর রহমান বলেছেন: অনেক কিছু জানা গেল । আশা করি আর ও জানাবেন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: চেষ্টা থাকবে। ধন্যবাদ পাশে থাকার জন্যে।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: সামু ব্লগে আসছিলাম আপ্নার কথা শুইনা। গল্প লেখার দিকে অনুপ্রাণিত হইছিলামও আপ্নার কথা শুইন্যাই। থ্যাংকু।
কাল এই পোস্টে আবার আসব। লিংক গুলো পড়তে। সামুর উত্তাল সময়টা মিস করে গেলাম। আপ্নার লুমান্টিক কাহিনির শুরুটা তো বল্লেন না!!!
মহাকবি মেহদির পোস্ট পড়ছিলাম রেজোয়ানা আপুর পোস্ট থেকে।পেঁক পেঁক টা অসাধারণ!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
হাসান মাহবুব বলেছেন: লুমান্টিক কাহিনী কৈতে শরম লাগে। পোলাপাইন বড় হৈতাছে! আইসেন আবার। শুভরাত্রি।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাল্টি নিক মনে হয় এখন কেউ তেমন ইউজ করে না সম্ভবত! ক্যাচাল হয় এখন? এটা আর নাহোলের পাস বাদে আর সব পাস ভুলে গেছি। ব্লগের অনর্থক ক্যাচালের বাইরে অনেক ভালো সময় কাঁটিয়েছি! মাঝে মাঝে ফিরতে ইচ্ছে হয় আপনাকে দেখে। -_-
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: এখন আর ক্যাচাল নাই। সিপিজিতে তোমার নাম দিতে ভুইলা গেছিলাম।এ্যাড করলাম।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
আমি ইহতিব বলেছেন: কত অজানা ইতিহাস জানলাম। একটা গল্প কিন্তু বাদ পড়ে গেল ভাইয়া। তিথী আপুকে পাওয়ার গল্প। আরেক পোস্টের অপেক্ষায় থাকলাম এই গল্প নিয়ে। অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: হাহা! সেটা বলা যাবে অন্যদিন সময় করে। শুভেচ্ছা।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
রাজসোহান বলেছেন: কিছু বলার নাই। বড় একটা দীর্ঘশ্বাস!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: তুমি বড় হৈয়া গেছো তাই না গাবলু সোহান?
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
গেম চেঞ্জার বলেছেন: বুগেন না কেন বস? আপনার মতো লিজেন্ডের পোস্টে ১ম লাইক/১ম কমেন্ট দেয়ার মাঝেও আলাদা ভাব আছে।
সো.......
অ্যানিওয়ে....... ওল্ড টাইম নিয়া লিখলেন। এই সময়ের ব্লগিংটাও লিখতে পারতেন না?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: এই সময়ের ব্লগিং নিয়ে লিখবো সেই সময়ে, যখন মানুষজন এই সময় ফিরে পাবার জন্যে দীর্ঘশ্বাস ফেলবে। হাহা!
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন হাসান ভাই। দীর্ঘ সাত বছর ব্লগে পার করা সত্যি কঠিন সময়। পাশাপাশি, ব্লগের অতীত, নিজের মনোভাব এবং সরল সত্য প্রকাশে অনেকেরই সাহস থাকে না। আপনি যে পরিমান মন্তব্য করেছেন অন্যদের ব্লগে, এখনকার অনেক ব্লগারই সেটা কল্পনাও করতে পারে না। আপনার মন্তব্য অবশ্যই এমন না যে ১০০ লাইনের একটা পোস্ট প্রকাশের ১ মিনিটের মাথায় লিখেছেন চমৎকার হইছে।
আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিলো মিছিলে, পরে ছবি দেখে জানলাম আরে এটা তো দেখি হামা! ৫ তারিখের সেই ছবিটা এখনও আছে আমার কাছে।
বর্তমান ব্লগ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আগের চাইতে কি ব্লগ কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কি?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫
হাসান মাহবুব বলেছেন: কত ছবি রচিত হয়, কত ছবি মুছে যায়! ব্লগারদের সাহচর্য এক অন্যরকম ভালো লাগার।
বর্তমানে ব্লগ বেশ স্থিতিশীল অবস্থায় আছে। মেধাবী একঝাঁক ব্লগার এসেছে। তবে সবাই কিছুটা সতর্ক, সংযমী। পাগলা হাওয়ার দাপটে উত্তাল সেই মোহময় সময় ফিরে আসবে না আর, তবে সবাই সততা এবং বিশ্বাস অক্ষুন্ন রেখে ব্লগিং করছে, যা আগে দেখা যায় নি।
গতকাল একজনকে দেখলাম অহেতুক পাগলামী করছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। মাঝখানে ব্লগের খুব খারাপ সময় গেছে ফেসবুকের আগ্রাসনে, টেকনিক্যাল প্রব্লেমে জর্জরিত হয়ে। এখন অনেকটাই রিকভার করেছে। ঘুরে দাঁড়িয়েছে। ভালো লাগে ব্লগিং করতে।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
আবদুল্লাহ িশবলী বলেছেন: ভাই, আমি মিস করি ক্যাচালগুলা...।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
হাসান মাহবুব বলেছেন: আসেন শুরু করা যাক আবার
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
লিন্কিন পার্ক বলেছেন: । তবে আমার মাল্টি না থাকলেও আমি অনেক মাল্টি খুলে দিছি ব্লগের ক্যাচাল গুলায় আমি আপটুডেট থাকতাম সবসময় :#
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
হাসান মাহবুব বলেছেন: তোমার একটা নিক আছে নিজ নামে। নিরাপদ দূরত্ব থেকে ক্যাচাল দেখার মজাই আলাদা!
২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০
আলিম আল রাজি বলেছেন: আহারে! আমাদের ব্লগ, প্রিয় ব্লগ। নস্টালজিক হয়ে গেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর তোমাকে লগইন করতে দেখে আমিও নস্টালজিক হলাম
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আহ্....
ফেলে আসা সেই সোনালী দিনগুলি
এক সময় কত্ত মজা করেছি, ধ্যান জ্ঞান বলতে এই ব্লগই ছিল।
এখন ব্রাউজােরর কোনে একটা ট্যাবে লগিন-ই থাকি শুধু, দেখা বা লেখা হয়না কিছুই।
ভাল লাগলো নস্টালজিক সময়ের কথা পড়ে।
বাই দ্যা ওয়ে... জাকারিয়া স্যারের কথা ভুলে গেলেন কিভাবে!!
ঐ যে, তোমরা সবাই কম্পিউটার নিয়ে চিন্তা করো
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২
হাসান মাহবুব বলেছেন: জাকারিয়া স্যার, অপি আফা, ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু , কবি আফতাব হোসেন, জাফরিন সুপ্তি...এই লিস্ট শেষ হবার নয়! তোমার একটা পোস্টে আমরা সেইরকম পচানি দিছিলাম, মনে পড়ে?
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
ইনকগনিটো বলেছেন: শুধুমাত্র তোমার লেখা পড়তে মাঝ্রাইতে ব্লগে লগিং করলাম। অনেক ঘটনাই জানতাম না, কিছু কিছু নিজেই সাক্ষী। জার্নিটা খুব ভাল্লাগসে।
তবে "আগে কি সোন্দর দিন কাটাইতাম" এর মতো আগের ব্লগরে অনেক মিছাই। সারাদিন ব্লগে পইড়া থাকতাম ১১, ১২র দিকে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪
হাসান মাহবুব বলেছেন: তুমি তো তাও এখনো মাঝেমধ্যে লগইন করো, পোস্ট দাও। জানি কোথাও সুতো ছিড়ে গেছে, নেই সেই প্রবল টান। তবে একেবারে হারিয়ে যেওনা।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
খেয়া ঘাট বলেছেন: এই পোস্টটি স্টিকি না করলে আগামী এক মাস আর কোনো ব্লগে পোস্ট দিবোনা
আপনাকে অভিনন্দন।
একটা গোপন কথা বলে রাখি-- মহাকবি মাইকেলের নাম দিয়ে আমিও কয়েকটি ছড়া লিখে চালিয়ে দিয়েছিলাম
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
হাসান মাহবুব বলেছেন: হাহা! স্টিকি! নো ওয়ে ম্যান!
মহাকবি মেহদীর অনুকরণ করতে চেষ্টা করেছে অনেকেই। কিন্তু তাকে ছোঁয়া সম্ভব না।তিনি অন্য লেভেলের বস মানুষ!
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
নোমান নমি বলেছেন: হামা ভাই আপনি অপি আপাকে নিয়ে কিছু বলেন নাই। জাতি এই ব্যাপারে হতাশ হইছে। আপনাকে মাইনাস। কিছু বলেন। তারপর রাশেঢ ভাই নিয়েও কিছু বলেন নাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০
হাসান মাহবুব বলেছেন: অপি করিম আমার পোস্টে দুইবার কমেন্ট করছে। তার দিকে নজর দিলে চোখ ঝলসে যায়। আমি পারি না,নাপ্পারি না তাকে সবার সামনে এক্সপোজ করতে
রাশেঢরে ভাল্লাগতো না। তবে অন্য এক রাশেদ ছিলো, দুই বছর ব্লগিং কৈরা ৪১,০০০ কমেন্ট করছিলো। তার কথা লিখতে যায়া ভুইলা গেছি গা!
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সময় নিয়ে পুরাটা পড়সি, মজাই পাইসি।
রক্ত গরম বয়সে কত কিসু যে করা যায়!
অভিনন্দন!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর রাত জাইগা ব্লগিং করতাছি। মনে হচ্ছে টাইম মেশিনে কৈরা সেই ২০১০ এ চলে গেছি। অস্থির এক নেশা!
২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
সন্যাসী বলেছেন: এলাম যখন, একটা মন্তব্য করে যাই। অনেককেই দেখলাম লগ ইন করেছে। সামইনের অন্যতম আস্তিক-নাস্তিক ক্যাচাল কিন্তু বাদ পইড়া গেলো। হাহাহা
অভিনন্দন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩
হাসান মাহবুব বলেছেন: আপনার একটা পোস্ট স্টিকি হৈছিলো। সেখানে বিপুল পরিমাণে মাইনাস দাগানো হৈছিলো। সেখান থেকেই শুরু করি কী বলেন!
২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
এম এম করিম বলেছেন: লিখতে থাকুন এরকম আরো অনেক 'সাত বছর' ধরে।
শুভকামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি সাথে পাবো।
২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪
লিন্কিন পার্ক বলেছেন: আমার আফসোস একটাই গুগল এ আমার নাম লিখলে এই পোস্টগুলা আসবে নাহ এইজন্যেই নিজের নামেও খুলছিলাম তবে ওইটা আর ঐভাবে চালান হয় নাই ,
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫
হাসান মাহবুব বলেছেন: ভেরি স্যাড! মানুষের নিজ নামে আইডি থাকে মেইন, ছদ্মনামেরটা থাকে মাল্টি। তোমার বেলায় উল্টোটা হৈছে। অদ্ভুত এক পোলা তুমি!
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
খেয়া ঘাট বলেছেন: চতুর্ভূজ ,মিথিলা বাদ গেছেন
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
হাসান মাহবুব বলেছেন: আমি আসলে ঐ সময়ে ব্লগে ছিলাম না। মূলত আমার সময়ের ব্লগারদের নিয়েই লিখতে চেয়েছি। তাও কত নাম বাদ গেলো!
৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮
শশী হিমু বলেছেন: হামা ভাই, ব্লগের প্রতি এতো টান, এত ডেডিকেশন আমি আপনি ব্যাতিত অন্য কোনো ব্লগারের মধ্যে দেখিনাই। অবেক পুরোনো ব্লগার চলে গেছে, নতুন এসেছে, কেউ কেউ আসে যায়। কিন্তু আপনি নিরন্তর, সবসময় থেকেই গেছেন।
এক সময় ব্লগে পোস্ট দিয়ে আপনার মন্তব্য পেলে খুব খুশি হতাম। আপনার লেখার মধ্যে ডুবে যেতাম। এখনো যাই। আপনার ব্লগের পোস্টের সাথে পোস্টের কমেন্টগুলোও একটা ইতিহাসের অনেক গল্পের শাক্ষী।
হাসান মাহবুব, হামা- নামটা মনে পড়লে সবার আগে চোখে ভাসে ক্লকোয়ার্ক অরেঞ্জের পোস্টার।
অনেক অনেক ভাল থাকুন হামা ভাই। আরো অনেক দিন নিজের মতো করে লিখতেই থাকুন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
হাসান মাহবুব বলেছেন: একটা সময় ভার্চুয়াল লাইফকে রিয়্যাল লাইফের থেকে বেশি প্রাধান্য দিতাম। বড় খারাপ সময়ে ব্লগে এসেছিলাম। কিছু একটা আঁকড়ে ধরার খুব প্রয়োজন ছিলো। ব্লগ আমাকে উজার করে দিয়েছে। তাই কখনও ছেড়ে যাবার কথা ভাবি নি। আর ভুলি নি তোমাকে, তোমাদেরকে।
৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
আমিও মনে করসিলাম আপনি অপি আক্তার এর কাহিনী বলবেন, আমি চামে দিয়ে ভাব নিয়ে বলবো ঐটার রিয়েল পরিচয় আমি জানি!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১
হাসান মাহবুব বলেছেন: এটা এক বিশাল রহস্য। শার্লক হোমস এলেও ধরতে পারবে না!
৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
রাজসোহান বলেছেন: হ ভাই, অনেক বড় হয়ে গেছি। সেই সময় এতো জটিল জীবন ছিলোনা। ছোট্ট পরিসরে হলেও সামু আমার ভেতরে লেখালেখির স্বত্ত্বাটাকে বের করে এনেছিলো। আই লাভ ইউ ভাই, আপনাকে দেখেই ভেবেছিলাম, "দেখি, একটু লেখা যায় কীনা!"
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: এখনও মনে পড়ে তোমার পাগলামী, বাচ্চামি, অল্পবিস্তর লুলামি এখন ফেসবুকে তোমার স্ট্যাটাস দেখে ভাবি এটাই কি সেই সোহান?
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২
মহান অতন্দ্র বলেছেন: পড়লাম। ছিলাম না সে সময়ে। এ সময়েও অনিয়মিত
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: চেষ্টা কর নিয়মিত হবার। লেখালেখির জনে ফেসবুকের চেয়ে ব্লগ হাজারগুণ ভালো।
৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
শার্লক হোমস তাইলে আমার কাসে ফেইল!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: তোমাকে উত্তম 'জাঝা'!
৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
আবু শাকিল বলেছেন: আমি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আমি ব্লগের পাঠক।তখন ব্লগারদের কমেন্টস পড়ে, ব্লগে নিক খোলার ইচ্ছা জাগে। ব্লগে নিক খোলার পরও পোষ্টে কমেন্টস করার এক্সেস পেতে সময় লাগত।আর সেই তত দিনে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড ভূলে যেতাম।
এক বিরক্তিকর ব্যাপার ছিল।সেই দিন কালে কম্পিউটার স্কীনে চোখ রেখে, মাউসে হাত রেখে শত রাত নির্ঘুম কেটেছে। তখন ব্লগ থেকে শেখা ভাষাগুলি ছিল -
ঘুতা মারেন, কম্পুটার,বাচ্ছারা দূরে থাক, পেলাস,ধইন্যা,পুষ্ট প্রসব হৈছে, বাচ্ছারা তালিয়া বাজাও
নস্টালজিক ভাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: আমিও ভীষণ নস্টালজিক হয়ে পড়েছি। কমেন্ট আসছে রেসিং কারের বেগে।এ কী তামশা! ঠিক যেন ২০০৯ থেকে ২০১২ এর সময়টা!
৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন হাসান ভাই।
নতুন ব্লগারদের কাছে আপনি একজন উদাহরণ। এই দীর্ঘ সাত বছরে আপনি অনেক কিছুই দেখেছেন ব্লগে। ব্লগের সুসময়, দুঃসময় প্রতিটিই দেখেছেন খুব কাছ থেকে। আপনার সময়কার অনেকেই ব্লগ থেকে দূরে চলে গেছে। কিন্তু এই সাত বছরে আপনি ছিলেন প্রায় সবটা সময়। ছাগুদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার কাজটা এখনো নিষ্ঠার সাথেই করে যাচ্ছেন সে জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার ব্লগ নিয়ে স্মৃতি কথা মন দিয়ে পড়লাম। কমেন্টে সেই সময়ের ব্লগারদের উপস্থিতি দেখে ভালো লাগছে। প্রত্যাশা করি একদিন তারা আবার আগের মত করে ফিরবেন ব্লগে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০
হাসান মাহবুব বলেছেন: অন্তত আজকে রাতে তারা ফিরেছেন আমার আহবানে, এটাও এক বিশাল প্রাপ্তি। ছোট ছোট এসব সুন্দর অনুভূতিই তো বেঁচে থাকার রসদ যোগায়!
অনেক ধনবাদ!
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮
রাজসোহান বলেছেন: হাসান ভাই, ব্লগ থেকে কি পাইনি সেটা আপনি আমি ভালোই জানি। তবে আজকে এক বছর হয়ে গেলো প্রিয়াঙ্কা আর আমার ব্রেকাপ। প্রিয়াঙ্কা কিন্তু এই ব্লগের লেখালেখি দেখেই আমাকে ভালোবেসেছিলো। ব্লগ আমাকে অনিন্দ্য সুন্দর প্রেমও উপহার দিয়েছে। অনেক কিছু মনে করিয়ে দিলেন ভাই। আই হেট ইউ অলসো।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১
হাসান মাহবুব বলেছেন: আমি চিরতরে দূরে চলে যাবো তবু
আমারে দেবো না ভুলিতে...
আই হেট মি অলসো।
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
৭ বছর লম্বা সময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী। কীভাবে যে এত সময় কেটে গেলো, ছিড়ে গেলো, রক্ত ঝরলো!
৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
কথক পলাশ বলেছেন: এঈ পোস্টটা পড়ার জন্য লগিন করলাম হামা ভাই। ২০১০ থেকে (আমার প্রথম নিক 'কথকের কথকতা' এর পাসওয়ার্ড ভুলে যাওয়া জনিত রোগে মৃত্যুর পর) অদ্যাবধি প্রতিটি দিনের ছবি চোখের সামনে ভেসে উঠছে। সে সময় খুব স্ট্রাগল করছিলাম। সেই যন্ত্রণা ভুলে থাকার জন্য ব্লগে পড়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা।
ভাল কথা, এই সামুর একজন স্বনামধন্য ব্লগারের মেয়ের বাবা যে আপনি- এইটা নতুনদের সামনে চেপে গেলেন যে!
আফনে তো লুক ভালোনা মিয়াবাই।
খুভ খ্রাফ!
সে সময়ের কমন কমেন্ট: সরাসরি প্রিয়তে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ। আমরা যারা ব্লগে এাডিকটেড ছিলাম, তাদের সবারই মোটামুটি একটা কমন কাহিনী আছে, "সেই সময়টা বড় খারাপ ছিলো আমার জন্যে।" ব্লগকে তাই ভুলে থাকা যায় না।
আমার যে আরেকটা ছেলে সন্তান আছে তা বুঝি জানেন না? সমুদ্রকন্যা তো আমাকে উজার করে দিয়েছে। আমার বেশ কটি গল্প তাকে নিয়ে লেখা। তবে এই লেখাতে কেন যে তাকে রাখি নি বুঝতে পারছি না!
শুভরাত্রি।
৪০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
দিপ বলেছেন: এত অল্পতে পোষাচ্ছে না। একটা বই লিখে ফেলুন।
অনেক ব্লগাররা এখন আর নিয়মিত ব্লগ করেন না। যার ফলে ব্লগকে কিরকম যেন প্রানহীন লাগে। ভাবছিলাম, ব্লগারদের নিয়ে একটা ফেসবুকে গ্রুপ খুলে সবাইকে আবার ব্লগে ফিরে আসার একটা প্রস্তাব দিলে কেমন হয় ? পরে ব্লগের যে অফিসিয়াল ফেসবুক সেখান থেকে প্রতিদিনে নির্বাচিত পোষ্ট শেয়ার গেলে এবং ফেসবুকে হিট ব্লগারদের পৃষ্টপোষকতা পেলে ব্লগ অনেক ট্রাফিক রিচ করতে পারবে। দেশের একটা অনলাইন পোর্টাল যত রিচ করে তার কাছাকাছি গেলেইতো অনেক। এবং এই শীতে যদি ব্লগারদের একটা গেট টুগেদার করা যায়, তবে অনেকের আগ্রহ জন্মাবে। সবথেকে বড় কথা নতুন ও প্রবীন ব্লগাররা এক হতে পারবে।
আর হাসান ভাই, আমার জীবনের আপনার প্রভাবের কথা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছিনা। তবে একটি কথা, আমি মনে করি, মানে সবাইকে বলি, হাসান মাহবুব হচ্ছে ব্লগরাজ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪
হাসান মাহবুব বলেছেন: বই লিখবো? অদ্ভুত, কিন্তু ভালো একটা ভাবনা। ফেসবুকে একটা গ্রপ আছে সামুর, যার মডারেটর আমি। তোমাকে এ্যাড করে নেবো। মৃত গ্রপটাকে দেখি জাগানো যায় কী না! শীত সংক্রান্ত পোস্ট শীঘ্রই আসার সম্ভাবনা আছে। স্টে টিউনড।
৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
রাজসোহান বলেছেন: কান্না কাটির ইমু না দিলেই নয়
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
হাসান মাহবুব বলেছেন: উহু কাঁদে না বাবু, ললিপপ কিনে দেবো তোমাকে।
৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
সহ্চর বলেছেন: জীবনে আবার সামুতে লগইন করব চিন্তা করি নাই।আপনার পোস্ট পড়ে চিন্তা করলাম দেখিতো আইডি পাস মনে আছে নাকি? এবং অবাক করা ব্যাপার একবারেই লগিন করে ফেললাম।
কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিতে চেয়েছিলাম "চলেন আবার সামুতে যাই" কি ভেবে আর দেই নাই।
নষ্টালজিক... নষ্টালজিক এবং নষ্টালজিক। আহা কি সেই দিন ছিল। পাঠিক হিসেবে বলছি কি সেই সব দিন আহা।রাতের পর রাত সামুতে বসে থাকতাম। নতুন নতুন লেখা পড়ব বলে।
অভিনন্দন হামা ভাই।সাত বছর যেন সত্তুর বছরে পদার্পণ করে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
হাসান মাহবুব বলেছেন: আপনার লেখা খুব মিস করি। ফেসবুকে পোস্ট দিয়েই ফেলুন আবার শুরু করার প্রত্যয় নিয়ে। অনেক মজা হবে!
৪৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কমেন্ট দেখতে আসলাম কয়েকবার। ব্লগ খুবই রঙিন একটা ব্যাপার, ব্লগের আগে তো দূরের কথা ব্লগের শুরুতেও আমি তেমন কিছু লিখিনাই, এমনকি অনেক বিষয়ে চিন্তাভাবনাও অনেক ঘোলাটে ছিল। ব্লগপূর্ব এবং ব্লগপরবর্তী আমি-র অনেক পার্থক্য। ব্লগের কোন কিছু নিয়ে রিগ্রেট নাই। এটা স্কুল,ইউনি, বা হল লাইফের মত লাইফের একটা সোনারঙা মুহুর্ত হয়েই রবে, তবে এটার ভালো দিক হচ্ছে অনেক চিহ্ন থেকে যাচ্ছে। যদি ব্লগ ভ্যানিস না হয়ে যায় কখনো, বুড়ো বয়সেও হয়ত টেক্সটগুলো পড়ে টেক্সটের সময়টাকে রোমন্থন করা যাবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
হাসান মাহবুব বলেছেন: বুড়ো বয়সকে কাছিয়ে নিয়ে আসার এত শখ কেন এ্যাঁ?
বয়স আমার বারো তাই
রোজ দুটো টাকা পাই
একা রাস্তায় হাঁটতে পারি
বারি ইস্কুল আবার বাড়ি!
৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: " রবিনহুড " এর কথাও বললেন
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
হাসান মাহবুব বলেছেন: বুঝলাম না ঠিক।
৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮
কথক পলাশ বলেছেন: আপনার ব্লগের প্রোফাইলে লেখা ছিলো: আই মিস দ্য ওল্ড মি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১১
হাসান মাহবুব বলেছেন: সেটা আমার সিগনেচার প্রোপিক হয়ে ছিলো অনেকদিন। এখনও সেই কথাটা কত সতি!
৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন: আপনাকে উত্তম জাঝা প্রদান করা হলো।
শুরু করলাম আবার আপনাকে দিয়েই। ইনশাল্লাহ্ - এখন এই ডায়লগই ঝাড়ব সব পোষ্টে গিয়ে। আইমিন ভাল পোষ্টে গিয়ে।
সামুর সাথে আমার পরিচয়ও কম দিনের না। ২০১২ -এর মার্চের দিকে ঢুকেছিলাম। সময়ের হিসাবে আপনার অর্ধেক।
অনলাইনে নিয়মিতই হই ২০১১ এর শেষে। ফেসবুকের মাধ্যমেই সামুর নামটা দেখেছিলাম। নামটা বেশ কৌতুহল জাগিয়েছিল।
somewhereinblog!!!
মনে প্রশ্ন জাগছিল, where is this blog actually?
ঢুকলাম লিঙ্কে! সাথে সাথে অমৃত পাইলাম মনে হল।
তখনকার আমলে লেখালেখি করতাম না। কৌতুক লেখতাম। ফাজিল ছিলাম বিরাট। আর ঐ যে আপনের সাথে মিল আছে - ছাগু পঁচানোর তালে থাকতাম। সামুতে এইসবের সাথে মিল পেয়ে খুলে ফেললাম নিক।
এরপরই শুরু হইলো মডারেটরের যন্ত্রণা। আমি ওয়াচলিস্টে। মন্তব্য করার এক্সেক্স পাইতে নাকি তিনদিন লাগবে। তিনদিন পার হইলো, তিনমাস পার হইলো - ততদিনে ব্লগের পোষ্ট পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে গেছি। তবুও মডারেটররা আমাকে দেখে শুনেই রাখছে। মানে ওয়াচ লিস্টেই। রাগের চোটে শুধু পোষ্টই পড়ছি, কমেন্ট করতে পারি না দেখে কমেন্টই পড়ি নাই। নাহলে আপনার মত মজার মজার ঘটনাগুলান দেইখা রাখতে পারতাম।
পরে চারমাসের মত এইভাবে চলে, মনের বেদনায় কোনদিনও ফিরবো না এই হোয়্যার-মোয়্যার ব্লগে পণ করলাম। জানিনা, ঐ নিকের(আমার আসল নামেই ছিল ঐটা) মন্তব্য করার এক্সেক্স আদৌ দিয়েছিল কিনা মডারেটরা। পরে আর ঐ নিকে ঢুকতেই পারি নাই।
ভাগ্যিস গেছিলাম, নাহলে তো এতদিনে ব্লগের কোনায় কোনায় 'অমুক হত্যার বিচার চাই' ক্যাপশনে আমার খোমাটাই দেওয়া থাকতো।
পরে, আবার ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এই মহান বাণী শুনিয়া - ব্লগে না ঢুকে থাকতে পারলাম না। নতুন নিক খোলার ইচ্ছা জাগলো। কিন্তু আগের বারের কথা স্মরণ করে খুলছিলাম না। অবশ্য ২০১৩ এর শেষে সকাল হাসান নামে একটা নিক ঠিকই খুললাম। কিন্তু তখন বাসার মানুষের প্যাদানীতে সুবোধ বালক হয়ে গেছি। আগের মত ফাজলামি করতে পারি না। হুট করেই ছোট থেকে বড় হয়ে গেলাম ঐসময়। ব্লগেও ঠিকমত থাকতে পারছিলাম না। তার উপর পুরাতন সেই যন্ত্রণাও ঘাড়ে ছিল। মডারেটরদের দেখাশোনার তালিকায় রইলাম। আবার গেলাম। আবার ফিরে এসে দেখি - এইবার কমেন্টের এক্সেক্স পাইছি। কমেন্ট করা শুরু করলাম।
নিজেও হালকা লেখালেখি শুরু করছি। ঐগুলো পোষ্ট দিতাম। মজায়ই ছিলাম। অবশ্য ঐসময়টায় নিয়মিত থাকতে পারতাম না। পরে তো অনলাইনই ছাড়লাম। মাঝে ফেবুতে ফিরলেও - ব্লগে আর আসি নাই। ফেবুও ছাড়লাম ভাল মতই।
লেখালেখিও ছেড়ে দিছিলাম। মাস দুয়েক আগে এক অনুবাদের মাধ্যমে আবার ফিরলাম। মূলত ঐটা পড়ানোর জন্যই ব্লগে পুনরায় আসা। কিন্তু সকাল হাসান নিকটা আর কাজ করছিল না। পোষ্ট করতে পারছিলাম না। পরদিন থেকে ঢুকতেও পারছিলাম না।
তাই এইটা খুললাম। এখন দেখতেই আছেন।
সামুতে পুরাতন - কিন্তু নতুন উদ্যমে শুরু করলাম আবার। কিন্তু এখন আর আগের মত মজাও পাই না - বড়ও হয়ে গেছি।
সামুর আগের অনেক কিছুই নাই।
মডারেটরদের সাথে ব্লগারদের সেই দ্বন্দ্বগুলোর মিসিং খুবই চোখে পড়ার মত। (যদিও আমার কাছে নতুন ইস্যু আছে - চাইলে শুরু করা যায় আবারো)
রাত জেগে আড্ডা দূরে থাক - এখন তো রাতের পোষ্টগুলায় কমেন্ট করলে রিপ্লাই পাইতেই দুই-তিনদিন লাগে।
আগে পাঠক ছিল অনেক। লেখার মূল্যায়ন করা হত ভাল মত। এখন তো লেখা একটু বড় হলেই কেউ পড়ে না।
আপনার স্মৃতিকাতর পোষ্ট আমাকেও স্মৃতিকাতর করলো। অখ্যাত ব্লগার হইলেও - আছি তো প্রায় সাড়ে তিন বছর ধরে সামুর সাথেই। আগের সেই অতীত এখন সোনালী। বিলুপ্তপ্রায়।
আপনার পোষ্ট প্রিয়তে জমা করলাম। পুরানা জিনিসগুলান আবারো মার্কেটে প্রচার শুরু করতে হবে।
কথায় আছে, পুরান চাল ভাতে বাড়ে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
হাসান মাহবুব বলেছেন: মডারেটরদের সাথে ব্লগারদের সেই দ্বন্দ্বগুলোর মিসিং খুবই চোখে পড়ার মত। (যদিও আমার কাছে নতুন ইস্যু আছে - চাইলে শুরু করা যায় আবারো)
কানে কানে বলি, কেউ যেন না শোনে, "ক্যাচাল চাই, চাই, চাই!"
নতুন নিকে কিন্তু আপনার ব্লগিং দুর্দান্ত হচ্ছে। লিখতে থাকেন, লেখার মধ্যে থাকেন। সামু জা্য়গাটা খারাপ না একদম। একসময় পুরান চাল হয়ে গেলে দেখবেন কত কত ভাত পাওয়া যাচ্ছে
৪৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
রাজসোহান বলেছেন: ভাই, কমেন্টের কি অবস্থা? আপনেতো সর্বোচ্চ কমেন্টদাতা এখন। সেকেন্ডতো ঐ রাশেদ। আই মিন ৩ নাম্বারে কে আছে এখন?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
হাসান মাহবুব বলেছেন: ঐ যে একটা পোলা আছিলো না, খালি হাঁসের ডিম খাইতো আর প্যাক প্যাক করতো, সে
৪৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
কথক পলাশ বলেছেন: ফেবুর কল্যাণে আপনার পুরো পরিবার আমার পরিচিত।
অদ্ভুত সুখী পরিবার।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২
হাসান মাহবুব বলেছেন: অস্বীকার করবো না। ভালোই আছি। শুধু রাত জেগে ব্লগিং করা হয় না, এটাই সমস্যা। তবে আজ রাতটা স্পেশাল। সে জানে। সে বুঝতে পারে। তাই কিবোর্ডে খটখট শব্দ করে ব্লগর ব্লগর করছি। এইসব ভালো লাগে...
৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১১
তানজির খান বলেছেন: অসাধারণ একটা পোস্ট ভাই। অনেক কিছু জানতে পারলাম। আপনাদের অস্থির সময়ের উত্তাপ ফেইসবুক থেকে পেয়েছিলাম,এটা পড়ে মনে হচ্ছে। পিয়াল,সবাক, আরিফ ভাইদের ফেইসবুক ফলো করি সেখানে এই সব ক্যাচাল পড়েছি আগে। তবে এখানে একটা নাম পেলাম তার সম্পর্কে আপনাকে অন্য কোথাও নক দিয়ে জানতে চাইব। মনে হচ্ছে এটা এখন জানা দরকার। আমি আসলে এই ব্লগ জগতে অনেক পড়ে এসেছি কিন্তু এসব অনেককিছুই জানতাম বিভিন্ন ভাবে। আমাদের নতুনদের জন্য এই পোস্ট ইতিহাসের বইয়ের মত।
উপরের সেই কমেন্ট টি করেই ফেলি ভাই
"আপনাকে উত্তম জাঝা প্রদান করা হলো"
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪
হাসান মাহবুব বলেছেন: আপনাকে ধৈন্যাপাতা। (এই শব্দটাও হারিয়ে যেতে বসেছে, চালু করা দরকার।)
যেকোন প্রয়োজনে বা জিজ্ঞাসায় নক করবেন। শুভেচ্ছা।
৫০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩
শ্রাবণধারা বলেছেন: রুদ্ধশ্বাসে পড়লাম ।
অসাধারণ পোস্ট ।
শুভকামনা...........।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে থাকুন।
৫১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
খেয়া ঘাট বলেছেন: ফিফাকেও বাদ দিয়েছেন
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: রেসিডেন্ট ভাঁড় বলা হতো কিছু প্রভাবশালী ব্লগারকে, হাজার অপরাধ করেও যাদের তেমন কোন শাস্তি হতো না। বড়জোর জেনারেল করা হতো। পুরো ব্যাপারটাই ছিলো ধোঁয়াশাচ্ছন্ন এক অন্ধকার কূহেলিকার মতো। ধারণা করা হতো কৌশিক, সবাক এবং ফিউশন ফাইভ ছিলো রেসিডেন্ট ভাঁড়!
বাদ দেইনি তো!
৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭
মশিকুর বলেছেন:
ব্লগ পড়াটা আসলেই একটা নেশার মতন। আপনি কেম্নে এত নিয়মিত থাকেন মাথায় আসে না!
আমি কিন্তু ব্যাপক গবেষণা কইরা ব্লগে নাম লেখাইছিলাম। আমার কাছে প্রায় ১৮০০+ লেখা ওয়ার্ডে কপি করা আছে। সেটা অবশ্য নিক খোলার আগে। পরে নিক খুইল্লা বুঝতে পারলাম প্রিয়তে নিলেই পছন্দের লেখাগুলো পরে পড়া যায় সেই ক্যাচাল আর সিন্ডিকেটের যুগে আমি ভাবতাম ব্লগ অনেক কঠিন চিজ। কাউরে বাটে পাইলেই হইছে...
কি সব লেখা আর কি সব কমেন্টস ছিল... জাঝা, ঠিকাছে মাইনাস আর ঠেলা! এইটাতো আরেক ইতিহাস (ঠেলার ইতিহাস)
তারপর পুত্তুম প্লাস, ধ্রুপদি পোস্ট কস্কি মোমিন। এগুলা মনে কইরাতো আতঙ্কে হাত-পা জইমা যাইতেছে
সাত বছরের শুভেচ্ছা হাসান মাহবুব ভাই
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: নাহ, পোস্টটা আপডেট করতে হবে দেখছি। জানতাম কমেন্ট থেকে কিছু রসদ পাবো। অনেক ধন্যবাদ!
৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯
রক্তিম দিগন্ত বলেছেন: ইনশাল্লাহ! এইবার আর ছাইড়া যাব না। (যদিও ছাইড়া যাওয়া আমার পুরাতন রোগ - সব জায়গায়ই তো ছাইড়া দিছি )
নয়া বছরে ক্যাচাল শুরুর পদক্ষেপ নিতেছি খাড়ান। এই বছরটা আরামে কাঁটাক।
একদিক দিয়ে ষোল আসবে, আরেকদিক দিয়ে ক্যাচালে ঝুলে যাব।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০
হাসান মাহবুব বলেছেন: শুভ কাজে দেরী করতে নাই
৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৯
গেম চেঞ্জার বলেছেন: নতুনদের সাথে পুরনোরা আসলে কিন্তু হেব্বি মজা হবে, সন্দেহ নাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১
হাসান মাহবুব বলেছেন: হেব্বি ফুর্তি হবে। এরকম একটা প্রয়াস নেয়া হোক!
৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪২
অন্তু নীল বলেছেন: অনেক সময় পার করেছেন আপনারা । আমরা নতুনরা সেটা পাইনি। সেটার মজাটাও বুঝব না।
২০১৩ শুরুতে আমি ব্লগে পাঠক হিসেবে নিয়মিত হবার চেস্টা করি। তার আগেও পরতাম মাঝে মাঝে। বয়সও ছিল কাচা। তবে তখনকার লেখাগুলোর মধ্যে কেমন যেন একটা আলাদা জিনিস ছিল। এখন সেটা আর খুজে পাওয়া যায় না। আমরা যারা নতুন লেখার চেস্টা করছি, আশাকরি আপনারা গুরুজনেরা পাশে থাকবেন সবসময় ছায়ার মত।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ব্লগে সবসময়ই মজা থাকে। এক ব্যাচ চলে যায়, আরেক ব্যাচ আসে। মিশে যান ব্লগের মূলস্রোতে। বজায় রাখুন ব্লগীয় মিথস্ক্রিয়া। ভালো লাগবে। ভবিষ্যতে মনে হবে কী সুন্দর সময়টাই না কাটিয়েছি ব্লগে!
আগের মত পারি না, তবুও চেষ্টা করি ভালো লেখা যাতে মিস না হয়।
ভালো থাকুন। শুভরাত্রি।
৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মাঝে মাঝে আইডি পাসওয়ার্ড টেস্ট করতে সামুতে আসা হয়। প্রথমেই অনুসারিত পাতাটা পড়ি। কার কার লেখা পড়ি আর কোথায় কমেন্ট করি লাস্ট কমেন্ট সেকশন টা পড়লেই বোঝা যাবে! পরিসংখ্যান সেকশনে চোখ পড়তেই চমকে উঠলাম। ব্লগ লিখছি ৬ বছর ৫ মাস! আমার মাথায় হিসেব টা ছিলো ৫ বছর মত। ফলে, এর অনেক কিছুই কমন পড়ে গেলো। বরাবরের মতই গা বাঁচিয়ে চলার একটা প্রবণতার কারণে ব্লগিং সংক্রান্ত সিরিয়ার কোন ইস্যুতে আমার কোন অংশগ্রহণ তেমন ছিলো না। অনেকের কাছেই আমার আইডি পরিচিত না লাগাই স্বাভাবিক।
আজ এই লেখাটা পড়ে বেশ একটা ফ্ল্যাশব্যাক হয়ে গেলো ব্লগিং জীবনের। অনেককেই মনে পড়ছে। বিশেষত ইমন ভাই। তাঁকে মিস করি অনেক। উনি চলে যাওয়াতেই কিনা, বেশ কয়েকবার চেষ্টা করে পরিপূর্ণ ভাবে ব্লগে ফিরতে পারিনি আর।
পোস্টের জন্যে ধইন্যাপাতা হামা ভাই, আর অভিনন্দনপার্ক বর্ষফূর্তিতে! আর ৭*৭ = ৪৯ বছর লিখুন এই শুভকামনা থাকল।
সহস্র বা ১০০ বছর ক্যানো নয়? আরে মিয়া আপনি নিজেই এতদিন ধরে লিখলে অন্য ব্লগাররা করবে কী!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: তুমি একবার একটা বর্ষপূর্তি পোস্ট দিয়েছিলে, সেখানে নানা পরিসংখ্যানের সাথে লেখা ছিলো মাইনাস কতটি দিয়েছো। সম্ভবত সংখ্যাটা ছিলো ২৭। আমরা বেশ অবাক হয়েছিলাম দেখে। ২৭টা মাইনাস তো একদিনেই দিতাম মাঝে মাঝে! তোমার মনটা মাখনের মত নরম!
৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫
যোগী বলেছেন:
আমার এখানে এখন প্রায় ৬.১৫ টা বাজে, ঘুম আসছেনা। তবুও ঘুমাতে যাবো ভাবছি। কিন্তু সব ছেড়ে পোষ্টটা পুরাটা পড়লাম মন্ত্রমুগ্ধের মত। জাস্ট লাইক ম্যাজিক। আমি কোন পোষ্ট পড়িনা বললেই চলে। আপনার কোন পোষ্ট এর আগে দুই এক লাইন পড়েছি বলে মনে করতে পারছিনা। আপনার উল্লেখ করা প্রায় ৯৫% ব্লগারকেই আমি জানি। এখানে মেঘ বলেছে যাবো যাবো ব্লগারের ব্যাপারে এই প্রথম একটু কিছু জানতে পারলাম। উনি ছিলেন আমার ব্লগ জীবনে প্রথম দেখা একজন আধুনিক এবং সাহসী মহিলা। অল্প কিছুদিন তাকে দেখেছি। তারপরেই তার ব্লগে দেখি 'একটি থেমে যাওয়া ব্লগ' লেখা।
আমি ব্লগে নিক খুলি প্রথম আলোতে। তাদের পত্রিকায় এ্যাড দেখে সেটা সম্পর্কে জেনেছিলাম। এখন যা করি শুধু কমেন্টানো ওখানেও তাই করতাম। সেখানেই সুনতাম সামুর কথা। সুনতাম সামুতে নাকি অনেক কথায় মন খুলে বলা যায় এমন কি যা খুশি তাই বলা যায়। তখন প্রথম আলো থেকে সামু কে বলতাম 'ও পাড়া'। মাঝে মাঝে কেও কেও বলত 'ও পাড়ায় আজ হ্যাব্বি ধুন্ধুমার চলছে'।
এদেশে পড়াশুনা করতে এসে মাথা প্রায় নষ্ট হয়ে যাবার দশা। তাই সিমাহীন কষ্ট ভুলে থাকার আশায় সামুতে এই নিকটা খুলে বসলাম।
এ্যানিওয়ে, এমন চমৎকার ভাবে লেখা পোষ্ট এর আগে খুব আল্পই পেয়েছি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: আপনার সাথে মনে হয় এই প্রথম কথা হলো। আপনার চাছাছোলা, আক্রমনাত্মক ব্লগিং আমার ভালো লাগে। অবশ্য সবসময় আপনার মন্তব্যের সাথে একমত হতে পারি না। ব্লগিং করে যান নিজের জায়গায় অটুট অবস্থান বজায় রেখে। শুভেচ্ছা।
৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৩
সুদীপ্ত কর বলেছেন: নস্টালজিক করে দিলেন ভাই। রিয়েল ডেমোনকে যেদিন শুধুশুধু ব্যান করা হল তার পরে যে বিতৃষ্ণা তৈরি হয়েছিলো প্রশ্নবিদ্ধ মডারেশন নিয়ে সেটা আর কাটিয়ে উঠতে পারিনাই। আপনি লেখা দিলে পড়ে যাই এইটুকুই। সেই আপনি অনেক দিন পরে লগইন করতে বাধ্য করলেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: রিয়েল ডেমোনকে ব্যান করা হইছিলো নাকি? সে যখন ব্লগিং করতো তখন আমি কমেন্ট ব্যান ছিলাম। অনেক কিছু সম্পর্কেই জানতাম না। অনেক দিন পর তোমাকে পেয়ে আনন্দিত হলাম।
৫৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৫
সোহানী বলেছেন: ওই যে বললেন ফুল পাতার ব্লগার... আমি অনেকটা তাই। ব্লগার হিসেবে আপনার থেকে একটু সিনিয়র কিন্তু ...... নিরীহ ব্লগার হিসেবে ক্যাচাল এড়িয়ে চলি সত্য কিন্তু কোন ক্যাচাল ব্লগ মিস্ করি না। আর সিন্ডিকেট যে আছে জানি কিন্তু নিজে জড়িত নয় বলে মাথা ঘামাতাম না.......... তবে সত্যিই যে তখনকার ব্লগিং মিস করি।
অনেক অসাধারন ব্লগার এসেছেন আবার চলে গেছেন তবে অল্প ক'জন তাদের অসাধারন লেখনি দিয়ে সামুকে ধরে রেখেছে তাদের মধ্যে আপনি একজন। আপনার অসাধারন সব ভয়ংকর গল্প নিয়ে যুগের পর যুগ পার করেন আর তা পড়ে তিন রাত না ঘুমিয়ে কাটিয়ে আবার পরের গল্পের জন্য অপেক্ষায় থাকবো, এ প্রত্যাশায়!!!!! স্মৃতিচারন পোস্টে ভালোলাগা সহ +++++
বি:দ্র: ক্ষমা চেয়ে নি্চ্ছি, ব্যাক্তিগত ব্যাস্ততার কারনে আপনার লিখায় কমেন্ট করা হয় না কিন্তু পড়া মিস করি না কোনটিই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী। ব্যস্ততার মধ্যেও এই পোস্টে কমেন্ট করেছেন জেনে ভালো লাগলো। ভালো থাকুন। বেশি করে ফুল চাষ করুন
৬০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৪
শান্তির দেবদূত বলেছেন: অনেক শুভেচ্ছা, সাত বছর একটা প্লাটফর্মে টানা সাফল্যের সাথে ব্লগিং করে যাওয়া নিঃসন্দেহে বড় অর্জন।
অনেক স্মৃতিই মনে পড়ে গেল। আমারও তো প্রায় সাড়ে সাত বছর হয়ে গেল এখানে। হোসেইন কি জামাতি ব্লগার ছিল? স্ট্রেঞ্জ! এটা কি ঐ হোসেইন "আমরা শুকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি", এই ডায়ালগের প্রবক্তা?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: না না, কী যে বলেন! এই হোসেইন অন্য লোক। আপনিও একটা স্মৃতিচারণ পোস্ট দিয়ে ফেলুন না ভাই। এই পোস্টে কত পুরোনো ব্লগার আড়মোড়া ভেঙে কমেন্ট করছেন, দেখতে খুবই ভালো লাগছে।
৬১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০১
বৃতি বলেছেন: ব্লগিংএর জন্য সাত বছর আসলে তেমন লম্বা সময় নয় আমার নিজের ক্ষেত্রে কিছু না লিখেই কখন, কিভাবে তিনটি বছর পেরিয়ে গেছে বুঝতেও পারলাম না। আরও হাজার বছর লিখুন, আরও শত শত মুক্তো ঝরুক আপনার কলম থেকে। আমার মত আরও অনেকেরই - অন্যতম প্রিয় ব্লগার আপনি, হামা ভাই। শুভেচ্ছা থাকলো সবসময়ের জন্য
পুরনো দিনের অজানা সামুতে আপনার লিংকগুলোর মাধ্যমে একদিন ঘুরে আসবো। সামুতে ক্যাচাল দেখার খুব ইচ্ছে - এখন কেন যে হয় না!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
হাসান মাহবুব বলেছেন: এই মুহূর্তে একটা ক্যাচাল চলছে। তবে সেটা কোন যুথবদ্ধ সিন্ডিকেটের পরিচালিত লড়াই না। একজন ব্লগার তার সমস্ত নিক দিয়ে ক্যাচাল শুরু করেছেন ব্লগার চাঁদগাজীর পোস্টে। তবে এই অসম লড়াই দেখে তেমন মজা পাবেন না।
শুভেচ্ছা বৃতি।
৬২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বর্তমান ব্লগ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আগের চাইতে কি ব্লগ কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কি?
লেখক বলেছেন: কত ছবি রচিত হয়, কত ছবি মুছে যায়! ব্লগারদের সাহচর্য এক অন্যরকম ভালো লাগার।
বর্তমানে ব্লগ বেশ স্থিতিশীল অবস্থায় আছে। মেধাবী একঝাঁক ব্লগার এসেছে। তবে সবাই কিছুটা সতর্ক, সংযমী। পাগলা হাওয়ার দাপটে উত্তাল সেই মোহময় সময় ফিরে আসবে না আর, তবে সবাই সততা এবং বিশ্বাস অক্ষুন্ন রেখে ব্লগিং করছে, যা আগে দেখা যায় নি।
গতকাল একজনকে দেখলাম অহেতুক পাগলামী করছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। মাঝখানে ব্লগের খুব খারাপ সময় গেছে ফেসবুকের আগ্রাসনে, টেকনিক্যাল প্রব্লেমে জর্জরিত হয়ে। এখন অনেকটাই রিকভার করেছে। ঘুরে দাঁড়িয়েছে। ভালো লাগে ব্লগিং করতে।
এটিই সবচেয়ে বড় কথা, ভালো লাগে ব্লগিং করতে। ব্লগের অভিজ্ঞতা অসাধারণ। রাগ লাগে কেন আগে আসলাম না বলে।
ছিলুম ফেবু এডিক্ট এখন সামু এডিক্ট।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু এ্যাডিকশন খারাপ না একেবারে! শুভকামনা রইলো।
৬৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
রাফা বলেছেন: কোন কিছু কি অনর্থক হয় আসলে।কিছুনা কিছুতো সৃষ্টি হয়ে যায় এখান থেকেও ।শিরোনাম আর আপনার নামটা দেখেই কমেন্ট করে ফেললাম।পোষ্ট পড়া হয়নি/সময় করে অবশ্যই পড়বো।
কমেন্টটা তখনকার জন্য তোলা রইলো।
ধন্যবাদ,হাসান মাহাবুব,
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা। আর ইয়ে, আমি হাসান মাহাবুব না হাসান মাহবুব।
৬৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪
অক্ষর বলেছেন: অনেক সময় নিয়ে কষ্ট করে পর্লাম। লগ-ইন কর্তেও হেপা গ্যাছে। অনেক অনেক বছর পর কমেন্ট কর্লাম
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: আপনার এই প্রোফাইল পিকচারটা এক বিশেষ অর্থ বহন করে। নতুন ব্লগাররা বুঝবে না। কী এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় গেছে, তাই না?
৬৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮
রাফা বলেছেন: ২য় পর্ব করতে হবে...।এই বিশাল সময়ের রিকল খুব ছোট হয়ে গেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: চাইলে দশ পর্ব পর্যন্ত করা যায়। আমি একা কেন, পুরোনো ব্লগাররা সবাই যদি এরকম একটা পোস্ট দিতে থাকে তাহলে খুব ভালো হয়। আপনিও লিখুন না!
৬৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
আরজু পনি বলেছেন:
গায়ে কাঁটা দেয়া পোস্ট !
শেষবার যখন আপনার সাথে দেখা হলো ... তখন থেকে আপনার প্রতি আমার পুরোপুরি পজিটিভ ধারণার শুরু...
তার আগে ভাবতাম আপনি আমাকে মোটেও পছন্দ করেননা...হয়তো মনে মনে গালিও দেন...সেই গালিগুলো আমি নিজেই আপনার হয়ে নিজেকে দিতাম...হাহাহাহা
একবার সিপিজি নিক (জানিনা ওইটা আপনাদের কিনা) আমার একটা সর্বজনবিদিত ভালো নিককে ছাগু গালি দিয়েছিল, সেটা এখনও হজম করতে পারিনি । তবে আপনার ব্লগিং "হাসান মাহবুব" নিকের ব্লগিং আমার সবসময়েরই পছন্দের । আমি প্রথম গল্প লিখেছিলাম মাল্টি নিক থেকে আপনার সুরিয়েল লেখা থেকে অনুপ্রাণিত হয়ে...সেকথা কখনো বলা হয়নি...ইমেজগুলো আপনার আইডিয়া থেকেই পাওয়া ।
আমার তড়বড়িয়ে অনেক কথা বলতে ইচ্ছে করছে ।
ওহ...আপনার লেখায় ইয়া বড় একটা মন্তব্য করার পর যখন আপনি জবাব দেন... শুভ রাত বা শুভ বিকাল পনি আপা...টাইপের তখন মেজাজটা সত্যি একটু খারাপ হয়...
আপনাকে নিয়ে গবেষণার ফলাফল পেতে অনেক সময় লেগেছে।
পরে আবার আসতে পারি...
ওহ অপি করিম নাহ...অপি আক্তার
তবে...অনেক অনেক শুভকামনা...
হাসান মাহবুব অনেক অনেক বড়, নামকরা গল্পকার হোক...এটা মন থেকে চাই ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: আপনাকে অপছন্দ করবো এমনটা মনে হলো কেন? সিপিজি থেকে অনর্থক ট্যাগ কমই করা হতো। চেষ্টা করতাম যেন ছাগু ট্যাগের অপব্যবহার না হয়। তারপরেও কোন অঘটন ঘটে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
হ্যাঁ, ইদানিং কেন যেন রিপ্লাই দিতে গিয়ে বেশি কিছু বলা হয়ে ওঠে না। আপনি বলে দিয়ে ভালো করেছেন। মনে থাকবে এটা।
শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ!
৬৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার "পুরনো সে-ই দিনের কথা" পড়লাম । জানা হলো অনেককিছুই । অাবার শুরু করুন পুরোদমে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: দম কী আর আগের মত আছে! তবুও চেষ্টা করে যাই। শুভেচ্ছা।
৬৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: সাত বছর টানা ব্লগিং করে যাওয়া নিঃসন্দেহে এক বিরাট অর্জন। শুভেচ্ছা রৈল ! এক পোস্টে সাত বছরের ইতিহাস লেখাটাও একটা বিরাট ব্যাপার! আপনার পোস্টের মাধ্যমে জানা অনেক কিছুর সাথে অজানা আরও কিছু জানলাম।
আপনার এই পোস্টে কমেন্ট করার জন্য অনেকদিন পরে ব্লগে লগিন করা হল।
ভালো থাকুন! আপনার ব্লগিং লাইফ আরও দীর্ঘজীবি হউক!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: আপনার তিন লাইনের গপগুলো মিস করি। ভালো থাকুন এবং ধুমায়া ব্লগিং করুন!
৬৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
আলম দীপ্র বলেছেন: অনেক স্মৃতিবিক্রিয়ায় মন ভরে উঠল । জানতে পারলাম অনেক কিছু । এই পোস্টটির জন্য থাকল অসংখ্য ধন্যবাদ ।
অভিনন্দন ভাই ! দীর্ঘ সাতটি বছর ব্লুগ আপনাকে কাছে পেয়েছে । আরও অগণিত বছর আপনাকে কাছে চায় সবাই ।
ভালো থাকুন হামা ভাই । ভালো থাকুন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: সবার এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই খুব অবাক। ভেবেছিলাম এই পোস্টে পুরানো সময়ের কিছু নিক, মাল্টিনিক এসে ঝামেলা করার চেষ্টা করবে। সেরকম কিছু হয় নি, এর অর্থ সামু ঠিক পথেই আছে। স্বাগতম সুন্দর সময়ে।
৭০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
ভুল উচ্ছাস বলেছেন: আহমেদ আরিফ আর আপনে বন্ধু ছিলেন? বাহ!
পোস্ট নিয়ে একটু বলি, অনেক কিছুই জানলাম নতুন করে, তবে এইটা আরো বড় করে লিখতে পারতেন। সুশীল ব্লগার, কবি, গল্পকারদের নিয়েও লিখতে পারতেন। নির্দিস্ট একটা শ্রেনীকে নিয়েই লিখে ফেলেছেন।
আর জামাত ঘেষা অথবা ঐ শ্রেনীর ব্লগারদের ব্যপারে বলবো, এরা অনেকটা আওয়ামী ঘেষা এবং আওয়ামী পন্থি ব্লগারদের মতোই এক্সট্রিমিস্ট। নিজেদের লভ্যংশ ভালোই বুঝে। দুই দু গুনা চার।
আর আপনারে বলবো, লেখালিখির ধার আপনার আগের মতোই আছে কিন্তু মানুষ হিসেবে আপনার ধার কিছুটা কম লাগতেছে আজকে। ফেবুতেও কিছুদিন হইলো দেখতেছি। আগে অনেক রিজার্ভ ছিলেন।
সাত নয় আরো সত্তরবছর বাংলা ব্লগকে সার্ভিস দেবে আমাদের চিরতরুন হামা ভাই। শুভ কামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, সত্যিই অবাক করা ব্যাপার!
সুশীল কবি, গল্পকারদের নিয়ে লেখা যেতো, আরো অনেক কিছুই লেখা যেতো, তবে সে লেখা আদৌ শেষ হত কি না সন্দেহ!
এ-টিমের প্রতি একটা পক্ষপাতদুষ্ট ভালো লাগা কাজ করে। জানি ওদের অনেক কাজ ঠিক ছিলো না, তবুও।
"মানুষ হিসেবে আপনার ধার কিছুটা কম লাগতেছে আজকে। ফেবুতেও কিছুদিন হইলো দেখতেছি। আগে অনেক রিজার্ভ ছিলেন।"-এটা ঠিক বুঝলাম না।
অনেক শুভেচ্ছা।
৭১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
লেখোয়াড়. বলেছেন:
অসাধারণ আপনার ব্লগিং জীবন!!
২৫তম প্লাস।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: অস্বীকার করবো না। ব্লগ আমাকে উজার করে দিয়েছে। সে তুলনায় আমি তেমন কিছুই দিতে পারি নি। হাইলি ওভাররেটেড।
শুভেচ্ছা।
৭২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
রিকি বলেছেন: সকালে এসে প্রথম পড়া পোস্ট, আপনারটাই হামা ভাই। আপনি যেমন আছেন, তেমনই ভালো। সাত বছর কেন, আরও সত্তর/ আশি/ নব্বই বছর থাকেন আমাদের সাথে। প্রথমদিনের ফ্ল্যাশব্যাকগুলো পড়তে মজা লাগছিল। অনেক অনেক শুভকামনা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
হাসান মাহবুব বলেছেন: নতুন যুগের অন্যতম সেরা ব্লগার রিকির জন্যেও অনেক শুভকামনা রইলো।
৭৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২
সোমহেপি বলেছেন: আমার অবশ্য তেমন কোন স্মুতি নাই । প্রথম প্রথম আমার নিক দিয়ে আমার রুম মেট কমেন্ট করতো । আমার ব্লগে লিখতাম আমি । পরে যখন বুঝতে পারি তার কমেন্টের সাথে আমার একাত্বতা নেই তখন না করে দিই ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: তুমি বরাবরই একটু কাঠখোট্টা, নিরাবেগ। আই হেট ইউ!
৭৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপ্রিয় হামা ভাই অভিনন্দন ও শুভেচ্ছা।
আমি বিশ্বাস করি ব্লগিং এর সাথে যারা একদিন হলেও জড়িত ছিলো এবং আপনাকে পেয়েছে তারা ব্লগ হারিয়ে গেলেও আপনার লেখা মনে রাখবে।
আপনার এই পথচলা আরও দীর্ঘহোক। শুভকামনা নিরন্তর।
হামা ভাই পোষ্টে মন্তব্যের যে রেসিং কার গতি দেখা যাচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে কেবল মাত্র আপনার পক্ষেই সম্ভব আবারও সামুর সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনা।
তাছাড়া আপনার সাথে সহমত, ব্লগেই দেখলাম শত্রুর বন্ধু হওয়া এবং বন্ধুর শত্রু হওয়া।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: মাঝখানে ব্লগিংয়ের প্রতি কিছুটা নিরাসক্তি এসে গেছিলো। এই পোস্টের কমেন্টগুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। শুধু আমি একা কেন, সবার চেষ্টাতেই আমরা ফিরিয়ে আনতে পারি সেই সোনালী সময়।
ধন্যবাদ অজস্র।
৭৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
ইলুসন বলেছেন: আপনার ব্লগ-স্মৃতি পড়ে ভালো লাগলো। ব্লগ থেকে কারো সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয় নাই। ব্লগিং জীবন মাত্র ৫ বছরের হলেও এর অনেক আগে থেকে অনলাইনে আমার বিচরণ। ব্লগে আসার আগেই নানা ঘটনার মাধ্যমে জানা হয়ে গেছিল যে কারো সাথে যতই খাতির হোক, বাস্তবে দেখা করা যাবে না। এ কারণে কোন ব্লগ-আড্ডা, পিকনিকে যাওয়া হয়নি। যত ভালো ভেক ধরে থাকুক, যে কোন সময় যে কেউ ছোবল মারতে পারে! গণজাগরণ মঞ্চের পর থেকে এক এক করে ব্লগার প্রকাশক হত্যা শুরু হল তখন এই ব্যপারগুলা আরো ভালো করে বুঝতে পারলাম। ডাই-হার্ড ব্লগার কখনও ছিলাম না। যখন ভালো লাগত আসতাম, মানুষের লেখা পড়তে ভালো লাগত। ব্লগ থেকে অনেক কিছু বুঝতে শিখি যা আগে বুঝতাম না। আপনি আমার অতিপ্রিয় ব্লগারদের মাঝে একজন। শুভ কামনা রইল।
বিঃ দ্রঃ সমুদ্র-কন্যার ব্যপারে কিছু লিখলেন না! বাসায় থাকার জায়গা দিবে তো?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ইলুসন।
আর সমুদ্র কন্যা! সে তো আমাকে পাত্তাই দেয় না এখন। আমার ব্লগ পড়বে কি না সেটাও বুঝতে পারছি না
৭৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
চৈতী আহমেদ বলেছেন: ভালো লিখেছেন। প্রথম থেকে না হলেও এইসব ক্যাচাল আমিও কিছু দেখেছি। ভাবতাম কোথায় এর শেষ? তারপরও শেষ হয়েছে। আবার কবে শুরু হবে?
অনেকদিন পর ঝকঝকে ব্লগ দেখে থেকে যেতে ইচ্ছে করছে। অনেকদিন তো লগইনই করতে পারিনি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: ফিরে আসুন চৈতি আপা। লেখালেখির জন্যে বেশ ভালো সময় যাচ্ছে এখন। ক্যাচাল নেই'ই বলতে গেলে।
৭৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১
শামছুল ইসলাম বলেছেন: প্রথম লাইনটা পড়ে চায়ে চুমুক দিলাম, যতক্ষণই লাগুক, শেষ না করে উঠছি না।
হামা ভাইকে জানার, হৃদয় দিয়ে বুঝার অদম্য তাড়নায় প্রতিটি বাক্য কোট করতে ইচ্ছে করছে, কারণ সেগুলো ধারণ করে আছে অজস্র আবেগময় স্মৃতি, যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হামা ভাইয়ের হৃদয়কে প্লাবিত করছে প্রতি নিয়ত।
//সামহোয়্যার ইন ব্লগ এবং আমি! বড় শক্ত এ বাঁধন।//
//আমার অস্তিত্বের সাথে মিশে যাওয়া কত স্মৃতি! রাত জেগে আড্ডা, ছাগু তাড়ানো, যুক্তি-তর্ক-গপ্পো, বন্ধুত্ব, ভালোবাসা, রোমান্স! মতাদর্শের বিরোধে বন্ধু হয়ে যায় শত্রু, চেতনার স্ফুলিঙ্গে আলোকিত হয়ে তুচ্ছ ব্যক্তিগত বিরোধ ঘুচিয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু হয়ে যায় বন্ধু!//
//কত স্মৃতি, কত হাসি গান! লেখালেখি, বই প্রকাশ, বইমেলার লিটল ম্যাগ চত্বরে আড্ডা।//
//আজ এত বছর পরে ব্লগ রিভিউ লিখতে গিয়ে দিশেহারা হবার যোগাড় কোথা থেকে শুরু করবো! স্মৃতির বুদবুদে আচ্ছন্ন হয়ে যাওয়া মস্তিষ্কের নিউরনে বহুমাত্রিক অনুভূতির আড়ম্বর। অনেক কিছু ভুলে গিয়েছি, অনেক কিছু আবছা মনে আছে, সবকিছু নিয়ে লিখতে গেলে আস্ত একটা বই হয়ে যাবে। এই পোস্টে চেষ্টা করবো ব্লগের হারিয়ে যাওয়া দিনগুলির উত্থান-পতনের কাহিনী লিপিবদ্ধ করতে যার অনেক কিছুই নতুন ব্লগাররা জানে না।//
//সাথে প্রাসঙ্গিক বিধায় থাকবে কিছু ব্যক্তিগত কাসুন্দি, কিছু স্বীকারোক্তি।//
একজন নিবেদিত তরুণকে দেখছিঃ
//সেখানে অনেক ফাকিস্তানী তরুণ আসতো আমাদের 'ভুল' শোধরানোর জন্যে। তাদের সাথে তর্কাতর্কি করেই দিন গুজরান হতো। এটাকে একটা পবিত্র দায়িত্ব মনে করে আমরা নাওয়া খাওয়া ভুলে সেখানে পড়ে থাকতাম।//
হামা ভাইয়ের কবি হওয়ার স্মৃতিঃ
//কয়েকটা ব্লগ ঘুরে অবশেষে সামুতেই গেড়ে বসার পরিকল্পনা করলাম। প্রথম পোস্টটা অবশ্য ছিলো একটি পলিটিক্যাল স্যাটায়ার পদ্য।//
এমন একটা নিবেদিত প্রাণ মানুষের কথা সত্যি খুব জানতে ইচ্ছে করছেঃ
//তখন মেঘাচ্ছন্ন নামক একজন ব্লগার ছিলো, সে প্রতিটি নতুন ব্লগারের প্রথম পোস্টে গিয়ে মন্তব্য করতো, "স্বাগতম.....আপনাকে, আমাদের এই ব্লগ পরিবারে.......।" পরে জানতে পেরেছি সে বছর কুড়ির একটা বাচ্চা মেয়ে। ব্লগ নিয়ে তার দারুণ ফ্যাসিনেশন ছিলো। এখন কোথায় হারিয়ে গেছে কে জানে! //
একটা বিরুদ্ধ স্রোতের বিপরীতে সংগ্রামরত কিছু মহান কলম সৈনিকের পরিচয় পেলামঃ
//তখন ব্লগিং করতেন আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, ডটু রাসেল, নাফিস ইফতেখার, মনজুরুল হক, ক-খ-গ, তামিম ইরফান, কাঁকন, বিষাক্ত মানুষ, মানুষ, আহমেদ মোস্তফা কামাল,আইরিন সুলতানার মত বাঘা বাঘা ব্লগার এবং লেখকেরা। ছিলেন আলিফ দেওয়ান কাগু; নিজস্ব ভাষারীতিতে প্রচুর পরিমাণ রস এবং উইটের সংযোগে ছাগু , সুশীল এবং ছাগবান্ধবদের তুলোধুনা করতেন তিনি। অনেকে বলে এটা নাকি আরিফ জেবতিকের মাল্টি ছিলো, অবশ্য এটার সত্যাসত্য সম্বন্ধে কোন প্রমাণ ছিলো না।//
এবং ছিল কিছু দাম্ভিকঃ
//ছিলো ছাগুচিফ আখ্যা পাওয়া টেকমোল্লা, জামাতী সংশ্রব দুষ্ট ত্রিভূজ। তারো আগে ছিলো রাজাকার কামারুজ্জামানের পুত্র ওয়ালি, ওয়ামি। আস্তমেয়ের পো্স্টে ওয়ালি মুক্তিযোদ্ধাপন্থী ব্লগারদের বেসবল ব্যাট দিয়ে পেটানোর আহবান জানায়। এমনই দম্ভ ছিলো তাদের! ছিলো সন্ধ্যাবাতি, ফারজানা মাহবুবা, শর্মি, শাওন, উম্মু আব্দুল্লাহ, ধাঁনসিড়ির মত জামাতপন্থীরা।//
সত্যের জয় অবশ্যম্ভাবীঃ
//সময়ের পরিক্রমায় সত্য বিজয়ী হয়, আর নিষিদ্ধ হয় তাদের একে একে প্রায় সবাই।//
সাহসী এক ব্লগারের যাত্রা হলো শুরুঃ
//সেই সময় আরিফ জেবতিক একটি পোস্ট দেন তার পক্ষে, যা শুরু হয়েছিলো এভাবে "প্রবল আর্থিক স্ট্রাগলের সময়ও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় , চাকুরির অনিশ্চয়তার মাঝে দাড়িয়েও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় , নিজের সন্তানের জন্মের আনন্দ মুহুর্তেও পিয়াল যুদ্ধাপরাধীদের বিচার চায় । এই বিচার বিচার করতে করতে লোকটার মাথা প্রায় নষ্ট হয়ে গেছে।" এই পোস্টে মন্তব্য করার মাধ্যমেই শুরু হয় আমার ব্লগ পরিক্রমা।//
পিয়াল ভাইয়ের সাথে সম্পর্কের নতুন মোড় এবং প্রথম ব্লগবন্ধুঃ
//তবে পরবর্তীতে তার ভুল ভেঙেছিলো। শূণ্য আরণ্যকের একটি গান বিষয়ক আড্ডা পোস্টে সারারাত ধরে ধুমিয়ে আড্ডা দিয়েছিলাম আমরা। শূন্য আরণ্যক আমার প্রথম ব্লগবন্ধু। তাকে নিয়ে বলছি পরে। পিয়াল ভাইয়ের সাথে সম্পর্কটা বেশ আলো পায় এরপর।//
আপনার মাধ্যমে জানলাম ব্লগীয় সম্পর্কের মেরুকরণঃ
//এখন আমি জানি ব্লগের সম্পর্কগুলো এমনই হয়। শত্রু হয় বন্ধু, বন্ধু হয় শত্রু। কেন কী কারণে তার যে সবসময় খুব স্পষ্ট কোন কারণ থাকতে হবে এমনও না। হয়তো বা কেউ আপনাকে কানপড়া দিলো যে হাসান মাহবুব তার একটি মাল্টিনিক দিয়ে আপনাকে যা-তা বলেছে, আপনিও তা বিশ্বাস করে সম্পর্কছেদ করলেন, অথবা অন্য কোন আইডি দিয়ে আমাকে আক্রমণ করলেন। ব্লগের বহুল চর্চিত অভ্যাস এটি। //
ইংরেজী সিরিয়াল দি এ টিম-এর মতই দুর্ধর্ষ একটা দল এ টিম- শক্তি নয়, লেখনীই যাদের অস্ত্রঃ
//এ টিম একটা প্রবল স্পর্ধার নাম। বাংলা ব্লগের অন্ধকারাচ্ছন্ন যুগে আলোক দীশারি ছিলো এ টিমের সদস্যরা। তাদের মূল মন্ত্র ছিলো "যেখানে রাজাকার সেখানেই গদাম"। এ টিমের সদস্যরা রাজাকারবান্ধব বরাহদের সাথে বসবাসের ফতোয়া অস্বীকার করেছিলো। সকল রকম সুশীলতার নিকুচি করে ছাগুদেরকে দৌড়ের ওপর রাখাই তাদের মূল লক্ষ্য ছিলো।//
এ টিম- এর তৎকালীন সদস্যদের ধন্যবাদ এবং সিপিজি গ্রুপের সদস্যদেরও সাধুবাদঃ
//এর ফলে হয়তো বা গাছ-ফুল-লতা-পাতা জাতীয় নিরীহ পোস্টকারী ব্লগাররা বিপদে পড়ে গিয়েছিলো, তবে তাদের অনেকেই নীরবে এটিমকে সমর্থন করে গেছেন। আর আজকের সামুতে এই যে আমরা একটা লেখালেখির সুন্দর পরিবেশ পেয়েছি, তার জন্যেও তাদের অবদান অপরিসীম। এ-টিমের জন্ম হয়েছিলো ১৯ মে ২০০৭। আমি ব্লগে আসার পরে এ-টিমকে সেভাবে পাই নি। তবে পরবর্তীতে আমাদের গঠিত সিপিজি গ্রুপের সদস্যরা এ-টিমকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলো।//
জ্বালাময়ী কমেন্টঃ
//এ-টিম নিয়ে আলোচনা শেষ করছি আইজুদ্দিনের লিজেন্ডারি একটা কমেন্ট দিয়ে;
"আমি গুন্ডা, আমি রবিনহুড। আমাকে ব্যান করা হয়েছে দেড় শত বার, ব্যান হবো হাজার বার, তবু আমি গুন্ডামি করবো। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। আপনারা সুশীল থাকেন, ব্লগের একই পাতায় শুকুরের বিষ্টার সাথে আপনাদের জ্ঞান গর্ভ আলোচনা, সাহিত্য, আমি সেই বিষ্টা পরিষ্কার করব। আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।" //
সত্যি খুব মজা পেলাম ভারী কথার শেষে হালকা রসিকতায় ভরা স্মৃতিচারণে, প্রচুর হাসলামঃ
//অনেক তো ভারী ভারী কথা হলো। এবার আসুন কিছু বিনোদনের সন্ধান করি। সামুতে যখন আসি তখন ব্লগ ভরা ছিলো নানারকম বিচিত্র চরিত্র। বিনোদনের অভাব কখনই ছিলো না। এখন যার প্রবল অভাব অনুভব করি।//
অনুভব, চেতনা, ভালবাসায় ভরা হামা ভাইয়ের প্রতি সশ্রদ্ধ ভালবাসাঃ
//সেই সময় পার করে এসে আজ মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে এসেছি। ব্লগ নিয়ে সেই পাগলামী নেই এখন আর, তবে ভালোবাসারও কমতি নেই। এতদিন যখন কোথাও যাইনি, আর কোথাও যাবোো না এত সহজে। এই ব্লগ মিশে আছে আমার অনুভবে, চেতনায়, ভালোবাসায়।//
ভাল থাকুন। সবসময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: এমন মায়ায় জড়ানো কমেন্টের জবাবে কী বলবো ভেবে অপ্রতিভ হয়ে গেলাম। মন খারাপ থাকলে আপনার কমেন্টটা দেখবো মাঝেমধ্যে।
অনেক ভালো থাকুন।
৭৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
নেক্সাস বলেছেন: একটা দল সমর্থন করি ।একটা আদর্শ বুকে লালন করি প্রচন্ড রকমের ভালবাসায়। তবে জামাত কানেকশান খুব স্বার্থকতার সাথে এড়িয়ে চলেছি । জিশান সিন্ডিকেটের সাথে আমারো দূরত্ব ছিল। তখন একবার হামা ভাইয়ের রোষানলেও পতিত হয়েছিলাম আমি। তবে সময় বলে কথা। সময়ের একি সামান্তরালে চলতে গিয়ে রাজনৈতিক মতবাদের দূরত্ব একান্ত নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে এখন হামা ভাই আমার সবচেয়ে প্রিয় ব্লগার। কমেন্ট করি বা না করি হামা ভাইয়ের কোন পোষ্ট আমার চোখ এড়িয়ে যায়না। নিজে একটা পোষ্ট করে সেখানে হামা ভাইয়ের কমেন্ট আশা করি নিজের অজান্তে। গত বছর ব্লগ ডে তে হামা ভাইকে আশা করেছিলাম মঞ্চে। না দেখে ক্ষোভ ঝেড়েছিলাম।
যাই হোক আরো সুদীর্ঘ হোক সামুতে আপনার পথ চলা। শুভ কামনায় হ্যাপি ব্লগিং।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
হাসান মাহবুব বলেছেন: তর্ক-বিতর্ক, মতবিরোধ অবশ্যই হবে। সেই সাথে যখন একটা ভালো লেখা পড়বো, তার প্রশংসাও করবো অক্লেশে। এটাই আমার ব্লগিং পলিসি।
অনেক শুভেচ্ছা রইলো।
৭৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
আরণ্যক রাখাল বলেছেন: কী বলবো ভাবছি| সাত বছর! মাঝে মাঝে আপনার ব্লগে ঢু মারলেই মাথা আউলা হয়ে যায়| এত দিন থেকে মন্তব্য করেছেন!
এপকি পোস্ট| ব্লোগিংটা ফান হিসেবে নিয়েছি| আমার সবচয়ে ভাল সময়টা কাটে ব্লগে|
আরেকটা কথা, আমি সর্বোপ্রথম আপনার একটা কাটপিসযুক্ত গল্প ট্যাগের একটা গল্প পড়েছিলাম!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: সেটা আমার সবচেয়ে বিতর্কিত গল্প। নাহ, মনে পড়ে গেলো-অনেকদিন যাবৎ গল্প লেখা হচ্ছে না। একটা জোয়ারের অপেক্ষায় ছিলাম। সেটা ভালোভাবেই পেয়েছি। আপনার অন্ধকারাচ্ছন্ন সুররিয়েল গল্পগুলো বেশ ভালো লাগে। মাই কাপ অফ টি। জয় হোক কালো জাদুর!
৮০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
প্রথম প্রেমের উচ্ছাস সব সময়ই বাঁধভাঙা , ভাসিয়ে নিয়ে যায় সবকিছু । সে উচ্ছাসের জোয়ার সময় গড়িয়ে গেলে শান্ত হয় । যা কিছু আবর্জনা ভেসে যায় দূর থেকে আরো দূরে ।শুধু বালুকা বেলায় পড়ে থাকে গুটিয়ে থাকা শামুক, মুক্তো বুকে নিয়ে ঝিনুকের দল । সেটাই প্রমত্ত প্রেমের অর্জন ।
আপনার সাত বছরের অর্জন ও সাথে গর্জনের ধ্বনি যেন গড়িয়ে যায় আরও সত্তর বছর অবধি ।
প্রিয়তে রাখছি ব্লগের সেকাল - একালের সেতুবন্ধনের স্যুভেনীর হিসেবে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জী এস ভাই। আমার বিয়ের সময় আপনি একটা পোস্ট দিয়েছিলেন শুভকামনা করে। সেই দিন থেকে আপনাকে একজন শুভানুধ্যায়ী হিসেবে জানি।
ভালো থাকবেন।
৮১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
দৃষ্টিসীমানা বলেছেন: সাতটি বছরের বর্ণনা পড়লাম , একটা ভ্রমণের মত মনে হল । খুব ভাল লাগল ,অনেক ধন্যবাদ আপনাকে । ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
চোখটিপি দিয়ে কী বুঝাইতে চাইলেন না বুইঝা আমিও একটা দিলাম!
৮২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
টোকাই রাজা বলেছেন: প্রিয়তে নিলাম, পরে সবটুকু পড়ে নিব।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ টোকাই রাজা।
৮৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: আজই এক বন্ধুর বাসায় আড্ডায় বসে মাইনাস বাটন এর গল্প করলাম। আর চিকন মিয়ার গল্প।
ব্লগের গল্প পড়তে ভালও লাগে। আর হামার লেখা বলে কথা।
দুদিন আগে আশরাফ এসেছিল আমার বাসায়। ব্লগে চেনা মানুষ। কথা হয়েছে অনেক। পাশাপাশি শহরে থাকি।অথচ দেখা হলো এই প্রথম।ওকে বলছিলাম আগে ব্লগে বসলে মনে হতো এটা আমাদের বাড়ি।একই পরিবারের মানুষ আমরা।দিনে দিনে সব বদলে গেলো।
ভালো থেকো।
লেখা চলুক।শুভেচ্ছা তোমার এবং ব্লগ পরিবারের সবার জন্য।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: আপনি ব্লগে এলে একটা ঝিরঝিরে স্নিগ্ধ হাওয়া বয়ে যায়। অনেক ভালো থাকবেন সাজি আপা, একজন মায়াবতী।
৮৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: বানান আফার পোস্ট পড়লাম।
সত্যিই খুব মজা পাইছি পিংকির ধৈর্য ধইরা মন্তব্যের উত্তর দেয়া দেইখা। এপিক কমেন্ট এটাই -- মনে করেন পিংকি একটা মেয়ের নাম। প্রোপার নাউন!!!
হাহহাহাহ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: সেই এক বিনোদন ছিলো!
৮৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
জুন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো সামহ্যোয়ারে আপনার সুদীর্ঘ ও একটানা সাত বছরের ব্লগীয় জীবনের জন্য।
আপনার লেখায় সামুর জানা অজানা ইতিহাস আবার দেখে নিলাম। হাসান মাহবুব আপনাদের ছাগু বিরোধী কার্যক্রম ছিল সরাসরি এবং ক্রুড। তাতে কোন ছল চাতুরীর আশ্রয় নিতেন কি না জানা নেই। তবে ব্লগে এখনো ব্লগার খেদানোর অভিযান চলে, তবে তা অত্যন্ত সুক্ষ সুচতুর কৌশলে যা সাধারনের চখে ধরা পড়ার কথা নয়।
আরো লিখুন। আপনার ও আপনার পরিবারের সবার সুসাস্থ্য কামনা করি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বাংলা ব্লগের ইবনে বতুতা।
তবে ব্লগে এখনো ব্লগার খেদানোর অভিযান চলে, তবে তা অত্যন্ত সুক্ষ সুচতুর কৌশলে যা সাধারনের চখে ধরা পড়ার কথা নয়।
সে কী! আমার চোখে ছানি পড়েছে বোধ হয়
৮৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
ইছামতির তী্রে বলেছেন: পুরো 'কিতাব' খুলে দিয়েছেন! অনেক ভাল লাগল হামা ভাই। 'ফ্লাশব্যাকে' সিনেমা চলছিল মনে হচ্ছিল। অনেক কিছুই জানা হল।
এভাবেই ধীরে ধীরে সামু দেশের প্রধানতম ব্লগ সাইট হয়ে উঠেছে। বিন্দু পরিমাণ অবদানও যার আছে তাকেও সাধুবাদ জানাই।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ইছামতির তীরে। সামু তার জায়গায় অটুট থাকুক আরো অযুত বর্ষ, এটা আমরা সবাই চাই।
৮৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: হামাভাইয়ু কত কিছু মনে পড়িয়ে দিলে।
তবে তোমার মনে করিয়ে দেওয়া বিভিন্ন ক্যাচাল ইস্যুগুলা আমারও মনে পড়ে কিন্তু আমি তখন গাধা ছিলাম এত কিছু নিয়ে ভাববার সময় ছিলোনা। বাট তোমাদের সক্রিয় অংশগ্রহন দেখতাম গালাগালি মারামারি আরও কত কি!!!!!!!! আর ভাবতাম এরা এইসব করে কেনো??? এখন অবশ্য জানি--- আছিলাম গাধা, হইলাম চালাক টাইপ !!!!!!!
যাইহোক তোমার মাইনাস কেরামতী নিয়েই তোমার উপর প্রথম মনে মনে রুষ্ঠ হয়েছিলাম !!!!!!!! ঐ যে মাইনাস দিয়ে বের হয়ে আসতে লিখেছো যে।
আরও কত কিছু মনে পড়ে গেলো!!!!!!!!!!!! থাক আর মনে করালাম না !!!!!!!!!!
তবে একটা কথা আমাদের কন্যাকে বিয়ের পর তুমি বেশ শান্ত শিষ্ট হয়ে গেছো। আগের হামাকে এখন যারা দেখছে তারা চিনবেই না মানে মেলাতেই পারবেনা !!!!!!!!!!তোমার এই পরিবর্তন যেমন আমি দেখেছি তুমিও দেখেছো আমাদের সবারই অনেক কিছুই তোমার বিচক্ষনী চোখ দিয়ে।
যাইহোক হাজার বছর বেঁচে থাকো এইভাবে এখন যেমন আছো। জ্ঞানে, গরিমায় আর বিচক্ষনতায় ব্লগে সবার আদরের হামা হয়ে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: আপনার সাথে আমার সম্পর্কটাও অনেক চড়াই উৎরাই পার করেছে। এর জন্যে দায়ী তৃতীয় পক্ষের মদদ। এখন আমি আর এসবের মধ্যে নেই।
আপনার বসন্তদিনে না পড়েই মাইনাস দিয়েছি। কিন্তু পরে যখন পড়তে শুরু করলাম, অনেক ভালো লেগেছিলো। সবাই অপেক্ষা করতো লেখাটির জন্যে।
ব্লগে আমার চেয়ে হার্ডকোর কে আছে? আপনি ছাড়া আর কে!
ভালো থাকুন, সবার মধ্যমনি হয়ে থাকুন এখন যেমন আছেন। সুন্দরের জয় সর্বত্র।
৮৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: মাইনাস বাটনের কথা পড়ে বুঝতেছি এই বাটনটা আবার আসুক। তবে এর অপব্যবহার যে হবে না তার নিশ্চয়তা নাই।
গত দুই দিনে একটু ক্যাচাল পোস্ট চোখে পড়ছিল, পড়লামও। আমি নিজে কখনো কোনো ক্যাচালে যাই নাই। তবে সামুর উত্তাল দিনের ক্যাচাল পোস্টের কথা পড়ে মনে হচ্ছিলো সেই ক্যাচালেও উইটি কমেন্ট, হিউমার দেখা যেতো।
জামাতি ক্যাচাল এখন তো তেমন দেখি না। তবে সাকা মুজাহিদের ফাঁসি নিয়া কারো কারো হাউকাউ দেখছি যা আবার মিলিয়েও গেছে।
এই পোস্ট পড়ে অনেক উজ্জীবিত হইলাম। চাচ্ছি ব্লগে গা ঝাড়া দিয়ে ওঠার দিন ফিরে আসুক।
এখন নিক বানাইলে খুব সহজেই কমেন্ট করা যায়। এটা ভালো লাগলো। কারণ নিক ক্রিয়েট করার পর প্রথম পাতা বা অন্যের ব্লগে কমেন্ট করার এক্সেস পেতে গিয়ে অনেকেই ঝিমাইয়া পড়েন।
আমার সে হিসাবে এই ব্লগে বেশি দিন হয় নাই। যাদের সাথে ব্লগিং করছি তার মাঝে প্রোফেসর শঙ্কু, এরিস, অদৃশ্য, ইফতি, সায়েম মুন, মামুন রশীদ ভাই, জেসন, অভি, আলাউদ্দিন, দূর্জয়, নাহোল এদের মিস করি।
সমৃদ্ধ ব্লগ দেখতে ইচ্ছা করে যেখানে আড্ডাবাজির সাথে সুন্দর একটা পরিবেশ থাকবে। লেখার সত্যিকার মূল্যায়ন হবে, তেলবাজি কমেন্টের বদলে।
এই পোস্টে আবার আসবো।
আপনি তো ব্লগের অতীত সময়ের স্মৃতিচারণ করলেন। নতুন ব্লগারদের নিয়ে বা বছর তিনের পরের ব্লগারদের নিয়েও আরেকটা সেকেন্ড পোস্ট করেন। ভালো লাগবে। এখন যারা আছে বা কিছুদিন আগেও যারা ছিলেন তারা নিজেদের মূল্যায়নটা অন্যের চোখে কেমন হয় বুঝতে পারবেন।
দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: আমার পোস্ট পড়ে নতুন উদ্দীপনা পেয়েছেন, পোস্ট করা সার্থক হলো। মাইনাস বাটন যখন রদ করা হয়, তখন একটা বিচিত্র টাইপের আন্দোলন হয়েছিলো, লিখতে ভুলে গেছি। সেসময় ব্লগাররা ইচ্ছেমত আজেবাজে পোস্ট দিচ্ছিলো, যেমন কিভাবে পানি গরম করা হয়, কিভাবে ডিমসেদ্ধ করা হয় ইত্যাদি। মাইনাস নেই তো, আজেবাজে পোস্ট দিতে সমস্যা কী!
দুইটা নিক ছিলো, যারা কোন কমেন্ট করতো না, শুধু মাইনাস দিতো ভালো-খারাপ সব পোস্টে। একজনের নিক মটর মাস্টার, আরেকজনের নাম মনে পড়ছে না। তাদেরকে ব্যান করা হয়। মাইনাস বাটন মিসইউজের আরো অনেক উদাহরণ আছে। তবে সব মিলিয়ে জিনিসটা বেশ ভালোই ছিলো।
৮৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আরণ্যক রাখাল বলেছেন: মেহেদি সাহেবের কবিতা পড়লাম| প্রতিভা একপিস
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: এপিক টাইপের বস!
৯০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
সাহসী সন্তান বলেছেন: প্রিয় হামা ভাই,
আপনার পোস্ট সহ যাবতিয় লিংকের লেখা পড়ে আসতে আসতে মন্তব্য করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত! ব্লগিংয়ের সাত বছর পূর্তিতে আপনাকে জানাই আন্তরিক অভিবাদ এবং প্রাণ ঢাল শুভেচ্ছা!
অনেক সুন্দর গোছানো একটা পোস্ট সে বিষয়ে কোন সন্দেহ নেই! এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনার চলার গতি প্রকৃতি সহ বেশ কিছু সহ ব্লগারদের নিয়ে আলোচনা অনেক ভাল লেগেছে! সেই সাথে সামুর বিখ্যাত কিছু লেখা তুলে ধরেছেন যেগুলো আমার মত সাত মাসের শিশুর জেনে রাখাটা খুবই জরুরি!
পোস্টে আপনার উল্লেখিত কথাটা রাখার জন্য আবারও না হয় শুরু করলাম, 'আপনাকে উত্তম ঝাঁঝা প্রদান করা হলো!'
চমৎকার পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ উত্তম জাঝার জন্যে। এটা নিয়ে তখন আমরা নতুনেরা অনেক গবেষণা করেছিলাম। নুশেরা আপা বলেছিলেন এর অর্থ নাকি "জাদু কা ঝাপ্পি"! হাহা! অনেক ধৈন্যাপাতা লন।
৯১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় বয়ে যায়
স্মৃতিরা রয়ে যায়
বদলে যায় অনুভব
জোয়ারের বেলা শেষে
থিতু মনে একই বাক্যে ভিন্ন অনুভব।
৭ বছর পূর্তির শুভেচ্ছা অনেক অনেক । ভাল থাকুন। সুস্থ থাকুন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: আপনাকে নিয়ে সন্দেহ ছিলো আমাদের মধ্যে। তবে পরে সে ভুল ভেঙেছে। অনেক শুভকামনা রইলো। আপনার কমেন্ট করার স্টাইলটা স্বতন্ত্র এবং আন্তরিক। ভালো লাগে।
৯২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: জারীর পোস্টের কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ!
জাঝা এবং জাঝার বাপকে অনেক অনেক উত্তম জাঝা !
এখন কেউ কাউরে জাঝা দেয় না
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: আসেন আবার শুরু করা যাক।
৯৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
তন্ময় ফেরদৌস বলেছেন: আহা, সেই সব সোনালী দিনগুলো। আমি তোমাদের আরো পরে ব্লগিং শুরু করি, তবে জমজমাট বাংলা ব্লগস্ফিয়ারকে ভালই পেয়েছিলাম। তারপর কি থেকে যেন কি হয়ে গেলো। অনেক কিছু মনে করিয়ে দিলা হামা ভাই। যারা উপরের ঘটনাগুলা গুলা প্রত্যক্ষ্য করে নাই, তারা যে কতটা মিস করেছে, কখনই বুঝানো যাবে না।
তোমার এই পোস্টের কারনে আবার ঢু মারা হলো সামুতে। ভালো থেকো ভাইয়া। যুগ যুগ ধরে লিখে যাও।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: আমার কমেন্ট ব্যানকালীন কঠিন সময়ে তোমার আগমন। অনেক সাপোর্ট দিয়েছিলে সে সময়। ভুলবো না। খুব ভালো থাকো।
৯৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
আলোরিকা বলেছেন: সাত বছর !
চমৎকার স্মৃতিচারণ পড়ে সামুর উন্মাতাল সময়ের অনেক কাহিনী জানা হল । আপনাদের মত ব্লগারদের ভালবাসা - মায়া আর অবশ্যই চমৎকার লেখনীর জন্যই সামু আজ এত প্রসিদ্ধ । আপনাকে পুরাতন ও নতুনদের পক্ষ হতে উত্তম জাঝা প্রদান করা হল
অনেক অনেক ভাল থাকুন ভাইয়া - শুভ কামনা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা। অল্প সময়ের মধ্যেই আপনি বেশ চেনামুখ হয়ে গেছেন। শুভ হোক ব্লগের পথ চলা।
৯৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
অগ্নি সারথি বলেছেন: চিকন মিয়া আর মাইনাস বাটনডারে এখনো মিস করি চরম ভাবে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: আমিও!
৯৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
অপর্ণা মম্ময় বলেছেন: নাফিসের ঐতিহাসিক ঠ্যালা পোস্ট দেইখা আসলাম।
সামুর ইতিহাসের সর্ববৃহৎ ঠেলা!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: ঠেলা দেয়ার প্রচলনও কমে গেছে এখন। এটা পোস্টে রাখবো ভেবেছিলাম। পরে ভুলে গেছি। পোস্টটা নিয়ে বসতে হবে আবার।
৯৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
ম.র.নি বলেছেন: হামা ভাই, দারুন লাগলো লেখাটা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ম.র.নি।
৯৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
কাবিল বলেছেন: আপনাদের মত কিছু ব্লগার নিয়মিত আছে বলে সামুর ইতিহাস সম্পর্কে আমরা (নয়া) জানতে পারছি।
অনেক কিছুই জানা হল।
আগের অবস্থা জেনে মনে হচ্ছে বর্তমানে সামু ব্লগ অনেকটা স্থিতিশীল। এখন আর ছাগু পোন্দানি গ্রুপ এর প্রয়োজন হবে না আশা করি। (নাকি এখনও চলতাছে )
৭ বছর পূর্তির শুভেচ্ছা থাকলো । ভাল থাকুনসব সময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: সিপিজি এখন অতীত। ব্লগে এর প্রয়োজন ফুরিয়েছে বলেই মনে করি। দরকার পড়লে আবার না হয় মাঠে নামা যাবে।
শুভেচ্ছা।
৯৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: আপনের পোস্টকে জাঝা দেওয়া হৈলো। তবে জাঝা ঠ্যালা পোস্টের কাছে হাইরা গেছে
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
হাসান মাহবুব বলেছেন: ভেরি স্যাড!
১০০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
লেখোয়াড়. বলেছেন:
আপনার এই পোস্ট পড়ে আমিও স্মৃতিকাতর হয়েছি। আমার নিজের দুটি পোস্টের কথা মনে পড়ে গেল। এখানে লিঙ্ক দিলাম।
আশাকরি কিছু মনে করবেন না।
ব্লগমাতা “জানা” আপনার কাছে বিনীত অনুরোধ, এখানে উল্লেখিত হারিয়ে যাওয়া সেরা ব্লগাদের ফিরিয়ে আনুন। আর যারা হারিয়ে যাবে তাদেরকে হারিয়ে যেতে নিষেধ করুন। ব্লগটাকে অনেক সুন্দর হতে সহায়তা করুন, প্লিজ।
যেসব গুণমুগ্ধ ব্লগারদের সবসময় খুব খুব মিস করি, নিকট ভবিষ্যতে যেসব শক্তিশালী প্রিয় ব্লগাদের মিস করবো, মানে হারিয়ে ফেলবো।
যদিও আপনার আগে ব্লগে আমি ১০ বৎসর পূরণ করতে পারবো না, তবু স্বপ্ন দেখি............ সেই স্বপ্ন নিয়ে আমার দুটি পোস্ট..........
চলতে চলতে সামুতে আজ আমার ১০ (দশ ) বছর পূর্ণ হলো, কি আসাধারণ!!
Again...... চলতে চলতে সামুতে আজ আমার ১০ (দশ ) বছর পূর্ণ হলো!!
আশাকরি এমন আশা আর স্বপ্ন নিয়ে আমরা আজীবন ব্লগিংটা চালিয়ে যাবো। যারা ব্লগিং, ব্লগার বা ব্লগটাকে খারাপ ট্যাগ দিতে চায় তাদের প্রতিহত করেই।
ভাল থাকুন হাসান মাহবুব।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: লিংক দেয়ার জন্যে অনেক ধন্যবাদ। পড়ে নেবো।
১০১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিনন্দন
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তনিমা। শুভেচ্ছা রইলো।
১০২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
জেন রসি বলেছেন: এই পোস্ট পড়ে অনেক অজানা কিছু জানলাম। আপনার আত্মসমালোচনা চমকিত করেছে।কারন এই কাজটি করা আসলেই অনেক কঠিন। অনেক অনেক শুভ্কামনা রইলো হামা ভাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি। এখন সময় আপনাদের। গ্র্যাব ইট!
১০৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: ফেসবুকের সামু গ্রুপে পোস্ট দেন। যারা যারা ব্লগ থেকে দূরে আছে তাদের ডাইকা আনেন। ঠ্যালা,জাঝা, পেক পেক, মোবাইল ধরুন ইত্যাদি টাইপের ফান পোস্ট আসুক। একটু বিনোদিত হৈ। সুশীল সুশীল ভাবও সাথে থাকুক। সিরিয়াসলি একটু ফান টাইপের মুডে আছি। আর আমার আগামি আরও বেশ কিছুদিন ছুটি আছে। মনের আনন্দে একটু বল্গাই
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা দিবো। আপনি তো সারাজীবন গম্ভীর টাইপের পোস্ট দিয়া গেলেন। এইবার একটা ফানপোস্ট ব্লগজাতি আশা করতেই পারে আপনার কাছ থেকে।
১০৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
-সাইরাস বলেছেন: হাসান মাহবুব ভাই, আমার দৃষ্টিতে ব্লগটা হচ্ছে কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার চমৎকার একটি প্লাটফর্ম। ক্যাচাল প্যাচাল এগুলো ফেসবুকেই থাক
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
হাসান মাহবুব বলেছেন: ক্যাচাল ভালো না, আবার ক্যাচাল এড়ানোও সবসময় সম্ভব হয় না। আপনার ব্লগ আপনার কাছে তেমনই হবে যেমনটা আপনি চান। নিঃসন্দেহে সাহিত্য চর্চার জন্যে ভালো জায়গা এটি।
শুভকামনা।
১০৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
একজন আরমান বলেছেন:
অভিনন্দন প্রিয় হামা ভাই।
অনেক অজানা ইতিহাস জানলাম!মাল্টি নিকের কথা মনে করায় দিলেন! গুগল ডকস এ এখনো অনেকগুলি মাল্টি নিকের মেইল আর পাস সেভ করা আছে! :p
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা থাকুক। দরকার পড়লে আমি চেয়ে নিবো নে
১০৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
এহসান সাবির বলেছেন: অভিনন্দন, শুভেচ্ছা।
বেঁচে থাকুক আপনার লেখা গুলি হাজারও বছর...... সকল ব্লগাারের পাশে থাকুন সব সময় এই প্রার্থনা করি।
শুভ কামনা সব সময় হামা ভাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির।
আমার এই পথ চলাতেই আনন্দ...
১০৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
আরমিন বলেছেন: অভিনন্দন হামা ভাই!
পোস্টে অবশ্যই উত্তম জাঝা!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ বিজ্ঞানী ব্লগার আরমিন
১০৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
লালপরী বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার হাসান ভাই। সাত বছরের এত সব ঘটনার কিছুই জানতাম না। অনেক মজা পেলাম আপনার লেখা পরে।
ভাইয়া আপনি আমাদের আদর্শ হয়ে থাকবেন, পাশে থাকবেন আগামী দিনগুলিতে। আপনার মতন নিজের ভুলগুলো তুলে ধরতে কয়জন পারে?
আমাদের মতন নতুন ব্লগারদের জন্য দোয়া করবেন যেন আমরা শত্রু না বন্ধু হয়ে একে অপরের বিপদে আপদে পরম মমতায় জড়ায় ধরে আপনার দেখানো পথ ধরে চলতে পারি। সবারশেষে আবারো শুভেচ্ছা জানিয়ে গেলাম । ++++++++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ লালপরী। আপনি যেমনটা বলেছেন, এমন আদর্শ পরিবেশ সবসময় বজায় থাকুক এটাই চাওয়া।
শুভেচ্ছা রইলো।
১০৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
মেমনন বলেছেন: কতদিন পরে সামুতে মন্তব্য করলাম কে জানে! এপিক পোস্ট পড়ার লোভ সামলাতে পারলাম না আর পড়ার পর এখন মন্তব্য না করে উপায় থাকলো না, এমন নস্টালজিক করে ফেললেন।
ভাল থাকুন প্রিয় হামা ভাই। ভাল থাকুক প্রিয় সামু।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর কত পরিচিত মুখ এসে দেখা দিয়ে যাচ্ছে... আবেগের চরম সীমায় পৌঁছে যাচ্ছি।
অনেক শুভকামনা রইলো।
১১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
অলওয়েজ ড্রিম বলেছেন: "সামু-ইতিহাসের জনক" উপাধি আপনার জন্য বরাদ্দ হয়ে গেল।
শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: কিছুই তো প্রায় লেখা হলো না! উপাধি ফিরায় নেন!
১১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: পোস্ট আর মন্তব্যগুলো পড়তে পড়তে কি লিখবো, খুঁজে পাচ্ছি না !!
তখন আমি ব্লগিং করিনি, তাই কিছুই জানতাম না। এখন একটু একটু করে জানার চেষ্টা করছি। আপনার পোস্টটি প্রিয়তে নিয়ে রাখলাম। লিংকগুলো এবং পোস্টটি আবার পড়ার জন্য।
অনেক অনেক অভিনন্দন !! দীর্ঘ সাতটি বছর সামুতে কাঁটিয়ে দেবার জন্য।
আমি, প্রায় দুই বছর ৪ মাসেই সামুর নেশায় বুঁদ হয়ে আছি। প্রতিদিন না আসলে, মনে হয় কি জানি, করা হয়নি !! আর সেখানে ৭ বছর !! সে এক বিশাল ব্যাপার !!
আপনার লেখা কিংবা ব্লগিং নিয়ে কোন কিছু বলার মতো আমার যোগ্যতা বা সাহস নেই !! শুধু এটুকু জানি, আপনি আমার একজন প্রিয় ব্লগার এবং গল্পকার !!
অনেক অনেক ভালো থাকুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর। ব্লগ নিয়ে আপনার ডেডিকেশন এবং স্ট্রেইটকাট কমেন্ট আমাকে মুগ্ধ করে।
১১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
কলমের কালি শেষ বলেছেন: সামু কাম বাংলা ব্লগিং ১০ বছর। আর আপনার ৭। কম কথা নয়। আপনি সামুর উথান, পতন সব কিছুতেই ছিলেন প্রাণবন্ত। সামুর উথান এবং ভরাডুমি সম্পর্কে আপনার পোস্টে বিস্তারিত জানলাম। সেই দিক থেকে সামুর সাথে আমার পরিচয় ভরাডুবি মৌসমে। তখন থেকেই আপনাকে পেয়েছি এক অনন্য আংগিকে। আপনার নিয়মিত মন্তব্যে পেতাম অণুপ্রেরণা। অপেক্ষায় থাকতাম আপনার মন্তব্যের। আপনার মন্তব্য আসতে বিলম্ব হলে ভাবতাম আপনার আবার কি না কি হলো!!!
আপনি যাদের পেয়েছেন তাদের আমরা না পেলে কী হয়েছে?? আপনাকে তো পেয়েছি। তা কম কিসের শুনি??
স্বীকারোক্তি সম্পর্কে কিন্তু কিছু বললাম না!! শুধু জানলাম। হাহা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: আর আমি পেয়েছি সবসময় পাশে থাকা কিছু ডেডিকেটেড মানুষ, তাদের বন্ধুত্ব। এটা অনেক বড় পাওয়া আমার কাছে।
১১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
সোমহেপি বলেছেন: আপনার সম্পকেও আমার এমন ধারনা ছিল । আপনার লেখার কাঠিন্য দেখে এমন ধারণা হয়েছিল । বিয়েন পরে অবশ্য লেখায় আপনার কোমলতা এসেছে ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: পরিবর্তনটা খুব ধীরে হয়েছে। প্রথমে মানিয়ে নিতে কষ্ট হতো।
১১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
মামুন রশিদ বলেছেন: ব্লগে আইসাই ছাগুমারা শুরু করি । তয় ভয়ে ভয়ে থাকতাম, কখন জানি ব্যান হইয়া যাই! তাই মনে মনে মডুদের পরিচয় খুজে ফিরতাম । মডু হিসেবে শরৎ কে চিনতাম, তবে আরও কয়েকজনের দিকে আঙুল উঠানো হত । চেষ্টা করতাম সাসপেক্টেড মডুদের পোস্টে গুডি গুডি সুশীল কমেন্ট করে গুড বুকে থাকার । একবার কোন একটা পোস্টে মডু হিসাবে আপনাকে সন্দেহ করা হলো । তারপরে ভয়ে ভয়ে আপনার ব্লগে যাই এবং নিবিঢ় মনযোগ দিয়ে গল্প পাঠ করে সুন্দর একটা কমেন্ট করি । সেই পোস্টে আপনি আমাকে স্বাগত জানিয়ে আমার মনযোগী পাঠের খুব প্রশংসা করেছিলেন । সেই থেকে নিয়মিত আপনার গল্পপাঠ শুরু । এই গভীর পাঠ থেকে পরবর্তিতে আমি ছোটগল্পের প্রতি এক অনবদ্য আকর্ষণ অনুভব করি । একসময় কিছু কিছু লিখতেও চেষ্টা করেছি । যদিও আপনার সাথে আমার কখনো দেখা, কথা কিংবা চ্যাট হয়নি, তবু আমার লেখকসত্বা জেগে উঠার পেছনে আপনার প্রচ্ছন্ন ভূমিকা আমি ভুলবো না কোনদিন । আর ব্লগিংয়ের প্রতি, বিশেষ ধারায় লেখা ছোটগল্পের প্রতি আপনার ডেডিকেশন, আপনার শ্রম, সাধনা আর সফলতা নিয়ে নতুন করে নাইবা বললাম । ভালো থাকুন হাসান, মেতে থাকুন সারাক্ষণ আনন্দে, সৃষ্টিশীলতায় ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
হাসান মাহবুব বলেছেন: হাহা! আমাকে যে মানুষ কত কিছু ভাবতো! হোলসেল নামক এক অতি উগ্র ব্লগারের সাথে একবার জগড়া লাগসিলো। সে কোনমতেই বিশ্বাস করে না যে এটা আমার প্রথম নিক। আমি নাকি "নরাধম" নামক এক উগ্র ডানপন্থী ব্লগারের মাল্টি! আগে প্রায় সারাক্ষণ লগ ইন থাকতাম এবং সারাক্ষনই আমার ব্লগে কমেন্ট আসতো বলে একটা গুজব রটেছিলো যে আমি নাকি নিজের বিভিন্ন মাল্টি দিয়ে নিজেকে কমেন্ট করি সারাদিন। আরিফুর রহমান নামক এক রাস্কেল নাস্তিক আমাকে ছাগু ভাবতো! আরো কত কী!
আপনার মত একজন শক্তিশালী লেখক আমার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন জেনে গর্বিত।
অজস্র শুভকামনা রইলো।
১১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
কামরুন নাহার বীথি বলেছেন:
প্রথমেই অনেক অনেক অভিনন্দন !! দীর্ঘ সাতটি বছর সামুতে কাটিয়ে দেবার জন্য!
আপনার কল্যাণে জানলাম ব্লগের ইতিহাস, ব্লগারদের ব্লগরব্লগর!!!!
ভাল -খারাপ অনেকভাবেই সময়গুলো চলেছে এবং চলছে আপনার!!
সব শেষে ভাল লাগল আপনার কথাগুলোঃ
সেই সময় পার করে এসে আজ মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে এসেছি। ব্লগ নিয়ে সেই পাগলামী নেই এখন আর, তবে ভালোবাসারও কমতি নেই। এতদিন যখন কোথাও যাইনি, আর কোথাও যাবোো না এত সহজে। এই ব্লগ মিশে আছে আমার অনুভবে, চেতনায়, ভালোবাসায়।
সবাইকে অনেক শুভেচ্ছা। শুভ হোক সবার ব্লগে পথ চলা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ বীথি। আপনার ছবিব্লগ বরাবরই মুগ্ধ হয়ে দেখি।
১১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমার পোস্ট পড়ে নতুন উদ্দীপনা পেয়েছেন, পোস্ট করা সার্থক হলো। মাইনাস বাটন যখন রদ করা হয়, তখন একটা বিচিত্র টাইপের আন্দোলন হয়েছিলো, লিখতে ভুলে গেছি। সেসময় ব্লগাররা ইচ্ছেমত আজেবাজে পোস্ট দিচ্ছিলো, যেমন কিভাবে পানি গরম করা হয়, কিভাবে ডিমসেদ্ধ করা হয় ইত্যাদি। মাইনাস নেই তো, আজেবাজে পোস্ট দিতে সমস্যা কী!
দুইটা নিক ছিলো, যারা কোন কমেন্ট করতো না, শুধু মাইনাস দিতো ভালো-খারাপ সব পোস্টে। একজনের নিক মটর মাস্টার, আরেকজনের নাম মনে পড়ছে না। তাদেরকে ব্যান করা হয়। মাইনাস বাটন মিসইউজের আরো অনেক উদাহরণ আছে। তবে সব মিলিয়ে জিনিসটা বেশ ভালোই ছিলো।
সেই আরেকজনের নাম মিনেসোটা।
আমি কিন্তু কিছুই ভুলিনা!!!!!!!!!!!!
কিছুই না!!!!!!!!!!!!!!!!!!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
হাসান মাহবুব বলেছেন: আমারও পরে মনে পড়েছিলো। তার আগেই আপনি বলে দিলেন আপনার স্মরণশক্তির প্রশংসা করে এই সেদিনই একজন ব্লগারের সাথে কথা বলছিলাম।
১১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক কিছু জানলাম, কিছুক্ষণ হেসে লুটোপুটি খেলাম, এমন লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তামান্না। শুভ ব্লগিং।
১১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
কালীদাস বলেছেন: ভাল লাগল সহজ সরল ভাষায় লেখা পোস্টটা নরমাল ব্লগিং ইন্টারএকশন এই ব্লগে গায়েব হয়েছে তিন/চার বছর হয় (এখন যেটা দেখি প্রায় পুরাটাই মেকি), আপনার পোস্ট দেখে অনেক জিনিষের কথা মনে পড়ল শুরুর দিককার। সিপিজির সব মেম্বারকে জানতাম না (ইনসমনিয়াকদের জানতাম)। আমার ব্যানড টাইমে মেলা সাপোর্ট পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, আমি কৃতজ্ঞ সেজন্য। ইনসমনিয়াকদের বেশিরভাগকেই এখন ইন্যাকটিভ দেখি।
ওয়েট করা শুরু করলাম, আপনার এই পোস্ট ফার্স্ট কার সংকলনে ঢুকে ব্লগের বিশাল ক্রিয়েটিভিটি বলতে এখন দেখি বেশিরভাগ নতুন ব্লগার ঐটাকেই চেনে
একটা জিনিষ কেউই সেভাবে ফোকাস করল না নস্টালজিয়ায় পড়ে; এই ব্লগের সবচেয়ে বড় উৎসাহদাতা ব্লগার নিঃসন্দেহে আপনি। জানিনা, কমেন্ট করার মত ভাল পোস্ট কতটা ফ্রিকোয়েন্টলি পান এখন।
আপনার সুন্দর ভবিষ্যত কামনা করছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: ইনসমনিয়াক গ্রুপের কথা ইচ্ছে করেই বলি নি। সিপিজির বেশিরভাগ মেম্বারই ছিলো ইনসমনিয়াক গ্রুপের। একটা কথা বলে দেই এখানে, সমুদ্র কন্যার সাথে আমার প্রথম দেখা এই ইনসমনিয়াক গ্রুপের একটা গেট টুগেদারে। তারপর... সেইরকম টুইস্ট
১১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্ট এম্নে এম্নে ছেড়ে দেয়া যাবে না ।
লাইক = ৪৪,
কমেন্ট = ১১৯,
প্রিয়তে = ১৫
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: এ আর এমন কী
১২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
-দীপু বলেছেন: আপনার পোস্টে এসে অনেকগুলো পছন্দের নাম পেলাম । ব্লগের শুরুর সময়টা আনন্দের ছিল নিঃসন্দেহে ।
অমি রহমান পিয়াল সত্তিই কি দুর্ধর্ষ লেখা লিখতেন ! ওনার সাথে প্রথম আলাপ হয়েছিল ২০০৯ কি ১০ সালের দিকে "ফেসবুকে" । "শয়তান" নামের একটা নিক ছিল ওনার, সে আইডির সাথেই চ্যাটিং হতো মাঝে মাঝে । সামুতে আসার আমন্ত্রনও জানিয়েছিলেন একবার। তখন আর আসা হয়ে ওঠে নি । আইডিটা এখনও আছে কিনা জানি না, আমার আইডিটা (অ্যাথিস্ট) কিছুদিন পরেই রিপোর্টিং এর কবলে পড়ে ডিসেবলড হয়ে যায়
যাহোক, ভাল লাগলো স্মৃতি রোমান্থন। শুভেচ্ছা ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ দীপু। আশা করি এই আইডিতে থিতু হতে পারবেন।
১২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
ব্রেথ অব ফেট বলেছেন: পড়ে দিলুম উত্তম জাঝা!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: তুমি কৈত্থিকা
১২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাইনাস বাটন বিষয়ডা মন্দ না। আবার আসুক।
অনেক অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম।
স্বীকারোক্তি। হা হা। এখনো হাসছি।
এমন একটা পোস্ট লেখকের খুব কাছে নিয়ে আসে।
অভিনন্দন।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র। আপনার রাজত্ব বর্ধিত হোক।
১২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
আরইউ বলেছেন: দশ বছর হয়ে গেল। অতীতের অনেক কথা মনে পরলো। অনেক কথা মনে করার চেষ্টা করলাম। অপি আপা, ইউটার্ন আপা কি বাদ গেলো? কবি আফতাব-কে ইচ্ছে করেই বাদ দিলেন? আর "নাভানার সিভিল" আপনাদের ইনসমনিয়াক গ্রুপ-এর কারো বলে আমার বিশ্বাস। ভুলও হতে পারে। ব্লগ ধামাকার বিষয়টা অজানা ছিল। ধন্যবাদ মাহবুব।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: অপি আক্তারের কথা প্রায় সবাই জানে। তাই আর বললাম না। ইউ টার্নের কথা লিখতে মনে ছিলো না। আফতাবকে ইচ্ছে করেই বাদ দিলাম। কারণ... নাভানার সিভিল ইঞ্জিনিয়ার... কিছু কথা থাক না গুপন! আপনি তো পুরান পাপী। ভালো লাগলো দেইখা।
১২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
দীপংকর চন্দ বলেছেন: নতুন এই গণমাধ্যম তেমন পরিচিত নয় আমার কাছে।
কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝেই তৈরি হয় মনে। স্বাভাবিকভাবেই।
কিছু কিছু উত্তর খুঁজেও পাচ্ছি ধীরে ধীরে পথ পরিক্রমায়।
তবে অল্প সময়ে যে অভিজ্ঞতাটুকু হয়েছে আমার, একবাক্যে স্বীকার করছি সেটা ভালোবাসাময়, আন্তরিক।
কৃতজ্ঞতা সকলের কাছে।
লেখাটি কাছে রাখলাম প্রিয় কথাসাহিত্যিক।
বিশেষ কিছু দিকনির্দেশনা রয়েছে লেখাটিতে।
পুরোটা চট করে বোঝার কথা নয়।
সময় যতটুকু বোঝায়, চেষ্টা থাকবে বুঝে নেয়ার।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০
হাসান মাহবুব বলেছেন: পড়েন। জানেন। আরো কিছু জানতে চাইলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। শুভকামনা রইলো।
১২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
সাদরিল বলেছেন: ব্লগ রাজনীতির প্রসঙ্গে বলেছেন "একসময় সামু মানেই ছিলো ক্যাচাল"। ঠিক কখন সামু মানেই ক্যাচাল ছিলো? কবে থেকে এর শুরু কবেই বা ক্যাচাল যুগ শেষ হলো? ক্যাচালযুগে মডুগণই বা কী ভূমিকা রেখেছিলেন?
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: আমি আসার পরই তো ক্যাচাল পাইছিলাম। পোস্টে উল্লেখ আছে, অমি রহমান পিয়াল এবং যৌবনযাত্রা বিষয়ক। আর তার আগের দিনগুলাতে ছাগুদের বিরুদ্ধে লড়াই তো চলতেই থাকতো। আমি আসার পরে যে তিনটা মেইন ক্যাচাল হৈছিলো তা উল্লেখ করেছি। এছাড়াও নাস্তিক-আস্তিক ইস্যু, লুলামি, ছাগু-ভাদা ইত্যাদি নিয়ে ক্যাচাল লেগেই থাকতো।
আপনার ব্লগ গবেষণা চলছে এখনও?
১২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
নীরব 009 বলেছেন: হামা ভাই, প্রথমে শুভেচ্ছা। আপনার গল্প পড়ে আমার এবং আমাদের প্রথম যে কথাটা ছিল সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। আমার কাছে আপনি একজন তুখোড় গল্পাকার হিসেবে চেনা থাকবেন। ভাল থাকুন সবসময়। লিখতে থাকুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নীরব। ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে।
১২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
সায়ান তানভি বলেছেন: ব্লগে পড়া প্রথম লেখা বোধহয় এটাই ,চমকপ্রদ আর মধুর , ব্লগ আমাকে টানে না, যতটা ফেসবুক ।,কিন্তু এখন মনে হচ্ছে ব্লগেও মজা আছে ।চমৎকার লিখেছেন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
হাসান মাহবুব বলেছেন: আপনি খুব ভালো লেখেন। অন্যান্য ব্লগারদের পোস্টও পৈড়েন। আর কমেন্টের রিপ্লাই দিয়েন। কমেন্টের রিপ্লাই না দেয়া বা বেছে বেছে দেয়া এক মারাত্মক ব্লগীয় অভব্যতা হিসেবে গণ্য করা হয়। শুভকামনা রইলো।
১২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
গ্রীনলাভার বলেছেন: আসলেই কিছু অনর্থক ব্লগরব্লগর করলেন হামাভাই। কার পাছায় কাপড় নাই, কার কোষ্ঠকাঠিন্য আছে; এগুলোর খোজ দিয়ে কি লাভ? আপনি তো এমনিতেই অনেক চমৎকার পজেটিভ ব্লগ লিখেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
হাসান মাহবুব বলেছেন: উহু, এইভাবে বলা যাবে না। ইহা একটি সুশীল ব্লগ
১২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
পাজল্ড ডক বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
১৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমেই রইল আন্তরিক শুভেচ্ছা, একাল-সেকাল এর সেতুবন্ধন হয়ে আমাদের মাঝে আছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। লেখাটি প্রিয়তে রাখলাম, সময়ে সময়ে আগের ব্লগিয় জগতে বিচরণ করা যাবে।
ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। শুভকামনা রইল।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভ্রমণ এবং লেখালেখি অব্যাহত থাকুক।
১৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার মন্তব্যের উত্তরে আমিতো হেসেই চলেছি , এছবির এই অর্থ ! তা তো বুঝতেই পারিনি ,আপনিতো তাও একটু
নাড়া দিলেন আর অন্য অনেকের মন্তব্যেও এক ই কাজ করেছি ,তারা কি ভাবছেন বলুনতো ? আমার ছোট মেয়েটি, যে এখন
ডেন্টালে থার্ড ইয়ারে পড়ছে সে শুনলে বলবে "বাহ আম্মু বাহ " । যাক আপনি আমাকে বাঁচালেন আমার মনে হয় চশমার পাওয়ার চেক করাতে হবে । আর আমি ভেবেছলাম এ-রকম অল্প হাসি আমার মত সিনিয়ারদের জন্য । এর মধ্যে এত কিছু লুকিয়ে আছে
বুঝতে পারিনি । আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: দুঃখিত, ঠিক বুঝতে পারলাম না। আমি কি কোনভাবে আপনাকে হার্ট করেছি? ইমোটার কোন বিশেষ অর্থ কী বলেছি? আমার ধারণা এই ইমোটা দেয়া হয় সাধারণত এটা বুঝাতে যে কোন একটা ব্যাপার অকথিত থাকলো, বুঝে নিতে হবে। তাই ভাবলাম আপনি আরো কিছু বলতে চেয়েছিলেন কি না। ভুল বুঝে থাকলে ক্ষমাপ্রার্থী।
১৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: ব্লগিংয়ে সাত বছর অতিক্রম করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। লেখায় সামুর জানা অজানা ইতিহাস জানা হলো।
লিখতে থাকুন আমরা পড়তে থাকবো। সামনের দিনের জন্য সুসাস্থ্য কামনা করি। লেখাটি প্রিয়তে নিলাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রামানিক ভাই।
১৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন । শুভকামনা থাকলো আপনার জন্য ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
লিও কোড়াইয়া বলেছেন: আসলেই এপিক পোস্ট। আপনপার ব্লগ অভিজ্ঞতা দেখে তো অামি পুরাই টাস্কিত। দেরিতে হলেও পড়ালাম। ভালো লাগলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আপনার রসমণ্ডিত লেখাগুলো ব্লগাররা বেশ পছন্দ করেন।
১৩৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়লাম যখন একটু খাকায়ে যাই , কথা আছে 'পুরান চাউল ভাতে বাড়ে' পুরান মানুষ নিশ্চয় ব্লগে থাকলে ব্লগারদের সাহস থাকবে । ভাল থাকবেন । ৭ বছর না হলেও ৬ বছররে কিছু বেশি দিন থেকে আপনাদের সাথে আছি , দেখছি নিয়ত পরিবর্তনের বালা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আসুন আমরা বেশি করে পুরান চাল রান্না করি
১৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: পেঁক, পেঁক, পেঁক
অভিনন্দন আপনাকে। ফান পোস্টের অভাব মিস করছি। দুই একটা উপভোগ করার মত ফানি পোস্ট এলে মন্দ হয় না কি বলেন? কমেন্ট থেকে ঠেলা পোস্ট পড়লাম। সব গুল কমেন্ট পড়া হয়ে ওঠেনি।
নিঃসন্দেহে চমৎকার পোস্ট
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
হাসান মাহবুব বলেছেন: হু, ফান পোস্টের বড় আকাল। আমি যখন মজা লুটতে চাই তখন পুরোনো কিছু মার্কামারা পোস্ট আছে সেগুলো পড়ি। শুভেচ্ছা।
১৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
অন্ধ দাঁড়কাক বলেছেন: ব্লগে আমার প্রথম পোস্টের প্রথম কমেন্ট আপনার দেয়া
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: একসময় নতুন ব্লগারদের পোস্টে প্রথম মন্তব্য করা নিয়ে পাল্লা চলতো কয়েকজনের সাথে! শুভেচ্ছা।
১৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কিরমানী লিটন বলেছেন:
"একদিন যে পথে হেঁটে গেছি প্রাতে
সেই পথ ভুলে গেছি- জীবনের স্রোতে ..."
চমৎকার মুগ্ধ বর্ণনে- স্মৃতির নস্টালজিয়া ...
জীবন প্রাতের- পথের তৃপ্তিরা, স্নিগ্ধতা ছড়াক- জীবনের পরতে পরতে, সজীবতার উল্লাসে...। অনেক শুভকামনা আর অনাবিল ভালোবাসায় ভরে উঠুক আমাদের আগামীর সারাটা দিগন্ত। অনেক শুভকামনা প্রিয় হাসান মাহবুব
ভাইকে এই নিরন্তর আলো ছড়ানো সাত বছর পূর্তিকে, আপনার অনুপ্রেরণার অনুরণনে সারাক্ষণ উজ্জিবনি খুঁজে ফিরি,খুঁজে ফিরি আমরা আমাদের নিজেকে, নিয়ত- স্বত্বার গভীরে। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা পেরিয়ে যাক- কালের দিগন্ত, অনেক শুভকামনা- বিনম্র শ্রদ্ধায় ...!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: আপনি তো এসেই জয় করেছেন। পুরষ্কার প্রাপ্তির জন্যে আবারও অভিনন্দন। শুভ হক ব্লগযাত্রা।
১৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: নতুন বছরের আগে আগে লগ ইন কইরা দেখি পোস্ট ব্যান
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
হাসান মাহবুব বলেছেন: সমবেদনা প্রকাশ করলাম।
১৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: আমারে দিয়া ফান পোস্ট কোনোদিনও পসিবল না মনে হয়
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: অসুবিধা নাই। কমেন্টেই মজা লৈতে থাকেন।
১৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
হ্যারিয়ার-৩ বলেছেন:
ব্লগিংয়ে দির্ঘ সাত বছর অতিক্রম করার জন্য অভিনন্দন। সামুর জানা অজানা ইতিহাস, ক্যাচাল জানা হলো।
লিখতে থাকুন আমরা পড়তে থাকবো। সামনের দিনের জন্য সুসাস্থ্য কামনা করি। ভাল থাকুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
১৪২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
ওয়াহাব ৰাদশা বলেছেন: আমার দ্বিতীয় পোস্টে আপনার মন্তব্য ছিল। সেটা দেখে বড়রকমের ধাক্কা খাইছিলাম! আপনি সেটা ফেবুতে শেয়ার ও করেছিলেনন! বিস্ময়ের চূড়ান্ত সীমা। খুবই ইচ্ছা ছিলো ওই সময়ে আপনাদের সাথে ব্লগিং করে যাওয়া! নানা কারণে হয়ে উঠে নি! ব্লগিং ব্যাপারটা আস্তে আস্তে হারিয়েই গেলো। সামু ব্লগ আপনাকে কি দিয়েছে জানি না কিন্তু আপনি ব্লগকে অনেক কিছু দিয়েছেন। কতোটা শক্তিশালী লেখক আপনি! আপনার লেখা পড়ার সময় ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভুগি! আমিও টুক্টাক লিখি কি না!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
হাসান মাহবুব বলেছেন: আপনাদের এই যে এত শত উৎসাহ দেয়া, আমার লেখার মূল্যায়ন করা, এর চেয়ে বেশি কিছু আমি আর কী চাইতে পারি? ব্লগ এবং ব্লগারদের কাছে আমার ঋণের শেষ নেই। অনেক ধন্যবাদ!
১৪৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
রাজসোহান বলেছেন: আরেকটা পর্ব লিখেন। এইটা প্রথম পর্ব, পরেরটা দ্বিতীয় পর্ব
আমার ব্লগিংয়ের বয়স ৬ বোচোর হৈয়া গেলো। ক্যামনে কি ভাই? আমারইতো মনে হইতেসে এইতো ২/৩ বছর আগেই
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
হাসান মাহবুব বলেছেন: একটা পোস্ট দিা ফালাও। সমস্ত ইনসমনিাাককে গভীর ঘুম থেকে জাগায়া তোলো
১৪৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
রুমমা বলেছেন: ডিং ডং ডিং ডং
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: ডিং ডং ডিং ডং!
১৪৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
রুমমা বলেছেন: তুই ব্লগ লিখিস সাত বছর চার সপ্তাহ আর আমি সাত বছর তিন সপ্তাহ।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: একসাথে সুদীর্ঘ পথ চলা
১৪৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
রাজসোহান বলেছেন: প্রেমের জন্য আপনি আমারে একটা গল্প লিখ্যা দিসিলেন, সেইটা মনে আছে?
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: গল্পটার জনপ্রিয়তা দেখে হিংসিত হৈসিলাম
১৪৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা এবং মেহদী কাহিনি পড়ে (আরও গভীরে গিয়ে খুঁজ নিয়ে এলাম) আমি হাসতে হাসতে শেষ। বিনোদনের ঘাটতি ছিল না তখন দেখছি
কিন্তু মহাকবি মেহদীর মতো অনেক কবি আজকাল মনোযোগ পাচ্ছেন না। দিমু নি দু'একটা?
যাক, বর্তমান ব্লগ-সমাজে এটি সকলের জন্য শোভন হবে না।
সরাসরি আক্রমণ করার বিষয়টি এখন প্রায় অনুপস্থিত। সে সাথে অনুপস্থিত অবজেকটিভ ক্রিটিসিজম।
জায়গা নিয়েছে তেলামি।
তাছাড়া, এখন ব্লগাররা আগের চেয়ে সহনশীল, অথবা পরমতসহিষ্ণু বলতে পারেন।
কিন্তু মেহদী তো অনেক ধুরন্দর ব্লগার ছিলেন। তার কিছু মন্তব্য পড়ে আসলাম।
ব্লগার কালপুরুষের সাথে আমার যোগাযোগ হয়েছিল অন্য একটি ব্লগে। একদিন বইমেলায় আড্ডাও হলো। তিনি ছিলেন আরেকজন ডাই-হার্ড ব্লগার, পরবর্তিতে কবিও ছড়াকার। একটু লুলামি ছিলো, তা তিনিও জানেন
শুনুন ব্লগের ক্যাচাল যুগে আমি ঢাকার বাইরে। সিটিসেল মোডেম দিয়ে ইন্টারনেটের সাথে সংযোগ ছিলাম। গুগল সার্চে হঠাৎ একদিন সামু'র গুহায় পা পড়লো। দেখলাম যে, পোস্টের চেয়েও মন্তব্য বেশি মজার। তখন কখনও ভাবি নি যে, আমিও একজন পোস্টদাতা/মন্তব্যদাতা হবো। ফিল্ডের কাজ... খুব ব্যস্ত থাকতে হতো।
আপনাদের মতো নিবেদিত প্রাণ হয়ে ব্লগে সময় দিতে পারি নি কখনও। হবেও না। এজন্য আপনাদেরকে খুব সরমান করি
কিন্তু সাত বছর পূর্তিতে অভিনন্দন তো দিতে হবে। সেটা দিচ্ছি... লন!
আপনাকে উপহার হিসেবে একটা কনফেশন করে যাই: আমার আগে থেকেই আমার আরেকটি নিক সামুতে আছে। আসলে ওটাই আসল নিক ছিল। কিন্তু খুব শিঘ্রই ছদ্মনামে থাকার সিদ্ধান্ত পাল্টালাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
হাসান মাহবুব বলেছেন: মেহদীর মত কারো খোঁজ পাইসেন! বলেন কী! অসম্ভব! গুরুর তুলনা কেউ হতে পারে না। (গুপনে জানায়েন)।
উনার লুলামীর একটা এক্সক্লুসিভ এফ বি এ্যালবাম আছে ব্লগার তামিম ইরফানের প্রোফাইলে। সেইরকম জিনিস
এখন ব্লগে একটা জিনিসের বড় অভাব। বিনোদন। গত কয়েকদিন কেটেছে আমার পুরোনো মজার পোস্টগুলোতে বিচরণ করে।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
১৪৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
-দীপু বলেছেন: একটু ভুল বুঝাবুঝি হয়েছে - "অ্যাথিস্ট" আইডিটা ফেসবুকে ছিল, সামুতে এটাই প্রথম । শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: ওহ আচ্ছা। স্যরি। শুভ ব্লগিং।
১৪৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: শিশু ব্লগার হিসাবে জানলাম অনেক কিছুই।। ধন্যবাদ।।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
হাসান মাহবুব বলেছেন: পাল্টা ধন্যবাদ সচেতনহ্যাপী। অনেক শুভেচ্ছা রইলো।
১৫০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: কতশত স্মৃতি..
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর ব্লগে ৩০০ কমেন্ট পূর্ণ হৈলো থিংকু রোমাস।
১৫১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
২০০৭/০৮ এ ক্যাঁচালের অবস্থা কি আরো হাইপার ছিল?
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
হাসান মাহবুব বলেছেন: অবশ্যই। সাথে ছিলো আনলিমিটেড বিনোদন।
১৫২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি প্রেজেন্টেশান রেডী করার ঝামেলায় এবারেরটার লাইভ বিনোদন নিতে পারতেসিনা আফসোস!
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
হাসান মাহবুব বলেছেন: ভালো ক্যাচাল লাগসে। Click This Link
১৫৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
সিদ্ধার্থ. বলেছেন: আপনার পোস্টটা পড়ে নিজের ড্রাফট পোস্ট গুলি দেখছিলাম ,তারমধ্যে অর্ধেকই ক্যাচালএ ভর্তি ।কিন্তু একটা ক্যাচালেও আমাকে কেউ গালি দেয় নি ,এটাই ছিল সামু ,যেখানে যুক্তিপূর্ণ অতি আক্রমণাত্বক আলোচনা চলত আবার নির্লজ্ব গালাগালি ও ব্যক্তি আক্রমনও চলত ।এখন কেমন যেন স্থিতিশীল ,স্থিতিশীল না বলে বদ্ধ বলাই ভালো ।
সত্যি কথা বলতে সামুতে না আসলে জানতেই পারতাম না বিবর্তনবাদ নিয়েও এত ক্যাচাল করা যায় ।সামু না আসলে "আমি ই ঠিক ,আমার দেশ ই ঠিক ,আমার যা কিছু ,
সবই ঠিক " এই ভ্রান্ত ধারনাই হয়ত থেকে যেত সারা জীবন ধরে ।
সাত বছর অতিক্রম করবার শুভেচ্ছা ,আরো সাত বছর অতিক্রম করতে রাজি আছি যদি "ডায়নোসরের ডানায় " চেপে কোনো "জোনাকচারী"র দেশে যেতে পারলে ।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সিদ্ধার্থ। মন্তব্যের শেষ অংশে আমার দুটো লেখার উল্লেখ করেছেন, এর মধ্যে একটি অনেক পুরোনো। মনে রেখেছেন বলে অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভেচ্ছা।
১৫৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
রক্তিম দিগন্ত বলেছেন: ভাই কই আপ্নে?
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন: আছি। দেখছি।
১৫৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: ক্যাচাল তো কইছিলাম আমি লাগামু একখান। তবে সেইটা এইভাবে না।
আপনাকেও তো জড়াইছে এইসবে। দেখছেন?
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: কমেন্টে দেখলাম। পোস্ট মুছে দিয়েছে। তাই জানা হলো না ঠিক কী বলেছে। সেই আমলের সামু ব্লগাররা হৈলে ঠিকই স্ক্রিনশট নিয়ে রাখতো
১৫৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: আমার পোষ্টে গিয়া দেখেন ভাউ। আমি মুছি নাই।
যেইগুলা মুছছি তার রেকর্ড রাখা আছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
হাসান মাহবুব বলেছেন: গ্রেইট!
১৫৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
মাহমুদ০০৭ বলেছেন: প্রথমেই অভিনন্দন । ৭ বছরের ল্যান্ডমার্ক ।
ব্লগে নানাজনে নানাকারণে আসে। ব্লগ কে ভালবেসে থাকে কয়জন? আপনি এই পরিক্ষায় শতভাগ পাস করেছেন।
ব্লগ আপনাকে যতটা দিয়েছে , আপনি ব্লগ কে তার চাইতে বেশি দিয়েছেন বলে আমার ধারণা ।
আজ একজন ব্লগার আপনার মন্তব্য পেলে খুশি হয় , অনুপ্রাণিত বোধ করে।
সামুর গল্পকারদের নাম উঠলে প্রথমে আপনার নাম আসে। লেখালিখিতে একটি অবস্থানে আপনি গিয়েছেন । একবার এক স্পিনিং মিলের ম্যানেজারের ওখানে গিয়ে দেখি, তার মনিটরে আপনার গল্প ভাসছে।
আমি চিটাগাং এর অনেক কে জানি , যারা আপনার নাম জানেন এবং আপনার গল্প পড়েন ।
প্লাটফর্ম হিসেবে সামুকে অনেকে গোনায় ধরে না , তাদের ধারণা এগুলার চাইতে সচল বা অন্য গুলা বেটার। আমি তার প্রতিবাদ করে বিশেষভাবে দুটা নাম বলি - ১) ইমন জুবায়ের । ২) আপনি ।
বলতে চাই - আপ্নিও সামুর একটা ব্র্যান্ড ।
ব্লগ পড়ি ২০১১ সাল হতে । তবে নিয়মিত পড়তাম না ।এখনো পড়ি না।তখন বিশেষ করে বছরের শেষ দিক দিয়ে পড়া শুরু করতাম । সংকলন পোষ্ট ধরে ধরে পুরা বছরের হাল হাকিকত জেনে যেতাম।
আপনি আমার প্রথম পোষ্টেই অনুসরনে নিয়েছিলেন। সেদিন বিস্মিত হয়েছিলাম। এখনো আছি । ব্যাপারটি আমার জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমি জানি আমার মত আরো অনেকেরই প্রথম অনুপ্রেরণার উৎস হিসেবে আপনি আছেন।
মাঝে মাঝে বড় কমেন্টের পিচ্চি উত্তর দেন , ভাল লাগে না , হাহাহ।
গল্পের ক্ষেত্রে আমার মত অনেকেই আপনার মন্তব্য আশা করেন। সবাই জানেন , এই লোক যা মনে হবে তাই বলবে।
আলগা বিনয় দেখিয়ে মিথ্যে বলবে না । ব্যাপারটা সবার কাছে আপনাকে আস্থাশীল করেছে , সন্দেহ নেই।/
আজ সামু আর আপনি মুদ্রার এপিঠ ওপিঠ । লেখালিখির ক্ষেত্রে আপনার সিদ্ধি কতটুকু তা সময় বলে দেবে।
যারা লেখালিখি করছেন সবার বেলায় একই কথা। কিন্তু আপনি একজন রাইটার এই বিষয়ে কোন সন্দেহ নেই। বাংলা গল্পে আপনি একটি আলাদা ঘরানা , আলাদা মেজাজ নিয়ে এসেছেন।
আপনি কাউকে কাউকে প্রভাবিত অ করেছেন। যেম মাক্সের গল্পে আপনার প্রভাব টের পেতাম।
আমি ভেবেছিলাম হয়ত সামু হতেই আপনার লেখালিখি শুরু । কিন্তু যেদিন বলেছিলেন , আপনি ১৫ বছর ধরে লিখেন খুবই বিস্মিত হয়েছিলাম। শুরুতে আপনার গল্প এড়িয়ে যেতাম। অফস্পিন নামের একটা গল্প পড়ে আপনার গল্প পড়া শুরু। তখন
খুবই মুগ্ধ হয়েছি। আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ জানাতে চাই। আপনার প্রিয় তে রাখা পোস্ট হতে সায়েম মুনের কাকতারুয়া গল্পটি পড়েছিলাম। যেটি ব্লগে পড়া আমার সবচাইতে প্রিয় গল্প।
পোষ্টে আপনার লেখালিখি নিয়ে কিছু থাকলে ভাল লাগত।ব্লগ আপনার লেখনিতে কেমন প্রভাব ফেলেছে, ব্লগের মন্তব্য আপনার গল্পভাবনায় কোন পরিবর্তন আনে কিনা - জানতে ইচ্ছুক । আপনার ৫ জন প্রিয় ব্লগার এর নাম ( সম্ভব হলে ) জানতে চাই।
এলেমেলোভাবে বেশ কিছু কথা বলে ফেললাম। আবারো শুভেচ্ছা অভিনন্দন। নতুন বছর আপনার জন্য আরো কল্যাণ বয়ে আনুক। ওজনে সম্মানে ভালবাসায় মানুষের হৃদয়ে আপনার নামটি অটূট থাকুক।
হ্যাপি ব্লগিং।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: মাহমুদ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জবাব দিতে দেরী হবার জন্যে। বৃহস্পতিবার রাতে যখন কমেন্টটা দেখি, অ্দ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হলো মন। সেটাকে ব্যাখ্যা করা কঠিন। গর্ববোধ করেছিলাম আমার লেখার বিস্তারের কথা জেনে। বিব্রত হয়েছিলাম নিজের সম্পর্কে এত পজিটিভ কথা পড়ে। মনে প্রশ্ন জেগেছিলো, আমি কি আসলেই এত সম্মানের যোগ্য? কী রিপ্লাই দেবো এই কমেন্টের! হতচকিত ভাব কাটতেই দুই দিন লেগে গেলো! ব্লগকে আমি কি দিয়েছি, আর ব্লগ আমাকে কি দিয়েছে, এই প্রশ্নের উল্লেখ আছে তোমার কমেন্টে। আমি তো মনে করি এই পোস্টের কমেন্টগুলো আমার জন্যে বিশাল এক অর্জন। এর চেয়ে বেশি আমি আর কী চাইতে পারি?
দীর্ঘ মন্তব্যের পিচ্চি রিপ্লাই করার ব্যাপারে আরজুপনি আপাও উষ্মা প্রকাশ করেছেন। আমি আগে এরকম করতাম না। ইদানিং ফাঁকিবাজ হয়ে গেছি। এখন থেকে চেষ্টা করবো ব্যাপারটা মাথায় রাখার।
লেখালেখির বয়স আমার কম না। তবে প্রথম দিকে আমার লক্ষ্য ছিলো লিরিসিস্ট হবার। আমার ব্লগের ঊষালগ্নের পোস্টগুলি বেশিরভাগই ওই ঘরানার। ব্লগে আসার আগেও গল্প লিখতাম, তবে কম। একসময় অনুভব করলাম, গল্পে নিজেকে যেমন প্রকাশ করতে পারছি, অন্য ধরণের লেখায় তেমন পারছি না। তখন থেকেই মূলত গল্প লেখা শুরু।
ব্লগে গল্প লিখতে গিয়ে অনেক কিছু শিখেছি সহব্লগারদের কাছ থেকে। বিশেষ করে কয়েকজন কবি আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিলো। গল্প লিখতে গিয়ে কবিতা অথবা মুক্তগদ্যের মত হয়ে যায় কিছু কিছু অধ্যায়। এগুলো তাদেরই প্রভাবপুষ্ট।
মন্তব্যে পাঠকদের মতামত অত্যন্ত গুরুত্বের সাথে নেই। অনেক গল্পেই ব্লগারদের মন্তব্য অনুসারে সম্পাদিত করেছি। ব্লগে লেখার এই এক মস্ত সুবিধা। পাঠ প্রতিক্রিয়াটা সাথে সাথেই পাওয়া যায়।
চেষ্টা করি সমস্ত ভালো লেখায় কমেন্ট করতে। তোমার প্রথম গল্প পড়েই অনুসরণে রেখেছিলাম, যেন কোন লেখা মিস না হয়। প্রতিভা আর চুলকানি লুকায়ে রাখা যায় না
প্রিয় পাঁচজন ব্লগারের নাম বলতে গেলে থাকবেন প্রয়াত ইমন জুবায়ের ভাই, নুশেরা আপা, অমি রহমান পিয়াল, ফিউশন ফাইভ, নস্টালজিক,এবং... মহাকবি মাইকেল মেহদী
অনেক ধন্যবাদ এমন একটা মন্তব্যের জন্যে মাহমুদ। ব্লগ ঋদ্ধ হোক তোমার লেখা এবং মন্তব্যে।
১৫৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
এস কাজী বলেছেন: বাপরে ব্লগের এই অবস্থা ছিল?
ছোট ছিলাম তাই ভালায় ছিলাম দেখি
অনেক কিছু অনেক ইতিহাস জানতে পারলাম হামা ভাই। অনেক স্ত্রাতেজি ফলো করত দেখি অনেকেই। তবে শেষের প্যারা টা জোস হয়ছে। হাহাহাহা। নিজেই নিজের লুলামির কথা স্বীকার করলেন । হাহাহাহা
যাইহোক অভিনন্দন ৭ বছর পূর্তিতে। আমরা এক পাতা সিভিট এর মত আরও হাগার হাগার গল্প চাই আপনার কাছে
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: এক পাতা সিভিট আমারও খুব প্রিয় একটা লেখা। চেষ্টা থাকবে এমন গল্প আরো লেখার। শুভেচ্ছা রইলো।
১৫৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
রাবার বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন:আজ একজন ব্লগার আপনার মন্তব্য পেলে খুশি হয় , অনুপ্রাণিত বোধ করে। উনার সাথে একমত। আপনি হইলেন আমাদের আদর্শ হাসান ভাই। সাত বছরের শুভেচ্ছা জানবেন আর অনেকগুলি ভালোলাগা
++++++++++্
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাবার। শুভ ব্লগিং।
১৬০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
নস্টালজিক বলেছেন: ব্লগিং নিয়ে শুরুর কথামালায় খানিক চমকালাম। মনেই ছিল না যে আমি সুত্রধর।
তোমার মনে আছে কিনা জানিনা, সামুতে তুমি কিন্তু আমার নিক খুলে দিয়েছিলে। নস্টালজিক কবি নামে। সচলে সপ্তাহ খানে ব্লগিং করে দেশে ফিরে তোমার সাথে দেখা। ততদিনে তুমি পুরোদস্তর ব্লগার। আর আমার দায়িত্ব ছিল তোমাকে ব্লগের নেশা থেকে ফেরানো। ফলাফল?
আমি নিজেই সামুর নিয়মিত ব্লগার হয়ে গেলাম।
তোমার পোস্ট পড়ে অনেক কিছুই জানলাম, তার বেশির ভাগই এমনকি আমারও অজানা ছিল এতদিন। সে সবে খুব বেশি আগ্রহ ছিল না, বোধও করলাম না, তবে তোমার লেখার সুত্র ধরে সেই শুরুর দিকগুলো চোখের সামনে ভেসে এল। তোমার পোস্টে রাত জেগে আড্ডা, কোনো কোনো সন্ধায় তোমার বাসায় আসা। ব্লগ নিয়ে, পোস্ট নিয়ে, লেখা নিয়ে কাটাছেড়া। কিচ্ছু না ভেবে একদিন দ্যা গ্রেট ইনসমনিয়াক ক্লাব খুলে ফেলা। গেট টুগেদার, আড্ডা, ইফতারি খাওয়া একসাথে। অনেক-অনেক গল্প আর সুন্দর স্মৃতি আমার জন্য।
তোমার গল্প, লেখার প্রতি প্যাশন এসবের সাথে আমি পরিচিত কিন্তু ব্লগিং এ যে জিনিষটা আমার দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো নতুন ব্লগারদের প্রতি তোমার উৎসাহ। এই ব্যাপারটা খুব ভালো।
হ্যাপি ব্লগিং এন্ড কিপ গোইং।
স্টিল আ লং লং ওয়ে এহেড!
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: মনে থাকবে না! কী বলো! প্রথমদিকে নস্টালজিক আইডিটা অনেকেই ভাবতো আমার মাল্টি। জানা আপাও তাই ভাবতো। এজন্যে ওটা সেফ করতে সময় নিয়েছে অনেক। পরে ফোনে জানা আপাকে তোমার পরিচয়টা বলার পরে সেফ করে দেয়।
তোমার-আমার দুইজনেরই বিবাহ হয়েছে ব্লগ থেকে।
ছয় বছর হয়ে গেলো। তুমিও একটা নস্টালজিক পোস্ট দাও না! ইনসমনিয়াকদের ঘুম থিকা তোলো!
থিংকু। উয়েল্কাম।
১৬১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
সায়েম মুন বলেছেন: বেশ লম্বা স্মৃতিচারণ। পোস্ট পড়ে পুরনো অনেক কিছু মনে পড়ে গেল। কিছুটা নস্টালজিয়ায় আক্রান্ত হলাম।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
সাত বছরের কালারফুল ব্লগজীবন আপনার। আরও দীর্ঘ কালারফুল জীবন কাটুক এখানে। শুভকামনা রইলো। হ্যাপী নিউ ইয়ার ২০১৬।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: প্রথমদিকে আপনাকে আমি বাচ্চা ছেলে ভাবতাম। তাই তুমি কৈরা বলতাম। মনে আছে? হাহাহা!
শুভককামনা। ব্যস্ততার ফাঁকে পোস্ট দেয়ার সময় পান না জানি। তবে মাঝেমধ্যে টুকটাক কমেন্ট কৈরেন। ভাল্লাগবো।
শুভেচ্ছা।
১৬২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
তারছেড়া লিমন বলেছেন: অভিনন্দন হামা ভাউ...............আপনার লেখায় কমেন্ট করতে এখনও যে ভয় হয়...............
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ভয় পাওয়াই স্বাভাবিক। কারণ আামি তো বাঘ-সিংহ-গন্ডার-ভাল্লুক-মড-ডেভু-মাল্টি-টাল্টি-বাল্টি ইত্যাদি
১৬৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
সায়েদা সোহেলী বলেছেন: ওরে কতো ব্লগর ব্লগর করে রেএএএএ .!!!!!!!!!!!!! এতো পড়া যায় !!??
অভিনন্দন হাসান ভাই , আশা করছি এক যুগ পূর্তি তেও দ্বিগুণ ব্লগর ব্লগর পোস্ট পড়তে বাধ্য করবেন
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: আমিও তেমনটাই আশা করি। আশা করি আপনিও সাথে থাকবেন। শুভেচ্ছা।
১৬৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
টয়ম্যান বলেছেন: সবশেষে কিছু স্বীকারোক্তি - গালাগালি করার কু অভ্যাসের কথা আগেই বলেছি। সেই সাথে নতুন নতুন ব্লগে এসে কিছু ইরিটেটিং কাজ করেছিলাম। সবাইকে নিজের পোস্টের লিংক দেয়া, নিজের পোস্টে অন্য নিক থেকে প্লাস দেয়া, ফেসবুকে বন্ধু ব্লগারদের প্লাস দিতে এবং প্রিয়তে নিতে বলা... বড়ই লজ্জাষ্কর সব ব্যাপার স্যাপার! তখন ভালোবাসাময় ন্যাকা ন্যাকা পোস্ট দেখলে মেজাজ চড়ে যেতো। কত ভালো ভালো পোস্টে অযথাই মাইনাস দিয়ে এসেছি নীরবে! ব্লগে লুলামি না করলেও মহিলা ব্লগারদের সাথে ফেসবুকে লুলামি করেছি।
এমন স্বীকারক্তি পইড়া মনে হইলো হামা ভাই আপনি মানুষ না ফেরেশতা । আল্লাহ আপনারে আরো অনেক দিন বাচায় রাখুক । ও হ্য সাত বছরের শুভেচ্ছা নিয়েন
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভ্রাতা, সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষ। ফেরেশতা না। আর কারো মধ্যে যদি ফেরেশতা ভাব দেখেন, তার থেকে শত হাত দূরে থাকবেন। ডেফিনেটলি দেয়ার উইল সামথিং রং উইথ দ্যা গাই।
শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন আপনাকে ব্লগর ব্লগর ভাল লাগলো
সব চাইতে ইন্টারেস্টিং ছিল লাস্ট প্যারা
শুভ কামনা
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা। ভালো থাকবেন
১৬৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
অভ্রনীল হৃদয় বলেছেন: অভিনন্দন হামা ভাউ। সাত বছরের শুভেচ্ছা জানবেন। সাথে নতুন বছরের শুভেচ্ছা রইলো। ভালো কাটুক আগামী দিনগুলো ও আগত প্রতিটি বছর।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
১৬৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
এরশাদ বাদশা বলেছেন: প্রথমে দেরীতে আসার জন্য ক্ষমাপ্রার্থনা করছি, ব্লগে তেমন একটা আসিনা বলে এটাকে অতি সহজেই মার্জনা করতে পারেন। প্রথম থেকেই আপনার ব্লগিং এর স্বকীয়তা দৃশ্যমান ছিলো। আপনাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। ব্লগের প্রায় শুরু থেকে ছিলাম বলে ব্লগটার উপর মোহ জন্ম গেছে। পুরোনো দিনগুলো চোখের সামনে ভেসে উঠলো আপনার লেখায়। ক্যাচাল বিভাগে মনে হয়ে ছাগু লালসালুর সাথে আমার ক্যাচালটা উ্ল্লেখ করা যেতো। আপনি যাদের নাম বলেছেন, সেই ক্যাচালে অনেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলো। যাহোক, ক্যাচাল এড়িয়ে যাওয়াই ভালো।
ভালো থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: আপনি এখনও ব্লগে আছেন দেখে ভালো লাগলো। আপনার ঐ ক্যাচাল পোস্টটির কথা মনে ছিলো না। আমি ভেবেছিলাম জেনারেলের টুপি বিষয়ক পোস্টটা দেবো। ভুলে গেছি পরে। দ্বিতীয় পর্বে লিখলে দেয়া যাবে।
শুভেচ্ছা।
১৬৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ/
১৬৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
আরজু পনি বলেছেন:
..........
আজকের বিশেষ দিনটা আপনাকে রাফ টাফ হাসান থেকে নরম-কোমল মনের হাসানে পরিণত করেছে বলেই আমার মনে হয়
পিতৃজনম সুখের হোক ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পনি আপা। সন্তান এক আশ্চর্য পরশপাথরের নাম। যার ছোঁয়ায় লোহা হয়ে যায় সোনা। ভালো থাকবেন।
১৭০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
আজমান আন্দালিব বলেছেন: এই সুদীর্ঘ সময়ে আমিও ছিলাম অনেক কিছুরই স্বাক্ষী হয়ে। এখনও আছি। তবে এখন কম লিখা হয়। পড়ি শুধু। মোবাইলে লেখার যন্ত্রণা অনেক। ল্যাপটপে বসতে ইচ্ছা হয়না কিংবা বলা যায় ইচ্ছে করেই বাসিনা। আবার কবে নিয়মিত হবো বলতে পারিনা...আদৌ হতে পারবো কিনা তাও জানিনা।
স্মৃতিচারণ অনেক ভালো লাগলো। পুরোনো ব্লগারদের মিস করি অনেক। নতুন ব্লগাররা ভালো করছে এখন। মাঝে মাঝে ছোট্ট মন্তব্যেই সীমাবদ্ধ রাখি নিজেকে।
শুভকামনা জানাই আপনাকে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! আপনার লেখাগুলো খুব ভালো লাগতো। আমার প্রিয়তেও আছে একটি গল্প। আশা করি সংকট ঘুচিয়ে আবার লেখায় ফিরবেন। শুভেচ্ছা।
১৭১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
সায়ান তানভি বলেছেন: আমার লেখার প্রতি আপনার সহৃদয় পক্ষপাত আমাকে আনন্দিত করে ।আর আপনার আন্তরিক পরামর্শ অবাস্তব নয় ।ভাবছি ব্লগে সময় দিবো।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সায়ান তানভি। ব্লগের নেশায় মজে যান। শুভ ব্লগিং।
১৭২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই আমার ক বছরের ব্লগিং জীবনে আপনাকেই একমাত্র দেখলাম ব্লগে নিয়মিত সময় দিতে।আমরা কতজন এলাম আর গেলাম আপনি ঠিক ই সুস্থ সুন্দর ব্লগিং এর ধারা কে ধরে রেখেছেন।দিন দিন শানিত হচ্ছে আপনার লেখাও।আপ্নার লেখার মাধ্যমে অনেক অজানা মজার কথাও জানলাম । আমার মনে পড়ে ক্যাচাল করার জন্য মেলা নিক খুলেছিলাম কিন্তু খোয়াবার ভয়ে ১ টার বেশী ইউজ করতে পারিনি তখন কার ক্যাচালেও বিনোদন ছিল, উত্তেজনা ছিলো। আর এখন কার ক্যাচালও পানসে লাগে।তবে আপনার মন্তব্য পেলে অনেক খুশী হতাম এটা মনে পড়ে ,এখনো হই, সব ব্লগার ই হয়।তাই নতুন ব্লগার দের এবং তাদের মনোবল জিইয়ে রাখার জন্য সামুতে একজন হাসান মাহবুবের প্রয়োজন সবসময়। শুভ ব্লগিং ও শুভকামনা।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
হাসান মাহবুব বলেছেন: আপনি তো ভিনি ভিডি ভিসি (এলাম, দেখলাম, জয় করলাম) ব্লগার। কেন যে চলে গেলেন!
শুভেচ্ছা।
১৭৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্লগে আইডি খোলার পর ক'জনের লেখা মুগ্ধ হয়ে পড়তাম, শেখার কিছু পেতাম- আপনি তাদের মাঝে অন্যতম ছিলেন। আমি রাফ-টাফ, ক্যাচালের সময়ের হামা'কে পাইনি, বরঞ্চ একটা শান্ত সময়ে পরিণত লেখক হামা'কে পেয়েছি। এটাও ভালই হয়েছে একদিক থেকে লেখার সময় অন্যান্য ব্লগারদের জন্যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছিলেন (এবং করে যাচ্ছেন এখনো) আপনি, যেটা কেবলমাত্র কন্সট্যান্ট অ্যাটেন্ডেন্স আর কমিউনিকেশনের মাধ্যমেই সম্ভব।
আমি ক্যাচাল-যুগের সামুকে চিনি না, এবং সত্যি বলতে তাতে খুব একটা আপসোস নেই আমার, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে বাংলা ব্লগ কি জিনিস, আমি স্রেফ আপনাকে দেখিয়ে দেব। চাই আরও ব্লগিং করে যান মৃত্যুর আগপর্যন্ত, জগতে কিছু জিনিস ধ্রুব থাকা দরকার আছে, বাংলা ব্লগ আর হামার সরব উপস্থিতি তেমনি একটা ধ্রুব সূত্র হয়ে থাকুক।
আর দায়িত্বশীলরা কি করছেন? এই পোস্টটা স্টিকি হওয়া দরকার ছিল।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: ক্যাচাল যুগের কালিমাকে ঘুচিয়ে দিয়ে যারা শূদ্ধ এবং শুভ্র ব্লগিংয়ের অগ্রদুত হয়েছেন, তাদের মধ্যে আপনি অগ্রগন্য। চলেন শেষ পর্যন্ত থেকেই যাই!
শুভেচ্ছা।
১৭৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
কথাকথিকেথিকথন বলেছেন: বিশাল লেখাটি অফলাইনে পড়েছিলাম । পড়তে বেশ লেগেছিল । ব্লগ নিয়ে অনেক কিছু আবিস্কার করলাম । জানলাম শুরু থেকে অবধি । কিছু ভাললাগা আর কিছু খারাপলাগা অনুভব করলাম । তবে আপনার সক্রিয়তা দেখে বেশ অবাক হলাম যেখানে আপনার সাথের প্রায় সবাই প্রস্থান করেছে । আপনার এই সক্রিয়তা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছে যা অস্তিত্বে বিরল । সকলের কাছে আপনি এখন একজন অনুপ্রেরণার নাম, আপনি স্বয়ং অনুপ্রেরণা ।
অনেক অনেক শুভেচ্ছা ৭ বছর ফুর্তিতে । শুভ কামনা রইল অনেক আগামীর পথে বিরামহীন এগিয়ে যাওয়ার ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
১৭৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
নাঈম বলেছেন: দেরীতে অভিনন্দন জানাইয়া গেলাম, ক্ষমা কইরা দিয়েন।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আপনাকে দেখে ভালো লাগলো। ভালো থাকবেন।
১৭৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাই, ব্লগে পড়া প্রথম লেখনী আপনার এই লেখাটা। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধনবাদ। শুভ ব্লগিং।
১৭৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
হাসান মাহবুব,
আপনি গ্রে এড়িয়াতে লেখালেখি করেন। তেমন গল্পকার হাসান মাহবুবকেই আমি জানি। এর বাইরেও আপনি মন খুলে কথা বলতে জানেন; এই পোস্টটি না পড়লে অজানাই থেকে যেতো। আপনার মন্দস্বভা্ব গুলোতে কষে মাইনাস। আর যা অনুভবের, চেতনার, ভালোবাসার ... ভাললাগা ও শুভ কামনা।
আসলেই অবাক হলাম। আপনি কথা বলেন তবে! হাহ হা।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: আমি একটু চুপচাপ টাইপের, কিন্তু উপযুক্ত পরিবেশে প্রিয় মানুষদের সংস্পর্শে এলে সব জড়তা মুছে যায়।ব্লগ তেমনই একটি পরিবেশ, ব্লগাররা তেমনই প্রিয় বন্ধু।
শুভেচ্ছা!
১৭৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
স্পর্শিয়া বলেছেন: এতগুলো বছর এখানে এত সুন্দর সব গল্প লিখে চলার জন্য আপনাকে অভিনন্দন হাসান মাহবুব।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্পর্শিয়া। শুভেচ্ছা রইলো।
১৭৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: কিছুটা রাগ কিছুটা অভিমান।। ছেলেমানুষী বলতে পারেন।তবে মায়াটা ঠিক ই রয়ে গেছে।এবার কোনো বই বের হচ্ছে আপনার মেলাতে ?
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
হাসান মাহবুব বলেছেন: বই একটা বের হবে।তবে মেলাতে আসতে হয়তো দেরী হবে।
১৮০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
তুষার আহাসান বলেছেন: ৬৩ তম ভাল লাগা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।
১৮১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
তুষার আহাসান বলেছেন: পরিবেশ বন্ধুর কথা কেন বললেন না,সেটাই ভাবছি।
আমি পরিবেশ বন্ধুর ফ্যান।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: আমিও তার পাঙ্খা।একটা সেকেন্ড পার্ট লেখা দরকার।
১৮২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: হামা ভাই নস্টালজিক হয়া গেলাম নাভানার সিভিল ইঞ্জিনিয়ার, বছরের সবচেয়ে বেশি মাইনাস পাওয়া ব্লগকে "চিকন মিয়া মাইনাস পুরষ্কার" এর কথা মনে করে। তয় ২ টা জন গুরুত্ব পূর্ণ নিকের কথা উল্লেখ করতে ভুলে গেছেন। শাহরুখ খানরে নিয়া পোষ্ট দেওয়া আফার কতা ও কম্পিউটার নিয়ে করা অন্য একজন ব্লগারের কতা। বয়স হয়া গেছে তাই ঐ ২ ব্লগারের নামটা মনে করতে পারলাম না।
এপ্রিল মাসে ৬ বছর পূর্ণ করুম। কেমন কইরা যেন অর্ধ যুগ পেরিয়ে গেল। হাজার-হাজার ব্লগার এলো গেলো কিন্তু আমিও কেমন করে যেন সামুতেই পইড়া থাকলাম। অন্য কোন ব্লগে নিক ও খোলা হলো না।
সামুতে আপনার ১ যুগ নিরবচ্ছিন্ন ব্লগিং দেখার আশায় রইলাম। এর পরে জানা আপার কাছে আপনাকে "ইমিরেটাস ব্লগার" উপাধি দেওয়ার জানানো হইবেক।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
হাসান মাহবুব বলেছেন: ওসব লেখবো ভাবছি দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।ইমিরেটাস মানে কী?
১৮৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সামুতে আপনার ১ যুগ নিরবচ্ছিন্ন ব্লগিং দেখার আশায় রইলাম। এর পরে জানা আপার কাছে আপনাকে "ইমিরেটাস ব্লগার" উপাধি দেওয়ার জন্য জোড় দাবি জানানো হইবেক।
জানা আপা দাবি মানিয়া না লইলে ব্লগাররা অরিল দুলাভাই এর নেতৃত্বে সামু ব্লগের অফিসের দরজায় পিৎজা হাট থেকে পিৎজা নিয়া অনশনে বসা হইবেক
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: "জোড় দাবী" মানে কী? জোড়ায় জোড়ায় দাবী? জোর দাবী করেন।
১৮৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
আমিনুর রহমান বলেছেন:
নস্টালজিয়ার মাঝে ডুবে গিয়েছিলাম আপনার পোষ্ট পড়তে পড়তে। আমার পড়া বর্ষ্পুর্তির পোষ্টের মধ্যে আপনারটা একেবারেই ব্যতিক্রম পোষ্ট। তবে মনেই হয় এতোগুলো বছর পার করে দিলাম ব্লগে।
আর পলাশ এর সাথে আমিও একমত আপনাকে "ইমিরেটাস ব্লগার" হিসেবে ঘোষনা দেয়া উচিত।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকিউ। কিন্তু ইমিরেটাস মানে কী?
১৮৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
আমিনুর রহমান বলেছেন:
সামু'র প্রিন্স
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: কী কন এ! কোন পিরিঞ্চ, নাভানারটা না তো আবার?
১৮৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "লেখক বলেছেন: কী কন এ! কোন পিরিঞ্চ, নাভানারটা না তো আবার?"
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন:
১৮৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
মৃদুল শ্রাবন বলেছেন: পুরা এক ঘন্টা লাগছে পোষ্ট এবং সবগুলা ম ন্তব্য পড়ে শেষ করতে। পুরাই অস্থির ব্যাপার স্যাপার।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
হাসান মাহবুব বলেছেন: সাত বছরের নস্টালজিয়া, কম না তো! ভাবতেসি সেকেন্ড পার্ট দেয়া যায় কি না!
শুভরাত।
১৮৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
সাজিল বলেছেন: হাসান ভাই, আপনার ব্লগ পড়ি বহুদিন।সেই সময় গুলোর কথা মনে পড়ে গেল। আপনি, পিয়াল ভাইয়ের ব্লগ, এটিম । দুর্দান্ত সেই সব দিন। ভাল থাকবেন সবসময়।
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সাজিল। শুভকামনা রইলো।
১৮৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
জনম দাসী বলেছেন: দুই ঘণ্টা পড়া শেষ করলাম, কারন খুব মন দিয়ে বুঝে পড়া আমার চিরকালের অভ্যাস।
''সেই প্রতিজ্ঞা বহাল রেখে, মাল্টি নিক নয়, নিজ নিকেই ফিরে এলাম''
++++++++++++++++++++++++++++++++++++++++++++
সৎ এবং সত্যবাদী, সৎ উদ্দেশ্যর সত্য মানুষেরা কখনও মাল্টি নিক নিয়ে আক্রমন চালায় না, কারন তারা জানে তার ছোট্ট সত্যর কাছে একদিন সব মিথ্যে আর ধুরন্দরদের হাড়তে হবে। এবং হেরে যাবেই, এ বিধাতারই লিখন। পুরো লেখার মধ্য সবার আগে আমি আপনার এই কথাটাকে ... বিনম্র শ্রদ্ধার সাথে স্যালুট জানাই ভাই। এমনি থেক সারাটা জীবন।
এ হতভাগী মা এই হাসানের নীরব পাঠক থাকেলেও, দোয়া করতে পাঁচ বছর আগে থেকে এখন পর্যন্ত পিছ পা হইনি।
স্বাদ সাধ্য দুটো থাকলেও কিছু দুখীর পাশে দাঁড়ানোর খাতিলে সময় করে উঠতে পারিনি। ছিল নানা রকম সামাজিক দায়বদ্ধতা। এখনও যে নেই তা নয়, তবে বেশীর ভাগ সময় বাসাতেই থাকা হয়। সামু আর সচলের প্রতি পিছুটান, কারন আমার সেই জন এখানে মাল্টি নিক নিয়ে লিখেন, শুধু তার লেখা পড়া আর ছুয়ে দেখা। এইতো;
হাসান, ভাই আমার... জীবনে যত বড় উত্থান পতনই আসুক না কেন, এমন তরই সত্যকে আকরে ধরে রেখ ভাই।
এই হতভাগিনী মা বা বোনের দোয়াও কখনো বিফলে যাবেনা ।
''ফেরেস্তার চেয়ে মানুষ উত্তম'' এ কথাতেও স্যালুট ।
ভাল থেক ভাই সব সময়, কলম চলুক সততায়, মানুষই হোক মানুষের জন্য।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: এই পোস্টে কনফেশন করার পর নিজেকে দায়মুক্ত লেগেছে অনেক। আর তার সাথে যুক্ত হয়েছে আপনাদের স্নেহার্দ্র শুভকামনা। আমি আবারও দায়বদ্ধ হয়ে গেলাম। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি পারবো, পারবোই অতীতের ভুল ভুলে সামনে এগিয়ে যেতে।
অনেক ধন্যবাদ আপা। আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগলো।
১৯০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
জনম দাসী বলেছেন: দোয়া রাখি এগিয়ে যাও ... সাথে আছি।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
হাসান মাহবুব বলেছেন: আশ্বস্ত হলাম। শুভরাত্রি।
১৯১| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
সকাল রয় বলেছেন: আমি ব্লগে ঢুকেই তো আপনাকে, ইমন জুবায়ের, শিরিষ, অমিত চক্রবর্তী, নির্ঝর দা কে পেয়েছিলাম। তখনও লেখালেখি শুরু হয়নি। আপনাদের লেখা পড়া শুরু করলাম আর সেই সাথে টুকটাক লেখালেখি।
শুভেচ্ছা রইলো
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: আহা! তারা আজ কোথায় হারালো! আপনিও যেন হারায় যায়েন না আবার। শুভেচ্ছা।
১৯২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমিও ব্লগের কথা প্রথম শুনি রানা ভাইয়ার কাছ থেকে। পড়ছিতো পড়ছিই............
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: পড়ুন, লিখুন, প্রকাশিত করুন নিজেকে। শুভরাত্রি।
১৯৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
রোবোট বলেছেন: কি খবর?
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি রোবোটাঙ্কেল। মনে রেখেছেন জেনে ভালো লাগলো। ভালো থাকুন সবসময়।
১৯৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রতিটি লাইন পড়লাম। অকপট কথামালা।
আপনার কিছুটা পরে আমি ব্লগে আসি। সেটা ২০১০ সাল।তাই আপনার উল্লিখিত ঘটনাবলীর অনেকগুলিরই সাক্ষি এই বান্দা।
অপটপিক: সামুতে আমার প্রথম নিকটি ব্যান হয়েছিলো।
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: কখনও ব্যান না খািলে সে কোন ব্লগার নাকি!
শুভেচ্ছা।
১৯৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
মহা সমন্বয় বলেছেন: ক্যাচাল করা ভাল না, আবার দুই পক্ষের ক্যাচাল থেকে অনেক কিছু শেখা যায় ও বটে। ক্যাচাল না লাগলে শিখব কিভাবে ? তবে গালিগালাজ একদম বরদাস্ত করা হবে না।
ব্লগ এখন যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে বলা যায়। এর কারণ একটাই আর তা হচ্ছে রাজনীতি, রাজনীতি স্থিতিশীল থাকলে সবকিছুই স্থিতিশীল থাকে।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
হাসান মাহবুব বলেছেন: হু তবে কিছুদিন ধরে কিছু ছাগু ব্লগার ঝামেলা করতেছে।
১৯৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
আল ইফরান বলেছেন: ব্লগিংয়ের সাত বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।
আপনাদের কাছ থেকে নীরবে অনেক কিছু শেখা হয়েছে এত দিনে, মুখ ফুটে কখনো বলা হয় নি।
সামুর সাথে পরিচয় ০৯/১০ সাল থেকে, ভুল যদি না হয় বাংলা ব্লগের একটা ক্রাইসিস পিরিয়ড পার হচ্ছে তখন (আই মিন, কাদা ছোড়াছুড়ি, মগাচীপ, নাস্তিক ইত্যাদি ইস্যু)।
তারপর ১১/১২ এর দিকে যখন রেজিস্টার্ড ইউজার হলাম (আই মিন কমেন্টার), তদ্দিনে আপনি বেশ গল্পকার হয়ে গিয়েছেন (অদ্ভুত অদ্ভুত সব গল্প)।
আগের এত ইতিহাস পড়া হয়েছে (কিছু অংশের নীরব স্বাক্ষীও), নতুন করে আবার পড়ে ভালো লাগলো।
পোস্টে প্লাস +++++++
বেচে থাকুন শত বর্ষ ধরে।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আল ইরফান। মন্তব্য পড়ে আপ্লুত হলাম।
১৯৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
পারভেজ বলেছেন: দ্য মেকিং অফ ব্লগার হাসান মাহবুব
অনেক স্মৃতি ঝালাই হলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা পারভেজ ভাই।
১৯৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
মনুমনু বলেছেন: মাইনাচ বাটন খুইজা পাইতাসি না......বদ্দা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন: মাইনাচ বাটন মিস্করি।
১৯৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
নীল_পরী বলেছেন: পুরনো অনেক কিছু মনে পড়ে গেলো!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
হাসান মাহবুব বলেছেন: আরে নীলা! ভালো লাগলো দেখে। ভালো আছেন আশা করি।
২০০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯
অচিন্ত্য বলেছেন: কী সাঙ্ঘাতিক!
রীতিমত হরর। আতঙ্কে হাত পা জমে যাওয়ার যোগাড়।
প্রসঙ্গতঃ
ঘটনাচক্রে ব্রাত্য রাইসুর সঙ্গে কিছুকাল একই কর্মালয়ে যাপন দিন গুজরান হয়েছিল। তার সঙ্গে অবশ্য কখনো কথা হয়নি। দূর থেকে দেখে তাকে সুশীল মনে হয়নি। বেশ ক্ষ্যাপাটে মনে হয়েছে। একবার নাকি আহমেদ ছফাকে তিনি খুব কুশীল কথা বলেছিলেন। এমন কথা, যা বলার পর শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার কথা। কিন্তু "লোকটি ব্রাত্য রাইসু ছিল বলে" ছফা সাহেব কিছু বলেন নি- শোনা কথা। আবার বলি, এই "লোকটি ব্রাত্য রাইসু ছিল বলে" কী বোঝায় আমি জানি না।
(শোনা কথায় নাকি কান দিতে নেই)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: আমি তার সাথে এবং তার লেখার সাথে পরিচিত না। তবে ব্লগে তার অবস্থান বিতর্কিত। পুরোনো পোস্ট ঘেঁটে তাই জেনেছি।
বইমেলায় চলে আসো। দেখা হবে।
শুভেচ্ছা।
২০১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
আরুশা বলেছেন: সাত বছর হাসান ভাই !!অভিনন্দন রইলো । আপনার পোস্ট থেকে পুরানা ইতিহাস জানলাম । আরো অনেক বছর লিখে চলুন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আরুশা। শুভকামনা রইলো।
২০২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: নীলপরী কয়জন আছে, হামা ভাই?
এই পোস্টের কমেন্টগুলো পড়ছি। ভাল্লাগছে
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: নীলপরী? জানি না তো!
২০৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:০৩
সাকিন উল আলম ইভান বলেছেন: আহা ভাই , ইতিহাস
অনেকদিন পরে এলাম ...
১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:০৬
হাসান মাহবুব বলেছেন: থেংকু ব্রো। ভালো লাগলো দেইখা।
২০৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে সাত বছর পূর্তি উপলক্ষ্যে টুপি খোলা অভিবাদন গ্রহণ করুন হাসান ভাই। আপনার এই পোস্টটি মাসখানেক আগে একবার পড়ে প্রিয়তে নিয়ে রেখেছিলাম। কিন্তু মন্তব্য করতে যেয়ে দেখি দুই লাইনের বেশি আর লিখতে পারছি না। পরে আবিস্কার করলাম দীর্ঘ বিরতি দেবার কারণেই এই দূর্দশা। যা হোক আপনি সামুর একজন কিংবদন্তী এটা বলার অপেক্ষা রাখে না। এ পোস্টের মাধ্যমে অনেক কিছুই পূর্নাঙ্গভাবে জানলাম, কিছু কিছু ব্যাপার আবছা ধোঁয়াশা ছিলো, সেগুলোও খোলাসা হলো। ব্লগের আজকের এই পরিবেশের পেছনে “দি এ টিমের” অবদান অনস্বীকার্য, তাদের প্রতি রইলো টুপি খোলা অভিবাদন। তবে মহাকবি মাইকেল মেহেদীর ব্যাপারে জানা ছিলো না সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো ............ তার পেঁক পেঁক কবিতাটি তো একটি অমর সৃষ্টি (!)।
এই পোস্টের কমেন্টগুলো পড়া হয়নি, আশা করি সময় ও সুযোগমতো সেই অপূর্ণতা ঘুচে যাবে। আপাতত দ্বিতীয় পর্বে দৌড় লাগাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
২০৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪
সফদার মামা বলেছেন: আহমেদ আরিফই কি এখনকার মিসির আলী?
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
হাসান মাহবুব বলেছেন: জানি না।
২০৬| ০২ রা মে, ২০১৬ রাত ১২:৪৬
আজম বলেছেন: আপনি সম্ভবত "আই মিস দ্যা ওল্ড মি" প্রোফাইল পিক হিসাবে ব্যবহার করতেন শুরু দিকে। ব্লগের প্রচুর ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানা গেল, ভালো থাকবেন।
০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: আপনাকে দেখে বেশ সারপ্রাইজড হলাম। ভালো থাকবেন।
২০৭| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০৪
রাঙা মীয়া বলেছেন: অভিনন্দন
০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।
২০৮| ০৮ ই মে, ২০১৬ রাত ১০:৫১
মন মানে না বলেছেন: আপনি ভালো আছেন ?
০৮ ই মে, ২০১৬ রাত ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: আছি ভালোই। আশা করি আপনিও ভালো আছেন।
২০৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৫১
স্বশিক্ষিত উন্মাদ বলেছেন: আহ! ^_^ সামুর পুরোনো অনেক কিছু জানতে পারলাম
"এ টিম" পার্টটুকু পড়ে মজা পেয়েছি :-D ওদের কথা আগে কয়েকবার শুনেছিলাম। আজ ভালোমতো শুনলাম।
আর পুরো পোস্ট পড়ে "আতঙ্কে হাত-পা জমে গেলো" :v :v
যাউকগা, আগে ফেসবুকে একটা ক্রিকেট রিলেটেড গ্রুপের ছাগু সুশিলদের গাদাম দিতাম। এখন আসছি সামুতে। ইনশাল্লাহ খেলা হবে ;-) ;-) ;-)
১৩ ই মে, ২০১৬ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: সাবাশ! এই তো চাই! খেলা হবে। আমরা খেলবো।
২১০| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০
সোহাগ সকাল বলেছেন: অনেককিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ হামা ভাই।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা সোহাগ সকাল।
২১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৫৪
নাইট রাইটার বলেছেন: এ রকম আরো পোস্ট দরকার।
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: আরো দুটো পর্ব আছে পড়ে দেখতে পারেন
http://www.somewhereinblog.net/blog/Paranoid/30100885
http://www.somewhereinblog.net/blog/Paranoid/30103169
২১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
আজম বলেছেন: অভিন্দন আপনাকে। ভালো থাকবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আজম। আপনিও ভালো থাকবেন।
২১৩| ০৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
আমি সাজিদ বলেছেন: ইতিহাস পড়লাম একটা
১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১
গেম চেঞ্জার বলেছেন: গ্রেট পোস্ট বস!!!!!