নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সাহায্য চাই- বাংলালিংক নেট এ্যাকটিভেট করবো কীভাবে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

নতুন ফোন কিনসি। নোকিয়া ২৩০। ইউজ করি বাংলালিংক। নতুন ফোনে কোনভাবেই নেট এ্যাকটিভেট করতে পারতেসি না। কাস্টমার কেয়ারে ফোন করলে বহুৎ ঘুরায়া প্যাচায়া শেষতক কয় যে 3343 তে ALL লেইখা কমেন্ট করলে তারা ৩টা রিপ্লাই দিবে, সেগুলো সেভ করতে হবে, এবং সেভ করতে পাসওয়ার্ড ১২৩৪ দিতে হবে। কী ক্যারফা রে বাবা! তা করলাম, ঘোড়ার ডিম হৈলো। কিছুই আহে না। পরে নেট ঘাইটা P1( pay as you go) প্যাকেজটা নেয়ার পদ্ধতি পাইলাম (এইটাই আমার দরকার)। তারা বলে P1 লিখে 3343 তে এসএমএস পাঠাইতে। তাও করসি। কিছুই হয় না। অথবা, *500*5*1# এ ডায়াল করতে কইছিলো। সেটা করার পর বলে যে Could not do this X((
বাধ্য হয়ে সাহায্য চাইতেছি। কেমনে নেট এ্যাকটিভেট করুম? কাউরে ফোন টোন তেমন করা হয় না। নেট না থাকলে লাভ কী! পিলিজ হেল্প!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

লিও কোড়াইয়া বলেছেন: আপনি পোস্ট করেছেন বিশ্বাস হচ্ছে না! এই লিংকে গিয়ে দেখতে পারেন! Click This Link

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

হাসান মাহবুব বলেছেন: কেন ভায়া, বিশ্বাস না করতে পারার মতো কী হলো? ঐ লিংকে আগেই গেছি। কাম হয় নাই :(

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

লিও কোড়াইয়া বলেছেন: মানে হল, আপনি একজন জিনিয়াস হয়েও পারছেন না, আমরা অধম কেমনে সাহায্য করি বলেন! ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: হ আমি আসলেই জিনিয়াস। পাইরা গেছি B-)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

প্রামানিক বলেছেন: ভাই এ বিষয়ে আমি অজ্ঞ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: আমিও।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

ইনফেকটেড মাশরুম বলেছেন: তিন স্টেপ,

প্রথমে দেখেন নেটওয়ার্ক মোড জিএসএম নামি ডব্লিউসিডিএমএ তে আছে। জিএসএম এ থাকলে ডব্লিউসিডিএমএ করে নেন অথবা বোথ।

এরপর দেখেন মোবাইল ডাটা অন আছে নাকি। (ওয়াইফাই তে কানেক্টেড থাকলে ওয়াইফাই অফ করে নেন)

থাকলে এপিএন সেট করে সিলেক্ট করে দেন প্রোফাইল হিসেবে। (প্যাকেজ এক্টিভ আছে নাকি সেইটাও নিশ্চিত হইয়া নেন, নাইলে পস্ট পেইডে পে এজ ইউ গোতেও নাও কাজ করতে পারে)

এর বাইরে মইরা গেলেও কোনো প্রব্লেম থাকার কথা না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: আমি তন্ন তন্ন করে খুঁজেও এসব কিছু পেলাম না আমার মুবাইলে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

কাবিল বলেছেন: আপনি রিচার্জের মাধ্যমে এ্যাকটিভেট করতে পারেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: তার আর দরকার হবে না।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

ইনফেকটেড মাশরুম বলেছেন: উইন্ডোজ নাকি এন্ড্রয়েড? উইন্ডোজ হইলে খুদাপেজ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: OS Nokia Asha software platform 1.1.1, upgradable to v1.4

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: পারসি!

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
post diLen jokhon, comment na korLe kharap dekhay ;)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: অভদ্রতা কইরা রিপ্লাই দিলাম না B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.