নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আমার ফিরে আসা নরকের পথ ধরে...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭


"নরকের রাজপুত্র" নামে একটি গল্প লিখেছিলাম আমি বহুদিন আগে। সেই রাতের কথা আজও মনে পড়ে। তখন আমি গল্প নিয়ে ভাবতাম, গল্প বুনতাম, গল্প গাঁথতাম, গল্প পড়তাম এবং সবচেয়ে বড় ব্যাপার- লিখতাম! ২০১১'র মার্চের কোন এক রাতে আমার ঘুম আসছিলো না কিছুতেই। মাথার ভেতর দপদপ করছিলো, শুয়ে থাকতে পারছিলাম না। মনে হলো, কিছু করতে হবে, কিছু একটা করা দরকার। তারপর আমি উঠে বসলাম, এবং টানা ৩ ঘন্টা লিখে আবিস্কার করলাম একটা কিছু হয়েছে, কিছু একটা হয়েছেই বটে! সেই গল্পটার নামই "নরকের রাজপুত্র"। সামু ব্লগে গল্পটা দেয়ার পর অনেকেই খুব পছন্দ করলো। কেউ খুব অপছন্দও করলো। শুনতে হলো নানা তিক্ত কথা, সামাল দিতে হলো নানারকম অনুভূতিকে।

বুলিসর্বশ্ব ধার্মিকতা এবং পঙ্কিলতা ধারন করা সফেদ পোষাকী নীতিবাগীশতার চেয়ে একজন ভালো-মন্দ মেশানো একজন ভানবিহীন মানুষ হওয়া ভালো, এমনই ছিলো থিমটা। খুব তীব্র, সুতীব্র ছিলো এর প্রকাশভঙ্গি। যারা আমার লেখা পড়েন তাদের অনেকের কাছে এটা খুব প্রিয়।
তারপর...তারওপর...অনেক অনেক পরে...অনেক কিছু বদলালো। আমিও বদলে গেলাম। আমি ভেবেছিলাম, সিরিয়াসলি ভেবেছিলাম, গল্প নিয়ে ফ্যাসিনেশন 'সিরিয়াসলি' বিদায় নিয়েছে। ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে। কিন্তু এই ফেব্রুয়ারিতে রক্তের ভেতর নাচন তুলছে আবারও ব্ল্যাকমেটালের দেশের মিহি বরফকুচি। আমার ভেতরের নরকটাকে আমি মাঝে মাঝে দেখবো, দেখাবো।

"নরকের রাজপুত্র"র নিবাস এখন বইমেলার অনুপ্রাণনের স্টলে।
স্টল নাম্বার- ৪৯৫ (সোহরাওয়ার্দি) স্টল নাম্বার- ২৩ (লিটল ম্যাগ)।

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

গেম চেঞ্জার বলেছেন: মেলায় যাব ফ্রি সময়ে! তালিকায় যোগ করলাম। গল্পটা ব্লগে পড়িনি, পুরোটা নতুনভাবে উপভোগ করা যাবে আশা করছি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

হাসান মাহবুব বলেছেন: থিংকু গেমু।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

ঢাকাবাসী বলেছেন: মেলা শুরু হোক ভালমত, কিনে পড়ব। নাহ ব্লগে পড়িনি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, বই থেকেই পড়েন। ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো। যদি মেলায় যাই, তবে অবশ্যই........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: কেন যাবেন না? অবশ্যই যাবেন!

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বইটির বহুল প্রচার কামনা করছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হেনা ভাই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

ANIKAT KAMAL বলেছেন: সা‌ধ্যের সী‌মিত অা‌য়ে বেঁচে থাকা যেখা‌নে ক‌ঠিন সাধনার বিলাসী কল্পনা সেখা‌নে অলীক তবু চেষ্টার অনন্ত প্র‌চেষ্টা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে :|

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

রাজীব হাসান শোলক বলেছেন: ছবির ফাকে যতখানি বোঝা যাচ্ছে, কেউ না কেউ সটকে পড়বে জার্মানীর থেকে! বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, সেই সাথে আপনাকে প্রথম বই প্রকাশের শুভেচ্ছা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: এটা কিন্তু আমার তৃতীয় বই :`>

জার্মানি ভালা দেশ।

থিংকু।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার স্ত্রী এই বইটির কথা শুনে পড়তে চেয়েছিলো। আফসোস, বেচারা বই মেলায় এবার যেতে পারবে না। আমি বইটির লেখকের কাছ থেকে শুভেচ্ছা সাক্ষর সহ কিনতে চাই। এই বিষয়ে কিছুটা আলোকপাত করলে ভালো লাগত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: এই বিষয়ে লেখকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন তার সহকারীর কাছ থেকে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিরিয়াল দিয়ে রাখতে। বইয়ের মূল্যের অগ্রীম ৫০% টাকা লেখকের বিকাশ একাউন্টে প্রেরণ করতে হবে। ভাগ্যবান ১০ জনকে লটারির মাধ্যমে শুভেচ্ছা স্বাক্ষরের জন্যে নির্বাচিত করা হবে।

চিপায় পইড়া গেছি। এলাকা থিকা দূরে। মিরপুরে অফিস। নাইলে তোমার বাসায় যায়া দিয়া আসতাম। কী করা যায় বুদ্ধি কইরা বাইর করো।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

অন্তরন্তর বলেছেন:
একটু আফসোস আছে এবার বই মেলায় না থাকার। তবে আপনার বইটা সংগ্রহ করব ইনশাল্লাহ। বইটির সাফল্য কামনা করছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপনি সংগ্রহ না করলে কে সংগ্রহ করবে? :||

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় বইয়ের তালিকায় যুক্ত বই 'নরকের রাজপুত্র'। গল্পটা ব্লগে পড়িনি। বইয়ে পড়ে শতভাগ আনন্দ নেওয়া যাবে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: আমি যন্ত্রণায় বাঁচি না, আর আপনাদের এত আনন্দ! X( ;)

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহলে আমার জন্য এক কপি রেখে দিয়েন। আমি তো প্রায়ই মিরপুরে যাই। কোন এক ছুটির দিনে আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করব।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



নতুন বইখানার জন্য অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় হামা ভাই। আপনার সাফল্য কামনা করছি! ভাল থাকুন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: আপনার পকেট থেকে কিছু টাকা খসানোর প্ল্যান করতেছি B-)

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই বইটির পাঠক আগ্রহ ও সফল বানিজ্য কামনা করছি। আমি কপাল পুড়া বই মেলা যেতে পারছিনা অনেক বছর ধরে। কাউকে রিকোষ্ট করলে একটা কিনে রাখে আরেকটা। আর নিজের হাতে কেনার মজাই আলাদা। জানিন কখন এই স্বাদ মিটবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনি কোথায় থাকেন? আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। বই পাঠিয়ে দিবো।
০১৯৩৭২০৫৪০২

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছে আছে সংগ্রহ করার এইটা সহ আপনার সবগুলো বই ।

শুভ কামনা :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: আপনার ইচ্ছে পূরণ করা কোনো ব্যাপারই না! ০১৯৩৭২০৫৪০২ এই নাম্বারে কল কইরালান।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

সায়ান তানভি বলেছেন: শুভকামনা ভাই। নরকের রাজপুত্র গল্পটা দারুন লেগেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সায়ান।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

বর্ষন হোমস বলেছেন:

ভাই কি নতুন কোন বই প্রকাশ করেছন???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এটা তো আমার নতুন বই।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

কাবিল বলেছেন: বই মেলায় যাওয়া হবেনা :(
বইটি কিভাবে সংগ্রহ করব?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: ০১৯৩৭২০৫৪০২- এই নাম্বারে ২০০ টাকা বিকশিত করিলে আমি কুরিয়ার করিয়া দিবো।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

কালোপরী বলেছেন: আমি এখন অনেক দূরে বইমেলা যাওয়ার সুযোগ নাই :( :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: কত দূরে? বিদেশ হইলে কথা নাই, তয় দেশের ভিত্রে হিলে দুই খান কথা আছে। কিনতে চাইলে ০১৯৩৭২০৫৪০২ এই নাম্বারে ২০০ টাকা বিকাশ কিরা দিয়েন। পাঠায় দিমু নে কুরিয়ারে।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

কালীদাস বলেছেন: অভিনন্দন রইল :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: আপনি কই?

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হামা ভাই আমি সৌদি আরব থাকি। তবে আমি আপনার নাম্বারে বিকাশ করলে আপনি দেশের একটি ঠিকানাতে কুরিয়ার করলেই হবে। কুরিয়ার সহ কত শুভেচ্ছা মূল্য হবে জানাবেন দয়া করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: ০১৯৩৭২০৫৪০২- এই নাম্বারে ২০০ টাকা বিকাশ করে দিয়েন সুজন।

ভালো থাকবেন। শুভরাত্রি।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

কালীদাস বলেছেন: দেশে নাই :( এমনেও বইমেলায় যাওয়া হয় না অনেক বছর :| হে হে, ব্লগের বইটা (নাম ভুলে গেছি এখন), যেটাতে আমার লেখা সিলেক্টেড হয়েছিল, সেই বইমেলাতেও যাওয়া হয়নি :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: হায়রে কপাল!

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন হামা ভাই । মেলা থেকে নেবার ইচ্ছে রইল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: নিবা এবং রিভিউ লিখবা।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

বিলিয়ার রহমান বলেছেন: অনেক শুভকামনা রইলো ভাই!:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

অন্তরন্তর বলেছেন:
সংগ্রহ করব মানে পরিবার পরিজনের কেউ একজনকে দিয়ে সংগ্রহ করাব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: তবে আপনার বইটা সংগ্রহ করব ইনশাল্লাহ

আমি আসলে এইটার কথা বলছি। আশাবাদ না, নিশ্চয়তা চাই!

মানে কইতে চাইছি, কেউ করুক না করুক আপনাকে সংগ্রহ করতেই হবে!

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

আলোরিকা বলেছেন: অনুপ্রাণন ---------- মনে গেঁথে নিলাম । গল্পটি পড়া হয়নি ----------- শুভ কামনা :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা। ভালো থাকবেন।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

জেন রসি বলেছেন: যখন বইটি প্রকাশিত হয়েছিল, আমি তখন ঢাকার বাইরে ছিলাম। বিভিন্ন কারনে সংগ্রহ করা হয়নি। এবার বইমেলা থেকে কিনে ফেলব। :)


০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: আমি বৃহস্পতি এবং শুক্রবারে মেলায় থাকবো। আমার ফোন নাম্বার ০১৯৩৭২০৫৪০২।

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৭

ডঃ এম এ আলী বলেছেন:
নতুন বই এর প্রকাশ উপলক্ষে অভিনন্দন ।
লেখকের সমৃদ্ধি, বই ও লিখাটির উদ্দেশ্য
সাফল্যমন্ডিত হোক এ কামনা করছি।

শুভেচ্ছা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

কানিজ ফাতেমা বলেছেন: বইটির সাফল্য কামনা করছি । আশা করি শীঘ্রই নরকের রাজপুত্রের সাথে পরিচয় হবে ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: আমি বৃহস্পতি এবং শুক্রবারে মেলায় থাকবো। আশা করি দেখা হবে।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৬

আহমাদ মুহাইমিন বলেছেন: অনেক অনেক শুভকামনা!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কালোপরী বলেছেন: হামা ভাই আমি এখন বিদেশে :( :( :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: ব্যাপার না। অনেক দিন পর দেখা হলো। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.