নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সেই নীল পাখিটার গান

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬


সেই নীল মনিহার
সেই ঘুরতে যাবার গান
সেই নীল শাড়ীটার মেয়ে
তার আজ বড্ড অভিমান।
তার আজ মান ভাঙাবে কে?
মামুনিয়াটা চুপচাপ!
বাঁশি বাজায় অচিন কেউ
আঁকে বিষাদী জলছাপ।
যেথায় সীমান্ত তোমার
সেথায় বসন্ত নেই আর!
রাতের নির্জনেতে আজ
হারায় পঙক্তি কবিতার।
তাকে ডেকো না আর কেউ
লাকি, নতুন এক জলসায়
গাবেন নতুন সুরের গান
হ্যাপি আছে অপেক্ষায়।

বিদায় সুরের জাদুকর...

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

রিফাত হোসেন বলেছেন: +

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ফেরানো যাবে না...

২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

ধ্রুবক আলো বলেছেন: এই নীল মনিহার গান টা খুব প্রিয় একটা গান।

উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: এই জ্বালা আর প্রাণে সয় না...

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

কানিজ রিনা বলেছেন: লাকী আখন্দ, প্রিয় কয়েকটি গান
গুন গুন করি, আজ আছি কাল নেই
অভিযোগ রেখনা
অধরের হাসিটুকু
মুছে ফেলনা।

ফেরারী পাখিরা
কুলায় ফেরেনা।
আজ আছি কাল নাই, এত তাড়া ছিল।
মাগফেরাত কামনায়।

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

হাসান মাহবুব বলেছেন: চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে মিশে গেছে

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

সোহানী বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটি গান.... আহ্

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: কোনটা?

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: এই দুদিন গুন গুন করে শুধু একটা গানই গাইছি, আমায় ডেকো না ফেরানো যাবেনা....

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

হাসান মাহবুব বলেছেন: এই গানটা শুনে দেখেন

৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: তাঁকে আমার শ্রদ্ধা।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: তিনি চলে গেছেন হ্যাপির কাছে
যেখানে নদী এসে মিশে গেছে।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: আল্লাহ তাকে জান্নাত দান করুন ।
তাঁর অধিকাংশ গানই আমার খুব পছন্দ ।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: আমারও।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: :(

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: আজ আছি, কাল নেই,অভিযোগ রেখো না।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শ্রদ্ধাঞ্জলি!
লাকি আখন্দ, বাচাইকৃত গানের শিল্পী। অথবা বলা যায়, এমন গান গেছেন বা সুর দিয়েছেন, যার সবগুলোই শ্রোতাদের মধ্যে সমাদৃত হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: স্মৃতি হিরন্ময়...

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

নাগরিক কবি বলেছেন: আপনার লেখা আগে পড়িনি। কিন্তু মুখোবই এ আপনার স্ট্যাটাস পড়েছি। ভাল লিখেছেন। আসলেই খুব ভাল হয়েছে। :)

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

নাগরিক কবি বলেছেন: ;)

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: :||

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

নাগরিক কবি বলেছেন: আসলে আজকে বিশেষ কারণে মন অনেক খুশি। যেখানে দুঃখ প্রকাশ করা দরকার সেখানেও হাসছি। যেখানে হাসা দরকার সেখানেও হাসছি। মাথার তার ছিঁড়ে বিজলিবাতি ফিউজ হয়েছে। কিছু মনে করিয়েন না। মানসিক বিকারগ্রস্ত আমি :(

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: খুশি থাকা তো ভালো কথা! খুশি হলাম শুনে।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: একজন গুণী শিল্পীর প্রয়াণে আপনার এ শ্রদ্ধাঞ্জলি ভাল লাগলো।
৫ নং প্রতিমন্তব্যে দেয়া লিঙ্কটার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

হাসান মাহবুব বলেছেন: উনার আরো অনেক অসাধারণ গান আছে, যার প্রচার খুব কম হয়েছে। কেন বলো গানটি শুনেছেন?

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৩

নায়না নাসরিন বলেছেন: আমার প্রিয় শিল্পিকে নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাইয়া । গানের লিঙ্ক এর জন্য ধন্যবাদ জানাই । ++++++

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

মেটাফেজ বলেছেন: বিদায় সুরের জাদুকর...

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

হাসান মাহবুব বলেছেন: বিদায়...

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

ডি মুন বলেছেন:
লাকি আখন্দ ভালো থাকুন না ফেরার দেশে।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

হাসান মাহবুব বলেছেন: ফেরানো যাবে না...

১৭| ০২ রা মে, ২০১৭ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: বিদায় সুপ্রিয় লাকী আকন্দ। তিনি আর ফিরবেন না ।তবে তার গান গুলি থেকে যাবে্ ।এত ভাললাগার গানতো আর মরতে পারে না ।

০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর বলেছেন কবি। কেমন আছেন আপনি?

১৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: আপনার কবিতার শ্রদ্ধাঞ্জলি ভালো লাগলো।

ধন্যবাদ ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপনার ভালোবাসা পৌঁছে যাক শিল্পীর অন্যজীবনে।

১৯| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গান ছিল আছে এবং থাকবে

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ছবি।

২০| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

বর্ষন হোমস বলেছেন: ছন্দে ছন্দে পুরো কবিতা সুন্দরই লাগলো।

মাঝে মাঝে কবিতা লিখতে পারেন।

১৪ ই মে, ২০১৭ সকাল ৮:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
চেষ্টা করবো।

২১| ১৪ ই মে, ২০১৭ সকাল ৯:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
বিবাগী এই ম ন নিয়ে জন্ম আমার......

১৪ ই মে, ২০১৭ সকাল ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে।

২২| ২৩ শে মে, ২০১৭ রাত ৩:১৬

রুদ্র জাহেদ বলেছেন: বিদায়

২৩ শে মে, ২০১৭ সকাল ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: ভালো থাকুক গানের পাখি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.