নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

যার যত কাজ তার তত অবসর!

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬



শাফায়েত সাহেব একটি বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদে চাকুরি করেন। কাজের চাপ প্রচণ্ড। পরিবারের বড় ছেলে হওয়াতে সাংসারিক দায়িত্বও কম না। আরো খুঁটিনাটি ব্যস্ততার কথা বলে শেষ করা যাবে না। তার পরেও তিনি প্রতি বছরে একটি করে বই লেখেন। কীভাবে পারেন? সন্দেহ নেই যে তিনি একজন কঠোর পরিশ্রমী, এবং দায়িত্বশীল ব্যক্তি। তবে সেই সাথে তিনি জানেন টাইম ম্যানেজমেন্ট। এজন্যেই প্রচুর কাজ করার পরও তার অবসর সময় কম থাকে না! শাফায়েত সাহেব কীভাবে তার টাইম ম্যানেজমেন্ট মেইনটেন করেন, এটা তারই ভালো জানার কথা। আমরা বরং কিছু থিওরি জেনে নেই চলুন!
আমাদের কাজকে মূলত দুই ভাগে ভাগ করা যায় গুরুত্বের ভিত্তিতে। Important, এবং Urgent. একটা কাজ কতটুকু জরুরী তার ভিত্তিতে Important-কে মোটা দাগে দুই ভাগ করে ফেলুন! Important, এবং Not important. আর আর্জেন্সির ভিত্তি হবে কাজটা কখন দরকার, তার ভিত্তিতে। কোনো কাজ যদি এক্ষুণি লাগে, তাহলে সেটা হলো Urgent, আর যদি এখন না হলেও চলে, তাহলে সেটা হলো, Not urgent.
তাহলে একটা গ্রাফ করে ফেলুন এরকম-

দেখুন, কী সুন্দরভাবে কাজগুলো প্রায়োরাটাইজ করা যায় এখন!
Not urgent and Not important= 1, Urgent but not important=2, Not urgent but important=3 আর Urgent and important=4.

তাহলে কোন ক্যাটাগরির কাজকে সবচেয়ে গুরুত্ব দেয়া উচিত? নিঃসন্দেহে 4, অর্থাৎ Urgent and important কাজগুলিকে, তাই না?
এটাই হলো শুভঙ্করের ফাঁকি! আসলে সবচেয়ে গুরুত্ব দিতে হবে ৩ নাম্বার ক্যাটাগরির কাজগুলোকে। যেগুলো হলো ইমপরট্যান্ট কিন্তু আর্জেন্ট না। গোল বেঁধে গেলো? একটু ব্যাখ্যা করা যাক। আর্জেন্ট কাজ হতে পারে দুই ভাবে। ধরুন, হঠাৎ আপনাকে বলা হলো একটি কাজ এই মুহূর্তেই করতে হবে, সেটি করা ছাড়া উপায় নেই। তবে কিছু কিছু আর্জেন্সি তৈরি হয় আমাদের অবহেলার কারণে। যেমন ধরুন, আপনাকে আজ কারেন্ট বিল দিতে হবে, না হলে লাইন কেটে দেবে। এই আর্জেন্সি কিন্তু আপনার সৃষ্টি করা। এটাকে এতদিন আপনি নট ইমপরট্যান্ট ভেবে এসেছেন বলেই আজ তা আর্জেন্ট হয়ে গেছে। কিন্তু যদি একদিন একটু ইমপরট্যান্স দিয়ে কাজটি করতেন, তাহলে এটি আর আর্জেন্ট হিসেবে গণ্য হতো না। এভাবেই আমরা তৈরি করি অনেক আর্জেন্ট কাজ, যার ফলে ইমপরট্যান্ট কাজগুলো করা হয় না, সেই ইমপরট্যান্ট কাজগুলো আবার পরবর্তীতে হয়ে যায় আর্জেন্ট কাজ, আর আমরা বাঁধা পড়ি সময়ের দুষ্টচক্রে।

তাহলে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত এমন-
১। আর্জেন্ট না, তবে ইমপরট্যান্ট
যেমন ধরুন আপনার ভার্সিটির ক্লাশ। একটা ক্লাশ না করলে কিছু এসে যাবে না, তবে প্রতিটা ক্লাশ করলে অনেক উপকার হবে।
২। আর্জেন্ট, এবং ইমপরট্যান্ট
সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেয়া। একই সাথে এটি সিগনিফিকেন্টও বটে (এ আলোচনায় পরে আসছি)।
৩। ইমপরট্যান্ট না, তবে আর্জেন্ট
জিম্বাবুয়ে বনাম শ্রীলংকা ওয়ানডে ম্যাচের শেষ দশ ওভার দেখা। দেখলে তখনই দেখতে হবে, কিন্তু না দেখলেও তেমন ক্ষতি নেই।
৪। ইমপরট্যান্ট এবং আর্জেন্ট কোনোটাই না।
হতে পারে এই পোস্টটি পড়া! হাহা!

তো এই সিস্টেমে বেশ কিছু দিন চললো। এরপর ররি ভাডেন নামক একজন ভদ্রলোক নিয়ে এলেন নতুন এক ধারণা। সেটা হলো “সিগনিফিকেন্স”। আমাদের জানতে হবে কোনো কাজ কতটুকু সিগনিফিকেন্ট? সিগনিফিকেন্স নির্ণয়ের ভিত্তি হিসেবে তিনি বললেন একটি কাজের দীর্ঘস্থায়ীতার কথা। আপনি একটি কাজ করলেন, সেটি একবার করার ফলে সারা জীবন ধরে কাজে লাগলো। এটাই হলো সিগনিফিকেন্ট কাজ। সুতরাং আপনি যদি সিগনিফিকেন্ট কাজ বেশি করেন, তাহলে আপনার ইমপরট্যান্ট এবং আর্জেন্ট কাজের পরিমাণ অনেক কমে আসবে। বেড়ে যাবে অবসর! উদাহরণ দেয়া যাক!

ধরুন, আপনি একটি ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর। আপনাকে প্রতি সপ্তাহে একটি করে ক্লাশ নিতে হয়। এটা হলো ইমপরট্যান্ট কাজ। প্রতি মাসে আপনাকে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তৃতা দিতে হয়। এটি হলো আর্জেন্ট। এখন যদি আপনাকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ২ ঘন্টা ধরে বক্তৃতা দিতে না হতো, আপনি সেই সময়ে অন্য ইমপরট্যান্ট কাজ করতে পারতেন। কী করা যায় তাহলে?
একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন বক্তৃতার, যেটা প্রতি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রোজেক্টরে দেখানো হবে! একবার কষ্ট করে এই কাজটি করার ফলে আপনার অনেক আর্জেন্ট কাজ কমে গেলো! বেঁচে গেলো সময়!
তবে এখানেও কিন্তু কথা আছে। সিগনিফিকেন্ট কাজের প্রায়োরিটিও করতে হবে ইমপরট্যান্সের ভিত্তিতে। ধরুন আপনি একটি কোর্সের কো-অর্ডিনেটর। আপনাকে সপ্তাহে ১টি ক্লাশ নিতে হয় কোর্সের। এটি ইমপরট্যান্ট। আবার মাসে একবার ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তৃতা দিতে হয়। এটা আর্জেন্ট, অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুধু আপনাকেই দিতে হবে এটি। আপনি কি একটি সিগনিফিকেন্ট কাজ করে এই আর্জেন্সি প্রতিস্থাপন করতে পারেন?
কিন্তু এটা কি ইমপরট্যান্ট? এটা না শিখলে কি আপনার কাজ থেমে থাকছে? না। তাহলে এটার প্রায়োরিটি কেমন হবে তা আপনিই বিবেচনা করুন!
এখন তাহলে বলে ফেলুন, টাইম ম্যানেজমেন্ট সংক্রান্ত এরকম আরো আর্টিকেল পড়া আপনার জন্যে ইমপরট্যান্ট, আর্জেন্ট, নাকি সিগনিফিকেন্ট?
যত ভালোভাবে আপনি আপনার কাজের প্রায়োরিটি নির্ধারণ করতে পারবেন, ততই দেখবেন প্রচুর কাজ করা সত্ত্বেও হাতে থাকছে অবসর!

প্রথম প্রকাশ- এগিয়ে চলো ডট কম

মন্তব্য ১০২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সিরিয়াস, নাকি খই ভাজছেন?

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: আমি সিরিয়াসলি খই ভাজছি।

২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: মুগ্ধ হলাম!

পোস্টের শিরোনাম ও বিষয়বস্তুতে!

যদিও নট আর্জেন্ট এ্যান্ড নট ইমপোর্ট্যান্ট কাজগুলো নিয়ে মেতে থাকাতে আমার জুড়ি নেই !

তবুও এই কাজ নিয়ে মেতে থাকার ভালো লাগাটাই আমাকে শিখিয়েছে টাইম ম্যানাজমেন্ট!

অনেকেই বলে এত সময় পাও কই!

ওহ তোমার কি ঘর সংসার নেই? হ্যাঁ আমাদের মত হতে বুঝতে কত ধানে কত চাল! কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওমন ১০/১২টা ঘর সংসার অফিস চালিয়েও আমি ঠিকই আমার জন্য আমার ভালোলাগার প্রায়োরিটির কাজগুলোর জন্য আমি খুঁজে নিতাম পর্যাপ্ত অবসর!

আমি মোটামুটি সব কাজেই সফলতা অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি কারন আমি জানি কি করে কাজটা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট, প্রপার প্লানিং, সেই অনুযায়ী ইনিশিয়াল স্টেপস নেওয়া এসবই । এসব শুধু মুখে মুখে জানলেই বা চোখে চোখে পড়লেই হবেনা বা মাথায় রাখলেই হবেনা এসব মন দিয়ে এপ্লাই করতে হবে জীবনে ....

তাহলেই জীবনে সফলতা আর সফলতার আরেক নাম আনন্দ!



২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: আসলেই, এগুলো খালি থিওরির কথা না। যত ব্যস্ততা বাড়ছে তত বুঝতেছি। সফল মানুষেরা কিন্তু এরকমই হয়।

৩| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন:

আমিও সফল তাইনা???

এই দেখো সফলতার সাথে বৈজন্তীমালার ছবি আঁকছি .........

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: আপনার আঁকা আগের চেয়ে ভালো হচ্ছে। আরো হবে।

৪| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: থ্যাংকু!!!!!!!!

আর জানিই হতেই হবে!
সাধনায় কি না হয় বলো!
আর সাথে জানাই আছে টাইম ম্যানেজমেন্ট আর অধ্যবসায়!!!!!! :)

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

হাসান মাহবুব বলেছেন: তাইলে আর আটকায় কে!

৫| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আর টাইম ম্যানেজমেন্ট!

বাসে জ্যামে বসে ঘুম হয়ে যায় ঘন্টাখানেকের :P
রিপোর্টতো দেখেছেন বোধকরি- প্রতিদিন ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হয় জ্যামে!!!

দারুন পোষ্ট! আসলেই কাজকে সুবিন্যস্ত করে নিয়মতান্ত্রিক ভাবে তা সম্পন্ন করলে সময় অনেক বাঁচে বটে।

+++++

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, বাসে ঠিকমত ঘুমালে টাইমের ভালো ইউটিলাইজেশন হয় কিন্তু!

৬| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: বিদ্রোহী ভৃগুভাইয়া এই জন্য অফিসের কাছাকাছি বাসা নেবে!!!

হেঁটে হেঁটে অফিস! নো জ্যাম নো টাইম নষ্ট!!!!! :)

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: চাইলেই কী পাওয়া যায়!

৭| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

রাবেয়া রাহীম বলেছেন: পোস্ট টি ভীষণ কাজে দিবে আমার। লেখার জন্য আরও একটু সময় বার করতে পারবো। অনেক ধন্যবাদ

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

হাসান মাহবুব বলেছেন: জেনে খুব ভালো লাগলো রাবেয়া। ভালো থাকবেন।

৮| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



@রাবেয়া রাহীম ,

ঘন্টাকে ৫০ মিনিট করে ফেলেন, দিন আরো ৪ ঘন্টা ৪০ বড় হয়ে যাবে!

৯| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

লিওনাডাইস বলেছেন: খুব ভালো লিখেছেন।

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিওনাডাইস!

১০| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: @চাদগাজী---- প্ল্যানিং ছারা ১০ মিনিট বাচিয়ে লাভ হবে না কিছুই । দেখা যাবে বাঁচানো ঐ সময়টুকু আমি ঘুমিয়েই কাটিয়ে দিবো। সব কিছুর জন্য প্ল্যানিং ইমপোরট্যানট । ধন্যবাদ পরামর্শের জন্য।

১১| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: আমি পড়লাম ,নিজের ফাঁকিবাজিগুলো জানলাম । কিন্তু নিজে কাজে কতটা লাগাতে পারবো জানিনা । :(

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

হাসান মাহবুব বলেছেন: আমার নিজেরও অনেক শেখার আছে এখনও!

১২| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

শামছুল ইসলাম বলেছেন: Important অংশ পড়ে বুঝলাম, "নিজেই বাঁধা পড়ি সময়ের দুষ্টচক্রে।"

পরের “সিগনিফিকেন্স” অংশে এসে দেখি গোলক ধাঁ ধাঁ । বার বার করতে হয় এমন কাজ গুলোকে একবার এমন ভাবে করা যাতে পরে বার আর করতে না হয় ।

পোস্টটা ছোট কিন্তু খুবই কার্যকারী (অবশ্য যদি কাজে লাগাতে পারি) ।
সোজা প্রিয়তে !!!

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

হাসান মাহবুব বলেছেন: আশা করি কাজে লাগবে। ভালো থাকবেন শামছুল ভাই।

১৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৩

ওমেরা বলেছেন: এমনিতেই সময় কম আপনি তো আরো কাজ বাড়িয়ে দিলেন !!!দুষ্টামী করলাম ।
সঠিক ভাবে পরিকল্পনার অল্প সময়ে বেশী কাজ করা যায় ।

ধন্যবাদ সুন্দর লিখার জন্য ।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৬

ইমন তোফাজ্জল বলেছেন: কার্নেগি মার্কা লেখা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় ।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: ল্যাহা পড়চো?

১৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমি ভাই এই পলিসিতে চলি - "যে কাজ কাল করলেও চলবে, আজ তাকে নিয়ে ভেবে লাভ নেই" :D

২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: খুউউব খ্রাপ।

১৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: ইমপরট্যান্ট এবং আর্জেন্ট নয়, তবুও আপনার পোস্টটি পড়ে ফেললাম.....হাহাহাহা।

আমার কিন্তু কাজ থাকলে, সেটা না করা পর্যন্ত ভালো লাগে না কিংবা মনে হয় একটা কাজ বাকি আছে, করে নেই। সিগনিফিকেন্ট কাজের প্রায়োরিটিও করতে হবে ইমপরট্যান্সের ভিত্তিতে। তাহলেই কাজগুলো গুছিয়ে করা যাবে।

ভালো পোস্ট।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো অনুধাবন :-B

১৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: টাইম ইজ লাইফ । তাই টাইম যত ভালোভাবে ইউটিলাইজ করা যাবে জীবন তত সুন্দরভাবে সাজবে ।

দারুণ আর্টিক্যাল । অসংখ্য ধন্যবাদ ।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

১৮| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সময় আমি প্রচণ্ড নষ্ট করি। শুধু বসে বসেই। ভাবতে ভাবতে। বস্তুত কিছু ভাবি না।

টাইম ডিভিশনের ব্যাপারটা আমার ভালো লাগছে। যদিও অবচেতনভাবে আমরা এভাবেই ভাবি
ধন্যবাদ হামা ভাই।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

শুভরাত্রি।

১৯| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বর্তমানে আমার ইম্পরট্যান্ট আর আর্জেন্ট কাজ হচ্ছে Marvel Ultimate Alliance 2 শেষ করা। আগে অফিস থেকে বাসায় ফিরতে সাড়ে সাতটা বেজে যেতো। এখন কিভাবে যেন সাতটায় চলে আসি। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: ঠিকমত প্রায়োরিটি সেটিং করাটাই মূল বিষয়।

২০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

বাকোশপোলের কালাম বলেছেন: এখন পড়বোনা । আপনার লেখা গুলো নিয়ে (সব না আমার যেটা ভাল লাগে) একটা pdf বানাচ্ছি, বানানো শেষ হলেই ঠান্ডা মাথায় পড়বো।



অনুরোধঃ আপনার বিনা অনুমতিতে বানাচ্ছি ক্ষমা করে দিবেন।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো করছেন। আপলোড করে সবার জন্যে উন্মুক্ত করে দিয়েন।

২১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৪

গেম চেঞ্জার বলেছেন: থেংকিউ!

এই টাইপ ব্যাপার আমার অনেকটা জানা তবে পড়তে গিয়ে একটু ইনস্পায়ারড হই!

আর---

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সিরিয়াস, নাকি খই ভাজছেন?
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২ ১
লেখক বলেছেন: আমি সিরিয়াসলি খই ভাজছি।


B-)

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর B-)

২২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: সত্যি বলতে কি, আমি এত কিছু নিয়ে কখনো ভাবি নি।। বেচে থাকার প্রতিটি মুহুর্তই মূল্যবান সাথে আবার সেটা নিজের মত করে কাটানোও।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: জ্বী, ঠিকই বলেছেন।

২৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ইমপরট্যান্ট এবং আর্জেন্ট না তবু জানিয়ে গেলাম ভালো লেগেছে লেখা ।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: হা হা! ধন্যবাদ।

২৪| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া। তবে অনেক সময় কোন কাজটি করা উচিত আর কোন কাজটি করা উচিত না সেটাই বুঝতে সমস্যা হয়।
ভাল থাকুন।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

হাসান মাহবুব বলেছেন: আপনিও ভালো থাকুন সোহেল, ধন্যবাদ।

২৫| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় আর্জেট্ন কাজে অভ্যস্থ, অর্থাৎ বলতে পারেন বাদাইম্মা। বেনি পুড়ে হাতে লাগার আগে আমি এলার্ট হই না........আপনার সিরিয়াসলি খই ভাজা দেখে বিনুদিত হইলাম।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: হা হা হা! ;)

২৬| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

স্থিতধী বলেছেন: বেশ ভালো লাগলো! ঊপকারী পোস্ট! :#)

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্থিতধী, ভালো থাকবেন।

২৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

ইমন তোফাজ্জল বলেছেন: হ ,আবার জিগস !

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: মনে তো হয় না।

২৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধরুন, পেটে প্রচণ্ড নিম্নচাপ (লেজে গোবরে হবার মতো অবস্থা)। টয়লেটে যাওয়ার জন্য বড় বড় ধাপ ফেলে এগোচ্ছি। ঠিক এই সময় আমার স্ত্রী কিচেনে কাজ করতে করতে আঙ্গুল কেটে ফেলে 'ও মাগো' বলে চিৎকার করে উঠলেন। এই অবস্থায় আমার আর্জেন্ট এ্যান্ড প্রায়োরিটি কী হবে?

ধন্যবাদ হা মা ভাই।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: আঙ্গুল কেটে ফেললে একটু পরে ব্যান্ডেজ করলেও হবে। কিন্তু জামা কাপড়ে হয়ে গেলে তো :-/

২৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,





ছোটবেলা থেকে এটা শোনা ছিলো, " কাজের লোকের সময়ের অভাব হয়না । সময়ের অভাব হয় বেকারের । "
আপনার লেখাটি স্পষ্টতঃ তারই গ্রাফিক্স চিত্র ।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনার দীর্ঘ মন্তব্যগুলোই বুঝিয়ে দেয় আপনি কাজের লোক। তবে মনে হচ্ছে এখন বেকার সময় পার করছেন ;)

৩০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪১

ইমন তোফাজ্জল বলেছেন: ধরুন, পেটে প্রচণ্ড নিম্নচাপ (লেজে গোবরে হবার মতো অবস্থা)। টয়লেটে যাওয়ার জন্য বড় বড় ধাপ ফেলে এগোচ্ছি। ঠিক এই সময় আমার স্ত্রী কিচেনে কাজ করতে করতে আঙ্গুল কেটে ফেলে 'ও মাগো' বলে চিৎকার করে উঠলেন। এই অবস্থায় আমার আর্জেন্ট এ্যান্ড প্রায়োরিটি কী হবে?

ধন্যবাদ হা মা ভাই।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪০

লেখক বলেছেন: আঙ্গুল কেটে ফেললে একটু পরে ব্যান্ডেজ করলেও হবে। কিন্তু জামা কাপড়ে হয়ে গেলে তো :-/



আচ্ছা ধরুন টয়লেটই পায়নি , কিন্ত কাটা আঙুল ব্যান্ডেজ করতে গেলে টয়লেট পেয়ে জামাকাপড় নষ্ট হবে ভয়ে আবার দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে বউ ও চলে যেতে পারে তখন ?

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: তখন আরেকটা বিয়া করতে হবে।

৩১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
সুন্দর পোষ্ট হামা ভাই্।
এই্ টাইম ম্যানেজমেন্ট মেইনটেন করতে পারব আশা করি।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আরমান, শুভকামনা রইলো।

৩২| ২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৩৮

সোহানী বলেছেন: পারফেক্ট সাজেশান।

ব্যক্তিগত বিষয় শেয়ার না করে পারছি না...... যেমন আমার অফিসে প্রতিদিন ৩/৪ টা মিটিং, ১০/১২ টা মেইল, ১৫-২০ টা দেশি বা বিদেশী কল সাথে ডেইলি জব ও পিরিওডিক রিপোর্ট থাকতোই যা ৮-১০ ঘন্টার মধ্যে শেষ করা প্রায় অসম্ভব।আমি সবসময় সাথে নোট বুক রাখতাম। প্রায়োরিটি সেটিং করে নাম্বারিং করতাম .... শুধু যখন আমার ওভারসিজ মিটিং থাকতো তখন কিছু কাজ আমার এ্যাসিসটেন্টদেরকে দিতাম নতুবা নিজেই নিজের কাজ করতাম... ওদের উপর চাপাতাম না। যাওয়া আসার পথে অনেক মেইল রেসপন্স করতাম বা মিটিং এর প্রিপারেশান নিতাম.... এতে টাইম ও ভালো ইউটিলাইজ করতে পারতাম (জ্যাম এ বসে থেকে এর চেয়ে ভালো সময় কাটানোর পথ নেই... সামুর অনেক লিখাই কিন্তু পথে বসে করেছি....) এতে কখনই কোন কাজের ডেডলাইন মিস করিনি বা ভুলে যাইনি। আর সংসার, সামাজিকতা, পড়শুনা সবই করেছি ঠিকভাবে....... আমি সুপারওম্যান বলছি না নিজেকে কিন্তু আমি পেরেছি এবং পারছি........ জাস্ট সময়ের নঠিক ব্যবহার এই যা........

ভালো থাকুন হাসান ভাই।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ সোহানী! চালিয়ে যান।

৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫

উম্মে সায়মা বলেছেন: ইম্পর্টেন্ট, আর্জেন্ট আর সিগনিফিকেন্ট কাজের লিস্ট করতে করতেই তো সব সময় চলে যাবে। হাহাহা।
এতকিছু চিন্তা করে করা আসলেই কষ্টসাধ্য। তবে দায়িত্বপরায়ণ ব্যক্তিদের ন্যাচরাল ইন্সটিন্ক্ট থেকে অবচেতন মনেই প্রায়োরিটি লিস্ট হয়ে যায় বলে আমার ধারণা।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ হাসান মাহবুব ভাই

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ সায়মা সেটা ঠিক বলেছেন। আসলে দায়িত্বপরায়ণ ব্যক্তিদের ন্যাচারাল ইনস্টিংকটেরই লেখ্য রূপ এটি B-)

৩৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: এতো টাইম ম্যানেজমেন্ট করে কি হবে বাপু ! আমার তো মাঝে মাঝে নন্দলাল হতে ইচ্ছা করে !

"------নন্দ একদা হঠাৎ একটা কাগজ
করিল বাহির-
গালি দিয়া সব গদ্যে-
পদ্যে বিদ্যা করিল জাহির।
পড়িল ধন্য , দেশের জন্য নন্দ
খাটিয়া খুন-
লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায়
তার দশগুণ।
খাইতে ধরিল লুচি আর ছোঁকা,
সন্দেশ থাল-থাল –
তখন সকলে কহিল, “বাহবা,
বাহবা, নন্দলাল।”
নন্দ বাড়ীর হত না বাহির ,
কোথা কী ঘটে কি জানি,
চড়িত না গাড়ি, কি জানি কখন
উল্টায় গাড়িখানি।
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ,
রেলে কলিশন হয়,
হাঁটিলে সর্প, কুক্কুর আর
গাড়ি চাপা পড়া ভয়।
তাই
শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল
নন্দলাল-
সকলে বলিল, “ভ্যালা রে নন্দ,
বেঁচে থাক চির কাল”
!!!

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: :-<

৩৫| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

কানিজ ফাতেমা বলেছেন: কিছুদিন আগে আমাকে দুইজন বসের সাথে কাজ করতে হয়েছে । বস বিষয়ক ইগোতে আমার ইমার্জেন্সি এবং ইম্পরটেন্ট বিষয় লেজে গোবরে হয়ে গিয়েছিল রে ভাই ।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

হাসান মাহবুব বলেছেন: এরকম অবস্থায় আসলেই কিছু করার থাকে না!

৩৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এত ভাবনা চিন্তা করে কোনো কাজ করাই উচিত না। আমার মা বলতো, ‘কালকের জন্য রেখে দিলে কাল খেয়ে ফেলে।’
এটাই আসলে ফ্যাক্ট। যখনকার কাজ তখন করে ফেললে কাজ আর জমা থাকে না।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: এইডাই একটু আঁতলামি কইরা কইছি ফ্রেন্ডো B-)

৩৭| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন: এই ধরণের অনুপ্রেরণামূলক লেখা আমি দেখলেই পড়ার চেষ্টা করি এবং অনুপ্রাণিত হই এবং পড়া শেষ হলে যেই আইলসা ছিলাম সেই আইলসাই থাকি :(

তবে আমার কন্যা দু'দিন আগে বলছে 'কাল'ও কালকে 'আজ' হয়ে যাবে। কৈ যাই!

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: কঠিন কথা কইছে তো :-/

৩৮| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর পোস্ট। আমার লাইফ স্টাইলে কাজে দেবে।
অনেক ধন্যবাদ জানাই :)

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৯| ৩১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৮

সোমহেপি বলেছেন: খালি কাজ আর কাজ । পোলাডা শেষ !

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: শেষ থেকেই শুরু হয়।

৪০| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০

ইমরান নিলয় বলেছেন: ফিকশনের পথ মাড়াচ্ছেন না অনেকদিন।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: উফোন্নাস লিখতাসি গুফনে।

৪১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




এই মূহুর্তে বেকার আছি । তাই অবসর নাই ... ভুইল্লা যাবার আগে কতাডা কইয়া যাই .....

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। :#)

৪২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

পার্থ তালুকদার বলেছেন: টাইম ম্যানেজমেন্ট পড়লাম। তবে অলসতার কাছে সব হার মানে :D

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: ভাই, সেই অপশন থাকলে কি আর এইসব ভুগিযুগি কইতাম? ;)

৪৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: অবসর নিয়ে অতিমাত্রায় বিজি থাকি। কাজের সময় কই? ;)

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: যার যত অবসর তার তত কাজ!

৪৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

লেখোয়াড়. বলেছেন: কেমন আছেন হাসান মাহবুব!!

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো আছি লেখোয়াড়!

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

শাহেদ খান বলেছেন: গল্প ভেবে পড়তে শুরু করেছিলাম। পরে দেখলাম, দরকারী বিষয়-আশয়! যাই হোক, আপাতত অবসরের খুব একটা ঘাটতি নেই (যেহেতু জ্যামের নগরে থাকি না আর)। তবু কাজের ক্ষেত্রে এসব কিছু বিবেচনা করব প্রয়োজন-মোতাবেক!

কেমন আছেন, হাসান ভাই? সবসময়ের শুভকামনা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: ভালো আছি শাহেদ। শুভকামনা রইলো।

৪৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন পোস্ট!


প্রিয়তে নিয়ে নিলাম!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।

৪৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

কালীদাস বলেছেন: এডজাক্টলি। এবং "ওয়ান মিশন এট এ টাইম"। সাফল্যের জন্য যথেষ্ট।
কমেন্টগুলো ইন্টারেস্টিং এসেছে :) ২০১০ এর আগের বলে মনে হচ্ছিল কয়েকবার ;)

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

হাসান মাহবুব বলেছেন: গুড ওল্ড ডেইজ!

৪৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: এই পোস্টের লিংক নিয়ে গেলাম!!! :)

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

হাসান মাহবুব বলেছেন: কই নিয়া গেলেন?

৪৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যেমন চলছিল চলুক না, খামোখা আমার আলসেমির ১২টা বাজাতে চাইছেন কেন? :P

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

হাসান মাহবুব বলেছেন: সেই লেজ কাটা শেয়ালের গল্প শুনছেন না?

৫০| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

সুপ্ত শিপন বলেছেন: এই নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম। এই নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালোমত বোঝা যাচ্ছে না। বিস্তারিত লিখবেন?

৫১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

সুপ্ত শিপন বলেছেন: সামু এইটা কি করলো!! লাইনটা লিখলাম একবার। কিন্তু দেখায় ২ বার। :(

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

হাসান মাহবুব বলেছেন: এইডা একটা ইশটাইল!

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

আবিদা সিদ্দিকী বলেছেন: গুরুত্বপূর্ণ, জরুরি, গুরুত্বপূর্ণ নয়, জরুরি নয় ... উপকারী কথা। ২০১৮ সাল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবছরের তৈরি করা প্ল্যাটফর্ম মনের ইচ্ছায় ছেড়ে দিয়ে গোটা বছর নিজের মতো করে কাটিয়ে নূতন করে শুরু করার বছর এটা। কি করবো জানি না এখনো তবে বিশ্বাস করি ঠিক পথেই হাটছি। আপনার এই লেখা আমার নূতন বছরের রেজিলিউশনে ভিন্ন মাত্রা যোগ করবে। সমস্যা একটাই আরলি রাইজিং অভ্যাসটা ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনার পথ চলা শুভ এবং সুন্দর হোক আবিদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.