নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এখানে নোটিশ দেয়া হয়!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩


সবকিছু যদি নোটিশ আকারে দেয়া যেতো, তাহলে কেমন হতো? কিছু স্যাম্পল!

জিগরি দোস্তের প্রতি- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে প্রজ্ঞাপনদাতা পিতার পকেট থেকে টাকা সরানোতে ব্যর্থ হওয়ায় বিকেলের অধিবেশন হোটেল কস্তুরির বদলে আনাসুল মিয়ার টং দোকানে অনুষ্ঠিত হবে।

বসের প্রতি কর্মচারী- মাননীয়র অবগতির জন্যে জানানো যাচ্ছে যে দেশে তেলের প্রবল মূল্যবৃদ্ধির কারণে আগামী মাসের প্রথম মিটিংয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল সরবরাহ করা সম্ভব হবে না। মাসের তৃতীয় সপ্তাহ থেকে তেলের মূল্য সহনীয় অবস্থায় চলে এলে তৈলপ্রদান স্বাভাবিক গতি ফিরে পাবে।

উত্তেজিত হাজবেন্ডের প্রতি স্ত্রী- সংশ্লিষ্ট ব্যক্তির অবগতির জন্যে জানানো যাচ্ছে যে বিরূপ আবহাওয়া এবং মাঠে কাদা জমে থাকার কারণে অদ্য রাত্রির বিনোদনমূলক শারীরিক ক্রিয়া স্থগিত ঘোষণা করা হলো। এ স্থগিতাদেশ আগামী সাতদিন পর্যন্ত বলবৎ থাকবে।

জনগণের উদ্দেশ্যে জনপ্রতিনিধি- সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে নির্বাচনকালীন ব্যস্ততার জন্যে আমার ক্যাডার বাহিনী অন্য এলাকায় স্থানান্তর হবার কারণে চলতি সপ্তাহে এলাকায় চাঁদা উত্তোলন বন্ধ থাকবে। আগামী সপ্তাহ থেকে চলতি সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহের সর্বমোট টাকা নিম্নোক্ত নাম্বারে বিকাশ করতে হবে- 01619420420

ফেসবুক সেলিব্রেটি ভক্তদের উদ্দেশ্যে- অনিবার্য কারণবশত আজ রাতে আমার প্রকাশিতব্য স্ট্যাটাসটির প্রাইভেসি পাবলিক করে দেয়া সম্ভব হচ্ছে না। তাই ভক্তকূলের প্রতি যত্রতত্র স্ট্যাটাস শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারী করা হলো। ১৮ থেকে ২৪ বছরের অবিবাহিত তরুণীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

মডুর উদ্দেশ্যে ব্লগার- আশঙ্কার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে প্রজ্ঞাপন প্রদানকারী ব্লগারের গত তিনটি পোস্ট আলোচিত পাতায় স্থান দেয়া হয় নি। এমন পরিস্থিতি চলতে থাকলে ভুক্তভোগী ব্লগারবৃন্দ সিন্ডিকেট করে মাল্টিনিক নিয়ে ব্লগের স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্যোগ নিতে বাধ্য হবে।

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:

"উত্তেজিত হাজবেন্ডের প্রতি স্ত্রী- সংশ্লিষ্ট ব্যক্তির অবগতির জন্যে জানানো যাচ্ছে যে বিরূপ আবহাওয়া এবং মাঠে কাদা জমে থাকার কারণে অদ্য রাত্রির বিনোদনমূলক শারীরিক ক্রিয়া স্থগিত ঘোষণা করা হলো। এ স্থগিতাদেশ আগামী সাতদিন পর্যন্ত বলবৎ থাকবে। "

-ইহা ক্ষণস্হায়ী হবে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: নারীদেহ সম্পর্কে আপনার জ্ঞানের অভাব আছে। আপনি ঘটক পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



লেখকের উদ্দেশ্যে পাঠক- আপনার সদ্য প্রকাশিত লেখাটি পড়ে মনে হয়েছে লেখাটি পাঠকের মন ভাল করার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে । তাই পাঠকে পাঠকে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । নানাবিধ বিপদসঙ্কুল পরিস্থিতির মাধ্যমে সরকার জনগণকে অসুখী রাখার প্রচেষ্টাকে এভাবে খর্ব করার অপরাধে আপনার হাতে হাতকড়া লাগতে পারে । তাই পাঠক সমাজ কতৃপক্ষ থেকে আপনাকে কিছুদিনের জন্য নিভৃতচারী হওয়ার নির্দেশ দেয়া হলো। !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: জোস কইছেন! B-)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

আরিফ রুবেল বলেছেন: "উত্তেজিত হাজবেন্ডের প্রতি স্ত্রী- সংশ্লিষ্ট ব্যক্তির অবগতির জন্যে জানানো যাচ্ছে যে বিরূপ আবহাওয়া এবং মাঠে কাদা জমে থাকার কারণে অদ্য রাত্রির বিনোদনমূলক শারীরিক ক্রিয়া স্থগিত ঘোষণা করা হলো। এ স্থগিতাদেশ আগামী সাতদিন পর্যন্ত বলবৎ থাকবে।"

মাথার উপ্রে দিয়া গ্যালো
:P :P :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: যান এখন হাতের কাজ করেন B-)

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

মানিজার বলেছেন: 01619 420 420

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: :||

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

আরিফ রুবেল বলেছেন: কবি বলেছেন, যার কেউ নাই তার হাত আছে B-) B-) B-) , যার হাত নাই তার কেউ নাই :( :( :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনার তো হাত আছে। তাইলে এত দুক্ষু কিসের?

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "নারীদেহ সম্পর্কে আপনার জ্ঞানের অভাব আছে। আপনি ঘটক পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করুন। "

-নোটীশ কি দেহ থেকে আসে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: এই তো মাথা খুলতাছে আপনার!

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

আরিফ রুবেল বলেছেন: আমি আইনের কথা ভাইবা দুঃখে আছি, আইনের হাত অনেক লম্বা কিন্তু চোখ বাধা #:-S

তবে সবচেয়ে কষ্টে আছে আজকের কাগজ, ওদের হাত থাকতেও বাধা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: =p~

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


লেউ হাল্লুয়া.... =p~ কঠিন হৈসে হামা ভাই..

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: থিংকু ভ্রডা! :#)

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: হাহাহাহা........মজা পেলাম। ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন!

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

বারিধারা বলেছেন: "সংশ্লিষ্ট ব্লগের মডুকে জানানো যাইতেছে যে কাউকে sorry, you are not allowed to comment in this blog বলার আগে তাকে সতর্কীকরণ নোটিশ দিতে হবে। অন্যথায় এই আচরণকে 'ফাইজলামি' হিসেবে গণ্য করা হবে।"

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: :-/ :|

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বেশ মজার হয়েছে নোটিশ গুলি।
ভাবির জন্য আপনার নোটিশ কি ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: কার ভাবীর জন্যে? ;)

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

শামছুল ইসলাম বলেছেন: বিনোদনে ভরপুর একটি পোস্ট ।

হামা ভাইয়ে সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে "...420420" নাম্বারে বিকাশ করিবার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়াছি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: আপনার ওপর শান্তি বর্ষিত হোক!

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হামা ভাই, আপনার লেখার স্টাইল চেঞ্জ, ঘটনা কি ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: হঠাৎ না! এর আগেও লিখেছি এরকম।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: আলোচিত পাতা কোনটা??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন:

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: মডুর উদ্দেশ্যে ব্লগার- আশঙ্কার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে প্রজ্ঞাপন প্রদানকারী ব্লগারের গত তিনটি পোস্ট আলোচিত পাতায় স্থান দেয়া হয় নি। এমন পরিস্থিতি চলতে থাকলে ভুক্তভোগী ব্লগারবৃন্দ সিন্ডিকেট করে মাল্টিনিক নিয়ে ব্লগের স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্যোগ নিতে বাধ্য হবে।

=p~ =p~ =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: :-B

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ব্লগে অনেকদিন পর এসছি তো সব নতুন নতুন লাগে #:-S

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: তা তো লাগবেই!

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

সোহানী বলেছেন: B:-/ :-B ;) B-) =p~

বাচ্চালোক দূরে থাকাই ভালো..........

লেখক বলেছেন: এই তো মাথা খুলতাছে আপনার!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ;) =p~

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

অন্তরন্তর বলেছেন: নোটিশগুলো খুব মজার। অনেকক্ষণ হাসলাম। ভাবি কি এই পোস্ট দেখেছে? দেখলে আপনি কি নোটিশ খেলেন জাতি জানতে চায়।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: সে ভাবতেছে কী করা যায়! :-B

১৯| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




ব্লগজনতার প্রতি - কোন ধরনের নোটিশেই বিভ্রান্ত হইয়া চক্ষু বুলাইবেন না । চক্ষু বুলাইলেই কিছু না কিছু বলিতে হইবে
অর্থাৎ এ্যাকশনে যাইতে হইবে । সকলের অবগতির জন্য এই নোটিশখানা ব্লগের দেওয়ালে ঝুলাইয়া রাখা হইলো । :)

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: আজীবন ঝুলতে থাকুক!

২০| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজা, খুবই মজা হইত...

১৮ থেকে ২৪ বছরের অবিবাহিত তরুণীদের নিষেধাজ্ঞা থেকে দূরে রাখার আইডিয়াটা কিন্তু যুগান্তকারী পদক্ষেপ ছিল.... কারণ, এইসব কোমল মনকে নিষেধাজ্ঞার আওতায় রাখলে কষ্টে কেঁদে দিতে পারে....!!

উত্তেজিত স্বামীর প্রতি অন্যায় করা হয়েছে.....

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: উত্তেজিত স্বামীর প্রতি অবরোধ আরোপের ব্যাপারটা একটি অলঙ্ঘনীয় শারীরিক চক্র :(

২১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

কালীদাস বলেছেন: উত্তেজিত হাজবেন্ড আর মডুর উদ্দেশ্যে দেয়া নোটিশ দুইটা ভাল লাগল। হা হা =p~


আমি ভাল আছি এখন হাসান ভাই। বিগত মাসগুলোতে কাজের চাপ এবং দৌড়াদৌড়ি অতিরিক্ত রকমের ছিল। আশা করি এই দফায় আবার কিছুদিন লগইন করতে পারব :) বাকিরা কেমন? বাঁধন, রাজসোহান, নাহোল, মেঘ আপা, নস্টালজিক ভাই, আপনার বাসা সবাই (স্যরি, আপার নাম জানিনা, ব্লগের নিকটাও ভুলে গেছি)?

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

হাসান মাহবুব বলেছেন: বিলম্বিত উত্তরের জন্যে দুঃখিত।

বাঁধন জার্মানিতে হতাশ। সোহান ঢাকায় নাথিং কেয়ারস। নাহোল আগের মতই। ভেবুও খুব বদলায় নি। রানা ভাইয়ার বয়স বাড়ছে একটু একটু করে।

আমরা ভালোই আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.