নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

দ্যা কিউরিয়াস কেস অফ সাহসী সন্তান, কী হয়েছে ব্লগার সাহসী সন্তানের? অনুসন্ধানী পোস্ট

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২


ঘটনার সূত্রপাত

গতকাল রাতে প্রিয় ব্লগার নেক্সাসের ফেসবুক স্ট্যাটাসে চোখ আটকে গেলো। তিনি জানতে চেয়েছেন ব্লগার সাহসী সন্তান এর কোনো আপডেট কেউ দিতে পারবে কি না। তার স্ট্যাটাসে লেখা ছিলো-
যাই হোক যতদুর জেনেছি প্যারা জাম্পিং সময় প্যারাসুট বিট্রে করায় উনি ক্র‍্যাশ ল্যান্ডিং করে মাথায় ও মেরুদন্ডে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে আমেরিকায় চিকিতসাধীন অবস্থায় কোমায় আছে। এই অবস্থায় দেশ মাতৃকার এক সাহসী সৈনিক ও আমাদের পরম প্রিয় বন্ধু ও সহব্লগারের জন্য সকলে প্রাণ খুলে দোয়া করুন।

ব্লগে অনেকদিন ধরে সাহসী সন্তানকে দেখি না। হঠাৎ করে এমন একটা খবর শুনে সেই রাতে বুকটা ধ্বক করে উঠলো। নক করলাম মাহমুদ০০৭কে। সে জানালো সাহসী সন্তান না কি মারা গেছে। বিশ্বাস হতে চাইলো না। নেক্সাসের স্ট্যাটাস ফলো করতে লাগলাম। সেখানে সে মারা গেছে এমন কিছু পেলাম না। তবে সে যে কোনো এক বড় দুর্ঘটনায় পড়ে জীবন সংশয়ে আছে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া গেলো। মন খারাপ করে ঘুমোতে গেলাম। এত খারাপ খবর চারিদিকে! মেনে নেয়া যায় না।

নতুন আপডেট

উদ্বিগ্ন হয়ে ব্লগার কথাকথিকেথিকথন একটি পোস্ট দিলেন। ব্লগার 'সাহসী সন্তান' প্রসংগে। (সাময়িক পোস্ট) সেখানে আমরা দেখা পেলাম সাহসী সন্তান ওরফে সম্রাট এর একজন কাছের মানুষকে। তিনি সেখানে সাহসী সন্তানের আপডেট জানিয়ে নিম্নোক্ত কমেন্টটি করেন-



সে যে বেঁচে আছে, তা জেনে মনটা কিছুটা ভারমুক্ত হলো। তবে সাথে কিছু প্রশ্নও যোগ হলো।

ফ্ল্যাশব্যাক

প্রথমেই জেনে নেয়া যাক, সাহসী সন্তানের দুর্ঘটনার খবর কীভাবে এবং কার মাধ্যমে আমরা জানলাম। ঘটনার শুরু Rakhi Rahman এবং অপর্ণা মম্ময়ের ফেসবুকে কথোপকথনের মাধ্যমে। Rakhi Rahman অপর্ণাকে জানান যে একটি মিশনে গিয়ে সাহসী সন্তান মারা গেছে। এটা খুব গোপন ব্যাপার, কাউকে যেন জানানো না হয়। পরবর্তীতে Rakhi Rahman নামক আইডিটা ডিএ্যাক্টিভেট করা হয় এবং আর কোনো তথ্য পাওয়া যায় নি সেখান থেকে। অপর্ণা এই কথোপকথনের সূত্র ধরে ফেসবুকে পোস্ট দেন, তা থেকে নেক্সাস পোস্ট দেন, এবং এভাবেই কথাটি ছড়ায়। আমাকে ব্লগার কাল্পনিক_ভালোবাসা উক্ত কথোপকথনের স্ক্রিনশট দেয় অপর্ণার অনুমতি নিয়ে। আমি সেগুলো এখানে এ্যাড করে দিচ্ছি-






এরপর নেক্সাসের ফেসবুক স্ট্যাটাসে কামরুন্নাহার আপা জানান যে সাহসী সন্তানের সাথে তার শেষ কথা হয়েছে জুলাইয়ের ১ তারিখে এবং তার শেষ কথা ছিলো- কালকের অপারেশন সাক্সেসফুল না হইলে হয়তো খবর নাও পাইতে পারেন। "

নেক্সট অপারেশনের উপর নির্ভর করবে কতদিন কোমায় থাকা লাগবে। "

এই মূহুর্ত্বে আপনাদের দোয়া ছাড়া আর কিছুর দরকার নাই। "

হৃদয়গ্রাহী, তাই না?

কিছু প্রশ্ন

তো উপরোক্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে একটা সামারি করে ফেলা যাক!
১/ সাহসী সন্তানের আসক নাম সম্রাট। সে ডিফেন্সে চাকরি করে। কোনো একটা মিশনে গিয়েছিলো।
২/ সেখানে তার বিশাল কোনো দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার কথা সে বিছানায় শুয়ে শুয়ে কামরুন্নাহার আপাকে জানিয়ে উধাও হয়ে যায়।
৩/ তার অবস্থার অবনতি হয়, এবং তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
৪/ তার দুর্ঘটনার স্পেসিফিক কারণ ছিলো প্যারা জাম্পিং।

এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য প্যারাজাম্পিং করতে গিয়ে জীবন সংশয়ে পড়লো সেই জুলাই মাসে, আর এতদিনে সেটা নিয়ে কোনো খবরই এলো না মিডিয়ায়? উল্লেখ্য সাহসী সন্তান নিজেকে কারো কাছে আর্মি এবং কারো কাছে নেভির সদস্য হিসেবে উল্লেখ করতো। ধরে নিলাম সে আর্মির। তো এই বিশিষ্ট সেনাব্লগার সম্পর্কে জানতে ব্লগার নেক্সাস তার বড় বোনের ছেলের সাথে কথা বলেন যিনি আর্মির প্যারাকমান্ডো স্কুলের ট্রেইনার। তিনি এ ধরনের কোনো ক্যাজুয়ালিটির কথা জানাতে পারলেন না। নেক্সাস শিওর হবার জন্যে জিজ্ঞেস করলেন নেভির কেউ প্যারাজাম্পে অংশগ্রহণ করে কি না। নেক্সাসের ভাগ্নে জানালেন যে নেভির যদি তেমন কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদেরকেও আর্মির প্যারাকমান্ডোর কাছেই আসতে হবে।
তাহলে এত বড় একটা দুর্ঘটনার খবর কি হাওয়াও মিলিয়ে গেলো?

কিছু অসম্ভব রকম বেসম্ভব কাকতালীয় ব্যাপার

চলুন আবার ফিরে যাই কথাকথিকেথিকথন এর জিজ্ঞাসু পোস্টে হঠাৎ আবির্ভূত হওয়া ব্লগার চি র কু ট এর সাথে সাহসী সন্তানের বানানরীতির কিছু দারুণ মিল নিয়ে।

সাহসী সন্তানের 'সম্ভবত' বানান-
চি র কূ ট এর একই বানান-

'চলাকালিন' -
"শান্তনা"


শুধুমাত্র বানান না, আরো ব্যাপার আছে। এই চি র কূ ট সাহসী সন্তান নিয়মিত যাদের কমেন্ট করতো তাদেরই কমেন্ট করে। তার দেয়া ৬টি কমেন্টের মধ্যে ১টি সাহসী সন্তানের পোস্টে, আরেকটি সাহসী সন্তান সংক্রান্ত পোস্টে, বাকিগুলো হলো জুন, সুখী মানুষ এবং ইতি সামিয়াকে, যাদের সাহসী সন্তানও কমেন্ট করতো। শুধুমাত্র মেঘের সাথীর ব্লগে সাহসী সন্তান কখনও কমেন্ট করে নি।

আরো ঘাপলা

সাহসী সন্তানের সাথে আমাদের মডু কাভার ফোনে কথা হতো একসময়। ফোন নাম্বারটি সে রেখে দিয়েছিলো। তো আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফোন নাম্বারটিতে ফোন করে সে পায় খালিদ নামক একজনকে, যে নাকি সাহসী সন্তানের কাজিন। এই একই নাম্বারে অপর্ণা মম্ময়ও ফোন করে। সেখানে আবার নাম বলা হয় জাহিদ। এই খালিদ অথবা জাহিদ আবার একেকসময় একেক কথা বলে। কখনও বলে একসিডেন্ট ৩ মাস আগে হয়েছে, কখনও বলে সম্প্রতি হয়েছে, নানা ঘাপলা! কাভার ভাষ্যমতে তাকে পাশ দিয়ে কে যেন কথা শিখিয়ে দিচ্ছিলো আবার!

জুনিয়র শার্লক
কাভার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আমি ফেসবুকে সার্চ দেই। সেখানে একটি প্রোফাইল পেয়ে যাই। নাম হলো Junior Sherlock এই শার্লক মহাশয় আবার ধুমিয়ে ফেসবুকিং করে যাচ্ছে। দেশ-কাল-রাজনীতি, নাটক, সিনেমা ইত্যাদি নিয়ে। তার চেয়েও মজার কথা কি জানেন? এই শার্লক সাহেবের বানান ভুলগুলোও আবার সাহসী সন্তানের ভুল বানান অথবা বানানরীতির সাথে খুব মিলে যায়। যেমন, সাঁজিয়ে, আশানুরুপ, মাঝে-মাঝে (দুজনেই হাইফেন ইউজ করে মাঝে), করবেন্না, সমস্থ ইত্যাদি। আমি স্ক্রিনশট দিয়ে আর পোস্ট ভারাক্রান্ত করতে চাই না। একটু ঘাঁটলেই পেয়ে যাবেন।

শেষ কথা
আমি আপনাদের সামনে কিছু অসঙ্গতি এবং কাকতালীয় (!) মিল তুলে ধরলাম। কোনো সিদ্ধান্তে পৌঁছুই নি। তবে আশা করি সাহসী সন্তান ভালো আছে, এবং আমরা সঠিক লোক মারফত সঠিক খবর পেয়ে যাবো। এই পোস্টের উদ্দেশ্য একজন সহব্লগারের প্রতি উদ্বিগ্নতা থেকেই উৎসারিত, এবং আশা করি এটা সংশ্লিষ্ট সকলে বুঝবেন।

শুভ ব্লগিং!

আপডেট ১- এই পোস্ট দেবার কিছুক্ষণ পর জুনিয়র শার্লক আইডিটি ডিএ্যাকটিভেট হয়ে যায়।

ফাইনাল আপডেট- সাহসী সন্তান সুস্থভাবে ফিরে এসেছে। এসে ফেসবুকে মাহফুজুর রহমানকে নিয়ে স্ট্যাটাসও দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত তার ফিরে আসায়।

মন্তব্য ১৭৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মানিজার বলেছেন: মাথা ক্রেক ! মাথায় সমস্যা থাকলে এই টাইপ সীকিং করতে পারে ।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: আমরা তার সুস্থতা কামনা করি।

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টপ টু বটম পড়ার পর আমার মনে একটাই প্রশ্নের উদয় হচ্ছে। সেটা হলো কেন?

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রশ্ন।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




শকিং এ্যান্ড মিষ্টিরিয়াস.................

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: শকিং, কিন্তু এখন খুব বেশি মিস্টিরিয়াস লাগছে না।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

শায়মা বলেছেন: তুমিও তো দেখছি কম শার্লক গোয়েন্দা না !!!!! :||


যাক সাহসী সন্তান ভালো থাকুক। বেঁচে থাকুক আরও অনেক বছর !

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: আমিও তাই চাই।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সামুতে হিট সীকারদের সংখ্যা দিন দিন বাড়ছেই। এখন আসলো আরেকজন।
এত হিট চাইলে আমাদের বললেই হয়, ভলান্টিয়ার হয়ে আমরা এই হিট সীকারের মাথায় গজারি লাঠি অথবা মুলি বাঁশ দিয়ে উপযুক্ত পরিমাণে হিট করতে পারি।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্যে। তবে কর্তৃপক্ষের পক্ষে আপনার প্রস্তাব বাস্তবায়ন করতে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে বোধ করি।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি সাহসী সন্তান ভালো আছে, এবং আমরা সঠিক লোক মারফত সঠিক খবর পেয়ে যাবো।

সেটাই সবার কামনা।

প্রথমতো পুরাই শকড এনাফ হয়েছি!! পরে মিষ্ট্রিতে নূন্যতম আশা টুকু জি্য়ে রইল।
সাস ভাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সব রহস্যের জট খুলে যাক-এই কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: আশা করি সে ভালো আছে।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি তো হেভি চালাক। সাহসী সন্তান যে ডিফেন্সে চাকরি করে এর সত্যতা কি?

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: সে তো তাই বলতো সবাইকে। এটা যদি মিথ্যা হয়, তাহলে তার দুর্ঘটনা, কোমা, হেনতেন সবই মিথ্যা।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: এ রহস্যের জট খুলে যাক............
সাহসী সন্তান ভালো থাকুক।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: সাহসী সন্তান ভালো থাকুক।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

জেন রসি বলেছেন: এই খালিদ বা জাহিদকে ব্লগ অফিসে আসতে বলা যেতে পারে। জুন আপুর মন্তব্যের জন্য অপেক্ষা করছি। যেহেতু সেনাবাহিনী, নেভী, গোপন মিশন এসব ব্যাপারকে রিলেট করে ইনফো দেওয়া হচ্ছে তাই জাহিদ বা খালিদের মোবাইল নম্বর যথাযথ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা যেতে পারে। পরে আবার আসছি।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: সকল তথ্য রক্ষিত আছে। চাহিবা মাত্র প্রদান করা হবে।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

ডার্ক ম্যান বলেছেন: সাহসী সন্তান নামক ব্লগার চিরতরে হারিয়ে গেলেন।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: তাই মনে হচ্ছে।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

জ্বলন্ত আলো বলেছেন: ভালো থাকুক সাহসী সন্তান।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো থাকুক সাহসী সন্তান।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

আরণ্যক রাখাল বলেছেন: ওপ্স।
ওর নাম সম্রাট এটা সেন্ট পার্সেন্ট ঠিক। ফেবুতে আমার ফ্রেন্ড ছিলেন।
এর মধ্যে এতো কিছু হলো, কেন হলো কিছুই জানি না।
ব্লগ খুব আজব জায়গা।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: পৃথিবী একটি অদ্ভুত গ্রহ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

আরিফ রুবেল বলেছেন: সাহসী সন্তান কি তাহলে গুপ্তচর ! কেমন যেন মাসুদ রানার আর জেমস বন্ডের গন্ধ পেলাম। জেমস ভণ্ড না তো ?

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

হাসান মাহবুব বলেছেন: ব্লগে আপনার বিচরণ দেখে ভালো লাগছে। পুরোনো দিনের কথা মনে পড়ছে।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


কিছু বলার নেই, বাংগালী সমস্যা

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

হাসান মাহবুব বলেছেন: আপনার কিছু বলার নেই এ দিনও দেখতে হলো?

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



উনি আহত হয়ে থাকলে, উনার সুস্হতা কামনা করছি

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

আখেনাটেন বলেছেন: ঘটনার ঘনঘটায় ভজঘট ঘটেছে।

*অসুস্থ হলে সুস্থতা কামনা করছি।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: সুস্থতা অবশ্যই কাম্য।

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগের কাউকেই আমি বাস্তবে চিনিনা বা কারো সাথেই কোন সামাজিক মাধ্যমে যোগাযোগ নেই। আপনাকে ধন্যবাদ অনুসন্ধানমূলক পোস্টটি দেয়ার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: এতো কাহিনী !! একটা প্রশ্ন, সাহসী সন্তান কি ব্যাংকে চাকরী করত না !! মাঝে মাঝে উনার ফেবুর স্ট্যাটাস দেখে তাই তো মনে হতো !! আমার ভুল হতেও পারে। তাই আগেই দুঃখিত।

আগের পোস্টই বলেছিলাম, খারাপ সংবাদটি মিথ্যে প্রমাণিত হোক। সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: নেক্সাসের সাথে ফোনে কথা হলো আজ। তিনি বললেন সাহসী সন্তান নিজেকে সেনাবাহিনীর সদস্য বলতো।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
চিন্তা হচ্ছিল অনেক

ভাল থাকুক

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফাতেমা।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

সোহানী বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!! এসবের মানে কি!!!!!!!!!

এরা পাগল নাকি আমি !!!!!! বুঝতে পারছি না। ফলোআপে থাকলাম আসল রহস্য জানার জন্য। তবে মানতেই হয় আপনি সিনিয়র শার্লোকহোমস্........................ B:-/

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: প্রফেশন চেঞ্জ করে ফেলবো না কি? :-B

২১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

সোহানী বলেছেন: মন্দ হয় না। সাইকো গল্পের নতুন প্লট পাবেন................

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। পরিচিত কেউ খুন টুন হইলে বইলেন।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

শায়মা বলেছেন: Junior Sherlock এই আই ডি তো পোস্ট দেবার কিছুখনের মাঝেই ডি একটিভেট হয়ে গেলো! একটু পড়তে চাইসিলাম! :(

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

হাসান মাহবুব বলেছেন: উপায় আর কী বলেন!

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........... ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট খুন? ফিজিক্যাল নাকি মেন্টালি খুন? অর্থে নাকি সন্মানে খুন?

কোন প্রকার খুন হলে বলবো?

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

হাসান মাহবুব বলেছেন: রহস্য আছে এমন খুন।

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

উম্মে সায়মা বলেছেন: একেবারে শার্লক হোমস্ :-B

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: B-)

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

নায়না নাসরিন বলেছেন: হাসান ভাইয়া আপনি তো দেখি ফেলুদা :D

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: আমি হামাদা B-))

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


উনি যেখানেই থাকুন যেন ভাল থাকেন সে কামনাই করি। আপনার লেখায় বেশ কিছুই জানা হল। ডিকোডিং মাস্টারপিস এটা..

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস, ভালো থাকবেন :#)

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

এম আর তালুকদার বলেছেন: রহস৽েঘেরা পোষ্ট। পোষ্টটি প৿যবেক্ষনে রাখলাম।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

হাসান মাহবুব বলেছেন: জ্বী, নতুন আপডেট এলে যোগ করে দেয়া হবে।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪

জেমসবয় বলেছেন: বাহ, বেশ খেটেছেন। প্রকৃত ঘটনা জানতে আগ্রহী।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: আশা করি শীঘ্রই জানতে পারবো।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: এ বিষয়ে দেওয়া ফেবুতে নেক্সাস ভাইয়ের স্ট্যাটাস এবং সেখানে কিছু ব্লগারের মন্তব্য পড়লাম।

সাহসীর মৃত্য হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য জুন আপু, অপর্না আপুকে নক করেছে। এখন প্রশ্ন হচ্ছে জুন আপুকে এ সংবাদ কে দিয়েছে। মৃত সাহসীর পক্ষে সেটা দেওয়া সম্ভব না। অপর্না আপু কেন সঠিক তথ্য জানতে পারে বলে জুন আপুর কাছে মনে হয়েছে? সে তথ্যইবা কে দিল? সাহসী মরে গেলে সে নিশ্চয় তথ্য গোপন করার কথা বলতে পারেনা। তবে তার মৃত্যুর খবর জুন আপুকে গোপন রাখতে বলল কোন আইডি?

দ্বিতীয় ব্যাপার হচ্ছে কামরুন নাহার আপুর সাথে ব্লগার সাহসীর কথা হয়েছে। সেখান থেকে জানতে পারি সে আহত হয়েছে। জানা যায় সে গুরুত্বপূর্ণ মিশনে গেছে।

আবার তার মোবাইলে কল করে জানা যায় সে কোমায় আছে। সে মরেনি এ তথ্য ব্লগে কনফার্ম করে চিরকুট নামক এক নিক। কে এই চিরকুট? তার সাথে ব্লগার সাহসীর কি সম্পর্ক? বন্ধু বা আত্মীয় না হলে তার গোপন খবর জানার কথানা।

আবার খালিদ এবং জাহিদ নামক ব্যাক্তি বিভিন্ন জনকে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তারা কারা?

পুরো ব্যাপারটায় কোন রহস্য নেই। আছে মিসপ্ল্যান। এবং এটা থেকে বুঝা যায় ব্লগার সাহসী পারসন ট্যু পারসন ইনফো গোপন রাখতে চেয়েছিল। এবং এখানে সে কাজটা ঠিক মত করতে পারেনি।

রহস্য নেই। তবে জুন আপু, অপর্না আপু এবং কামরুন নাহার আপু বিষয়টা নিয়ে আরো স্পষ্ট ভাবে কথা বললে আরো ক্লিয়ার আইডিয়া পাওয়া যেত।

ব্লগার সাহসী সন্তানের জন্য শুভকামনা। তার সাথে একসময় ব্লগে বেশ আড্ডা দিয়েছি। আড্ডাটা উপভোগ্য ছিল। ব্লগের অনেকেই তাকে পছন্দ করে। আমি বলতে চাই তার যদি কোন সমস্যা থাকে বা সহায়তার দরকার হয় তিনি কোন রকম দ্বিধা না করে আমাদের তা বলতে পারেন। মানুষের শারীরিক বা মানসিক সমস্যা থাকতেই পারে। তার সমাধানও আছে।

সাহসী সন্তান ভাই, আপনার কোন সমস্যা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সহব্লগার হিসাবে অবশ্যই আপনার পাশে থাকব। হামা ভাইও আপনার ভালোর জন্যই এ পোস্ট দিয়েছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: সাহসী সন্তানকে যেকোন রকম সহায়তা দিতে প্রস্তুত আমি।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাহসী সন্তান নেই এমন কথা যেন শুনা না লাগে, ওনি থাকুক আমাদের মাঝে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

হাসান মাহবুব বলেছেন: থাকুক আমাদের মাঝে।

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: একি আজব কারখানা

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

হাসান মাহবুব বলেছেন: খুবই অদ্ভুত!

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

শান্তির দেবদূত বলেছেন: অনেকদিন পর ব্লগে এমন অনুসন্ধানী পোষ্ট পড়লাম। হাসলাম খালি কিছুক্ষণ, এগুলো এখনো চলে! এতো সময়ও পায় কোথায়? :)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

হাসান মাহবুব বলেছেন: ব্লগ ইজ স্টিল এ্যালাইভ!

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

স্তব্ধতা' বলেছেন: সাহসীর উপ্রে কি ট্রাম্প ভর করলো না কি? চিরকুটরে একটা ছোট্ট ডিম থেরাপী দেয়া হউক।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: চিরকুটের ব্যাপারটা তো কাকতালীয়ও হতে পারে :-/

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: জুন আপা কি বলে দেখি । উনার বিষয়টা পরিস্কার করা প্রয়োজন । এখনো তিনি কিছু বলেন নি দেখে অবাক হচ্ছি ।
আপনাকে ধন্যবাদ হামা ভাই । ব্লগিং এ সক্রিয় অভিজ্ঞতা থাকার কারণে আপনি অনেক কিছুই আঁচ করতে পারেন ।
এসব নিয়েও এসব হতে পারে কল্পনাতেও আনিনি । জানিনা এতে কি লাভ হয় ।
বার বার শুধু কেন প্রশ্নটাই মাথায় আসে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: কেন কেন কেন!

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: সবকিছুই মিথ্যে হয়েও তিনি বেচে আছেন, এটাই হোক সত্যি।।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এটাই সবার চাওয়া।

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসান ভাই, আসলে ধন্যবাদ দেব না কি বলব ঠিক বুঝতে পারছি না। যে পরিস্থিতি আপনি আমাদের সকলের সামনে তুলে ধরলেন, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমাদের সকলের জন্য বিব্রতকর।

গতকাল অপর্ণা আপার ফেসবুক পোস্টে যখন জানতে পারলাম, শান্তি মিশনে গিয়ে ব্লগার সাহসী সন্তান নিহত হয়েছেন, তখন প্রচন্ড খারাপ লাগা শুরু হয়। সেই প্রেক্ষাপট থেকে আমি এই ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা চালাই। কারন অফিসিয়াল কোন স্টেটমেন্ট ছাড়া আমরা আনুষ্ঠানিক শোক প্রকাশও করতে পারব না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ খোঁজ করতে জানা যায়, আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং আমাদের শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করে। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আবার আরো শাক্তিশালী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। সাহসীকতা ও সফলতার সাথে তারা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করে। তবে, সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে ০৩ (তিন) জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং ০৪ জন আহত হয়। নিহতদের নাম – সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইষ্ট বেংগল (বরিশাল)। আহতদের নাম মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), কর্পোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। মালিতে নিয়োজিত বাংলাদেশী অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন ।

এই পর্যায়ে আমি নৌ সদর দপ্তরে খোঁজ নেয়ার চেষ্টা করি। সেখানে কর্মরত একজন পদস্থ কর্মকর্তার মাধ্যমে জানা গেলো, নৌ বাহিনীর কোন সদস্য কোন মিশনে গিয়ে আহত বা নিহত হয় নি। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ন তথ্য জানতে পারি যা শুনে আমার মনে কিছুটা সন্দেহ বা দ্বিধা তৈরী হয়। তথ্যটি হচ্ছে, গত জুন মাসের ১৩ তারিখে বাংলাদেশ নৌ-বাহিনীর ১৩৫ জন সদস্য লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৮ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে এবং পরবর্তীতে উক্ত নৌ সদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’’ ও ‘নির্মূল’এ যোগদান করেন।

উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবারের মত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ সরাসরি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। যুদ্ধ জাহাজ দুটি ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। জাহাজ দুটি লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি লেবানীজ জলসীমায় উক্ত জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।

এই অবস্থায় যখন জানতে পারলাম, সাহসী সন্তান প্যারা জাম্প করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন, তখন আসলে কিছুটা সন্দেহ তৈরী হয়। পরবর্তীতে আমার কাছে থাকা সাহসীর নাম্বারে আমি যোগাযোগ করলে, আমি প্রথমে জিজ্ঞেস করি, সরোয়ার কই? কি খবর ওর? প্রথমে ফোনের ওপাশে কিছুটা থতমত খেয়ে জী ভালো আছে টাইপের কিছু একটা বলা হয়। আমি তখন জিজ্ঞেস করি, সম্রাট কই? তখন বলা হয়, সে শান্তি মিশনে গিয়ে কয়েক মাস ধরে আহত অবস্থায় আছে এবং বর্তমানে নিউয়র্কের কোন এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সামগ্রিক কথা বার্তা আমার কাছে খুবই হাস্যকর এবং বিভ্রান্তিমুলক লাগছে।

এখন জিজ্ঞেস করতে পারেন, সারোয়ার কে? সারোয়ার হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক যিনি গত ২৪ তারিখ সন্ত্রাসীদের আক্রমনে আহত হয়েছেন এবং যার বাড়ি হচ্ছে যশোর।

আরো অনেক কিছু ছিলো, অনেক প্রশ্ন ছিলো, এইগুলো ভদ্রতার কারনে প্রকাশ করতে পারছি না। তবে আমি ব্যক্তিগত প্রেক্ষাপট থেকে এই বিষয়ে খোঁজ নেয়ার জন্য ডিফেন্সের কিছু বন্ধু এবং পুলিশ প্রশাসনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে অনুরোধ করব বলে ঠিক করেছি। ঘটনা সত্য মিথ্যা জানতে চাই।

পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা ব্লগার সাহসী সন্তানের সহ ব্লগার। তিনি ব্যক্তি জীবনে কি ছিলেন, সেটা নিয়ে মাথা ব্যাথা ছিলো না। আমরা তার পরিচয়ই খুশি ছিলাম এবং আছি। অনেক সময় মানুষ সামান্য খ্যাতির জন্য নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দেয়। এখনও বেশি দেরী হয় নি, আশা করব, সাহসী সন্তান ফিরে আসবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: এখনও বেশি দেরী হয় নি, আশা করব, সাহসী সন্তান ফিরে আসবে।

৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:১৪

মামুন ইসলাম বলেছেন: উনি যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহু শিগ্রই সুস্থ করে দেয় যেন। এবং ভালোভাবে সুস্থ শরীরে আমাদের মাঝে আবার ফিরে আসুক।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: আশা করি সে শীঘ্রই ফিরে আসবে।

৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: :(

৩৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০

শামছুল ইসলাম বলেছেন: আবুহেনা ভাই আমার প্রশ্নটা করে ফেলেছে, কেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: কে জানে!

৪০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯

নীলপরি বলেছেন: আপনার পোষ্ট যে এতো শকিং হবে ,বুঝিনি ! অনেকদিন উনি পোষ্ট করেন না দেখে ভাবতাম ব্যস্ত আছেন বোধহয় ! ব্লগে ওনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি ! ওনার আরোগ্য কামনা করি ! পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

জুন বলেছেন: হাসান মাহবুব, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আপনার পোষ্টটির মাধ্যমে একটি বিষয় খুলে বলার সুযোগ দেয়ার জন্য । দেশের বাইরে দীর্ঘদিন ধরে থাকা এবং ব্যাক্তিগত ব্যাস্ততার জন্য নেট অর্থাৎ ব্লগে খুব কম আসা হয়। তবে হঠাৎ করেই কাল থেকে আপনার সহ আরো কয়েকটি পোষ্ট দেখলাম।
আপনি যে স্ক্রিন শট দিয়েছেন সেই রাখি রহমান আইডিটি আমারই ছিল ্তবে পরিত্যাক্ত। কখনোই আমি তেমন ব্যাবহার করিনি। বেশ কয়েক বছর হলো আমি কোন আইডিতেই ফেসবুকে নেই তার প্রমান আপনি দেখেছেন কি না জানি না। আমাদের ব্লগের অনেক পরিচিত মুখই আমাকে দেখতে না পেয়ে আমার পোষ্টে এসে কারন জিজ্ঞেস করেছে বা আইডি চেয়েছে যা আমি দেইনি। তবে পরিত্যাক্ত এই আইডি দিয়ে বেশ অনেক মাস আগে একবারই একজনকে কিছু লেখা পাঠিয়েছিলাম ছাপার জন্য । দশ বারোদিন আগে একবার ঢুকতে চেয়েছিলাম সেই লেখা সংক্রান্ত ব্যাপারে । আশ্চর্য্যের বিষয় তখন থেকে আজ পর্যন্ত আমি একাধিকবার চেষ্টা করেও ফেবুতে ঢুকতে পারি নি ।
আপনি যথার্থই বলেছেন বিষয়টি রহস্যময় এখন আমারও তাই মনে হচ্ছে যা অপর্নার মত ইন্টিলিজেন্ট ব্লগার ঠিকই ধরতে পেরেছে । আবারো ধন্যবাদ আপনাকে ।
তবে যাই হোক সাহসী ফিরে আসুক ব্লগে আর সব রহস্যের সমাধান হোক সেটাই আমাদের প্রত্যাশা থাকবে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: আপনার ক্ল্যারিফিকেশনের জন্যে ধন্যবাদ।

৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সাহসী ভাল থাকুক। আপনার পোস্ট থেকে অনেক তথ্য পাওয়া গেলো ।

সাহসী পোস্ট দিলে আরো পরিষ্কার হতো ব্যাপারটি ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

হাসান মাহবুব বলেছেন: কোমায় থাকা মানুষ কীভাবে পোস্ট দিবে?

৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: প্রথমেই সংশ্লিষ্ট ব্লগারের সুস্থতা কামনা করছি যদি তিনি সত্যই অসুস্থ /কোমায় থাকেন ।
ব্যাপারটায় আসলেই অনেক জট রয়েছে মনে হচ্ছে। যাইহোক আপনার গোয়েন্দাগিরি এবং এনালিটিক্যাল এবিলিটি অসাধারণ। ফেলুদাও হার মানবে ! ক্রস বর্ডার এক্সপার্টিজ এবং একটা তোপসে লাগলে বলবেন !

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

হাসান মাহবুব বলেছেন: ঘটনা সত্যি হয়ে থাকলে শারীরিক সুস্থতা এবং মিথ্যা হয়ে থাকলে মানসিক সুস্থতা অবশ্যই কাম্য।

৪৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

সামিয়া বলেছেন: বানানের ব্যাপারটা যদি একই পিসি অর মোবাইল দিয়ে লেখা হয় তাহলে বেখেয়ালে সেইম বানান হয়ে যেতে পারে অভ্রতে , যদি শব্দটা যদি জদি লিখে থাকি আগে তবে আমি যদি লিখলেও ওটা জদি টাইপ আসবে অটো পরবর্তীতে সেক্ষেত্রে তার সিকনেসের টাইমে হয়তো তার পি সি বা মোবাইল অন্য কেউ ব্যাবহার করছে,
আবার আরেকজনের মোবাইল নাম্বার দিয়ে কেউ এফ বি আই ডি খোলাও অসম্ভব না, যেমন আমার আই ডি তেই আম্মুর মোবাইল নাম্বার দিয়ে রাখছি।

আর ডিফেন্সে অনেক কিছুই গোপন রাখে, অনেক মৃত্যুর খবর পত্রিকায় নট এ্যালাউড। এতে করে সাধারণ মানুষ ডিফেন্সে জয়েন করতে চাইবেনা এটাই মুল কারন আরও অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার তো থাকে তাই না!!
তবে আমি চাই আপনার ধারণা সত্যি হোক সাহসী ভাই আগের মত ব্লগিং করুক উনার সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ সংবাদের অপেক্ষায় রইলাম।।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

হাসান মাহবুব বলেছেন: আপনি যেসব সম্ভাবনার কথা বলেছেন সেগুলো অবশ্যই বিবেচ্য। আমরা কেউি কোনো সিদ্ধান্তে আসতে পারি নি এখনও, সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে কেবল। আমরা সবাই অবশ্যই চাই সাহসী সন্তান ভালো থাকুক।

ফোন নাম্বার দিয়ে খোলা আইডিটা কেন যে পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই ডিএ্যাকটিভেট হয়ে গেলো সেটাও একটা কাকতালীয় ব্যাপার হতে পারে।

৪৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সেটা ঠিক আছে। আসলে কোমায় কিনা? পোস্ট না দিলে কনফার্ম হওয়া যাবে।
প্রপাগান্ডা হয় কি না ? এখন ভাবছি খবরটা মিথ্যে হলেই ভাল।

তার জন্য শুভকামনা থাকলো ।

৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

ডার্ক ম্যান বলেছেন: নতুন আপডেট কি?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: খোঁজ খবর নেয়া হচ্ছে আরো। এখনও নতুন কিছু জানা যায় নি।

৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

গেম চেঞ্জার বলেছেন: সাহসী সন্তান আমাদেরই সহব্লগার। ওর সাথে চুটিয়ে ব্লগিং করেছি অনেক দিন। ফেসবুকে ইন্টার-রিএকশনের পর উনার সাথে ফোনেও কথা হয়। কিন্তু উনার কন্ট্রাডিক্টরি বেশ কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আমার কাছে ঘাপলা লাগে। বিশেষ করে উনার পেশাগত তথ্য নিয়ে। উনি প্রথমে আমাকে বলেন বরিশালে এনজিওতে জব করছেন। এরপর একদিন খুব সিক্রেট ব্যাপার হিসেবে বলেন নেভি'র কি-এক বিশেষ বাহিনীতে উনি কাজ করেন। আমি অবাক হলে উনি বলেন যে ইচ্ছে করেই এই তথ্য তিনি গোপন রেখেছিলেন।
এরপর ব্লগে ক্যাচাল হয়, জনমদাসী ক্যাচালের পর উনার সাথে দুরত্ব তৈরি হয়। এক পর্যায়ে ফেসবুক থেকেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি উনি আমাকে ব্লকও করেন যার কারণ ছিল আমার লজিক্যাল কিছু প্রশ্ন যার উত্তর উনি এভয়েড করতে চেয়েছিলেন। এরপর আমি পুরোপুরি এই ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিই।

সর্বশেষ উনার সাথে মেইলে যোগাযোগ হয়েছিল ২০১৬'র শেষদিকে (নট সিউর)। সেটা ছিল উনার ব্লগস্পটের ইন্টারফেস ডেভেলপমেন্ট নিয়ে হেল্প। আমি মোটামুটি উনার ব্লগস্পটের ব্যাপারে হেল্প করেছিলাম।

যাক, সেইসব কথা। ব্লগে আমি অনিয়মিত এখন। আজ ব্লগে এসে দেখি এই অবস্থা!! আমার মনে হয়- পারসোনালিটি ডিজঅর্ডার জটিলতা উনার কোন সমস্যা হতে পারে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

হাসান মাহবুব বলেছেন: তার সাথে আমারও সম্পর্কের টানাপোড়েন ছিলো। কিন্তু তার সম্পর্কে খারাপ খবর শুনে ওসব কিছু মনে রাখি নি। সকল জটিলতা এবং প্রশ্নের অবসান ঘটুক।

৪৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

জানা বলেছেন: ব্লগার সাহসী সন্তান এর সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করছি। আশা করি শীগ্‌গিরই ফিরবেন তিনি। সবরকম মিথ্যাচারের মৃত্যু হোক। সত্যের, ভালবাসার এবং মঙ্গলময়তার জয় হোক।

পুরো বিষয়টা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনকও বটে! 'অপপ্রচার' এর মত একটি অপকর্ম বা হীন চর্চায় সময় অপচয় না করে একটু ভাল কিছু করার চেষ্টাটুকুতো অন্তত আমরা করতে পারি! অন্যের জন্যে না হোক, নেহায়েত নিজের জন্যেই? 'অবস্থান পরিষ্কার' সংক্রান্ত মন্তব্য (জুন আপু'র) এবং পোস্ট (ফেসবুক এ অপর্নার করা) পড়েও আমরা কোন কূল-কিনারা পাচ্ছিনা! বিষয়টি এখানেই থেমে যাওয়াই ভাল বলে মনে করছি। এসব নিয়ে যত কথা বলবেন, 'নির্বোধ' এবং 'অকেজোরা' ততই আহ্‌লাদিত হবে! ভাল থাকবেন সবাই। পোস্টের জন্যে ধন্যবাদ হাসান।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: অট- জানা আপা, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না?

৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

পার্থ তালুকদার বলেছেন: এ কী আজব কান্ড !!

হাসান ভাই, অাপনি সাহসী ভাই এর জট খুলে দিয়েছেন।
যাক্ উনি ভাল থাকুক।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: জট খোলার চেষ্টা করেছি। আমরা অনেক কিছুই আঁচ করতে পারি, তবে চুড়ান্ত সিদ্ধান্ত এখনই নয়। দেখি আরো আপডেট পেলে এ্যাড করে দেবো।

৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

কাবিল বলেছেন: আপডেট দেখতে আবার আসবো।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই।

৫১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

রানার ব্লগ বলেছেন: সরকার কর্তিক নিয়জিত কোন সৈনিক বা সাধারণ মানুষ কোন গোপন মিশনে যায় তা এই ভাবে আকাশে বাতাসে ফলাও করে যায় না। তারা মারা গেলেও পৃথিবীর সাধারণ মানুষরা খবর পায় না। পুর ব্যাপারটাই গোপন আর নিরব থাকে। এমন কি কোন কারনে যদি কোন এজেন্ড বা সৈনিক কোন গোপন মিশনে মারা যায় তাকে অত্যান্ত গোপন ভাবে সমাধিস্ত করা হয়। এমন কি তার পরিবারকেও কিছু দিনের জন্য আইসুলেটেড রাখা হয়। ব্যাপারটা একটু জটিল। এই ধরনের মিশনে যারা নিয়মিত যায় তারা তার নিজের পরিবারের কাছেও বলে না। সেখানে বন্ধু বা বান্ধুবি তো অনেক দুরের কথা। পরিবার বলতে মা বাবা বোন কে বুঝিয়েছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: অথচ সে সেটা চ্যাটিংয়ে বলে দিলো?

৫২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

আমি ইহতিব বলেছেন: ফেবুতে অপর্ণা আপুর পোস্ট দেখে একটু অবাক হয়েছিলাম। ব্লগার সাহসী সন্তান ভাই ভালো থাকুক এই কামনা করছি।

আপনাকে ব্লগের শার্লক হোমস খেতাব দেয়ার দাবী জানাচ্ছি ভাইয়া :)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইহতিব। শুভসন্ধ্যা।

৫৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: পোষ্ট পড়তে পড়তে মনে হচ্ছিল আমি যেন কোন গোয়েন্দা কাহিনী পড়ছি :-B

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: আমি জীবনেও গোয়েন্দা কাহিনী লেখি নাই :|

৫৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

চি র কু ট বলেছেন: প্রথমত বিষয়টা নিয়ে যে আপনি ব্যাপক আকারের একটা গবেষণা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ! একজন সহব্লগারের প্রতি আর একজন সহব্লগারের এই সহমর্মীতা দেখে আমি সত্যিই অভিভূত এবং যারপরনাই আনন্দিতও বটে। তবে আপনার গবেষনার মধ্যে সামান্য কিছু ভুল আছে। আমি যতটা সম্ভব চেষ্টা করবো সেই বিষয়গুলো এখানে তুলে ধরারঃ-

প্রথমে আমি পুরো ঘটনাটা বলি। তাহলে আপনার/আপনাদের বুঝতে সুবিধা হবে। সাহসী সন্তান ডিফেন্সে চাকরি করে এটা যেমন সত্য, সে আহত হয়েছে এটাও সত্য। তবে তার ব্যক্তিগত কারণে যদি কখনো কারো কাছে পরিচয় গোপন রাখতে চায়, তাহলে সেটা তার ব্যাপার। তাছাড়া তার দূর্ঘটনার ব্যাপারটা আইএসপিআর গোপন রাখবে না পাবলিক প্লেসে প্রকাশ করবে সেটাও তাদের বিষয়। সুতরাং সেই বিষয়ে কথা বলে আমি আমার মন্তব্য ভারি করতে চাইনা। তবে একটা প্রশ্ন-

'ডিফেন্সের সব বিষয় কি আসলেই পাবলিক প্লেসে প্রকাশ করা হয়? কিংবা সাধারণ পাবলিক তার কতটুকুই বা জানতে পারে ডিফেন্সের বিষয়ে?"

এমন অনেক মিশন আছে যেগুলোর খবর তাদের কাছের মানুষ ছাড়া আর কেউ জানতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সাহসী কেন সেটা ভার্চুয়ালি দুইজন অপরিচিত মানুষকে জাণালো? কেন জানালো তার অনেকগুলো ব্যাখ্যা করা যায়। তবে সেটা আমি করবো না। যদি কখনো সাহসী সুস্থ হয়ে ফিরে আসে তখন এটা না হয় তাকেই জিজ্ঞাসা করবেন।

এছাড়াও আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কিন্তু এতবড় একটা দূর্ঘটনা ঘটে গেল অথচ সেটার কেন কোন নিউজ আসলো না? কেন আসলো না তা বলতে পারবো না, তবে যেহেতু ব্যাপারটা ট্রেনিং চলাকালিন সময়ে ঘটেছে এবং প্রথম স্টেপে আঘাত ততটা গুরুত্বপূর্ণ মনে না হওয়ায় হয়তো তারা চায়নি সেটা এভাবে ফলাও করে প্রকাশ করা হোক।

সাহসী যেখানেই থাকুক ভার্চুয়ালি সে সব সময় দুইজন মানুষের সাথে যোগাযোগ রাখতো বলে আমি জানতাম। একজন ব্লগার জুন এবং দ্বিতীয়জন ব্লগার কামরুন্নাহার বীথি। কারণ এই দুইজনকে সে অসম্ভব রকম ভালবাসতো এবং নিজের আপন বড় বোনের মতই শ্রদ্ধা ভক্তি করতো। যতদূর জানি তারাও তাকে ছোট ভাইয়ের মত স্নেহ করতো। যার কারণে সে দেশের বাইরে যাওয়ার পরেও অন্য সবার সাথে যোগাযোগ কমিয়ে দিলেও যখনই অনলাইনে আসতো তখনই চেষ্টা করতো তাদের সাথে যোগাযোগ করার।

ব্লগার জুনের কোন ফেসবুক আইডি না থাকায় সে তার সাথে ভাইবার এবং ই-মেইলে যোগাযোগ রাখতো। এবং কামরুন্নাহার আপুর যেহেতু ফেসবুক আছে, সেহেতু ঐ দুইটা জিনিসের আর দরকার পড়েনি। সাহসী প্রথম যখন এক্সিডেন্টের সম্মূখিন হয় তখন আপাতো দৃষ্টিতে সেটা ততটা গুরুত্ব দিয়ে ধরা হয়নি। কারণ ডিফেন্সের ট্রেনিংএ এমন টুকটাক দূর্ঘটনা অহরহ ঘটে বা ঘটছে। তাছাড়া তার নিজের মধ্যেও সাধারণ বিষয় গুলোকে খুব সহজে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার প্রবণতাটা ছিল খুবই প্রবল।

তবে আঘাতটা মেরুদন্ডে এবং মাথায় হওয়ায় তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করানো হলে জরুরি ভিত্তিতে তার মেরুদন্ডে অপারেশন করানো হয়। এবং প্রায় দশ থেকে পনের দিনের মাথায় সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। যদিও তখনও তার মাথায় অপারেশন করা হয়নি। কারণ পরিপূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ডাক্তাররা পরবর্তি আর কোন অপারেশন করতে রাজি হয়নি। তখন সেই অবস্থায় সে তার এক কলিগের মোবাইল ফোন থেকে তার কলিগেরই লগইন করা ভাইবারে প্রথমেই জুন এবং ফেসবুকে কামরুন্নাহার আপুর সাথে যোগাযোগ করে। এবং তার এক্সিডেন্টে খবর জানায় (এত অসুস্থতার মধ্যেও সে এইদুজনের সাথে যোগাযোগ করায় নিশ্চই বুঝতে পারছেন সে তাদেরকে ঠিক কতটা ভালবাসতো?)

এখানে উল্লেখ্য যে এই কিছুটা সুস্থ হয়ে ওঠার দুইদিন পরে মেডিকেল টেস্টে তার মেরুদন্ডে আবারও চিড় ধরা পড়ায় তাকে আবারও অপারেশন টেবিলে যেতে হয়। এবং তারপর থেকে আর সে কারো সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়নি। কারণ প্রথমত তারপর থেকে তার বাকি অপারেশন গুলোও একই সাথে পরপর সম্পন্ন কারার কথা ভাবা হয়। আর দ্বিতীয়ত ডাক্তারদের প্রবল নিষেধ ছিল। কারণ মোবাইলের স্কিনের আলো অথবা ল্যাপটপের মনিটরের আলো চোখে পড়লেই চোখ জ্বলতো এবং মাথা ঝিমঝিম করতো। সব থেকে বড় কথা এরপর থেকে ইন্টারনেট ব্যবহার করার মত অবস্থায় সে আর ছিল না।

এভাবে বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে ব্লগার জুন হঠাৎ সাহসীর এই হারিয়ে যাওয়া মেনে নিতে না পারায় সাহসীর সেই কলিগের সাথেই পূণরায় যোগাযোগ করার চেষ্টা করে। যার ভাইবার একাউন্ট দিয়ে সাহসী শেষবার জুন আপুর সাথে কথা বলেছিল। এবং সেই কলিগ জানায় সাহসীর অবস্থা এখন খুব একটা ভাল না, বিশেষ করে সাহসীর অপারেশনের জন্য রক্ত ম্যানেজ করা খুব দূরহ হয়ে পড়ছিল। কারণ ওর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ (O-)। যেটা পাওয়া যাচ্ছিল না। আর পাওয়া গেলেও খুবই সিমীত।

আপনাদের এই ক্যাচালের পরে আমি সাহসীর সেই কলিগের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করি, সে ব্লগার জুনকে সাহসীর মৃত্যুর খবর দিয়েছিল কিনা? কিন্তু সে আমাকে জানায়, সে তাকে মৃত্যুর খবর দেয়নি। তবে যে কোন পরিস্থিতি মেনে নেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলে। উল্লেখ্য তাদের কথপোকথনের পুরো অংশটাই ইংরেজিতে হয়। এবং জুন আপু ইংরেজি মিনিং ট্রান্সলেট করতে কোন রকম ভুল করেছিল কিনা আমি জানি না (এখানে কথাটা আমি জুন আপুকে ছোট করার জন্য বলিনি। শুধু অনুমান করেছি মাত্র। কারণ ভুল যে কারোরই হতে পারে।)

সে যাইহোক, কিন্তু তারপরে জুন আপু বা রাখি রহমান নামে কোন ফেসবুক আইডি হঠাৎ করে সাহসীর অনুপস্থিতির সুযোগ নিয়ে এভাবে তার মৃত্যু সংবাদ ভাইরাল করে দেবে কেন, বা এটাতে তার স্বার্থ কি ছিল সেটা জানি না।

এবার আসি সাহসীর মোবাইল নাম্বারের প্রসঙ্গে। সাহসী যখন দেশের বাইরে চলে যায় তখন তার ফোন নাম্বারটা তার কাজিনকে দিয়ে যায়। প্রশ্ন আসতে পারে, এভাবে একজন ব্যক্তি তার ব্যক্তিগত নাম্বার কেন অন্য আর একজনকে দিয়ে দিল? হ্যাঁ, ব্যাপারটা হল নাম্বারটা ছিল নতুন। এবং সে ঐ নাম্বার দিয়ে অন্যদের সাথে খুব কমই যোগাযোগ করতো। কেবলমাত্র অপরিচিত এবং খুব দরকারে ছাড়া সে ঐ নাম্বারটা কখনোই ব্যবহার করতো না। পরে তার কাজিন তার কাছে একটা গ্রামীণ নাম্বার চাওয়ায় সে কোন রকম দ্বিধা ছাড়াই ঐ নাম্বারটা তাকে দিয়ে দেয়। এবং বলে নাম্বারে কোন অপরিচিত কল আসলে এবং তার বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে কোন কিছু বলার দরকার নেই।

ব্লগার কাল্পনিক ভালবাসার মন্তব্যটা দেখলাম। তিনি সাহসীর কাজিনের সাথে কথা বলে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি সেটা তার মন্তব্যতেই প্রমাণীত। কথা হল, ভাই আপনি হয়তো সাহসীর পরিচিত হতে পারেন। কিন্তু আপনি কি সাহসীর কাজিনের পরিচিত ছিলেন? এখন আপনি সাহসীর যতই পরিচিত ব্যক্তি হন না কেন, সে তো পারে না আর একজনের ব্যক্তিগত তথ্য আপনার কাছে শেয়ার করতে। ধরুন আমি যদি আপনার কোন পরিচিত ব্যক্তির কাছে যে আপনার একসময়ের ব্যবহৃত নাম্বারটা এখন ব্যবহার করছে, তার কাছে যদি আপনার ডিটেইলস জিজ্ঞাসা করি তাহলে সে কি আমার কাছে আপনার সব তথ্য বলবে? এমন হতে পারে আপনি স্পেসেফিস কিছু জিজ্ঞাসা করলেন, সেটা হয়তো বলতে পারে। কিন্তু তার মানে তো এই নয় যে তার কাছে আপনি সাহসীর চৌদ্দগুষ্টির খোঁজখবর নেবেন?

সাহসী সম্পর্কে আপনাদের কৌতুহল ছিল, সে বেঁচে আছে না মরে গেছে সেটা জানার। কারণ তার মৃত্যুর গুজবটার একটা সত্যতার দরকার ছিল। তার কাজিন বলেছিল তার মৃত্যুর সংবাদটা সম্পূর্ণ গুজব। সে চিকিৎসাধীন আছে। আরো এই ধরনের কিছু কথাবার্তা। এর মধ্যে আপনার তার কথা কেন হাস্যকর আর বিভ্রান্তিমূলক মনে হল ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া সম্রাট নামে একজন ব্যক্তির খোঁজ করতে গিয়ে যদি কেউ হুট করে সরোয়ার বলে নিজের ইন্টেলিজেন্সি দেখাতে যায়, তখন অপরপক্ষের থতমত খেয়ে যাওয়াটা কি খুব বেশি আশ্চর্যের হবে? সবাই তো আর আপনার মত ইন্টেলিজেন্ট নাও হতে পারে তাই না?

এছাড়াও আরো একটা বিষয় হলো, সে তার নাম বলেছে খালিদ। অথচ কেউ যদি তার কানের সমস্যার কারণে অথবা নেটওয়ার্ক দূর্বলের কারণে জাহিদ শোনে তখন তো সেজন্য নাম বলা ব্যক্তিকে দোষারোপ করা যায় না তাই না? আপনাদের উচিৎ ছিল সে যখন তার নামটা বলেছিল তখন সেটাকে ভালভাবে শোনা। অথবা প্রথমে ভুল শুনে থাকলে দ্বিতীয়বার শোনা। তাছাড়া খালিদ আর জাহিদ উচ্চারণ কিন্তু অনেকটাই কাছাকাছি। এমনও তো হতে পারে সে খালিদ বলেছে অথচ আপনারা সেটা জাহিদ শুনেছেন? তাছাড়া সাহসী যখন মরেইনি, এবং আপনাদের শোনা নিউজটা যখন ভুলই প্রমাণিত হল তখন সেই ব্যাপারটা নিয়ে কেন এত জল ঘোলা করা হচ্ছে? সে কি আপনাদের ব্লগ নিতীমালা বিরোধী কোন কাজ করেছে?

আমার জানা মতে আজ পর্যন্ত সাহসী নিজের পরিচয় দেওয়ার সময় কাউকে কখনোই ভুল তথ্য দেয়নি যে সে নেভিতে না আর্মিতে আছে। হয়তো সে তার পরিচয় গোপন রাখার জন্য অন্য কিছু বলতে পারে। অথচ আপনারা বের করলেন সে কারো কাছে বলেছে নেভিতে আবার কারো কাছে বলেছে আর্মিতে। সাহসীর বেশ কিছু স্ট্যাটাস এবং একটা ব্লগ পোস্ট দেখলেই তো বোঝা যায় সে আসলে কিসে ছিল। একজন মানুষ আর্মিতে চাকরি করে নিশ্চই জাহাজের মাস্তুলে বসে প্রিয়তমার কথা মনে করতে পারে না?

এবার আসি ফেসবুক প্রসঙ্গে। সাহসী তার নাম্বারটা তার কাজিনকে দিয়ে গেলে সেই নাম্বার দিয়ে সে যে জুনিয়র শার্লক নামে একটা ফেক আইডি খুলেছিল সেটা হয়তো গতকালকের ঘটনাটা না ঘটলে বিষয়টা আমরাও জানতাম না। পরে এই ব্যাপারটা নিয়ে তাকে চাপ দেওয়া হয়। এবং তার কাছে জানতে চাওয়া হয় এধরনের কোন ব্যাপার সে করেছে কিনা। পরে সে স্বীকার করলে, তাকে আইডি ডিলিট অথবা উক্ত আইডি থেকে নাম্বারটা মুছে ফেলতে বলা হয়। কিন্তু সে প্রথম অপশনটা বেছে নিয়ে আইডি ডিএ্যক্টিভেট করে দেয়।

আর হাসান মাহবুব ভাই সাহসীর মন্তব্যের সাথে চিরকুটের মন্তব্যের যে বিশ্লেষণ করলেন সেটা খুবই হাস্যকর। ঠিক যেমন হাস্যকর জুনিয়র শার্লকের সাথে সাহসীর লেখার মিল খুঁজে বের করা। বর্তমান সময়ে আমরা সবাই কম/বেশি সংক্ষীপ্ত লেখায় অভ্যস্থ। বিশেষ করে, করবেন না কে করবেন্না, খাইবেন না কে খাইবেন্না, আমরা কে আম্রা ইত্যাদি। তাছাড়া মোবাইল টাইপিংএ অটো কম্পিলিটের বিষয়টাতো আছেই। এখন আপনি যে বানানের ডেফিনেশন গুলো দিলেন সেগুলো তো চাইলে আরো অনেকের সাথে মিলে যেতে পারে, তার মানে কি সেই তারাও সাহসী? সাহসীর অব্যবহৃত মোবাইলটা এখন আমি ব্যবহার করি, তারমানে তো এটা নয়যে আমিই সাহসী?

আসেন, আপনাকে আর একটু কনফিউশনে ফেলে দিই- "বর্তমান ডিজিটাল যুগে আইসা ডিজিটাল পদ্ধতীতে গবেষণা চালাইতে হইবো হামা ভাইয়ামনি। সেই মান্ধাতার আমলের হ্যান্ড রাইটিং এক্সপার্টনেস্ দেখাইয়া এখন আর লাভ নাই। ডিজিটাল যুগে বাস কইরা এনালগ সিস্টেম ফলো কর্লে কি চলে বলেন। আমি নিজে দুই ভাবে হাতের লেখা দিবার পারি। আমার এক রকম হাতের লেখা দেইখা আপনি বুঝবারও পার্বেনন্না দ্বিতীয় লেখাটাও আমারই হইতে পারে।" ;)

কি বুঝলেন? সাহসী স্ট্যাইলে লিখলাম। যখন চিরকুট নিকের সাথে মিল করছেন তখন ভাল ভাবেই করেন। আপনি ব্লগের অনেক সিনিয়র। এবং সাহসীর একজন শুভাকাংখী জানি। তাছাড়া আপনারা সিনিয়রা একজন ব্লগারের গতিবীধি দেখলেই বুঝতে পারেন সে কে, কেমন ইত্যাদি। তবে সেটা মাত্র পাঁচটা মন্তব্যের ডেফিনেশন দেখেই অনুমান করতে পারাটা একটু বেশি বেশি হয়ে যায় না? তবে অন্যদিক থেকে ধরলে অবশ্য আপনিই ঠিক। একটা ব্যাপার হল, সাহসী যখন আমার পরিচিত কেউ এবং এই ব্লগে আসার মূলেই যখন তারই অনুপ্রেরণা, তখন তার গতিবিধী ফলো করেই যে আমি চলবো এটাতে আর আশ্চর্যের কি?

আর একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার। আমার মন্তব্যটা দেখার পরে জেন রসির মত হয়তো আপনাদের অনেকের মনেও প্রশ্ন জাগতে পারে আমি কে? এবং সাহসী সম্পর্কে আমি এত তথ্য জানলামই বা কিভাবে?

সত্যি বলতে সাহসীর সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই। তবে যে সম্পর্কের বাঁধনে আবদ্ধ সেটাও ঐ রক্তের সম্পর্কের থেকেও কোন অংশে কম নয়। এবার আপনাদের জন্য কুইজ, সাহসী আর আমার সম্পর্কটা তাহলে কি? :)

যাহোক, উপরিউক্ত মন্তব্যের পরে হয়তো আপনাদের কনফিউশন কিছুটা হলেও কমবে। আর যদি না কমে, তাহলে আমার আর কিছু করার নেই। এমনও হতে পারে, এই মন্তব্যের পরে হয়তো আপনাদের কনফিউশন আরো বেড়ে যাবে। হয়তো এই মন্তব্যের মধ্যেও আপনারা হ্যান্ডরাইটিং এক্সপার্টনেস্ পরীক্ষা করতে বসবেন। সেটা আপনারা করতেই পারেন। গনতান্ত্রীক অধিকার বলে কথা। তবে মজার বিষয়টা হল, যাকে নিয়ে এত কিছু সেইই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতায় থেকে যাচ্ছে এটাই সব থেকে বড় আপসোস।

ফ্রন্ট পেজ এক্সেস থাকলে মন্তব্যটা ব্লগ পোস্ট আকারে দিতাম। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় অপাতত এখানেই পোস্ট করলাম। ভাল থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আর সাহসীর মঙ্গল অথবা অমঙ্গল প্রত্যাসী সবাইকেই অসংখ্য ধন্যবাদ তার প্রতি সমবেদনা জানানোর জন্য। তবে এই ঘটনার দ্বারাতে দুটো জিনিস বুঝতে পারলাম। সবাইকে বিশ্বাস করতে নেই। আর ব্লগের পরিচয়টা ব্লগে থাকাই ভাল। আমি একজন ব্লগার, এর বাইরে আমি কে সেটা যে যত কম প্রকাশ করতে পারবে ততই তার জন্য মঙ্গল। তাছাড়া ব্লগিং করতে গেল মনেহয় তার দরকারও পড়ে না।

সবশেষ এই রাখী রহমানটা কে আমি জানি না। যদি ব্লগার জুনই রাখী রহমান হয়ে থাকেন এবং এইসব কিছুর মূলে যদি তিনিই থেকে থাকেন তাহলে সেটা তিনি ভাল করেননি। তাছাড়া ঐ ফেসবুক আইডিটা যেহেতু তার সেহেতু হয়তো তিনিই বলতে পারবেন সেইদিন এই আইডিটার পিছনে আসলে ঠিক কে লুকিয়ে ছিল। তবে সে যেই হোক না কেন, সাহসী নিশ্চই তার মৃত্যু সংবাদ প্রচার করার দ্বায়ীত্ত্ব অন্য কাওকে দিয়ে যায়নি। দরকার পড়লে সাহসীর ঘনিষ্ট কেউ ব্লগে আইডি খুলে সেটা জানাতে পারতো। আমার প্রশ্ন, তাহলে কেন তিনি যেচে গিয়ে সাহসী সম্পর্কে অপর্ণা মন্ময়কে ভুল ইনফর্মেশন দিতে গেলেন? এখানে তার স্বার্থই বা কি ছিল? সাহসী মরে গেলে কি তার ভাল হত?

জানি না সাহসী সুস্থ হওয়ার পরে কি ভাববে। তবে এটা জেনে নিশ্চই সে খুব খুশি হবে, তার এক সময়ের সব থেকে প্রিয় মানুষটাই তার ভার্চুয়াল জীবনের পরিসমাপ্তির অন্যতম মূলে কাজ করেছে।

আর একটা বিষয় হল, ব্লগে লিখতে গিয়ে সাহসীর কিন্তু আলাদা কোন পরিচয়ের দরকার পড়তো না। সে তার লেখার গুণেই ব্লগে প্রতিষ্ঠিত ছিল। এখন কেউ যদি মনে করে সাহসী নিজে লুকিয়ে থেকে এসব কিছু করে তার পাবলিসিটি বাড়াচ্ছে তাহলে সে যে ভুল ভাবছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ নূণ্যতম কমনসেন্সধারী যে কেউই বুঝতে পারবে এই ব্যাপারটাতে তার মান সম্মান কমে যাওয়া ছাড়া বাড়ার কোনই সম্ভাবনা নেই।

পরিশেষে জানা আপুর মন্তব্যের কিছু অংশ এখানে কোট করছি- 'বিষয়টি এখানেই থেমে যাওয়াই ভাল বলে মনে করছি। এসব নিয়ে যত কথা বলবেন, 'নির্বোধ' এবং 'অকেজোরা' ততই আহ্‌লাদিত হবে!'

নোটঃ- আমি এই ব্যাপারটা সম্পর্কে যতটা জানি এখানে বলার চেষ্টা করেছি। চাইলে আপনারা ব্লগার জুন আপু এবং ব্লগার কামরুন্নাহার বীথি আপুকে তৎসংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। আমার ধরনা তারা সেটাই বলবে যেটা আমি বলেছি। হয়তো আপনাদের এই ক্যাচালে আমার আর মন্তব্য করা হয়ে উঠবে না। কারণ লেবু যত কচলানো হয় ততই সেটা টক থেকে তিতা হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ ভাল অথবা মন্দ আপনারা যাই ভাবেন না কেন, ব্যাপারটা এই পর্যন্তই অবশিষ্ট থাক। যদি সাহসী সন্তান সুস্থ হয়ে আবারও ব্লগে ফিরে আসতে পারে তখন সেই না হয় তার এই হঠাৎ হারিয়ে যাওয়ার বিস্তারিত কারণ ব্যাখ্যা করবে। ভাল থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

হাসান মাহবুব বলেছেন: আমি যা বলেছি সবগুলোই হচ্ছে এভিডেন্স। এখানে হাওয়া থেকে কোনো কথা আসে নাই। বানানের মিল এক দুইটা হওয়া ভালো, কিন্তু ৪-৫ টা? তাও আবার এক কমেন্ট দিয়েই এত কিছু মিলে গেলো?

দুইজন মানুষই সান্ত্বনাকে শান্তনা লিখছে, সম্ভাবনাকে সাম্ভাবনা লিখছে,

আবার সাহসীর ফোন নাম্বার তার যে কাজিন ইউজ করছে সেও সাহসী এবং চিরকূট ঠিক যেরকম বানান ভুল করতো তেমনই করছে।

সাজিয়ের ওপর দুজনই চন্দ্রবিন্দু দিচ্ছে!
আশানরূপকে আশানুরূপ লিখছে?
মাঝে মাঝের মাঝখানে হাইফেন দিচ্ছে? আরো অনেক ছিলো আমি সব ঘাঁটি নি, দেইও নি।

আমি জানি পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে, তবে এ ব্যাপারটা একটু বেশিই অদ্ভুত। তবে এটা ঠিক যে এগুলো থেকে নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। তবে অনুমান তো করা যেতেই পারে, তাই না?


আপনি বলছেন একজন মানুষ আর্মিতে চাকরি করে নিশ্চই জাহাজের মাস্তুলে বসে প্রিয়তমার কথা মনে করতে পারে না? কিন্তু আমি যে একজন ব্লগারের সাথে কথা বলে জেনেছি তাকে সাহসী বলেছিলো সে আর্মিতে আছে। খুব দরকার পড়লে সেটার প্রমাণ দেয়া যাবে।

আমি পোস্টটা লিখেছি অনেক অসঙ্গতি থাকার কারণেই। আপনি এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছেন, সেজন্যে আপনাকে ধন্যবাদ। আমার পোস্টের শেষের কথাগুলোই আবার বলি,


আমি আপনাদের সামনে কিছু অসঙ্গতি এবং কাকতালীয় (!) মিল তুলে ধরলাম। কোনো সিদ্ধান্তে পৌঁছুই নি। তবে আশা করি সাহসী সন্তান ভালো আছে, এবং আমরা সঠিক লোক মারফত সঠিক খবর পেয়ে যাবো। এই পোস্টের উদ্দেশ্য একজন সহব্লগারের প্রতি উদ্বিগ্নতা থেকেই উৎসারিত, এবং আশা করি এটা সংশ্লিষ্ট সকলে বুঝবেন।


সাহসী যেখানেই থাকুক ভালো থাকুক এটাই কামনা। এবং আমি নিশ্চিত সাহসী ভালো হয়ে এসে ব্লগে ফিরবেই। এ আমার দৃঢ় বিশ্বাস এবং আশাবাদ।


৫৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখনো সাথে আছি। শেষটায় যেন তাকে ফিরে পাই।

৫৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

দেশী পোলা বলেছেন: এখন পর্যন্ত সাহায্য চাহিয়া টেকাটুকা যোগাড় করার কোন পোস্ট আইছে? নয়া আইফুন-টুন বাজারে আইল, এই চান্সে যদি কারো কিছু মালপানি কামানো যায়

৫৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

গেম চেঞ্জার বলেছেন: @স্যার চিরকুট

আপনি কি আমাকে জানেন?

৫৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার বিস্তর গবেষণা থেকে হয়তো সবার মধ্যে কিউরিসিটিই বাড়াবে, সত্যটা হয়তো নিকটে । তবে আমি আর কিউরিসিটির মধ্যে থাকতে চাই না । সত্য মিথ্যার নির্ণয় একদিন হয়তো হবে । তখন জেনে নেব ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য মিথ্যার মাঝখানে থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য । এবং এটুকুও বলতে চাই এমন বিষয়গুলো সূক্ষ্মভাবে মানুষের বিশ্বাসের হানি ঘটায় ।

৫৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

অপর্ণা মম্ময় বলেছেন: মন্তব্য করতে আইসা থাইমা গেলাম। যাই হোক একটা কথাই বলার আছে, হাসান মাহবুব আপ্নে খ্রাপ।

৬০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:


চি র কু ট এর প্রতি- আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমার পোস্টে এবং এখানে এর কোনটাই কনফিউশন দূর করার জন্য যথেষ্ট নয় । কারো এক্সিডেন্ট অসুস্থতা নিয়ে লুকোচুরি খেলার কিছু নেই, আর এমনটা ভাল কিছু নয়। আপনি সত্যি যদি 'সাহসী সন্তান' এর কাছের কেউ হয়ে থাকেন যথাযথ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ একটা মন্তব্য এখানে করবেন বলে আশা রাখি । আপনি নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন 'সাহসী সন্তান' এর অনেক শুভাকাঙ্ক্ষী এখানে রয়েছেন এবং তারা এ সংবাদে উদ্ধিগ্ন । এর পাশাপাশি সত্য মিথ্যার মাঝামাঝি সবাই অবস্থান করছেন । এই অবস্থানটা খুবই অস্বস্থিকর একটা অবস্থান। কেউ এই অবস্থানের মধ্যে থাকতে চায় না । তাই আপনার প্রতি অনুরোধ এমন কিছু করুন যার মাধ্যমে সকল কনফিউশান দূর হয়ে যাবে । আপনি এখনো জেনারেল নন, সে ক্ষেত্রে এই পোস্টের মধ্যে মন্তব্য করে জানান । যারা 'সাহসী সন্তান'কে নিয়ে উদ্ধিগ্ন সবাই এই পোস্ট ফলো আপে রেখেছে । সবশেষে সবার পক্ষ থেকে বলবো, এই উদারতাটুকু আপনার থেকে আশা করছি।

৬১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: সাহসীর জন্য শংসয় নিয়ে পোস্ট পড়া শুরু করেছিলাম! তবে শেষ অবধি শংসয়টা সন্দেহের দিকে মোড় নিল!

পোস্টে আপনার পজিশনটা ধরার চেষ্টা করেছি। সম্ভবত সত্য (উন্মোচনের পক্ষে) নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন ! পোস্ট এবং এই মন্তব্য করার আগ পর্যন্ত করা সকল মন্তব্য পাঠ করে বেশ কয়েকটা আনুমানিক কনক্লুশনে আসা যায়! এর মধ্যে দুটো হতে পারে নিচের মতো:

১) সাহসী সত্যিই অসুস্থ বাট আমরা রাইট অপশনে এখনো ক্লিক করতে পারিনি।
২) সাহসী আসলে সাস আইডিটার ইতি টানতে চাইছেন । তাই ইচ্ছাকৃত এই তথ্য বিভ্রাট।

কনক্লুশন যাই হোক সাসের প্রতি অনেক ব্লগারের যে ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে এই পোস্ট আসা মন্তব্যসমূহে তা পরিষ্কার! তার নিজস্ব মন্দ/ ভালো একটা ইমেজ রয়েছে! কোন ক্যাচালের মাধ্যমে সেটা নষ্ট হোক সেটি যেমন তিনি নিজেও চাননা তেমনি আমরাও চাইনা!

ব্লগে ব্লগিং করার কারনে একজন ব্লগারের অন্য ব্লগারের প্রতি অনুভূতি জন্মানো শুভ লক্ষণ এবং ভালো ব্যাপার। তবে তথ্য বিভ্রাট করে সেই অনুভূতি নিয়ে খেলা করা একেবারেই কাম্য নয়! তাই সাস যদি অসুস্থ না হয়ে থাকেন তবে যে বা যারা সাসকে নিয়ে তথ্য বিভ্রাট করছেন তারা ঠিক করছেন না!

আর সাস যদি সত্যি অসুস্থ থাকেন তবে তার সুস্থতা কামনা করছি! লাভ ইউ সাস!







০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্যে ভালো লাগা রইলো।

৬২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

ডার্ক ম্যান বলেছেন: চি র কু ট @ আপনার উচিত ব্লগ কর্তৃপক্ষের কাছে পরিচয় দিয়ে মূল ঘটনা খুলে বলা।
যেহেতু আপনি সাহসী সন্তান নামক ব্লগারের কাছের মানুষ তাই আপনি হয়তো সব জানেন। কারো দুরাবস্থা নিয়ে তামাশা করার জন্য এই পোস্ট দেওয়া হয় নি।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: সে গেল কই?

৬৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: কিছুটাতো ক্লিয়ার তবে এর চুড়ান্ত দেখতে আবার আসবো।।

৬৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রথমেই আপনারে একটু খোঁচাই। আপনি এত সময় কৈ পান ভাই ?

ঘটনা দেইখা ব্লগের মিথিলা কেইসটার কথা মনে পড়ে গেল...........

এত বুদ্ধি পোলাপাইন আকামে ব্যয় করল, সেটাই প্রচন্ড হতাশার..........

৬৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

জেন রসি বলেছেন: চিরকূট,

মনে হচ্ছে আপনার এবার ঝেরে কাশা উচিৎ। কারন বিষয়টা অনেক জটিল আকার ধারন করেছে। অনেক ব্লগার আছে যারা সাহসীকে খুব পছন্দ করে। তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। বিষয়টার সাথে এখন ব্লগ জড়িত হয়ে গেছে। সুতরাং এখানে কুইজ খেলা বা পাজল গেম খেলার কোন অপশন নেই। এবার আপনার কথায় আসা যাক।

আপনার কথা থেকে যা বুঝা গেল,

১। সাহসী নৌবাহিনীতে আছে।
২। সে গোপন মিশনে গুরুতর আহত হয়।

আরো অনেক তথ্য এসেছে। সেসব তথ্যকে বাদ দিয়ে আমি শুধু এ দুটো তথ্যের দিকে ফোকাস করলাম। প্রথমত জাদিদ ভাইয়ের মন্তব্য থেকে নিশ্চিত হওয়া যায় এমন কোন দুর্ঘটনা ঘটার কোন তথ্য পাওয়া যায়নি। আপনি বলেছেন গোপন মিশন। তাই ঘটনা হাইড করে রাখা হয়েছে। এখন আপনাকে কিছু প্রশ্ন করছি।

১। আপনি কিভাবে বা কার কাছে খবর পেলেন সাহসীকে নিয়ে অপপ্রচার হচ্ছে? সাহসী বলেছে? সাহসী বলে থাকলে সে কিভাবে জানে? সে কি ফেবুতে অ্যাকটিভ? অ্যাকটিভ হলে সে নিজে কেন এসে বলেনি?

২। সে যেসব তথ্য আপনাকে দিয়েছে তা সে তাকে নিয়ে আলোচনা হচ্ছে তা জানার পরই নিশ্চয় দিয়েছে? তার মানে সে ততটা অসুস্থ না এখন। সে ফেবুতে ফেক আইডিতে আছে। নাহয় কিভাবে জানবে তাকে নিয়ে আলোচনা হচ্ছে?

৩। উপরের পয়েন্ট দুটো থেকে প্রমান হয় সে কথা বলার মত অবস্থায় নেই এ তথ্য ঠিক না। কারন সে সব খুলে বলেছে আপনাকে। তাও আবার অনলাইনের অবস্থা পর্যবেক্ষন করে। তাহলে ব্লগারদের সাথে সরাসরি কথা বলতে প্রোব কোথায়?

৪। তার সাথে কারো কারো মোবাইলে কথা হত। তাদের দুএকজন জানিয়েছে সাহসী লোকাল ভাষায় কথা বলে এবং কথা বার্তায় ততটা স্মার্ট না। অর্থাৎ বুঝা যাচ্ছে বেশ ভালোই কথা হত। তা তাদের সাথে আবার কথা বলে সে তার অবস্থান কেন ক্লিয়ার করছে না? সমস্যা কোথায়?

৫। সে নৌবাহিনীতে আছে এটা সে অনেককেই বলেছে। গোপন মিশনে আহত হওয়ার কথা দুজন ব্লগারকে বলে দিতে পেরেছে। আর এমন ক্রিটিক্যাল অবস্থায় সে কারো সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করতে পারছে না?

আরো অনেক পয়েন্ট আছে। আপনার দেওয়া ব্যাখ্যার লাইনে লাইনে অসংগতি আছে। তার মধ্যে সহজ গুলো বললাম। আগে এসবের উত্তর দেন।

৬৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্লগার চিরকুট এবং সাহসী একই নিক মনে হচ্ছে।

৬৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

আলোরিকা বলেছেন: অনেকদিন পর ঢুঁ মারতে এসে একি দেখছি হামাদা ;)

সাহসীতো বেশ ভাল ব্লগার আর জনপ্রিয় ছিল বলেই জানতাম ........ মেধার অপচয় !!!

৬৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

জেন রসি বলেছেন: চিরকুট,

ফেবুতে ঘটনা ভাইরাল হলো ২ অক্টোবর। আপনি আপডেট খবর জানালেন ৩ অক্টোবর। ব্লগার সাহসীর অপারেশন ৪ অক্টোবর। তিনি আশংকামুক্তও না। তা এই যে ২ তারিখ তাকে নিয়ে ফেবুতে কিছু ইনফো ভাইরাল হলো তা আপনি কিভাবে জানলেন। ব্লগের কার কার সাথে সাহসীর কিভাবে কথা হত তা আপনার জানার কথা না। দুইভাবেই তা জানা সম্ভব। হয় আপনি নিজেই সাহসী। নাহয় সাহসী আপনাকে বলেছে। আপনি দাবি করেছেন আপনি সাহসী না। তার মানে ধরে নিলাম সাহসী আপনাকে বলেছে। তার মানে সাহসী ২ অক্টোবর ফেবুতে সক্রিয় ছিল যে কোন আইডিতে। তারপর সে আপনাকে ইনফো দেয়? আপনি সাহসী না হলে ঘটনা এমনই হওয়ার কথা।

জুন আপুর সাথে সাহসীর কথা হতো ভাইবারে বলেছেন। বলেছেন রাখি রহমানকে চিনেন না। রাখি রহমান আইডির সাথে সাহসীর কথা হতনা। জুন আপু বলেছেন তার আইডি হ্যাক হয়েছে। আপনার কথা অনুযায়ী রাখি রহমানের জানার কথা না সাহসীর ইনফো? সে কিভাবে জানল? জুন আপু সত্য হলে আর আপনি সত্য হলে এই প্রশ্নের উত্তর একটাই। সেটা হচ্ছে সাহসী নিজেই সে আইডি হ্যাক করেছে। এটা বুঝেন?

আপনার দেওয়া ব্যাখ্যা ব্লগার সাহসী সন্তানকেই বিতর্কিত করছে। তার উপর সেনাবাহিনীর পরিচয় দিয়ে ভুল তথ্য দেওয়া এ দেশের আইনে অপরাধ। একজন ব্লগার সেটা করলে ব্লগও জড়িত হয়ে যায়। তখন হয়তো ব্লগ কতৃপক্ষ বাধ্য হয়ে যথাযথ কতৃপক্ষকে ব্যাপারটা জানাতেও পারি। আমি জানিনা তারা কি করবে। কিন্তু আপনার প্রতি আমার সাজেশন হয় স্পষ্ট করে সব খুলে বলুন না হয় কিছুই বলার দরকার নেই। নাটকীয় গল্প, বিভ্রান্তকর ব্যাখ্যা এসব বানালে এখন নিজেই বিপদে পরবেন। কারন বিষয়টা জটিল আকার ধারন করছে। আশা করি বুঝবেন। ধন্যবাদ এবং শুভকামনা।

৬৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মাথা ঘুরাচ্ছে।
সাহসী সন্তান নিকের পিছনের মানুষ সুস্থ থাকুক।

৭০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

সামিয়া বলেছেন: ছয় মাস আগে আমার নামে মৃত্যু খবর কে ছড়িয়ে ছিল জেন রসি?? আমি কাজী ফাতেমা ছবি আপু আর গিয়াস উদ্দিন লিটন ভাই এর কাছে শুনেছি আপনি তাদের বলেছেন। এসব ঠিক না ওকে ভাইয়া।
তার কিছুদিন পরই আমার বড় আপু হঠাৎ করে মরে গেলো।
গিয়াস উদ্দিন লিটন ভাই আমাকে এফ বি তে বলে , ছবি বলল আপনি নাকি তার ইনবক্স এর রিপ্লে দিছেন শুনে আমি বলি তাইলে মরে নাই কারন মরা মানুষ রিপ্লে দিতে পারেনা দ্যাট ইজ টু রুড অ্যান্ড ভেরি ব্যাড জোক আই এভার হার্ড বিফোর , হেইট ইট।।

৭১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

জেন রসি বলেছেন: ইতি সামিয়া,

ওয়্যাট দ্যা হেল আর ইউ টকিং এ্যাবাউট। আপনাকে আমি ভালো ভাবে চিনিও না। আপনি আমার ফেবু ফ্রেন্ডও না। লিটন ভাই একজনকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল যে তিনি একজনকে মৃত ভেবেছিলেন যে রিপ্লাই দিয়েছে। সেখানে আমি বলেছি মৃত মানুষ রিপ্লাই দেয়না। মানে সে বেঁচে আছে। এখানে জটিলতার কি আছে? কার সম্পর্কে তিনি লিখেছিলেন তাও জানিনা। আপনার কিছু মনে করাটা এখানে অযৌক্তিক।

৭২| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: #ইতি সামিয়া আপি
আমি কখন জেন ভাইয়ার কথা বললাম ইতি। আমি তো বলেছিলাম কয়েকজনের কাছে শুনেছি

কিন্তু অনেক খুজেঁ তোমার আইডি লিংক পেয়েছিলাম। জেন ভাইয়া বা অন্য কারো কথাই কিন্তু আমি বলিনি। শুভ্র র কথা বলেছিলাম যে তার কাছে তোমার আইডি লিংক পাওয়ার কথা। ভুলে গেছো নাকি। তবে আমাদের কনভারসেশন দেখে নাও আরেকবার। ঠিকাছে আপি। হয়তো ভুলে গেছো।

৭৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

জানা বলেছেন: কোন সুষ্ঠু ভিত্তি না পেয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলার দরকার হবে ভাবিনি। এখন একটি অপপ্রচারের পর তা প্রতিষ্ঠা করতে হাজারও গল্প তৈরী হচ্ছে যা পুরো ব্লগ কমিউনিটির জন্যে প্রচন্ড অস্বস্তিকর।

প্রথমত একজন ব্লগারের অপমৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যেটাই হোক, সংবাদটির (অপপ্রচার) প্রভাবে সকলের উৎসুক বা অনুসন্ধিৎসু হওয়া স্বাভাবিক। অনেকটা কর্তব্যেরও বটে। এটাই ব্লগ এবং ব্লগারের চরিত্র এবং সুস্থ চিন্তার প্রতিফলন।

৫৪ নম্বর মন্তব্যে চি র কু ট এর বক্তব্য পড়ার পর ভিন্ন ভাবনা তৈরী হয়েছে, যা অন্যান্য ব্লগারও ভাবছেন। চি র কু ট এতকিছু জানেন এবং যেভাবে নিখুঁত বিবরণ দিয়ে গেলেন সাহসী সন্তান এর হয়ে, তাতে উনি ওনার পরিচয়টি গোপন না করে দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত। বরং পরিচয় সংক্রান্ত একটি কুইজ রেখে বিষয়টি হালকা করেছেন এবং সকলকে সন্দেহপ্রবণ হতে বাধ্য করেছেন। এটা কোন খেলা নয় কারণ সাহসী সন্তান একজন ডিফেন্সের লোক বলেই নিজেকে পরিচিত করেছেন সবার কাছে। পাশাপাশি তাকে ঘিরে যে প্রচার(!) চলছে তাতেও বলা হচ্ছে তিনি ডিফেন্সের লোক। তাই এখানে দায়িত্বশীলতা এবং সাবধানতার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে কিছু খুব দরকারী কথা সবাইকে নতুন করে জানাতে চাইছি।

ব্যক্তি আক্রমণ এবং হুমকিসহ যেকোন প্রকার অপপ্রচার যা সামাজিক এবং জাতীয় স্বার্থ ক্ষুন্ন হয় এমন ব্লগীয় আচরণকারীর বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয় বল্গকর্তৃপক্ষ এবং সেটা সবার জানা। পাশাপাশি গুরুত্ব সাপেক্ষে এইসব অপরাধমূলক আচরণের বিষয়টি আমরা প্রশাসনের নজরেও দিয়ে থাকি। প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন শাখা-প্রশাখাও এখানে নিবিড় নজর রাখেন সেটিও আমরা সবাই জানি। ইতিমধ্যে অপপ্রচার সংক্রান্ত বেশকিছু ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সফলভাবে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন তাঁরা। মনে রাখতে হবে, এখানে কোন 'ধারা' টারার প্রশ্ন আসছে না। যথার্থ অন্যের বিরুদ্ধে প্রশাসনের এই কার্যকলাপে আমাদের সকলের সহায়তা করা দায়িত্ব।

সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং সমাজে বড়রকম ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং গণতন্ত্র চর্চার প্রশস্ত পথ।

৭৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: ইতি সামিয়া,

আপনি তথ্য ভুল ভাবে উপস্থাপন করে অভিযোগ করেছেন। কোন প্রমান বা যুক্তি ছাড়াই। তাও আবার ফাতেমা আপুর রেফারেন্স দিয়ে। সেখানেও মিথ্যা বলেছেন। আপু কোথায় আমার নাম বলেছে দেখান?এসব একদমই ঠিক কাজনা আপু।

আপনার উচিৎ আমার কাছে এবং ফাতেমা আপুর কাছে ক্ষমা চাওয়া। যাইহোক, শুভকামনা রইলো।

৭৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

চি র কু ট বলেছেন:
ব্লগার জেনরসি, সাহসী সন্তানের কাজিনের সাথে অপর্ণা মন্ময় এবং কাল্পনিক ভালবাসা নামে দুইজন ব্যক্তি যে মোবাইলে কথা বলেছিল সেটা নিশ্চই হাসান মাহবুব ভাইয়ের পোস্ট এবং মন্তব্য পড়ে জানতে পেরেছেন? এবং সেটা যে আমার আপডেট মন্তব্য দেওয়ার আগেই ঘটেছে সেটাও নিশ্চই জানেন? এখন সেই কথপোকথনের ব্যাপারটা এবং সাহসীর মৃত্যু সংবাদ ভাইরাল হয়ে যাওয়ার খবরটা সাহসীর কাজিনযে তার পরিবারকে অবশ্যই জানাবে, এই সাধারণ বিষয়টাই যে আপনি বুঝতে পারলেন না সেটা দেখে খুব অবাক হলাম! এটা কিন্তু ছেলে খেলা না? একজনের মৃত্যু নিয়ে খেলা করার অধিকার কিন্তু কারোরই নেই?

আর জুন আপু কিন্তু ছেলে মানুষ না। যে তিনি ফেসবুকে একটা একাউন্ট খুলবেন আর সেটার আইডি এবং পাসওয়ার্ড অন্য আর একজন ব্যক্তিকে দিয়ে দেবেন। তাছাড়া জুন আপুর যে রাখী রহমান নামে একটা ফেসবুক আইডি আছে আর সাহসী সেটার খবর জানতো এমন কথা কিন্তু আমি উপরের মন্তব্যে কোথাও বলিনি? সুতরাং এমন একটা প্রশ্ন এখানে সম্পূর্ণ অবান্তর। আর জানলেও জুন আপু তার আইডি আর পার্সওয়ার্ড নিশ্চই সাহসীর কাছে দিয়ে দেননি? এখন একজন ব্যক্তি যদি অন্য আর একজন ব্যক্তির আইিডির খবরই না জানে, কিংবা আইডির খবর জানলেও আইডির লগইন নেম/মোবাইল নাম্বার না জানে কিংবা লগইন নেম এবং পাসওয়ার্ড উভয়ই না জানে তখন সে কিভাবে সেই আইডিটা হ্যাক করবে?

এখন আপনার সন্দেহের মত আমি যদি বলি এই কাজটা আর কেউ নয় আপনিই করেছেন, তাহলে সেটা শুনতে আপনার কাছে কেমন লাগবে? যেমনটা বলেছেন ব্লগার ইতি সামিয়া আপু? কারণ ইতোমধ্যে আপনার বিরুদ্ধে মিথ্যা খবর রাটানোর একটা অভিযোগ কিন্তু এসে পড়েছে।

তাছাড়া উপরে গেম চেঞ্জার ভাই বললেন সাহসী তার ব্লগস্পটের ইন্টারফেস ডেভেলপমেন্ট এর জন্য উনার কাছ থেকে হেল্প নিয়েছিলেন। এখন একজন ব্যক্তি যে কিনা তার ব্লগস্পটই ঠিকমত তৈরি করতে জানে না, সুতরাং তার দ্বারা একটা ফেসবুক আইডি হ্যাক করে নিজের মৃত্যুর গুজব ছড়ানোটা একটু হাস্যকর শোনায় না? তাছাড়া প্রশ্ন আসবে, এটা সাহসী কেন করতে যাবে? এটাতে তার লাভই বা কি? সে যদি আর সাহসী সন্তান আইডি দিয়ে ব্লগে কন্টিনিউ ব্লগিং না করতে চাইতো তাহলে তো সে অন্যভাবেও সেটা করতে পারতো? এমন তো না যে সাহসী সন্তান আইডি কন্টিনিউ করা তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল?

আপনি ৬৫ নং মন্তব্যে কিছু প্রশ্ন করেছেন। সময় থাকলে আমি সবগুলোরই উত্তর দিতাম। তবে উত্তর দিয়ে কোন লাভ হবে বলে মনে হচ্ছে না। কারণ প্রশ্নের ব্যাপারটা আমি যেভাবেই ব্যাখ্যা করি না কেন, সাহসী নিজে কন্টিনিউ না হওয়া পর্যন্ত আপনাদের প্রশ্নের যে শেষ হবে না সেটা খুব ভাল ভাবেই বুঝতে পারছি। আপনার ধারনা আমি নাটকীয় গল্প এবং বিভ্রান্তী ছড়াচ্ছি। অথচ আমি যদি বলি আপনিই বিভ্রান্তিমূলক মন্তব্য করে ব্যাপারটা ক্রমোশ্য জঠিল করে তুলছেন তাহলে সেটা কি খুব খারাপ শোনাবে? আপনার নিজের করা প্রশ্ন গুলো একবার নিজে ভেবে দেখেন, তার মধ্যে ঠিক কতগুলো ভুল বিদ্যমান। আমি কিন্তু উপরের মন্তব্যে বলে দিয়েছিলাম আমি আর মন্তব্য করবো না। অথচ আপনি নিজেই আমাকে মন্তব্য করতে বাধ্য করলেন।

তবে আপনার সবগুলো প্রশ্নের উত্তর হয়তো একভাবে দেওয়া যায়। আমার উপরের মন্তব্য এবং এই মন্তব্য সহ সাহসী সম্পর্কে বিস্তারিত বিবরন দেওয়ার পরে নিশ্চই আপনি বুঝতে পারছেন আমি সাহসীর ঠিক কতটা কাছের একজন ব্যক্তি? আর এই কাছের ব্যক্তি বলতে আপনি ঠিক কি বোঝেন আমি জানি না। তবে এটা নিশ্চই বুঝবেন একজন মানুষ আর একজন মানুষের কতটা আপন হলে তার সম্পর্কে এতটা তথ্য সে জানতে পারে।

তাছাড়া সাহসী যে জুন আপু এবং কামরুন্নাহার বীথি আপুর সাথে কথা বলতো সেটা গোপন করে রাখার মত কোন বিষয় ছিল না। আমি নিজেও একবার ভাইবারে জুন আপুর সাথে কথা বলেছি। চাইলে জুন আপুকে সেটা জিজ্ঞাসা করতে পারেন। সুতরাং সাহসী যে ব্লগের এই দুইজন ব্যক্তির সাথে কথা বলতো সেটা আমার পক্ষে জানতে পারাটা কি খুব বেশি কঠিন কিছু? তাছাড়া সাহসী আহত হওয়ার পরে তার দেশের বাড়ি থেকে যে কয়জন ব্যক্তি তার কাছে গিয়েছিল তার মধ্যে আমি নিজেও একজন ছিলাম। এমনকি সাহসী প্রথম অপারেশনের পরে কিছুটা সুস্থ হয়ে তার এই অসুস্থতার ব্যাপারটা জুন আপুকে জানাতে চাইলে আমিই জানাবো বলে তাকে নিভৃত করে রাখি। কিন্তু সে আমার কথা না মেনে আমার উপস্থিতিতেই জুন আপুর সাথে তার এক কলিগের মোবাইল নিয়ে তারই লগইন করা ভাইবারে কথা বলেন।

সাহসী কথাবার্তায় স্মার্ট ছিল না আনস্মার্ট ছিল সেটা কোন বড় বিষয় না। সবাই সব ব্যাপারে এক্সপার্ট হবে এমন কোন কথা নেই। তবে আমার প্রশ্নটা হল, একজন মানুষের কথাবার্তার স্মার্টনেসের উপরেই কি তার সব কিছু ডিপেন্ড করে? লোকাল ভাষায় কথা বললেই বুঝি কেউ আনস্মার্ট হয়ে যায়? আর একটা বিষয় হল, তার যদি কথা বলার মত অবস্থাই থাকতো তাহলে এই যে এতগুলো ঘটনা ঘটলো সেগুলো কি আদৌ ঘটতো? এমন তো না যে, এই ব্যাপারটাতে তার মান সম্মান অনেক বেড়ে যাচ্ছে।

সাহসীর মৃত্যু সংবাদটা যেমন ভুয়া তেমনি তার অসুস্থতা নিয়েও কোন লুকোচুরি চলছে না। প্রথম কথা হল আমার অসুস্ততার খবর আমি কাউকে জানাবো না, কিংবা জানতে দেবো না তাতে কারো কোন সমস্যা হয় বলে তো মনে হয় না। সাহসীর ব্যাপারটাও এমন কিছূ ধরে নেন না। তাছাড়া সাহসী যদি তার অসুস্থতার খবর সবাইকে জানাতেই চাইতো, তাহলে সে নিজেইতো জুন আপু এবং কামরুন্নাহার বীথি আপুকেই সেটা জানাতে পারতো। যে আপনারা ব্যাপারটা একটু সবাইকে জানাইয়েন। কিন্তু সেটা যখন সে নিজে করেনি এবং তার অফিসও যখন সেটা করেনি তখন আমরা কেন তার অসুস্থতার খবর বাইরে হাইলাইট করে বেড়াবো?

তাছাড়া এমন তো না সাহসী তার অসুস্থতার খবর ছড়িয়ে ব্লগ থেকে অনেকটাকা মেরে খেয়ে উধাও হয়ে গেছে? কিংবা মিথ্যা খবর ছড়িয়ে ব্লগে লাইম লাইটে আসতে চাইছে? কিংবা তার অসুস্থতার খবরে ব্লগের অনেক ক্ষতি হয়ে গেছে? কিংবা ব্লগে তার পক্ষ থেকে কেউ চাঁদা চেয়ে পোস্ট দিয়েছে? তাহলে সেই ব্যাপারটা নিয়ে কেন এত জল ঘোলা করা হচ্ছে? তাকে যারা ভালবাসে তাদের খারাপ লাগছে? তাহলে তারা তার জন্য দোয়া করতে পারে, সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য প্রর্থনা করতে পারে। কিন্তু তাই বলে তো তাকে নিয়ে আজগুবী প্রশ্ন কিংবা উদ্দেশ্যহীন কথা বলতে পারে না। আশাকরি আমার মন্তব্যটা আপনি ভালভাবে পড়ে বোঝার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ জেনরসি।

আমি জানা আপুর কাছে ব্যক্তিগত ভাবে অনুরোধ করবো, ব্যাপারটা মনেহয় এখানেই নিষ্পত্ত্বি হয়ে যাওয়া ভাল হবে। সাহসী যখন চায়নি তার ব্যাপারটা বাইরে হাইলাইট হোক, তখন আমাদেরও মনেহয় উচিৎ হবে না সেটাকে নিয়ে আর বাড়াবাড়ি করা। আমি যতটা জানি চেষ্টা করেছি সাহসী সম্পর্কে সম্পূন্ন সঠিক কথা বলার। যদিও এখানে পরিচয়টা মূখ্যনয়, কারণ আপনাদের কাছে আমার কথাগুলো সন্দেহ মনেহলে সেটা আপনারা জুন আপুকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু তারপরেও যখন পরিচয় দিয়ে সবকিছু বলা লাগবে তখন আমি অথবা সাহসীর পরিবার থেকে চেষ্টা করবো তার অফিসের সাথে কথা বলে আপনাদের সাথে যোগাযোগ করার। ততক্ষন পর্যন্ত এই পোস্ট এবং সাহসী সংক্রান্ত আরও যে পোস্ট গুলো এসেছে সেগুলো সরিয়ে ফেলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি! ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: সাহসী সন্তান না হয় ডিফেন্সের লোক তার পরিচয় জানাইতে এত সমস্যা, আপনে কেডা? আপনার পরিচয় দিতে কী সমস্যা মিয়া?

৭৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১

সামিয়া বলেছেন: কয়েকটি স্ক্রিন শট দিতে বাধ্য হলাম, সরি জানা আপু।।
আর জেন রসি সো সরি তারা আপনার নাম বলেনি। জেন রসি আর জেসন অগ্নি সারথি একরকম প্রায়।

৭৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন:





০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: তা এই স্ক্রিনশটের যৌক্তিকতা এখানে কোথায়?

৭৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন:

৭৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কনভারসেশনে জেনি ভাইয়ার কথা কই লেখা আছে ?

৮০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

চি র কু ট বলেছেন: তাছাড়া সাহসী যে জুন আপু এবং কামরুন্নাহার বীথি আপুর সাথে কথা বলতো সেটা গোপন করে রাখার মত কোন বিষয় ছিল না। আমি নিজেও একবার ভাইবারে জুন আপুর সাথে কথা বলেছি।
আমার উপরের কথাটুকু পড়ার পরে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে জুন আপু কেন আমার কাছে জিজ্ঞাসা না করে সেটা অন্য একজনের কাছে জিজ্ঞাসা করতে গেলেন? জুন আপুর ব্যাপারটা আমি বলতে পারবো না। তবে জুন আপুর সাথে আমি কথা বলেছি সাহসীর মাধ্যম দিয়ে। এবং জুন আপুর সাথে কন্ট্রাক্ট করার মত সাহাসী ছাড়া আমার কাছে আর কোন মাধ্যম ছিল না। আমি রাখিও নাই। কারণ তার প্রয়োজনও ছিল না।

৮১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত ক্যাচাল এত ভেজাল ভাল্লাগে না। কিসের পোস্ট ছিল আর ইতি তুমি কি সব টেনে আনতেছো বাপু বুঝি না। আমি এসবে নাই। বহুত ঝামেলায় আছি

৮২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

সামিয়া বলেছেন: এর ভেতরে আপনাকে টেনে আনার জন্য দুঃখিত , জেন রসি ভাই কমেন্টে বলল আমি তথ্য প্রমান ছাড়া কথা বলেছি তাই স্ক্রিন শট দিতে বাধ্য হয়েছি তবে আপনি তার নাম বলেননি , জেসন কে জেনি ভেবেছি এই যা। আর এটা এমন কিছু না যে ভেজালে পড়বেন , রুমোর যে আমাকে নিয়েও ছরিয়েছে তার প্রমান দেয়া আর কি। হাসান মাহবুব ভাই কেন পোষ্টে স্ক্রিন শট দিয়েছি বললাম। জেন রসি ভাই এর রিপ্লে দেয়ার জন্য তথ্য প্রমান দেখানো জরুরী ছিল। এখন আমার কমেন্ট গুলো অযৌক্তিক কমেন্ট গুলো ডিলেট করে দিতে পারেন।।
আর আসছিনা এই পোষ্টে। সবাইকে বিরক্ত করার জন্য দুঃখিত।।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: ডিলিট করে দিচ্ছি।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: নাহ।, একটা দৃষ্টান্ত হিসেবে এটা রেখে দিচ্ছি। কেউ যেন কোন কিছু ক্লেইম করলে তা ভেবে বলে।

৮৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

মানিজার বলেছেন: মিস্টার কুট । একটু ঝাইড়া কাশলে খুশি হইতাম । আপনে কেডা ? কত বছর ধরি ব্ললগে আছেন ? সাহসী মিয়ার লগে আপনার যুগাযুগ সেতু কেমন করে স্থাপিত অইলু ? উনারে কত দিন ধরে চেনেন ? আপনে উনার কলিগ কী-না ? উনি কি আপনারে এজেন্ট হিসেবে এইখানে এপয়েন্ট করছে কি-না ।

এইসব কইলে ব্লগার জাত শান্ত হইব মনে লয় ।

৮৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চাইলে অনেক কিছু বলা যেত বা যায়, কিন্তু জানা আপুর মন্তব্যের পর এখানে বাড়তি কিছু বলার সুযোগ নেই। কারো সত্যি পরিচয় বা মিথ্যে পরিচয় নিয়ে ব্লগারদের তেমন একটা মাথাব্যাথা নেই। কিন্তু সামগ্রিক প্রেক্ষাপট থেকে যদি আমরা মনে করি কেউ অহেতুক ব্লগারদের সহনশীলতা এবং পরষ্পরের প্রতি ব্লগীয় সহানুভুতিকে কেন্দ্রকে বিভ্রান্তি সৃষ্টি করছেন বা কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জড়িত করে অপপ্রচার বা মিথ্যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে অতি অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপযুক্ত মহলের দৃষ্টি আকর্ষন করতে পারি।

পাশাপাশি, অন্য সকলকে অনুরোধ করব প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহন করার জন্য।

৮৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাহসী সন্তান এর সুস্থতা এবং দীর্ঘজীবন কামনা করছি।

৮৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

জেন রসি বলেছেন: ইতি সামিয়া আপু,

আরেকটু ভালো করে খবর নিয়ে বুঝে শুনে অভিযোগ জানাতে হয়। নাহলে অহেতুক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যাইহোক, ব্যাপারটা আপনারা নিজেদের মাঝে মিটমাট করে নেন।

শুভ ব্লগিং।

৮৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

সোহানী বলেছেন: লম্বা ঘুম দিয়ে উঠলাম তারপর ও দেখি ক্যাচাল চলছে। আহারে সবার কি অফুরন্ত সময়, হিংসে হচ্ছে। তবে উপসংহার এই যে, ম্যাংগো পিপল এতো বোকা না। মাসুদ রানাদের এ যুগে ভাত নাই, অনলাইনের যুগে সব কিছুই ওপেন... মিশন গোপনীয় হবার সম্ভাবনা নেই যদি না সেটা লাদেন কে ধরার জন্য হয়........হাহাহাহাহাহা

৮৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

দেশী পোলা বলেছেন: ভাই ও বুইনসকল
যেসব ব্লগার ইন্তেকাল ফরমাইয়াছেন বলিয়া গুজব আসিতেছে, উনাদের স্মৃতি সংরক্ষনের জন্য ফেসবুকে চান্দা তুলা হবে, সকল চান্দা আমারে পাঠাইবেন, আমি তাহা এপেল কম্পানীতে পাঠাইয়া একটা স্মৃতিবিজড়িত আইফুন কিনিব।

৮৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

আরিফ রুবেল বলেছেন: সব দেখি ভজঘট পাকিয়ে গেছে ! ব্লগ কর্তৃপক্ষও হাজিরা দিয়েছেন তাও একবার না দুইবার !

ব্লগার চিরকুট সমীপে,
জনাব, ব্লগার সাহসী সৈনিকের কাছের মানুষ হিসেবে আপনার কাছে আকুল আবেদন ব্লগার সাহসী সৈনিক কোন দেশের কোন হাসপাতালে ভর্তি আছেন জানাবেন। সম্ভব হলে কোন ডাক্তারের অধীনে আছেন জানাবেন।

@ব্লগার দেশী পোলা : আপনাকে জানাই স্টিভ জব্বারের পক্ষ থেকে বিপ্লবী লাল সালাম। আপনি সম্ভবত জায়গামত হাত দিয়েছেন। তবে এখনই টান দিয়েন না।

৯০| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: নিউইয়র্ক এর কোন হসপিটালে আছেন উনি? আমি আর চাঁদগাজী দেখে আসব।

৯১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

অগ্নি সারথি বলেছেন: ইতি সামিয়ার দাবির প্রেক্ষিতে আপনার যৌক্তিক প্রমান এবং উত্তর আশা করছি গিয়াস উদ্দীন লিটন ভাই। ইতি সামিয়া নামক জনৈক ব্লগার নিয়ে আমাদের কথোপকথনের স্ক্রিনশট দিলাম, যেটা আপনার দ্বারাই শুরু হয়েছিল বোধ করি। হয়তোবা আপনার মনে পডবে।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

হাসান মাহবুব বলেছেন: এই পোস্টে এটা নিয়ে আলোচনা চাচ্ছি না। আপনি আলাদা পোস্ট দিতে পারেন ব্লগে অথবা ফেসবুকে । এ বিষয়ে মন্তব্য এবং প্রতিমন্তব্য এলে ডিলিট করে দিবো। আশা করি আমাকে ফোকাসড থাকতে সাহায্য করবেন।

৯২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

ইমন তোফাজ্জল বলেছেন: এত ভালোবাসা ব্লগে ! ধুর শালা আমি এখন ভালোবাসা ব্লগেই খুঁজমো । চিরকুটে সে ভালোবাসা লিখে যাবো ।

৯৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২

জেন রসি বলেছেন: চিরকূট

জানা আপুর চমৎকার এবং সময়োপযোগী মন্তব্যের পর এই পোস্টে আসলে আর তেমন কিছু বলার নেই। তবে আপনার সাথে কথা বলে আমি মজা পাচ্ছি। মজার কারন আপনি যত বেশি কথা বলছেন তত ধরা খাচ্ছেন।

সাহসীর কাজিনকে ইনফর্ম করা হয়েছে। কাজিন নাহয় তার পরিবারকে জানিয়েছে আপনার মতে। কিন্তু কাজিনরা নিশ্চয় জানেনা অনলাইনে সাহসীর সাথে কার কি কথা হতো। আপনিত মনে হচ্ছে স্বয়ং সাহসীর চাইতেও তা ভালো জানেন? এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি সাহসী না হয়ে থাকেন তবে সব ডিটেইলস আপনাকে কে বলল? সাহসীই বলার কথা। কবে বলেছে? দুই তারিখ বা তার পরেই নিশ্চয়ই। এত ত্যানা না পেচিয়ে এ প্রশ্নের উত্তর সহজে এক লাইনেই দিয়ে ফেলা যায়। কিন্তু আপনি সেটা দিতে পারছেন না। বরং আরো অযৌক্তিক গল্প বানানোর চেষ্টা করছেন।

আমি কোথাও বলিনি সাহসী রাখি রহমানের আইডি হ্যাক করেছে। বলেছি আপনি যে স্টেটম্যান্ট দিয়েছেন এবং জুন আপু যা বলেছে তা একই সাথে সত্য হলে এটাই ধরে নেওয়া যৌক্তিক যে সাহসীই হ্যাক করেছে। অর্থাৎ আপনার দেওয়া ব্যাখ্যাই সাহসীকে বিতর্কিত করছে।

স্মার্ট, আনস্মার্টের বিষয়টা তারাই বলেছে যাদের সাথে সাহসীর মোবাইলে কথা হয়েছে। এটা বলে আমি বুঝাতে চেয়েছি তার সাথে কারো কারো মোবাইলে ভালোই যোগাযোগ ছিল। এছাড়া এটা কোন বিষয় না। আমি নিজেও কথায়, কাজে সব কিছুতেই আনস্মার্ট।

আপনি আমার উপরে করা প্রশ্নগুলোর জবাব দিতে পারেননি। অথচ প্রশ্নগুলো খুব সহজ ছিল। এক, দুই লাইনেই উত্তর দেওয়া যেত। সহজ প্রশ্নেই আটকে গেলেন। তাই জটিল প্রশ্ন করে আর স্ট্রেস দিলাম না।

সাহসী কারো ক্ষতি করেনি। এটা সত্য বলেছেন। তবে অনেকেই মর্মাহত হয়েছেন। আর সেনাবাহিনী, নৌবাহিনী এসব কিছুটা স্পর্ষকাতর ব্যাপার। সেনাবাহিনীর পরিচয় দিয়ে ভুল তথ্য দেওয়া এ দেশের আইনে অপরাধ। এ জন্য অনেকেই সাহসীর জন্য চিন্তিত। আর এ কারনেই সবাই কনফার্ম হতে চাচ্ছে। সহব্লগার হিসাবে কেউ চায়না আরেকজন ব্লগার বিপদে পরুক। আশা করি কোন ভুল পদক্ষেপ নিবেন না।



০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: চিরকুটের ভাষ্যমতে ৪ তারিখে সাহসীর লাস্ট অপারেশন। ৪ তারিখ পেরিয়ে আজ ৭ তারিখ চলে এলো। এখনও কোনো তথ্য জানা গেলো না। চিরকুট কি আপডেট দিবে না?

৯৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

জেন রসি বলেছেন: হামা ভাই,

চিরকূট ৫ তারিখ এসে এই পোস্টে মন্তব্য করল। অথচ ৪ তারিখের অপারেশন নিয়ে কোন আপডেট দিলনা। মনে হয় তিনি ভুলে গেছেন যে ৪ তারিখ অপারেশন ছিল!

চিরকূট ভাই মনে হয় ব্লগের উত্তাপে তার প্রিয় মানুষটা যে আশংকামুক্ত অবস্থায় নাই এটাই ভুলে যাচ্ছে বারবার।



০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারটা বেশ উদ্বেগজনক।

৯৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

কালীদাস বলেছেন: কিছু খটকা থেকেই গেল সবগুলো কমেন্ট পড়ার পর। এক্সিডেন্টের ব্যাপারে যেভাবে ডিফেন্স লোকজনের বক্তব্য পাওয়া যাচ্ছে, কাজেই এটা ট্রেনিং বা দেশের ভেতরের কোন এক্টিভিটিসের সময়কার মনে করার কারণ নেই। বাকি রইল যেটা, ডিফেন্সের লোকজন কোভার্ট অপারেশনে গেলে সেটা কখনই কাউকে জানায় না, মারা গেলেও সেটা হাতেগণা কয়েকজনেরই জানার কথা কজ অফ ডেথের কারণ ধোয়াটেভাবে উল্লেখ করে। এখানে ব্লগার চিরকুটেরও তো জানার কথা না সে হিসাবে, আনলেস সাহসী ডিফেন্সের আইন ভেঙে থাকলে। সেকেন্ড, নিক/আইডিগুলোর গায়েব হওয়ার টাইমও ইন্টারেস্টিং। এতটা কোইনসিডেন্স অবাক করার মতই।

তবে জানা আপার মতই বলছি, কাউকে হারাতে চাইনা ব্লগ থেকে।

অফটপিক: আমি আপনার ব্লগে ঢুকেছিলাম আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে, কমেন্টগুলো পড়তে পড়তে খানিকটা কনফিউজড হয়ে গেলাম। কেমন আছেন, হাসান ভাই? :)

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালোই আছি। আপনার কী খবর?

৯৬| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বেশ কয়েকবার এই পোস্টে হানা দিয়েছি হামা ভাই, বিষয়টা বোঝার জন্য! বুঝলাম না কিছুই! আর যদি কিছু বুঝেও থাকি, এইটা বুঝলাম না যে -- কেন??

৯৭| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন: পোস্ট এবং সব কমেন্ট পড়ে মাথাটা একটা চক্কর দিলো!


সাহসী সন্তানের সুস্থতা এবং কল্যাণ কামনা করি!!

৯৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: চিরকুট ভাই আপনি ফিরে আসুন। আমাদের সাহসীর বর্তমান অবস্থা জানান।

৯৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

মেহেদী হাসান তামিম বলেছেন: very interesting article indeed.

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: আর্টিকেল!

১০০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

মেহেদী হাসান তামিম বলেছেন: both article and story

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১০১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৩

দেশী পোলা বলেছেন: কি পুস্ট দিলা মিয়া, চান্দা ফুন্দা তো কিছুই উঠে নাইক্কা X((

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: চান্দার ধান্দা বাদ দিয়া সাহসীরে দ্রুত ব্লগে ফিরায় আনোনের প্রত্যাশা করেন হে খারাপ।

১০২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: ফাইনাল আপডেট- সাহসী সন্তান সুস্থভাবে ফিরে এসেছে। এসে ফেসবুকে মাহফুজুর রহমানকে নিয়ে স্ট্যাটাসও দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত তার ফিরে আসায়।

১০৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: রহস্য তো উদঘাটন হলো না ।সাহসী সন্তান আর চিরকুটের মধ্যে এখনো প্রশ্ন রয়ে গেল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: থাক, বাদ দেন!

১০৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

অপু তানভীর বলেছেন: এতো দেখি বিশাল গোয়েন্দাপোস্ট । বাস্তব যে গোয়েন্দা গল্প পড়ি তার থেকেও সেরা । এটা নিয়ে আলাদা একটা গল্প পর্যন্ত লেখা যাবে । :D

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

হাসান মাহবুব বলেছেন: লিখেই ফেলো তবে!

১০৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

আমি সাজিদ বলেছেন: যুবক বয়সে মাসুদ রানা পড়ার কুফল। সব সময় নিজেকে স্পাই স্পাই মনে হয়। কল্পনায় মনে হচ্ছে এই হেলিকপ্টার থেকে প্যারাসুট নিয়ে জাম্প দিচ্ছি, পরে দেখা গেল মাহফুজুরের গান শোনার মুডে আছি :)

দারুণ গোয়েন্দাগিরি হামা ভাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: ফলো আপ পোস্ট দেখেন। বড়ই হাস্যকর!

১০৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

ডার্ক ম্যান বলেছেন: মনে আছে, এটা নিয়ে সে সময় অনেক ক্যাচাল হইছিল।
কিছু মানুষ আলোচনায় থাকার জন্য কেন যে বোকামি করে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আপনিও ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.