নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আয়ান আমাকে জিজ্ঞেস করেছিলো...

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩


১৯ জানুয়ারি- ২০১৭
দুপুর থেকেই আমার মনটা খুব চঞ্চল হয়ে ছিল। কারণ, একজন বিশেষ মানুষ আমার জন্যে অপেক্ষায় ছিল। মিরপুর ১০ নম্বরের একটি অফিস ভবনে বোতলবন্দী শীতের মিঠে রোদটায় ছিল অন্যরকম উষ্ণতা। খিচুড়ি আর মুরগীর মাংস দিয়ে ভরপেট লাঞ্চ করার পর শরীর একটু আরাম চায়, চায় একটু পেলবতা, নরম স্পর্শ, হেলান দেয়ার মতো একটি রিভলভিং চেয়ার, বেশি না বড়জোর সাত মিনিট উনষাট সেকেন্ডের জন্যে! কিন্তু সেদিন আমাকে অলস আয়েশ মোটেও প্রলুদ্ধ করছিল না। যার কাছে যাব, সে যদি আগেই এসে বসে থাকে? যদি তার আসার পথে রাস্তায় অনেক জ্যাম থাকে, আর আমার পথে দুটো বেমানান ৫ মনি ট্রাক বেমক্কা বিগড়ে বসে? যদি সে বোরড হয়, যদি বিরক্ত হয়, যদি অভিমান করে, যদি মুড অফ হয়, যদি ভুল বোঝে, যদি…

ছোটবেলায় মুরুব্বীরা উপদেশ দিতেন যদির কথা নদীতে ফেলতে। সে উপদেশ বরাবরই মান্য করার আনুগত্য ছিল আমার, তবে এই যদিসপ্তক ছিল অনেক শক্তিশালী এবং যৌক্তিক। তাই এগুলোর আবদার এবং সতর্কতা হৃদপকেটে পুরে নিয়ে চললাম সেই বিশেষ জনের উদ্দেশ্যে।

যার কথা এতক্ষণ বলছিলাম, তার নাম আয়ান। সে ক্লাশ ওয়ানে পড়ে। তার সাথে আমার পরিচয়ের সূত্রটা হলো অন্যরকম বিজ্ঞানবাক্স। ছোটদের জন্যে তৈরি এই সায়েন্স কিটের জন্যে আমাকে কিছু কাজ করতে হয় কর্মসূত্রে। কিন্তু এই জানুয়ারিতে এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, যা একদম ভোজবাজীর মত পাল্টে দিলো পুরো দৃশ্যপট! আমার সাথে যোগাযোগ হলো কিছু অদ্ভুত সুন্দর জিজ্ঞাসু দেবশিশুর। আয়ান তাদের মধ্যে একজন। সে আমাকে তার এক্সপেরিমেন্টের একটি ভিডিও পাঠালো। আলু দিয়ে ব্যাটারি বানানোর এক্সপেরিমেন্ট। এই হাইটেক, ঝকঝকে তকতকে চকচকে নিষ্ঠুর পারফেকশন আর দেখনদারী গ্ল্যামারের যুগে সেই ভিডিওটি ছিলো একদমই আবেদনহীন। ভিডিও কোয়ালিটি গড়পড়তা, শব্দের মানও মাঝারি। কিন্তু তার মধ্যে যে অন্তর্নিহিত সৌন্দর্য ছিল, তা অব্যাখ্যনীয়।

আয়ান এসেছিলো বাণিজ্য মেলায় আমাদের স্টলে। কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবে। সেই মরা দুপুরের অফ বিট নির্জনতায় আয়ানকে সঙ্গী হিসেবে পেয়ে ফুরফুরে হয়ে উঠলো আমার মন। জড়তা কাটাতে সে মোটেও সময় নিলো না। নানারকম প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলো আমাকে। ওর ফেভারিট আইটেম হলো চুম্বক। ভাগ্য ভালো যে, কিছু বেসিক বিষয় জানা ছিলো, নইলে কী ভীষণ বিব্রত হতে হতো!

আয়ানের কাছে ছিলো ছোট্ট দুটি দণ্ড চুম্বক। দুটোরই আকার হবে আধা ইঞ্চির কম। নর্থ পোল-সাউথ পোল, নর্থ পোল-নর্থ পোল করে বারবার আকর্ষণ আর বিকর্ষণের সুত্র গুলো যাচাই করছিলো। সে আমাকে জিজ্ঞেস করলো,

-আচ্ছা, আমি যদি চুম্বক দুটির নর্থ পোল ধরে চেপে রাখি তাহলে কি ওরা লেগে থাকবে?

-হ্যাঁ থাকবে। ছোট্ট চুম্বক তো! ওদের শক্তি কম।

-আচ্ছা, যদি আমি ওদেরকে সবসময় চেপে ধরেই রাখি, ওরা কি এমনই থাকবে সবসময়?

-হ্যাঁ, থাকবে। কিন্তু তুমি তো ওদেরকে সবসময় চেপে ধরে রাখতে পারবে না আয়ান! তাহলে তুমি অন্য এক্সপেরিমেন্ট গুলো কীভাবে করবে বলো?

-আচ্ছা, যদি এগুলো ছোট্ট চুম্বক না হয়ে অনেক বড় চুম্বক হয়, তাহলে কী হবে?

এর উত্তর আমার জানা ছিলো না। কিন্তু উত্তর তো আমাকে দিতেই হবে! চট করে ফোনটা বের করে সার্চ দিলাম গুগলে ‘huge magnets repelling’

ততক্ষণে আয়ানের চলে যাবার সময় হয়েছে। ওর বাবা ডাকছিলো ওকে। ভদ্রলোককে বিদায় সম্ভাষণ জানিয়ে আবারও গুগল ঘাঁটতে শুরু করলাম। সত্যিই তো, কী হয় যদি অনেক বড় এবং শক্তিশালী দুটো চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে?

আয়ানের প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো। আপনি পারবেন কি? শুধু আয়ান নয়, লাবিব, মুবিন, কল্প আরো অনেক ক্ষুদে বিজ্ঞানীর সাথে সখ্যতা হয়েছে আমার। ওরা প্রশ্ন করার মানুষ খুঁজছে। ওরা খুঁজছে আপনাকেই, আপনি প্রস্তুত তো?

অন্যরকম বিজ্ঞানবাক্স শুধু একটি পণ্য নয়। আমরা কাজ করছি প্রোপার প্যারেন্টিং নিয়ে। আমরা কাজ করছি শিশুর অবসর সুন্দর করতে,তাদের চিন্তার জগতে অনুরণন তুলতে, মেধার বিকাশ ঘটাতে। এই সময়ে, যখন কোমল শিশুরা প্রোপার প্যারেন্টিংয়ের অভাবে মাদকাসক্ত হচ্ছে, বাবা-মার ওপর হামলা করছে, নানারকম মানসিক অবসাদে ভুগছে, তখন কিছু একটা না করলে আমরা পিছিয়ে যাবো।

চলুন, শিশুর শৈশব সুন্দর করি!

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া বিজ্ঞানবাক্সের জন্য অনেক শুভ কামনা রইল।
সব শিশুদের শৈশব সুন্দর হোক।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল। ভালো থাকবেন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিজ্ঞানবাক্স কি ব্যবসায়িক আইটেম হিসেবে বাজারে প্রবেশ করেছে, নাকি অন্য কোন ব্যবস্হাপনায় শিশুদের দেয়া হচ্ছে?

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: ব্যবসায়িক আইটেম হিসেবেই, তবে আমাদের একটা ভিশন আছে। ২০ বছর পর এই শিশুরা অন্যরকম বাংলাদেশের কারিগর হবে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকম লাখো আয়ান পড়ে আছে পর্দার আড়ালে১ সুযোগের অভাবে! আর প্রচলিত পাঠয় সিলাবাসের জাতাকলে চাপা পড়ে!
যেখানে প্রশ্ন করলে শিক্ষক তার না জানা ঢাকতে ধমক দেয়- পাকনামি কর? যাও যা বলছি মুখস্ত কর! বলে!

বিজ্ঞান বাক্স তাদের ভাবনার দুয়ার খুলে দেয়!
প্রশ্নকে আওবারিত করে! জিগিষাকে জাগ্রত করে!

ক্য্যরি অন ব্রো!
সফলতা আর ২০ বছর পরের স্বপ্ন সত্যি হক এই শুভ কামনা!

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: আপনাকে এই পথ চলায় সাথে পাচ্ছি, এটা খুব আনন্দের ব্যাপার!

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: সব শিশুর শৈশব সুন্দর হোক..........দারুণ আশাবাদী লেখা। +।

আগেও বলেছি, মেয়ে বড় হলে অবশ্যই নেবো (এখন মাত্র ১৭ মাস)।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: আপনার মেয়ে আছে না কি! জানতাম না তো! :-/

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: হাহাহাহা........এটা কি বলেন !! :( :( আপনি তো ফেবুতে, আপনার ভাতিজির ছবিতে লাইকও দিয়েছেন...... :((

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনাকে কেন যেন বাবা বাবা লাগে না। কাকা কাকা লাগে #:-S

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: X(( X(

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: =p~ =p~ =p~

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ছেলেরও চাই একটা। তবে সেযে এখনো ছোট্ট দুই বছর হতে আরো ১৫ দিন বাকী। সাথে আছি। দেখি অন্যকাউকে গিফ্ট দেওয়া যায় কিনা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: ছেলে বেশি ছোট। অন্য কাউকে দিয়ে দেন। এখন আবার ডিসকাউন্ট চলছে। এই লিংকে দেখেন।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

ধ্রুবক আলো বলেছেন: সফলতা কামনা করছি বিজ্ঞান বাক্স উদ্যোগের। দারুন আশাবাদী লেখা +।
সব শিশুদের শৈশব সুন্দর হোক।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

তাশমিন নূর বলেছেন: আয়ানদের জন্য শুভকামনা। শুভকামনা বিজ্ঞানবাক্সের জন্যেও। ভালো থাকবেন, কবি। অনিঃশেষ শুভকামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: কবি :-<

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


শিশুদের দিকে তাকালে সবসময় ভাল লাগে! ওদের জন্যে চমৎকার উদ্যোগ! শুভকামনা হামা ভাই!

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! সাথেই থাকুন।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শাইয়্যান ভাইয়ের সঞ্চালনা ব্লগাড্ডায় আপনার থেকে এ সম্পর্কে মুটামুটি জেনেছিলাম। আচ্ছা এর সাথে কি সামু পরিবারের কোন সংশ্লিষ্টতা আছে?

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ। সামুর সদস্যদেরকে আমাদের ভিশনের সাথে সংশ্লিষ্ট করতে চাই আর কী।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: ব্যবসায়িক আইটেম হিসেবেই, তবে আমাদের একটা ভিশন আছে। ২০ বছর পর এই শিশুরা অন্যরকম বাংলাদেশের কারিগর হবে। "

-ভিশন তো আছে, ২০ বছর পর বাচ্ছারা কারিগর হবে; আপনাদের ব্যবসার এই বছরের ভিশন কি?

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাসান মাহবুব বলেছেন: ২০ বছরের জন্যে যা করা হয় তা হচ্ছে ভিশন, আর ১ বছরের জন্যে যার পরিকল্পনা করা হয় সেটা হলো মিশন।

এ বছরে আমরা ঢাকা কেন্দ্রিকতা থেকে উত্তরণের চেষ্টা করবো।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

সোহানী বলেছেন: সবসময়ই শিশুদের জন্য ভালো কিছুতে দারুনভাবে সমর্থন করি।

আপনার এ লিখা প্রসঙ্গে বলি, ছেলেকে দিয়েছিলাম তার নিজের বিজ্ঞান বাক্স এক্সপেরিয়েন্স নিয়ে কিছু লিখতে যেহেতু কানাডায় ওদের শিক্ষাই হাতে কলমে আর ওর বাংলাদেশের শিক্ষা ও পেয়েছে.... কিন্তু ছেলের লিখা শেষই হয় না... :(( :((

........ কিছু তথ্য উপাত্ত নিয়ে তারপর লিখবো, কারন দেশের বিজ্ঞান বাক্স এখনো দেখিনি তাই লিখা একটু কঠিন।

লিখাটা আগে ও পড়েছিলাম..............+++++

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: শুধু বিজ্ঞানবাক্স কেন শিক্ষা ব্যবস্থা নিয়েও লিখুন। আমাদের এখানে অবস্থা খুবই নাজুক!

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন:



হা মা ভাই,
আপনার আর ভৃগু ভাইয়ের অত্যাচারে তো মনে হচ্ছে এই জিনিস না কিনে উপায় নেই!

৪ ও ৫ নং মন্তব্য ও প্রতিউত্তরে বেদম হাসি হেসে নিলাম!



একটা গল্প দিন; অনেকদিন পড়ি না।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: খুব শিঘ্রই গল্পে ফিরবো আশা করছি। আপনার এই তাগাদা মন ভালো করে দিলো।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো উদ্যোগ । শিশু দের জন্য দরকার অনেক । অনেক শিশুর শৈশব সাদামাটা ভাবে কেটে যায় ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

কাতিআশা বলেছেন: বাহ্‌...খুব ভালো উদ্যোগ!

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কাতিআশা। সুন্দর জাপানিজ নাম :-B

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

অন্তরন্তর বলেছেন: হামা ভাই বিজ্ঞান বাক্স কত বছর বয়সের জন্য ? সফলতা আসবে আশা করা যায়। একটা আমিও কিনতে পারি। শুভ কামনা ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

হাসান মাহবুব বলেছেন: ৬ থেকে ১৬। তবে আমার বাচ্চা দুইটা তো ৩ আর ৫। ওরাও মজা পায়! তবে এত ছোটদের পক্ষে সব এক্সপেরিমেন্ট করা সম্ভব না। আপনার পুলা আরো বড় হোক। তবে কাউরে গিফট চাইলে দিতে পারেন B-)

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০

অন্তরন্তর বলেছেন: আমার পুলা না মাইয়া। ভাগ্নিকে গিফট দেয়া যেতে পারে।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: ওহ স্যরি! আচ্ছা দেয়াদেয়ি পরে। আগে দেশে আহেন।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হোম ডেলিভারি কবে থেকে জানাবেন :)

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: হোম ডেলিভারি সবসময়ই আছে। আপনি এই লিংক থেকে কিনতে পারেন

২০| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

শহুরে আগন্তুক বলেছেন: হু

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

হাসান মাহবুব বলেছেন: হ।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

আবিদা সিদ্দিকী বলেছেন: "অন্যরকম বিজ্ঞানবক্স" প্রথম দেখেছিলাম রকমারি লিস্টে। পরে ভিকারুন্নেসার পঞ্চম শ্রেণির এক বাচ্চার কাছে দেখেছি।

আগাগোড়া আর্টস পড়লেও কিছু না বুঝেই বিজ্ঞানে আমার আগ্রহ/কৌতুহল প্রবল। ভেবে দেখেছি উপহার দিতে পারি এরকম কেউ নেই, তাছাড়া লোকালয়ে আনাগোনা কম আমার।

তবে এইমাত্র মনে পড়লো গ্রামের প্রাইমারির এক মেয়ে শিক্ষক মাঝে মাঝেই ফোন করে ওর শিক্ষার্থীদের গল্প শোনায়, আজ বিকেলে ওর ফোন আসার কথা...জিজ্ঞেস করে দেখবো ওদের স্কুলে"বিজ্ঞান" কি অবস্থায় আছে। "অন্যরকম বিজ্ঞানবক্স" যদি সেই গ্রামে যেতে পারে কী দারুণ একটা ব্যাপারই না হবে!

(সেরকম কিছু ঘটে গেলে এই পোস্টে এসে অবশ্যই জানাবো। ইনশাল্লাহ।)

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

হাসান মাহবুব বলেছেন: আমাদের পক্ষে এখন ঢাকার বাইরে যাওয়া একটু কঠিন। তবে একদিন নিশ্চয়ই যাবো! সব জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: রকমারী থেকে আমাকে একজন বিজ্ঞান বাক্স গিফট করেছিলো, বাবুই এর জন্য। ও এত এক্সাইটেড ছিল এক্সপেরিমেন্ট গুলো নিয়ে, খুব পছন্দ করেছিলো। ভালো উদ্যোগ।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। বাকিগুলোও কিনে দেন!

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পোলাতো সারাদিন বিজ্ঞান বক্স নিয়েই আছে B-)

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: এই শিশুরা পথ হারাবে না।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

জাহাজী বলেছেন: বছরখানেক আগে এখানেই (সামুতে) পোস্ট করছিলাম ১০ বছর বয়সী ভাগীনাকে কি গিফট দেওয়া যায়? কেউ একজন "বিজ্ঞান বাক্সের" খোজ দেন। আসলেই চমৎকার। কিন্তু এবার আমার বাজেট বেড়ে গেলো, ভাগিনার দাবী এই জন্মদিনে দুটো গিফট করতে হবে :-)

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: জানুয়ারি মাসে বাণিজ্য মেলা অথবা অনলাইনে কিনলে ছাড় পাবেন। তাড়াতাড়ি কেনেন!
ভাইগ্নার জন্যে অনেক শুভকামনা।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের ভিশনে শুভ কামনা ।
বিজ্ঞান বক্স তো দেখি আমার ছেলে ,মেয়ে দু জনের ই উপযোগী ; দেখি কি করা যায় ।সংগ্রহ করে রাখব ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: যেকোন জিজ্ঞাসায় আমাকে নক করতে পারেন। শুভকামনা রইলো।

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া বিজ্ঞান বাক্স উদ্যোগের সফলতা কামনা করছি। বাক্সটি আমার ভাগ্নের জন্য উপযোগী। রাজধানীর বাহিরে কোথায় পাওয়া যাবে ? +++++++্

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ঘরে বসেই এই লিংক থেকে পাবেন

অনেক ধন্যবাদ শুভকামনার জন্যে।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: বিষয়টা মাথায় রাখলাম। ;)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: জেনে আনন্দিত হলাম!

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,





শিশুদেরকে মাতিয়ে রাখতে হবে প্রশ্ন করাতে । প্রশ্ন করার মতো ক্ষেত্র দিতে হবে প্রস্তুত করে । সন্দেহ নেই বিজ্ঞান বাক্স তেমনই একটি ।
হাযারো ক্ষুদে ক্ষুদে "আয়ান"য়েরা এমন করেই বিপুল হয়ে উঠুক জ্ঞানে ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

হাসান মাহবুব বলেছেন: আপনি একদম আসল কথাটাই বলছেন। এটাই আমাদের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ জী এস ভাই।

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২১

অন্তরন্তর বলেছেন: হামা ভাই আমি এখন দেশে। :)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

হাসান মাহবুব বলেছেন: ভাই, ফোন দিয়েন। ফোন নাম্বার আছে না?

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

কালীদাস বলেছেন: আচ্ছা! সব কিছুর শুরু তাহলে এই পোস্টে।

ধন্যবাদ এবং অভিনন্দন জানবেন :) এই উদ্যোগটা ছড়িয়ে দিতে পারলে ভাল কিছু আসতে পারে লং রানে :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আমাদের একটা ভীষণ বড় ভিশন আছে। ভালো থাকবেন।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া । ০৬ বছরের বাচ্চার উপযোগী বাক্সের সন্ধান জানতে চাচ্ছি :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ আলোরিকা।
আলোর ঝলক এবং চুম্বকের চমক ভালো হবে খুব।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

রায়হান চৌঃ বলেছেন: আনেক ভালো উদ্যেগ, প্রশংসার যোগ্যতা রাখে,
তবে দাম আরো কিছুটা কম হলে ভালো হবে কারণ সব বাচ্চা তো ধান্দা বাজের ঘরে জন্ম নেয় নাই,

কিন্তু আমি ভাবছি......
সংসদে আনাগোনা আছে এ রকম টোকাই দের তো মাথা খারাফ হওয়ার কথা......... কারণ সন্ত্রাস জন্ম হবে কি করে ? আর বদিরা ইয়াবা, ফ্যন্সিডিল বেচবে কার কাছে ? আর টোকাই না জন্মালে সংসদে যাবে কে ? সংসদ তো গুনে ধরবে... খাইছে আমারে বাংলার সংসদ চালাইবে কে ??

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: তাদের মাথা খারাপ হবার মত পরিস্থিতি এখনও আসে নাই। তবে আমরা চাইবো এমন একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে।

ধন্যবাদ রায়হান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.