নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

"মন্মথের মেলানকোলিয়া" লেখার পেছনে রজব, তুইও আছিস!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২


কলেজে পড়ি তখন। হারম্যান মেইনার, ১৯৯৯ সাল। একজনের সাথে অন্যরকম একটা বন্ধুত্ব হয়ে গেলো। বেশ গভীর বন্ধুত্ব। এমন ঘনিষ্ঠতার জন্যে তার আউট অফ দ্যা বক্স চিন্তাধারাই প্রধান কারণ ছিলো। আমরা তখন লিখতে শুরু করেছি। পাঠক বলতে তার লেখার আমি (এবং আরো দুই একজন), আর আমার বেলাতেও তাই। সে ছিলো অতিমাত্রায় পিউরিটান। পর্ন, সেক্স এসবের ব্যাপারে তার তীব্র অনীহা ছিলো। চারিপাশের বেশিরভাগ জিনিসই তার পছন্দ হতো না, বলা যায় অনেকটা নাক উঁচু টাইপ ছিলো সে। তার বিচিত্র চিন্তাধারার একটি উদাহরণ দেই-
একদিন ফিজিক্স ল্যাবে আমরা কাজের ফাঁকে গল্প করছিলাম। প্রসঙ্গত মেয়ে, বিয়ে এসব চলে এলো। তার বিবাহপরবর্তী আচরণ সম্পর্কে সে ঐতিহাসিক একটি বক্তব্য দিয়েছিলো। যা আমি আজও স্মরণ করি। "বিয়ের পর আমি অন্তত তিন মাস মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে যাবো না। একজনকে ভালোভাবে জেনে-বুঝে তারপরই না তার শরীরে প্রবিষ্ট হওয়া যায়। বিয়ের রাতেই যারা মিলিত হয়, তারা পশু!"
মজা পেলেন? মজা কিন্তু শেষ হয় নি এখনও। সে আরো বলেছিলো, "বিয়ের এক বছরের মধ্যে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে আমার মা, ফুপি, বোন এরা আমার সম্পর্কে কী ভাববে? ছিঃ ছিঃ!"
আমার এই বন্ধুটির কথা খুব মনে পড়ছে এই ফেব্রুয়ারি মাস জুড়ে। এই ফেব্রুয়ারিতেই কেন তাকে মনে পড়ছে তার পেছনে কারণ আছে। সে আমার জন্মদিনে তারাশঙ্করের 'কবি' উপন্যাসটি উপহার দিয়েছিলো। আর লিখেছিলো বেশ আবেগী ভাষায় কিছু কথা। সেখানে সে আমাকে ভবিষ্যতের একজন বড় লেখক আখ্যায়িত করেছিলো। এরকম আরো কিছু কথা লিখেছিলো যেগুলোর যোগ্য আমি ছিলাম না, অন্তত সেই সময় মনে করতাম না। বিরক্ত হয়ে ঐ পৃষ্ঠাটিই আমি ছিড়ে ফেলেছিলাম। এ কথা শুনে সে বেশ আঘাত পেয়েছিলো। আর বলেছিলো... নাহ কী বলেছিলো তা এখানে উল্লেখ করতে চাই না। সেটা বিশ্বাসযোগ্য হবে না।
তাকে মনে পড়ছে, কারণ আমি বড় লেখক হতে না পারলেও কীভাবে যেন চারটি বইয়ের লেখক হয়ে গেছি। তাকে উপহার দিতে পারতাম যদি! সে হারিয়ে গেছে। জানি না কোথায়!

সে হারিয়ে গেলেও মন্মথের মেলানকোলিয়ার ঠিকানা আছে একটি। বইমেলায় চৈতন্যের স্টলে- ৬০৪-৬০৫
অথবা নিতে পারেন রকমারি থেকে- এই লিংক থেকে

কথা হবে তো?

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

কালীদাস বলেছেন: :D
আপনার ইন্টার কবে ভাইয়া? ২০০০ নাকি ২০০১? ২০০০ সালে আমরা যখন ইন্টার মাত্র শুরু করি, তখন আমাদের এক ফ্রেন্ডও সেইম কথা বলেছিল বাসর সম্পর্কে। এক সেন্সে লজিক ঠিকই আছে, আমাদের সোশ্যাল স্ট্রাকচারে, এরেন্জড ম্যারেজে একেবারেই অপরিচিত দুইজনের এক ঘরে রাত কাটানোর অভিজ্ঞতা অনেকেরই আনইজি লাগতে পারে।

তাকে খুঁজে বের করে থ্যাংকস দিলে মন্দ হত না, খুব কমই লোকই এরকম ইন্সপায়ার করে /:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: ২০০০ সালে ইন্টার।

না মানে, বাসর রাত ঠিকাছে, কিন্তু তিন মাস ওয়েট করাটা বেশি হয়া যায় না? #:-S

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ১ম বই কোন সালে প্রকাশিত হয়েছিলো?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

হাসান মাহবুব বলেছেন: ২০১২ সালে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

কালীদাস বলেছেন: হা হা হা =p~ ঐটা আসলেই বেশি হয়ে যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: :#) =p~

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: আরও আগে এই পোষ্ট টা দেওয়া দরকার ছিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

হাসান মাহবুব বলেছেন: এর আগেও এই বই নিয়ে পোস্ট দিয়েছি এই মাসে। তার পরেও, আপনার কথা মেনে নিলাম।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কালীদাস বলেছেন: হা হা হা =p~ ঐটা আসলেই বেশি হয়ে যায়। =p~ =p~

আসলেই ;)

বইটির ঠিকানায় পৌছে যাক সকল পাঠক :)

+++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: আপনার ঠিকানায় পৌঁছাইছে তো? ;)

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের হামা ভাইয়ের বইয়ের প্রচার সহ বিপনন কামনা করছি। আপনার বন্ধুটির জন্যও শুভ কামনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা রইলো।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রজব হয়তো এখন কোনো স্কুল-কলেজের রাগী মাস্টার, ঘরে রাগী বাপ, নয়তো কর্পোরেট অফিসের রাগী বস। তবে মিলিটারি অফিসার হইলেও হইতে পারে। এক সময়ের এমন গোঁড়া মানুষগুলা দাম্পত্য জীবনে গিয়া হঠাৎ ভোগী হইয়া ওঠে প্রায়ই। আপনার এই বন্ধুটার ব্যাপারে আমার আগ্রহ বাইড়া গেল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: সে চুয়েটে মেকানিক্যালে পড়তো। এরপর ইউএসএ গেছে শুনছি।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হল কীভাবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: সে চুয়েটে মেকানিক্যালে পড়তো। এরপর বিদেশে চলে যায়। তারপর আর খুঁজে পাই নি।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

আবিদা সিদ্দিকী বলেছেন: কঠিন নাম। উপন্যাসের নামটা কঠিন। বইমেলায় যাই না ৫ বছর ধরে, গেলে বইটা হাতে নিয়ে দেখতাম। নূতন বই স্পর্শ করতে পছন্দ করি আমি। আপনার প্রকাশিত ৪টা বই-ই কি গল্প-উপন্যাস? বলবেন প্লিজ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

হাসান মাহবুব বলেছেন: প্রথম তিনটি গল্পগ্রন্থ।
প্রবেশাধিকার সংরক্ষিত
আনন্দভ্রম
এবং নরকের রাজপুত্র।

মন্মথের মেলানকোলিয়া উপন্যাস।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

আবিদা সিদ্দিকী বলেছেন: "নরকের রাজপুত্র" নিয়ে আপনার লেখাটা পড়েছি। গল্প পড়ি না বলে মন্তব্য দিতে পারিনি। আশা করি বিজ্ঞান, মনস্তাত্ত্বিক এবং সমসাময়িক লেখা নিয়ে একটা বই করার কথা ভাববেন। পুরনো কয়েকটা লেখা আছে আপনার যা এডিট , মডিফাই বা থিম ঠিক রেখে চেঞ্জ করলে ভালো কিছু বের হয়ে আসবে , , , একথা বলার কারণ কখনো কখনো আপনার একেকটা লেখার মাঝখানে যে সময়ের ব্যবধান থাকে তাতে মনে হয়েছে আপনার ব্যস্ততা আছে। নূতন লেখা "প্যানিক অ্যাটাক" আমি মন দিয়ে পড়েছি এবং প্রতিটা মন্তব্য-প্রত্যুত্তর পড়েছি। এরকম লেখা মনোবিজ্ঞানী বা মনোবিশ্লেষকদের বাইরে কেউ লিখলে সেটা বেশি উপকারী হয় সহজ/সাবলীলতা/ বাস্তবতার কারণে। ভালো থাকবেন। মাসে অন্তত দুইটা ব্লগ লিখবেন বলে আশা করি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

হাসান মাহবুব বলেছেন: ব্লগ লেখা আর বই লেখা এক জিনিস না। আমি গল্পের জগতের মানুষ। বই লিখলে গল্প নিয়েই লিখবো। বিজ্ঞান, মনস্তত্ব ইত্যাদি নিয়ে আমি যা জানি তা ব্লগ লেখার জন্যে ভালো। কিন্তু বই লেখার জন্যে যথেষ্ট নয়।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

আবিদা সিদ্দিকী বলেছেন: পুরনো কয়েকটা লেখা আছে আপনার যা এডিট , মডিফাই বা থিম ঠিক রেখে চেঞ্জ করলে ভালো কিছু বের হয়ে আসবে, , , ভালো কিছু বের হয়ে আসবে বলতে আমি বুঝাতে চেয়েছি পুরনো যে লেখাটা সময়ের বা বিষয়বস্তুর হিসাবে পুরনো হয়ে গেছে, , ,

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: সেরকম কিছু লেখার উদাহরণ দেবেন?

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

পদ্মপুকুর বলেছেন: ব্লগের একটা সফলতাই বলতে হবে যে প্রতিবছর প্রচুর লেখক উপহার দেয় আমাদেরকে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পদ্ম। ভালো থাকবেন।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার উপন্যাসটা সংগ্রহে নিলে সম্ভবত ঠকবো না!!

সুযোগ পেলে অবশ্যই ৬০৫ এ যাবো নয়তো মেলার পরে সংগ্রহ করে নেব!!


শুভকামনা আপনার এবং আপনার বন্ধুর জন্য!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই নেবেন এবং জানাবেন। জেন রসি আর তাশমিনের রিভিউ পড়তে পারেন।
http://www.somewhereinblog.net/blog/tasminpayel007/30230465
http://www.somewhereinblog.net/blog/rasi007/30228980

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

আবিদা সিদ্দিকী বলেছেন: ওহ। স্যরি। আপনি গল্পের জগতের মানুষ এইটা জানতাম না। খুব কম সময় হলো পড়ছি আপনার লেখা, তাই জানা ছিল না। উদাহরণ দিতে পারতাম কিন্তু সেটার আর দরকার নাই। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: এ আবার কেমন কথা!

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

তাশমিন নূর বলেছেন: কোনো একদিন সেই বন্ধুকে খুঁজে পাবেন, এই কামনা করি। খুঁজে পেলে তাকে এক কাপ মালাই চা খাইয়ে দিয়ে পিঠ চাপড়ে দেবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।

তবে আপনি বিমল মিত্তিরেরে 'লজ্জা' (এই নাম কি না শিওর না, নামটা অন্য হতে পারে) গল্পটা পড়ে নিয়েন। সেখানে রজবের মত একজন চরিত্র আছে।

১৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার পোস্টে হিট কমে গেসে

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: সে তো অনেক আগে থেকেই!

১৭| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:১৪

করুণাধারা বলেছেন: কদিন ধরেই অল্প অল্প করে পড়ছি। কেমন লাগল পড়ে বলছি।

সিলেটের প্রকাশক কেন? আপনি সিলেটের?

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: না, আমি সিলেটের না। চৈতন্য একটি বড় প্রকাশনী। তারা শুধু সিলেটের লেখকদের বই প্রকাশ করে না।

পড়ে জানিয়েন কেমন লাগলো।

১৮| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: দেরী করে দেখলাম ।
শুভেচ্ছা রইলো ।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পরে! ভালো থাকবেন।

১৯| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

ক্লে ডল বলেছেন: আমিও আপনার বন্ধু রজবের মত আপনাকে বড় লেখক মনে করি। তাকে খুঁজে বের করুন।

ক এর কারসাজিতে কান্তার হাতে দশটি সাদা গোলাপ এই লিংকে ঘুরে আসার দাওয়াত গ্রহণ করবেন?

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

হাসান মাহবুব বলেছেন: তাকে অনেক খুঁজেছি। পাই নি। আপনার লিংকে যাচ্ছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.