নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নিউজ ভাইরাল হয়েছে। খুবই মর্মান্তিক নিউজ।
এক মাকে নাকি একজন সরকারি কর্মকর্তা তার মেজিস্ট্রেট বউয়ের চাপাচাপিতে স্টেশনে রেখে এসেছে সাথে তাকে একটা চিঠিও দিয়েছে। সেখানে তাকে রেখে আসার কারণ লিখে ক্ষমা চেয়েছে। আসুন আমরা চিঠিটি পাঠ করি।
এখানে আমরা জানতে পারি যে তার মা তাকে খোকা ডাকতো। আমার প্রশ্ন জাগলো, খোকা ডাকার চল কি এখনও আছে? আমি জন্মের পর কোনো মাকে খোকা ডাকতে শুনি নাই। যাই হোক, ডাকতেও পারে। এদিকে এই 'মেধাবী' বিসিএস মানবের চায় এবং চাই বানানেও সমস্যা। দেখুন-
এটাও হতে পারে, মানলাম। এসব থেকে নিশ্চিত হওয়া যায় না কিছুই।
এবার, কথা হলো, ভদ্রমহিলার ব্যাগের পকেট থেকে চিঠি বের করা হলো অথচ চিঠিতে কোনো ভাঁজ নেই? এ কেমন কথা? আবার দেখেন ছেলে চিঠি লিখেছে মায়ের কাছে, সেখানে আবার লিখে রেখেছে যে সে বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং এখন একজন সরকারি কর্মকর্তা, আর তার বউ ম্যাজিস্ট্রেট। যেন এসব কথা তার মা জানতেন না কিছুই!
আচ্ছা তাও না হয় মানলাম (আসলে কিছুই মানি নাই)। এবার প্রশ্নটা হলো?
প্রতিটা নিউজ সাইটের নিচে লেখা আছে -
"ব্যারিস্টার এস এম ইকবাল চৌধূরীর ফেসবুক থেকে সংগৃহীত"
এই ব্যারিস্টার এস এম ইকবাল চৌধূরীটা কে? তার ফেসবুক ওয়ালটাই বা কই? একজন ব্যারিস্টারের ফেসবুক একাউন্ট থেকে এমন একটা খবর এলো, অথচ সেই ব্যারিস্টারের খোঁজই কেউ দিতে পারছেন না? সেই ব্যারিস্টারের নামের সম্ভাব্য সব রকম বানান দিয়ে ফেসবুকে সার্চ দিয়েছি। কিছুই পাই নি। আচ্ছা ধরে নিলাম লেখাটি লিখেই তিনি তার ফেসবুক একাউন্ট ডিএ্যাক্টিভেট করে ফেলেছেন। কিন্তু সেই লেখার স্ক্রিনশটও কোথায় পাওয়া যাবে না? এ কেমন কথা?
ফেসবুকে তাকে খোঁজার আশা বাদ দিয়ে গুগলের দ্বারস্থ হলাম। বাংলাদেশ ব্যারিস্টার এসোসিয়েশনের মেম্বার লিস্টে তাকে খুঁজলাম কিন্তু পেলাম না।।
এবার আসা যাক সেই মায়ের করুণ ছবিটির প্রসঙ্গে-
দেখুন ছবি,
এবার চলে যান এই লিংকে
লিংকে যারা যেতে চাইছেন না, তারা স্ক্রিনশট দেখুন-
জ্বী, ছবিটি একটি ভারতীয় বৃদ্ধাশ্রম থেকে নেয়া, ২০১৫ সালের।
তো এখন কি সিদ্ধান্তে পৌঁছুনো যায়? যেকোন কিছু ভাইরাল করার আগে দয়া করে একটু ভাবুন!
সংযুক্তি- কালের কণ্ঠ তাদের লিংক সরিয়ে ফেলেছে। তবে গুগল ক্যাশে এখনও জমা রয়েছে তাদের কীর্তি।
দেখতে চাইলে দেখে নিন।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: শ্যেন দৃষ্টি না ভাই, একটু কমনসেন্স খাটালেই হয়।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: কমনসেন্সই বা কয়জন খাটায়? খাটালে তো আর হুজুগ থাকে না!! এসব ভূয়া নিউজও ভাইরাল হয় না।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: তাহলে আমার লড়াই চলবে, চলবেই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮
ক্লে ডল বলেছেন: জাতীয় দৈনিকে এসব আসে কিভাবে!! ধিক্কার শতবার!!
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে সোর্স হিসেবে জাতীয় দৈনিককে ব্যবহার করা হবে, তা না করে জাতীয় দৈনিক ফেসবুককে সোর্স হিসেবে ব্যবহার করছে। অদ্ভুত এই দেশ!
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
সৈয়দ তাজুল বলেছেন:
সাংবাদিকদের মধ্যে কিছু সাংঘাতিক মাত্রার তেলাপোকা রয়েছেন, যারা অল্পতেই ছাগলের তিন নাম্বার বাচ্চার ন্যায় লাফালাফি করেন।
গত কিছুদিন আগে নিচের ছবিসহ আরো কিছু ছবি এই সাংঘাতিক ভাইয়েরা শ্লোগানের সাথে ছাপাতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতাও হয়। লজ্জার বিষয় হচ্ছে, সেগুলো ছিল কয়েক বছর পূর্বের।
অনেক সাংঘাতিক তেলাপোকা তিলকে তাল করে নিউজ দেয়ার পর ক্ষমাও চেয়েছে; এমন দৃষ্টান্ত অনেক অনেক রয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: কোন যোগ্যতায় তারা সাংবাদিক হন কে জানে!
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
নতুন নকিব বলেছেন:
বুঝি না, মানুষ এগুলো কেন যে করে! স্পর্শকাতর এই ধরনের ফেইক নিউজ দিয়ে ওদের কী এমন লাভ, এটাও বুঝে আসে না! জানি, কালের কন্ঠ পাবলিশ হয় একজন প্রতিভাবান সাহিত্যিক সম্পাদকের সম্পাদনায়। তার কি সময় হয় না এসবে একটু নজর দেয়ার?
ধন্যবাদ, আপনাকে এই নিউজটির পোস্টমর্টেম (post-mortem: an examination of a dead body to determine the cause of death.) উপস্থাপন করায়।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। তারা কোয়ালিটির দিকে নজর না দিয়ে শুধু হিটের দিকে নজর দিচ্ছে।
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ধরণের খবর অনেক দিন আগে পত্রিকায় পড়েছিলাম, সম্ভবত ঘটনাটা ছিল ভারতের।
এসব করে মানুষ কি মজা পায় ফেসবুকে।
কালের কন্ঠ যাচাই বাচাই না করে কিভাবে নিউজ করলো ?
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: আরো অনেক জায়গায় পাবলিশ হইছে। এখনও আছে।
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
কামরুননাহার কলি বলেছেন: ছি ছি ছি লজ্জার বিষয়। আমাদের দেশের সংবাদিকরাও এতো অযোগ্য, এতো হিন মান-মানসিকতা।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: কোনো যাচাই-বাছাইয়ের বালাই নেই
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮
আমিনভাই বলেছেন: আমি মাঝে মাঝে হতবাগ হয়ে যাই মানুষ(বাংলাদেশে) এমন নিউজ সেয়ার করে যার কোন ভিক্তি নেই। কোন জাতীয় দৈনিক নিউজের লিংকও না। ফালতু সব নিউজ। একটু চিন্তাও করে না এইটা কি নিউজ?
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: তারাও চিন্তা করে না, আমরাও করি না
৯| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪
ক্স বলেছেন: প্রশ্ন আরও আছে। কালের কন্ঠ কোন স্টেশনে ঐ বৃদ্ধা মাকে পাওয়া গেছে আর কোন বৃদ্ধাশ্রমে তাকে ভর্তি করা হয়েছে - সেটা তো ছাপতে পারত? নাকি তাতেও ঐ বানান ভুল করা বিসিএস কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের স্বামীর সম্মানহানি হত?
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: সব প্রশ্নের উত্তর পাবেন ব্যারিস্টার এস এম ইকবালের ফেসবুক ওয়ালে। কিন্তু কোথায় সে ওয়াল? তার সন্ধান এখনও পাওয়া যায় নি।
১০| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হলুদ সাংকাদিকতা হয়তো একেই বলে।
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: জ্বী। ক্যাটক্যাটে হলুদ সাংবাদিকতা।
১১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯
নীহার দত্ত বলেছেন:
মানুষ ভ্রমে আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার সময় নেই যেন কারও; সেই দিক দিয়ে বললে মানুষ বড্ড ব্যস্ততায় আছে
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আর সেগুলোর সুযোগ নিচ্ছে অনলাইন পোর্টালগুলি।
১২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫
ঢাবিয়ান বলেছেন: বাচ্চা হারানো বা বাচ্চা পাওয়া গেছে এই জাতীয় খবরগুলো বেশিরভাগ ভুয়া মনে হয়। শুনেছি নিউজ ভাইরাল করতে পারলে ডলার কামানো যায় ফেসবুক থেকে। এই ধান্দায় মানুষ এসব অনৈতিক কাজ করছে।
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: ফেসবুক কোনো ডলার দেয় না। তারা ডলার খাওয়ার ওস্তাদ। ডলার দেয় ইউটিউব। তবে সেজন্যে গুগলের এ্যাড আপনার নিজস্ব চ্যানেলে আসতে হবে, এ্যাডসেন্স বসাতে হবে, নানা ব্যাপার আছে।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভুয়া। এসব নিয়ে আপনাদের এতো মাতমাতি কেন?
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: ভুয়া জিনিস নিয়ে যেন মাতামাতি না করে সেজন্যেই তো এই পোস্ট!
১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
চোরাবালি- বলেছেন: নিউজটা দেখে একটু সন্দেহ হয়ে আর পড়া হয় নাই; সন্দেহ হওয়ার কারন দাগ টানা খাতায় হাতের লেখা।
আমার বিশ্বাস ছেলেরা এখনও এতখারাপ হয় নাই।
০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: আমিও তেমন বিশ্বাস করতে চাই। কিন্তু বাস্তবতা হলো, এমন ঘটনাও ঘটে। ভারতে কিছুদিন আগে বৃদ্ধা মাকে ছেলে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিলো।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০
মোস্তফা সোহেল বলেছেন: চারিদিকে এত্ত এত্ত খবর যে, কোনটা আসল আর কোনটা নকল তা জাস্টিফাই করার এত সময় মানুষের কই।
ওই শেষ কথা বাঙালী হুজুগে মাতাল তাই একটা ইমোশনাল নিউজ দেখলেই হল...।
০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
হাসান মাহবুব বলেছেন: সংবাদমাধ্যমগুলো যথাযথ মনোযোগ না দিলে আমরা এমন বোকা হতেই থাকবো।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
কালীদাস বলেছেন: ব্লগার ছন্নছাড়ার পেন্সিল (লোকটাকে মিস করি) অনেক বছর আগে একশ্রেণীর পাবলিকের ব্যাপারে বলেছিলেন "এই টাইপের পাবলিকের হাতে কিবোর্ড মাউসই দেয়াই উচিত না, নেট তো আরও পরের কথা"। ধ্রুব সত্য অনেকের জন্য। এই জাতি নেট বলতে চিনেছে খালি ঐ এক ফেসবুক। ফেসবুক সামনে অনেকের জন্য বাইবেল টাইপের কিছু একটা হয়ে উঠবে অনেক বাংলাদেশির জন্য, অলরেডি হয়ে গেছেও অনেকের জন্য। একটা নিউজ ন্যাশনাল মিডিয়াতে দেওয়ার আগে এটার ভেরিফিকেশন পর্যন্ত ঠিক মত করার প্রয়োজন অনুভব করে না এ কেরকম সামাজিক দায়ভার? নিউজটা তো এমনি এমনি আসেনি, খুঁজলে দেখা যাবে চীফ এডিটর নিজেও ঐ টাইপের বলেই আসতে পেরেছে।
০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
হাসান মাহবুব বলেছেন: ব্লগার ছন্নছাড়ার পেন্সিল (লোকটাকে মিস করি) অনেক বছর আগে একশ্রেণীর পাবলিকের ব্যাপারে বলেছিলেন "এই টাইপের পাবলিকের হাতে কিবোর্ড মাউসই দেয়াই উচিত না, নেট তো আরও পরের কথা"।
কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিকেও এমন করতে দেখছি। কী করুম!
১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সোহানী বলেছেন: কারন সবার হাতে আজাইড়া সময় আছে তাই ব্যায় করে। আর তাই পোলাপান রাতদিন ফেবু গুতায় আর ফেবুর বিভিন্ন প্যাচাল ওয়েবপেজে ঢু মেরে শেয়ার কমেন্ট আর লাইকের ব্যবসা করে। হয়তো তারা ভাবে এতে ফেবু সেলিব্রেটি হবে নতুবা লাখ টাকা কামাবে............হাহাহাহাহা
আর দেশের পত্রিকা ওয়ালাদের কি বলবো, উন্নয়নের গুনগান গাইতে গাইতে টায়ার্ড হয়ে তারাও প্যাচাল ওয়েব সাইট শেয়ারের ধান্দায় থাকে। পত্রিকাতো বিক্রি হতে হবে তাই নয় কি? শুধু উন্নয়নের গুনগান গাইলেতো আর পত্রিকা বিক্রি হবে না...
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
হাসান মাহবুব বলেছেন: চলেন পত্রিকা বাইর করি!
১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফেবুর সব খবরই যারা বিশ্বাস করে তাদেরকে গা... ছাড়া আর কিছু বলা যায় না।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: গা... পরে শূন্যস্থানে কী হবে বুঝি নাই।
১৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
আশিক হাসান বলেছেন: আবেগী এই জাতি আবেগময়ী নিউজ বেশি পড়ে তাই পত্রিকার কাটতি তো এভাবেই বাড়াতে হবে। লেখককে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
নীলপরি বলেছেন: ইয়েলো জার্নালিসমের বিরক্তিকর রূপ বলা যেতে পারে ।
প্রয়োজনীয় পোষ্ট । ++++
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নীলপরি। ভালো থাকবেন।
২১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
কানিজ রিনা বলেছেন: দেশে তিন নং সাংবাদিক ভাইরাসে পরিনত
হয়েছে। যতসব মাতালে ভরেগেছে দেশ এদের
মানুষীক নার্ভ নষ্ঠ হয়েগেছে। ভাইরাল হতে
হলে ভাইরাস ছড়াতে হয়। মাদকাশক্ত
সাংবাদিকতা লেখা জোকা দিকবিদিক
জ্ঞান শুন্য এসব জন্তুরা প্রসাশনের নাকের
গোড়া দিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়েগেছে।
ধন্যবাদ বেশ সুন্দর সচেতন পোষ্ট দিয়েছেন।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ কানিজ রিনা।
২২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:১১
বনসাই বলেছেন: ব্লগার সম্রাট ইজ বেস্ট সম্ভবত বলতে চেয়েছে, 'গাড়ল'। আরো কিছু পাবলিক আছে যারা প্রিন্ট বা ছাপার হরফে যা পায় সব সত্য মনে করে।
আপনার নির্দেশিত পয়েন্টগুলো সিদ্ধান্তে আসার জন্যে যথেষ্ট। কালের কন্ঠ কি ক্ষমা প্রার্থনা করেছে?
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: নাহ। তাদের কাছে এগুলা কোনো ঘটনাই না।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
নূর-ই-হাফসা বলেছেন: এই খবর দেখে কত মানুষ না জানি আহারে আহারে করেছেন । ঐ ছেলে কে গালি দিয়ে নিজেদের মহান ভেবছেন ।
এমন অনেক ভুল খবর নিয়মিত ভাইরাল হচ্ছে । আপনার মতো রহস্য কয়জন এ বা উদঘাটন করছেন ।
খুব ভালো একটা কাজ করেছেন ।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হাফসা। ভালো থাকবেন।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯
রাফা বলেছেন: গ্রেট,গুড জব।সচেতনতার কোন বিকল্প নাই।ইহাই প্রমাণ করে দায়িত্ববান হইতে সাবধান।সাধারনরাই অসাধারন।
ধন্যবাদ!হা.মাবুব।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭
নতুন বলেছেন: দেশের মানুষ এমন হুজুগে না হইলে আমাদের তো আরো উন্নতি হইতো....
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭
হাসান মাহবুব বলেছেন: তা আর বলতে!
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু অমানুষের কাছে ইন্টারনেট চলে গিয়েছে...
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮
হাসান মাহবুব বলেছেন: কিংবা ইন্টারনেটের কাছে গিয়ে মানুষ অমানুষ হয়ে গেছে!
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:১৫
শাহিন বিন রফিক বলেছেন: এমদাদুল হক মিলনের মত একজন লেখকও সত্য-মিথ্যা যাচাইয়ের প্রয়োজন মনে করল না!!!
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৯
হাসান মাহবুব বলেছেন: তার পক্ষে তো আর সব কন্টেন্ট পড়ে দেখা সম্ভব না, তবে এটা যাদের দায়িত্ব, তারা একটু ভুল স্বীকার করে ক্ষমাও চাইলো না!
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
অনেক বাংগালী কাজ থেকে অকাজ নিয়ে বেশী ব্যস্ত থাকে, এদের নিয়ে সমস্যা
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৯
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
আরজু পনি বলেছেন: হিহি মজা পাইছি।
সিনেমার অনেক সিন ফেসবুকে দিয়ে ...বাস্তব ঘটনা বলে চালায়। দেখি আর হাসি। মজাই লাগে মানুষের লাইক সিকিংয়ের তামাশা দেখে।
ধন্যবাদ, হাসান।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর দেখে ভালো লাগলো পনি আপা।
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
মনযূরুল হক বলেছেন: ভাই, মনে হচ্ছে একটা ফেসবুক ভাইরাল সেন্সরবোর্ড গঠন করে আপনাকে প্রধান বানানো উচিত । আপনি রাজি না থাকলেও একটা বোর্ড গঠন করা ছাড়া কোনো উপায় দেখি না । কী যে পরিস্থিতি! ‘হুজুগে জাতির মানুষ হবার সহজ উপায়’ শিরোনামে একটা আর্টিকেল লিখবেন?
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬
হাসান মাহবুব বলেছেন: আসলেই তা করা উচিত! আমি চেষ্টা করি যদ্দুর সম্ভব।
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪
টারজান০০০০৭ বলেছেন: দৈনিক "বালের কণ্ঠ" বালের সংবাদ ছাপাইছে ! আমাদের শক্তিশালী মিডিয়া ওয়াচার খুব প্রয়োজন হইয়া পড়িয়াছে ! প্রথিতযশা, প্রফেশনাল সাংবাদিকদের সমন্বয়ে একটা ফিল্টারিংয়ের ব্যবস্থা থাকা দরকার ! না হইলে "হিলারি গর্ভবতী " টাইপের সংবাদগুলো আসিতেই থাকিবে ! ট্যাবলয়েডগুলোর ট্যাবলেট খাইয়া মূলধারার সংবাদপত্রগুলোও এখন রেটিং বাড়াইতে এইসব সং ..... বাদ প্রকাশ করিতেছে !
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭
হাসান মাহবুব বলেছেন: এই যে এতবার ধরা খায় এরা, কোনো ভ্রূক্ষেপই নাই। কিছুদিন পর আবার এরকম নিউজ পাবলিশ করবে, আবার আমরা শেয়ার করবো, আবার ধরা খায়া মুছবে, চলতেই থাকবে এই ধারা।
৩২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
তারেক ফাহিম বলেছেন: কী সাংঘাতিক
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২
হাসান মাহবুব বলেছেন:
৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: কালের কন্ঠে অনলাইনে নিউজটি আমি দেখেছি। কালের কন্ঠের আরও সর্তক হওয়া উচিত।
ফেসবুকে কোন ছাগলরা এ সমস্ত কাজ করে। আর যারা যাচাই না করে বিশ্বাস করে তারা অবশ্যই নির্বোধ।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্যে।
৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
"হামা" থেকে 'হোমস" , শার্লক হোমস !
প্রায় সবার মন্তব্যই যথাযথ হয়েছে । কালীদাস এর মন্তব্যের এই উদ্ধৃতি - "এই টাইপের পাবলিকের হাতে কিবোর্ড মাউসই দেয়াই উচিত না, নেট তো আরও পরের কথা", মোক্ষম ।
৩নং প্রতিমন্তব্যে বলেছেন: ফেসবুকে সোর্স হিসেবে জাতীয় দৈনিককে ব্যবহার করা হবে, তা না করে জাতীয় দৈনিক ফেসবুককে সোর্স হিসেবে ব্যবহার করছে। অদ্ভুত এই দেশ! এ হলো সাংবাদিকতায় অধঃপতনের বাস্তব নমূনা ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
হাসান মাহবুব বলেছেন: আপনারা আমার জন্যে দোয়া করবেন। যেন আমি খুব ভালো গোয়েন্দা হতে পারি।
৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬
তিহাম বলেছেন: কমন সেন্স আজকাল খুব আনকমন হয়ে গেছে । এ বিষয় টা ভাইরাল হয়ে যাওয়া সেটাই প্রমাণ করে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: খুবই দুঃখজনক ব্যাপার।
৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
ইবিএস খাইরুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ.....
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬
আরইউ বলেছেন: মানুষ পারেও!!
গুগল ইমেজ সার্চ বেশ শক্তপোক্ত একটা সার্ভিস। সামান্য গুগল সার্চ করলেই কত হোক্স ধরে ফেলা যায়।
ধন্যবাদ হাসান। ভালো থাকুন।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আরইউ। ভালো কাটুক সারাদিন।
৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মানুষের আবেগ আর সেন্টিমেন্ট নিয়ে অনলাইন ওয়ালারা খেলে .।।।খুব ভাল একটা পোষ্ট । এই ধরনের সচেতনতামূলক পোষ্ট এর জন্য লেখক কে ধন্যবাদ ।
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ লিলিয়ান।
৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: সবাই পপুলার হইবার চায় তাই এইসব ভুজুং ভাজুং নিউজ সত্যি বলে চালিয়ে দিতে চায়
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: তারপর ধরা খেয়ে ভুদাই প্রমাণিত হয়।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯
ভুয়া মফিজ বলেছেন: আপনার যে রকমের শ্যেন দৃষ্টি......আপনার প্রাইভেট গোয়েন্দাগিরি শুরু করা উচিত ।
বাঙ্গালী আগের থেকেই হুজুগে জাতী, ফেসবুকের কারনে এটা এখন চরম আকার ধারন করেছে।