নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আসুন ব্লগারদের সংকলন করি আরো একটি! ঋদ্ধ-৩ এর জন্যে লেখা আহবান।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪২


প্রিয় সহব্লগার,
২০১৯ এর বইমেলাতে সামহয়্যারের ব্লগারদের একটি সংকলন থাকলে কেমন হয়? হ্যাঁ, গত দুইবারের মত এবারও ব্লগার সংকলন ঋদ্ধ আসছে। এবারের লেখা নির্বাচন এবং সম্পাদনার ভার আমার ওপর পড়েছে। আমি খুব আনন্দ নিয়েই কাজটি করবো। আপনারাও আনন্দ নিয়ে লেখা পাঠাবেন আশা করি।
এবার আমরা শুধু গদ্য নিয়ে লেখা সাজাতে চাইছি। লেখার ক্যাটাগরি হতে পারে-
১। গল্প (যেকোন ধরণের)
২। স্মৃতিকথা
৩। রম্য
৪। মুক্তগদ্য
লেখার সাথে অবশ্যই আপনার ব্লগ লিংক দেবেন।
[email protected] এই ঠিকানায় লেখা পাঠিয়ে দিন ১৫ই জুনের মধ্যে।

আশা করি চমৎকার একটি সংকলন হবে।

মন্তব্য ১১২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(


আমি কিছুই পাঠাতে পারবো না!!:(
তবুও,
চমৎকার একটি সংকলন হোক!!!:)

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: কেন? চেষ্টা করেই দেখুন না!

২| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:০২

অর্থনীতিবিদ বলেছেন: চমৎকর উদ্যোগ।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

৩| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:০৫

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: কবিতা পাঠানো যাবে না?

১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: এবার শুধুমাত্র গদ্য নিয়ে করা হচ্ছে। এর পরেরবার হয়তো শুধুমাত্র কবিতা নিয়ে করা হবে :)

৪| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:২০

কাওসার চৌধুরী বলেছেন: হাসান ভাই, চমৎকার উদ্যোগ। আমি একটা লেখা দেব।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই দেবেন।

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:২৮

ফরহাদ রহমান বলেছেন: আমি একটা লেখা দিব। লেখার মান দেখে নির্বাচন করবেন নিশ্চয়। নতুন কিংবা পুরাতন ব্লগার দেখে নয়।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, লেখার মানই বিবেচ্য।

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

ফরহাদ রহমান বলেছেন: একাধিক লেখা গ্রহনযোগ্য কিনা।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: একাধিক লেখা পাঠাতে পারেন। তবে নেয়া হবে একটিই। তবে তিনটির বেশি পাঠিয়েন না।

৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:০৫

নস্টালজিক বলেছেন: বাহ! অভিনন্দন। ভালো লাগলো দেখে!

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: অয় অয়।

৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:১৭

নূর আলম হিরণ বলেছেন: চমৎকার হবে। সফলতা কামনা করছি।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: আপনাদের অংশগ্রহণের ওপরই সবকিছু নির্ভর করছে!

৯| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২২

ইখতামিন বলেছেন: ভালো উদ্যোগ, সাফল্য কামনা করছি
তবে আমি বোধ হয় কিছুই পাঠাতে পারবো না

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: কেন?

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সফলতা কামনা করছি। পদ‍্য থাকলে ভালো হতো। কারণ সময়ের সঙ্গে পদ‍্য আর গদ্যের সামঞ্জস্যতা অনস্বীকার্য। এক সময়ের গদ্য আরেক সময়ের পদ্য মিস হ

১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: কিন্তু সব একসাথে দিলে কেমন জগাখিচুড়ি লাগে না!

১১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: মিস হয়ে যাবে।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: আপনার মতামতের জন্যে ধন্যবাদ!

১২| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩১

কাছের-মানুষ বলেছেন: চমতকার একটি সংকলন হবে আশা করি। শুভ কামনা রইল।

ব্লগে প্রকাশিত লেখা কি বিবেচিত হবে? নাকি নতুন লেখা হতে হবে?

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: নতুন লেখা হলে ভালো হয়।

১৩| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:

এটাই আসল কাজ, আপনি উদ্যোগ নেন, আমরা আছি

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

১৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ঋদ্ধ ২ কালেকশনে আছে, এটি পড়তে পড়তে মনে হয় ইস আমারো যদি একটি লেখা ছাপা হতো! আমিও একটা লেখা দিতে চাই।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: পাঠিয়ে দিন ঋদ্ধের ঠিকানায় :)

১৫| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: অগ্রীম শুভকামনা রইল।

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহেল।

১৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৩৮

অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুণ উদ্যোগ, শুভ কামনা কামনা

১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হৃদয়।

১৭| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: এই কাজ টা করলে বেশ ভালোই হয়।

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: জ্বী, ধন্যবাদ।

১৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে পেলে জানাবো ।

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন:


অবশ্যই একটি ভালো উদ্যোগ।
ব্লগে আসলে একটু বড় গল্প হলেই আর পড়তে ইচ্ছে করে না। তবুও পরিচিত কারও কারওটা পড়া হয়। ছাপিয়ে বের হলে নিশ্চয়ই সব ভালো ভালো গল্প পড়তে পাব।

ধন্যবাদ হামা ভাই

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। লেখা চাই।

২০| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৭

জাহিদ অনিক বলেছেন:


আ ! আমি তো গল্প লিখি না !!!!!!!!!

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: আরো ৩টা ক্যাটাগরি তো আছে।

২১| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৭

জাহিদ অনিক বলেছেন:

ওকে ভাইয়া, ব্লগের লেখাগুলো আবার পড়ে দেখব, কোনটা কোন ক্যাটাগড়িতে যায়। ভালো মনে হলে অবশ্যই পাঠিয়ে দেব আপনার দরবারে

১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে, ধন্যবাদ!

২২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঋদ্ধ'২ এর প্রচ্ছদে বিদগ্ধজনরা শিল্প খুজে পেলেও আমার কাছে ভাল লাগেনি।
মনে হয়েছে ফটোস্ট্যাট ।
যাক '৩'এর জন্য শুভ কামনা ।

১৬ ই মে, ২০১৮ রাত ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।

কনসেপ্টটা ভালো ছিলো। এক্সিকিউশন আরো ভালো হতে পারতো।

২৩| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: লেখকরা লেখবে, আমারা পাঠকরা সব সময় শুভ কামনা জানাচ্ছি

১৬ ই মে, ২০১৮ রাত ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

২৪| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৬

পদ্মপুকুর বলেছেন: মুক্তগদ্য মানে কি?

১৬ ই মে, ২০১৮ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: নিয়ম না মানা গদ্য। একটু সার্চ করুন নমুনা পাবেন।

২৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৬

উম্মে সায়মা বলেছেন: বাহ। এ উদ্যোগ দেখে খুব ভালো লাগছে! ধন্যবাদ।
শুভকামনা হামা ভাই......

১৬ ই মে, ২০১৮ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সায়মা। শুভকামনা রইলো।

২৬| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

সোহানী বলেছেন: বরাবরের মতই চমৎকর উদ্যোগ হামা ভাই। এবারের আপনার দায়িত্বে আশা করি দারুন একটা সংকলন পাবো। যাহোক দেশে গেলে একসাথে সবগুলো সংগ্রহ করবো।

১৬ ই মে, ২০১৮ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহানী। শুভকামনা রইলো।

২৭| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: লেখা জমার দেবার তারিখ এতো তাড়াতাড়ি শেষ কেন? আরো একটু বাড়িয়ে, পরে আবার নক করলে আরো ব্লগার'রা জানতে পারতো।

শুভেচ্ছা...

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: প্রকাশনীতে তাড়াতাড়ি পাণ্ডুলিপি জমা দিতে হবে তো, সেজন্যে।

২৮| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার এই লেখাটা দিতে চাই।
http://www.somewhereinblog.net/blog/amamja/30240717

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ই-মেইল করুন।

২৯| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ইখতামিন বলেছেন: এখন আর কিছু পড়াও হয় না তেমন, লেখাও হয় না। :)

১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: শুরু করো আবার!

৩০| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

ইখতামিন বলেছেন: ব্যাপারটা আসলেই দুঃখজনক :(

১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, অনেক দুঃখের ব্যাপার।

৩১| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:৩১

ইনাখ বলেছেন: লেখাগুলোর লেন্থ কেমন হবে সেটা বললে মনে হয় ভালো হতো | আর ঋদ্ধতো সামু ব্লগের ব্লগারদের সংকলন তাই না ? তাই ব্লগে প্রকাশিত লেখাগুলো নিয়ে সংকলনটা হলে বেশি ভালো হুট না ? নইলে কেমন হবে ? আর যাদের ব্লগ ইনএকটিভ আছে তাদের কি হবে ? তারাও কি লেখা দিতে পারবেন ? এব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হলো না |

১৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: আসলে ব্লগের লেখার লেন্থ তো খুব বেশি হয় না সাধারণত, তাই উল্লেখ করি নি। তবে ২০০০ শব্দের মধ্যে হলেই ভালো। পোস্টে উল্লেখ করে দিচ্ছি।

ঋদ্ধ ব্লগ সংকলন, ব্লগারদের সংকলন। আপনি নতুন লেখা দিতে পারবেন, ব্লগের লেখাও দিতে পারবেন।

ব্লগের একটিভ ইনএকটিভ সবাই লেখা দিতে পারবেন। দিয়ে দিন!

৩২| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪১

থিওরি বলেছেন: অনেক আগে কাজ শুরু হচ্ছে। আসা করি ভাল এক্তা সংকলন পাব।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভরসা রাখার জন্যে!

৩৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:৪৯

ফাহমিদা বারী বলেছেন: বাঃ বাঃ! অবশ্যই লেখা পাঠাতে চাই!

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই পাঠাবেন!

৩৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৪২

ইনাখ বলেছেন: লিখাগুলো কি পিডিএফ ফরমেটে পাঠালে হবে ?

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: জ্বী না। ওয়ার্ডে পাঠান।

৩৫| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি কি পাঠাবো? আমি পাঠালে সবাই কেবল ফেলে দেয়।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: পাঠিয়ে দেখেন কী হয়।

৩৬| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪২

নীহার দত্ত বলেছেন: এক পাতা সিভিট চাই হামা ভাই

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: ওটা আনন্দভ্রম বইটিতে আছে!

৩৭| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক শুভকামনা থাকলো। শুভ এই উদ্যোগ সফল হোক।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শাইয়ান!

৩৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ উদ্যোগ! জানি আপনি খুব সফলভাবেই দায়িত্ব পালন করবেন।
দেশে গেলে, বইটি সংগ্রহে রাখার চেষ্টা অবশ্যই করব।

সকল শুভকামনা রইল।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সামুপাগলা। শুভকামনা রইলো।

৩৯| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: হাসান ভাই, আমি তিনটি লেখা পাঠিয়েছি। যেটি আপনার পছন্দ হবে ছাপাবেন, প্লীজ।

২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

হাসান মাহবুব বলেছেন: আপনি তো প্রবন্ধ পাঠিয়েছেন। প্রবন্ধ তো এবার নেয়া হচ্ছে না!

৪০| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: তাহলে গল্প দেই!!

২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: দিতে পারেন।

৪১| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

কাওসার চৌধুরী বলেছেন: একটি রম্য ও একটি গল্প দিলাম। একটু পড়ে দেখলে খুশি হবো। পছন্দ না হলে আরো পাঠাবো, প্লীজ।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।

৪২| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: হাসান ভাই একটি স্মৃতিকথা পাঠালাম, কয়েকদিনের মধ্যে একটি গল্পও দিবো।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে, ধন্যবাদ।

৪৩| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাগ্য ভালো পোষ্ট টা মিস করিনি!
অফটপিক: ভাইয়া আপনার প্রোপিকটা পরিচিত কিন্তু নাম জানিনা, একটু কি বলবেন?

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: এটা A clockwork orange ছবির পোস্টার।

৪৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

মৌরি হক দোলা বলেছেন: চমৎকার উদ্যোগ :)

সর্বোচ্চ কয়টি লেখা পাঠানো যাবে ?

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ৩টি পাঠান।

৪৫| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

আনোয়ার কামাল বলেছেন: ভালো উদ্যোগ। লেখা পাঠাবো।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: জ্বী অবশ্যই।

৪৬| ২৬ শে মে, ২০১৮ রাত ২:২৩

একজন আরমান বলেছেন:
শুভকামনা রইলো হামা ভাই।

২৬ শে মে, ২০১৮ সকাল ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আরমান।

৪৭| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪১

নতুন নকিব বলেছেন:



খুবই সুন্দর উদ্যোগ। মোবারকবাদ।

আমার কোনো লেখা কি দেয়ার মত মানসম্পন্ন? দয়া করে যদি কোনো ফাঁকে একটু সময় নিয়ে আমার ব্লগ ঘুরে আসতেন। অনেক কৃতজ্ঞতা।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: আপনি যদি গল্প, রম্য, মুক্তগদ্য অথবা স্মৃতিকথা লিখে থাকেন তাহলে পাঠিয়ে দিন। আপনার ব্লগে তো সেরকম কিছু দেখছি না।

৪৮| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: অসাধারন উদ্যোগ । আমার ব্লগে কি এরকম কোন লেখা আছে ? একটু কষ্ট করে দেখবেন কি

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগে প্রবন্ধের সংখ্যা বেশি। এবার আসলে আমরা ফিকশন এবং ইমোশন নিয়ে করতে চাইছি।

৪৯| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:৩৫

আহা রুবন বলেছেন: গল্প হাতে থাকলেও একটি গল্পই পাঠালাম, যেটি নিজের প্রিয়। উদ্দেশ্যের সাফল্য কামনা করি।

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রুবন। শুভকামনা রইলো।

৫০| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

শিখা রহমান বলেছেন: হাসান আপনাকে তিনটি গল্প পাঠিয়েছি। জানাবেন কোন প্রশ্ন থাকলে। সামু ব্লগে গল্প তিনটার লিঙ্ক নীচে দিয়ে দিচ্ছি।

১। উদাসীন সঙ্গম

২। দীপু নম্বর ওয়ান অ্যান্ড টু

৩। রঞ্জনের প্রেমিকারা

ধন্যবাদ ও সংকলনের সাফল্য কামনা করছি।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শিখা। শুভকামনা রইলো।

৫১| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

আমি তুমি আমরা বলেছেন: চমতকার উদ্যোগ।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:৩৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

৫২| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:০০

শেরজা তপন বলেছেন: ব্রো, আমার একটা লেখা কি ছাপানোর যোগ্য হবে?

২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই। পাঠিয়ে দিন।

৫৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

ব্লগের গল্পগুলো দিলে হবে হামা ভাই?

২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:০০

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই হবে। ব্লগেরই তো সংকলন।

৫৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

পলক শাহরিয়ার বলেছেন: পোস্টটা মিস করেছিলাম। লেখা পাঠানোর আর সুযোগ/সময় আছে কি?

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: শুধুমাত্র গল্প নিচ্ছি। আজকেই পাঠিয়ে দেন।

৫৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

পলক শাহরিয়ার বলেছেন: আজকেই পাঠাতে সমস্যা নেই কিন্তু গল্প যা ২/১ টা লিখেছি তা বইতে ছাপানোর স্ট্যান্ডার্ডের না। আপনার ২ বা ৩ নং অপশন হলে ভাল হতো। আমার শক্তির জায়গা এখানে।

যাইহোক, ঋদ্ধ-৩ এর জন্য অগ্রীম শুভকামনা। আর আপনার জন্যও।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।

৫৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রোকসানা লেইস বলেছেন: ঋদ্ধ এক দুই হয়েছে এবার তিন হবে। বেশ ভালো কাজ হচ্ছে । আমার কখনো সময় মতন দেখা হয় না। আর মিস করে যাই।
তা এখনও কি লেখা দেয়া যাবে?
গল্প
ভ্রমন
স্মৃতিকথা
অপ্রকাশিত দিতে পারি।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: আপনার আগ্রহ দেখে ভালো লাগছে রোকসানা। আপনি গল্প দিতে পারেন। তবে প্রকাশিত হবে কি না নিশ্চয়তা দিতে পারছি না। আগে যারা লেখা দিয়েছে সেখান থেকে মনোনীত করার পর যদি ফর্মা বাকি থাকে তাহলে আপনার লেখা স্থান পেতে পারে।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.