নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ছহি সিভিতন্ত্র

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২


আসসালামু আলাইকুম। আমি একজন প্রফেসনাল সিভি রাইটার। আমাকে আপনার দরকার। কেন দরকার জানেন? দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এমন কিছু শিখে-পড়ে হাতি-ঘোড়া উল্টায়ে ফেলেন নাই, যার জোরে সিক্স ডিজিট স্যালারির চাকরি পেয়ে যাবেন, আনলেস ইউ আর আ টেকি অর লাকি পারসন। তাই আপনাকে সিভি লেখা জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক উটকো বুদ্ধিজীবী প্রশ্ন করে বসতে পারে, এত বছর ভার্সিটিতে পড়েও কেন আপনি সিভি নিজে নিজে লিখতে পারেন না। জাস্ট ইগনর দেম। কিংবা ইগনর যদি না করতে চান, দুইটা কথা যদি শুনায়ে দিতে ইচ্ছা করে, তাহলে বলতে পারেন, আপনি যে এত বছর কলাম লিখতেছেন, দেশের উদ্দেশ্যে এত এত মহৎ বাণী দিতেছেন, আপনি কি পাওয়ার পয়েন্টে উন্নত মানের স্লাইড বানাইতে পারেন? আপনি কি গরুর মাংসের কিমা বানাইতে পারেন? আপনি কি ফ্রেঞ্চ স্টাইলে চুমা খাইতে পারেন? না পাইরা থাকলে তো অধিক কথার সার্থকতা নাই। হুমায়ূন আহমদের ডায়লগ দিয়া দিবেন। তখন তারা হুমায়ূন আহমেদকে গালি দেয়া শুরু করবে আপনাকে রাইখা। কাহিনী শেষ।

আচ্ছা, আমরা শুরু করি, কেমন? প্রথমেই বলে রাখি, আপনাদের যেই যুক্তিগুলা দিবো, ওগুলা বাজে। তবে যেহেতু আপনি ছোটবেলা থেকেই মুখে তুলে না দিলে চাবাইতে অভ্যস্ত না, তাই আমার দ্বারস্থ হতেই হবে। আমি আপনাদের সংক্ষেপে সিভি রাইটিং কোর্সের প্রয়োজনীয়তা জানিইয়ে দিচ্ছি।

১। এটি একটি প্রাচীন ব্যবসা। শুধু বাংলাদেশে না, আমেরিকাতেও এরকম অনেক সিভি রাইটিং এজেন্সি আছে। তারা অতি যত্ন সহকারে আপনার সিভি লিখে দিবে। আমেরিকায় বিশিষ্ট ব্যক্তিগণ সিভি লেখার কাজে নিজের মেধা ব্যবহার না করে অন্যকে সেই সময়টা দিয়ে দেন। সুতরাং আপনাকেও দিতে হবে।

এখন শোনেন, আমেরিকায় মানুষের টাকা আছে প্রচুর। সেই টাকা খসানোর জন্যে নানারকম পন্থা বের করে বিভিন্ন ধান্দার মানুষ। আমেরিকা মানেই যে ছহি, শুদ্ধ দেশ; তা কিন্তু না। আমেরিকাতেও প্রচুর ধান্দাবাজ আছে। সুতরাং, আমেরিকা করলেই যে আপনাকে করতে হবে, তা না। তবে আপনারা করবেন। কেন করবেন? সে প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু বলবো না। শুনলে আপনাদের মন খারাপ হবে।

২। আপনাকে প্রতিটি কাজের জন্যে আলাদা আলাদা সিভি বানাতে হবে। প্রতিটি কাজের জন্যে আলাদা আলাদা কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেন এইচ আর অথবা এ্যাডমিন প্রথমবার দেখাতেই আপনার সিভি আবর্জনার বাক্সে না ফেলে দেয়। তাই আপনারা ডাক্তার থেকে সুইপার থেকে রকেট সায়েন্টিস্ট, বিভিন্ন পদে এ্যাপ্লাই করলে এক সিভি দিয়ে হবে না।

ধরুন একজন আর্টসে পড়া স্টুডেন্ট রকেট সায়েন্টিস্ট পদে এ্যাপলিকেশন করবে। এখন এই ইন্ডাস্ট্রিটা তার কাছে সম্পূর্ণ নতুন। তার কোনো অভিজ্ঞতা নাই, পড়াশুনা নাই, সে কী করবে? জ্বী, ঠিক ধরেছেন। একটা উন্নত মানের সিভি বানাবে। আপনাকে ট্র্যাক চেঞ্জ করতে হলে গুগল থেকে প্রচুর ঘাঁটাঘাঁটি করতে হবে। অন্তত দুই-তিন ঘন্টা তো লাগবেই! এরপর আপনি প্রিপারেশন নিবেন কখন, আর কি-ওয়ার্ড রিসার্চ করে সিভি বানাবেন কখন! প্রফেশনাল ক্যারিয়ার কন্সালটেন্ট আকা সিভি রাইটার ছাড়া কি এই অসাধ্য সাধন করা সম্ভব? জ্বী না, সম্ভব না। সুতরাং, আপনারা একটি চমৎকার ক্যারিয়ার পেতে চাইলে চমৎকার কিছু সিভি বানিয়ে রাখুন। আপনাকে প্রতিটার জন্যে আলাদা আলাদা সিভি বানাতে হবে। এবং এজন্যে কার কাছে আসতে হবে? জ্বী। আমার কাছে। আপনি চাইলে ইন্টারনেট ঘেঁটে এইসব শিখে নিতে পারেন। কিন্তু সবাই এত ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলোর ক্রয়কৃত ব্যান্ডউইথের ওপর প্রবল চাপ পড়বে। তাই এগুলো আমাদের হাতে ছেড়ে দিন।

৩। অনেকেই অভিযোগ করেন যে সিভিতে খুব সুন্দর সুন্দর কথা লেখা, সুন্দর ডিজাইন করা, তা দেখে আকৃষ্ট হয়ে তলব করা হয়, কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিছু পারে না। দেখুন, এর জন্যে আপনি দায়ী, সিভি রাইটিং এজেন্সি না। আপনি তাকে বেসিক কোশ্চেন করবেন না, যেমন শেষের কবিতার লেখক কে, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিলো, এসব না করে আপনি জিজ্ঞাসা করছেন উগান্ডার রাজধানীর নাম কী। এখন ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তর না জানলে তো আমার এজেন্সি দায় নিবে না!

সিভি রাইটিং একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। সিভি লিখে দিয়ে অনেকের বেকারত্ব বিমোচন হচ্ছে। সরকারের কাছে আবেদন, এই খাতে যথাযথ গুরুত্ব দিয়ে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সাহায্য করুন।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

সনেট কবি বলেছেন: বেশ

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: কী বেশ কবি?

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩

তারেক ফাহিম বলেছেন: ভাই আপনার এজেন্সিটা কোথায়??

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: আমার লেখা পড়ে আপনার মনে হলো যে আমি সিভি রাইটিং এজেন্সি চালাই?

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



দরকারি পোস্ট, হাসান ভাই। সহমত আপনার সাথে।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবান মামা চাচা থাকলে সিভির দরকার হয় না।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। কিন্তু সেটা এই লেখার মূল বক্তব্য না।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

বিষন্ন পথিক বলেছেন: মোরালটা বুঝতে পারি নাই :|

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: মোরাল হলো- সিভি রাইটিং ব্যবসা যদি কেউ করতে চায়, তো করতে পারে। এটা কোনো অবৈধ ব্যবসা না। কিন্তু আমাদের উচিত টাকা পয়সা তাদের পেছনে খরচ না করে নিজের স্কিল ডেভেলপে সময় দেয়া। এদেশে মানুষের মূর্খামীকে পুঁজি করে কিছু ধান্দাবাজ আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।

অনেক দিন পর দেখলাম ভাই। আশা করি ভালো আছেন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০

সুব্রত দত্ত বলেছেন: বুঝলাম আপনার বক্তব্য কিন্তু ছবিটার মানে বুঝলাম না।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ছবিটা এমনিই দেয়ার জন্যে দেয়া। মানে নেই। বদলেও দিতে পারি।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

ঝড়ের পাখি বলেছেন: আমার সিভিটা কি আপনাকে পাঠাবো? :D :-B

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: সিভি না, আমাকে এক পাতা সিভিট পাঠাতে পারেন।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সৈয়দ ইসলাম বলেছেন:
মতলব কী?

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

হাসান মাহবুব বলেছেন: কার মতলব কী?

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আখেনাটেন বলেছেন: এখন তো পিএইচডি'র অভিসন্দর্ভও লিখে নেওয়া যায়। :P দুনিয়া অনেক এগিয়ে গেছে। আমরা আরো বেশি আগাইছি। এত পরিশ্রমের কি দরকার।

সিভি তৈরির মতো এত পরিশ্রমের কাজ করতে কার ভালো লাগে যদি রেডিমেড পাওয়া যায় টুপাইস খরচ করে। X(

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ভীষণ পরিশ্রমের কাজই তো!

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সাক্কাজম লিখে দেন নিচে। :-B

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: দুইজনের কাছ থেকে সিভি লিখে দেয়ার প্রস্তাব পাইছি এ পর্যন্ত। কী বিপদ!

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

অন্তরন্তর বলেছেন: হাহ হাহা হাসান ভাই। জগতজুড়ে এক শ্রেণীর মানুষ সাধারন মানুষদের পকেট থেকে টাকা নেওয়ার ধান্ধায় আছে এবং এটা চলবেই বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে। আর আমরা সাধারন বোকা পাবলিক এদের টাকা বানিয়ে দিচ্ছি। বয়স হয়ে গেছে এখন আর ছিভি টিভি দরকার নাই হাসান ভাই। বাচ্চাদের আদর দিবেন। শুভ কামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্তর ভাই। আপনার ছেলেটার জন্যে ভালোবাসা। শীঘ্রই দেশে আসুন।

১২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: ভাই আমার সিভিটা যদি একটু...... B-)

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: X((

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাকে কিন্তু ভবিষ্যতে সাহায্য করতে হবে আপনার। ;)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: তাই?

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

শাফ্‌ক্বাত বলেছেন: সিভির সিঁড়ি পার করে একবার ইন্টারভিউ দিতে বসে গেলে কিন্তু আর রাখঢাকের উপায় নাই। নিজে যা, তেমন করেই নিজেকে সবজায়গায় উপস্থাপন করা উচিত। সিভি বা ইন্টারভিউ কিংবা ব্যক্তিগত জীবনেও যারা নিজেকে আড়াল করে অথবা নিজে যা নয় তা প্রমাণ করার চেষ্টা করে তাদের শেষ রক্ষা কিন্তু হয়না।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: জ্বী ঠিকই বলেছেন। ধন্যবাদ পাঠের জন্যে।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

কালীদাস বলেছেন: রেফারেন্সে গডের কথা উল্লেখ করাটা একটা ভাল আইডিয়া, মাথায় থাকবে। পাইছেন কই এই কভার ফটু?
কয়েকটা কমেন্ট পড়ে কিছুতেই হাসি আটকাতে পারিনি =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

হাসান মাহবুব বলেছেন: এটা আমার নতুন উপন্যাস ছহি রকেট সায়েন্স শিক্ষার একটি ট্রেইলার B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.