নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

“শালবৃক্ষের মত সিনা টান করে সে, মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে”

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫


আপনি পীরেন স্নালের নাম শুনেছেন? আমি শুনি নি আগে। এই পরশুদিন জানলাম। একটি গানের মাধ্যমে। গানের দলের নাম মাদল। ঝাঁকড়া চুলের একটা ছেলে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে গাইছিলো,
“শালবৃক্ষের মত সিনা টান করে সে
মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে”
আহা, কী অসাধারণ উপমা! শালবৃক্ষের মত সিনা! মানুষ হয়ে বাঁচতে চাওয়া এই যুবক আবার পাখির মত উড়তে চেয়েছিলো, বন পাহাড়ে ঘুরে ঘুরে গাইতে চেয়েছিলো, লাল মাটির গন্ধ বুকে পুষতে চেয়েছিলো! এসবই জানতে পাই এই গান থেকে। ক্রমাগত শুনতে শুনতে গান এবং এর গল্প আমার কাছে জীবন্ত হয়ে ওঠে। আমি বুঝতে পারি, পীরেন কোনো বানানো চরিত্র নয়। এর পেছনে একটি সত্যিকারের বেদনাবিধূর গল্প আছে। সার্চ দিলাম গুগলে। ঢুকে গেলাম ইতিহাসের পাতায়। পীরেন স্নাল ছিলেন গারো সম্প্রদায়ের এক প্রতিবাদী যুবক। তাদের বাসস্থান অধিগ্রহণ করে ইকোপার্ক বানানোর পরিকল্পনা করা হয়েছিলো। পীরেন স্নাল তার নাড়ী পোঁতা মাটির অধিকার ছাড়তে চায় নি। ২০০৪ সালের ৩ জানুয়ারি সালে তারা এর প্রতিবাদে মিছিলে নামে। মিছিলে গুলি চালায় বনরক্ষীরা। এতে পীরেন স্নাল নিহত হন। আহত হন আরো শতাধিক। পীরেন স্নাল সম্পর্কে এর থেকে বেশি কিছু জানতে পারি নি আর। শুধু জানি, এখনও তাকে হত্যার বিচার চাওয়া হচ্ছে, চাইছেন তার গারো বন্ধুরা। বাঙালীরা কেন চাইছে না? বাঙালীরা কেন পীরেন স্নালের নাম জানবে না? পীরেন স্নাল আর নূর হোসেনের মধ্যে আমি তফাৎ করতে চাই না। দুইজনেই শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, দুজনেই অধিকার আদায়ের দাবীতে সোচ্চার ছিলেন।
আমি জানি, চাইলেই এসব বিভাজন আলাদা করা যায় না। বাঙালী, গারো, চাকমা, হিন্দু; বিভাজন এসেই যায়। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই সত্য। কিন্তু আমি এভাবে মানুষকে দেখতে চাই না। অন্তত আমার দেশের মানুষকে না। মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় মানুষকে। ভালো, খারাপ। অথবা শাসক, শোসিত। অথবা ধনী-দরিদ্র। মুক্তিযদ্ধের সময় শালবনের বাসিন্দারাও যুদ্ধ করেছিলো, রক্ত দিয়েছিলো। ওহো, তাদেরকে আলাদা করে বলছি কেন! একসাথে যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্বাধীনতা লাভের পর আমরা তাদেরকে ‘ওরা’ করে দিলাম। ক্ষুদ্র নৃ-গোষ্টি তো, চাইলেই করা যায় শোষণ, তাই না? কখনও ভেড়া চড়ানোর নামে, কখনও কৃত্রিম লেক প্রতিষ্ঠার নামে, কখনও তুঁত গাছ রোপনের নামে, কখনও বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ প্রতিষ্ঠার জন্যে কেড়ে নেয়া হলো তাদের বাসস্থান। এতসব করেও ক্ষান্ত হলে না শাসকযন্ত্র? রক্তপান করতে হলো মাটির ছেলের? অবশ্য কাঁটাতারের বেড়া দিয়ে দেয়াল তুলে বিভেদ গড়লে এই পরিণতি তো অবশ্যম্ভাবী!
"১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভণর আজম খান মধুপুর বনে ৪০ বর্গমাইল এলাকা নিয়ে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান প্রতিষ্ঠার প্রকাশ্য ঘোষণা করে এবং এই ঘোষণার প্রেক্ষিতে প্রায় ২১ হাজার একর এলাকায় যেখানে হাজার হাজার মান্দিরা বসবাস করছে সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়”।
আমি জানি না এখনও সেখানে কাঁটাতারের বেড়া আছে কি না। আমি জানি না ২০০৪ পরবর্তী ঘটনাপ্রবাহ। শুধু জানি পীরেন স্নাল আমাদেরই ভাই। তাদেরকে দেয়াল দিয়ে আলাদা করার অধিকার কারো নেই। এই দেশ, এই মাটি, এই আলো-হাওয়াতে সবারই পূর্ণ অধিকার আছে।
আরেকটু ঘাঁটলাম। মধুপুর উদ্যান না কি ঘোরাঘুরির জন্যে চমৎকার জায়গা। এখানে দুটি পিকনিক স্পট আছে, দুটি কটেজও আছে আপনার বিলাসেব্যসনের জন্যে। এই অতি মনোহর পিকনিক স্পট এবং কটেজ আমি চিরদিনের জন্যে বর্জন করলাম। আমি ভোগবাদী মানুষ, একটু কম ভোগ করার ভেতরেই আমার যা বাহাদুরি!
মাদলের প্রতিটি সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আপনারা শুধুমাত্র একটি গান রচনা করেন নি, জন্ম দিয়েছেন মহান বোধের। এই পপকর্ন সংগীতের যুগে আপনাদের মাঝে বিশুদ্ধতা খুঁজে পাই। পীরেন স্নাল, আপনি বেঁচে থাকবেন শালবনের প্রতিটি পাতায়, পাখির ডানায়, মাটির সোঁদা গন্ধে।

“তারা উন্নয়নের নামে দেখ দেয়াল তোলে
তারকাটাতে ভিন্ন করে মা আর ছেলে
এত দিনের জীবনবোধে হানলো কারা
মায়ের ছেলে হোস যদি রে রুখে দাঁড়া
সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে
দামাল ছেলের রক্তে মায়ের বুক ভেসেছে”

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভিডিওটা দেখতে পারছি না! তবে জানতে পারলাম পীরেন স্নালের সম্পর্কে! বেঁচে থাকুক সে সকলের হৃদয়ে!

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: এখন দেখুন তো পারেন কি না।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: “শালবৃক্ষের মত সিনা টান করে সে মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে”
শিরোনামটা ঠিক করা দরকার। ভাষাগত কিছু অমিল আছে।





উন্নয়ন/বিনোদনের নামে কাউকে ভিটেমাটি(অনিচ্ছা সত্ত্বেও) ছাড়া করাটা অন্যায়। হোক সেটা সরকারী ভাবে।।


পীরেন স্নাল আর নূর হোসেনের মধ্যে আমি তফাৎ করতে চাই না।
সহমত।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: গান থেকে লাইন তুলে দিয়েছি, কী ঠিক করবো?

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

মলাসইলমুইনা বলেছেন: হাসান মাহবুব,
এসব কিছু কাজ রাষ্ট্রের হয়তো করতে হবেই সবার মঙ্গলের জন্য। কিন্তু এই জমি অধিঃগ্রহনের সময় ক্ষয়ক্ষতি সবচেয়ে কম হওয়া দরকার । সাধ্যমতো ক্ষতিপূরণগুলো দেওয়াই দরকার যাদের জমি নেওয়া হলো তাদের । এরকম আরো অনেক ঘটনাই আছে কিন্তু আমাদের দেশে -সব দেশেই।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এরকম ঘটনা সারা পৃথিবীতেই অনেক আছে। তবে পীরেন স্নালের ঘটনা আমরা মনে রাখি না, কারণ সে আদিবাসী। এখানেই আক্ষেপ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: মাদল দলের নামটি শুনেছিলাম, কিন্তু তাদের গান শুনেছিলাম কিনা মনে করতে পারছি না। গারো ইতিহাস কিছুটা জানলেও বিশেষ করে পীরেন স্লালে নাম আলাদা করে মনে করতে পারছি না।

যুগে যুগে এক একজন অবতার (বীর) এসে জনপদকে পথ দেখায়, উদ্ধার করে।
এটাই বোধহয় জড়তের অনিবার্যতা।

তারপর, আপনার খবর কি?
লেখালেখি, নতুন বই?

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: এই তো ভালো। নতুন উপন্যাস "ছহি রকেট সায়েন্স শিক্ষা" হয়তো এ মাসেই সে যাবে!

দেখা হবে মেলায় আশা করি।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: 'জগতের' হবে।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ!

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

আখেনাটেন বলেছেন: পীরেনের মতো লোকগুলোকে আমি জন্মের পর থেকে দেখে আসছি। এদের সুখ-দুঃখটাও কিছুটা দেখার অভিজ্ঞতা হয়েছে, হচ্ছে। কীভাবে একটা জনগোষ্ঠী শ্রেণিবৈষম্যের শিকার হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে?

এরা কোথাও অালফ্রেড সোরেন, কোথাও পীরেন, কোথাও ভুঁইমালী হিসেবে বাষ্পীভূত হয়ে উবে যাচ্ছে। অার অামরাও একটু উহ, অাহ, করে নিজেদের কর্মে ফিরছি নির্বিকারভাবে। ভাবটা এমন যেন 'এটা তো স্বাভাবিক ঘটনা'।

আমারও এই প্রান্তিক মানুষদের নিয়ে একটি লেখা ছিল। যদিও আমরা ভদ্রসমাজের লোকজন এগুলো লিখতে ও পড়তে একটু অালিস্যিই দেখাই, হয়ত ভাবি এরা তো আমাদের সমাজভুক্ত নয়। পাছে নিজের জাতটাও যদি চলে যায় (কেউ অাবার আছে লিখলেও সেখানে থাকে শুভঙ্ককের ফাঁকি। বিরাট ধান্ধা। এই গোষ্ঠীকেও দেখছি সামনে থেকে)।

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে এই বিষয়টি নিয়ে লেখার জন্যে। আমি পড়বো।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: এই পৃথিবীতে জন্মেছি। মৃত্যুর দিকে যাচ্ছি। অথচ অনেক কেই চিনি না, জানি না।
আজ আপনার পোষ্টের মাধ্যমে একজনকে চিনলাম। জানলাম।

ভালো থাকুন।

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: আপনিও ভালো থাকুন।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

বাকপ্রবাস বলেছেন: গানটা খুব সুন্দর ছিল। মা মাটির গান

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

শামছুল ইসলাম বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে পীরেন সম্পর্কে জানলাম।

শুভ বুদ্ধি সম্পন্ন যে কোন মানুষ ই এই হত্যার বিচার চাইবে। কিন্তু হবে না।
কারণ আমরা অনেক ভাগে ভাগ হয়ে গেছি-স্বার্থের কারণে।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে। ভালো থাকবেন।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

অচিন্ত্য বলেছেন: এগিয়ে চলা যখন আত্মঘাতী
থাক সেই পথ চল পিছিয়ে থাকি

(ভিডিও কী কারণে যেন দেখতে পারছি না।)

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

হাসান মাহবুব বলেছেন: তাহলে অডিও শোনো। https://soundcloud.com/joel-chakma/piren-snal

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:







হামা ভাই গান টা আমি আরো আগে শুনেছি । শরীর শিহরিত হয়ে যায় এক একটা লাইন ।

আমি গানটা ডাউনলোড করে রেখেছি । পীরন সম্পর্কে গুগল করতে চেয়েছিলাম । সময়ের অভাবে পারিনি ।

অনেক অনেক ধন্যবাদ ।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেসবুকে পড়েছিলাম এটা। গানটার মতো লেখাটাতে টান দেয়। আর আপনার মতো এর আগে আমিও নাম শুনিনি। অনেকেরই শুনিনি। যাদের শোনা উচিৎ ছিল। এইসব নিয়ে অনুচিতের মধ্যে বসবাস আমাদের।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

অন্তরন্তর বলেছেন: হাসান ভাই আসলেই আমি উনার সম্পর্কে জানতাম না। এটা আমার দুর্ভাগ্য। এমন কত শত মানুষের কথা আমরা জানি না যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের তথাকতিত মনোরঞ্জনের জায়গা হচ্ছে। আপনাকে ধন্যবাদ এমন একজনের কথা জানানোর জন্য।
শুভ কামনা।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো থাকবেন অন্তর ভাই।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




মানুষে মানুষে যখন আত্মীয়তার বন্ধন , সংস্কৃতির টান ছিঁড়ে যায় তখন দেশ আর দেশ থাকেনা , একটি ভুখন্ড হয়ে যায় । আমরা
তেমনই একটি ভুখন্ডে বাস করি যেখানে সংখ্যাগরিষ্ঠরাই সে ভুখন্ডের মাটি-জল- আলো-বাতাসকে কুক্ষিগত করে একটা দেয়াল গড়ে তুলে রেখেছে, বিভেদের !

গানের পথ ধরে সুন্দর প্রতিবাদী একটি লেখা !

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জী এস ভাই। ভালো থাকবেন।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

আলোরিকা বলেছেন: :( :( :( । মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে .... ভালবাসা ও শ্রদ্ধা একজন পীরেনের জন্য । মানুষ হয়ে কয় জন বাঁচতে পারে ! চমৎকার পরিবেশনা মাদলের ।অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদ আরও একটি সংগ্রামী ও প্রতিবাদী সত্ত্বার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । ভাল থাকুন ।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: হাসান মাহমুদ না মাহবুব #:-S

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

আলোরিকা বলেছেন: :P দুঃখিত ।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: ঊকে!

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: হামা ভাই আপনার পোস্ট কপি করেছে এক ব্লগার
Click here

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: কপি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.