নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

রকেট সায়েন্স শিখুন, জীবন গড়ুন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩


এখন কথা হচ্ছে, এই "ছহি রকেট সায়েন্স শিক্ষা" আসলে কী? এটি একটি উপন্যাস। স্যাটায়ারধর্মী উপন্যাস। এই উপন্যাস আমি কেন লিখলাম? এর ভাবনা কীভাবে এল মাথায়? আমাদের অফিসে আগে একটা সেশন হত, গ্রোথ হ্যাক মার্কেটিং শেখার সেশন। প্রথমদিকে আমরা একটু শঙ্কিত থাকতাম, কী না কী! কনসেপ্টটা ছিলো নতুন। তখন সোহাগ ভাই আশ্বস্ত করতেন এই বলে "দিজ ইজ নট আ রকেট সায়েন্স!"।
তখন আমি একটি রসিকতা চালু করি। কোন কিছু শিখতে কঠিন লাগলে সেটাকে রকেট সায়েন্সের সাথে তুলনা করা হয়, এবং বলা হয় যে "এটা রকেট সায়েন্স না, তুমি পারবে।" বারবার যে মহামহিম রকেট সায়েন্সের সাথে তুলনা দেয়া হচ্ছে, সেই রকেট সায়েন্সই যদি কষ্ট করে শিখে নেয়া যায়, তাহলে নিশ্চয়ই আর নতুন কিছু শিখতে কষ্ট হবে না!

অফিসের এই পটভুমিতে আমি একটি গল্প লিখে ফেলি "ছহি রকেট সায়েন্স শিক্ষা" নামে শব্দঘর পত্রিকার জন্যে। সেখানে একজন ধুরন্ধর অফিস এক্সিকিউটিভ থাকে, যে আগে রকেট সায়েন্স শিখে নেয়ার এই ফন্দি বের করে।
গল্পটি প্রকাশিত হবার পর আমার মনে হল এটা নিয়ে আরো অনেক কিছু বলার আছে। শুধুমাত্র সেই অফিস এক্সিকিউটিভ কেন, জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি চরিত্রই শর্টকাটে রকেট সায়েন্স শিখে বড় হতে চায়।
উপন্যাসের মূল চরিত্র ৭ বছর বয়স থেকে এই প্রক্রিয়া শিখতে শিখতে পরিণত বয়সে কোথায় যায় সেটাি দেখার বিষয়!
বইটির প্রকাশক- অনুপ্রাণন প্রকাশন প্রচ্ছদ নির্ঝর নৈঃশব্দ্য।

বইমেলায় অনুপ্রাণনের স্টল নাম্বার ৫৬৫। যারা বইমেলায় না গিয়ে সংগ্রহ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করুন।

ফেসবুকে আমি- ফেসবুকে আমি

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: গত পাঁচ দিনে এই বই কেমন সেল হয়েছে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: বেশি হয় নাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

মা.হাসান বলেছেন: আপনার বইটির খুব ভাল রিভিউ পড়েছি। সংগ্রহ করার ইচ্ছে আছে। নানা বাস্তবতার কারনে মাসের শেষ সপ্তাহের আগে মনে হয় সম্ভব হবে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! খুব খুশি হবো সংগ্রহ করলে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯

গরল বলেছেন: অভিনন্দন, পড়ার চেষ্টা করব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

হাসান মাহবুব বলেছেন: প্লিজ পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.