নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ছহি রকেট সায়েন্স শিক্ষা বইটি পড়ে কি রকেট সায়েন্স শেখা যাবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭



সোজা উত্তর-না। রকেট সায়েন্স বাদে আর যা কিছু আছে, সবই শেখা যাবে!

ছহি রকেট সায়েন্স কেন ?

রকেট সায়েন্স শেখাটা হয়তো বা মধ্যযুগের ডাকিনীবিদ্যার চেয়ে গুরুতর গোপন! তাই কেউ শিখে ফেললেও অন্যকে শেখাবে না। অবশ্য পরীক্ষার খাতায় টুকলিফাই করে লিখলে আলাদা ব্যাপার! তবে একবার কষ্ট করে যদি রকেট সায়েন্টিস্টের সার্টিফিকেট পেয়ে যান, তাহলে আপনাকে আর পায় কে! এই সার্টিফিকেট ব্যবহার করে পৃথিবীর সমস্ত দক্ষতা অর্জন করে ফেলবেন।

ছহি রকেট সায়েন্স কীজন্যে ?

কোন কিছু শিখতে কঠিন লাগলে সেটাকে রকেট সায়েন্সের সাথে তুলনা করা হয়, এবং বলা হয় যে “এটা রকেট সায়েন্স না, তুমি পারবে।” বারবার যে মহামহিম রকেট সায়েন্সের সাথে তুলনা দেয়া হচ্ছে, সেই রকেট সায়েন্সই যদি কষ্ট করে শিখে নেয়া যায়, তাহলে নিশ্চয়ই আর নতুন কিছু শিখতে কষ্ট হবে না!

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তাতিন ছোটবেলা থেকেই এই গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। বলা যায় না, তার দেখাদেখি আপনিও শিখে যেতে পারেন!

বইটির প্রকাশক- অনুপ্রাণন প্রকাশন

স্টল -৫৬৫

প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য।

বইমেলায় না গিয়েই কিনতে চাইলে আমাকে ফেসবুকে নক করুন। আমি পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো।
মানুষের দ্বারা যেকোন দুসাধ্য কাজ সাধন করা সম্ভব।প্রয়োজন কেবল একটুখানি আগ্রহ আর ইচ্ছাশক্তি আনয়নের।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: :-/
ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

আরোগ্য বলেছেন: বইটা কিনেছি মাহবুব ভাই। অধ্যায় শুরুর আগে সূচনা বেশ বড় হয়ে গেছে। বইটির মূল বিষয়বস্তু জানালে উপকৃত হতাম। এতে পড়তে বেশ সুবিধা হতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: মূল বিষয়বস্তু হলো শর্টকার্টে বড় হতে চাওয়া মানুষগুলির ফন্দিফিকির। যারা গরুর রচনা একবার শিখে ফেললে বারবার সেই ছাঁচে সবকিছু ফেলে এমন কী রকেট সায়েন্সও শিখে ফেলতে চায়!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: বইটা ভালো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: আপনি নিয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.