নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনন্দন কেন? কারণ আমাকে টপকিয়ে এখন তিনিই সামুর সর্বাধিক কমেন্টকারী। আমার করা কমেন্টের সংখ্যা অনেকদিন আগেই ৭০ হাজার+ হয়েছিলো। আমি নিশ্চিত ছিলাম, এই রেকর্ড কেউ ভাংতে পারবে না। কিন্তু পরে আমি ব্লগে অনিয়মিত হয়ে যাই। এই ব্লগে অনেকেই আসে, অনেকেই যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্লগচন্দ্রিমা থাকে। আমার ক্ষেত্রে সেটি প্রায় ১০ বছরের মত ছিলো। এখনও আছি, তবে আগের মত আর কোনকিছুই থাকবে না। ব্লগ এখন টানছেন, মুখরিত করে রাখছেন চাঁদগাজী এবং আরো অনেকেই। তবে নিবেদনের দিক থেকে চাঁদ্গাজীকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। তার প্রতি অনেক সময় বিরক্ত হয়েছি, কমেন্টের রিপ্লাই দেই নি, রূঢ় হয়েছি, কিন্তু সামুকে ভালোবাসি বলে সামুর প্রতি যারা নিবেদন দেখান, তাদের প্রতি আমার সম্মান সবসময় থাকে।
এগিয়ে যান চাঁদ্গাজী, বেশি করে ম্যাওম্যাও প্যাঁওপ্যাঁও করুন। আপনার ব্লগচন্দ্রিমা দীর্ঘায়িত হোক! ১ লাখ কমেন্ট অবশ্যই করা চাই কিন্তু!
০৫ ই জুন, ২০২০ রাত ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
২| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
আপনার কমেন্ট সংখ্যায় গণনা করে লাভ নেই, আপনার কমেন্টের গুণ আছে সব সময়। আমার কমেন্ট আমার নিজের ক্ষতি করেছে; আগামীতে, আমার পোষ্টে কমেন্ট পাবার জন্য ব্লগারদের ফোন করতে হবে; এখন নতুনরা (যাঁরা আমাকে চেনেন না) তারাই আমার পোষ্টে কমেন্ট করছেন; এঁরা যখন একটু পুরাতন হবেন; আমার পোষ্টগুলো কাঁদতে থাকবে!
আপনি সময় করে পোষ্ট পড়ুন, ব্লগিং কেমন যেন তেমন আগাচ্ছে না।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: সংখ্যা অবশ্যই একটা ব্যাপার। সামু ব্লগে ব্লগিং করলে আপনাকে অগ্রাহ্য করা অসম্ভব।
৩| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৪৯
কল্পদ্রুম বলেছেন: সম্মান জানিয়েই বলছি।তিনি হলেন ব্লগ জগতের ডন রিকলস।তাঁর দীর্ঘায়ু কামনা করছি যাতে এক লাখের কোটা পূরণ করতে পারেন।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: এক লাখের জন্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছি। (জন রিকলস কে?)
৪| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: শুধুমাত্র রসালো রম্যসুলভ শিরোনামটার জন্য আপাততঃ প্লাস দিয়ে গেলাম। পরে আবার এসে বাকি কিছু কথা বলবো ইন শা আল্লাহ!
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: অবশ্যই বলবেন। অপেক্ষায় রইলাম।
৫| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমার কমেন্ট অসংখ্য পরিমাণ ব্লগারকে রাগান্বিত করেছে, এঁরা বিবিধ সময়ে নালিশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছে; আজকের এই পোষ্টের সুযোগ নিয়ে, এসব ব্লগারদের স্যরি বলছি।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: এটা নিয়ে আলাদাভাবে পোস্ট দিলে ভালো হয়।
৬| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসান ভাই দিলেনতো লিলিপুটিয়ান মগজের
গাজীসাবকে মাথায় তুলে। এখনতো তিনি
অন্ধকারে ডিগবাজী খাচ্ছেন। একেতো
নাচুনি বুড়ি তার পারে ঢোলের বাড়ি।
অ.ট.গাজীসাবের দীর্ঘায়ু কামনা করছি।
সবার ম্যাওপ্যাও মন্তব্যের মাঝে তিনি
রুদ্র্র নিনাদ। মরিচে আর পুরুষে একটু
ঝাল না থাকলে মানায় না।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২১
হাসান মাহবুব বলেছেন: ঢোলের বাড়ি আমি দিলাম, হাতুড়ির বাড়ি না হয় আপনিই দিয়েন!
৭| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:০৩
শের শায়রী বলেছেন: অভিনন্দন মুরুব্বী রেকর্ডের জন্য।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২১
হাসান মাহবুব বলেছেন: মুরুব্বীর দম আছে ভালো।
৮| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:১৫
মা.হাসান বলেছেন: এই বছরই উনি লাখ ছাড়াইয়া যাইবেন এই কামনা করিতেছি।
জাতির দুর্ভাগ্য, ওনাকে চিনিতে পারিলো না। ডোনাল্ড ট্রাম্পের টুইটে এক বিলিয়নের বিলিয়নের কাছাকাছি লাইক পড়িয়াছে, কয়েকশত মিলিয়ন বার উহা রিটুইট হইয়াছে। জনাব চাঁদগাজী সামুকে ভালোবাসিয়া সামু ব্লগে না লিখিয়া ইংরেজিতে লিখিলে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াইয়া যাইতেন এই বিষয়ে আমার কোন সন্দেহ নাই।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২১
হাসান মাহবুব বলেছেন: এই তো, এরকম সুস্থ কটাক্ষ চাই ব্লগে!
৯| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: যোগ্যরা সব সময়ই এগিয়ে থাকে। অভিনন্দন।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন চাঁদ্গাজী!
১০| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Congratulations from the core of my heart!
আন্তরিক অভিনন্দন!
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: আপনিও ব্লগের পুরোনো এবং বিশ্বস্ত একজন। আপনার কাছেও ব্লগ ঋণী।
১১| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:৪৪
মিরোরডডল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমার কমেন্ট অসংখ্য পরিমাণ ব্লগারকে রাগান্বিত করেছে, এঁরা বিবিধ সময়ে নালিশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছে; আজকের এই পোষ্টের সুযোগ নিয়ে, এসব ব্লগারদের স্যরি বলছি।
স্যরি বলতে পারাটা অনেক বিশাল একটা গুন যেটা ওনার আছে ।
আরও অনেক কারনেই হি ইজ ইউনিক ।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৩
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তাকে অগ্রাহ্য করা যায় না।
১২| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: যেই কমেন্ট চাঁদগাজী ভাইয়ার কাল হয়ে যায় মাঝে মাঝেই সেই কমেন্টের জন্যই অভিনন্দন! হা হা অভিনন্দন আর ভালোবাসা ভাইয়ামনিকে!!!
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৩
হাসান মাহবুব বলেছেন: সে কিন্তু আবেগাপ্লুত হয়ে গেছেও শায়মান্টি
১৩| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চাঁদ গাজী আধুনিকতম ব্লগার।তার কমেন্টের মধ্যে বিশেষএকটা বক্তব্য থাকে।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: তার কমেন্ট অবশ্যই বিশেষ।
১৪| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:১২
মীর আবুল আল হাসিব বলেছেন: একদিন ক্যাডেট কলেজ ব্লগে চাঁদগাজীকে কটাক্ষ করে একজন পোস্ট দেয় কিন্তু ওই ব্লগের ব্লগাররাই সেই পোস্টদাতাকে ধুয়ে দেয়। সেদিন বুঝেছিলাম উনি কি জিনিস!
চাাঁদগাজী সাহেবের বেশিরভাগ কমেন্ট + পোস্টই দরকারী। ফালতু প্যাচাল উনি খুব কমই করেন।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: একটা জিনিস বটে!
১৫| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৯
নগর মানব বলেছেন: আমার আজ শুরু । দেখি কয় লাখ কমেন্টে থামতে পারি । অভিনন্দন চাঁদগাজি । অভিনন্দন হাসান মাহাবুব রেস থেকে ছিটকে পরার জন্য ।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৪
হাসান মাহবুব বলেছেন: আবার শুরু করবো নাকি?
১৬| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
বিশাল সংখ্যক কমেন্টের পাশাপাশি ব্লগের অসংখ্য এক বা দুইটি কমেন্ট প্রাপ্ত ব্লগারের পোষ্টে দেখা যায় চদগাজীর কমেন্ট।
এটা নতুন এবং কমেন্ট বিহীন পোষ্ট দারীদের জন্য যে কি পরিমান অনুপ্রেরনার বিষয় তা এক কথায় বলে শেষ করা যাবেনা ।
এজন্যও উনি অভিনন্দন প্রাপ্য ।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।
১৭| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:৫৮
রুদ্র নাহিদ বলেছেন: ৭০ হাজার কমেন্ট চাট্টিখানি কথা নয়। অভিনন্দন।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: ১ লাখ চাই।
১৮| ০৫ ই জুন, ২০২০ রাত ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ঢোলের বাড়ি আমি দিলাম, হাতুড়ির বাড়ি না হয় আপনিই দিয়েন!
আমি তাকে সবসময় ড্রামের বাড়ির উ্প্রে রাথি !!
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: বাইড়াইতে থাকেন। থামা যাবে না।
১৯| ০৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে অসাধারণ একটি মাইলফলক অর্জনের জন্য চাঁদগাজী সাহেব সত্যিই সবার অভিনন্দন প্রাপ্য। উনি ব্লগের প্রায় সবার লেখায় নিয়মিত মন্তব্য করে যান, তার মধ্যে অনেকগুলোই মাঝে মাঝে বেশ কটাক্ষপূর্ণ হয়ে থাকে। তবে তিনি নিজেই সেটা বুঝতে পেরে আজ স্যরি বলেছেন, এটা ভাল লেগেছে।
ওনার মন্তব্যে যেমন ধার থাকে, তেমন ভারও থাকে। বিশেষ করে ওনার কিছু তীক্ষ্ণ হিউমার, যেগুলো লেখককে অবমাননা না করে বলা হয়, সেগুলো বেশ উপভোগ্য হয়ে থাকে। তবে লেখককে বা কোন মন্তব্যকারীকে আহত করে, এমন কথা বলে উনি প্রায়শঃ বিপদে পড়ে থাকেন, আবার ওনার ব্লগের প্রতি অন্তঃপ্রাণ অবদানের কারণে সেগুলো উৎরেও উঠতে পারেন।
আমার মনে হয়, এক লক্ষ এর মাইলফলক স্পর্শ করতে ওনার আর বেশীদিন লাগবে না, যদি ঘন ঘন ওনার কমেন্ট ব্যান না করা হয়।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: কমেন্ট ব্যান খাওয়াটাও একটা বীরত্বের ব্যাপার বটে!
২০| ০৬ ই জুন, ২০২০ রাত ১২:০৭
কল্পদ্রুম বলেছেন: লেখক বলেছেন: এক লাখের জন্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছি। (জন রিকলস কে?)
Don_rickles
একটা সময় ধরা হতো উনি কাউকে রোস্ট করেছেন মানে সে ব্যক্তি কিছুটা হলেও জাতে উঠতে পেরেছে।ফ্রাঙ্ক সিনাত্রা থেকে ক্লিন্ট ইস্টউড পর্যন্ত কাউকে তিনি ছাড়েন নাই।এমন কি প্রেসিডেন্ট রিগানকেও।বেশ মজার মানুষ।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা। তার ভিডিও দেখবো।
২১| ০৬ ই জুন, ২০২০ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন বগ্লারকে
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২২| ০৬ ই জুন, ২০২০ রাত ১:২৯
মানতাশা বলেছেন: @চাঁদগাজী কে অভিনন্দন, জাত ব্লগার।ছেঁচা খেয়েও ঠিকে আছেন।কতজন চাঁদগাজীর সাথে ক্যাঁচাল করে ব্যর্থ হয়ে উদাও হয়েছে সে হিসাব নাই। মাঝেমাঝে তিনি এক লাইন বেশি বুঝেন । এটাই সমস্যা।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: প্রচুর সমস্যা তার।
২৩| ০৬ ই জুন, ২০২০ রাত ২:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: চাঁদগাজী ভাইকে ভালো লাগে। উনি সামুর অন্যতম লিজেন্ড। আমার জানামতে উনার আরও কয়েকটি আইডি ছিলো। সব মিলিয়ে দেখলে এক লাখ অনেক আগেই পার হওয়ার কথা.
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: আরেব্বাহ!
২৪| ০৬ ই জুন, ২০২০ রাত ৩:১৫
সুপারডুপার বলেছেন:
পাঠক১৯৭১ নিক থেকে উনি ৩,৬৭৫টি ও চাঁদগাজী নিক থেকে ৭২,৭২২টি (এখন পর্যন্ত ) মন্তব্য করেছেন। অর্থাৎ দুটি নিক থেকে ৭৬,৩৯৭ টি মন্তব্য করেছেন।
*কুনোব্যাঙ* বলেছেন: চাঁদগাজী ভাইকে ভালো লাগে। উনি সামুর অন্যতম লিজেন্ড। আমার জানামতে উনার আরও কয়েকটি আইডি ছিলো। সব মিলিয়ে দেখলে এক লাখ অনেক আগেই পার হওয়ার কথা।
অভিনন্দন চাঁদগাজী সাহেব !!!
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: আরো নিশ্চয়ই আছে।
২৫| ০৬ ই জুন, ২০২০ ভোর ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন চাঁদগাজী। আপনাকে ধন্যবাদ বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়ার জন্য।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৬| ০৬ ই জুন, ২০২০ ভোর ৬:১২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খায়রুল আহসান ভাইয়ের পোস্টের পর আর বলার কিছু থাকে না।
অভিনন্দন চাঁদগাজী তার তীক্ষ্ণ হিউমার, (যেগুলো লেখককে অবমাননা না করে বলা হয়) ও ওজনদার পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে সত্তুর সহস্র মাইলফলক স্পর্শ করার জন্য ।
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:২০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যে।
২৭| ০৬ ই জুন, ২০২০ সকাল ৭:১০
কাছের-মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেবকে অভিনন্দন। এটা বিশাল একটি মাইলফলক।
তার মন্তব্য উপভোগ্য তবে মাঝে মাঝে নিজের মন্তব্যের যোগ্যতায় তিনি সেনাবাহিনীর "জেনারেল" পদ অলঙ্কৃত করেন। এটা সবাই পারে না!
০৬ ই জুন, ২০২০ সকাল ৯:২০
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, জেনারেল হওয়া বিশাল ব্যাপার।
২৮| ০৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
চাঁদগাজী লোক হিসেবে দারুন। তার সাথে প্রায় সময় অনেকেরই লেগে যায়। আমারও। আমাকে 'মাথায় ঘিলু কম', 'গুহাবাসী'সহ আরও কত কি বলে যে ক্ষেপাতে চেষ্টা করেন! আমিও তাকে খোঁচা দিতে ছাড়ি না।
কিন্তু মজার বিষয় হচ্ছে, এত কিছু করেও তার সাথে আবার ঠিকই মিলে যাই। তিনিও এসব কিছুকে হয়তো তার ভাষায় নিছক 'ম্যাওপ্যাও' হিসেবেই নিয়ে থাকেন!
ব্লগে খুব ভালো তেমন কোনো কাজ করেছি বলে মনে পড়ে না। তবে একটি বিষয় মনে পড়লে ভালো লাগে, ইদানিংকালে গত দু'তিন বছরে তাকে যতবার জেনারেল করা হয়েছে, আমি জানার সাথে সাথে তাকে তার সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দেয়ার জন্য এডমিনের প্রতি রিকোয়েস্ট করেছি। বিরুদ্ধ মত বলে তার পাশে থাকবো না - এমনটা কখনো ভাবিনি। এটা সত্যি ....
তিনি দীর্ঘজীবি হোন। সামুকে মাতিয়ে রাখার জন্য তার মত খোঁচাযুক্ত লেখার প্রয়োজন রয়েছে।
ব্লগে আপনাকে আরও বেশি পেতে চাই।
০৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: আপনার সহাবস্থানের নীতি চমৎকার, অনুসরণ করার মত।
চেষ্টা করবো ব্লগিংয়ে নিয়মিত হবার।
২৯| ০৬ ই জুন, ২০২০ সকাল ১০:৫৫
ডার্ক ম্যান বলেছেন: ৬৪ মাসে ৭২০০০+++ কমেন্ট । তিনি টেস্ট খেলায় পারদর্শী ।
০৬ ই জুন, ২০২০ সকাল ১১:৫৭
হাসান মাহবুব বলেছেন: টিটুয়েন্টি স্টাইলে টেস্ট।
৩০| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১২:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ মাত্রেরই দোষ গুন থাকবে। এটাই স্বাভাবিক। চাঁদগাজী সাহেবের সাথে প্রথম দিকে আমার বনিবনা হতো না। কারণটা বলছি না। পরে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। উনার সবচেয়ে বড় গুন হলো উনি ব্লগে প্রকাশিত প্রায় সব লেখাই পড়েন এবং অধিকাংশ লেখাতেই কমেন্ট করেন।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা হেনা ভাই।
৩১| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:২১
রাকু হাসান বলেছেন:
হাসান ভাই, -ধন্যবাদ পোস্টের জন্য ,আপনি না জানালে বিষয়টা জানতাম না । আমি এটাও জানতাম না আপনি এত কমেন্ট করছেন । চাঁদগাজী স্যারকে অভিনন্দন জানাচ্ছি কোনো সন্দহ নেই একজন ভালো ব্লগার । উনার চিন্তা চেতনা দিয়ে পাঠকদের খুব ভালো প্রভাবিত করতে পারেন। তবে চলার পথে একটু ঝামেলা হতেই পারে । সে সব ভুলে আমাদের এক সাথেই চলতে হবে । অনন্ত ব্লগ যারা ভালোবাসেন তারা নিশ্চয় এটাই করেন । চাঁদগাজী স্যারকে দেখিছি ,কিছু ব্লগার মাঝে মাঝে কড়া ভাষায় গালাগাল করছে ,তিনিও মাঝে মাঝে মেজাজ হারান। কিন্তু তিনি মন্তব্য থেকে বিরত থাকেন নি । কেউ তার পোস্টে মন্তব্য না করলেও ,বা নিষেধ করলে তিনি মন্তব্য করে যাচ্ছেন । একটু সময় পর ,তা স্বাভাবিক ব্লগিংয়ের মন্তব্যে পরিণত হয় । তিনি ভুলে যান অনেক ক্ষেত্রেই, কিন্তু লক্ষ্য করছি সহব্লগাররা তা ভুলে নি । মাঝে মাঝে এমন হয় তিনি মন্তব্যের উত্তর দিচ্ছেন ,যদিও এটা খুব কম হয় ,এমনকি তারও মন্তব্যের উত্তর দিচ্ছেন তবু করে যাচ্ছেন । এগুলো করতে অবশ্যই ব্লগীয় শক্তি লাগে ,সেটা তাঁর আছে। এই ধরেন কিছু আগে উনার পোস্টে আমি একটি ছোট মন্তব্যের ঘরে প্রশ্ন রেখেছিলাম ,তিনি উত্তর দেন নি । এতে আমি মন খারাপ করিনি ,নিশ্চয় মন্তব্য ভালো করতে পারেনি বলে ,তিনি উত্তর দেন নি । মহামানবরাও ভুলের উর্ধ্বে নয় । হাসান ভাই আপনার পোস্টের মাধ্যমে বলার সুযোগ পেয়ে বললাম কিছু কথা। ভালো থাকবেন আপনি।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৩
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা। ভালো থাকবেন।
৩২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক দিন পর ব্লগের সমকালীন বিষয়ে পোস্ট নিয়ে!
অভিনন্দন তার প্রাপ্য। শুধু মন্তব্যের সংখ্যার জন্য নয়, নিজের কাছে সৎ থাকার জন্যও। সেটি সবার পছন্দনীয় হতে হবে এমন তো কথা নেই।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: আরে মইনুল ভাই যে! আজকে দেখি সবাই আসছে।
৩৩| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: এক কথায়-
সামু ব্লগের প্রান চাঁদগাজী।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: আপনি তো আসল এক নাম্বার! আমি ভুল করে চাঁদ্গাজীকে এক নাম্বার বলে ফেলেছি। আপনার কমেন্ট তো ৭৪০০০+! অভিনন্দন আপনাকে।
৩৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন: ব্লগার চাঁদগাজী ছাড়াও আরও একজন ব্লগার আছেন যে প্রতিদিন প্রচুর মন্তব্য করেন । রাজীব নুরের কমেন্ট সংখ্যা ৭৪৭৩৩টি । আগে আপনি ছিলেন আর এখন এই দুইজন বোধকরি সামুর সর্বকালের বেশি সংখ্যাক মন্তব্যকারী। মন্তব্যের সংখ্যার বিচার করে এদের দুইজনকে ক্রস করা কোন ভাবেই সম্ভব না !
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৭
হাসান মাহবুব বলেছেন: আহা, তাকে তো ভুলেই গেছিলাম! এখন পোস্ট এডিট করতে হবে। ধন্যবাদ ধরায় দেয়ার জন্যে।
৩৫| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:০০
নতুন বলেছেন: আমার কমেনটের সংখ্যা দেখতে গেলাম।
১৪ বছরে মন্তব্য করেছি: ১৯২৪৮টি ... তার মানে ৭০ বছরে ১ লক্ষ কমেন্টে কইরা ফেলবো
উনার কিছু কমেন্ট খুবই সরাসরি এবং ভালো। কিছু আছে মাথা গরম হয়ে গেলে করে ফেলেন মনে হয়।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: আপনার কমেন্ট কম হলেও কমেন্টের ওজন আছে।
৩৬| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রায় ব্লগারের সাথে উনার আড্ডা জমে, মুরব্বির প্রতি সকলেই শ্রাদ্ধা নিয়ে কথা বলেন ব্যাতিক্রম আছেন বটে, তবে প্রায় ব্লগারই নিজের ব্লগের মন্তব্যের ঘরে মুরব্বিরে চান। আমাদের মত কিছু অল্পজ্ঞানীরা উনারে একটু-আধটু এড়িয়ে চলি। একরোখা নীতিতে উনি খুবই সোচ্চার হওয়ার পরও আমরা উনাকে সম্মান করি। উনি উনার চোখের সমস্যা নিয়েও দিনকে রাত করে দেন ব্লগের আঙিনায়। উনার প্রতি রইলো নির্মল ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৩৭| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: একলক্ষ কমেন্ট নিঃসন্দেহে ব্লগিং জগতের দুঃস্বপ্নের ন্যায়। কিন্তু উনি সেই মাইলফলক অতিক্রম করেছেন। অভিনন্দন মান্যবর ব্লগারকে। ওনার আগামী দিনগুলো আরও সুখকর হোক।
আপনাকে ধন্যবাদ বিষয়টি সামনে আনার জন্য।
শুভেচ্ছা নিয়েন।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা।
৩৮| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:২৪
হাসান রাজু বলেছেন: আমার পছন্দের ব্লগার। যার সাথে শুধু দ্বিমত পোষণ করতে ভালো লাগে।
উনার সবচেয়ে বড় গুন। যা অন্তত আমাকে মুগ্ধ করেছে সেটা হল, উনি সব মন্তব্যের উত্তর দেন।
চাঁদগাজী সাহেব আপনি জানবেন আপনাকে অনেক ভালবাসি। আপনার ওই লাল ট্রাকটারটা সহ।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: আপনি দেখি মজার মানুষ!
৩৯| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি সুস্থ থাকলে পারবেন আশা করি।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: এই বছরেই হয়ে যেতে পারে।
৪০| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: হামাকে পার করে যাওয়া নিশ্চিত বিশাল একটা মাইলস্টোন বটে! আপনার পঞ্চাশ হাজার পার করার পড়ে একটা পোস্ট দিয়েছিলেন না? পুরাতন স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
চাঁদগাজীকে অভিনন্দন।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, দিয়েছিলাম ঐ নিক থেকে। আপনি গল্প নিয়ে ফিরুন আবার।
৪১| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:১৯
মা.হাসান বলেছেন: @ *কুনোব্যাঙ* , @ সুপারডুপার--- 'পাঠক১৯৭১' নিকের আগে উনি 'ফারমার' নিক থেকেও ব্লগিং করেছিলেন, তবে সে সময়ে ব্লগের অ্যাডমিন এত মানবিক এবং রসবোধ সম্পন্ন ছিলোনা বিধায় ঐ নিক থেকে ওনার গঠন মূলক কমেন্টের সংখ্যা চারশত হবার আগেই ওনাকে ঐ নিকটি হারাতে হয়।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৪০
হাসান মাহবুব বলেছেন:
৪২| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:২৪
ঢাবিয়ান বলেছেন: এক লাখ আজেবাজে কমেন্টকারী এই ব্লগারকে অভিনন্দন জানাতে পারছি না বলে দুঃখিত। কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির মূল্য
অনেক বেশি।
০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: আপনার এই ঋজু মনোভাব ভালো লাগলো।
৪৩| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চুয়াত্তর হাজার মন্তব্য করা চাট্টিখানি কথা নয় ।
ভাবতেই তো অবাক লাগে।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:১৬
হাসান মাহবুব বলেছেন:
৪৪| ০৭ ই জুন, ২০২০ রাত ২:৫০
কালো যাদুকর বলেছেন: চাঁদগাজী সাহেবকে অভিনন্দন।
অনেকদিন ধরে ব্লগে অনেকে আছেন, কিন্তু চাঁদগাজী প্রচুর ভাল লিখা লিখেছেন এবং অন্যদের আশাহত বা উৎসাহিত করেছেন। পরেরটি হয়ত বেশী হবে। দিনশেষে, এটাই বড় পাওয়া।
আপনি বিষয়টি নিয়ে না লিখলে এটা জানতে পারতাম না। এজন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
০৮ ই জুন, ২০২০ দুপুর ২:২০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।
৪৫| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:০০
সোহানী বলেছেন: অভিনন্দন গাজী ভাই।
০৮ ই জুন, ২০২০ দুপুর ২:২০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা সোহানী।
৪৬| ১০ ই জুন, ২০২০ সকাল ৯:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অভিনন্দন চাঁদগাজী ভাইকে, আবার আপনাকেও.......
১০ ই জুন, ২০২০ সকাল ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: এবং আপনাকেও।
৪৭| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিনন্দন মুরুব্বি।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন:
৪৮| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৩৯
শেরজা তপন বলেছেন: ব্লগার চাঁদগাজী'কে অভিনন্দন কিন্তু আপনি হারিয়ে গেলেন কেন? আপনাদের মত ব্লগার ছাড়া ব্লগটা কেমন নিরস লাগে!
৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৩১
হাসান মাহবুব বলেছেন: আমি ফিরে আসবো আবার। কিন্তু আপনাকে কতদিন পর দেখলাম বলেন তো!
৪৯| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন দুইজনকেই
৩০ শে জুন, ২০২০ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ছবি।
৫০| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৩০
সাহাদাত উদরাজী বলেছেন: ব্লগ জমে উঠাতে আপনাদের দুইজনের অবদান মনে থাকবে।
কমেন্ট করাও একটা শিল্প, যেমন আমি ভাল কমেন্ট করতে পারি না।
শুধু রাগিয়ে দিতে পারি, যা কারো কাম্য হয় না।
ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: কই আমার তো রাগ ওঠে না আপনার কমেন্ট দেখে!
ভালো থাকবেন।
৫১| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সামুর এখনকার রকস্টারদের সাথে আপনার এক পোস্টেই বেশ সাক্ষাৎ মিলে গেল প্রিয় হামা ভাই!
মন্তব্য করতে পারার এই চমৎকার দিকটাও ঊঠে আসলো, কমেন্টগুলোও হয়েছে উপভোগ্য।
সর্বোচ্চ দশ মন্তব্যকারী ব্লগারের তালিকা আমরা এডমিন বরাবর চাইতে পারি কিনা?( লাগে তথ্য অধিকার আইন!)
এবং সেটা নিয়মিত আপডেটের মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক আবহ সৃষ্টিকরণ ইত্যাসি বিষয়ে আপনার কোনো অভিমত
থাকলে সেটাও শুনতে চাই!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো চিন্তা। তুমি তো অনেকদিন পর এসে ব্লগের প্রতি সেই নিবেদন দেখাইতেছো দেখি! এই উদ্যোগটা তুমিই নাও। জোস হবে।
৫২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: লম্বা ছুটি কাটায়ে অফিসে আসলে শুরুতে একটু পারফরম্যান্স দেখাইতে হয়, বসরে দুইটা চারটা সালাম, কলিগদের বাচ্চাকাচ্চার পড়াশোনা, অবিবাহিতদের সুখ-ইঙ্গিত, পিওনের গ্রামের হাঁস-মুরগির খবর নেয়া রেওয়াজ আছে। অতঃপর দুপুর পার হইলে চেয়ারে মাথা হেলিয়ে যথারীতি তন্দ্রাযাপন- এগুলো তো সবই আপনি জানেন ও বুঝেন! আমি আট বছরে টেনেটুনে ৫০০০ মন্তব্য পার করেছি, আমারে এই মহাদায়িত্ব দিয়েন না ভাই!
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: আমি দায়িত্ব দেবার কে! তবে ব্লগে সবসময় কেউ না কেউ থাকে পাগল। দায়িত্ব নিয়ে নিবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২০ রাত ৮:২৯
সোনালি কাবিন বলেছেন: ভালো এক্টা বিষয় তুলে ধরেছেন।