নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের গান

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৩

আমার বন্ধু থাকে সৈয়দপুরে ধান মাড়াই করে
আমার প্রেমিকা থাকে দিনাজপুরে বড়ই গৃহী মেয়ে!
আমার খালাতো ভাই খুলনা থেকে পাঠালো চুঁইঝাল!
আমার কাকা পাবনায় ভিটেবাড়ি দিচ্ছে যে সামাল।

এই বাংলাদেশে আমার বাড়ি জেলা চৌষট্টি!
আমরা ঈদে করি মোলাকাত, পুজোতে প্রসাদ নিই।

আমি সেদিন গেলাম নিলফামারী, ডোমার, জলঢাকা
তিস্তা নদীর গহীন জলে কত স্বপ্ন আঁকা!
ফেরার পথে বগুড়াতে পাগলা পীরের মাজার
সিলেট কিংবা শাহ আলিতেও ভক্ত আছে যে হাজার!

এই বাংলাদেশের পথে-ঘাটে আমার ভাই বেরাদর
আমরা টং দোকানে চা খাই আর ঘুরি মাঠ-প্রান্তর!

আমার হোস্টেলের সহপাঠী তার বাড়ি বরিশাল
আমরা জামতলার লাল মিষ্টি খেয়ে রসে ভরাই গাল।
এবার গ্রীষ্মকালে কুমিল্লাতে দেখবো ধর্মসাগর
আর শীত এলে দূর পাহাড় দেখতে যাবো পঞ্চগড়!

আমরা বন্ধু-বান্ধব ঘুরে বেড়াই ইকোনমি বাস
চোখ জুড়িয়ে দেয় সবুজ ধানক্ষেত আর সোনালি আঁশ!

আমার বান্ধবীর অনলাইন বিজনেস, টাঙ্গাইলের তাঁত
তার খালামনি ফেনি থেকে শেখায় লাইনঘাট।
ব্যবসা বাড়ছে মেয়েরা জাগছে, কলসিন্দুরে একদল-
দুরন্ত মেয়ে জিতলো ট্রফি, খেলাটা ফুটবল!

আমাদের মেয়েরা জাত লড়াকু বোরখা বা সিঁদুর
জিতবে তারা পাহাড়-পর্বত, উত্তাল সমুদ্দুর!

আমরা আজকে গেলাম স্মৃতিসৌধ, রোদ ঝলমল সাভার
ফান্ড যোগাড় করে দুর্গাপুরে শীতের উপহার
ভাসানি নভোথিয়াটারে নাচলাম কনসার্ট বিজয়ের
কাল যাবো সেগুন বাগিচা জাদুঘর মুক্তিযুদ্ধের।

এই বিজয়ের মাসে বাংলাদেশ লাল সবুজে রঙিন
পঞ্চাশ বছরের সোনালি সূর্যে কষ্ট হোক বিলীন!

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৪

জগতারন বলেছেন:
সুন্দর !

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জগতারণ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৪

ইসিয়াক বলেছেন:

খুব ভালো লাগলো।
বিজয়ের শুভেচ্ছা রইলো হামা ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।

বিজয়ের শুভেচ্ছা।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: সুন্দর একটা বাংলাদেশের গান।

গেয়ে ফেললেই হলো এইবার।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: আমিও খুব চাই এইটা গান হোক। আপনি গাইবেন?

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

শায়মা বলেছেন: সূর করে দেবে কে? :(

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: আপনি এত কিছু পারেন আর সুর করতে পারেন না!

আমি হালকা একটা সুর করেছি বটে, তবে ওটা দিয়ে চলবে না।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার। অনেকদিন পর ব্লগে ফিরে এলেন। কবিতা দিয়েছেন কি? গিয়ে দেখে আসছি।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। শায়মা ঠিকই বলেছেন: "সুন্দর একটা বাংলাদেশের গান। গেয়ে ফেললেই হলো এইবার"

নবম লাইনটি প্রসঙ্গেঃ নীলফামারী, ডোমার, জলঢাকা ইত্যাদি এলাকা থেকে রংপুরে ফেরার প্রবেশপথে "পাগলাপীরের মাজার" অবস্থিত।

১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই মতামত এবং সংশোধনীর জন্যে।

ভালো থাকবেন।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



বিজয়ের গান‌ গীতিকাব্যটি পাঠে মনে হলো যেন মুক্ত হৃদয়ের
বাংলা মুল্লুক ভ্রমন । দেশের উত্তর প্রান্ত হতে দক্ষীন, পুর্ব হতে পশ্চিম পর্যন্ত
যাত্রাপথের সুন্দর কিছু বর্ণনা, পাকৃতিক শোভা, জনপদের সমৃদ্ধি , তিস্তা নদী ,
পঞ্চগরের উত্তরের গিরি, পভৃতি বিভিন্ন ন্থানের আকর্ষনীয় ও মোহনীয়
কথামালা কবিতাটির মধ্যে দেখতে পাওয়া যায় ।
বিজয় অনুভবে অনুপ্রানীত ভ্রমনের মাধ্যমে দেশ, মাটি ও মানুষের
বিষয়ে যে সমস্ত উপমার অবতারনা করা হয়েছে তা সত্যিই ভাবলো
মনকে বিজয় অনুভুতিতে ভাবিয়ে তুলে ।

বিজয়ের এ মাসে মনে হয় কবির মত আমরাও বেরিয়ে পরি চিরায়িত
বাংলার আনাচে কানাচের অপরুপ সৌন্দর্য দর্শন ও রূপরস
আবাহনের জন্য । আজকে শক্তিশালী ভারতকে হারিয়ে দেশের
অনুর্ধ -১৯ মহিলা ফুটবল্ দলের চ্যম্পিয়নশীপ অর্জনের দৃশ্য দেখে
কলসিন্দুরের সেই গর্বিত মেয়েদের কথাটাও মনে পড়ে ।
সেই পাড়াগায়ের কলসিন্দুরের মেয়েরাইতো ফুটবলে
মেয়েদের বিজয়ের পথ দেখিয়েছে । দেশের এইক্ষনে
কলসিন্ধুরের কথামালা উঠে আসায় ভাল লেগেছে ।

বিজয়ের এই মাসে বিজয়ী শুভেচ্ছা রইল

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সহৃদয় মন্তব্যের জন্যে। বিজয়ের শুভেচ্ছা।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৩

রোবোট বলেছেন: ফেইসবুক স্টাইলে একটা লাইক দিয়া গেলাম। লাইক দিতেতো টেকাটুকা লাগেনা।

২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

হাসান মাহবুব বলেছেন: কিন্তু টেকাটুকা তো দরকার! মাসের শেষ। কিছু টেকা বিকাশ করেন রোবোটাঙ্কেল।

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

অন্তরন্তর বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হামা ভাই। আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাদের হেফাজত করুন।

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অন্তর ভাই। ভালো থাকুন পরিবারসহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.