নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কাতিউশার গান

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮


আপেল ও নাশপতি গাছে ফুল ফুটেছে
নদীর দু কূল কুয়াশায় প্লাবিত হয়েছে
কাতিউশা চলে গেলো নদী তীরে
দু-চোখ মেলে তাকালো সুদূরে

কাতিউশার কন্ঠে সুর এলো
গান গাইলো প্রেইরির ধূসর ঈগল নিয়ে
গান গাইলো যুদ্ধে হারিয়ে যাওয়া প্রেমিককে নিয়ে
গান গাইলো লাজরঙে রাঙানো প্রেমপত্রের উদ্দেশে
কাতিউশার গানের সুর
তিনটি ছোট্ট পাখি পৌঁছে দিলো
ঠান্ডা পর্বতচুড়ায়, রোদের দিন ফিরে এলো

গাইতে দাও অপাপ কিশোরী কাতিউশাকে!
কাতিউশার সুর পৌঁছে যাক সীমান্তের কাঁটাতারে
পৌঁছে যাক যুদ্ধোন্মাদ নেতাদের কাছে।

একে-৪৭ বা রকেট লঞ্চার নয়
কাতিউশার সুর বাঁচিয়ে তুলবে ওর দেশকে
কাতিউশার সুর বাঁচিয়ে তুলবে বৃক্ষরাজিকে
আপেল ও নাশপতি গাছে ফুল ফুটবে
নদীর পাড়ে বইবে মখমল কুয়াশা
কাতিউশা আসবে নদীর তীরে
কাতিউশা গাইবে গান মোহন সুরে।

(এটি বিখ্যাত রাশিয়ান গান কাতিউশা এর ভাবানুবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনগণকে উদ্দীপ্ত করতে এই গানটি গাওয়া হতো। তখন রাশিয়া ছিলো আক্রমণের লক্ষ্য, আর এখন তারাই আক্রমণ করেছে ইউক্রেনকে। বিশ্ব রাজনীতিতে পরম ভালো বা পরম মন্দ বলে কিছু নেই। তাই আমি রাশিয়া বা ইউক্রেন কারো পক্ষে না। আমি শুধু চাই প্রাণহানি এবং ধ্বংস যতদূর সম্ভব কম হোক। মূল গানটির লিরিকে বেশ খানিকটা বদল এনে আমি শান্তির বার্তাটা আরো জোরালো করেছি। শান্তি নেমে আসুক পৃথিবীতে। যুদ্ধের দামামা বন্ধ হোক)।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুবাদ খুব সুন্দর হয়েছে ভাইয়া

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ছবি। ভালো থাকবেন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: সকল যুদ্ধ থেমে যাক, মানুষে মানুষে মানুষ হয়ে উঠুক সকল । ক্ষমতা পৃথিবীর দেশগুলোর বড় অক্ষমতা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা কবি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: শান্তি নেমে আসুক পৃথিবীতে। যুদ্ধের দামামা বন্ধ হোক)।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা মনিরা।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম লাগলো। ভাষা সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

ফয়সাল রকি বলেছেন: শান্তিই কাম্য।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।
ধন্যবাদ পাঠের জন্যে।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবি।

৭| ০১ লা মার্চ, ২০২২ রাত ১১:০৬

মিরোরডডল বলেছেন:




শান্তি নেমে আসুক পৃথিবীতে। যুদ্ধের দামামা বন্ধ হোক

সহমত ।

স্বয়ং রাশিয়াতেও কিছু মানুষ এই একই প্রার্থনা করছে ।
যুদ্ধ মানেই ধ্বংস, প্রাণহানি । নো ম্যাটার হোয়াট, এটা কখনই কাম্য না ।


০১ লা মার্চ, ২০২২ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা আপনার জন্যে। ভালো থাকবেন।

৮| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো। ধন্যবাদ ভাই।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.