নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা যারা অপু তানভীরের নেয়া মডারেটর কাল্পনিক ভালোবাসার সাক্ষাৎকারটি পড়েছেন, তারা কি শোনেন নি সামুর বিদায়ের ঘন্টা? সেখানে কিছু কথা খুব স্পষ্টভাবেই বলা হয়েছে। সাক্ষাৎকারটি থেকে আমরা যা জানতে পারি,
১। সামহয়্যারইনব্লগ চলছে কেবল এবং কেবলমাত্র জানা আপার ইচ্ছা এবং ব্যক্তিগত অর্থায়নে।
২। জানা আপার কাছে অর্থায়নের প্রস্তাব আসে নি এমন না। তবে তিনি সেগুলি গ্রহণ করছেন না।
৩। কেন? কারণ হলো স্টেকহোল্ডাররা ব্লগের নীতিমালা নিজের মতো করে সাজাতে চান।
৪। কেন? কারণ হলো স্টেকহোল্ডাররা সাইটটাকে অন্যভাবে সাজাতে চান। নিউজ সাইট বা এইরকমভাবে। জানা আপা জানেন, তাহলে আর সামু আর সামু থাকবে না। তাই তিনি এটাও প্রত্যাখ্যান করেছেন।
৫। ব্লগারদের কাছে পেইড সাবস্ক্রিপশন অথবা অন্য একটা প্রস্তাব অনুযায়ী একটা কর্নারে ব্লগারদের নিজেদের পণ্য বা সার্ভিস বিক্রি বা ভাড়া দেয়ার ব্যবস্থা রাখতে হলে সাইটকে নতুনভাবে ঢেলে সাজাতে প্রচুর খরচ হবে এবং নতুন লোকবল লাগবে। এবং তারপরেও যদি সেই পরিকল্পনা সফল না হয়, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী অর্থ না আসে তো সামুর পতন তরান্বিতই হবে।
জাদিদ ঐ সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছে যে কোনো একদিন চূড়ান্ত পোস্ট এসে যেতে পারে যে সামু আর থাকছে না। সেটা কবে তা বলে নি, বা আসবেই তাও বলে নি। তবে সব মিলিয়ে বোঝা যায় আসাটা খুবই সম্ভব, এবং এটাই স্বাভাবিক। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি অ্যাড দিতে চায় না সামুতে। আর সরকারও এই সাইটকে এখনও ভালো চোখে দেখে না। বিনিয়োগ না আসার এটা একটা কারণ। বিভিন্ন বেটিং সাইট থেকে অফার আসে, কিন্তু জানা আপা ওসব অ্যাড সাইটে রাখবেন না।
জানা আপা এখন ক্যান্সারে আক্রান্ত। তার এই চিকিৎসা ব্যয়বহুল। তারপরেও তিনি আমাদের কোনো হতাশার কথা শোনান নি এখনও। কিন্তু বাস্তবতা তো আমরা জেনেই গেলাম!
সুতরাং এখন আমাদের করণীয় কী?
করণীয় হলো, বাস্তবতাকে মেনে নেয়া। শেষ দিনগুলি উপভোগ করার চেষ্টা করা। পুরোনো যেসব বন্ধুবান্ধব আছেন, তাদেরকে আবার ব্লগে ফিরতে বলতে পারেন। সামুর অভিজ্ঞতা তো আর অন্য কিছুতে পাওয়া যাবে না
সবাইকে গ্লুমি স্যাটারডের বিপ্লবী লাল সালাম!
০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫২
হাসান মাহবুব বলেছেন: কী আর প্রশ্ন করবেন! করেন এখানেই।
২| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তার আর দরকার হচ্ছে না । অনেক কিছুই আপনার পোস্টে জেনে গেলাম।
ইন্টারভিউ পড়ার পর কিছু সন্দেহ জমা হচ্ছিলো। সেগুলো আপনার পোস্টে পেলাম।
০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে।
৩| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০
আরইউ বলেছেন:
হাসান,
সবকিছুর-ই একটা এক্সপিরেশেন ডেট থাকে। আপনার পোস্টের শেষের দিকে যেমনটা বলেছেন, এটাই বাস্তবতা, এটা মেনে নিতেই হবে! জানা এবং আরিল্ডকে যতদূর দেখেছি, তাতে ভরসার কথা হচ্ছে এবসুল্যিউটলি নেসেসারি না হলে ওনারা অক্সিজেনের লাইনটা বন্ধ করবেননা। জানা সুস্থ্য হয়ে উঠুন, ব্লগে সবার আনাগোনা বাড়ুক, ব্লগ বেঁচে থাক!
আপনার জন্য শুভকামনা।
৪| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৭
মিরোরডডল বলেছেন:
হাসানের সাথে যদি আর কথা না হয়, তাই বলা দরকার মেলোডি তোমার নাম বইটা পড়তে শুরু করেছিলাম কিন্তু সাময়িক ব্যস্ততার জন্য শেষ করতে পারিনি। বাকিটুকুও হয়তো পড়ে ফেলবো সুন।
যতটা পড়েছি খুব ভালো লেগেছে হাসান।
very well writing.
৫| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: আমি আশাবাদী মানুষ। আমার স্বপ্নেও কখনও মনে হয় না সামু বন্ধ হবে। তবে এমন অনেককিছুই দুঃস্বপ্নেও মানুষ মনে না আনলেও তাই হয়।
৬| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৩
জটিল ভাই বলেছেন:
সামু যদি বন্ধ হয়ে যায় তবে ব্লগারদের বা জানা আপার অনুভূতি কি হবে তারচেয়ে বেশি ভাবনা হচ্ছে মডু প্রতি যে, তখন মডু কোথায় তাহার তথাকথিত সঠিক সিদ্ধান্ত আরোপ করবে! কোথায় বহাল রাখবে মডুগিরি! পাশাপশি যে বেকার সারাদিন ব্লগে পরে থেকে কথিথ গেনের বাম্পার ফলন ঘটায় তার অবস্থা কি হবে তখন এই গেনের বোঝা নিয়ে???
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫০
হাসান মাহবুব বলেছেন: আপনার মডুকে নিয়ে এত ভাবনা করতে হবে না। তার করার মতো কাজের অভাব হবে না। এরকম পোস্টেও এসে খোঁচা দিয়ে যাওয়া মানে বুঝায় ব্লগ আসলে আপনার কাছে কী। আর আপনি ব্লগের কাছে কী এবং কেন।
৭| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এমন কথা শুনলেই বুকের গভীরে মোচড় দিয়ে ওঠে। সামু ছিলো আমার কাছে সমরেশ মজুমদার এর "কালবেলা" উপন্যাসে অনিমেষের জলপাইগুড়ির বাড়িটির মতো। কলকাতার ব্যস্ত জীবনে মেতে থাকা অনিমেষের অবচেতরন মন যেমন জানতো সুদূরের সেই জলপাইগুড়িতে আছে বাবা, ছোটমা, পিসিমা... তেমনি করে বাস্তবের জীবনে ব্যস্ত থেকেও জানতাম ভিন্ন আমার আরেকটা জগত আছে, সামু ব্লগ। যেখানে আছে না দেখা, কিন্তু অনেক জানা, কতগুলো ব্লগীয় মানুষেরা। সেই জগতটা হারিয়ে যাবে ভাবতেই কষ্ট হয়। যে কোন মূল্যে এটাকে বাঁচানো উচিত, কিভাবে জানি না। কিন্তু খুব করে চাই, বেঁচে থাকুক আমাদের প্রিয় দ্বিতীয় ভুবনটি।
৮| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
ঢাবিয়ান বলেছেন: এই ব্লগ বন্ধ হবার কথা ভাবতেই পারি না। তবে যদি বন্ধ হয়েই যায় , সেক্ষেত্রে সামুর ফেসবুক গ্রুপ নিয়ে কিছু কাজ করার দরকার রয়েছে বলে মনে করি। প্রথমেই দরকার ফেসবুক গ্রুপটাকে পাবলিক করে দেয়া। এডমিন ও নীতিমালা সেখানেও থাকবে। যার ইচ্ছা সে ঐ গ্রুপে ঢুকে লিখবে। ফেসবুকে ট্রাফিক বেশি। প্রচুর মেম্বার পাওয়া যাবে সেখানে । ভাল পোস্ট ভাইরাল হবার সুযোগও রয়েছে।
৯| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
লেখার খাতা বলেছেন: ব্লগ বেঁচে থাকবে আমাদের শায়মা আপা আপনি সোনাগাজী এর মতো মানুষের অন্তরের অন্ত:স্থল থেকে ভালোবাসায়।
১০| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
ধূম্র ধূম্রাট বলেছেন: হাহাহাহা লেহার খাতা দেকতিছি এখন শায়মা নাম জপতিছে হাহাহাহাহাহাহা । কিছুদিন আগেও আপা গ্যাং বইলে শায়মাকেই টার্গেট কৈরতো আর আজ উইল্টে গেল ! হায়রে গোফরান এত নির্লজ্জ কিরাম কৈরে হতি পারেন ভাই ?
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনার মাল্টিবাজি এখানে না প্লিজ। মাল্টিনিক খুলেছেন বিশেষ উদ্দেশে। এই মন্তব্যগুলি সেইসব পোস্টে গিয়েই করবেন। অযথা আমার পোস্টে এসব করতে আসবেন না। খুব বিরক্ত হই।
১১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৫
কামাল১৮ বলেছেন: সব কিছুই একদিন শেষ হয়ে যায়।আবার নতুন করে কিছু হয়।
১২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: এরকম যদি ঘটে বা ঘটতে যাচ্ছে তাহলে ফেসবুকে পেজ খুলে বেশ কিছু ব্লগার ডোনার এগিয়ে আসতে হচ্ছে স্বেচ্ছায় । আড্ডা ছাড়া বাচব না ---------------------------প্লিজ ।
১৩| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: আমি সামু ট্রেনের প্রায় মাঝপথের যাত্রী। ট্রেনে যখন চেপে বসলাম, তখন ভেবেছিলাম, এ ট্রেনে আমি সুদূর প্রান্তিক স্টেশনের যাত্রী হয়েই বসে থাকবো। চিরকালের ব্যাকবেঞ্চার আমি ভেবেছিলাম, আমিই হয়তো হবো এ ট্রেন থেকে নামার শেষ যাত্রী। তখন ভাবতেও পারিনি, প্রান্তিক স্টেশনে চলে আসার সংকেত হিসেবে লোকোমাস্টার সত্যি সত্যি একদিন ঘন ঘন হুইসেল বাজাতে থাকবে। আমি পুরনো দিনের মানুষ, ট্রেনের কথা ভাবলে আমার মনে এখনো শৈশবের সেই কু-ঝিক ঝিক ট্রেনের কালো কয়লার এঞ্জিনের কুউউউউ শব্দটিই ধ্বনিত প্রতিধ্বনিত হয়, ডিজেল এঞ্জিনের ভেঁপু নয়। আজ সেই কু-ডাকটি শুনতে পেয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল।
প্রায় নয় বছরের পরিশ্রমের ফসল আমার সাতশ' সাতটি পোস্ট যদি এক ডাকে মুছে যায়ই, মনে হয় পোস্টগুলোর জন্য ততটা বিষণ্ণ হবো না, যতটা হবো একটি চলন্ত ট্রেনের শেষবারের মত থেমে যাওয়ার কারণে। জীবনের আরও অনেক সঞ্চয় এভাবে হঠাৎ করেই চলে যাবার পর যেভাবে বলেছিলাম, এবারেও না হয় সেভাবেই বলবোঃ যাক, যা গেছে তা যাক!
১৪| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৫
ঢাকার লোক বলেছেন: যদি কোনো সঙ্গত কারণে জানাপার অর্থায়ন সংকুচিত হয়েই আসে, এ ব্লগ বন্ধ যাতে না হয় তার পথ কিছু আছে কিনা দেখা যেতে পারে। এ ব্লগ চালু রাখার পিছনে কি ধরণের শ্রম এবং অর্থের প্রয়োজন হয় তার তেমন ধারণা আমাদের মত সাধারণ, যারা শুধু লিখি বা পড়ি, তাদের নেই বললেই চলে। কথায় বলে দশের লাঠি একের বোঝা! সবার স্বতঃপ্রণোদিত শর্তহীন সহায়তা দিয়ে কি একে বাঁচানো সম্ভব? এ পথ কি বিবেচনা করার সুযোগ আছে? কাভা ভাই কি দয়া করে বলবেন? ধন্যবাদ।
১৫| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:০০
আরইউ বলেছেন:
জটিল ভাই বলেছেন:
সামু যদি বন্ধ হয়ে যায় তবে ব্লগারদের বা জানা আপার অনুভূতি কি হবে তারচেয়ে বেশি ভাবনা হচ্ছে মডু প্রতি যে, তখন মডু কোথায় তাহার তথাকথিত সঠিক সিদ্ধান্ত আরোপ করবে! কোথায় বহাল রাখবে মডুগিরি!
জটিল, নিন্মমানের রম্যচেষ্টা হয়েছে। আর আপনিই বলুন রাখালের কি চরানোর মত গরুর অভাব হয়? আপনার কি কখনো রাখালের অভাব হয়েছে?
১৬| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৯
ডার্ক ম্যান বলেছেন: যে কোন কিছু সৃষ্টি হয় কোন উদ্দেশ্যকে সামনে রেখে । উদ্দেশ্য সাধিত হয়ে গেলে সে সৃষ্টি শেষের পথে এগিয়ে যায় ।
১৭| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শাহ আজিজ বলেছেন: এরকম যদি ঘটে বা ঘটতে যাচ্ছে তাহলে ফেসবুকে পেজ খুলে বেশ কিছু ব্লগার ডোনার এগিয়ে আসতে হচ্ছে স্বেচ্ছায় ।
=============
ভাইয়া, ডোনার নেওয়া ব্লগের জন্যে সম্মানজনক কিছু হবে কি? আমরা মনে হয় না।
তার চাইতে, ব্লগে আমরা যারা ব্যবসায়ী, আর্টিস্ট বা চাকুরীজিবি আছি, তাঁরা যদি একটু এড দেওয়ার ব্যবস্থা করতেন, খুব ভালো হয়। এটা সামু'র জন্যে সম্মানজনক আয়।
১৮| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় হাসান ভাই, আপনি যে ব্লগটিকে কত ভালোবাসেন, সেটা আপনাকে যারা কাছ থেকে দেখেছে তারা খুব ভালো করে জানে।
একটা সময় হয়ত সত্যি এই ব্লগটি আর অপারেশনের দিক থেকে অ্যাক্টিভ থাকবে না কিন্তু সেই দিনটি কবে বা কখন আমি সুনির্দিষ্টভাবে বলতে পারব না। আমি চাই এমন দিন কখনই না আসুক। তবে এটা নিশ্চিত বলা যায় যে, যদি কখনও তেমন দিন আসে, আমাদের কারো কোন লেখা হারিয়ে যাবে না। শুধু আর্কাইভ হিসাবেই টিকে থাকবে। আমরা সবাই হয়ত খুঁজে খুঁজে আমাদের পুরানো দিনের লেখাগুলো পড়ব আর স্মৃতিকাতর হবো।
তবে এখনই আমাদের এত মন খারাপের কিছু নেই। প্রস্তুতি নেন, সব ঠিক থাকলে এবার আমরা একটা ধামাকা উদযাপন করব ডিসেম্বরে।
০৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:২২
হাসান মাহবুব বলেছেন: হয়্তো...
উল্লেখ করেছি সেটা। ব্লগারদের একটু রিয়েলিটি চেক দেয়া, আর এই সুবাদের পুরাতনদেরও একটু আনাগোনা হলো। ধামাক উদযাপনটাতে এবার ভার্চুয়াল অংশও থাকুক। পুরাতনরা একদিনের জন্যেও যেন ব্লগে লগ ইন করে, একটা মন্তব্য বা পোস্ট করে সেরকম আবহ তৈরি করতে পারলে খুব ভালো হয়। কী বলো?
১৯| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগের কিছু হয়ে যাবে শুনলেই পেটে একটা মোচর দিয়ে উঠে!
এটা হয়তো এখানকার সবকয়জন ব্লগারকে ভালো বাসি বলেই মনে হয়। এমন দিন না আসুক এই কামনাই করি।
২০| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, খুব মজা হয় ভালো হয়। এমন কিছু করার চেষ্টা করব অবশ্যই।
২১| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১২
বৃতি বলেছেন: ব্লগে নিয়মিত নই, তবু খবরটা জেনে খুব মন খারাপ হলো। এই প্ল্যাটফর্মে একটা ঢুঁ মেরে আসা যায় যখন তখন, কেউ না কেউ অ্যাক্টিভ আছেন, আজকের তাজা খবর, গল্প, কবিতা বা যে কোন আলাপের ভেতর অনায়াসে কিছুটা সময় কাটানো যায়। মুখোমুখি দেখা না হলেও ব্লগারদের অনেকেই কাছের মানুষ। বন্ধ হয়ে গেলে সত্যি মিস করব সামুকে
২২| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩১
ডট কম ০০৯ বলেছেন: সামু হারিয়ে না যাক সেই কামনা করি। সামু না থাকলে অনেক ভাল মানুষের দেখা হয়তো এই জীবনে পেতাম না। সামু দীর্ঘজিবী হোক।
২৩| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাইলেই টিকিয়ে রাখা যায়, বিভিন্ন উপায় বের করে। যদি ব্লগ থেমে যায় তবে ব্লগিং এর স্মৃতি সারা জীবন সঙ্গী হয়ে থাকবে।
২৪| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৩
রানার ব্লগ বলেছেন: আমি বিশ্বাস করি সামু বন্ধ হবে না।
২৫| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনেই তো মন খারাপ হয়ে যায়। যদিও কোনো কিছুই স্থায়ীভাবে এখানে এই দুনিয়ায় টিকে থাকে না। প্রিয় মানুষগুলাও থাকে না আপন হয়ে। একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।
তবে কেন জানি মনে হয় এত তাড়াতাড়ি সামু হেরে যাবে না ইংশাআল্লাহ।
সামু টিকে থাক অনন্তকাল
২৬| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩১
দি এমপেরর বলেছেন: বন্ধ হয়ে যাওয়ার কথা এখনই আসছে কেন! বন্ধ হওয়া নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে নেই। আমি আশাবাদী মানুষ। শূন্য থেকে অঙ্কুরিত হওয়ার ওপর বিশ্বাস রাখি।
২৭| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৭
আরাফআহনাফ বলেছেন: খায়রুল আহসান বলেছেন: যাক, যা গেছে তা যাক! এতোটা সহজে না ভাবি - কিছু একটা করা যায় - যেমন- ফেবুর বিষয়টা ভাবা যায়।
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগের কিছু হয়ে যাবে শুনলেই পেটে একটা মোচর দিয়ে উঠে! - আসলেই তাই - এটাই আমার অনুভূতি।
শায়মা বলেছেন: আমি আশাবাদী মানুষ। - হুম, জানা আপা সুস্থ থাকলে এতোটা হয়তো ভাবতে হতো না - আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন আর আমরাও হাঁফ ছেড়ে উঠবো।
মন্তব্যকারী সবার মন্তব্যে মোটামুটি সামুকে নিয়ে দু:শ্চিন্তা আশার আলোয় দেখায়।
ভালো থাকুক জানা আপা, ভালো থাকুক সামু - হ্যাপি ব্লগিং।
সামুর ফেসবুকে কিভাবে এড হতে পারি - কেউ জানলে দয়া করে জানাবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাভা কে এমন কিছু প্রশ্ন করবো বলে ভেবেছিলাম অপু তানভীরের ইন্টারভিউ পড়ে।