নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

মাথা খারাপ করতে চাইলে এই গল্পটা পড়বেন না

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০



শ্যামলী থাকে কাকলিতে। তার বান্ধবী কাকলি থাকে পল্লবীতে। তাদের আরেক বান্ধবী পল্লবী থাকে শ্যামলীতে। একদিন শ্যামলী কাকলিকে ফোন করে বলল, "পল্লবী আসবে আজকে।" কাকলি জিজ্ঞাসা করল, "শ্যামলীর পল্লবী?।" শ্যামলী তখন কাকলি থেকে পল্লবীতে যাচ্ছিল। সে উত্তর দিলো, "পল্লবী তো পল্লবীতে থাকে না, আমি এখন যাচ্ছি পল্লবীতে।"
কাকলি কনফিউজড হয়ে গেল! সে বলল "তুমি পল্লবী, না তুমি পল্লবী থেকে বলছো? আমি এখন শ্যামলীতে"। শ্যামলী বলল, “না কাকলি, তুমি তো শ্যামলী না, আমি শ্যামলী”।

এদিকে পল্লবী, যে শ্যামলীতে থাকে, সে এক কাজে কাকলি গিয়েছিল। সেখানে সে জ্যামে আটকা তখনও। সে শ্যামলীকে ফোন করে বলল, "কাকলি কি কাকলিতে নেই?" শ্যামলী জবাব দিলো, "না, কাকলি তো পল্লবী থেকে শ্যামলী গিয়েছিল, আর আমি পল্লবীতে যাচ্ছি।"
পল্লবী তখন সিদ্ধান্ত নিলো কাকলিকে খুঁজতে শ্যামলীতে যাবে। ঐসময় কাকলি পল্লবীকে ফোন করে বলল, "পল্লবী, তুমি কি, শ্যামলীতে?”। পল্লবী ঠিকমতো শুনতে পায় নি। সে উত্তর দিলো, “না আমি তো শ্যামলীর সাথে না। শ্যামলী এখন পল্লবীতে।” কাকলি উত্তর দিলো, “তুমি তো কাকলিতে থাকা শ্যামলীর কথা বলছো, তাই না?”

পল্লবী কনফিউজড হয়ে ফোন রেখে শ্যামলীর উদ্দেশ্যে যেতে থাকে। কিন্তু পল্লবী শ্যামলীতে পৌঁছে দেখে, কাকলি তখন শ্যামলী থেকে চলে গেছে। ওদিকে তখন শ্যামলী তার আগেই পল্লবী থেকে কাকলির দিকে রওনা দিয়েছে।

শ্যামলী পল্লবী থেকে বের হয়ে কাকলিকে ফোন করে বলল, “কাকলি, আমি তো এখানে কাউকে দেখছি না। আমি তাহলে আমার বাসা কাকলিতে চলে যাই”। কাকলি তখন শ্যামলীকে বলল, “শ্যামলী, আমি তো শ্যামলীতে, পল্লবীকে পল্লবীতে আসতে বলো”। কিন্তু পল্লবী যখন পল্লবীর দিকে রওনা দিয়েছে, তখন শ্যামলী কাকলি থেকে শ্যামলীতে চলে গেছে। আর কাকলি শ্যামলী থেকে কাকলিতে।
তো শ্যামলী শ্যামলীতে গিয়ে, কাকলি কাকলিতে গিয়ে আর পল্লবী পল্লবীতে গিয়ে সিদ্ধান্ত নিলো যার যেটা নাম, সে সেই এলাকাতেই থাকবে এবং তারা আর একে অপরের সাথে যোগাযোগ করবে না। এভাবেই তাদের বন্ধুত্বের করুণ পরিসমাপ্তি ঘটল।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন:





লেখকের মাথা ঠিক আছে তো? :)

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: আক্ষরিক অর্থেই মাথা ঘুরছিল। লাস্টে কী লিখেছি আমি নিজেও শিওর না ঠিক আছে কি না!

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫১

মিরোরডডল বলেছেন:





পল্লবী নামের কাউকে চিনি না, কিন্তু এখন থেকে শ্যামলী আর কাকলিকে দেখলেই আমার এই লেখাটা মনে পড়বে নিশ্চিত!

হাসানকেও মনে পড়বে :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭

হাসান মাহবুব বলেছেন: শ্যামলী এবং কাকলি কোথায় থাকে? কাকলি আর শ্যামলীতে না তো!

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:


পড়ার সময়, ৩ জনের অবস্হান ও মোভমেন্ট 'এর ড্রইং ( কোথা থেকে কোথায় যাচ্ছে ও পৌঁছলো ) করলে, মস্তিকের জন্য একটা ভালো এক্সারসাইজ হবে।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: আপনি বানিয়ে ফেলেন একটা। ব্যায়াম হবে মস্তিষ্কের।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

দর্পণের প্রতিবিম্ব বলেছেন: এজন্যেই হয়তো ঢাকা বসবাসের জন্য একেবারেই উপযুক্ত নয় :> মেইজের মত মাথা ঘুরানো লেখনি!

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে। ভালো থাকবেন।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

মেহবুবা বলেছেন: শ্যামলী কি শ্যামলী বাসে করে শ্যামলী গিয়েছে?
এমন সব বিষয় মাথায় আসে কোথা থেকে?
বনানী থেকে বনানী যাবে বলছিল, ওকে দেখেননি ?

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: সে তো পূরবী সিনেমা হলে নেমে পূরবীর সাথে ঝালমুড়ি খাচ্ছে।

৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

আমি সাজিদ বলেছেন: মাথা খারাপের মাস্টারমাইন্ড।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: B-)

৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: সব লী লী নিয়ে লী বিউটি পার্লারে পাঠিয়ে দিলেই তো হত সব কয়টাকে। :)

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: সেটা কোথায়? মহাখা লি?

৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫

বিষাদ সময় বলেছেন: কিন্তু পল্লবীর ইংরেজী বানান PALABI কেন?

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: AIকে কমান্ড দিছিলাম। সে লিখতে পারে নাই।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৫

ধুলো মেঘ বলেছেন: ব্রেট লি, শেন লি - বোলার
এ্যাং লি - চলচ্চিত্র পরিচালক
ব্রুস লি - মার্শাল আর্টিস্ট
স্ট্যান লি - লেখক

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথা ঘোরে দেহি

থাক এরা নিজ নিজ অবস্থানে

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: সেটাই ভালো।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ননসেন্স রাইম।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০১

হাসান মাহবুব বলেছেন: কীভাবে এটা ননসেন্স রাইম? ব্যাখ্যা করুন।

১২| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

রোবোট বলেছেন: জানো নাকি গুলশান আর বনানী কৈ থাকে?

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: 'জানা' নাই :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.