নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

তোমার ইরেজার

০৯ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮


তুমি ভালোবাসো পৃথিবীর সবকিছু
ঋজু পর্বতচূড়া, সমুদ্রের সফেন ঢেউ
তুমি ভালবাসো সোনাইলের বন থেকে ভেসে আসা হাওয়া
আদরে কোলে তুলে নাও পথ হারিয়ে ফেলা বাদামী কুকুরছানাটিকে
পক্ষাঘাতগ্রস্থ রোগীটা তোমাকে দেখলে জীবন ফিরে পায়
শুধু আমার বেলায় তুমি খুলে বসো যুক্তি-তক্কের টালি খাতা
তোমার কাছে সুন্দর-অসুন্দরের ভেদাভেদ নেই
খিস্তিবাজ রাউডি ছেলেটা তোমার কাছে এসে হয়ে যায় লক্ষীমন্ত
তোমার বারান্দার বাগানে এসে প্রজাপতিরা মেলে দেয় ডানা
তুমি তাদের সাথে মেতে ওঠো খেলায়
তোমার দিকে তাকিয়ে হাসে ফুলেরা
তুমি তাদের শরীরে বুনে দাও প্রাণরস
শুধু আমার দিকে চাইলেই তোমার মনে হয় জমে থাকা হাজারো কাজের কথা
নরম পলিমাটি আর দূর্বাঘাস মাড়িয়ে হেঁটে যাও তুমি
উবু হয়ে তুলে নাও প্রিয় পাতা আর ফুল
পাখিদের তৃষ্ণাকাতর চোখ তোমায় দয়ার্দ্র করে
নষ্ট হয়ে যাওয়া কলকব্জাকেও তুমি ভালোবেসে রেখে দাও স্মৃতির দেরাজে
শুধু আমার অবয়ব মুছে দেয়ার সময়
তোমার হাতে স্থান নেয় পৃথিবীর সবচেয়ে দামী ইরেজার...


মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর কবিতা

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

আনু মোল্লাহ বলেছেন: নষ্ট হয়ে যাওয়া কলকব্জাকেও তুমি ভালোবেসে রেখে দাও স্মৃতির দেরাজে
শুধু আমার অবয়ব মুছে দেয়ার সময়
তোমার হাতে স্থান নেয় পৃথিবীর সবচেয়ে দামী ইরেজার

চমৎকার প্রিয় হামা ভাই।

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা...

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নয়ন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.