![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর, ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী 'ডেভিড বেন গুরিয়ন' 'মোসাদ' প্রতিষ্ঠা করেন। 'দ্য সেন্ট্রাল ইন্সিটিটিউট ফর করডিনেসন'
নামে মোসাদের কর্যক্রম শুরু হয়
এর সদর দপ্তর ইসরাইলের রাজধানী 'তেল আবিব'এ অবস্থিত।
সংস্থাটির বর্তমান পরিচালক 'তামির পারদো '
ইসরাইলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা,
শত্রুভাবাপন্ন দেশগুলি যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ
করতে না পারে, তা নিশ্চিত করা এবং দেশে-বিদেশে
ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা,
যেসব দেশে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে
না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব
পালন করে ‘মোসাদ'।
ইসরায়েলি সামরিক ও অসামরিক গোয়েন্দা বিভাগের বাছাই করা
কর্মকর্তাদের দিয়ে এটি পরিচালিত হয়।
-চলবে
©somewhere in net ltd.