![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি পরীক্ষা শেষ হতে বিকাল প্রায় ৫টা বেজে গেল। কলেজ থেকে বেরিয়ে বন্ধুরা মিলে বেশ কিছুক্ষন হই-হুল্লোড় করলাম কেননা আজ সবার পরীক্ষাই ভালো হয়েছে। দেখতে দেখতে পুরো ক্যাম্পাস খালি হয়ে গেল অতি দ্রুত। তখন সময় প্রায় ৫:৩০। আমার সবচেয়ে কাছের বন্ধু 'অপু' আমাকে কোথাও ঘুরে আসার প্রস্তাব করল। তাই হুট করে সির্ধান্ত নিলাম আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যতটুকু সম্ভব ঘুরে দেখব। কেননা ঢাকায় প্রায় দেড় বছর আছি। কিন্তু টি এস সি ছাড়া তেমন কিছু দেখার সৌভাগ্য হয়নি। যেই চিন্তা সেই কাজ। বাসে করে চলে গেলাম নীলখেত। এখান থেকেই যাত্রা শুরু। একে একে সার্জেন্ট জহুরুল হক হল,মহসীন হল, বিজনেস ফ্যাকাল্টি, আর্টস বিল্ডিং, সূর্যসেন হল, লাইব্রেরী, মধুর ক্যান্টিন হয়ে হাকিম চত্বরে গিয়ে পৌছলাম। হাকিম চত্বরে তখন 'কনসার্ট ফর মা' এর অনুষ্টান চলছিল। এমনিতে হাঁটতে হাঁটতে দুজন ক্লান্ত তাই কিছুসময় ওখানে ঝিরিয়ে নিলাম। মধুর ক্যান্টিনে খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দুজনের পকেট ফাঁকা থাকায় সেই ইচ্ছা পূরণ হলো না। তারপর আবার সেই পথচলা। একে একে রোকেয়া হল, শহীদ মিনার, ডি এম সি, বুয়েট, দোয়েলচত্বর কার্জন হল, শহীদউল্লাহ হল হয়ে ফুলবাড়িয়ায় এসে উপস্থিত হলাম। কোনো কিছু ফ্রি হলে তা কে না পেতে চায়। আমরাও ব্যতিক্রম নয়। বেশ কিছুসময় চুটিয়ে শহীদউল্লাহ হলের ফ্রী ওয়াই ফাই ব্যবহার করে ওই স্থান পরিত্যাগ করলাম। অতঃপর ফুলবাড়িয়া থেকে বাসে চাপে ক্লান্ত শরীর নিয়ে বাসায় পৌছলাম।
সময় সল্পতার কারণে পুরো ক্যাম্পাস ঘুরে দেখা সম্ভবপর হয়ে উঠেনি। সময় পেলে অন্য আরেকদিন পুরো ক্যাম্পাস ঠিকই ঘুরে দেখব।
©somewhere in net ltd.