নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি

পার্থ চৌধুরী প্লাবন

যুক্তিতে বিশ্বাসী

পার্থ চৌধুরী প্লাবন › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত প্রেম

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

মনের দিক দিয়ে বিত্ত কিন্তু আর্থিক
দিক দিয়ে যারা মধ্যম তারাই
মধ্যবিত্ত।
মধ্যবিত্ত পরিবারে কিছু মধ্যবিত্ত
প্রেমিক থাকে।উজার করা
ভালোবাসা যদি দেখতে চান তবে
এদের দেখতে পারেন।এই ছেলে গুলার
মধ্যে ছোট ছোট কিছু ব্যাপার আছে যা
সবার ভিতর পাবেননা আপনি।এরা
যেমন হাসাতে জানে তেমনি
আড়ালে কাদতেও জানে।এরা না
ফুটপাতের ওই ২০ টাকার হালিম
কিংবা ১০টাকার বুট পেয়াজু তেই
স্বাদ বিলিয়ে দেয়।এরা না রিক্সায়
না চড়ে বাসের হ্যান্ডেলে ঝুলে
থাকে।এরা না বন্ধুদের নামি দামি
চেইক ইন এ গা ভিড়ায় না।নানান
অযুহাতে পাশ কাটিয়ে চলে।এরা না
দেড় ২ কিলো ফাকা পকেটে হাটতে
পারে।
এই মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত
প্রেমিক গুলা এতো কিছু কেনো করে
জানেন?কারন দিন শেষে ২ টা টাকা
জমাতে।এই ২ টাকা ২ টাকা করে ২
দিনে ৪ টাকা আর মাসের শেষে ৬০
টাকাতে দাড়ায়।যে ৬০ টাকা তে
প্রিয়তমার সাথে মোবাইল খরচ চলে
কিংবা কয়েক মাসের জমানো
টাকায় প্রেমিকাকে নিয়ে ভালো
কোথাও ঘুরতে যাওয়া হয়।এইযে ঘাম
গুলা না?এগুলা বাবার থেকে ঝগরা
করে চাওয়া না।কিংবা চুরি করে
জমানো টাকাতে হয় নি।এই ঘাম গুলো
ওই মাসের শেষের ক্লান্ত দেহের ফসল।
আর্থিক ব্যাপারটার থেকে তাদের মন
টাই বড় হয়।যা চোখে পড়ে না।এগুলার
মানে এই না যে সে কৃপন।এগুলার মানে
দিন শেষে নিজের জমানো টাকায়
চলার তৃপ্তি।যা সবাই পায় না।
দিন শেষে এই মধ্যবিত্ত প্রেম গুলা
আপাতো দৃষ্টিতে হেরে গিয়েও
ভালোবাসা নামক জিনিসটাকে
আজো কিছু শুদ্ধতার ছোয়ায় বাচিয়ে
রেখেছে।
(কাল্পনিক)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো....আমি...আমার....।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: ধন্যবাদ :) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.