![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৬০ সাল-
গ্রামবাসী- ১: পাশের গ্রামের আবু
বক্কর বিএ পাশ দিছে।
গ্রামবাসী- ২: সলিমের পোলা বক্কর ?
গ্রামবাসী-১: হ! সন্ধ্যায় দেখতে যামু।
গ্রামবাসী-২: যাওয়ার সময় গাছের বড়
'কাডল'টা নিয়া যাইস!
গ্রামবাসী- ১: কি খাটনিটাই না
খাটছে। বই পড়তে পড়তে ছিড়ে
ফেলছে।
১৯৯০ সাল-
প্রতিবেশী-১: পাশের এলাকার মফিজ
স্ট্যান্ড করছে ঢাকা বোর্ডে!
প্রতিবেশী-২: কেমনে কি !
প্রতিবেশী-১: দিন রাত পড়তো! পায়ের
সাথে রশি লাগাইয়া, ঘুমাইলে টান
পড়তো। উইঠা যাইতো, তারপর আবার
পড়তো।
প্রতিবেশী-২: বিকালে ওগো বাসায়
যামু
প্রতিবেশী-১: যাওয়ার সময় পায়েস
নিয়া যাইতে হবে।
২০১৪ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার যত্তগুলা
পোলাপাইন ছিলো, সব এ প্লাস
পাইছে।
প্রতিবেশী-২: বলো কি?!
প্রতিবেশী-১: হ! রাইতে তাদের
মেধাবী শিক্ষকদের সাজেশন
আসছিলো
প্রতিবেশী-২: সব কমন ?
প্রতিবেশী- ১: আবার জিগায়।
২০২০ সাল-
প্রতিবেশী-১: পাশের এলাকার সবাই
এ প্লাস!
প্রতিবেশী-২: সবাই মানে ?
প্রতিবেশী-১: পরীক্ষার্থীরা তো এ
প্লাস পাইছেই, তাদের বাপ মা রেও
জিপিএ-৫ দেয়া হইছে।
প্রতিবেশী-২: বাহ! মেধাবী পরিবার!
আগে ছাত্ররা প্রশ্ন পাইতো, এখন বাপ
মারেও দেয়।
প্রতিবেশী -১: শিক্ষার আলো ঘরে
ঘরে জ্বালো!
প্রতিবেশী-১: খুশী তে তারা গরু
শোয়াইছে। আমিও এ প্লাস পাইছি,
গোল্ডেন না যদিও।
প্রতিবেশী-২: ওহ! বাপ হিসেবে তুমি
গর্বিত! প্রশ্নটা পুরা মনযোগ দিয়া সলভ
করলে এরকম হইতো না।
২০৫০ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার
পোলাপান সব নোবেল পাইছে।
প্রতিবেশী-২: আলহামদুলিল্লাহ!
প্রতিবেশী-১: তোমার ছেলের কি
অবস্থা?
প্রতিবেশী-২: গাধাটা শান্তিতে
নোবেল পাইছে।
প্রতিবেশী-১: আমার মেয়ে
ফিজিক্সে নোবেল পাইছে।
প্রতিবেশী-২: লাকি ইউ।
প্রতিবেশী-১: তুমি কি পাইছো?
প্রতিবেশী-২: এ রকম গাধা জন্ম দেয়ার
অস্কারটা আর পাবো না....
প্রতিবেশী-১: আহা!
প্রতিবেশী-২: একটা অস্কার না
পাইলে.... মান ইজ্জত থাকে না...
প্রতিবেশী-১: প্রোব নাই, আরেকটা
ছেলে তো আছে, ওর পিছনে লেগে
থাকো..
প্রতিবেশী-২: হমম... মান সম্মানের
ব্যাপার।
২০৬০ সাল-
প্রতিবেশী-১: পাশের বাসার
সালামরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়
দিয়া দিছে।
প্রতিবেশী-২: অসামান্য ফলাফল! ঠিকই
আছে। হুদাই এত পড়াশুনার প্যারা। কোন
ডিপার্টমেন্ট দিছে?
প্রতিবেশী-১: ফিজিক্স!
প্রতিবেশী-২: আইনস্টাইন ফেইল!
প্রতিবেশী-১: তোমার ছেলের কি
অবস্থা?
প্রতিবেশী-২: আমার ছেলে
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় দিছে!
প্রতিবেশী-১: বুয়েট আর মেডিকেল
দিছে মফিজ আর বক্কর রে।
প্রতিবেশী-২: সেইরকম। মান ইজ্জত
থাকলো তাইলে!
২০৮০ সাল-
প্রথম ব্যক্তি: হার্ভাড ইউনিভার্সিটির
এর প্রশ্ন আউট হইলে বাঁচি।
দ্বিতীয় ব্যক্তি: চান্স কেমন ?
প্রথম ব্যক্তি: ভালোই।
দ্বিতীয় ব্যাক্তি এত শিওর কেমনে ?
প্রথম ব্যক্তি: ঐ খানকার ক্লার্ক
বাংলাদেশী। তার চেয়েও বড় কথা
কি জানোস ?
দ্বিতীয় ব্যাক্তি: কি ?
প্রথম ব্যক্তি: তার নানা এক কালে
বাংলাদেশের শিক্ষা কিংবা
স্বাস্থ্যমন্ত্রী ছিলো। তিনি
শায়েস্তা খানের মত লিজেন্ড।
দ্বিতীয় ব্যক্তি: কিরকম ?
প্রথম ব্যক্তি: শায়েস্তা খানের আমলে
টাকায় কয়েক মন চাল পাওয়া যাইতো।
আর তার সময় পনেরো টাকায় প্রশ্ন
পাওয়া যাইতো।
দ্বিতীয় ব্যক্তি: স্যালুট।
২০৯৫ সাল -
ঢাবিঃ কই যাস?
জাবিঃ সালামের বাসায়, ক্লাস
করতে
ঢাবিঃ আমি বক্করের বাসায় ক্লাস
করতে যাই, ডিএমসি গেছে আক্কাসের
কাছে শারীরিক শিক্ষ পড়তে।
-ফেবু থেকে সংগ্রহীত
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: সেই রকম পূর্বাভাসই পাওয়া যাচ্ছে দাদা..
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
কাবিল বলেছেন: তাহলে আমাগো পুলাপাইন নোবেল পাইব হা হা হা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: সেইদিন আর বেশি দূরে নয়
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
Shahjahan Ali বলেছেন: চমৎকার চিন্তাভাবনা। স্যালুট
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
পার্থ চৌধুরী প্লাবন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
প্রামানিক বলেছেন: পড়াশুনার ভবিষ্যত তো দেখি চমৎকার!!!