নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি

পার্থ চৌধুরী প্লাবন

যুক্তিতে বিশ্বাসী

পার্থ চৌধুরী প্লাবন › বিস্তারিত পোস্টঃ

♥ ফ্রগম্যান ♥

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

ফ্রগম্যান শব্দের অর্থ পানির নিচে সাঁতারে দক্ষ ব্যক্তি। খালবিল-নদীর দেশ বাংলাদেশে এমন লোকের সংখ্যা অনেক। ১৯৭১ সালে এই ফ্রগম্যানদের দক্ষতার সাথে কাজে লাগানো সম্ভব হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে। পাকিস্তানিরা যেন বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করতে সমস্যায় পড়ে, সেটা নিশ্চিত করতে ফ্রগম্যান গঠন করা হয়। প্রধানত বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের নিয়ে এ বাহিনী গঠন করা হয়। তারা চমৎকার সাতাঁরু ছিল। এই অভিযান পরিচালনার জন্য মুক্তিবাহিনীর বিভিন্ন শিবির থেকে প্রথম পর্যায়ে ৩৫০ জনের মত সুঠামদেহী বাঙালি তরুনকে বাছাই করা। এখান থেকে যাচাই-বাছাই করে প্রায় ১৬০ জনকে নির্বাচিত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ভারতীয় নৌ-গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা। ফ্রগম্যানদের জন্য ভারত সরকার দুই হাজার 'লিমপেট মাইন' ক্রয় করে যুগোস্লাভিয়া থেকে। এই মাইনগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তৈরি করা হয়েছিল।
প্রতিটি মাইনের ওজন ছিল ৫ কেজি। গামছা দ্বাররা এই মাইন পেটে বেঁধে পানির নিচে ৪ থেকে ৫ ফুট গভীরে গিয়ে মাইনের সাথে সংযুক্ত শক্তিশালী চুম্বকের মাধ্যমে জাহাজের গায়ে কিংবা লোহা জাতীয় পদার্থ এর সাথে স্থাপন করাই ছিল ফ্রগম্যানদের কাজ।
তিন মাসের প্রশিক্ষণ শেষে আগস্টের প্রথম দিকে যোদ্ধাদেরকে কয়েকটি ইউনিটে ভাগ করে চট্টগ্রাম বন্দর,মংলা বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন যায়গায় পাঠানো হয়। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন জ্যাকপট '। হেডকোয়ার্টার থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রথম অভিযান পরিচালিত হয় ১৫ আগস্ট। কেঁপে উঠে বন্দরনগরী চট্টগ্রাম। এই বিস্ফোরণের ফলে চট্টগ্রাম বন্দরে আল-আব্বাস, হরমুজ'সহ ছোট-বড় ১০ টি জাহাজ, মংলা বন্দরে ৮টি জাহাজসহ কয়েকটি গানবোটও পানির নিচে তলিয়ে যায়। এইসব জাহাজের মধ্যে একটি বড় অয়েল ট্যাংকারও ছিল। এর ফলে পাকিস্তানি হানাদারদের নৌযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে যায়।
এই বিস্ফোরণে পাকিস্তানি নৌবাহিনীর কি পরিমাণ ক্ষতি হয়েছিল তা লন্ডনের ইন্স্যুরেন্স কোম্পানির একটি বক্তব্য থেকে বুঝা যায় ; "বাঙালি মুক্তিবাহিনীর কারণে অন্তত এক লাখ টন মালামালের ক্ষতিপূরণ দিতে হয়েছে আমাদের "

যুদ্ধের ইতিহাসে এমন কৃতিত্ব ও দুঃসাহসিকতার নজির বিশেষ নেই।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সিপন মিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন। তবে সে অনুপাতে সমর্থন পান নি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: ধন্যবাদ। সমর্থন :P ব্যাপার না ভাই :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

আরজু পনি বলেছেন:

পোস্টের প্রথম লাইটাই পুরো পোস্ট পড়তে আগ্রহ জাগালো ।
পুরোটা খুব ভালো লাগলো পড়ে ।



২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

ধমনী বলেছেন: আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান ঠিকভাবে স্বীকৃত হয়নি এখনো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: ঠিক বলেছেন। আর পাবে বলেও মনে হয় না।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

শায়মা বলেছেন: ফ্রগম্যান শব্দের অর্থ পানির নিচে সাঁতারে দক্ষ ব্যক্তি।

বাহ! অনেক ভালো লাগলো!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.