![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Request for everybody : If you like/love someone then tell him/her as soon as possible otherwise you will lost / miss him/her..... so pls....
ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজ ইত্যাদি যাবতীয় বিষয়ে ভূমির পরিমাপ হলো:
(১) ডেসিমেল বা শতাংশ বা শতক
(২) কাঠা,
(৩) বিঘা এবং
(৪) একর
এই পরিমাপ সর্ব এলাকায় সর্বজন গৃহীত। এটা "সরকারি মান" ( Standard Measurement) বলে পরিচিত।
উক্ত পরিমাপের কতিপয় নিম্নে প্রদান করা হলোঃ
ইঞ্চি, ফুট ও গজঃ
১২'' ইঞ্চি = ১ ফুট
৩ ফুট= ১ গজ
ভূমি যে কোন সাইজের কেন ভূমির দের্ঘ্য ও প্রস্থে যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১.০০ একর (এক একর) হবে।
যেমনঃ ভূমির দৈর্ঘ্য ২২০ গজ এবং প্রস্থ ২২ গজ সুতরাং ২২০ গজ×২২ গজ= ৪৮৪০ বর্গগজ।
বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণঃ
৪৮৪০ বর্গগজ = ১ একর ধরে
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট= ১ একর
১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গফুট= ১ বিঘা
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
৭২১.৪৬ বর্গফুট= ১ কাঠা
৫.০১ বর্গগজ = ১ ছটাক
২০ বর্গহাত = ১ ছটাক
১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই)
কাঠা, বিঘা ও একরের মাপঃ
১৬ ছটাক = ১/ কাঠা
০.০১৬৫ অযুতাংশ = ১/কাঠা
০.৩৩ শতাংশ বা ০.৩৩০০ অযুতাংশ = ১ বিঘা
২০ (বিশ) কাঠা = ১ বিঘা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৬০.৫ কাঠা
টিকাঃ
একশত শতাংশ বা এক হাজার সহস্রাংশ বা দশ হাজার অযুতাংশ= ১.০০ (এক) একর। দশমিক বিন্দুর (.) পরে চাষ অঙ্ক হলে অযুতাংশ পড়তে হবে।
মিলিমিটার ও ইঞ্চিঃ
১ মিলিমিটার= ০.০৩৯৩৭ (প্রায়)
১ সেন্টিমিটার= ০.০৩৯৩৭ (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি বা ৩.২৮ ফুট/ ১.০৯৩ গজ (প্রায়)
১০০০ মিটার = ১ কিলোমিটার
১ কিলোমিটার= ১১ শত গজ
২ কিলোমিটার = (সোয়া মাইল)
১৭৬০ গজ = ১ মাইল
১৩২০ গজ = পৌন এক মাইল।
৮৮০ গজ = আধা মাইল
৪৪০ গজ = পোয়া মাইল।
১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)
গান্টার শিকল জরীপঃ
ভূমির পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ফরাসী বিজ্ঞানী এডমন্ড গান্টা এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্যে ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই শিকলের নামকরণ করা হয় গান্টার শিকল। আমাদের দেশে গান্টার শিকল দ্বারা জমি জরিপ অত্যন্ত জনপ্রিয়। একর, শতক এবং মাইলষ্টোন বসানোর জন্য গান্টার শিকল অত্যন্ত উপযোগী। এই শিকলের দৈর্ঘ্য ২০.৩১ মিটার (প্রায়) বা ৬৬ ফুট
গান্টার শিকল ভূমি পরিমাপের সুবিধার্থে একে ১০০ ভাগে ভাগ করা হয় থাকে। এর প্রতিটি ভাগকে লিঙ্ক বা জরীপ বা কড়ি বিভিন্ন নামে ডাকা হয়।
প্রতি এক লিঙ্ক = ৭.৯২ ইঞ্চি
দৈর্ঘ্য ১০ চেইন ×প্রস্থে ১ চেইন = ১০ বর্গ চেইন = ১ একর
গান্টার শিকলে ১০ লিঙ্ক বা ৭৯.২ ইঞ্চি পর পর নস বা ফুলি স্থাপন করা হয় (নস ফুলি)
২০ লিঙ্ক বা ১৫৮.৪ ইঞ্চি পর স্থাপিত হয়-
৩০ লিঙ্ক বা ২৩৭.৩ ইঞ্চি পর স্থাপিত হয়-
৪০ লিঙ্ক বা ৩১৬.৮ ইঞ্চি পর স্থাপিত হয়-
৫০ লিঙ্ক বা ৩৯৬.০ ইঞ্চি পর স্থাপিত হয়-
৮০ গান্টার বা ১৭৬০ গজ পর স্থাপিত হয়- মাইল ষ্টোন
একর শতকে ভূমির পরিমাপ
১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল
১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক
১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর
আমাদের দেশে জমি-জমা মাপ ঝোকের সময় চেইনের সাথে ফিতাও ব্যবহার করা হয়। সরকারি ভাবে ভূমি মাপার সময় চেইন ব্যবহার করা হয় এবং আমিন সার্ভেয়ার ইত্যাদি ব্যাক্তিগণ ভূমি মাপার সময় ফিতা ব্যবহার করেন। ভূমির পরিমান বেশি হলে চেইন এবং কম হলে ফিতা ব্যবহার করাই বেশি সুবিধাজনক।
বিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ
আমাদের দেশে অঞ্চলভেদে বিভিন্ন প্রকারের মাপ ঝোক প্রচলিত রয়েছে। এগুলো হলো কানি-গন্ডা, বিঘা-কাঠা ইত্যাদি। অঞ্চলে ভেদে এই পরিমাপগুলো আয়তন বিভিন্ন রকমের হয়ে তাকে। বিভিন্ন অঞ্চলে ভূমির পরিমাপ বিভিন্ন পদ্ধতিতে হলেও সরকারি ভাবে ভূমির পরিমাপ একর, শতক পদ্ধতিতে করা হয়। সারাদেশে একর শতকের হিসাব সমান।
কানিঃ
কানি দুই প্রকার। যথা-
(ক) কাচ্চা কানি
(খ) সাই কানি
কাচ্চা কানি: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট
১ কাঠা = ৭২০ বর্গফুট
১ ছটাক = ৪৫ বর্গফুট
লিঙ্ক এর সাথে ফুট ও ইঞ্চির পরিবর্তন
লিঙ্ক = ৭.৯ ইঞ্চি
৫ লিঙ্ক = ৩ ফুট ৩.৬ ইঞ্চি
১০ লিঙ্ক = ৬ ফুট ৭.২ ইঞ্চ
১৫ লিঙ্ক = ৯ ফুট ১০.৮ ইঞ্চি
২০ লিঙ্ক = ১৩ ফুট ২.৪ ইঞ্চি
২৫ লিঙ্ক = ১৬ ফুট ৬.০ ইঞ্চি
৪০ লিঙ্ক = ২৬ ফুট ৪.৮ ইঞ্চি
৫০ লিঙ্ক = ৩৩ ফুট
১০০ লিঙ্ক = ৬৬ ফুট
এয়র হেক্টর হিসাব
১ হেক্টর = ১০,০০০
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪৭ বিঘা
১ হেক্টর = ১০০ এয়র
============
সুত্র: agrobangla
===============
==========================================
উৎসর্গ:
সানজানা হক লিলি
৬৭৬, রুপালী ভবন
হালিশহর রোড
বড়পোল, আগ্রাবাদ
চট্টগ্রাম।
========================================
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৬
এইচ, এম, পারভেজ বলেছেন: এখনতো পেলেন। ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৩
আসকওয়ানমি বলেছেন: + লিবেন?
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
এইচ, এম, পারভেজ বলেছেন: নিলাম। ধন্যবাদ।
৩| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৮
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৪
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ৩ নম্বর + দিলাম।
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৮
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: পোষ্টটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৮
এইচ, এম, পারভেজ বলেছেন: নিলাম। ধন্যবাদ।
৬| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১০
হা...হা...হা... বলেছেন: চমৎকার পোষ্ট। এমন পোষ্টই চাই যা কাজে লাগবে। আপনার কাছ থেকে এমন কাজের আরো পোষ্ট চাই। এই পোষ্ট শোকেসে তুলে রাখলাম। ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৯
এইচ, এম, পারভেজ বলেছেন: আপনাকেও। আরো সময় পেলে দিব।
৭| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৩
সাদিক সাদাত বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ...।
১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গগজ= ১ বিঘা
৪৮.৪০ বর্গফুট= ০১ শতাংশ
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
এইখানে কিছু ভুল আছে...। ঠিক করে দিয়েন...।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
এইচ, এম, পারভেজ বলেছেন: সংশোধন করা হচেছ।
পরামর্শ ও তথ্য পেলে আরো সংযোজন বিয়োজন করা হবে।
ধন্যবাদ।
৮| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৩
কাম্রুল বলেছেন: ৭২১.৪৬ বর্গগজ= ১ কাঠা ???
আমি তো জানতাম ৭২১.৪৬ বর্গফুট= ১ কাঠা
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪২
এইচ, এম, পারভেজ বলেছেন: সংশোধন করা হচেছ।
পরামর্শ ও তথ্য পেলে আরো সংযোজন বিয়োজন করা হবে।
ধন্যবাদ।
৯| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৯
নিঃচুপ বলেছেন: চমৎকার পোষ্ট। এই পোষ্ট শোকেসে তুলে রাখলাম। ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪২
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।
১০| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫১
নীল বেদনা বলেছেন:
ধইন্যা ধইন্যা! প্রিয়তে রাখলাম। তবে, সাদিক সাদাত ও কাম্রুল - এর মতামতের প্রতি দৃষ্টি দিন।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
এইচ, এম, পারভেজ বলেছেন: সংশোধন করা হচেছ।
পরামর্শ ও তথ্য পেলে আরো সংযোজন বিয়োজন করা হবে।
ধন্যবাদ।
১১| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১০
লালসালু বলেছেন: দারুন
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?
১২| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১০
মামুন বিদ্রোহী বলেছেন:
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: পোষ্টটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৫
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ সাদরে গৃহিত।
১৩| ১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫০
রাজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৬
এইচ, এম, পারভেজ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১৪| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪২
বিগ ব্রাদার বলেছেন: +++++++
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৬
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৫| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৬
সায়েম মুন বলেছেন: +
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৭
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৬| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৬
সবর্দা সত্য ও ন্যায়ের পক্ষে বলেছেন: good post. thanks
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৭
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৭| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
সজল৯৫ বলেছেন: +++++
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৭
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৮| ১১ ই জুলাই, ২০১০ রাত ১১:০৭
একজন সৎ মানুষের খোঁজে...... বলেছেন: চমৎকার পোষ্ট
১২ ই জুলাই, ২০১০ রাত ২:০৭
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৯| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৪
রিফাত হোসেন বলেছেন: সাহেব একটা কাজ করবেন আপনি লেখাটি উইকিপিডিয়ায় বাংলাতে স্থান দিতে পারবেন?
খুবই সোজা শুধু রেজি: করে সেই বাংলা ক্যাটাগরিতে রেখে দিবেন ।
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:০৫
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২০| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৮
মুর্তজা হাসান খালিদ বলেছেন: খুবই উপকারি পোষ্ট
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:০৫
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২১| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৯
ভালবাসা চাই বলেছেন: পোষ্টটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:০৬
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২২| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৩
িটিটিটএস বলেছেন: দরকারি জিনিস..রে .... ভাই!
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:০৫
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৩| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৬
রিফাত হোসেন বলেছেন: Click This Link)
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:১২
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৪| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫২
অভিবাসী বলেছেন: +++
১২ ই জুলাই, ২০১০ রাত ১১:০৪
এইচ, এম, পারভেজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৫| ১৭ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
বল্টু মিয়া বলেছেন: ++ দু্ই বার প্লাস দিছি কিন্তু
২৩ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৬
এইচ, এম, পারভেজ বলেছেন:
ধন্যবাদ ++ এর জন্য।
২৬| ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৬
অনিকেত বলেছেন: কাঠা, বিঘা ও একরের মাপঃ
১৬ ছটাক = ১/ কাটা
০.০১৬৫ অযুতাংশ = ১/কাঠা
০.৩৩ শতাংশ বা ০.৩৩০০ অযুতাংশ = ১ বিঘা
২০ (বিশ) কাঠা = ১ বিঘা
৩ বিঘা = ১.০০ একর।
===========
১ একর = ১০০ শতক
৩৩ শতক = ১ িবঘা ।
৩ বিঘা = ১.০০ একর ?
১ একর = ১০০/৩৩ বিঘা, নয় কি ?
১০ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৯
এইচ, এম, পারভেজ বলেছেন: কাঠা, বিঘা ও একরের মাপঃ
১৬ ছটাক = ১/ কাঠা
০.০১৬৫ অযুতাংশ = ১/কাঠা
০.৩৩ শতাংশ বা ০.৩৩০০ অযুতাংশ = ১ বিঘা
২০ (বিশ) কাঠা = ১ বিঘা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৬০.৫ কাঠা
===========================
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৮৪০ বর্গগজ = ৬০.৫ কাঠা = ৩ বিঘা ৮ ছটাক = ১ একর
২৭| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:১৬
মেঘ বালকের কথা বলেছেন: সোজা প্রিয়োতে...
১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।।
২৮| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ৮:১১
রাষ্ট্রপ্রধান বলেছেন: ধইন্যা ধইন্যা ধইন্যা । এইলন আরেকটা ধইন্যা !!
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৫
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।
২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১১
এইচ, এম, পারভেজ বলেছেন: thanks everybody...
৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: একটা এক একর পরিমাণ + লন।
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৪
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।
৩১| ২১ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৬
ফটো পাগল বলেছেন: ভাই অন্যের প্রিয় পোষ্টের লিস্ট দেখতে দেখতে এই পোষ্ট টা পাইলাম। আমার জন্য ব্যাপ........................................ক দরকারি একটা পোষ্ট। অনে...............................ক ধন্যবাদ
২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
এইচ, এম, পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩২| ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১১
আকাশের তারাগুলি বলেছেন: ভালা জিনিস
২৫ শে মে, ২০১১ রাত ১:২৪
এইচ, এম, পারভেজ বলেছেন: ধন্যবাদ।
৩৩| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩
পারাবত বলেছেন: ভুমি জরিপের কোর্স করতে চাই। কোথায় করা যায়?
৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২
মিজানুর রহমান বলেছেন: ভুমি জরিপ অধিদপ্তরে খোজ নেন, কোর্স সম্পর্কে জানতে পারবেন।
৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
সবুজ০০৭০০৭ বলেছেন: সুন্দর একটি পোস্ট এর জন্য ধন্যবাদ
২৫ শে মে, ২০১১ রাত ১:২৭
এইচ, এম, পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৩
কালকুট বলেছেন: বহুত বহুত বহুত ধইন্যাপাতা
২৫ শে মে, ২০১১ রাত ১:২৯
এইচ, এম, পারভেজ বলেছেন: আপনাকেও বহুত বহুত ধইন্যাপাতা
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:১২
মুক্ত মণ বলেছেন: কেউ জানেন কি সর্বস্তরে মেট্রিক সিস্টেম চালু হলেও জমি পরিমাপে কেন আজো মান্ধাতার আমলের হিসেব চালু আছে? মিটারে না পারুক অন্তত ফুটে নিয়ে আসলেও-তো সাধারন মানুষের ভোগান্তি কমত।
৩৮| ২৭ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩২
আমি ছড়াকার বলেছেন: বহুত বহুত বহুত ধইন্যাপাতা
৩৯| ০৭ ই মে, ২০১১ রাত ১০:৪৩
হাম্বা বলেছেন: প্রিয়তে
৪০| ১৫ ই মে, ২০১১ ভোর ৪:০০
উপদেশ গুরু বলেছেন: প্রিয়তে
৪১| ১৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৩
েমাখলেছুর রহমান বলেছেন: ভালো হয়েছে
৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০২
একজন সৎ মানুষের খোঁজে...... বলেছেন: সোজা প্রিয়োতে...
৪৩| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:৩১
উদাসী মোন বলেছেন: ++++++++++
৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮
মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রিয়তে.....
৪৫| ১৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
মোঃ জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ। স্বর্ণের পরিমাপ কিভাবে হয়, জানেন কি কেউ?
৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
আহসান২০২০ বলেছেন: সমস্যা হল কি ভাই জানেন, আমার বাবার বাড়ি এক ইউনিয়নে আর দাদার বাড়ি আর এক ইউনয়নে। দাদার বাড়িতে ৭ শতাংশে কাঠা আর বাবার বাড়িতে ৮ শতাংশে কাঠা। বাড়ি কিন্তু পাশাপাশি। এখন কথা হইল আমি কোনটা স্ট্যান্ডার্ড ধরব?? উল্লেখ্য আমার নিজের বাড়ি নাই। পরের বাড়িতে থাকি। তাই এখানকার হিসাবটা জানি না।
৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
রিয়াজ খাঁন বলেছেন: সহজ জিনিসটাকে কঠিন করলে........
৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৬
সেল্ফ রিলায়েবল বলেছেন: পোষ্টে প্লাস ও সরাসরি প্রিয়তে।
৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
ইমুব্লগ বলেছেন: মোটা মানুষ বলেছেন-আপনার এই পোস্ট চোরা পোস্ট। কথা সত্য?
৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৯
ইমুব্লগ বলেছেন: আমার কিন্তু পোস্ট ভাল লাগছে-তাই প্রিয়তেও নিয়েছি এবং প্লাসও দিয়েছি।
৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২
নিঝুম আখতার বলেছেন: এ মাপ গুলি ভুলেই গিয়েছিলাম। আপনার কল্যানে আবার জানার সুযোগ হলো্। আপনাকে অনেক ধন্যবাদ অতি জরুরী বিষয়টি শেয়ার করার জন্য।
৫২| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১১
তামাটেসেলিম বলেছেন: ইন্যা ধইন্যা ধইন্যা । এইলন আরেকটা ধইন্যা !!
কতজনের কাছে যে গেছি !!!
৫৩| ২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১২
samolbangla09 বলেছেন: + + + এবং প্রিয়তে। বহুত কাজের পোস্ট, ধন্যবাদ।
৫৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: আমি সিভিল এর ছাত্র। পোষ্টটি খুব কাজে লাগবে। প্লাস সহ প্রিয়তে।
৫৫| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৯
কসমিক রোহান বলেছেন: *১ মিলিমিটার= ০.০৩৯৩৭ (প্রায়)
১ সেন্টিমিটার= ০.০৩৯৩৭ (প্রায়) .
ঠিক করে দিন।
ধন্যবাদ সুন্দর পোষ্ট দেয়ার জন্য।
৫৬| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৩
বোকা সোকা বলেছেন: রাইখা দেই কাজে লাগতে পারে। এখন জমি মাপের সময় আর গাপলা করতে পারবে না, করলেই এই পোস্টের রেফারেন্স দিমু
৫৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
টি.এম আব্দুল আহাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৫৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
গৃহ বন্দিনী বলেছেন: ইস!!! আরও আগে পোষ্টটা পড়লে তো আর ভাইভাতে ধরাটা খাইতাম না । ধুর
৫৯| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৩
ধূসর মাছরাঙা বলেছেন: সারা বাংলাদেশে অনলাইনে agrobangla এর সবেধন নীলমনি এক মাত্র এই ভূমি পরিমাপ চার্ট টি উইকিপিডিয়া থেকে শুরু করে জাতীয় ই তথ্যকোষ এবং বহু ওয়েবসাইটে সমানে কপি পেস্ট হয়েছে - ভুল সহ। এই পোস্টেও ভুল গুলো বাদ যায় নি।
যেমনঃ আপনি লিখেছেন -
৪৮৪০ বর্গগজ = ১ একর ধরে
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট= ১ একর
১৬১৩ বর্গগজ= ১ বিঘা
১৪৫২০বর্গফুট= ১ বিঘা
৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ
৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
৭২১.৪৬ বর্গফুট= ১ কাঠা
যদি ২০ কাঠা = ১ বিঘা হয় তাহলে বর্গফুটের সাথে বিঘা ও কাঠা সম্পর্ক গুলো কি ঠিক আছে?
৪৮৪০ বর্গগজ = ১ একর ধরে হিসাব করে আসলে ৭২৬ বর্গফুটে হয় ১ কাঠা।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৯
রিডার ওয়ান বলেছেন: ধইন্যা ধইন্যা ধইন্যা । এইলন আরেকটা ধইন্যা !!
কতজনের কাছে যে গেছি !!!