![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজমিসতরি মাহফুজ মেহদী
'সায়ন' শব্দটা কি একটা বাংলা শব্দ?
শব্দ হলে, এটার অর্থ জানা আছে কারো?
দয়া করে জানাবেন।
আমার ভাগ্নের জন্য নামটা রাখতে চাচ্ছি।
নাম রাখার জন্য একটা পোষ্ট দিয়ে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয়ে গেছে।
অনেক সুন্দর সুন্দর নামের প্রস্তাবও পেয়েছি।
অর্থটা জানা থাকলে জানাবেন দয়া করে।
২| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০৪
সিঁদুরে মেঘ বলেছেন: নামটা সুন্দর, রেখেদিন চোখ বন্ধ করে।
৩| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০৬
সিঁদুরে মেঘ বলেছেন: সে দিন দেখছিলাম। তাকে বেশ ভালো লেগেছিল ওটি বাংলা শব্দ।
৪| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০৯
বিহঙ্গ বলেছেন: আপনার ভাগ্নের জন্য শুভেচ্ছা। নামের অর্থ ,আমি যতদূর জানি-দিন ও রাত্রি সমান হওয়া,বিষুব,অথবা ঢাল,অথবা নিম্নভূমি।
৫| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৪
নাজিম উদদীন বলেছেন: মনে হয় বিহংগের দেয়া মানেটা সঠিক।
পশ্চিমবংঙের কোন লেখকের লেখায় নামটা দেখেছিলাম।
রেখে দিন , সুন্দর নাম।
তবে প্রথমে মোহাম্মদ লাগাতে ভুলবেন না যেন!!!!
৬| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩০
বিহঙ্গ বলেছেন: নাজিম ভাই,কেউ চটে যেতে পারে,কিন্তু।
৭| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১১
আর্টিসম্যান বলেছেন: অর্ণবকে জিজ্ঞেস করুন। ও ভালো বলতে পারবে। এই একই নাম ওরও ...
৮| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
মহফুজ মেহদী বলেছেন: ধন্যবাদ বিহংগ!
৯| ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩৩
বিহঙ্গ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৮
আইরিন সুলতানা বলেছেন: সবচেয়ে ভাল হয়, শিশুদের নামের বই জোগাড় করে ফেলুন । ওখানে দেশী-বিদেশী নামের অর্থ দেয়া থাকে ।
'সায়ন' শব্দটা বাঙলা অভিধানে পেলাম না । তবে 'স' দিয়ে নাম হিসেবে রাখা যায় এমন কয়েকটা শব্দ পেয়েছি...
সায়েত/সাইত -শুভ সূচনা
সায়েল - সওয়াল(প্রার্থনা)
সায়র - সরোবর
সায়ক - তীর/শর
১১| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৭
মহফুজ মেহদী বলেছেন: আইরিন, সায়ন শব্দটার অর্থ আমিও বাংলা ডিকশনারিতে পাইনি।
কিন্তু নামটা ভাল লেগে গেছে, তাই...
আপনার কি মনে হয়?
আপনার আগের দেয়া নামগুলোই অনেক ভালো লেগেছে।
ভালো থাকবেন।
১২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
আইরিন সুলতানা বলেছেন: 'সায়ন' নামটা ভাল লাগছে, তবে অর্থটা একটু খুঁজে-পেতে জেনে নিয়ে তারপর আকিকা দিয়েন...একটা নামের বই জোগাড় করে দেখুন, ওখানে থাকতে পারে...
শুভ কামনা...শেষ পর্যন্ত কোন নাম রাখলেন, জানাবেন কিন্তু...
১৩| ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৯
মহফুজ মেহদী বলেছেন: সায়ন নামের যে অর্থটা আমি পেয়েছি, তা হল "সন্ধ্যা", "গোধুলী", "দিন-রাতের সন্ধক্ষিণ"
আইরিন, অর্থগুলো কেমন?
কি নাম রাখা হল আপনাকে জানাবো...
অপেক্ষায় থাকুন...
ভালো থাকুন।
১৪| ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৮
আইরিন সুলতানা বলেছেন: একভাবে দেখলে , বেশ কাব্য-ভাব আছে নামের অর্থে; আরেক ভাবে দেখলে..দিনের শেষ...!
যাই হোক আকিকাটা ভালভাবেই হোক...
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০২
বিবণ বলেছেন: নামটা সুন্দর, রেখেদিন চোখ বন্ধ করে।