নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাকে চেনা চেনা লাগছে. . কিন্তু আমি সিওর আমি আপনাকে চিনি না. . .

পাভেল রইস

আমি পাভেল রইস । ভালো কিছু লিখত পারি না তবুও মাঝে মাঝে কিছু লিখি

পাভেল রইস › বিস্তারিত পোস্টঃ

বোকা মেয়েটা ...

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯



বোকা মেয়েটা ,

আমায় ভালোবাসে ।

আমার দেওয়া বেদনাতেও,

না বুঝেই হাঁসে ।



কথায় কথায় সে ,

ধরে আমার হাত ।

টেলিফোনে কথা বলতে,

চায় সে সারা রাত ।



যখনই বলে,তখনই যেন,

দেখা করতে হবে ।

যদি দেখা নাইবা করি,

কিছু খাবে না তবে ।



শিউলি ফুলের মালা গেঁথে,

পড়ায় আমার গলে ।

কোন কথার বনিবনায় ,

ঝাপ দিতে চায় জলে ।



বোকা মেয়েটা,

সত্যিই আমায় ভালোবাসে ।

যতই তারে দূরে সড়াই ,

আরো সে কাছে আসে ।



আমার যত প্রিয় বই ,

সব জমিয়ে রাখে ।

বইয়ের পাতায় লিখে দেয়-

'বইটা তার,ভালোবাসি যাকে' ।



একদিন দেখা না হলে ,

সে উতলা হয় যে কত !

কোথায় ছিলে ?কেমন ছিলে ?

প্রশ্ন করে শত ।



প্রতিজ্ঞা করায় আমায়-

কখনো যেও না ছেড়ে ।

যদি কখনো যেতেই হয় ,

আমায় যেও মেরে ।



বোকা মেয়েটা ,

আমায় খুব ভালোবাসে ।

আমিও তাই থাকতে চাই,

বোকা মেয়েটার পাশে ।

.



- পাভেল রাইস





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: ভালই লাগল। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.