নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনাকে চেনা চেনা লাগছে. . কিন্তু আমি সিওর আমি আপনাকে চিনি না. . .

পাভেল রইস

আমি পাভেল রইস । ভালো কিছু লিখত পারি না তবুও মাঝে মাঝে কিছু লিখি

পাভেল রইস › বিস্তারিত পোস্টঃ

সুচিত্রা সেন ...

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭



হয়ত আমি এতো কাল ,

একজন সুচিত্রা সেনকেই খুঁজছি ।

সুচিত্রা সেন চলে যাওয়ার পর,

আজ আমি তা বুঝেছি ।



দুঃখ আমার অঙ্গের হার ,

সুচিত্রা সেনের জন্য ।

একালে এতো রূপবতী তবু,

যেন সুচিত্রার কাছে নগন্য ।



নিশি কালো কেশ ছিল তার ,

আর চোখ দুটো যেন হরিণী ।

যৌবন তার বদ্ধ ছিল ,

সদা চির স্নিগ্ধ তরুণী ।



মানুষ এমন সুন্দর হয়-

কথাটা সুচিত্রা সেনের জন্য ।

মহারানী তোমার পদাঙ্কে ,

হয়ত মরুভূমি হত অরন্য ।



কে বলে মরন বাঁধে সবাইকে ,

আমি মানি না সে কথায় ।

সুচিত্রা সেন বেঁচে থাকবেন ,

শ্রদ্ধা ভালোবাসার গভীরতায় ।



হয়ত আমি এতো কাল ,

একজন সুচিত্রা সেনকেই খুঁজেছি ।

পৃথিবীতে সুচিত্রা একজনই ছিল,

সে চলে যাওয়ার পর বুঝেছি ।

.



- পাভেল রাইস

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.