![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ছবিগুলো আপলোড করেছি, সেগুলো আজ সবাই দেখেছেন। তাই আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। গোটা পৃথিবী দেখেছে, রক্ষক কতভাবে ভক্ষক হতে পারে, লজ্জা-শরম সব ভুলে কিভাবে দলকানা হতে পারে। পৃথিবীর বড় বড় ক্রিকেটারটা টুইট করেছেন, আলোচনায় বলেছেন, এরপর আর আমাদের আলাদা করে বলার কিছুই নেই। পৃথিবীতে ক্রিকেট আরও অনেক দিন বাঁচবে। কিন্তু, আজকের আম্পায়াররা এবং সেই সাথে আইসিসি চিরকালের মত কলঙ্কিত হয়ে থাকল। আমি নিশ্চিত, ভারতও এই জয়টি নিয়ে প্রাণভরে গর্ব করতে পারবে না, ততটা খুশি হতে পারবেনা, ঠিক যতটা হবার কথা ছিল।
খুব সম্ভবত ২০০৩ সালের কথা। ভারত খেলতে গেছে অস্ট্রেলিয়ায়। সেসময় ভারতের অবিসংবাদিত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি টেস্ট ম্যাচের কথা। ভারত ফিল্ডিং এ। আম্পায়ার অভিজ্ঞ স্টিভ বাকনর। বাকনর সারাটা দিন ধরে ভারতের বিপক্ষে সব এলোমেলো সিদ্ধান্ত শুনিয়ে গেলেন। দিনশেষে আইসিসি’র কাছে লিখিত অভিযোগ দিলেন সৌরভ। তাঁর সেই প্রতিবাদী আচরণটুকু ভালো লেগেছিল সেদিন।
আজ যেটা হল, আমার মতে, শুধু আড়ালে মুখ গুজে কান্না করাটা অনুচিত হবে। কান্নাতো আমরা করছিই। গোটা দেশের বুকেই তো রক্তক্ষরণ হচ্ছে। চাপ আরও আছে, স্লো ওভার রেটের কারণে মাশরাফিকে একম্যাচের জন্য বহিষ্কার করেছে আইসিসি এবং সাথে তাঁর আজকের ম্যাচফির ৪০% কেটে নেয়া হয়েছে।
এত কিছুর পরও, খুব খুশি হতাম, যদি মাশরাফি আজ ২০০৩ এর সৌরভের মত কিছু একটা করে বসতেন। বিনয় তো আমাদের আছেই, নিজেদের ভুল গুলো স্বীকার করার মানসিকতাও আমাদের আছে। কিন্তু, বৈধ প্রতিবাদ তো কোন অন্যায় নয়। অনেকেই বলবেন, এসব খেলারই অংশ। হ্যা, দুর্ভাগ্য খেলার অংশ। কিন্তু অন্যায় খেলার অংশ নয়। আমি মনে-প্রাণে চাই, মাশরাফি আজ প্রতিবাদ করুক। আইসিসি’র কাছে লিখিত অভিযোগ জমা দিক। গোটা পৃথিবী দেখুক, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আর কতটা লজ্জাহীন হতে পারে।
আইসিসি সভাপতি আ.হ.ম. মুস্তফা কামাল এমনটাই ইঙ্গিত দিয়েছেন। আমি চাই, এমনটা হোক। বাংলাদেশ বাজে আম্পেয়ারিং এর প্রতিবাদ করুক। আমি নিশ্চিত, তাঁরা গোটা পৃথিবীজুড়ে সমর্থন পাবে।
আর বাংলাদেশ এবারের বিশ্বকাপে যা খেলেছে, এতটা আমি আশা করিনি। ক্রিকেটারদের নিয়ে আমরা গর্বিত। আরও একটু গর্বিত হব, যদি তাঁরা আজকের এই অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায়। আমাদের ক্রিকেটাররা নিশ্চই অন্যায়কে প্রশ্রয় দেবেন না।।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩
পেলব চক্রবর্তী বলেছেন: প্রিয় ডিজ৪০৩,
এটা কোন চাওয়া হতে পারে না। ভারত হারবে না জিতবে সেটা পরের কথা। আমাদের এখন চাওয়া হওয়া উচিত, আমাদের সাথে যে অন্যায়টা হল, তার প্রতিকার। সেটা হতে পারে আম্পেয়ারদের ক্ষমা চাওয়া বা আইসিসি'র ভুল স্বীকার করা- কিছু না কিছু একটা করতেই হবে।
২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৭
ডিজ৪০৩ বলেছেন: ভাই বিশ্ব একাদশের বিপক্ষে কিভাবে পারবে ?
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৪
পেলব চক্রবর্তী বলেছেন: না পারলেও আজকের এই প্রতিবাদ ক্রিকেটবিশ্ব মনে রাখবে অনেকদিন। অন্তত মাথা নিচু করে অন্যায়ের কাছে হেরে তো যেতে হবে না।
৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৬
ইমরান আশফাক বলেছেন: ভারতের অধিকাংশ সমর্থন বাংলাদেশ থেকে উঠে গেলো আজ, পাকিরা ও যে ভারতীয়দের জাতভাই তা আজকে প্রমান হয়ে গেলো।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬
পেলব চক্রবর্তী বলেছেন: প্রিয় ইমরান আশফাক,
এমন জাতিভেদের কথা-বার্তা আমার না ছড়াই। আমাদের এখন শুধু নিজেদেরকেই সমর্থন করা উচিত। অন্যদের নিয়ে মাথা ঘামানোর সময় এখন আমাদের না।
৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: আরও একটু গর্বিত হব, যদি তাঁরা আজকের এই অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায়। আমাদের ক্রিকেটাররা নিশ্চই অন্যায়কে প্রশ্রয় দেবেন না।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৭
পেলব চক্রবর্তী বলেছেন: এটুকুই চাওয়া।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৭
ডিজ৪০৩ বলেছেন: আর কিছু বলতে ভাল লাগছে না , আমার এখন একটাই চাওয়া তারা সেমিফাইনালে হারুক ।