![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।
ঠিক যেদিন আমি প্রথম পোস্ট দিই , সামু আমাকে বলল আপনিতো নতুন ব্লগার , আপনার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবেনা ।
আমি উদাসী গলায় বললাম , সমস্যা নাই । ২য় পাতায় লেখা প্রকাশিত হলেও আমি মাইন্ড খাবো না । প্রকাশিত হলেই হলো ।
কিন্তু একি ! ১ম পাতায় ঠাঁই হবে না মানলাম কিন্তু লেখা ২য় পাতায় নেই , ৩য় নেই , ৪র্থ তে নেই , কোথাও নেই , কেন নেই ?
সামু বলেছিল , আপনার কোন সমস্যা লাগলে মেইল দিবেন , ঠিকাছে ?
আমি মেইল লিখলাম , ডিয়ার সামু , আমি কি পোস্ট করতে কোন সমস্যা করেছি , কেন আমার লেখা পরের পাতায় উঠলনা ।
সামু বলল , আচ্ছা আপনার সমস্যা শুনলাম , এই নেন নাম্বার , ৩ দিনের মধ্যে সমস্যার উত্তর না বললে এই নাম্বার দিয়ে মনে করিয়ে দিবেন , ঠিকাছে ?
তারপর ৩ দিন পরেই জেনারেল না পারভীন লেখা খুজে পান ২১ তম পাতায় । আজো হাসি এই ঘটনা মনে হলে ।
তারপর ১ বছর পেরিয়ে যাচ্ছে প্রায় । এখনো ব্লগ লিখতে গেলে অনেক অনেক সমস্যা । কোন ছবিটা দিব ? কোথায় ছবি পাব ? লেখাটাতে কি মূল বক্তব্য বুঝা যাচ্ছে ? লিংক কিভাবে যুক্ত করে ? ধানের ফুল কে কি বলে ? ইত্যাদি শত শত প্রশ্নের সমাধান মুহুর্তে সমাধান হয়ে যাচ্ছে যাদুর মত এক রিলেশন থেকে ।
আমি তাঁর মায়ায় জড়িয়ে গেছি । এবং আর সব ব্লগারের ও মায়ায় ।
এই মায়ার এক বছর পূরণ হয় হয় ।এই দিনে দরকার ছিল একটা সংকলন পোস্টের । কে কিভাবে প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে পোস্ট লিখেছেন সেটা থাকবে ওখানে । যেগুলো পড়ে আমি এই দিনে কি লিখতে হয় আইডিয়া পাব । ব্লগে প্রচুর সংকলন পোস্ট । কিন্তু প্রথম বর্ষপূর্তি নিয়ে কি কোন সংকলন পোস্ট কেউ দিয়েছে ?
কিন্তু এরকম কিছু আছে কিনা না জেনেই লিখতে বসে গেলাম ।
পেশায় আমি ডাক্তার । সিরিয়াস বিষয় নিয়ে এই নিক থেকে লিখি । আমাদের রোগীরা রোগ সিরিয়াস না বানিয়ে আসেনা ।
সব সময় কি সিরিয়াস থাকা যায় ?
আমার এসিস্টেন্ট পান্না আমাকে কাতর মুখে বলল , “ ম্যাডাম আমাকে কয়েকটা ওষধ লিখে দেন “
>কেন , তোর কি হয়েছে , সারা দিন দেখলাম ভাল ।
>>ম্যাডাম আমার ঘুম আসেনা , খেতে ইচ্ছে করেনা , সে যার পর নাই করুণ কন্ঠে বলল ।
> বাহ বাহ , ঘুম ও আসেনা , খেতেও ইচ্ছে করেনা । তুই আহার নিদ্রা সবকিছুর থেকে মুক্তি পেয়েছিস রে , মানুষ সাধনা করে যাচ্ছে এই থেকে মুক্তি পাওয়ার জন্য । হাহাহা ।তুই তো নির্বান লাভ করে ফেলেছিস । এটা তো সহজ ব্যাপার না রে পান্না ।
পান্না চোখ সরু করে আমার দিকে তাকিয়ে রইল । সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে । তারপর ভ্যাবচ্যাকা ভাব কাটিয়ে সে বোকার মত হাসতে লাগলো আর আমি ও ।
কিন্তু কত রোগী আছে তাদের কথা শুনলে ডাক্তার ই ভ্যাবাচ্যাকা খেয়ে যান ।
এক টোনাটুনি দম্পতি বসে আছেন চেম্বারে । ওয়াইফ নতুন প্রেগনেন্ট । আমার নিরস অবিদারী কথায় ও তারা হাসতে হাসতে গড়িয়ে পড়ে যাচ্ছে ।
আমি উদাশ ভাবে ভাবলাম ,এরা সম্ভবত অত্যন্ত আনন্দিত । আনন্দের কারণ স্পষ্ট । সন্তান আসবে এই জন্য আনন্দ । দুটা সময়ে বেশি ভুল করে এক যখন বেশি আনন্দে থাকে আর দুই হল যখন বেশি দুঃখে থাকে । তখন তাদের লজিক এলোমেলো হয়ে যায় ।
গর্ভবতীদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় । আমি এগুলো মুখে বলে দিব যাতে এরা ভুল না করে ।
“ প্রেগনেন্সীতে প্রচুর পানি খেতে হবে । আর পানি টা হতে হবে বিশুদ্ধ । কারণ পানি বাহিত অসুখ টায়ফয়েড , জন্ডিস তাহলে হবেনা । ফুটানো পানি পান করবে । পানি ফুটানোর নিয়ম আছে , বলক উঠার পরো আরো ১০ মিনিট ফুটাতে হয় ।
>> ম্যাডাম ফিল্টারের পানি পান করলে হবে না ? আমরা পিউরিটের পানি খাই । ১ লিটার পানি থেকে ১ কোটি জীবানু মারে , দেয় ফুটানো পানির মতোই বিশুদ্ধ পানির নিশ্চয়তা ।
ডাক্তার পুরাই ভ্যাবাচ্যাকা । কি বলবেন , ভাষা নাই । টিভিতে দেখানো পুরা পিউর ইটের বিজ্ঞাপন লাইন বে লাইন ।
ডাক্তারকে তাজ্জব করে দিতে পেরে টোনাটুনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার মত অবস্থা । তাদের ডাক্তার ও চোখের চশমা ঠিক করে হাসছেন । হাসি ছোঁয়াচে রোগ ।
থাক আজ ডাক্তারি রিলেটেড আলোচনা বাদ । ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে । আজ ধান ভানা অফ থাকুক ।
আমার বন্ধু আরু মিয়া ( খেয়া ঘাট) কি এক রাবিন্দ্রিক মেয়ে যার নাম লাবন্য , তার ফ্রেমে ফড়ে গল্প লিখে যাচ্ছে । সংগে কি সব ধাঁধাঁ দিয়ে দিচ্ছে কঠিন কঠিন । গল্প পড়ে ওগুলো ভাংগাতে হবে । নাহ , আমার একটাও হয়না ।
আমি এখন কয়েকটা প্রশ্ন লিখবো
আমার প্রশ্ন উত্তর খুব সহজ । প্রশ্ন করা হবে স্পেসিফিক বল্গারকে ।
প্রশ্ন শুরু
১) ব্লগার মনিরা সুলতানা কে প্রশ্ন , জাদুর মত মায়াবি রিলেশন বলতে উপরে কার সাথে রিলেশন বুঝানো হয়েছে ? কে সেই জন যিনি শত শত সমস্যা কোন প্রকার বিরক্ত না হয়ে আগ্রহ নিয়ে সলভ করে দেন ।
২) ব্লগার গিয়াসলিটন এর কাছে প্রশ্ন , কার ফুটপ্রিন্ট পড়েছে সবার আগে আমার ব্লগে ?
৩)ব্লগার এম এম কামাল ৭৭ এর কাছে প্রশ্ন , কে আমাকে ২০১৩ সালের শ্রেষ্ঠ ব্লগারের পুরষ্কার দিয়ে দিয়েছেন ?
৪) ব্লগার শিক কাবাবের কাছে প্রশ্ন , কে আমাকে লেখার মাথামুন্ডু কিছুই বুঝা যাচ্ছেনা বলে বকা দিয়েছেন ? ( হিহিহি)
৫) আমার ব্লগের সুক্ষ্ণ আর আঁতেল ব্লগার আমি কাকে মনে করি , যার ভয়ে আমি লেখায় কিছু এনাটমি , ফিজিওলজি , প্যাথলজি ঢুকাই ???????? এই প্রশ্ন ব্লগার হাসান মাহবুবের কাছে ।
প্রিয় প্রিয় ব্লগারদের আরো অনেক প্রশ্ন করার ছিল কিন্তুপাঁচ একটা ম্যাজিক সংখ্যা তাই পাঁচের বাহিরে প্রশ্ন আর করব না ।
কিন্তু টেলিপ্যাথীর মতই ভাল লাগা পৌঁছে গেছে প্রিয়জনদের কাছে গত ১ বছরে , কারণ ভালবাসা আর ঘৃণা একেবারেই বিপরীত ধর্মী অনুভূতী হলেও এদের মধ্যে একজায়গায় আছে মারাত্নক মিল ।
দুটোই বেশিদিন গোপন রাখা যায় না ।
এবার অন্য রকম এক গল্প করি । মাস ছয়েক আগে এক বৃদ্ধের সাথে আমার দেখা হয় । যাকে আগে কোনদিন আমি দেখিনি । তিনি আমাকে বললেন ,
" নার্গিস , তুমি কি তোমার ক্ষমতা সম্পর্কে জান ?"
হ্যাঁ বা না নয় , চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত উত্তর । তাই আমি চুপ করে থেকে পরবর্তি কথাটা শুনার জন্য অপেক্ষা করে রইলাম ।
তিনি বললেন , তুমি যদি গ্রামের কোন মহিলাকে বল তার সন্তান কে স্কুলে পাঠাতে । তাহলে সে সন্তানের ভাগ্যটাই বদলে যাবে । মাবাবা চিন্তা করবে ডাক্তার আপা বলছে একটা কথা , আমরা আপ্রান চেষ্টা করব ।
আমি হাসলাম । হাসির অর্থ হল , আমি জানি স্যার । তবুও মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ । আমাদের সবার আছে এক বিশাল ক্ষমতা ।
জগত সংসারের এই খেলা ঘরে আমি এক খেলা খেলি , আমার পজেটিভ শক্তিকে কাজে লাগিয়ে , সেটা হল জোড়া দেয়ার খেলা ।
জোড়া দেয়ার এই খেলায় পাশে চাই সবাইকে ।
সবার জন্য শুভকামনা । ভালবাসায় ঘিরে থাকুক সবার জীবন ।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
না পারভীন বলেছেন: ১ম হওয়ার জন্য শুভেচ্ছা ঢাকাবাসী ভাই ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯
মুদ্দাকির বলেছেন: হ্যপি ব্লগিং
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মুদ্দাকির ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা ইন্টারেস্টিং পোষ্ট দিয়েছেন, পর্যবেক্ষনে রাখলাম। দেখি আমাদের অন্য প্রিয় ব্লগাররা কে কি জবাব দেন।
আর বর্ষপূর্তি উপলক্ষে অনেক অভিনন্দন রইল আপা। প্রার্থনা করি, এমন আরো অনেক অনেক বর্ষপূর্তি পোষ্ট যেন আপনার কাছ থেকে পাই। শুভেচ্ছা রইল।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ , কা_ভা ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
খেয়া ঘাট বলেছেন: বর্ষপূর্তির চমৎকার একটা ক্লাসিক পোস্ট। হাসি,রস, আনন্দ, দর্শন সব কিছুই আছে। উপস্থাপনার স্টাইলটাও খুব পছন্দ হয়েছে।
অভিনন্দন। আগামী ১০০ বছর একটানা ব্লগিয়ে যান।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
না পারভীন বলেছেন: আপনি সুন্দর বললেন , তাতেই সুন্দর হল গোলাপ ।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মজা পেলাম সামু’র সাথে আপনার মিথষ্ক্রিয়াতে...
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫
না পারভীন বলেছেন: হাহাহা , অনেক ধন্যবাদ মইনুল ভাই ।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বর্ষ পূর্তির অগ্রিম শুভেচ্ছা নাপা মনি ...
মায়াবতী ডাক্তারের মায়াভরা লেখা পড়লাম , মায়ায় জড়িয়ে গেলাম মায়াময় ব্লগে ......
দারুন এক আইডিয়া পেলাম ,বর্ষ পূর্তির সংকলন পোস্ট
তোমার মত সিরিয়াস হয়ে সমাজের সিরিয়াস বিষয় গুলি নিয়ে কেউ কেউ লিখে বলেই আমাদের মত রা ভাল থাকতে পারি।
জগত সংসারের এই খেলা ঘরে , তোমার পজেটিভ শক্তিকে কাজে লাগিয়ে যে ,জোড়া দেয়ার খেলা খেল তা অনুসরনিয় ।
অনেকেই আছেন একটা জীবন পার করে ফেলেও নিজের পজিটিভ শক্তির খোঁজ পান না।
জয়তু জোরা দেয়ার খেলা
খেয়া ঘাট এর কুইজ এর উত্তরের ভয়ে আজকাল ওর ব্লগে কমেন্ট করি না
এখন তুমি নাম মেনশন করে যে প্রশ্ন করলা তাতে আরও ভয় পেয়ে গেলেম :-& নামের কথায় মনে পরে গেল তোমার দেয়া লিঙ্ক থেকে চমৎকার কবিতা কথা " যখন তুমি নাম ধরে ডাক "
আমি সিরিয়াস ব্লগিং এর শুরু থেকেই তোমাকে পেয়েছি ,একজন অনুসরনীয় ব্লগার হিসেবে । আমি জানি একজন ডাক্তার কখনো কারো বন্ধু হতে পারে না , দিনের শেষে সম্পর্ক এক্টাই দাড়ায় একজন ডাক্তার আর একজন রোগী । ঐ যে বল্লা ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে " আমিও সেই সুযোগ ধন্যদের একজন ।
নিজের লেখা নিয়ে একজন আত্মগ্লানি তে ভোগা ব্লগার হিসেবে সবসময় আমার ফিল্টার তোমরা
একজন সামু র ব্লগার থেকে আমাদের সুন্দর দেশ টাকে আরও সুন্দর করে তোলার প্রচেষ্টায় তোমাদের মত পজিটিভ শক্তির মানুষ গুলো আমাদের পথিকৃৎ হোক ...এই প্রত্যাশায় ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
না পারভীন বলেছেন: বুঝে নিলাম গো আফা আপনার কাছ থেকে কি কথা বলিতে চাহিয়াছেন , একটু দ্বিমত আছে আপনার মন্তব্যের সাথে । আপনি নিজেও তাতে একমত নন আমার বিশ্বাস ।
অনেক ভালো থাকো সব সময় হাসি আনন্দে এই প্রার্থনা রইল ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: অভিনন্দন।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
না পারভীন বলেছেন: ওয়েলকাম আমার বল্গে । অনেক ধন্যবাদ তামিম ।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
মামুন রশিদ বলেছেন: প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা আপু ।
অনেক অনেক শুভ কামনা ।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১
না পারভীন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
সায়েম মুন বলেছেন: অভিনন্দন রইলো।
আমাকে প্রশ্ন করেননি তাই বেঁচে গেলাম।
আমারো বোকার মত একই প্রশ্ন, পিউর ইট এর পানি খাওয়া কি বন্ধ করবো। দীর্ঘ দেড় বছর ধরে খাচ্ছি। এখনও তেমন কোন সমস্যা হয়নি।
আর একটা প্রশ্ন না পারভীন মানে কি নার্গিস?
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
না পারভীন বলেছেন: যখন তুমি আমার নাম ধরে ডাকো
তখন অশান্ত হয়ে উঠে আমার পৃথিবী
ঝড় ওঠে ঈষানে নৈঋতে বাজ পরে
আমি নির্বিকার হয়ে পরি।
আমার নামের মাহাত্ম্য একমাত্র
তোমার এই ছোট্ট ডাকেই বৃদ্ধি পায়
কিতাব তালাশ করে হাজার দামী
অর্থ খুঁজে পেতে ইচ্ছে করে।
বহুদিন এই নামের কোন অর্থ খুঁজে পাইনি
মনে হতো গেয়ো কোন দুষ্টু বালকের নাম
দশজনে তাচ্ছিল্যভরে রেখেছে।
আজ যখন এই নাম ধরে ডাকলে
মনে হলো দিগন্তে নতুন সূর্যোদয় হলো
একটা লাল ঠোঁট পাখি নিমিষেই
সূর্যের অপর পাশের দেশ থেকে উড়ে এলো
আমাকে আদর করে ডাকা শুরু করলো
অবিকল তোমার স্বর নকল করে।
এই কবিতা কোথায় সযত্নে সংরক্ষিত আছে , এটাই প্রশ্ন আপনাকে ? দেখি পারেন কিনা ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
ভারসাম্য বলেছেন: অভিনন্দন!
(অফটপিকঃ আমার নামের বানান 'অভী')
+++
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
না পারভীন বলেছেন:
মাঝে মাঝে এখানে আসি,
মাঝে মাঝে এখানেই থাকি। মাঝে মাঝে মনে হয়,
এখানেই থেকে যাই বাকিটা সময়।
তারপর আবার চলে যাওয়া,
আবার ফিরে আসা আগের মতই।
অনেক হল স্বপ্ন দেখাদেখা হল দুঃস্বপ্নও,
দুঃস্বপ্ন ভাঙ্গতে গিয়ে ভেঙ্গে গেল স্বপ্নরাও।
এসবতো স্বপ্ন শুধুলাভ-ক্ষতি নাই ভাঙ্গা গড়ায়,
স্বপ্নে কারও ঘুম ভাঙালে
যায় কি নেয়া ওই টুকু দায় ?
কৈফিয়ৎ- ভারসাম্য ( অভী আসলাম )
১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: সায়েম মুন , আপনাকে আর প্রশ্ন করবে কি ? পরিচয়ের শুরু থেকে আপনার কবিতার লিঙ্ক আমাকে বিলি করে করে ও ক্লান্ত
শেষ না আপনি ই ওকে প্রশ্ন করে বসেন এই টা কার কবিটা নাপা র নাকি সামু র
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
না পারভীন বলেছেন: অভী , সায়েম মুন সাথে আরো কয়েক জন কবির কবিতা আছে আমার কালেকশনে ।
ভাল ভাল লেখা একলা পড়ে মজা নাই । তাই অত্যাচারটা তোমার উপর দিয়ে যায় :প
১২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
সায়েম মুন বলেছেন: আচ্ছা। নাম ধরে ডাকার ব্যাপারটা তাহলে পছন্দ হয়েছে। আমি তো ভাবতাম শুধু আমারই এরকম হতো।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
না পারভীন বলেছেন: মানুষের ভাল লাগার সূত্র গুলো কাছা কাছি , কি বলেন সামু ?
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬
নীল ভোমরা বলেছেন: খুব ভাল লেখা...... নিজের মত করে নিজের অভিজ্ঞতা...নিজের অনুভূতি লিখেছেন।..... সাবলিল লাগলো। শুভকামনা!
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
না পারভীন বলেছেন: নীল ভোমরা , আমার ব্লগে স্বাগতম ।
আর অনেক অনেক ধন্যবাদ ।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
এন এফ এস বলেছেন: অভিনন্দন
২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২২
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ এন এফ এস ভাইয়া
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মাহমুদ০০৭ বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপা। মিস্টি চাই ।
২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৭
না পারভীন বলেছেন: হাহাহা , মাহমুদ আমার এখানে একেবারে অন্যরকম মিস্টি পাওয়া যায় । দাওয়াত রইল ।
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ !
অভিনন্দন।
মাঝখান দিয়ে পিউর ইট এর অ্যাডভার্টাইজ করে দিলেন তাইলে, অ্যাঁ ??
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
না পারভীন বলেছেন: মুনরে ,
গ্রহের ফেরে পিউর ইটের পানি খেতে হয় এখন , হয়ে গেল আবারো বিজ্ঞাপন ।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
আদনান শাহ্িরয়ার বলেছেন: পোস্ট পড়ে তো ৬ টা দাঁত বেরিয়ে পড়লো ( হাসলে আমার সাধারণত ওই কয়টি দাঁতই দেখা যায় ) হি হি হি আপনার ব্লগকে হ্যাপি নিউ ইয়ার ! হি হি হি!!!
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
না পারভীন বলেছেন: গুড বয় আদনান ,
প্লাস রইল ।
হাসার জন্য পোস্ট দিলাম , হাসি না পেলেও হাসি মাস্ট ।
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা !!!!
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫
মহামহোপাধ্যায় বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা
বছরের মাঝে একটু ফাঁকিবাজি করলেও রেজাল্টের দিন কিন্তু ঠিকই চলে এসেছি আপু
ভালো থাকুন। শুভেচ্ছা।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
না পারভীন বলেছেন: স্যার , অনেক ধন্যবাদ ।
ঠিক সময়ে এসে গেছেন স্যার ।
আপনিও ভাল থাকুন
২০| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
সরকার আলী বলেছেন: জীবনে এই প্রথম একজন চিকিৎসা-সাহিত্যিক এর সন্ধান পেলাম যার ব্রতীই হলো অন্তর মম বিকশিত করি।
যদি কিছু মনে না করেন তাহলে বলি:
আপু, কতই না ভাগ্যবতী ঐ মা যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন। হায়! যদি আমাদের সব মাই এমন হতেন!
পোষ্টে প্লাস কিন্তু আপনাকে মাইনাস, দীর্ঘ বিরতিতে পোষ্ট দেয়ায়।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
না পারভীন বলেছেন: থেমে গেলাম , এখানে এসে
ভাল লাগা থমকে দিয়েছে
বাক হারা করে দিয়েছে
:#> :#> :#> :#>
২১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
সায়েম মুন বলেছেন: ঠিক তাই।
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
না পারভীন বলেছেন:
খুব সহজ করে জীবনের সুরটা পাল্টে গেল
মৃদঙ্গ বাজলো মৃণালিনীর বুকে
একটা শঙ্খ নেমে গেল অনাদরে
জলে অতলে ঢেউ থেমে গেল।
মাদল হাওয়ায় দুটো কলাগাছ
সবুজ পাতা নাড়িয়ে কথা বলছিল
একটা পলাতক মেঘ আকাশ দাপিয়ে ছুটছিল
একটা নাগকেশর ঝরে পড়লো দিন শেষে
সব কথা থেমে গেল বোবা সন্ধ্যায়
খুব সহজ করে সিঙ্গায় ফুঁ দিয়ে
জীবনের মুখটা হয়ে গেল অয়োময়।
অয়োময় - সায়েম মুন
ভাল লাগা এক হতে পারে কিন্তু এভাবে প্রকাশ করতে পারে কয়জনা ?
২২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: আপু আবার আসলাম। কাল রাতে এই পোস্টে কমেন্ট করতে যেয়ে সায়েম মুন ভাইয়ার এবং ভারসাম্য ভাইয়ার দুটো কবিতা পড়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখি ঐ কবিতা দুইটা মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন গুগোল করে পোস্ট দুটো বের করলাম। আসলে আমি ব্লগে কবিতার পোস্ট একটু কমই পড়ি। সব কবিতা এন্টেনায় ধরে না। এই চমৎকার কবিতা দুটো আপনার জন্যই পড়া হল, অথবা এর খোঁজই হয়তো পেতাম না।
এখন যাই ঐ পোস্ট দুটো প্রিয়তে রেখে দেই
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
না পারভীন বলেছেন:
আমি শুধু আমিই হব
রোদ বৃষ্টি খরতাপে পুশবো সন্ন্যাস
বাউন্ডুলে হয়ে ঘুরবো পথে পথে অচেনা রোদে
তবু ঘেমে নেয়ে ক্লান্ত হব না
কোন আকর্ষনে জড়াবো না
পিপাশার্ত কাকের মত গলা ডুবাব না দেহের টানে
বাঁধবো না ঘর,
ডাকবো না সঙ্গি হতে বসন্তের কোকিলের মত কাউকে উদাত্ব আহ্বানে
বাকিটা জীবন কাটিয়ে দেব বাউল বেশে পথে পথে নিরাশ্রয়ে
খুঁজবো না অমরত্ব কিংবা অমৃত ওষ্ঠ মাঝে ওষ্ঠ পুরে
চাতক পক্ষীর মত চেয়ে থাকবো না চার চোখের মিলনের দিকে;
আমি শুধু আমিই হব
জড়াবো না কোন বন্ধনে
কারো চোখের মাঝে পড়বো না বাঁধা,
রাখবো না পিছুটান
না নারীর না স্রোতস্বিনীর |
ছন্নছাড়া - এন ইসলাম রনি
( আমারো এন্টেনায় ধরেনা , সব কবিতা । কবিদের তাই একটু এড়িয়ে চলি
এই কবিতাটাও সুন্দর
কি যেন আছে কবিতাটায় )
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
প্যাপিলন বলেছেন: দুনিয়াতে সবচে' কম আয়ু সামু ব্লগারদের। বেশিরভাগই দুইবছর পার করতে পারেনা। ডাক্তারদের বিষয়টা ভিন্ন, হেরা যদি নিজেরাই না বাচেন বাকিদের বাচাবেন কেমনে!! দুই বছর নিজে বাইচা থাকলে আপ্নেরে ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে আসুমনে
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
না পারভীন বলেছেন: এক সামু বর্ষ বেঁচে আছি ভাবতে গেলে আমারো অবাক লাগে । হাহাহা ।
আপনি শুধু বেঁচে না খুব ভাল থকুন এই প্রার্থনা রইল ।
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
অভিনন্দন!
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
না পারভীন বলেছেন:
অনেক ধন্যবাদ বর্ষণ
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
লাবনী আক্তার বলেছেন: বর্ষ পুর্তির শুভেচ্ছা আপু। ভালো লাগল লেখাটা।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
না পারভীন বলেছেন: ডাবল ধন্যবাদ লাবনী
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
পাতি মাস্তান বলেছেন: আপনার বর্ষপূর্তির শুভেচ্ছা
কিন্তু আমার বাত্সরিক চাঁদা [মিষ্টি] পাঠাতে ভুল করেছেন নাকি
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
না পারভীন বলেছেন: ও আল্লাহ , ভয় পাইছি ।
মাস্তানদা মিষ্টী এসে খেয়ে যান , নু পফলেম ।
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হাসি ছোঁয়াচে রোগ +
মহিলা ডাক্তারকে
প্রথমে জানাই বর্ষ পুর্তির শুভেচ্ছা হ্যাপি ব্লগিং
শুভ কামনা
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
না পারভীন বলেছেন: হাহাহা
অনেক ধন্যবাদ রাসেল
ইতি
মহিলা ডাক্তার
২৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
না পারভীন বলেছেন: ধন্যবাদ , চেয়ারমেন ছাব ।
আপনার জন্যও শুভকামনা রইল
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: আমাকে করা প্রশ্নটা ঠিক বুঝতে পারি নাই
শুভেচ্ছা।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
না পারভীন বলেছেন: প্রশ্নের উত্তর পারলেই সব বুঝা যায় । প্রশ্নেই আছে উত্তর । শিক কাবাব নাই । তার উত্তর টা হবে এমন >>>
৪) ব্লগার শিক কাবাবের কাছে প্রশ্ন , কে আমাকে লেখার মাথামুন্ডু কিছুই বুঝা যাচ্ছেনা বলে বকা দিয়েছেন ?
উত্তর >> শিক কাবাব ।
৫) আমার ব্লগের সুক্ষ্ণ আর আঁতেল ব্লগার আমি কাকে মনে করি , যার ভয়ে আমি লেখায় কিছু এনাটমি , ফিজিওলজি , প্যাথলজি ঢুকাই ?
এই প্রশ্ন ব্লগার হাসান মাহবুবের কাছে ।
উত্তর >>
কেন হা মা কে এই বিশেষ খেতাব দেয়া হল , সেটা বলে দেয়া যায় । একটু পরে বলি
৩০| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
সরকার আলী বলেছেন: (skip করে প্রতি-উত্তর দিয়ে হলেও) মান বাঁচাইলেন আপু। কমেন্টের ভাষা এবং/অথবা ভাব দূষণীয়তার ভয়তরাসে আমার অবস্থা ছিল
'বাঁচিতাম সে মুহূর্তে মরিতাম যদি'।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
না পারভীন বলেছেন:
ভাল লাগা থমকে দিয়েছে
বাক হারা করে দিয়েছে
তাই তো স্কিপ করতে হয়েছে আলী ভাইয়া । একটু থামতে হয়েছে ।
ভাষা আর ভাবদূষণীয়তা ??
না , একেবারেই নাই । হৃদয় ছুঁয়ে যাওয়া কমেন্ট ।
৩১| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
সুস্মিতা গুপ্তা বলেছেন: আপনার জন্যও শুভকামনা
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু , আমার ব্লগে স্বাগতম
৩২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অভিনন্দন রইল। ভালো কাটুক প্রতিটা সময়।
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩
না পারভীন বলেছেন: উনেক ধন্যবাদ কান্ডারি ভাইয়া । খুব ভালোথাকুন এই দোয়া রইল ।
৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
জুন বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন রইলো না পারভীন আপনাকে। হ্যাপী ব্লগিং চলতে থাকুক বছর বছর ধরে ।
আপনি বর্ষপুর্তি পোষ্ট দেখতে চেয়েছেন, তাই আমারটার লিঙ্ক দিলাম উকি দিতে পারেন সময় থাকলে
Click This Link
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
না পারভীন বলেছেন: জুন আপি , প্রথমে স্বাগতম জানাই আমার ব্লগে ।
নিঃসদেহে বলতে পারি অমন সুন্দর পোস্ট আগে দেখলে আমার পোস্ট কিঞ্চিত পরিবর্তিত হত । এখন কি আর করা ।
অনেক অনেক শুভকামনা রইল ।
৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
একজন আরমান বলেছেন:
বর্ষ পূর্তির শুভেচ্ছা আপু
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান । শুভ কামনা রইল ।
৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
খেয়া ঘাট বলেছেন: সরকার আলী বলেছেন: জীবনে এই প্রথম একজন চিকিৎসা-সাহিত্যিক এর সন্ধান পেলাম যার ব্রতীই হলো অন্তর মম বিকশিত করি।
যদি কিছু মনে না করেন তাহলে বলি:
আপু, কতই না ভাগ্যবতী ঐ মা যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন। হায়! যদি আমাদের সব মাই এমন হতেন!
পোষ্টে প্লাস কিন্তু আপনাকে মাইনাস, দীর্ঘ বিরতিতে পোষ্ট দেয়ায়
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
না পারভীন বলেছেন: মিস্টার কপির তরকারি , ফুল কপি ভাল লাগে আপনার নাকি বাধা কপি ??
৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০২
অস্পিসাস প্রেইস বলেছেন: আপনার সম্মানে মিনি বর্ষপূর্তি সঙ্কলনঃ
★ সামুতে আমার খুব পছন্দের ৪ টি বর্ষপূর্তি পোস্ট-
ব্লগার বটবৃক্ষের আমার লেইট বর্ষপূর্তি পোস্ট!!!!!!!!
(পার্টি হবে খানাপিনা হবেনা!! হেহেহেহে)
ব্লগার আমি তুমি আমরা এর সামুতে কেটে যাওয়া তিনটি বছর এবং আমি, তুমি কিংবা অন্য কারো না বলা গল্প
ব্লগার ~মাইনাচ~ এর ১ম বর্ষপূর্তির বিশাল মেগাপোস্ট ~মাইনাচ~ এর প্রথম বর্ষপূর্তি পোষ্ট এবং সামুর সব ভালবাসা , লেটস পার্টি
এত আপ্যায়ন করে কয়জন বর্ষপূর্তি করে! ব্লগার গ্রাম্যবালিকার পার্টি পার্টি পার্টি!!!! চতুর্থ বর্ষপূর্তি পার্টি!! !
★ এই ২ টি পোস্টও চমৎকারঃ
ব্লগার আফসিন তৃষার এক টুকরো বর্ষপূর্তি
ব্লগার আরজুপনির ♣ প্রিয়তমেষু (প্রেম পত্র নয়, বর্ষপূর্তিতে এটি একটি অভিমান পত্র !) ♣
★ ইয়াং ২ ব্লগারের বর্ষপূর্তিতে মজা করা পোস্টঃ
ব্লগার বিলাতী পোলার নাম আমার বিলাতী, সামুতে বর্ষপূর্তি।
ব্লগার নোবিতা রিফুর :``>> রিফু'স জার্নি অফ অ্যাঁ ইয়ার ইন সামু (রিফুর বর্ষপূর্তি পোস্ট) :``>>
★ তবে বর্ষপূর্তি মানে সবসময় উল্লাশ মনে করায় না। কখনো বিরহের আর বিচ্ছেদের কথাও মনে করিয়ে দেয়ঃ
২০০৬ থেকে ব্লগার মাহবুব মোর্শেদ ২০০৯ সালে উনার ৩য় বর্ষপূর্তিতে চলে যেতে চেয়েছিলেন, পরে কয়েক্মাস পর ফিরে আসেন সামহয়ারে ব্লগিংয়ের তিন বছর পূর্তি উপলক্ষে পোস্ট : গুডবাই সামহয়ারইন
শিপু ভাই ব্লগে আর আসেননি। উনার বর্ষপূর্তি পোস্ট কত হাসিখুশি ছিল ক্যামনে ক্যামনে দিন যায়!!!-- বর্ষ পূর্তি হইয়া গেল---খুশি খুশি
আপনার পোস্ট দেখে খেয়াল করলাম যে আমারও দেখতে দেখতে ৩ মাস হয়ে গেছে। কিন্তু মনে হয় যেন ৩ বছর।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
না পারভীন বলেছেন: খুব ভাল লাগল । পড়বো একে এ কে । ব্লগার বটবৃক্ষে্র পোস্ট , আমি তুমি আমরা , আরজু পনি আপার পোস্ট আগেই পড়েছি ।
৩ মাস পূর্তিতে শুভেচ্ছা ।
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
শীলা শিপা বলেছেন: খুব সুন্দর করে লিখেন আপনি... শুভেচ্ছা রইল...
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২
না পারভীন বলেছেন: ২ সপ্তাহ ধরে এই লখাটা লিখলাম , লেখাটা পুরোটাই সার্থক এমন কমপ্লিমেন্ট পেয়ে শীলা শীপা আপুনি ।
দারুণ খুশি ।
অনেক শুভকামনা রইল ।
৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাইয়া ।
শুভকামনা রইল ।
৩৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাই। পোস্টকি অনেক সুন্দর হয়েছে।
ভালো থাকবেন।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
না পারভীন বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে শুনে মন জুড়িয়ে গেল ।
অনেক ধন্যবাদ দাদা । ভালো থাকবেন ।
৪০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
আমি ইহতিব বলেছেন: অনেক অনেক অভিনন্দন প্রিয় নাপা আপু।
গতকাল কেন যেন অনেকবার চেষ্টা করেও লগইন করতে পারিনি।
যেদিন থেকে আপনার পোস্ট আমার চোখে পড়েছে সেদিন থেকে অধীর আগ্রহে থাকি আপনার পরববর্তী লেখা পড়ার আশায়। আপনার প্রায় প্রতিটি পোস্টেই শিক্ষনীয় বিষয় থাকে, যা আপনি গল্পের আকারে উপস্থাপণ করেন বলে সহজে বোধগম্য হয়।
ট্যাগ দেখে কৃতজ্ঞতা বোধ করছি। পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
না পারভীন বলেছেন: বিথি আপুনি , আমি চিঠি পেয়ে লিখতে বসেছিলাম , চিঠির উত্তর ইচ্ছা করে দিইনি সারপ্রাইজ দেয়ার জন্য । হাহাহা ।
ফেব্রুয়ারিতে নতুন লেখা লিখবো । সে পর্যন্ত অনেক শুভ কামনা রইল ।
৪১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
সায়েদা সোহেলী বলেছেন: " love is the best medicine "" নাপা বা প্যারাসিটামল নয় একমুঠো ভালোবাসা রইলো ডাক্তার সাহেবার জন্য শুভেচ্ছা হিসেবে
( আমাকে কিপ্টা মনে করার কোন কারন নেই কিন্তু , আমার হাতের সাইজ বেশ বড় )
যে কথাটা আমায় মুগ্ধ করেছিল তা হচ্ছে উপরে উল্লেখিত টেলিপ্যাথির বিষয়টা এই উপলব্ধি আমারও , এটাই যে এই পৃথিবীর চরম সত্য! !
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
না পারভীন বলেছেন: প্রিয় মানুষ কে নিজের ব্লগে দেখলে এমনিতেই মন ভাল হয়ে যায় ,তার উপর একটা বড় হাত ভর্তি ভালবাসা , আহা !!
অনেক শুভ কামনা আর ধন্যবাদ রইল আপুনি
৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
শুভ কামনা নাপা আপু
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মনের দরজা ভাইয়া । শুভ কামনা আপনার জন্য ও । সুন্দর হোক পথ চলা
৪৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
শুঁটকি মাছ বলেছেন: আপু,আমি ব্লগিং-এ আপনার থেকে কিছুদিনের বড়!!!!!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
না পারভীন বলেছেন: শুঁটকি আপুনি , আপনার লেখা এত ফাটাফাটি । একটা অটোগ্রাফ দিয়েন দেখা হলে ।
৪৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
কালীদাস বলেছেন: অনেকদিন পর একটা আনকমন বর্ষপূর্তি পোস্ট দেখলাম। অভিনন্দন রইল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
না পারভীন বলেছেন: আহা !! কমেন্ট বাঁধাই করে রাখতে ইচ্ছা করছে কালীদা । অনেক ধন্যবাদ ।
৪৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
অদ্ভুত_আমি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা আপু
দেরী হবার জন্য দুখিঃত ।
আপু অনেক মজা পেলাম আপনার “১ম পাতায় ঠাঁই হবে না মানলাম কিন্তু লেখা ২য় পাতায় নেই, ৩য় নেই, ৪র্থ তে নেই, কোথাও নেই, কেন নেই ? ” এই লেখ পড়ে, হাসতেই আছি
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
না পারভীন বলেছেন:
হাহাহা
অদ্ভুত ভাইয়া
পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
৪৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
সায়েদা সোহেলী বলেছেন: আমি আবেগ আপ্লুত , প্রিয় শব্দটা দেখে অনেক বেসি ভালো লেগেছিল । অফলাইন থাকায় কিছু বলা হয়নি ।
।পৃথিবীর এই সময়ে এসে কারও সার্থহীন প্রিয়পাত্র হউয়া সত্যি ভাগ্যের ব্যাপার! !!
তোমার সকল চাওয়া পুর্নহোক আপি
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
৪৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক মজার একটা বর্ষপূর্তির পোস্ট !
অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা । অনেক দিন পর পোস্ট দিলেন আপু ।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
না পারভীন বলেছেন: সব সময় পাশে থেকে নেক উতসাহ দিয়ে গেছেন ,অদ্বিতীয়া আপুনি । আজ এই সুযোগে ধন্যবাদ জ্ঞাপন করি । ভালো থাকবেন এই শুভকামনা রইল ।
৪৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
মহামহোপাধ্যায় বলেছেন: হুম ঠিক বলেছেন। এই কবিতাটাও অনেক সুন্দর। আপনার সৌজন্যে চমৎকার কিছু কবি ও কবিতার সাথে পরিচয় হল। ধন্যবাদ দেবনা বরং কৃতজ্ঞ রইলাম।
ভাল থাকুন। দুই বছর পূর্তির আরো চমৎকার পোস্টের অপেক্ষায়
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
না পারভীন বলেছেন: প্রতিদিন যে পরিমান ঝামেলা পোহাতে হয় আরো এক বছর আয়ু আছে কিনা আল্লাহ জানে । :প
আপনিও সে পর্যন্ত অনেক ভালো থাকুন ভাইয়া এ দোয়া রইল ।
৪৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪১
চটপট ক বলেছেন: কুনো কথা হবে না !! শুধু তালি হবে বর্ষপূর্তির শুভেচ্ছায়
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
না পারভীন বলেছেন: চটপট ভাইয়া , পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ । তালির জন্য বিশেষ ধন্যবাদ । অনেক ভালোথাকবেন এ প্রার্থনা রইল ।
৫০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
খন্দকার আরাফাত বলেছেন: এবার অন্য রকম এক গল্প করি । মাস ছয়েক আগে এক বৃদ্ধের সাথে আমার দেখা হয় । যাকে আগে কোনদিন আমি দেখিনি । তিনি আমাকে বললেন ,
" নার্গিস , তুমি কি তোমার ক্ষমতা সম্পর্কে জান ?"
হ্যাঁ বা না নয় , চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত উত্তর । তাই আমি চুপ করে থেকে পরবর্তি কথাটা শুনার জন্য অপেক্ষা করে রইলাম ।
তিনি বললেন , তুমি যদি গ্রামের কোন মহিলাকে বল তার সন্তান কে স্কুলে পাঠাতে । তাহলে সে সন্তানের ভাগ্যটাই বদলে যাবে । মাবাবা চিন্তা করবে ডাক্তার আপা বলছে একটা কথা , আমরা আপ্রান চেষ্টা করব ।
আমি হাসলাম । হাসির অর্থ হল , আমি জানি স্যার । তবুও মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ । আমাদের সবার আছে এক বিশাল ক্ষমতা ।
জগত সংসারের এই খেলা ঘরে আমি এক খেলা খেলি , আমার পজেটিভ শক্তিকে কাজে লাগিয়ে , সেটা হল জোড়া দেয়ার খেলা ।
জোড়া দেয়ার এই খেলায় পাশে চাই সবাইকে ।
অসম্ভব সুন্দর লাগলো । বর্ষপূর্তির শুভেচ্ছা
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
না পারভীন বলেছেন: প্রতিউত্তর একবার লেখার পর দেখি অফ লাইন । তাই আবার ধন্যবাদ জানাই ব্লগ পড়ার জন্য আর সুন্দর কমেন্টের জন্য বিশেষত ভাল লাগার অংশটুকু তুলে আনার জন্য ।
বিজয় দিবসের শুভেচ্ছা রইল আরাফাত ভাইয়া ।
৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার সব গুলো পোস্ট আমি পড়েছি
আপনার লেখা গুলো দামি
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
না পারভীন বলেছেন: একেবারে ডাইরেক্ট হার্টে গিয়ে পড়েছে ছোট দুখানি কথা . ভাল থাকবেন ভাইয়া
৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
আরজু পনি বলেছেন:
হাহা
দারুণ মজার বর্ষপূর্তি পোস্ট ।
খুব ভালো লাগলো সব মিলিয়ে ।
তা আপনি কি ইউনিলিভারের বিজ্ঞাপন প্রচারের কাজে ....
বর্ষপুর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮
না পারভীন বলেছেন: পনি আপু , আপনি ব্লগারদের পোস্ট পড়া শুরু করবেন ,ফেবু থেকে এটা জানতাম .আপনাকে আমার ব্লগে পেয়ে মহা আনন্দিত
৫৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০
আরজু পনি বলেছেন:
ইয়া মাবুদ !
আমি তবে আপনার বর্ষপুর্তি মিস করেছি...মন্তব্য প্রকাশ করে দেখি নভেম্বর মাসে :#>
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
না পারভীন বলেছেন: হাহাহা , পোস্ট বর্ষ পূর্তির কয়েকদিন আগে দিয়েছি ,আর আপনি পড়েছেন কয়েকদিন পরে ,কাটাকাটি .
অনেক ভাল থাকবেন আপু ,শুভ কামনা রইলো
৫৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল লাগল
শুভনববর্ষ
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া । একটু দেরীতে হলেও নব বর্ষের শুভেচ্ছা জানাই । আপনার সাক্ষাতকার দেখেছি , খুব ভাল লেগেছে ।
৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
করিম কাকা বলেছেন: কোন ডাক্টারের হাতের লেখা দেখলে মনে হয় না তারা এমন মজা করে কোন পোস্ট দিতে পারে,
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
না পারভীন বলেছেন: মন্তব্য যতবার পড়ছি , তত বার হাসছি । ভাগ্যিস অভ্র ছিল , হাতে লিখলে ধরতে পারতেন না ইহা একটি হাসির পোস্ট
অনেক অনেক ধন্যবাদ করিম কাকা ।
৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮
ফারজানা আখি বলেছেন:
অনেক মজার পোস্ট । আপনার পোস্ট পড়ে আমার আপনাকে
একজন মজার মানুষ বলে মনে হচ্ছে ... ভাবছি , আমার
এই অনুধাবন কি , ভ্রম নাকি দৃষ্টি বিভ্রম ????... হা হা হা।
ভালো থাকবেন , আপা ... :-)
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
না পারভীন বলেছেন: একেবারে বিভ্রম । আমি অত্যন্ত বোরিং একজন মানুষ । কোন মজার কথা বলতে পারিনা । অন্যরা কেউ মজার কথা বললে সেটা বুঝতে পারি কখনো সখনো এই যা রক্ষা
আপনি ও ভাল থাকবেন ফারজানা আপু ।
৫৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অভিনন্দন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
না পারভীন বলেছেন: বাহ প্রোপিক বেশ সুন্দর ।
অভিনন্দন জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
৫৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: থ্যাংকু
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
না পারভীন বলেছেন: অয়েল কাম ভাইয়া ।
৫৯| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ব্লগে নিজের নাম দেখে সন্মানিত বোধ করছি । লজ্জাও ।
এ কলাম এরকম হলে ভাল হত -
২) ব্লগার গিয়াসলিটন এর কাছে প্রশ্ন , সবার আগে আমার ব্লগে মন্তব্য করে কে ধন্য হয়েছিল ?
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২০
না পারভীন বলেছেন: ভাইয়া, কষ্ট করে পড়েছেন দেখে ধন্য হলাম।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর লিখেন তো আপনি! লেখা চালিয়ে যান। ধন্যবাদ।